নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এতিম ও হতদরিদ্রদের মোল্লা শফি পড়াচ্ছেন, শেখ হাসিনা কেন পড়ান না?

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪



বর্তমানে, শেখ হাসিনা ও হেফাজতের মাঝে কি ধরণরের সম্পর্ক বিদ্যমান? আমার ধারণা, ইহা পরম শ্রদ্ধার সাথে পরস্পরকে ঠকানোর আন্তরিক প্রচেষ্টা মাত্র।

গতকাল, সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীর উপস্হিতিতে হেফাজত প্রধান, মোল্লা শফি সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেন; ইহা আগামীদিনের বিষবৃক্ষের বীজ বপন মাত্র।

বর্তমানে দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসায় ১৩ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী আছে; একমাত্র বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোন দেশে এই পরিমাণ মাদ্রাসা আছে? হয়তো পাকিস্তানে থাকতে পারে! আমরা কি পাকিস্তান থেকে বের হয়েছিলাম আরেকটা পাকিস্তান হওয়ার জন্য?

শেখ হাসিনা সভায় বলেছেন, "সব থেকে বড় কাজ আপনারা করছেন: যারা এতিম বা একেবারে হতদরিদ্র, আপনারা তাদেরকে আশ্রয় দেন, খাদ্য দেন, শিক্ষা দেন। এর থেকে বড় কাজ আর কি হতে পারে"।

দেশের এতিম বা একেবারে হতদরিদ্র কিশোরদের পড়ালেখা, আশ্রয় দেয়া কি মোল্লা শফি ও হেফাজতে দায়িত্ব, নাকি শেখ হাসিনার তত্বাবধানে জাতির দায়িত্ব? শেখ হাসিনা কেন জাতির দায়িত্ব, সরকারের দায়িত্ব একজন সাধারণ(?) নাগরিকের হাতে তুলে দিয়ে আসছে ১৯৯৬ সাল থেকে? আসলে, এটা শুধু দায়িত্ব অবহেলা নয়, এটা গরীব শিশুদের আসল শিক্ষা থেকে দুরে রাখার ষড়যন্ত্র মাত্র, ইহা অপরাধ!

কওমী মাদ্রাসায় যদি ফিজিক্স, কেমেষ্ট্রী, বাইওলোজীতে পিএইচডিও দেয়া হয়, এরা বর্তমান সভ্যতা থেকে ২/৩ শত বছর পেছনে থাকবে; এরা একটা আলাদা শ্রেণী হিসেবে নিজদের আলাদা করতে বাধ্য হয়েছে শত বছর ধরে, আগামী শত বছরও ওরা আলাদা থাকবে; কারণ, দেশের মুল অংশ ওদের জন্য দারিদ্রতায় ভরা, আলাদা পড়ালেখা ও আলাদা জীবনের ব্যবস্হা করে আসছে শত বছর ধরে।

আমাদের স্বাধীনতার পর, সবার জন্য এক শিক্ষা ব্যবস্হা চালু করার দরকার ছিলো; কওমীরা গত ৪০ বছর কি করেছে কেহ জানে না, কিভাবে ওদের মাদ্রাসা চলেছে কেহ জানে না; আজকে তাদেরকে আলাদা রাখার কারণে "স্বীকৃতি" দিতে হচ্ছে! দেশের ক্যাডেট কলেজগুলোকে তো স্বীকৃতি দিতে হচ্ছে না; কারণ, সেখানে টনে টনে টাকা ঢালা হচ্ছে! যাদেরকে সরকার কিছু দিচ্ছে না, মোল্লা শফি ভিক্ষা করে তাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে; আজকে তাদেরকে স্বীকৃতি দিতে হচ্ছে!

সময় মতো এরা প্রতিশোধ নেবে হয়তো; এই ‘কওমি জননী' মননী কিছুই কাজ দেবে না; আজকে, সব দরিদ্র শিশুদের থাকা-খাওয়া ও পড়ালেখার দায়িত্ব সরকারের হওয়ার দরকার, ইহা কারো হাতে যাওয়া অপরাধ; জাতির সম্পদের অভাব নেই!

মন্তব্য ১০২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পক্ষই নিজেদের জয়ী ভাবছে। সরকার মনে করছে, ভোটের রাজনীতিতে এখন আর তাদের ইসলাম বিরোধী ট্যাগ দেয়া যাবে না। আবার হেফাজত মনে করছে, বামপন্থী সরকার থেকেও কওমী সনদ আদায় করা গেল। আখেরে কী হয় সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দিতে হবে...

