নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের আসল প্রতিবন্ধক হচ্ছে বিএনপি-জামাত

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭



যারা বলছে, ভোট নিরপেক্ষ ও স্বচ্ছ হবে না, তারা মোটামুটি গতবারের ভোটের প্যাটার্ণ থেকেই সেটা ভাবছে, ভোট কিন্তু নিরপেক্ষ ও স্বচ্ছ হতেও পারে। গতবার, আওয়ামী লীগ বিএনপি'কে কৌশলে এমন অবস্হানে নিয়ে গিয়েছিল যে, বিএনপি নিজেই 'রাজনৈতিক কৌশল হিসেবেই ভোটে অংশ নেয়নি'; তারা ভেবেছিলো, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যেভাবে সরকারের পতন ঘটায়ে, পরে ভোট করে ক্ষমতায় এসেছিলো, তারা সেই প্যাটার্ণ অনুসরণ করে ক্ষমতায় আসবে; সেটা ছিল ছেলেমী।

১৯৭৩ সালে, খুবই জনপ্রিয়তা নিয়ে শেখ সাহেব ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছিল; সেই সরকারের পতন ঘটায় সিআইএ; সিআইএ আমাদের মিলিটারীর ছোট একাংশকে ভাড়াটিয়া হিসেবে খাটায়েছিলো। সিআইএ'র সাহায্যে, পাকিস্তানের অনুকরণে মিলিটারীর পরিচালনায় বিএনপি গঠিত হয় কেন্টনমেন্টে; এরপর তারা 'বৃহত্তর পাকিস্তানে বিশ্বাসীদের' নিয়ে সিভিলিয়ান উইং গঠন করে। এই দলের সাহায্যে সিআইএ বাংলাদেশকে একটি গলাকাটা ক্যাপিটেলিজমের দেশ হিসেবে গড়ে তোলে: জাতি বেশী হারে ধনী প্রসব করছে, বেশী হারে ঝি ও যৌনকর্মীও পয়দা করছে।

পরিবার হত্যার বিচার করতে দৃঢ়-প্রতিজ্ঞ শেখ হাসিনা ভয়ংকর রিক্স নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেন; তিনি বাবার থেকে অনেক বেশী কৌশলী হয়ে আজও টিকে আছেন; এই কৌশলগুলোর জন্য মুল্য দিতে হচ্ছে জাতীকে, বাংগালী জাতি সেই মুল্য দিচ্ছে: যেই দেশ শতকরা ১৭.৪ হারে ধনী প্রসব করেছে, সেই দেশের মানুষ সামান্য সাউথ আফ্রিকায় প্রবেশ করছে পায়ে হেঁটে; সেখানে সামান্য ফুটপাথে ব্যবসা করতে গিয়ে নিহত হচ্ছেন; এগুলোই হলো মুল্য দেয়ার মাত্র একটা উদাহরণ!

শেখ হাসিনা-বিরোধী প্রতিটি বাংগালী বলছেন, আজকে নিরপেক্ষা ও স্বচ্ছ ভোট দিলে বিএনপি জয়ী হবে! শেখ হাসিনার জন্য এই তথ্যটুকু খুবই দরকারী; যেই দলের প্রতিষ্ঠাকারীরা উনার পরিবারকে হত্যা করেছে, যেই দলের লোকেরা উনার উপর গ্রেনেড আক্রমণের বিচার করতে গিয়ে "জর্জমিয়াকে" আসামী করেছে, তারা নাকি নিরপেক্ষ ভোট দিলেই জয়ী হয়ে যাব! তবে, তাদের জয়ী করানোর জন্যই কি শেখ হাসিনা জীবন বাজি রেখে রাজনীতিতে প্রবেশ করেছিলেন?

