![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
২ সপ্তাহ আগেও শেখ হাসিনা বলেতেছিলেন যে, নির্বাচন হবে সংবিধান অনুযা্যী, বিএনপি'র সাথে কোন সংলাপ মংলাপের দরকার নেই; বহুমুখী আওয়ামী লীগের সব নেতারা নেত্রীর কথা আওড়াচ্ছিল তোতা পাখীর মতো; এই সপ্তাহে নেত্রী উনার মত বদলায়েছেন, সংলাপ হবে। এখন আওয়ামী লীগের পিএইচডি, মিএইচডি, এডভাইজার, পেটভাইজার সবাই শেখ হাসিনার পিয়ন হয়ে গেছেন, টাই ট্যুই পরে পথে নেমে গেছেন, যাকে পাচ্ছেন তাকেই সংলাপের চিঠি দিচ্ছেন।
আওয়ামী লীগের সাথে সংলাপ হওয়ার প্রশ্ন যদি উঠে, কাহাদের সাথে সংলাপ হওয়ার কথা? নিশ্চয়ই বিএনপি'র সাথে হওয়ার কথা! এখন দেখা যাচ্ছে, শেখ হাসিনার ঘরের চাকরাণীগণ ব্যতিত সবার সাথেই সংলাপ হতে যাচ্ছে! আর বাদ পড়তে পারেন জর্জমিয়া, হয়তো।
বিএনপি নিজের নাম ব্যবহার করে সংলাপে যাচ্ছেন না, উনারা ড: কামাল সাহেবের পকেটে ঢুকে প্রাইম মিনিষ্টারের বাসায় ঢুকবেন! একদিক দিয়ে ভাবলে, প্রাইম মিনিষ্টার উনার কথা রাখছেন, বিএনপি'র সাথে সংলাপ মংলাপের দরকার নেই, হচ্ছেও না; হচ্ছে, ঐক্য, অনৈক্য, সাক্য মুণির সাথে!
ড: কামাল সাহেবের সাথে সংলাপের পর, নৈশ ভোজের ব্যবস্হা আছে; উহার মেনুতে নাকি ১৭ ধরণের খাবার আছে! এই মেনুর কথা শুনে কি ডা: বদরুদ্দোজা সাহেব নিমন্ত্রণ চেয়ে বসলেন? ডা: বদরুদ্দোজা সাহেবকে দেখতে কিন্তু রংপুরের লোকদের মত দেখাচ্ছে আজকাল! এরপর নিমন্ত্রন পত্র চেয়েছেন আমাদের গ্রামীন গণতন্ত্রের পিতা জেনারেল এরশাদ সাহেব; উনার কিন্তু কারণ থাকতে পারে; রওশন এরশাদ ফ্রি খাবার খান পালর্লামেন্টে, বাড়ীতে রান্নাবান্না হয় বলে মনে হয় না।
কারো সাথে শেখ হাসিনার সংলাপ না হলেও, এরশাদ সাহেবকে একবার শেখ হাসিনা ডাকার কথা, ভোটের আগে একবার উনাকে স্মরণ করায়ে দিতে হয় যে, জেলখানায় রুম প্রস্তুত করা আছে, এদিক ওদিক করার উপায় তেমন নেই!
ইনু, মেমনও নাকি আসতেছে সংলাপে; উনারা ঘর জামাই, তারপরও শ্বশুর বাড়ীতে বেড়াতে চাচ্ছেন। রওশন এরশাদ পত্র পেয়েছেন কিনা এখনো মিডিয়ায় আসেনি; উনি মনে হয়, উনার আগের পদটা ঠিক রাখার চেষ্টা করবেন; উনি নারী উন্নয়নের ধারক-বাহক ও উদাহরণ। বাকী থাকছে কাদের সিদ্দিকী; উনি চিঠি একখানা পেয়েছেন, উহা ইংরেজীতে লেখা থাকায়, উনি কিছু বুঝতে পারেননি; উনি ফোন করে জানায়েছেন যে, উনাকে চিঠিপত্র দেয়ার দরকার নেই, উনি সোজাসুজি খাবার টাইমে এসে উপস্হিত হবেন!
