নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গরীবের ছেলে নুর হোসেন গুলিতে নিহত, জেনারেল এরশাদ ও রওশন ক্ষমতায়

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭



আজকের এই দিনে, ১৯৮৭ সালে, এরশাদ-বিরোধী আন্দোলনে, গরীবের ছেলে নুর হোসেন, খালি গায়ে মিছিল করতে গিয়ে, পুলিশের গুলিতে প্রাণ হারান!

গরীবের অশিক্ষিত ছেলে, নুর হোসেন গুলিতে নিহত হতে পারে, এই পরিকল্পনা নিয়েই ততকালীন অসৎ রাজনৈতিক কর্মীরা উনাকে "খালি গায়ে, শ্লোগানসহ" মিছিলের সামনে রেখে মিছিল করে। রাজনৈতিক কর্মীরা মিছিলে পুলিশ-বিরোধী উত্তেজনার সৃষ্টি করেছিলো; পুলিশ গুলি করার সময়, প্রথমেই নুর হোসেনকে "সহজ টার্গেট" হিসেবে সামনে পায়; মিছিলের সামনে খালি গায়ে একজন মানুষ সহজেই পুলিশের চোখে পড়ে। এরশাদ বিরোধী মিছিলের দরকার ছিলো; কিন্তু ততকালীন অসৎ রাজনৈতিক কর্মীরা লাশের রাজনীতি করেছে, তারা প্ল্যান করেই, রাজনীতির বাহির থেকে গরীব ও অশিক্ষিত নুর হোসেনকে এনে "বলি" দিয়েছে।

আজকে নুর হোসেন নেই, বেগম রওশন বিরোধীদলের নেত্রী, জেনারেল এরশাদ বিশেষ দুত, তাদের দলের অনেকই মন্ত্রী, বাকীরা বিরোধী দলে, যাদের সবার নেত্রী হচ্ছেন শেখ হাসিনা।

বিনা রক্তপাতে, ১৯৮২ সালে এরশাদ বাংলাদেশের সরকারকে হটিয়ে দেশের ক্ষমতা দখল করে, মিলিটারীদের তত্বাবধানে জাতীয় পার্টি গঠন করে, সেই পার্টির 'সিভিলিয়ান উইং" গঠন করা হয়; উহাতে যোগ দেয় মুলত: বিএনপি'র লোকজন ও জাসদ মাসদের মারাঠারা।

কেন্টনমেন্টের দল, বিএনপি ক্ষমতায় থাকার সময়, আরেক জেনারেলকে কেন ক্ষমতায় আসতে হয়েছিলো? জেনারেল জিয়ার মৃত্যুর পর, বাংলাদেশের মিলিটারী অফিসারদের মাঝে বিভক্তি দেখা দেয়, অনেকই জানতেন যে, জেনারেল জিয়া হত্যায় জেনারেল এরশাদের সায় ছিলো, ও ঘটনা ঘটতে দিয়েছে; এবং সেটাই সঠিক ছিলো। তখন জেনারেল এরশাদ দেখেছে যে, সে যদি দেশের ক্ষমতা দখল না করে, সে চাকুরী হারাবে; তার দল ভারী ছিলো; সে প্রেসিডেন্ট সাত্তার থেকে ক্ষমতা কেড়ে নেয় ১৯৮২ সালে।

জেনারেল জিয়ার পক্ষের অফিসারেরা বেগম জিয়ার পক্ষ নেন; এরশাদ বেগম নিয়ার বিপক্ষে ছিলেন না; তিনি জানতেন, নির্বোধ, গোবেচারা বেগম জিয়া কোন কিছুর ভেতরে নেই। এরশাদ বিরোধিরা বেগম জিয়াকে জানায় যে, জেনারেল জিয়ার হত্যায় এরশাদের সায় ছিলো; বেগম জিয়া অবশ্য জেনারেল জিয়ার মৃত্যুতে ভেংগে পড়েননি; এর কারণ ইত্যাদি জেনারেল এরশাদও বুঝতেন; তিনি বেগম জিয়াকে খুশী করতে সরকারী ২টি বাড়ী, ১০ লাখ টাকার ডিপোজিট, গাড়ী, চাকর-চাকরাণী, ছেলেদের সব রকমের খরচ দেন; বেগম জিয়া খুশী!