শেখ হাসিনার সমকক্ষ, বাংগালী-মনা একটি দল যদি দেশে থাকতো, উনার গতবারের নির্বাচনকে মানুষ মেনে নিতো না; উনি তো উনি, মানুষ আইয়ুব খানের মতো লৌহমানবকে পানি খাওয়ায়ে ছেড়েছে; কিন্তু আসল বাংগালীরা উনাকে চাপে ফেলে, বিএনপি-জামাতকে এই দেশের ক্ষমতায় আনবে না; ফলে, শেখ হাসিনার দ্বারা মানুষ উপকৃত না হলেও, অনেক মানুষ উনার পক্ষেই থাকবেন, বিএনপি'কে তারা আসতে দেবে না, হোক সে স্বচ্ছ, কিংবা অস্বচ্ছ!

বিএনপি-জামাতকে ক্ষমতা থেকে দুরে রাখার জন্য বিপুল সংখ্যাক বাংগালী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে মাথা ঘামায় না; আসলে, বিএনপি-জামাতই নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের জন্য আসল প্রতিবন্ধক। এই ২ দলের বিলুপ্তি ঘটলে, এই দেশে স্বচ্ছ নির্বাচন কেহ ঠেকাতে পারবে না।

মন্তব্য ৬১ টি রেটিং +১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯

শাহারিয়ার ইমন বলেছেন: মাঠে প্রতিদ্বন্দী না থাকলে স্বচ্ছ নির্বাচন দিয়েই বা লাভ কি ?

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


স্বচ্ছ নির্বাচন হলো আধুনিক রাষ্ট্র চালনার প্রথম শর্ত; ইহা উন্নত কালচার ও জীবনযাত্রার মানের অংশ; কিন্তু বে-আইনী দলের জন্য সেটা করার দায়িত্ব কেহ নেবে না।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

আরমান শুভ বলেছেন: আওয়ামীলীগের সাথে জনগন আছে। এখনো আওয়ামীলীগের বিরুদ্ধে কোন গনআন্দোলন হয়নি ভবিষ্যৎ এ হবে কিনা কে জানে। নির্বাচন করে দেশের টাকা অপচয় না করলে হয়না? নিজেদের বিনাপ্রতীদন্ধীতায় বিজয়ী ঘোষণা করে দিলেই তো হয়।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



যে কোন ৩য় বিশ্বের দেশের সরকার বিশ্বের অন্যদের সাথে মিলে চলতে হয়, ভোট বন্ধ করলে, ইউরোপ ও আমেরিকা সরকারকে সাপোর্ট দেবে না; আবার, আওয়ামী লীগ সাধারণ মানুষের ক্ষতি ছাড়া ভালো খুব একটা করে না।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১

রাফা বলেছেন: হুমম,কথা সত্য । বি,এন,পি /জামাত‘কে ক্ষমতায় আনার জন্য মানুষ আর উৎসাহি নয়।কারন তারা জানে এতে তাদের কোন লাভ নেই।পৃথিবিতে এমন কোন রষ্ট্র নেই যেখানে শতভাগ মানুষ রাষ্ট্র পরিচালনায় খুশি থাকে।এটাই বাস্তবতা ।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাতে উপস্হিতিতে মানুষ আওয়ামী লীগের বিপক্ষেও যেতে পারছে না; কারণ, তাতে বিএনপি-জামাট লাভবান হওয়ার সম্ভাবনা; বিএনপি-জামাতের উপর স্বেচ্ছাচারিতা করতে করতে, আওয়ামী লীগ নিজেই রাজনীতির মুল উদ্দেশ্য থেকে দুরে সরে যাচ্ছে! শেখ হাসিনার উচিত, বিএনপি'র বিলুপ্তির জন্য পদক্ষেপ নেয়া

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: দিনশেষে আপনার থিওরিতে, আওয়ামীলীগ আমাদের জন্য ভালো নয়, বিএনপির তো প্রশ্নই আসে না, আপনি তাহলে আমাদের বিকল্প গ্রাউন্ড দেখান-

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



বিকল্প হলো, বাংগালীদের ভালোবাসেন, এমন সাধারণ জনতার নতুন রাজনৈতিক দল গঠন দরকার।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: এই রাজনৈতিক দলে থাকতে পারে এমন দশজন লোকের নাম বলেন।
যেহেতু আপনার যুক্তি তর্কের সমাধান--সাধারণ জনতার নতুন রাজনৈতিক দল গঠন
এই দল প্রতিষ্ঠা কতখানি বাস্তব বা গঠন সম্ভব উপযোগী, বর্তমান সময়ের আলোকে প্রমান করেন, ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