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে "কওমী জননী" দিয়েছে এখন, সুযোগ এলে, "কওমী শত্রু" ঘোষণা দেবেন; আজকের অবহেলিত বাংগালীরা একদিন সবার থালিতে লাথি মারবে।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কী খেল যে দেখাইল -শুকরান গুজার হইল! ইহারাই পূর্বে সমাবেশ করিয়াছিল- আহা ! এরশাদ চাচা একটুস খানি শফি সাহেবের হাত খান তার মাথায় বুলাইতে কইছিল - মাগার পারে নাইক্যা- এখন নতুন ছিলিম ধরছে ! বাহ্ বাহ্!

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


এরা পরস্পরকে ঠকাচ্ছে পরম শ্রদ্ধার সাথে; এর ফলাফল হবে কঠিন, জাতির সামনে ভয়ানক দিন আসতে পারে।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
সুন্দর লিখেছেন স্যার। শুভ কামনা নিরন্তর।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


১৪ লাখ বাংগালীর সন্তানকে ভিক্ষা করে খাওয়াচ্ছে, পড়াচ্ছে কওমীরা; ৫/৬ হাজার বাংগালী শিশু তরুণকে পড়ানোর জন্য সরকার ক্যাডেট কলজগুলোতে টনে টনে টাকা ঢালছে; এই অসমতার জন্য শেখ হাসিনা দায়ী হবেন।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: রাজনীতির প্রয়োজনে রাজনীতির গতি নির্ধারিত হবে। সময়ই ঠিক করবে রাজনীতি কোন পথে হাঁটবে, কাকে নিয়ে হাঁটবে। রাজনীতিতে কখন কে শত্রু হবে কে মিত্র হবে সেটার বড় বিচারক সময়।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


এতিম ও দরিদ্রদের পড়াবে জাতি, এখানে রাজনীতির কিছু নেই; উনার বাবা যেই ভুল করেছেন ৩ বছর, উনি সেই ভুল করছেন ৩৭ বছর; ফলাফল হবে ভয়ংকর!

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা পরস্পরকে ঠকাচ্ছে পরম শ্রদ্ধার সাথে - এপিক কমেন্ট। সাথে জনগণকেও ঠকাচ্ছে উহারা...

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



মানুষের মাঝে ভয়ানক অবহেলিত শ্রেণীর সৃষ্টি করেছে সরকারগুলো ৪৮ বছর ধরে; গরীব এতিমেরা ভিক্ষার পয়সায় খাবে, পড়বে কওমীতে; ধনীদের ছেলেরা এলিট ক্যাডেট কলেজে, যেখানে সরকার টনে টনে টাকা ঢালে।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: টাকার বিনিময়ে ইউরোপে পি,এইচ,ডি ডিগ্রী করতে যায় আজকালকার মানুষ! আফসোস!

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


ইউরোপে ইউনিভার্সিটি হয়েছে ৯ম শতাব্দীতে, বাংগালীরা তখনো গাছে ডালে ছিলেন।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

অর্ক বিন মুজিব বলেছেন: একমুখী শিক্ষা ছাড়া কোন সমাজ শিক্ষিত হতে পারে না। ধর্ম আর রাজনীতির সংমিশ্রণ সমাজকে বিপথগামী করে তোলে

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


আমরা এক জাতি, এক ভাষা; গরীবদের জন্য কওমী পড়ালেখা, অথবা পড়ালেখা নেই; ধনীদের জন্য কতাডেট কলেজ!

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

সাইন বোর্ড বলেছেন: এখনো অনেক কিছুই দেখার বাকী অাছে, ঠকতে ঠকতে বোকা মানুষও এক সময় শেয়ানা হয়ে উঠে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


কওমীরা ক্রমেই ক্ষুদ্ধ হচ্ছে, এবং ওদের যথেষ্ট কারণ আছে; বাংলাদেশ সরকারগুলো গরীব-বিরোধী

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

সোহানী বলেছেন: সত্যিই তাই গাজী ভাই, আজ যদি সরকার এ হতদরিদ্রদের জন্য সাধারন শিক্ষার পথ খুলে দিত তাহলে কোথায় তারা পৈাছাতে পারতো, দেশকে কোথায় নিয়ে যেতো তা কি হাসিনা সরকার বোঝে? তখন এ তেতুঁল হুজুরদেরকে ম্যানেজের দরকার হতো না উল্টো এসব ছাত্ররাই সব ম্যানেজ করতো।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব তাজুদ্দিন সাহেব যুদ্ধের এতিমদের ভার নেননি; উনাদের মেয়ের মাথা কতটুকু?