জিয়া পন্হী অফিসাররা বেগম জিয়াকে বিএনপি'র সভাপতির পদে আসীন করে দেন ও ভরসা দেন যে, এরশাদের পতনের পর, হয়তো দেশে আবারো মিলিটারী সরকার গঠন কঠিন হবে, তখন বেগম জিয়া মিলিটারীর সাপোর্টে দেশ চালানোর সুযোগ পাবেন। রাজনৈতিক দলগুলো ক্রমেই এরশাদ বিরোধী হয়ে উঠে, মানুষও মিলিটারী শাসনের বিপক্ষে অবস্হান নেয়।

এরশাদ-বিরোধী আন্দোলনে সঠিক ছিলো, কিন্তু ততকালীন রাজনৈতিক কর্মীদের মাঝে অনেকই অপরাধের রাজনীতি করতো, লাশের রাজনীতি করতো, নুর হোসেন তাদের টার্গেটে পরিণত হয়ে প্রাণ হারায়েছেন; জেনারেল এরশাদ, রওশন ও সেইসব রাজনৈতিক কর্মীদের অনেকেই আজকে ক্ষমতায় আছে; এরা এই দেশের রাজনীতির অপশক্তি।



মন্তব্য ৬৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

আরমান শুভ বলেছেন: গরিব দর্জি বিশ্বজিত নিহত সাংবাদিক সাগর রুনি নিহত হাজার খানেক হেফাজত নিহত কিন্তু হাসিনা হ্মমতায়।

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, শেখ হাসিনা ক্ষমতায়; শেখ সাহেবকে হত্যা না করলে, আজকে শেখ হাসিনা চুলায় আগুন দিতেন।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালই বলেছেন খারাপ বলেন নাই।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো কিছু বলার চেষ্টা করি; ভালো হলে, ভালো!

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরেক ছিলেন ডাক্তার। উনার নাম শামসুল আলম মিলন।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



উনি কিছুটা রাজনীতিতে ছিলেন, ছাত্র ইউনিয়ন করতেন। উনাকে টার্গেট করেছিলো কিনা কে জানে! তবে, ছাত্র ইউনিয়ন এসব অন্যায়ের সাথে (লাশের রাজনীতি) সাথে যুক্ত ছিলো বলে মনে হয় না।

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: লাশের রাজনীতি আমি পছন্দ করি না।
আমি চাই যুক্তির রাজনীতি।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


২০১৫ সালের পর, লাশের রাজনীতির প্রভাব কমেছে; ব্লগার হত্যায় লাশের রাজনীতি জড়িত ছিলো।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

নজসু বলেছেন:



মরলে ঐ গরীবই মরে।
গদিওয়ালারা গদিতে বসে আরাম খায়।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালী দুষ্ট অসৎ ছাত্র রাজনীতিবিদরা সব সময় অমানুষ ছিলো।

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: গণতন্ত্রের জন্য (খামাখা) জীবন দিয়েছিলেন।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


এই অশিক্ষিত ছেলে অসৎদের ষড়যন্ত্রের শিকার হয়ে "বলি" হয়েছেন।

৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নূর হোসেন যুবলীগ করত বলে পত্রিকায় পড়েছিলাম সম্ভবত। নূর হোসেনের পরও শত শত রাজনৈতিক কর্মী রাজনীতি করতে গিয়ে মারা গিয়েছে যা কাম্য নয়...

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


নুর হোসেন মারা যাবার পর, আওয়ামী লীগের ও বিএনপি'র থিংক-ট্যাংকে পরিণত হয়েছিলেন।

৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গণতন্ত্র কী, সুস্থ রাজনীতি কীভাবে করতে হয়, বর্তমান নেতারা এসব বোঝে না।


কন্ঠ শিল্পী মমতাজ সংসদে গান গায়, সংসদ সদস্যরা সংবিধান-আইন বোঝে না। এরাই নাকি আইন তৈরী করে।

এদিকে সাকিব-মাশরাফিও নাকি রাজনীতিতে আসছে। সংসদ হবে চিড়িয়াখানা। বাঙালিদের বিনোদনের জায়গা....