আমি ১০ জনের নাম দিতে পারি, আপনি এদের চিনবেন না, এরা আপনার বা আমার মত সাধারণ মানুষ, এরা শিক্ষিত প্রফেশানেল, দক্ষ মানুষ, যারা জাতিকে ভালোবাসেন:

১) হামিদুল ইসলাম, ইন্জিনিয়ার, কলেরা রিসার্চ
২) মোহাম্মদ আসিফ, ইন্জিনিয়ার
৩) খায়রুল আহসান, ব্লগার
৪) রেজাউল করিম, ডাক্তার
৫) আবুল কাশেম, এমবিএ, ব্যবসায়ী
৬) জামশেদ চৌধুরী, ডাক্তার
৭) ড: মোহাম্মদ আলমগীর, কলেজ শিক্ষক
৮) সোব হান সাদেক, এমবিএ
৯) নাদিয়া ভুঁইয়া, ডাক্তার
১০) কৌশিক আহমেদ, ইন্জিনিয়ার

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত, সৎ, দক্ষ প্রফেশানেলদের রাজনৈতিক দল দ্রুত গ্রহনযোগ্য হয়ে উঠবে জাতির কাছে।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে শেখ হাসিনার উচিত হবে, এবার ক্ষমতায় এসে বিএনপি/জামায়াতকে নিষিদ্ধ দল ঘোষণা করা। উনি যেহেতু, আগেও বড় ঝামেলা সামলেছিলেন। এটাও কোন ব্যপার না। তাহলে গণতন্ত্র রক্ষাও হবে, সুষ্ঠ ভোটও হবে।

আপনার ১০ জনের তালিকার মত আরো হাজার দক্ষ লোক এই দেশে আছে যারা দেশকে ভালবাসে। তবে আপনি বা আপনাদের রাজনীতিতে আসতে দিবে না শেখ হাসিনা ও খালেদা জিয়া...

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা ও বিএনপি গতবার ড: ইউনুসকে রাজনীতি আসতে বাধা দিয়েছিল; এখন একক বাধা আসবে আওয়ামী লীগ থেকে। তবে, মানুষ পথে বের করবে।

বিএনপি বাংগালীর ইতিহাসে একটি অপদল, অপরাজনৈতিক দল; ইহা জাতিকে যাযাবরে পরিণত হতে সাহায্য করেছে; ইহার সবচেয়ে বড় অবদান জামাতকে রাজনীতিতে আনা

৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: জাতি একটি অবাধ,সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চায়।

০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


জাতি কি ভোট আমেরিকান ক্যেন্ডিডেটদের দিতে চাচ্ছেন?

৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১০

আবু তালেব শেখ বলেছেন: ভোট কিন্তু নিরপেক্ষ ও স্বচ্ছ হতেও পার,,,,,,,,, হতেও পারে কেন? হবে সেটা বলতে পারছেন না?
। কেউ বলতে পারছেন না। সবাই জানে গড়ে হরিবোল

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি যদি আবার নির্বাচনে না আসে, তা'হলে নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়ার সম্ভাবনা আছে।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

তারেক_মাহমুদ বলেছেন: এবার নির্বাচনে না এলে বিম্পির অবস্থা হবে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরের মত, তাই এবার তারা গতবারের ভুল করবে না।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে আইনগতভাবে আটকানোর দরকার ছিলো।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫