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

রাফা বলেছেন: কারন কারো প্রবেশ অধিকার মানতে নারাজ তারা। হাসিনা শুরুটা করলেন বলেই আমার ধারনা।

ধন্যবাদ,চাঁদগাজী।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


এটাকে শুরু বলা যায় না, শুরু হবে সেদিন, যেদিন এতিমরা কওমীদের থাবা থেকে মুক্ত হয়ে জাতির ভালোবাসা পাবে ।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: Disgusting X(

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


নিজকে সঠিকভাবে, পরিস্কারভাবে প্রকাশের চেষ্টা করেন।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

কানিজ রিনা বলেছেন: হা হা হা তেঁতুই মোল্লা সফি, বলার কি
আছে। জয় তেঁতুই তেঁতুই জয়।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকার এতিম-গরীবদের চিনেও না; কওমীরা ভিক্ষা করেও ওদের খাওয়াচ্ছে, সামান্য বিদ্যাও দিচ্ছে; যদিও এই বিদ্যা তাদের পেছনে ধরে রাখছে।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

নীলপরি বলেছেন: আপনার লেখার প্রত্যেকটা পয়েন্টই ভাবাচ্ছে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


৪৮ বছর সরকারগুলো দরিদ্রদের কোটী কোটী ছেলেমেয়ের জন্য ১টা পয়সা খরচ করেনি, এদের জন্য এটিমখানা; বছরে ৫/৬ হাজার ক্যাডেটদের জন্য বিলিয়ন টাকা খরচ করে আসছে, এটা কি জাতি?

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:
এখানে আসলে উইন উইং বা ৫০/৫০ অবস্থায় নেয়া হয়েছে বলে আমার মনে হয় । যদি দেখা যায় তো শেখ হাসিন ভোটের আগে একটা ভাল উদ্যোগ নিয়েছেন । তাদের স্বীকৃতি দিয়ে এক সাইডে নিয়ে এসেছেন । তবে ভবিষ্যতে তা বিষ ফোড়া হবার আগেই নিঃস্ক্রিয় করে দিতে হবে ।

হয়ত জামাত এই সুযোগটা নেয়ার চেষ্টা করবে । যেহেতু তাদের নিবন্ধন বাতিল । তারা হেফাজতের মধ্যে লুকিয়ে তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে ।

তবে সময় সুযোগ বুঝে রাজনীতির লাগাম টেনে ধরতে হবে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে যেই কারণে সৃষ্টি করা হয়েছিলো, সেটাকে শেখ সাহেব ও তাজউদ্দিন সাহবে কার্যকরী না করাতে, উনার মেয়েকে আজকে সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে, জাতির দরিদ্র অংশকে এসব ভুলের জন্য মুল্য দিতে হচ্ছে।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

মাহমুদুর রহমান বলেছেন: আজকে, সব দরিদ্র শিশুদের থাকা-খাওয়া ও পড়ালেখার দায়িত্ব সরকারের হওয়ার দরকার, ইহা কারো হাতে যাওয়া অপরাধ; জাতির সম্পদের অভাব নেই!
সহমত।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


এটা যদি শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব বুঝতেন, আমরা নরওয়ের মত সুখী হতে পারতাম; উনারা না বুঝায়, কমপক্ষে ৪৮ বছরে ১০ কোটী মানুষ ভয়ানক কষ্টকর জীবন যাপন করেছেন।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

বিষাদ সময় বলেছেন: আমার ধারণা, ইহা পরম শ্রদ্ধার সাথে পরস্পরকে ঠকানোর আন্তরিক প্রচেষ্টা মাত্র।

আমার ধারণা এটা হলো আপনার করা বছরের শ্রেষ্ঠ উক্তি...........

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমি লেখার সময় লিখে ফেলেছি, তেমন গুরুত্ব বুঝিনি; আসলে, এটার মাঝে লজিক আছে দেখছি!

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কেউ বলে তেতুল আবার কেউ বলে চুইংগাম, কেউ তো ইজ্জত ঈ রাখে না। আসলে নারীকে অপমান অনেকেই করেছে। লিংক টা দেইখেন। বিডি প্রতিদিন এর

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধের সময় যারা এতিম হয়েছিলো, বাংলাদেশ সরকার তাদের দায়িত্ব নিয়েছিলো, নাকি মাদ্রাসা ইত্যাদি তাদের সীমিত ক্ষমতা দিয়ে তাদের সাহায্য করেছে?

