নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: কামাল হোসেন নিজের অজান্তেই জাতির জন্য ভালো কিছু করেছেন!

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০



মনে হচ্ছে, ড: কামাল হোসেন নিজের অজান্তেই জাতির জন্য সামান্য ভালো কিছু করেছেন: শেখ হাসিনার এক গুঁয়েমীতে একটা ছোট আঁচড় কেটেছেন, এটার দরকার ছিলো; শেখ হাসিনা বিএনপি-জামাতের রাজনীতিকে কন্ট্রোল করতে গিয়ে, দেশের মানুষকে রাজনীতি বিমুখ করে ফেলেছেন; এটা জাতির জন্য ভয়ংকর অবস্হা!

শেখ হাসিনা কথায় কথায় সংবিধানের কথা বলছিলেন আজকাল; সংলাপে, সংবিধান প্রণেতাদের সভাপতির সাথে সামানাসামনি কথা হলো অনেকদিন পর!

শুধু বিএনপি জামাতের লোকেরা নয়, শেখ হাসিনার সাপোর্টারেরা হতাশ, কোথা থেকে উড়ে এসে লোকজন আমাদের পার্লামেন্টে স্হান করে নিচ্ছে; আওয়ামী লীগের হানিফ, ড: হাছান মাহমুদ, টুকু, ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, নাসিমরা যে ভাষায় কথা বলছে, এগুলো স্বয়ং আওয়ামী লীগ সাপোর্টারদের কাছে ভীতিজনক!

ব্লগার রাজীব নুর সাহেব খুলনার জনপ্রিয় ফুটবলার ও গার্মেন্টস ব্যবসায়ী, কোন এক সালম মুর্শেদীকে নিয়ে পোষ্ট দিয়েছেন, সালাম মুর্শেদী সাহেব এখন পার্লামেন্ট সদস্যও, রাজিব উনাকে ভালো মানুষ হিসেবে তুলে ধরেছেন; আমি জানতে চেয়েছিলাম, সালম মুর্শেদী সাহেব কি পার্লামেন্টে "বিল এনে আইন পাশ" করানোর নিয়ম কানুন জানেন? রাজিব নুর সেটার উত্তর জানেন না! আমাদের পার্লামেন্ট কি গার্মেন্টস ব্যবসায়ীদের ক্লাব, নাকি শতকরা ১৭.৪ হারে বর্ধিত হারের সুপার ধনীদের আড্ডাখানা? শেখ হাসিনাকে ভাবতে হবে, জাতীর পার্লামেন্টকে ক্লাব বানানো কি ঠিক হচ্ছে?

শেখ হাসিনা গতদিন সংলাপে বসেছিলেন ড: কামাল হোসেনের সাথে; শেখ হাসিনার সাথে ২২/২৩ জন ছিলেন, ড: কামাল সাহেবের সাথে ছিলেন ২১ জন; একমাত্র ড: কামাল ও শেখ হাসিনা ব্যতিত বাকী যারা দিল সবই ছিল অপ্রয়োজনীয় ও অদক্ষ; আসলে, সংলাপে ড: কামাল ও শেখ হাসিনা উপস্হিত থাকলে সংলাপটা আরো কার্যকরী হতো!

সংলাপ শেখ হাসিনার উপর কিছুটা প্রভাব ফেলবে অবশ্যই; উনি এতদিন পত্রপত্রিকায় ড: কামালের কথা শুনে আসছিলেন, নিজেও উনার সম্পর্কে মন্তব্য করেছেন; এখন সামনাসামনি বসে কথা বলেছেন, এটার প্রভাব অবশ্যই পড়বে শেখ হাসিনার উপর; ড: কামাল হোসেন বিএনপি-মনা মানুষ নন, উনি কেন বিএনপি'কে কোয়ালিশনে নিয়ে শেখ হাসিনার উপর চাপ স্বষ্টি করছেন, সেটা শেখ হাসিনাকে বুঝতে হবে: দেশে বিএনপি, আওয়ামী লীগ ব্যতিতও মানুষ আছেন, তাঁরা সন্তুষ্ট নন; এদেশের মানুষ পার্লামেন্টকে সালাম মুর্শেদীদের ঢাকা ক্লাব হিসেবে দেখতে চাহে না; শেখ হাসিনা বিএনপি-জামাত ঠেকেতে গিয়ে বাংগালীদের পার্লামেন্টকে কলাবাগানে পরিণত করেছেন, ধনীদের আড্ডাখানায় পরিণত করেছেন, এটার অবসান হওয়ার দরকার!