আরোহী আশা বলেছেন: আপনি যা মন চায় বলে দিলেন! ভালো খুব ভালো। আপনার কথ মানলাম যে বিএনপির ছেলেমি ছিলো। তবে বিএনপি জামাত কিভাবে নিরপেক্ষ ভোটের জন্য প্রতিবন্ধক তার কিছুই বলেন নি। শুধু শুধু আজাইরা প্যাঁচাল পারলেন। আসল কথা হচ্ছে রাজনৈতিক দল বাংলাদেশে যত আছে কারোরই মাথা ঠিক মতো কাজ করছেনা। শুধু নিজেদের ব্যাপার ছাড়া। সবাই নিজেদেরকে বড় ভাবে। কেউ তাদের সমালোচনা করুক সেটা চায় না। আপনিও চান না যা কেউ আপনার সমালচনা করুক। আপনি সবার মতো তেল পেলেই খুশি। আপনার লেখাগুলো যদি দেশের ভালো জন্যই হতো তাহলে আপনি ধৈর্য্যশীল হবেন বলে আমার বিশ্বাস। আমি জানি আপনি আমার এমন একটা উত্তর দিবেন যেটা আমার কমেন্টসের ধারের কাছেও নাই।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাত যেন জয়ী হতে না পরে, সেটার জন্য অনেক কৌশল খাটানো হয়; বিএনপি-জামাত না থাকলে, কৌশলের দরকার হতো না।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

সনেট কবি বলেছেন: মন্দ বলেননি।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ মানুষ চাচ্ছে যে, যেকোন উপায়ে বিএনপি-জামাতকে বাদ দাও, সেজন্য মানুষ গত নির্বাচন নিয়ে প্রতিবাদ জানায়নি

১২| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

নূর আলম হিরণ বলেছেন: দেশে উচ্চ শিক্ষা ও সুশিক্ষা বাড়াতে পারলে বিএনপি জামাতের সমর্থন কমে আসবে।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


দেশে উচ্চ শিক্ষা ও সুশিক্ষার প্রসার হলে, শুধু বিএনপি-জামাত নয়, বর্তমান আওয়ামী লীগও থাকতো না, সঠিক রাজনীতি চালু হতো।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: আমি জানি, গণতন্ত্র শব্দটি গ্রীক শব্দ। গনতন্ত্র মানব রচিত বিধান, অর্থাৎ মানুষ, মানুষের দ্বারা শাসিত।'জনগনই সকল ক্ষমতার উৎস ' এই কথাটি গনতন্ত্রের কোন মৌলিক বিষয় নয়। এটা বাংলাদেশের অতিউৎসাহী রাজনীতিকদের অতিরঞ্জিত বক্তব্য। গণতান্ত্রিকগণ মনে করেন একমাত্র রাজনৈতিক গণতন্ত্রের মাধ্যমেই জনগণের সুযোগ সুবিধার সাম্য রক্ষা সম্ভব। দেশনেত্রী এবং জননেত্রী, Of the people, By the People, For the People. এইটার মানে কি?

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



সৌদীতে রাজার শাসন, মানুষ ঠিক করেন না কে আগামী রাজা হবেন, রাজ-পরিবার ঠিক করে।

আমেরিকায় ও ইসরায়েলে মানুষ ঠিক করেন, কোন দল ৪ বছরের জন্য দেশ চালাবে; এটা গণতন্ত্র ।

বাংলাদেশে, ক্ষমতাসীন দল ঠিক করে, কিভাবে তারা ক্ষমতায় থেকে যাবে, এটা গণতন্ত্র নয়।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আগে সমাজ বিষয়ে পড়তাম, বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী দেশ।
কিন্তু এখন দেশের সরকার টুকো পর্যন্ত আমরা নির্বাচন করতে পারছি না। অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে জেনারেল জিয়া, আমাদের নির্বাচিত সরকারকে সরায়ে দেয়ায়, আজকের এই অবস্হা হয়েছে

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই মুহূর্তে উনার সমকক্ষ কোন নেতাই নেই বাংলাদেশে।
এমনকি এই উপমহাদেশেও নেই।
বিষয়টি মনে রাখতে হবে।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


কার কথা বলছেন?

