নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ঐক্যফ্রন্টের ড: কামাল সংলাপে, উনার কোয়ালিশন বিএনপি আন্দোলনে?

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২১


News Link

বিএনপি প্রথম সংলাপের রেজাল্ট নিয়ে খুশী নয়; ড: কামাল সাহেব আবারো ৭ দফা নিয়ে শেখ হাসিনার সাথে কথা বলতে যাবেন বুধগবার। ৭ দফার মাঝে, বেগম জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন সরকার নিয়ে শেখ হাসিনা অনড় থাকবেন; বাকী কি নিয়ে ড: কামাল সাহেব কথা বলবেন কে জানে? বিএনপি অবশ্যই উনাকে নিয়ে আবারো বেগম জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন সরকার নিয়েই কথা বলতে চাইবেন।

এটা ঠিক যে, ২য় দফায় বিএনপি কিংবা ড: কামাল সাহেব যদি আবারো বেগম জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন সরকার নিয়ে কথা তোলেন, সংলাপে 'অচল অবস্হার সুচনা' হবে; একবার অচল অবস্হার সৃষ্টি হলে, প্রথম বৈঠকের অর্জনটুকুও হারিয়ে যাবে! জেনেশুনে সংলাপে অচল অবস্হা সৃষ্টি করা মোটেই সঠিক হবে না।

২য় দফা সংলাপে যেতে হলে, ড: কামালের হাতে গ্রহনযোগ্য আপোষমুলক কোন প্রস্তাব থাকতে হবে; খালি হাতে গেলে, খালি হাতে ফেরার সম্ভাবনা একশত ভাগ; যাওয়ার আগে ড: কামালকে ভাবতে হবে, তিনি গ্রহযোগ্য কোন প্রস্তাব নিচ্ছেন কিনা! রিজভী, মির্জা, মওদুদ বা ড: মোশারফ সাহেবদের কাছে নতুন কোন প্রস্তাব, বা আপোসমুলক কোন সমাধান আছে বলে মনে হয় না; এই ধরণের পরিস্হিতেতে হঠাৎ করে ২য় দফায় না গিয়ে, আরো ভেবেচিন্তে সময় নিয়ে যাওয়া উচিত ছিল।

২য় দফায় যেতে হলে, ড: কামাল একা যাওয়া সঠিক হবে, সর্বাধিক আবদুর রবকে সাথে নিয়ে যেতে পারেন; শেখ হাসিনা যদি আপোষমুলক কিছু বলতে চান, তিনি কখনো বিএনপি'র লোকদের সাথে সেটা নিয়ে আলাপ করবেন না; এমন কি শেখ হাসিনা আবদুর রবের উপস্হিতিতে কোন ধরণের আপোষমুলক কিছু উচ্চারণ করবেন না; সবচেয়ে ভালো হবে, ড: কামাল আপোষমুলক প্রস্তাব নিয়ে একাই যান।

ঐক্যফ্রন্ট জনসভার অনুমতি পেয়েছে, একা বিএনপি চাইলে এই ধরণের সভার অনুমতি এত তাড়াতাড়ি পেতো কিনা বলা মুশকিল; বিএনপি নিজেদের মাঝে মিটিং করেছে, এই সভায় বেগম জিয়ার মুক্তি চেয়ে, আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে। শেখ হাসিনা শুনেছেন বিএনপি'র বহুমুখী কার্যক্রমের কথা; তিনি বলেছেন, বিএনপি ঐক্যফ্রন্টের নামে সংলাপে আসছে, আবার নিজের ব্যানারে আন্দোলনে যাচ্ছে; বিএনপি অনেক নৌকায় পা রাখছে! আন্দোলনের কথা বলে যদি শেখ হাসিনার উপর চাপ সৃষ্টি করতে চায়, সেটা আরেকটা নতুন ভুল হবে, নতুন বিএনপি'কে আপোষ করতে হবে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০০

নজসু বলেছেন: রাজনৈতিক দলগুলোর প্রতি জনগনের আস্থা নেই।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষের জীবন ক্রমেই আরো কঠিন হয়ে যাচ্ছে; সাধারণ মানুষ হেরে যাচ্ছে অসাধু রাজনীতিবিদগণের কাছে।

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কিন্তু ড. কামাল একা যাবে বলে মনে হয় না! উনার চতুর্পাশ ঘেরাও করে রাখা।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


ড: কামালের উচিত, শেখ হাসিনার সাথে কোয়ালিশন করে, ২০/২৫টা সীট নিয়ে, সরকারে গিয়ে, সাধারণ মানুষের অধিকার রক্ষা করা

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ইদানিং আপনার সব পোষ্টে একই ছবি দেয়ার মাহাত্ন্য কি ভাইজান?

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:



এই ছবিতা আমাদের রাজনীতিবিদদের প্রো-পিক

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

খাঁজা বাবা বলেছেন: প্রথম সংলাপের যে অর্জন তা মূল্যহীন
জোটের কাছে সরকার কে চাপে ফেলার কোন কার্ড নেই।
আলন্দোলন ই একমাত্র পথ, তবে আন্দোলনে একবার নেমে হেরে গেলে তার চরম মূল্য দিতে হবে।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



৩ বছর আগে, বেগম জিয়া আন্দোলনে নেমে, এইবারের ভোটে হেরে বসে আছেন। নতুন আন্দোলন করে, ২০২৩'এর ভোটে হেরে বসে থাকবেন।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

ফেনা বলেছেন: বাংলাদেশে বিকৃত মানসীকতার রাজনীতি চলে। ভাল কিছু আশা করিনি, করার কোন কারণও দেখি না।

ভাল থাকবেন। দোয়া রইল।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি একটা পরিবর্তন আসতে হবে, ড: কামাল কি সেটার শুরুর জন্য কইছু করতে পারবেন কিনা, সেটা দেখার বিষয়।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ড. কামাল চিহ্নিত দুর্নিতিবাজ চোর চোট্টা খুনিদের দলের সাথে থেকে কিভাবে দেশে সুশাসন আনবেন?
আলাদা ভাবে আওমী-বিম্পি-জামাত বাদে দেশের সবগুলো ছোটদলকে নিয়ে করা উচিত ছিল।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'তে যারা রাজনীতি করতে চায়, তাদের নিয়ে তিনি শেখ হাসিনার সাথে কোয়ালিশন করলে, উনি রাজনীকে কিছুটা মানুষের জন্য অর্থবহ করতে পারবেন।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

হাবিব বলেছেন:



লেখক বলেছেন:
ড: কামালের উচিত, শেখ হাসিনার সাথে কোয়ালিশন করে, ২০/২৫টা সীট নিয়ে, সরকারে গিয়ে, সাধারণ মানুষের অধিকার রক্ষা করা


একমত....

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


উনার বয়স, আগের অবদান, দেশের রাজনীতির বর্তমান অবস্হায়, উনি এর বাহিরে কিছু করার মত পজিশনে আছেন বলে মনে হয় না।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ব্যারিস্টার কামাল হোসেন কেন পরাজিত হলেন কোন পোস্টে ব্যাখ্যা করলে খুশী হতাম।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমি চেষ্টা করবো।
জেনারেল জিয়ারর লোকেরা ভোটে ভয়ানক দুর্নীতি করেছে, এবং ড: কামালের পেছনে আওয়ামী লীগও বিভক্ত ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.