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের কোন ভদ্র জাতির মানুষেরা ১৭ আইটেম একত্রে খায় না, এগুলো মগজহীনদের কাজ; এদের মগজের যায়গায় খাবার আছে।
২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: কয়েকদিন সংলাপ -সংলাপ খেলা চলবে।
ফলাফল শূন্য।
সংলাপের আসল উদ্যেশ্য তাদের ব্যস্ত রাখা।
বিএনপি চাইবে- নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি। যা কোনো দিনও আওয়ামীলীগ মানবে না।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা এদের চেনেন, হাতে মোয়া ধরায়ে দেয়ার সম্ভাবনা।
তবে, শেখ হাসিনার উচিত, এদের সাথে সীট ভাগাভাগি করে, সরকার গঠন করে, জামাতকে হাড্ডি ধরায়ে দেয়া।
৩| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
ঢাবিয়ান বলেছেন: দারুন লিখেছেন। হাসতে হাসতে পড়ে গেলাম
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
শেষে কি রম্য হয়ে গেছে? আমি ভাবছিলাম, আমি সিরিয়াস রাজনৈতিক পো্ষ্ট লিখেছি!
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাসিনা ছাড়া তার দলের অন্য কারো ব্যক্তিত্ব নেই কে কখন কি বলেন তাই ঠিক নাই। অনেক পিএইচডি ফিএইচডি ডক্টরেট ফক্টরেট আছে তারা সবাই তার ছিড়া কথার কোন লাগাম নেই টোকাইদের মতো ফালতু কথা বলেন। একই অবস্থা অন্যদের বেলাতেও। যাইহোক এই সংলাপে কোন সুফল আসবেনা কারণ হাসিনা ভালো করেই জানেন সংলাপ বাস্তবায়ন করতে হলে পিএমকে ক্ষমতা ছাড়তে হবে।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
ড: হাছান, ড: গোলাপ চিঠি নিয়ে বাড়ী বাড়ী যাচ্ছে; জর্জমিয়া নাকি ঠিকানা বদলায়ে ফেলেছে সংলাপের ভয়ে।
৫| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
তারেক_মাহমুদ বলেছেন: হে হে হে কালবৈশাখী ভাইয়ের পোষ্টে জানলাম খাওয়া দাওয়াও নাকি হবে না, তাহলে কি হবে সেটাই প্রশ্ন?
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
খাবারের বাইরে শুধু মোয়া থাকার কথা।
তবে, শেখ হাসিনার উচিত, জাতীয় কোয়ালিশন করে সরকার গঠন করা, এটা একটা সুযোগ।
৬| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
খাঁজা বাবা বলেছেন: এরা সংলাপ করবে নাকি ছেলে মেয়ের বিয়ে দেবে?
খাবারের মেনু দেখে তো মানুষ সংলাপের এজেন্ডা ভুলে গেছে।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা এদের সবাইকে নিয়ে সরকার গঠন করলে, জাতির বর্তমান সমস্যার কিছুটা সমাধান হবে; এদের সবার হাবভাব এক, এরা কেহই দেশ চালানোর উপযুক্ত নন।
৭| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০
কাওসার চৌধুরী বলেছেন:
একদম হক কথা। আপনার "সংলাপ" বিশ্লষণ চমৎকার হয়েছে।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
একদিক থেকে দেখলে, মনে হয়, শেখ হাসিনা এদেরকে নাজেহাল করবে।
কিন্তু শেখ হাসিনা এদের সবাইকে নিয়ে সরকার গঠন করলে, দেশে রাজনৈতিক ষড়যন্ত্র কিছু কমে আসবে: শেখ হাসিনার আমলা, পুলিশ, মিলিটারীর উপর নির্ভরশীলতা কমবে।
৮| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমিও চিঠি চালাচালি পছন্দ করি না, তাছাড়া বাংলাদেশের ইংলিশ আমি বুঝি না, তাই চিঠির প্রয়োজন নেই, আমি খাবারের সময়ে ঠিকই হাজির থাকবো । ভাবছি ডঃ কামাল হোসেন সাহেবের জন্য এক হালি জংলি আনারষ নিয়ে যাবো, আর ডাঃ বদরু সাহেবের জন্য কাঠাল পাতা । আমি মেহমান মানুষ খালি হাতে কিভাবে যাই বলেন তো ?