মন্তব্য ৬০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পত্রিকাতে দেখলাম, বড় বড় ব্যবসায়ী রা বড় দলগুলো হতে মনোনয়ন পেতে খুব আগ্রহী। এইটা খুব বিপদজনক।।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের গত সংসদে, শেখ হাসিনা ও মতিয়া চৌধুরী ব্যতিত সবাই কোন না কোন ছদ্মনামে ব্যবসায়ী!

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সনেট কবি বলেছেন: বিষয়টা সবার জন্য উপভোগ্য। তথাপি ভাল কিছু হোক।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কথায় কথায় বলছিলেন, সংবিধান অনুসারে নির্বাচন হবে, সংলাপের দরকার নেই; ড: কামাল হোসেন সেখানে একটা আঁচড় দিতে সক্ষম হয়েছেন।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেদিন বললেন “ড: কামাল হোসেন ও ডা: বদরুদ্দোজা জাতির জন্য ভয়ংকর খারাপ উদাহরণ”
আজ উল্টে গেলেন!! আপনি পারেনও !! বল্লা ধরার মন্ত্র নিয়ে সাপ ধরতে যাওয়া বোকামী।
চুপ থাকা ‍উত্তম যদি কিছু না বোঝেন !

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল হোসেন ১ দিনে বদলে যাননি, যাবার কথা নয়; তবে, উনার প্রচেষ্টা শেখ হাসিনার উপর প্রভাব ফেলতে পারে, শেখ হাসিনা ভাবার সুযোগ পাবেন; উনার নিজের কলাগাছেরা উনাকে কিছু বলার সাহস রাখে না।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একেবারে সুন্দর বলেছেন। পার্লামেন্ট এখন কলাবাগান। আর বড় বড় সব ব্যবসায়ী রা সেই কলাবাগানে। এই দেখুন না। আমাদের
ভ্যাট, কেমন বেড়ে গেলো। মোবাইল ফোন থেকে শুরু করে টক টাইম, এ আর ব্যক্তিগত আয় কর এ। এর পিছনে সেই ব্যবসায়ীদের ঈ কাজ। ধরুন বাজারে একটা জুস কিনলাম, তার বা একটা ব্রেন্ড এর দোকানে একটি শার্ট। দেখা যায় যার অতিরিক্ত ভ্যাট এই জনতাকে দিতে হয়। যারা এই কোম্পানির মালিক তারা দেয়না।


আর ব্যবুসায়ী রা দেশি পণ্য উৎপাদনে অনেক সুল্ক মউকুফ করেছে। যেমন ওয়াল্টন আমাদের পণ্য নামে।

আরো কত কি।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আমাদের পার্লামেন্টকে ব্যবসায়ীদের ক্লাব বানায়েছেন; ব্লগার রাজিব এমনি এক ব্যবসায়ী এমপি'কে ভালো মানুষ হিসেবে তুলে ধরেছেন; দেশবাসী উনার ভালোত্ব দিয়ে কি শরবত খাবে? মনে হয় না, সেই লোক জীবনে একটা "বিল" আনতে পারবে!

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহিন-৯৯ বলেছেন:



ভাই ব্লগার নূর মোহাম্মদ নূরু উনি অনেক ক্ষেত্রে উল্টা-পাল্টা বলেন এটা ঠিক, তবে কাজের কথা কিন্তু কম বলেন না, আমার দৃষ্টিতে উনার মূল সমস্যা হচ্ছে- উনি নিজেকে বেশি বড় ভেবে ফেলেন।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



এটা ঠিক বলেছেন, আমার নিজকে নিজের কাছে একটু ওজনী ওজনী মনে হয়!