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


পার্লামেন্টের ডাইনিং হলে সীমিত আকারের ক্রিকেট খেলা হবে; আপনি হাডু ডুডু খেলতে পারেন?

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:



স্যার । রাজনীতিতে সব সময় মাঠের নিরীহ কর্মীরা বলি হয় । সেটা দেখেছি যখন ১/১১ হয়েছে তখন । ১/১১ এর আগে যখন চারদিক অস্থির তখন আমি সামনে থেকে দেখেছি নিজের কর্মীকে কিভাবে আহত করে গেম খেলতে হয় ।

আসলে বাংলাদেশে দাঁড়িয়ে আছে লাশের উপর । কিন্তু তাদের রক্তের ঋন কেউ শোধ করছে না ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা অন্য পরিবারের ক্ষতি করে, নিজের পরিবার নিয়ে ভালো থাকার কুবুদ্ধি করে আসছে, সেটাকে তারা রাজনীতি ভাবে।

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সনেট কবি বলেছেন: নীতির রাজা না হয়ে রাজা হওয়ার নীতিতে পরিণত হওয়ায় রাজনীতির এমন বিচ্ছিরি রূপ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হত্যার পর থেকে বাংগালীরা রাজনীতি থেকে ক্রমেই সরে গেছে

১১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

প্রশ্নবোধক (?) বলেছেন: এক সময়, নেতারা শুধু একটু হাক দিলেই দিকে দিকে ডাক পড়ে যেত মিছিল করার জন্য। এখন টাকা দিয়ে গাড়ী দিয়েও কর্মী তো দুরে থাক টোকাইও ভাড়া পাওয়া মুশকিল হচ্ছে দলগুলোর কাছে কেন???

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


কারণ, টোকাইরাও বুঝে গেছে যে, ওবায়দুল কাদের বা মির্জা ফখরুলরা এই দেশের সাধারণ মানুষের ক্ষতি করছে।

১২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বেসিকালি এরশাদের আমলের সাথে এই সময়ের তেমন কোন তফাৎ নেই। এরশাদ ধর্রমের ঢোল পিটিয়েছেন, এখন আমরা উন্নয়নের জিগির শুনি- এই যা।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



আসলে, উন্নয়ন হয়েছে: ড: মহিউদ্দিন আলমগীর ডলারে বিলিওনিয়ার হয়েছে, কর্ণেল ফারুকেরা ডলারে কয়েক বিলিয়ন আয় করেছে; ৩ কোটী ফাতেমা বেগম জিয়া কিংবা শেখ হাসিনার সাথে জেলে যেতে পারবেন।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: সেই আন্দোলনে দুু/একটা লাশ দরকার ছিল।। বলির পাঠা হলো নূর হোসেন আর ডাঃ মিলন!!

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


ডা: মিলনের মগজ কম ছিলো, ছাত্র ইউনিয়ন করে, রাজনীতির বদলে বেকুবী করতো; নুর হোসেন কিছুতেই ছিলো না; হয়তো, মানসিকভাবে অপরিপক্ক ছিলো।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নূর হোসেনের মৃত্যুর সময় আমি ছিলাম একজন ছাত্র | অন্যান্য ছাত্রদের মতো আমারও এরশাদের প্রতি ছিল চরম ক্ষোভ ও ঘৃণা | রাজপথে মিছিলে মিছিলে পার করে দিয়েছি আমার যৌবনের অনেক মূল্যবান সময় | কিন্তু চরম বিস্ময়ের সাথে দেখতে হলো আন্দোলনের পিঠে কুড়াল মেরে হাসিনা এবং আরো অনেক নেতানেত্রীরা এরশাদের পাতানো নির্বাচনে অংশ নিলেন | সেলিম, দেলোয়ার, নূর হোসেনের রক্তের সাথে বেইমানি করে শুধুমাত্র ক্ষমতার লোভে রাজনীতিবিদরা যে আন্দোলনকারী জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তা দেখার দুর্ভাগ্য আমার হলো | এর পর থেকে অদ্যাবধি বাংলাদেশের রাজনীতিতে যেই সার্কাসই আমি দেখি আমি আর বিস্মিত হই না, কারণ আমি খুব ভালো করেই জানি এরা সবাইই হালুয়ারুটির ভাগ নিয়ে কামড়াকামড়িতে লিপ্ত | আর করুণা বোধ করি সকল দলকানা সমর্থকদের যারা এই সকল লূটেরাদের দেবতার আসনে বসিয়ে পূজা করে থাকেন |