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

জাহিদ অনিক বলেছেন:
ওনারা কেহই ঠকে নাই,ম্যাংগোপিপল ঠকেছে; তাহারাই বুঝতে পারছে না কে জিতেছে

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধে যে ৩০ লাখ প্রাণ হারিয়েছিলেন, তাদের ছেলেমেয়েদের দায়িত্ব বাংলাদেশ সরকার নিয়েছিলো কিনা?

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৫

জাহিদ অনিক বলেছেন:

নেয় নাই- কেহই নেয় নাই

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের জন্য যাঁরা প্রাণ দিলেন, তাঁদের বাচ্চাদের কেহ পড়ালেখা শিখালো না; কোন বিশ্বাসঘাতকেরা ৪৮ বছর দেশ চালালো?

২০| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২০

জাহিদ অনিক বলেছেন:

আপনিই বলেন বস- আমি শুনি।
আমার রাজিনৈতিক জ্ঞান কম। যখন যে যেটা বলে সেটা শুনে অবাক হই, ভাবি আচ্ছা ! তাই তো !

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:


আজকে জাতিে ১১ লাখ কিশোরী ও তরুণী বাসার চাকরাণী, কেন এরা চাকরাণীতে পরিণত হলো? এদের পড়ালেখা করানোর মতো সম্পদ জাতির কাছে সব সময় ছিলো!

২১| ০৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০৭

ফেইরি টেলার বলেছেন: মুহাম্মদ ( স ) নামাজের বিনিময়ে কারো কাছ থেকে কখনো পয়সা নেননি, উপরন্তু ধর্ম শিক্ষার বিনিময়ে অর্থ গ্রহণ করতে সাহাবীদের নিষেধ করেছেন । সুতরাং ধর্মশিক্ষাকে জীবিকার মাধ্যম বানিয়ে নেয়াটা ইসলামেই গ্রহণযোগ্য কি ?

০৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:১০

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা প্রদান যদি জীবিকার পেশা হয়, তাকে বেতন নিতে হবে জীবিকার জন্য; এটা অর্থনীতির নিয়ম।

২২| ০৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৫

ফেইরি টেলার বলেছেন: অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে বললে আপনি যথার্থ বলেছেন । অর্থনীতিতে দুর্নীতি, সুনীতির মধ্যে কোন প্রভেদ নেই ।

০৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, আপনি পাথরের যুগে বসবাস করছেন।

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যে দেশ হাজার হাজার কোটি টাকা খরচ করে মহাশুন্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে সেই দেশে গরিব শিশুরা কেনইবা আধুনিক শিক্ষা লাভ করতে পারবে না ? এতিম এবং হতভাগ্য শিশুকিশোরদের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা দেয়ার কথা রাষ্ট্রের । যে দলই ক্ষমতায় যায় তাদের মুখের তুবড়ি ছোটে যে তারা দেশকে উন্নয়নের সাত আসমানে তুলে ফেলছেন । দেশ যদি এতই উন্নত হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেছে তবে তো এই সকল হতদরিদ্রদের মৈলিক চাহিদা পূরণের দায়িত্ব নিতে রাষ্ট্রের সমস্যা হওয়ার কথা নয় । তাহলে সমস্যটা কোথায় ? কেনইবা এইসকল হতভাগ্য শিশুকিশোরদের দারিদ্রের সুযোগ নিয়ে শফীদের মতো কিছু সুযোগসন্ধানীদের নিয়ন্ত্রিত মধ্যযুগীয় শিক্ষাব্যবস্থাকে উপর চাপিয়ে দেয়ার সুযোগ রাষ্ট্র করে দিচ্ছে ?

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


১৩ লাখের বেশী এতিম , দরিদ্রদের কওমীরা চালায়, অন্য মাদ্রাসারা ৯/১০ লাখ চালায়; সরকার কোন দরিদ্র এটিমের জন্য ১ পয়সাও দেয় না; এই অপরাধের শুরু হয়েছিলো ১৯৭২ সাল থেকে!

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে, কোন ক্যাডেট কলেজের শিক্ষক, কোন শিক্ষিত লোক একবারের জন্যও এই সমস্যার সমাধান চাহেনি; এটা কোন ভালো জাতি নয়, এটা একটি কুজাত।

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০০

নূর আলম হিরণ বলেছেন: এদের স্বীকৃতি দেওয়াতে একটা ব্যাপার ঘটবে, এরা যখন এই সার্টিফিকেট নিয়ে দেশের মূল দ্বারার সাথে প্রতিযোগিতায় নামবে তখন এরা দেখবে কত পিছিয়ে আছে তারা। এটার প্রতিক্রিয়া ভালোও হতে পারে আবার খারাপ ও হতে পারে।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