নুরু সাহেব বসে আছেন, কখন কে মরবেন সেটার লিষ্ট নিয়ে!

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার আগের পোস্টটি দেখুন :)

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা। আপনি জনমদাসী সম্পর্কে যা জেনেছেন, সেটা নিয়ে একটা পোষ্ট দেন।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: গণতন্ত্রে এটা একটা কুফল । রাজনৈতিক দলগুলি যে করেই হোক প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে যায় এবং সেই মতই তারা পরিচালিত হয়। মুখে জনগণের কথা বললেও বাস্তবে তারা সম্পূর্ণ দেশের প্রভাবশালী ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত হয় ।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



গণতন্ত্র "কুফল" হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশগুলোতে, যেখানে গড়ে মানুষের সুবুদ্ধি ও পড়ালেখা কম।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

হাবিব বলেছেন: হয়তোবা করছেন ভালো কিছু। তবে সবাই পকেট ভরার কাজে ব্যাস্ত। একটু কম পরলেই বিচার মানি তালগাছ আমার টাইপ কথাবার্তা।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল সাহেব রাজনীতিবিদ নন, উনাকে টেকনো হিসেবে নিয়েছিলেন শেখ সাহেব; কামাল সাহেবের উচিত শেখ হাসিনাকে শেখ সাহেবর পথে নিয়ে যাওয়া; এখন শেখ হাসিনা জেনারেল জিয়াকে অনুসরণ করছেন।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আরমান শুভ বলেছেন: আমি চাই আওয়ামীলীগ ৫ জানুয়ারি মার্কা নির্বাচন দিয়ে আবার হ্মমতায় আসুক। বিএনপির উচিত আওয়ামীলীগ কে সে সুযোগ করে দেয়া।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাত থেকে দুরে থাকার জন্য সেই রকম ভোটও আরো অনেকে চাচ্ছেন; তবে, সেটা হবে জাতির জন্য ভয়ানক খারাপ, কিন্তু ডাকাত ব্যবসায়ীদের জন্য হবে স্বর্গ সুখ।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: জাতীর জন্য শুভ দিন আসুক।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


অনেক সময় চলে গেছে অকারণ; কোটী কোটী মানুষ অকারণে কষ্টকর জীবন যাপন করেছেন ৪৮ বছর, সরকারগুলোর চুরি-ডাকাতী ও অদক্ষতার কারণে

১১| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

হাবিব বলেছেন: শেখ হাসিনা কি নিজের ইচ্ছাতেই এমনটা করছেন?

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, উনার নিজের ইচ্ছাতেই; উনি কাউকে গণনায় আনেন না।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

ফেনা বলেছেন: রাজনৈতিক ভাবে যখন মানুষ মারা যায় তখন এই দেশের মানুষ মরে না তত বারই এই দেশ মরা যায়।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



রাজনৈতিক কারণে যাতে মানুষ না মারা যায়, সেটাই তাজুদ্দিন সাহবে চেয়েছিলেন, উনাকে হ্ত্যা করেছে বাংলাদেশের মিলিটারী, জেনারেল জিয়া সেটার বিচার করেনি।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নিউটনিয়ান বলেছেন: আমাদের দেশে বহু সাংসদ আছে যারা না বোঝে রাজনীতি, না জানে সংবিধান, না জানে আইনের ধারা, না আছে সিদ্ধান্ত নেবার ক্ষমতা। বুদ্ধি, বিবেক এসব এর তো ধারে কাছেও নেই। শুধু পকেট ভর্তি টাকা আর গোয়াল ভর্তি মাস্তান থাকলেই রাজনীতিবিদ হওয়া যায়না। কিন্তু আমাদের এমন রাজনীতিবিদই ভুরে ভুরে, তাই তো দেশ টা যাচ্ছে আস্তাকুড়ে।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



এদের থেকে টাকা নিয়ে এদেরকে এমপি বানায়েছেন বেগম জিয়া; শেখ হাসিনাও সেই ব্যবসা করছেন কিনা বুঝার দরকার।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: আমাদের প্লানেটের নাম আর্থ থেকে বদলায়ে 'শেখ হাসিনা' রাখলে কেমন হয়?