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
এরাই শেখ হাসিনা-বিরোধী, এদেরকে দলে নিয়ে দেশ চালালে, এদের লেভেলে, দেশের রাজনৈতিক অসন্তোষ কমে আসবে, এরা সীট চাচ্ছে, এরা জাতির এলিট মানুষ!
৯| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
নজসু বলেছেন: অমপুরবাসীর মান সন্মান আর আকলেন না বাহে।
হামরা খালি মনে হয় জিয়াফত খায়াই বেড়াই।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
মানুষ মানুষকে ১৭ আইটেম খাওয়ায়? শেখ হাসিনা এদেরকে জাতির সামনে কম বুদ্ধিমান প্রমাণ করার ব্যবস্হা করেছেন!
১০| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
হাসান রাজু বলেছেন: বহুমুখী আওয়ামী লীগের সব নেতারা নেত্রীর কথা আওড়াচ্ছিল তোতা পাখীর মতো এদের কাজই এটা। এরা নিয়োগ প্রাপ্ত। কিংবা হালুয়া রুটির ভাগ কিংবা ভালো ভাগটা চায়। তাই নেত্রীর কথা যতই ভুল বা অযৌক্তিক হোক না কেন এরা নেত্রীর বানীকে ভালো মোড়কে পেঁচিয়ে ঘরে ঘরে পৌঁছে দিবে।
যেমন আপনার কথাই ধরুন না। হাসিনা বলেছেন বিএনপি'র সাথে সংলাপ মংলাপের দরকার নেই কিন্তু ঠিকই বসছেন। আর আপনি ওইসব তোতাপাখিদের মত ভাওতাবাজি করলেন এই ভাবে - একদিক দিয়ে ভাবলে, প্রাইম মিনিষ্টার উনার কথা রাখছেন, বিএনপি'র সাথে সংলাপ মংলাপের দরকার নেই, হচ্ছেও না; হচ্ছে, ঐক্য, অনৈক্য, সাক্য মুণির সাথে! কিন্তু এমন না যে আপনি বুঝতে পারছেন না বা জানেন না মূল সংলাপ এগুবে বিএনপি কে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে। আপনার আগের পোস্টেই আপনি তা স্বীকার করে এসেছেন সংলাপের মূল প্রসঙ্গ হবে খালেদা জিয়া। হা হা হা অইসব তোতাপাখির অন্য একটি সংস্করন আপনি নিজেও । বলে আসছি সেই কবে থেকে।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
আমি শেখ হাসিনার মতো ভাবি না, আমি বিএনপি'র বিলুপ্তির পক্ষে
১১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
কে ত ন বলেছেন: বি চৌধুরী এবং এরশাদের বয়েস বেশি হলে কি হবে, খাওয়ার লোভ এখনও যায়নি, তাই নিমন্ত্রণ চেয়ে বসলেন।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
এগুলো জাতীয় রাক্ষস।
১২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
পল্লব কুমার বলেছেন: সংলাপ মানে বিনোদন, মানে পার্ট বাই পার্ট এখন বিনোদন আসতে থাকবে। দেখা যাক কয়দিন এই নাটক চলে!!