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা যেকোন উপায়ে কন্ট্রোল নিজের হাতে নেয়ার জন্য সর্ব প্রকার চেষ্টা করছিলো; কেন্টনমেন্ট ছিলো ভয়ংকর।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

সাাজ্জাাদ বলেছেন: আপনার পোস্টের হেডলাইন টাই একটা পোস্টের গুরুত্ব বহন করে।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


এই দেশের অসৎ রাজনৈতিক কমীরা পাকীদের মত নিষ্ঠুর।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এই অশিক্ষিত ছেলে অসৎদের ষড়যন্ত্রের শিকার হয়ে "বলি" হয়েছেন।

সব সময় ক্ষমতাবানদের শিকার সাধারন মানূষেরাই হয়।


(আজকাল আমার পোষ্টে আসেন না!! চোখের সমস্যাটা কি বেড়েছে নাকি?)

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, চোখের সমস্যা নিয়ে চিন্তিত, ব্লগে অন্য ব্লগারদের পোস্ট পড়া হচ্ছে না। দেখা যাক, কি হয়!

১৭| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

হাসান রাজু বলেছেন:

একটা প্রাসঙ্গিক প্রশ্ন/মন্তব্য কত নির্লজ্জের মত করে এড়িয়ে গেলেন। হাসিনাকে সরাসরি দোষ দিতে এত আপত্তি ! এই এরশাদ, রওশনরা কার আমলে রক্তের দাগ হাতে নিয়ে চাঁদগাজিদের পোস্ট দেখে মুচকি হাসে? নির্লজ্জ একচোখা প্রেতাত্মারা যদি চাঁদগাজি সাহেবদের উপর আছড় করতে পারে, খামাখাই তাহলে হাসিনা, খালেদা, এরশাদ দোষ দেখি।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি কমপ্লেক্স লজিকপুর্ণ রাজনৈতিক বাক্যের অর্থ বুঝার পজিশনে নেই।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

জুজুগাগা বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক কিংবা না পাক
আমরা একটা দিবস পেয়েছি
বছরে আরো একদিন ফুলের ব্যবসা ভালো হচ্ছ।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


বেকুবদের দিনের অভাব নেই, আছে মগজের অভাব।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

আমিন রবিন বলেছেন: অপরাধের রাজনীতি করত ... লাশের রাজনীতি করত ... সবই পাস্ট টেন্সে কেন?

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


আজকে লাশের রাজনীতির দাম নেই; কে মরলো, কে মারলো, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই।

২০| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

জাতির বোঝা বলেছেন: ঐক্যফ্র‌ন্টের প্রধানমন্ত্রী প্রার্থী কে?

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


যার নাম দিনে দেক, ওদের কেহ প্রাইম মিনিষ্টার হবে না; ওদের মাঝে ড: কামালই রাজনৈতিকভাবে সৎ ব্যক্তি, বাকী সবই ক্রিমিনাল।

২১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

হাসান রাজু বলেছেন: আপনি কমপ্লেক্স লজিকপুর্ণ রাজনৈতিক বাক্যের অর্থ বুঝার পজিশনে নেই।

কমপ্লেক্স ঠিক আছে । কিন্তু লজিকপুর্ণ একটু বেশিই বেশি হইয়া গেল না????

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি একদিনে সব কিছুতে মাষ্টার হয়ে যেতে চাইছেন, ইহা আসলে অসম্ভব।

২২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: ক্ষমতায় এসে খালেদা জিয়া তখন এরশাদের বিরুদ্ধে মামলা করেননি কেন?
আর যদি করেও থাকেন তাহলে এরশাদের অবশ্যই ফাসি হত।কিন্তু তা হয়নি,সমস্যাটা কোথায়?