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



সম্ভব, এমপি সালাম মুরশেদীকে বলে দেখেন, উনি প্রস্তাব আনুক।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

সৈকত জোহা বলেছেন: পার্লামেন্টে এখন আর রাজনীতিবিদদের জন্য দিন দিন কঠিন হচ্ছে। এর বদলে সুদী কারবারি , স্মাগলার , নর্তকী , বাউল , জেনারেল, আমলা গাম্লাদের জন্য দিন দিন সহজ হচ্ছে।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


পার্লেমেন্ট এখন ঢাকা ক্লাব।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

নজসু বলেছেন: সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল থেকে
বিরত থাকতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ড. কামাল হোসেন।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



উনার দরকার শেখ হাসিনাকে শেখ মুজিবের মনোভাবের দিকে ধাবিত করা; শেখ হাসিনা আজকে জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম অনুসরণ করছে; জাতির মেয়েরা গার্মেন্টস'এ ও পতিতালয়ে, এদিকে ঢাকা শহর শতকরা ১৭.৪ হারে সুপার ধনী প্রসব করে চলেছে

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

নূর আলম হিরণ বলেছেন: ড: কামাল এখনো আওমীলীগের জন্য ক্ষতিকর নয়। গতকাল দেখলাম সাবেক বিচারপতি মানিক উনাকে রাজাকার বলেছেন, কথাটি সত্য নয়।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


বুঝা যাচ্ছে যে মানিক ক্রমাগতভাবে গোজামিল দিয়ে চলেছে; এদের জেলে থাকার ক্থা আজীবন।

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

প্রশ্নবোধক (?) বলেছেন: জনসাধারণ ভাল করেই জানে তারা স্বস্তিতে না্‌ই। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী বিরোধী শক্তি ক্ষমতায় আসতে পারে তবে তা দেশের কোন উন্নতির জন্য হবে না।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



প্রথমে আওয়ামী-বিরোধীদের পতনের দরকার; তারপর, শেখ হাসিনা ব্যতিত প্রতিটি আওয়ামী নেতার পতনের দরকার।

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার প্রতিটি পোস্ট থেকে ইতিবাচক কিছু খুজে বের করার চেষ্টা করি। রাজনীতি, নেতা/নেত্রী, আমলা, গনতন্ত্র ও রাষ্ট্রনীতি নিয়ে আপনার অনেক ভাবনার সাথে নিজের ভাবনাকে মেলানোর চেষ্টা করি। এতে আমার ভাবনা-চিন্তাগুলো পরিপক্ব হয়। আজ আপনার লেখার যে অংশগুলো হৃদয় ছুঁয়ে গেছে সেগুলো উল্লেখ করবো-

"শেখ হাসিনাকে বুঝতে হবে, দেশে আওয়ামীলীগ ও বিএনপি ব্যতীত মানুষ আছেন।"

"সংলাপে শেখ হাসিনা ও ডক্টর কামাল ছাড়া বাকিরা অপ্রয়োজনীয় ও অদক্ষ।"

"সালাম মুর্শেদি সাহেব কি পার্লামেন্টে বিল এনে আইন পাশ করানোর নিয়ম কানুন জানেন?"

"আমাদের পার্লামেন্টে কি গার্মেন্টস ব্যবসায়ীদের ক্লাব? নাকি ১৭.৪% হারে বর্ধিত সুপার ধনীদের আড্ডাখানা?"

আপনার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি বাংলার সাধারণ মানুষদের পরিবারে জন্ম নিয়েছি।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আওয়ামীলিগ বিএনপি সকলের উন্নয়ন হোক খারাপ লোকেদের মরণ হোক । ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগে শেখ হাসিনা ব্যতিত বাকীগুলো রবার্ট ক্লাইভের ছোট ভাই; বিএনপি'র নেতারা এখনো পাকিস্তানের নাগরিক।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:৫০