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

জাহিদ অনিক বলেছেন:
আমার একটা জিনিস জানার ছিল--
যুক্তফ্রন্টে কারা কারা আছে আর ঐক্যফ্রন্টে কারা কারা আছে ? উহাদের মোটিভ কি?
আমি যতদূর জানি যুক্তফ্রন্টে শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনারা ছিলেন।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


যুক্তফ্রন্ট, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবদের ঐতিহাসিক অবদান; ছাগল ডাক্তার বদরুদ্দোজা সাহবে ঐ নামটি ব্যব হার করা ঠিক হচ্ছে না।

যুক্তফ্রন্টে আছেন ডা: বদরুদ্দোজা ও উনার চোরা ছেলে মাহী চৌ:


ঐক্যফ্রন্টে আছে বিএনপি-জামাত, রব, মান্না, কাদের সিদ্দিকী ও ড: কামাল সাহেব

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: এবার নির্বাচনে সরকার গঠন করার পর শেখ হাসিনা যদি সব ধরনের অনচারের বিরুদ্ধে দাড়ান আমার মনে হয় উনি জনতার মনে চির দিন স্থান পাবেন। সন্ত্রাসীদের রুখতে হবে। চাদাবাজি বন্ধ করতে হবে। দালাল রুখতে হবে। মানুষকে কাজ দিতে হবে। সততা আর ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে। এটা শেখ হাসিনা করতে পারবেন।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


উনার মাথা গড়ে বাংগালী থেকে একটু পরিস্কার; আপনি যতটুকু বড় মনে করছেন, উনার ইতিহাস সেটা বলছে না।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

জাযেদ বিন সোহান বলেছেন: হ য ব র ল মার্কা পোস্ট।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


পা উপরের দিকে তুলে, মাথা নীচের দিকে রেখে পড়ে দেখেন, তাতেও একই রকম মনে হলে জানাবেন।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

নজসু বলেছেন:



ভেড়ার পালে একটা নেকড়ে দেখা যাচ্ছে মনে হয়।
সাবধান! হুঁশিয়ার!!
ভেড়ার পাল এবার শেষ।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীর মাঝে অনেক নেকড়ে আছে

২০| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

ঢাবিয়ান বলেছেন: যাক পুরো পোস্টের কোথাও খালেদা জিয়া শব্দটা নাই :)

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



তাই? মনে হয়, বেগম জিয়া দিগন্ত থেকে হারিয়ে যাচ্ছেন!

২১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিএনপি আর আওয়ামীলীগের মধ্যে এখন আর খুব একটা পার্থক্য নেই। খালেদার উপর মানুষ বিরক্ত ছিলো, তিনি ১৪'র নির্বাচনের পূর্বে হরতাল, অবরোধ দিয়ে দেশে অশান্তি করেছিলেন। জেলে যাওয়ায় এইসব অপরাধ কিছুটা হালকা হয়েছে।

শেখ হাসিনা বিম্পি জামাতের বারোটা বাজাতে গিয়ে সরকার আর রাস্ট্র'কে এক করে ফেলেছেন। পুলিশ, প্রশাসন সব এখন সরকারের গোলাম।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব হত্যার পর, শেখ হাসিনা যেইভাবে, যেই কারণে রাজনীতিতে এসেছেন, তিনি নিশ্চয় স্বাভাবিকভাবে, শেখ সাহেব বা তাজুদ্দিন সাহেবের মত দেশ চালাবেন না; বা চালালে এতদিন বেঁচে থাকাও সম্ভব হতো না। এইভাবে দেশ চালানোতে শতকরা ১৭.৪ হারে সুপার ধনী বাড়ছে ও সৌদী আরবে চাকরাণী হয়ে বাংগালী মেয়ে যাচ্ছে, ফাতেমা কারাবরণ করছে বেগম জিয়ার জন্য

২২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

হাসান রাজু বলেছেন: শেখ হাসিনা এর আগে একবার স্বচ্ছ নির্বাচন দিয়ে হেরেছেন। এর থেকে দুটো শিক্ষা হয়েছে। ১। বাঙালি তুলনামূলক বিচার করতে জানেনা, শুধু পরিবর্তন চায়। ২। বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে ক্ষমতা আঁকড়ে ধরতে নির্বাচন বানচাল করেছে। ২য় শিক্ষা ভুলে গেলে হাসিনার আক্কেল জ্ঞান নিয়ে প্রশ্ন থাকবে।
হাসিনা যেভাবে সম্ভব বিএনপি কে ক্ষমতায় যেতে দিবে না । আর এটা অবশ্যই পরোক্ষভাবে গণতন্ত্র রক্ষা।
ব্লগার_প্রান্ত বলেছেন:দিনশেষে আপনার থিওরিতে, আওয়ামীলীগ আমাদের জন্য ভালো নয়, বিএনপির তো প্রশ্নই আসে না, আপনি তাহলে আমাদের বিকল্প গ্রাউন্ড দেখান।