এদের উচিত হবে, সংঘবদ্ধ হয়ে, কাজের যায়গা থেকে ইউনিভার্সিটি পাশগুলোকে বের করে দেয়া; পুরো জাতি এদের প্রতি অন্যায় করে যাচ্ছে ৪৮ বছর।

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
হাসিনা ভাল করেই জানে ওরা মরেগেলেও নৌকায় ভোট দিবে না। হাসিনা যাষ্ট ঘুষ দিয়ে বস (নিউট্রাল) করে রাখছে।
যাতে আবার অন্যকারো ইউজ হয়ে বিপদ ঘটাতে না পারে।

হাসিনা এর আগেও কান ধরে তাওবা পড়িয়ে বাসায় ফেরত পাঠিয়েছিল।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



কতদিন, কতবার সেটা শেখ হাসিনা করতে পারবেন; এইসব গরীবের ছেলেরা এই দেশের নাগরিক নন? এইসব ছেলেদের পড়ানোর কথা জাতি, কওমীরা কেন পড়াচ্ছে?

২৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদিন সব কিছুরই হিসাব দিতে হবে । :(

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা উনার বাবার মতো, এতিমদের দায়িত্ব নিচ্ছেন না, উনি বিলিওনিয়ার সৃষ্টির মেশিন বসায়েছেন!

২৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: কওমি শিক্ষার আধুনিকায়ন জরুরী, আপনার পয়েন্টটা সুন্দর শফি সাহেব কেন ভিক্ষা করে এতিম ছাত্রদের খাওয়াবেন এদের দেখার দায়িত্ব সরকারের।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:




আপনি আমার পয়েন্টার, সৌন্দয্য খুঁজে পেয়েছেন; ইহা সৌন্দয্যের ব্যাপার নয়, এটা নাগরিক অধিকারের ব্যাপার।

২৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়ের সাথে সাথে সবকিছুর জবাব পেয়ে যাবেন।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আপনি পোষ্ট বুঝতে পারেননি?

২৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

হাবিব বলেছেন: উল্টে গিয়ে পালটে গেছে সময় হলে ঠিকই সব বদলে যাবে। এরা জাতীর দুশমন, নাম নিছে হেফাজত আসলে এরা ইসলামের নামে ব্যবসাতে নেমেছে। ইসলামের শত্রু এরা, এদের মুখোশ খুলে গেছে।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, এটা একটা ফাউল মন্তব্য; আপনি পোষ্টের বক্তব্য বুঝতে পারেননি।

৩০| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

আরোহী আশা বলেছেন: ওরা ভন্ড

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জাতির দরিদ্র অংশ: এতিম ও হতদরিদ্র শিশুদের জন্য কিছু করছেন না; জাতির কাছে সম্পদ আছে, এই দরিদ্র শিশুদের পড়ানোর মতো।

৩১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

হাসান রাজু বলেছেন: দেশের এতিম বা একেবারে হতদরিদ্র কিশোরদের পড়ালেখা, আশ্রয় দেয়া কি মোল্লা শফি ও হেফাজতে দায়িত্ব, নাকি শেখ হাসিনার তত্বাবধানে জাতির দায়িত্ব? শেখ হাসিনা কেন জাতির দায়িত্ব, সরকারের দায়িত্ব একজন সাধারণ(?) নাগরিকের হাতে তুলে দিয়ে আসছে ১৯৯৬ সাল থেকে? আসলে, এটা শুধু দায়িত্ব অবহেলা নয়, এটা গরীব শিশুদের আসল শিক্ষা থেকে দুর রাখার ষড়যন্ত্র মাত্র, ইহা অপরাধ!
-শুনে (পড়ে) আপনার কথা বেশ সাফ কথার মানুষ মনে হয়। মনে হয় এইতো আমাদের চাঁদগাজী ভাই, ন্যায্য কথায় হাসিনাকেও ছাড়েন না তিনি। কিন্তু আগামী দুই তিনটা পোস্টে হাসিনাকে এমন তৈলাক্ত করবেন যে মনে হবে এই পোস্টের বেয়াদবি মাফের জন্য হাত জোড়ে তওবা করছেন।
হাসিনার পা-চাটা নেতারা যেমন করে হাসিনার মন গলাতে, তাকে বিশাল বিশাল উপাধি দেয় (যেমন কওমি জননি), আর বিএনপি/জিয়া/খালেদা জিয়া/তারেকদের যা তা গালি গালজ। আপনি ও তাই শুরু করবেন পরবর্তী পোস্ট থেকে। এমনই দেখে আসছি ।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


আমি আমার ভাবনা তুলে ধরছি, আপনি আপনার মতামত জানায়েছেন!