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বুদ্ধিমান হলে, মির্জা ফখরুলকে ৫০ সীট, বাকিদের ৫০ সীট দিয়ে, কলোনিয়েল সরকার গঠন করলে, উনাদের লেভেলে অসন্তোষ কমে আসবে।
১৩| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
হাসান রাজু বলেছেন: এখন আওয়ামী লীগের পিএইচডি, মিএইচডি, এডভাইজার, পেটভাইজার সবাই শেখ হাসিনার পিয়ন হয়ে গেছেন, টাই ট্যুই পরে পথে নেমে গেছেন, যাকে পাচ্ছেন তাকেই সংলাপের চিঠি দিচ্ছেন।
ভালতো। এই পোস্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আমন্ত্রিত অতিথির তালিকা আপনি করতে পারেন। আপনার এই পোস্ট টা রম্য হিসেবে প্রশংসা করা যায়। আপনার তথাকতিত এনালাইটিক্যাল
(আপনি নিজের লেখা সম্পর্কে এমন ভুল ধারনা রাখেন
) রাজনৈতিক পোস্ট থেকে অন্তত।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
আমি চলমান ঘটনা-প্রবাহকে আমার সামান্য জ্ঞান অনুসারে এনালাইসিস করার চেষ্টা করছি; আপনাদের পোষ্ট তো আমার চোখে পড়েনি; আমি সব রাজনৈতিক পোষ্ট পড়ি; প্রশ্নফাঁষদের পোষ্টগুলোতে কমেন্ট করি না, এইতো!
১৪| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
হাসান রাজু বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমিও চিঠি চালাচালি পছন্দ করি না, তাছাড়া বাংলাদেশের ইংলিশ আমি বুঝি না ।
<<<
<<<
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
কাদের সিদ্দিকীও একজন রাজনীতিবিদ, তাকেও সংলাপে আনতে হয়, পত্র লিখতে হয়, পত্র উনি পড়তে পারবেন তো?
১৫| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ভোটের তারিখ ১ দিনও পিছাবে না।
এত দিনেও এই্টা বুঝলেন না?
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার উচিত, এদের সবাইকে সাথে নিয়ে একটা একটা এলিট কলোনিয়েল সরকার গঠন করা; শেখ হাসিনার একা কলোনিয়েল সরকার এভাবে চললে, বাংলাদেশে শুধু মেয়েরা থাকবে, পুরুষেরা আবর, মালয়েশিয়ায় থাকবে, আর সাগরে নৌকায় ভাসবে।
১৬| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২
স্বপ্নীল ফিরোজ বলেছেন: এই উপলক্ষে কাঙ্গালী ভোজের আয়োজন করা যেতে পারে। জাতির গরীব মানুষ জন একটু ভালো মন্দ খেতে পাবে।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
গত ভোটে ভোটও বিক্রয় হয়নি, চা-পানি খাওয়াও হয়নি, হাতের টাকা হাতে রয়ে গেছে; তাতে ১৭.৪ ধনী বেড়ে গেছে লাফ দিয়ে।
১৭| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
*** হিমুরাইজ *** বলেছেন: সংলাপ করে কি দেশের মানুষের কোন উন্নয়ন হবে গাজী ভাই?
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
না, উপকার হবে না; এমন কি শেখ হাসিনা আবার সরকার গঠন করলেও মানুষ কিছু পাবে না; তবে, ওরাই (সংলাপ কারীরা) ধনী হবে ঘুরে ফিরে; বাংলাদেশ শতকরা ১৭.৪ হারে ধনী প্রসব করছে; ধনীদের মাঝে "ফাতেমা"রা নেই, গার্মেন্টে'এর মেয়েরা নেই, বেকাররা নেই, চাষীরা নেই।
১৮| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষে মানুষে মিল মহব্বত থাকা খুবই জরুরী।
এটা না থাকলে সমাজ অচল হয়ে পড়তে পারে।
দাওয়াত দেয়া ও নেয়া খুবই ভালো কাজ ।
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
এটা শেক হাসিনার জন্য বড় সুযোগ; ড: কামালের পকেটে রগ কাটার চুরি নেই; মির্জাকে ৫০ সীট ও বাকীদের ৫০ সীট দিয়ে, এলিট কলোনিয়েল সরকার গঠন করলে, সবাই কিছু না কিছু পাবে।
১৯| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
রানার ব্লগ বলেছেন: নতুন কেউ আসা উচিত রাস্ট্র ক্ষমতায় বি এন পি জামাত আওমিলিগ জাপা এবং আর বাকি যারা আছে এদের বাদ দিয়ে অন্য কেউ, দেখি এরাও হাজি হয় কি না ??