আমার ও একই কথা। জনাব চাঁদগাজী সাহেব কেন কখনো ওই পথে হাঁটেন না। কেন আঃলীগের পা চেটে দিন শেষ করেন?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত, দেশ-প্রেমিক, প্রফেশানেল বাংগালীদের একটি দল গঠন করতে হবে; সেটা জাতিক টেনে তুলতে পারে।

২৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৫

হাসান রাজু বলেছেন:
শিক্ষিত, দেশ-প্রেমিক, প্রফেশানেল বাংগালীদের একটি দল গঠন করতে হবে; সেটা জাতিক টেনে তুলতে পারে।

আপনার লেখনীতে এই বিষয়টাই চাই। অনুপ্রেনিত করুন আমাদের নতুনদের রাজনীতিতে আসতে যেন পথ করে দেই। শিক্ষিত, দেশ-প্রেমিক, প্রফেশানেলরা আস্থা হারিয়ে ফেলছেন আমাদের উপর। কারন আমরা পুরনোদের এতবেশি অন্ধভাবে সমর্থন করছি বলে। সবাই দেখেছে আমরা ডঃ ইউনুসের মত লোককে কিভাবে অপমান করে সরিয়ে দিয়ে বাতিলদের বুকে আগলে রেখেছি। তাই শিক্ষিত, দেশ-প্রেমিক, প্রফেশানেলরা প্রতিনিয়ত নিরোৎসাহিত হচ্ছে। নতুন প্রজন্ম রাজনীতি বিমুখ। কিন্তু সুস্থ রাজনীতি হল উন্নতির নিয়ামক। মুখ ফিরিয়ে থাকলে দেশ আরও পিছিয়ে যাবে তাই মুখ না ফিরিয়ে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা বেশি জরুরি আর সেটা তরুনদেরই এগিয়ে এসে করতে হবে।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আসতে কারো অনুমতি নিয়ে আসেননি, কারো সমর্থন নিয়ে আসেননি; উনি রিস্ক নিয়ে এসেছেলেন নিজের বাবার হত্যাকারীদের বিচার করতে; মানুষ নিজের থেকেই উনার দিকে চলে গেছে। উনার মিশন শেষ; কিন্তু ততদিনে মানুষ নিজ দেশের রাজনীতিতে অপাংক্তেয় হয়ে গেছেন।

২৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: স্বচ্ছ ইলেকশন কেনো চাই, অস্বচ্ছ হলেই ভাল, মাদক নিয়ন্ত্রনকর্তারা মাদক ব্যাবসা করতে পারবে,সেবন করতে পারবে,ঘোষ বৈদ হবে.....এতে দেশে উন্নয়নের জোয়ার বইবে। আতেল জন্ম নিবে, শিক্ষিত হয়ে গোড়ার ঘাস কাটবে।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা সুষ্ঠ সুন্দর জীবন যাপন করার জন্য জেনারেল আইয়ুবের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। জেনারেল আইয়ুবের সাগরেদ জেনারেল জিয়া দেশের বড় বড় নেতাদের হত্যা করে, ক্ষমতা দখল করার পর, এই দেশের কিছু লোক উনাকে সাপোর্ট দিয়েছিল; ওরা দেশকে লুটে পুটে খেয়েছে; আজকে তারাই আবার "নিরপেক্ষ ভোটের" প্রবক্তা হয়ে গেছে।

২৫| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই, আমার সর্বশেষ একটি লেখা আছে, না পড়ে মন্তব্য করার আমন্ত্রন রইলো!