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


জেনরােল জিয়ার মৃত্যুতে বেগম জিয়া খুশী হয়েছিলেন, মনে হয়; তদের সংসারে সুখ ছিলো না

২৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

হাসান রাজু বলেছেন: ড: কামালই রাজনৈতিকভাবে সৎ ব্যক্তি, বাকী সবই ক্রিমিনাল।
দুই দিন আগে ডঃ কামাল হোসেন ছিলেন রাজনৈতিক ইডিয়ট । আজ হয়ে গেলেন রাজনৈতিকভাবে সৎ ব্যক্তি !!! আপনার স্টেটমেন্ট ৪জি গতিতে বদলাচ্ছে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনি আসলে, কোন আলোচনায় অংশ গ্রহনের মতো অভিজ্ঞ নন; কোন মানুষের জ্ঞানের পরিধি মাপতে, কারো তুলনায় কাউলে ইডিয়ট বলা হয়; সততা জ্ঞানের গভীরতার পরিমাপক নয়।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২০

হাসান রাজু বলেছেন: হা হা হা ......। রেগুলার ধরা খাইতেছেন । ডোডো বনেগেছেন। আউলা বাউলা পোস্ট দেয়া বন্ধ করেন। দিনে একটা করে ইডিয়টিক পোস্ট না দিয়ে বুদ্ধিমানের মত ভালো কিছু লেখেন। অল্প লিখুন। রাস্তায় হাঁটুন মহিলাদের সাথে কথোপকথনের অভিজ্ঞতা লিখুন।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


আমার ছোটখাট ব্যক্তিগত অভিজ্ঞতার উপর পোষ্ট বেশ পাঠক পেয়ে আসছে বরাবরই

২৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
কাদম্বিনী (নুর হোসেন) মরিয়া প্রমাণ করিল সে মরে নাই ! কেউ কেউ মরে নায়ক হয় এই দেশে, তার মধ্যে নুর হোসেন একজন । আপনি জেনে আনন্দিত হবেন নুর হোসেনের নামে বাংলাদেশে ঢাকায় একটি সড়কের নাম, আর আসামে মানষিক হাসপাতালে পরে আছে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন (আদমের দেশ মালয়েশিয়া সুভাং যায়াতে তার দুইটি ডুপ্লেক্স বাড়ী সহ ছয়টি ফ্লাট আছে কুয়ালা লামপুর নানান কন্ডোমিনিয়ামে - বড় ভালো লোক ছিলেন!!!) মানষিক ভারসাম্যহীন অবস্থায় আছেন ।

ডাকতর কামাল হোছেন সাব, কি গ্রাম অঞ্চলে মেম্বার ইলেকশানে পাশ করতে পারবেন? তার ইহো জীবনে তো ইলেকশান করে কখনো পাশ করার নজীর নাই, তাহলে বাল্য শিক্ষা থেকেই তিনি শুরু করুক “গ্রামের মেম্বার ইলেকশান”

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


যেসব সভায় জেনারেল জিয়া, বেগম জিয়া ও তারেক জিয়ার প্লাকার্ড থাকে, সেখানে ড: কামাল সাহে্বব যাওয়া উচিত নয়।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
স্বাধীন বাংলাদেশে ১৯৭১ - ২০১৮ পর্যন্ত “রাজা ও রাজ্যের” জন্য কতো রক্তপাত হয়েছে তার ইয়ত্তা নেই, হিসাব মিলবে না, লক্ষ কোটিতে পৌছাবে!!! - সেখানে নুর হোসেন কে ? তাকে তো চিনলাম না, আপনি আমি “নুর হোসেন” কে চেনার কোনো প্রয়োজন আছে কি ? নুর হোসেন জানতো গণতন্ত্র অর্থ কি ? তার পিঠে গণতন্ত্র লিখে কৈ মাছের মতো সে লাফাবে - স্বাধীন দেশে !!! এরশাদ সরকারের আমলে সম্ভব ছিলো না, বেগম জিয়া সরকারেও সম্ভব না, শেখ হাসিনা সরকারেও সম্ভব না, স্বাধীন দেশে যে কোনো ইস্যুতে দেশের জনগণ হাতে প্লেকার্ড নিয়ে পতাকা নিয়ে লম্ফ জম্ফ করবে এটা সম্ভব না। বাংলাদেশীরা সিনেমা বেশী দেখে তাই যে কোনো ইস্যুতে বাংলাদেশের পতাকা হাতে লাফিয়ে উঠে !!! গণতন্ত্র নিয়ে কথা বলে !!!