হাসান রাজু বলেছেন: আগের পোস্টে মন্তব্য করেছিলাম, আপনার পোস্টে " খুব শিগ্রি দেবীর (শেখ হাসিনা) পাশে ফেরেশতাকে (ডঃ কামাল হোসেন) দণ্ডায়মান দেখতে পাব আশা করি" ।
তা ই হল। দেখুন আপনার গতি প্রকৃতি আপনার থেকে ও আমরা বেশি জানি । নূর মোহাম্মদ নূরু ভাই ও ব্যাপারটা ধরতে পেরেছেন । আপনি চলমান পরিস্থিতি নিয়ে নিজেকে এনালিস্ট ভাবে যতই লেখেন না কেন আপনার বিশ্লেষণ করার ক্ষমতা শূন্যের কোটায় ।
হাসি পায়। আপনি লিখেছিলেন এদেশে রাজনৈতিক এনালিস্ট নাই। ওই লাইনটা পড়ে আমার কোন কোন দিক দিয়ে যে হাসি লিক হচ্ছিল.....

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, আপনি ৩ বার হাসার লোকদের একজন।

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১:৩৩

রাফা বলেছেন: ড.কামাল হোসেন তার প্রফেশনের জন্য একজন মেধাবী ও উচ্চ শিক্ষিত লোক।কাজেই শিক্ষার আলাদা একটি বৈশিষ্ট অবশই আছে উনার।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


উনি জনসাধারণের রাজনীতিত ও অধিকারে বিশ্বাস করেন না; তবে, পাকী মনোভাবের লোক নন।

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা বা তার নেতা কর্মীদের কথা বার্তায় মনে হচ্ছে না তারা সংলাপকে তেমন গুরুত্ব দিচ্ছে। তার উপর অগা, মগা সবাইকে দাওয়াত দিয়ে গতবারের মতই বিএনপি বিহীন একটা নির্বাচন করতে চাইছেন তেনারা। এখন কামাল হোসেন শেখ হাসিনার অধীনে যদি নির্বাচনে না যান, তাহলে কী হয় সেটাই দেখার বিষয়...

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল যদি বিএনপি থেকে জামাত-বিরোধীদের নিয়ে ভোট করে কিছু সীট পান, সেটা দেশের জন্য নাই মামার চেয়ে ভালো হবে।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯

ওসেল মাহমুদ বলেছেন: 'অনেক সময় চলে গেছে অকারণ; কোটী কোটী মানুষ অকারণে কষ্টকর জীবন যাপন করেছেন ৪৮ বছর, সরকারগুলোর চুরি-ডাকাতী ও অদক্ষতার কারনে, ১০০% সত্যিকথা ! ড: কামাল কি ব্যতিক্রম ?!
কাওসার ভাইয়ের মন্তব্যটা গ্রহণযোগ্য !

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল হোসেন চুরিও করেনি ভালোও করেনি।

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২১

নাইম রাজ বলেছেন: কিছু ছাড়া দেশে এখনকার সব নেতাকর্মীই হলো চোর। তবে খারাপের পাল্লায় পরে সেই কিছুও চোর হতে বেশি সময় লাগবে না।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া একটা ফরমুলা আবিস্কার করেছিলো, খারাপদের সাহায্য নিয়ে ভোটে জয়ী হওয়া যায়।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

হাসান রাজু বলেছেন: আপনি ৩ বার হাসার লোকদের একজন।
আপনি কি ৪র্থ প্রন্থায় (এমনি এমনি হাসা)'র লোক ? আর হ্যাঁ, আমি ৩ টাইপের হাসার লোকদের একজন। নিশ্চিত থাকুন।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


টাইপ টুইপ বাদ দেন; আপনি কোন ব্যাপারে ৩ বার হাসেন কিনা বলেন!