আর আমি আপনার আওয়ামীলীগ ও বিএনপির ক্ষমতাকে গণতন্ত্র মনে করি না।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি মনে হয়, সক্রেটিস হয়ে গেছেন; আয়নার সামনে দাঁড়ায়ে নিজের সাথে কথা বলে দেখবেন, হয়তো গ্রীক বের হওয়ার শুরু করবে।

২৬| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: প্রমাণিত অপরাধী বেগম জিয়া আর তারেক জিয়ার শাস্তি আগে নিশ্চিত করতে হবে।

বেগম জিয়া প্রমাণিত অপরাধী। তাকে মুক্তি দিতে হলে দেশের সব চোর-ডাকাতদের মুক্তি দিতে হবে। চুরি ডাকাতি বৈধ ঘোষণা করতে হবে।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


যাঁরা বাংলাদেশ চেয়েছিলেন ১৯৭১ সালে, তারা বেগম জিয়াকে জেলে রাখবেন।

২৭| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শেখ হাসিনার আমলে এক জন অপরাধীর শাস্তি হয়েছে। তিনি জেল খাটছেন। এটা বড় ধরনের একটা ব্যাপার। এবার সব ধরনের অপরাধীর শাস্তি নিশ্চিত করা হোক। মানুষ যেন অপরাধকে ভয় পায়। সেটা নিশ্চিত করা হোক।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া থেকে শুরু করে, ড: খোন্দকার মোশারফ, মওদুদ, রিজভীর ঠিকানা হওয়া উচিত জেল, এরা জাতির ক্ষতি করে যাচ্ছে ক্রমাগতভাবে।

২৮| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

খাঁজা বাবা বলেছেন: আপনি আমেরিকায় থাকলেও গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখেন নি।
গনতন্ত্রে সকল কে অংশগ্রহন করার সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে বলে।
আপনি প্রধান প্রতিদ্বন্দীকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন চান।
হাস্যকর!!!!

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় আমেরিকা-বিরোধীরা জেলে থাকে , ভোট দিতে পারে না; বাংলাদেশে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে মন্ত্রী হয়েছিলো, আপনি তাদের ভোট ভোট দিয়েছিলেন, এজন্য আপনি সক্রেটিস হয়ে গেছেন, গ্রীক ভাষাটা শিখে নিয়েন।

২৯| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

খাঁজা বাবা বলেছেন: আমি গ্রীস যাচ্ছি না, তো ওটা আপাতত দরকার নাই।
বি এন পি কে কে দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে?
আপনি বি এন পি থেকে যে কয়টা নাম বলবেন আমি আওয়ামীলীগ থেকে তার চেয়ে একটা নাম বেশি বলব কথা দিলাম।
তো এই দোষে যদি বি এন পি কে নির্বাচনের বাইরে রাখতে বলেন, আওয়ামীলীগ কেও আপনার বাইরে রাখার পক্ষে মতামত দেয়া উচিত।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



বিএনপি গঠন কালে "যতজন সিভিলিয়ান নেতা নেয়া হয়েছে, তারা সবাই বৃহত্তর পাকিস্তানে বিশ্বাসী ছিলো, ওদের ধারণা ছিল, পুর্ব পাকিস্তান প্রদেশটি পাকিস্তান থেকে আলাদা হলে, মুলসমানরা ক্ষতিগ্রস্ত হবে।"

৩০| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

খাঁজা বাবা বলেছেন: বি এন পির সেই সিভিলিয়ান নেতারা ৪ বছর দেশ পরিচালনা করেছেন।
এই সময়ে বাংলাদেশ বিশ্বে স্বাধীন দেশ হিসেবে পরিচিতি পেয়েছে।
সার্কের বীজ বপিত হয়েছে।
এই সময়ে বাংলাদেশ পাকিস্তান ফেডারেশানে যোগ দেয় নি।
আপনি ততকালীন ঘটনা সমূহ দেখেছেন, আপনার তথ্য নির্ভর কথা লেখা উচিৎ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমার লেখায় তথ্য আছে, আপনি তথ্যগুলোকে কম্পাইলেশন করতে পারছেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.