৩২| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: দোষ টা কেবল শেখ হাসিনা সরকারের না, এটা ওনারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। দেশের রাজনীতি কে বা করে সবি ভোটের খেল।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


উনি শেখ সাহেবে উত্তরাধিকার না নিয়ে জেনারেল জিয়ার উত্তরাধিকার গ্রহন করেছেন।

৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

রানার ব্লগ বলেছেন: হাসান রাজু @ বিএনপি/জিয়া/খালেদা জিয়া/তারেকদের যা তা গালি গালজ করার অনেক যুক্তি আছে কারন তিনি ওনাদের লেজের খবর জানেন যা আমরা জানি না। তিনি শেখ মুজিব কে কখন গালি দেন নাই তার বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেছেন, হাসিনাকে গালি দেন না সমালোচনা করেন। আর বিএনপি/জিয়া/খালেদা জিয়া/তারেকদের যা তা গালি গালজ করেন কারন এদের লেজে সমস্যা আছে, একটু খেয়াল করে দেখবেন যারা ৭১ পুর্ববর্তি জনগোষ্টি আছেন কিছু জামাত ও মুসলিমলীগপন্থী এবং সার্থবাদি ব্যাতিত সবাই এই গালা গালি খানা করে থাকেন । লেজ কথা বলেরে ভাই।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


জিয়ারা যেই পথে এসেছিলেন, সেই পথ ধরে চলে গেছেন, মাঝখানে কয়েক'কোটী আধা-পাকিস্তানী নাগরিক রেখে গেছেন বাংলাদেশে।

৩৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনার পোস্টের প্রথম লাইনটাই যথার্থ!!
আর কিছু বলার দরকার আছে?

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


এরা পরস্পরকে ঠকাচ্ছে, জাতি মুল্য দেয়ার শুরু করেছে, সামনে কঠিন সময় আসবে।

৩৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

শাহরিয়ার বিন শহীদ বলেছেন: কওমী মাদ্রাসাগুলোতে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে দেশ ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষায় যথেষ্ট এগিয়ে যেত।ফলে তারা ২'শ বছর পিছিয়ে থাকতনা এবং জাতির উন্নয়ন ত্বরান্বিত হকওমী মাদ্রাসাগুলোতে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে দেশ ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষায় যথেষ্ট এগিয়ে যেত।ফলে তারা ২'শ বছর পিছিয়ে থাকতনা এবং জাতির উন্নয়ন ত্বরান্বিত হত।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


সব বিশ্ববিদ্যালয়, সব স্কুল, সব শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে সরকারের অধীনে।

৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

আবু তালেব শেখ বলেছেন: তেতুল তত্ব এখন ব্যবসায়ী তত্ব বা হেলিকপ্টার তত্বে রুপান্তরিত হয়েছে। সরকার হটাতে শাপলা চত্বরে নিরাপরাদ ছাত্রদের নিয়ে মেরে এখন সেই সরকারের জুতালেহন করছে। কিসের জন্য????
টাকা,টাকা,টাকা

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


জাতির গরীব অংশকে কওমী ইত্যাদিরা সাহায্য করেছে; শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ, জিয়া, শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব এতিম ও হতদরিদ্র বাচ্চাদের পড়ায়নি, উনারা যাদের পড়ার সামর্থ আছে, তাদের পড়ালেখায় সাহায্য করেছেন!

৩৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

জুজুগাগা বলেছেন: ভোটের নেতা ভোটের নীতি এরই নাম রাজনীতি। রাজনীতিবিদরা নীতি কথাটাই সবচেয়ে বড় দুর্নীতি ভাবেন, নীতি কথা বলে লাভ নেই বাহে।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


ভোট হচ্ছে দেশের ক্ষমতা ও অর্থনীতিকে দখল করার জন্য; সরকারগুলো দেশের এতিম শিশুদের অধিকার হনন করেছে ৪৮ বছর

৩৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

রক বেনন বলেছেন: এরাই একদিন যখন দেখবে তাদের মৌলিক চাহিদার নুন্যতম পূরণ হচ্ছে না বা পূরণ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে, তখন কি হবে? স্বীকৃতি দিয়ে তো আর পেট ভরবে না! নাকি উনি ভেবে নিয়েছেন যতদিনে এইসব ঘটবে বা ঘটার সময় আসবে ততদিন উনি হয়ত থাকবেন না?