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

খাঁজা বাবা বলেছেন: সংলাপ নাটক আওয়ামিলীগের জনগনের সাথে আরো একটা প্রহসন মাত্র।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ তো জনতার সাথে সংলাপে যায়নি এখনো; আওয়ামী লীগের উচিত জনতার সাথে সংলাপে যাওয়া

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

হাসান রাজু বলেছেন: আমাদের পরিচিত একজন ছিলেন যার ধারনা সে বেশ বুদ্ধিমান। তাকে আমরা বলতাম তোমার কি মনে হয়, তুমি বুদ্ধিমান? ব্যাপার হল - সে প্রবাদ জানত, " বুদ্ধিমানরা কখনো নিজেদের বুদ্ধিমান বলে জাহির করে না। বোকারা নিজেদের বুদ্ধিমান ভাবে ।" এই বিপদ থেকে সে নিজাকে আজো বাঁচাতে পারেনি।

ঐ লোকের মতো প্রবাদের/জোকসের ফ্যাঁকড়ায় পরছেন। যে কোন ভাবে তিনবার হাসাইতে পারলেই হইল? এই বুড়া বয়সে মানুষকে জিজ্ঞেস করছেনঃ - ভাই আপনি কি তিনবর হাসেন ?
- ভাই গুইনা দেখি নাই তো ?
- (রেগে গিয়ে) দূর মিয়া হাসির হিসাব রাখবেন না ? জানেন না প্রবাদ আছে " যত হাসি তত কান্না।" হিসাবের দরকার আছে, আমি এনালাইসিস কইরা দেখছি।
-আইচ্ছা হিসাব রাখুম নে?
- খাড়াও । তাইলে একটা কৌতুক কই শুন। হাসি গইনা রাখবা ।
- আচ্ছা কন তাইলে ।
- ৭১, ....বঙ্গবন্ধু, হত্যা, ....মিলিটারি, জিয়া, হত্যা, ....সুন্দরী, ....মহান, মহতি, ....কামাল, ইডিয়ট, মহান ....
- হা হা হা হা হা ..... আইন্নে হাগল নি কুন..........
- এই মিয়া তুমি টানা হাসি দিছো ক্যান ........ ? থাইম্যা থাইম্যা তিনবার হাসলা না ক্যান ?
- তাইলে কি হইত ? আপনার ভাঁড়ামি শুইন্যা আমার অন্যদিকেও একটা হাসি বার হইছে টের পান নাই?
-গুড এইতো দুইটা হইছে । আর কোন ফুডা চেক কইরা দেখো আরেকটা হাসি মিসিং দেখতাছি।
-কি কন ভাই? তিন বার হাসতে হইব ক্যা ? আপনি কয়বার হাসেন? ওইটা কি টাইপের হাসি ?
- আমি একজন এনালিস্ট । এনালাইজ কইরা দেখছি তোমরা সবাই ডোডো পিপল তোমাদের হাসতে হবে তিনবার। আর আমিতো খুব জ্ঞানি, উপচে পড়া বিদ্যা আমার তাই আমি "এমনি এমনি" হাসি। আর হাসির আবার টাইপ কি ? যখন হাসবা তিনবার হাসবা। এই সব টাইপ টুইপ বাদ। দূর হও এবার ভুখা পাবলিক..
- হালা এনালিস্ট একটা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনার এই কমেন্ট আমার পোষ্টার সমান; অনেক টাইপ করতে হয়েছে আপনাকে; ১ম পাতায় দিয়ে দেন।

২৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনার পোস্টের ছবিটাই ড. কামালের অবস্থা প্রকাশ করছে।
তিনি বড় ব্যাবসায়ী, তার একমাত্র চাওয়া হল- হাসিনার বিদায়।
তার নিজের অবস্থা কি হবে তা তিনি এখনো ভাবার সময় পান নাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা এই দেশের সাধারণ মানুষকে মোটামুটি কোন সাহায্য করেননি; কিন্তু ড: কামালেরা এই দেশে আছেন, শেখ হাসিনা থাকায়, না'হয়, জামাত উনাকে দেশ ছাড়া করতো, উনি লন্ডনে কিংবা তাজুদ্দিন সাহেবের সাথে থাকতেন।

৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

বাকপ্রবাস বলেছেন: পোষ্ট টা ভাল লেগেছে, আপনার পোষ্টে আমি চোখ রাখি নুরু ভাইয়ের কমেন্ট, এবারের কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


নুরু সাহেব আজকাল ভালো কমেন্ট করছেন; উনি মানসই কমেন্ট করতে চাইলে আমার পোষ্টে আসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.