শুনেছি যে যায় মক্কায় সে হয় হাজি দেখি নতুন যারা আসবে তারা কত বড় হাজি হয়।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
নতুন রাজনীতিবিদ দেখা যাচ্ছে না দেশে; তবে, দেশে প্রফেশালে লোকজন আছেন, যারা মার্কেল, লি-কুয়ানের প্রশাসন ও মানুষের ভুমিকা বুঝতে সক্ষম হবেন।
২০| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
জাহিদ অনিক বলেছেন:
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক- ভালবাসা মেঘ হয়ে যাক।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
"ফাতেমা"রও ভালোবাসা থাকার কথা ছিলো; বেগম জিয়ার জন্য স্বেচ্ছায় কারা বরণ করেছেন; এই রকম ৩ কোটী ফাতেমা আছে বাংলাদেশে
২১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
হেতেরে চিনেন? হেতেও দাওয়াত পাইছে...
আপনার লেখাটা শেষের দিকে না প্রথম থেকেই স্যাটায়ার ছিল। এ ধরনের লেখা 'নিউইয়র্ক টাইমস'-এর সম্পাদকীয়তে স্থান পাওয়ার কথা। আপনাকে ধন্যবাদ ব্লগে ফ্রি-তে দিয়ে আমাদের সুযোগ দিয়েছেন...
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বাসায় চিড়িয়াখানা খুলেছেন।
২২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
নূর আলম হিরণ বলেছেন: বিএনপির সংশদিত গঠনতন্ত্র গ্রহণ করছে না নির্বাচন কমিশন।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা আজকে মির্জাকে ৫০ আসন দিয়ে, বিএনপি'র যারা জামাতকে ভালোবাসে না, তাদের নিয়ে সরকার করলে সমস্যা কমে আসবে; মনে হচ্ছে, জিয়ারা উত্তরাধিকারের সম্পত্তি হারায়েছে।
২৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০
অপু দ্যা গ্রেট বলেছেন: এখন চলবে খেলা । সংলাপ, হবে । সংলাপ হবে না । হা ডু ডু ডু ।
কাবাডি কাবাডি কাবাডি
তবে শেষ লাইন বেশি ভাল লেগেছে । তিনি একেবারে ডিনার টাইমে উপস্থিত হবেন ।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
আজকের বাংলাদেশে, কাদের সিদ্দিকীর রাজনীতি এটুকুই
২৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০
আখেনাটেন বলেছেন: বাকী থাকছে কাদের সিদ্দিকী; উনি চিঠি একখানা পেয়েছেন, উহা ইংরেজীতে লেখা থাকায়, উনি কিছু বুঝতে পারেননি; উনি ফোন করে জানায়েছেন যে, উনাকে চিঠিপত্র দেয়ার দরকার নেই, উনি সোজাসুজি খাবার টাইমে এসে উপস্হিত হবেন! -- ননস্টপ হাসছি এই লেখায়।
এগুলো সংলাপ নামের প্রলাপ দিয়ে কি কড়াইল বস্তির টোকাই অাব্দুলের ডাস্টবিন থেকে টুকে খাবার খাওয়ার অবসান হবে।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার বাসায় সম্ভবত ভিক্ষুকও আসে না, এটাই সুযোগ
২৫| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
নীলপরি বলেছেন: এখন বাকযুদ্ধ তো ভোটের আগে ও পরে চলতেই থাকে ।ভালো লিখেছেন ।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা আওয়ামী কলাগাছদের সাথে কথা বলে আনন্দ পাচ্ছেন না
২৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯
ডঃ এম এ আলী বলেছেন: কিছুটা রম্য আকারে হলেও ভাল্ই লিখেছন । বিএনপির একটি অংশের নামকরা লোকজন যথা রিজভী , নজরুল ইসলাম , গয়েশ্বর এরা নেই এই টিমে , মনে হয় ডাল মে কুচ কালা হ্যায় ।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনার শারীরিক অবস্হা ভালোর দিকে?