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কি ভাবছেন, বলা মুশকিল; তবে, এরা নিজদের আলাদা জেনেই আলাদা অবস্হানে থাকবে, জাতি আরো শক্তভাবে বিভক্ত হবে; সমাধান হলো, গরীব ছেলেমেয়েছের খাওয়া, আশ্রয়, পড়ালেখার ভার আজকে থেকে সরকারকে নিতে হবে।

৩৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

হাসান রাজু বলেছেন: রানার ব্লগ আপনার সাথে সহমত ।

কিন্তু আমি চাঁদগাজী সাহেবের সাথে যে মতামত আদান-প্রদান করছি সেটার প্রসঙ্গ ভিন্ন, বক্তব্য ভিন্ন। চলমান কিছু মন্তব্যের ধারাবাহিকতায় এই মন্তব্য। তাই আপনি আমার মন্তব্যের মূল অর্থ বুঝতে একটু ভুল করেছেন।

৪০| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কে ত ন বলেছেন: পোলাপাইন হইল বান্দর, তারা কিছুতেই পড়াশুনা করতে চায়না। কওমি হুজুরেরা ভাত এবং সওয়াবের বিনিময়ে পোলাপানদেরকে বাবা মায়ের কাছ থেকে ছুটিয়ে আনে, তারপর পিটিয়ে পিটিয়ে গাধাকে মানুষ বানানোর প্রাচীন পন্থায় কাজ সারে। হাসিনার উন্নত প্রযুক্তি ও কলাকৌশল এইসব বান্দর টাইপ পোলাপাইনকে মানুষ বানাতে কার্যকর কোন ভূমিকা রাখেনা।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা হচ্ছেন সালমান রহমানের নাতি নাতনীদের প্রাইম মিনিষ্টার, ক্যাডেট কলেজের প্রাইম মিনিষ্টার।

৪১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এতিম ও দরিদ্রদের পড়াবে জাতি, এখানে রাজনীতির কিছু নেই; উনার বাবা যেই ভুল করেছেন ৩ বছর, উনি সেই ভুল করছেন ৩৭ বছর; ফলাফল হবে ভয়ংকর!



অমানুষের অনেক গুণ কিন্তু ভালো মানুষের একটি গুণ।।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মিলিওনিয়ারদের প্রাইম মিনিষ্টার, মোল্লা শফি এতিমদের প্রাইম মিনিষ্টার।

৪২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

প্রশ্নবোধক (?) বলেছেন: অদ্ভুত সেলুকাস! কওমীরা নাকি জঙ্গী তৈরীর আখড়া। তাহলে উনি কওমী মাতা হলেন কিভাবে? নাকি তলে তলে কওমীদের জন্মদিয়ে উনি কওমী জননী হয়েছেন। তাহলে কি???

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



সোজা ব্যাপার হলো, এতিম ও গরীব বাচ্ছাদের বেলায়, উনি নিজ দায়িত্বে অবহেলা করে চলেছেন; এতিমদের ভরসা কওমীরা; এটা ভয়ংকরভাবে নাগরিক অধিকারের পরিপন্হি

৪৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি আমার লেখাটা পড়ে আসুন! হয়ত আপনার থেকে কিছু জানতে পারবো! দয়া করে ট্যাগ না দিয়ে কথা বলবেন! আমি আপনাকে সম্মান করি।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখাটা যবেশ আগেই পড়েছি, ধন্যবাদ

৪৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০৪

অনল চৌধুরী বলেছেন: মারহাবা!!! মারহাবা!!!!!
এই তেতুল শফী ৫ ইে মে কি তান্ডবই না করেছিলো!! অাজ সে অাত্মসমর্পণ করেছে।
উহা সরকারের বড় অর্জন।
ইউরোপে ইউনিভার্সিটি হয়েছে ৯ম শতাব্দীতে, বাংগালীরা তখনো গাছে ডালে ছিলেন। -ভুল তথ্য।
অতীশ দীপংকর এরও অাগে শিক্ষা বিস্তারে চীন,কোরিয়া গিয়েছিলেন।
মহাস্থানগড়,পাহাড়পুরের বৌদ্ধবিহারগুলিই ছিলো একেকটা বিশ্ববিদ্যালয়।তখন ইউরোপীয়রা ধর্ম নিয়ে কাটাকাটি করতো।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনারা রূপকথা রচনা করতে ভালোবাসেন; হিন্দু ভারতে, বর্ণ-প্রথার মাঝে কে পড়েছেন অতীশ দীপংকর'এর কেমব্রীজে?