বাংলাদেশে কোনো কালে গণতন্ত্র ছিলো না, সামরিকতন্ত্র আর পরিবারতন্ত্র চলছে ১৯৭১ থেকে আজ ২০১৮ পর্যন্ত ।

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ঠিক পরিবারতন্ত্রের ফলে আসেনি; উনার বাবাকে হত্যার পর, আওয়ামী লীগের অনেকেই উনার খবরও নেয়নি; উনি নিজের চেষ্টায় এসেছেন, এসে বাবার প্রাথমিক ও নিম্ন পর্যায়ের হতয়াকারীদের ঝুলায়ে দিয়েছেন; উনার আগমণের কারণ ছিলো

২৭| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন:

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


হরতাল ইত্যাদিতে ততকালীন সময়ে নীরিহ কোন বাংগালীর প্রাণ গেলে, মহুর্টে উনি ৫/১০ দলের বড় কর্মী হয়ে যেতেন।

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

ধ্রুবক আলো বলেছেন: নূর হোসেনের রক্ত সস্তা হয়ে গেলো আরকি! ক্ষমতায় সেই স্বৈরশাসকরা রয়েই গেছে।
কিছু মানুষ নূর হোসেনকে নিয়ে গর্ব করে, যারা বিএনপি পন্থী, তারা আরেকটা নূর হোসেন চায়।
সাধারন জনগন এবার শান্তি চায়, সব দিকে দিয়েই শান্তি!

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনার চাকুরী ইত্যাদি চলছে ঠিক মতো?

মানুষ শান্তি পাবার সম্ভাবনা নেই, আমাদের মানুষ বিভক্ত হয়ে দুষ্টদের স্বার্থ রক্ষা করছে

২৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: ইউনিয়ন পুরানো যারা, কে না করেছে??
একটু বিতর্কে আসি।। গুলি কি ভাবে আসে??

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


জাতির গরীব অংশটুকু সবার দ্বারা অত্যাচারিত হয়েছে

৩০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৭

সচেতনহ্যাপী বলেছেন: আর বলার কিছু নেই।।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানীদের হাত থেকে বের হয়ে রবার্ট ক্লাইভদের হাতে আটক।

৩১| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: নূর হোসেন......ও তার এই ছবিটি এক মুহুর্তে বিষাদে আছন্ন করে আমাকে। এক ঝলকেই একটি অদম্য প্রান কেড়ে নেওয়া যায় কত সহজেই কাপুরুষতায়।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


যারা জেনেশুনে এই ছেলেটিকে মৃত্যুর 'সম্ভাবনার' দিকে ঠেলে দিয়েছে, তারা এখনো এই দেশে রাজনীতি করছে।

আপনি লিখছেন না, আজকাল?

৩২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: লিখছি।


তবে প্রকাশ করিনি তেমন কিছু।


নতুন একটা লেখা শুরু করেছি। শেষ করতে পারবো কবে জানিনা ...

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনার একটা লেখা ( যেখানে আত্মকথার মত) খুবই জনপ্রিয়তা পেয়েছিলো; সেটাকে প্রকাশ করার চেষ্টা যকরেন।

৩৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপনার এই মন্তব্য মনে থাকবে চিরকাল...

আপনি মনে হয় একি খেলা আপন সনে লেখাটার কথা বলেছেন ....

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



সঠিক, "একি খেলা আপন সনে"র কথাই বলছি; লেখাটি প্রকাশ করার চেষ্টা করেন; আমার বিশ্বাস, অনেক অনেক পাঠকের পছন্দ হওয়ার মত কাহিনী ও লেখার ষ্টাইল।

৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: তাই হবে।

অবশ্যই চেষ্টা করবো।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:



বই প্রিন্টং'এ গেলে, ব্লগারদের জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.