রিজভী সাহেব মনে করেছেন যে, জিয়া এখনো জীবিত আছেন।
গয়েস্বর আসলে কি করেন, আমি ঠিক জানি না; নজরুল সাহেবের সাথে ড: কামালের মিল থাকার কথা।
শেখ হাসিনার বিএনপি ও কামাল সাহেবকে নিয়ে সরকার গঠন করলে, ওরা সরকার নিয়ে আরামে থাকতে পারে, বছরে শতকরা ২০ ভাগ করে ধনী প্রসব করলেও মাথা ব্যথা থাকবে না কারো, মানুষ আরবে উট চরাবে, বউয়েরা দোকানে দোকানে ঘুরে কসমেটিকস কিনবে, জীবন সোজা হয়ে যাবে।
২৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
শাহারিয়ার ইমন বলেছেন: ভাবছিলাম সিরিয়াস পোষ্ট ,সিরিয়াসলি পড়া শুরু করছিলাম ।শেষটায় এসে না হেসে পারলাম না
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
সংলাপ, নাকি বাংগালীদের জাতীয় চিড়িয়াখানা, বুঝা মুশকিল!
২৮| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, প্রতি উত্তর যতার্থ ।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'তে প্রফেশানেল রাজনীতিবিদ ও পরিস্কার ব্যাকগ্রাউন্ডের লোকজন নেই; মওদুদ, ড: মোশারফ, গয়েশ্বর যেকোন মানুষকে বিরক্ত করার জন্য যথেষ্ট!
২৯| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
ডঃ এম এ আলী বলেছেন: বিএনপিতে ফ্রন্টলাইনে থাকা লোকজনের চেয়ে পিছনে থাকা প্রফেশনাল লোকজন যথা ড:ইমাজুদ্দীন , জাফরুল্লাহরা বেশী বিররক্তিকর , তারা গানে কবিতায় গল্পে, ভাষনে যে সব কথা বলে তার সারবত্তা একই উৎস হতে উদ্বুত ও শুধুমাত্র একেয়েমীপুর্ণ পুণরাবত্তি , যা অতীতে তাদের আমলে অারো বেশী মাত্রায় বিরাজিত ছিল । রজানীতী বিদেরা সে সব কথা বলাটা খুবই স্বাভাববিক কিন্ত প্রফেশনালরা সেসব ভুলে কি করে আর তাতে নতুন নতুন মাজেসা যুক্ত করে কিভাবে !!! ভাবতে কিছুটা অবাক লাগে ।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
ড: এমাজুদ্দিন সাহেব নিজে ডুবেছেন, ও বাংগালী শিক্ষিতদের শিক্ষার মানের ব্যাপারে সন্দেহের সৃষ্টি করেছেন।
ডা: জাফর উল্লা'র বিরাট অবদান ছিলো মুক্তিযু্ধের সময়, এখন টাকার এলিট হয়ে সন্মান হারাচ্ছেন; বিএনপি'র বেশীর ভাগ নেতা বেগম জিয়ার থেকেও কম অভিজ্ঞ, এটা বিশাল সমস্যা
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩
ফোয়ারা বলেছেন:
তাহলে আপনি কি ঘরে পা তোলে বসে থাকবেন। আপনিও চলে আসেন নৈশভোজে। সদর আমন্ত্রণ রইল।