৪৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৬

অনল চৌধুরী বলেছেন:
অতীশের জন্ম পাল শাসনের স্বাধীন বাংলায়,যারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী।

মহাস্থানগড়,পাহাড়পুর অার শালবন বৌদ্ধবিহার দেখতে এখনো কোটি কোটি মানুষ যায়।এসবই ছিলো বাংলায়।

সেন বংশের শাসনের আগে বাংলায় হিন্দু প্রধান্য ছিলো না।সুতরাং অতীশের পাঠশালা-তেই মানুষ পড়তো।
এসব প্রমাণিত সত্য,কোন রাপকথা না।প্রমাণ দিলাম,পড়ে দেখেন।লাগলে আরো দেয়া যাবে।https://en.wikipedia.org/wiki/AtiÅ›a

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



সেসব শিক্ষিতরা কই, বৃটিশ আমলের শেষে দিকে শতে ৫ জন বাংগালী সই করতে জানতেন।

৪৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৯

অনল চৌধুরী বলেছেন: Click This Link

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, এগুলো এমন সব লোকজনের লেখা যারা রূপ কথা লিখতেন,

৪৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

রানার ব্লগ বলেছেন: কে ত ন @ কি মানুষ যে বানাচ্ছে তা আপনি কওমি মাদ্রাসা সংলগ্ন কোন সাইবার ক্যাফে গিয়ে দেখে আসতে পারেন, এদের উচ্ছিষ্টের কারনে সেখানে ঢোকা যায় না। পুনশ্চঃ এদের প্রতি কোনোরূপ বিরুপ ধারনা থেকে মন্তব্য খানা করি নাই, ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


কেতন সাহেব পাথরের যুগে আছেন এখনো

৪৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১০

অনল চৌধুরী বলেছেন: সেসব শিক্ষিতরা কই, বৃটিশ আমলের শেষে দিকে শতে ৫ জন বাংগালী সই করতে জানতেন। -ক্লাইভের অামলে ইংল্যান্ডে কতো % লোক স্বাক্ষর করতে পারতো?
আমার মনে হয়, এগুলো এমন সব লোকজনের লেখা যারা রূপ কথা লিখতেন -মনে হওয়া বলে কোন শব্দ দিয়ে বিতর্ক হয় না।প্রমাণ দিতে হয়।অঅমারও মনে হয়,অঅমি ভিন গ্রহরে লোক কিন্ত প্রমাণ খুব কম।
সেন বংশ ক্ষমতায় অাসার পর বৌদ্ধদের উপর চরম অত্যাচারের শুরু হয়।
তথাকথিত বঙ্গ-বিজয়ী ইখতিয়ারউদ্দিন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে বৌদ্ধ সভ্যতার চূড়ান্ত ধ্বংস সাধন করে।
https://bn.wikipedia.org/wiki/নালন্দা

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


পাক ঘরের ভেতর বিশ্ব বিদ্যালয়কে "টোল" বলা হতো।

৪৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩০

অনল চৌধুরী বলেছেন: তক্ষশীলা, নালন্দা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিলো।
আর্যভট্ট,ব্রম্মগুপ্ত,বরাহমিহিরের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা এসব জায়গাতেই ছিলেন।
শুধু সাদা চামড়াড়াই মহাজ্ঞানী না।
না জেনে মন্তব্য করা অনুচিত।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনি যাদের নাম বলছেন, তারা হয়তো কিছু জানতেন; কিন্তু তাদের থেকে মানুষ কইছু শিখেছে বলে প্রমাণ নেই; ভারত এখন যেখানে আছে, অতীতে ইউরোপের মত জ্ঞান বিজ্ঞান ছিলো বলে মনে হয় না।

৫০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৯

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের জনগণের মানসিকতা ১৯৫২,৬২,৬৯,৭১ এ এখনকার চেয়ে অনেক সভ্য অার উন্নত ছিলো।
আফগানিস্তান তালেবান আমলের চেয়ে অনেক উন্নত ছিলো সোভিয়েত অামলে।
একটা জাতি তাদের নির্বুদ্ধিতার কারণে পিছনে চলে যায়।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের সাহসী জনতাকে পেছনে ঠেলে দিয়েছিলেন শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব; এরপর জিয়া এসে রাজনীতিকে কলুসিত করে, মানুষকে পাকিস্তানী বানায়েছে

৫১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৫

কসমিক রোহান বলেছেন: আপনার মন মগজের সীমাবদ্ধতা নিয়ে আগামীকাল যৌক্তিক আলোচনা করবো
সবজান্তা শমসের ভাব যারা ধরে তারা হাওয়ায় ভরা বেলুনের মত।
একটু খোঁচায় ফুস।
আপনার গতি দেখার অপেক্ষায়।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:



আপেক্ষা করেন, গুহার বাহিরে এসে অপেক্ষা করেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.