![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, ২ জনেই, ড: কামাল হোসেনকে একজন তরুণ প্রফেশালে হিসেবে খুবই সন্মান করতেন, ভালোবাসতেন, এবং নতুন বাংলাদেশে সবচেয়ে দায়িত্বপুর্ণ ও সন্মানিত পদে কাজ করার সুযোগ দিয়েছিলেন; উনাকে জাতির সংবিধান রচনার কমিটির প্রধান করা হয়েছিলো, আইনমন্ত্রী ও বিদেশ মন্ত্রী করা হয়েছিলো। ড: কামালের উচিত এই ২ জন মানুষকে সন্মান দেখানো; উনাদের হত্যাকারীদের বেনেফিসারীদের দলকে সাহায্য করা উনার উচিত নয়।
শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের প্রতি ন্যুনতম কৃতজ্ঞতাবোধ প্রকাশের চিহ্ন হিসেবে, ড: কামালের উচিত, যেসব সভায় জেনারেল জিয়া, বেগম জিয়া ও তারেক জিয়ার প্লাকার্ড থাকে, সেসব সভায় না যাওয়া।
১৯৭১ সালে, ড: কামাল বাংলাদেশের একজন নবীন আইনজীবি ছিলেন, যাঁর কোন রাজনৈতিক পরিচায় ছিলো না; শেখ সাহেব, ইয়াহিয়ার মিটিং'এ যাবার সময় বিদেশে পড়ালেখা করা, স্যুট কোট টাই-পরা একজন বাংগালীকে ইয়াহিয়ার সামনে নিয়ে বসে, ইয়াহিয়াকে দেখাতে ছেয়েছিলেন যে, বাংগালীদের মাঝে স্মার্ট প্রফেসানেল আছে। ড: কামাল জানতো না, শেখ সাহেব কিভাবে ভোটে জিতেছেন, বাংগালী জাতীয়তাবাদ কোন লেভেলে আছে, বাংগালীরা কতটুকু শক্তিশালী; উনার কোন ধারণাই ছিলো না। ড: কামাল আওয়ামী লীগের কেহ ছিলো না, শেখ সাহেব উনাকে তাজুদ্দিন, মোল্লা জালাল, আবদুস সামাদ আজাদের সমপর্যায়ে স্হান করে দিয়েছিলেন আওয়ামী লীগে।
ড: কামাল বর্তমান বাংলাদেশের এলিট সমাজের লোক, উনি রাজনীতিবিদ নন; তবে, শেখের সংস্পর্শে থাকায়, উনি নিজকে রাজনীতিবিদ মনে করেন। তিনি কয়েক দেশের অপ্রয়োজনীয় সংবিধান দেখে, বাংলাদেশের জন্য পংগু এক সংবিধান কপিপেষ্ট করায়, অনেক উনাকে রাজনীতিবিদ মনে করেন; আসলে, উনি একজন ক্যাপিটেলিষ্ট মনোভাবের রিএ্যাকশনারী মানুষ যার কাছে টাকা আছে, আইনী বুদ্ধি আছে, কিন্তু জনহৈতিষী মন নেই।
ড: কামাল সাহেব বিএনপি'র পেছনে অকারণ সময় নষ্ট করছেন, উনার সাথে বিএনপি'র কোন বিষয়ে মিল নেই; দেশে দুষ্ট ধনীদের সংখ্যা বেড়েছে সম্প্রতি, ড: কামাল সাহেব এলিট ধরণের সরকার গঠন করে একটু নাম টাম করতে চান; কিন্তু দেশ সেই অবস্হায় নেই; উনাকে উনার উৎপত্তির স্হানে ফিরে যেতে হবে, তা'হলে যদি কিছু ঘটে।
উনাকে মনে রাখতে হবে যে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব উনাকে সন্মান করতেন ও ভালোবাসতেন; এবং '৭১'এর জেনারেশনের মানুষেরা এখনো জীবিত আছেন, উনার কার্যকলাপ পর্যবেকণ করছেন।
১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হবে, ৭০ জন মানুষ কোথায় পাবেন ড: কামাল সাহেব?
শেখ হাসিনাকে ৩৭ বছরে চিনতে পারলেন না, ভোটের পর যদি চিনতে পারেন!
২| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনার ক্ষমতার লোভ নেই, ড. কামালের প্রধানমন্ত্রীত্বের লোভ নেই। মনে হচ্ছে শেষ মেষ খালেদাকেই এই দায়িত্ব নিতে হবে...
১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া যাতে শান্তিতে বসবাস করতে পারেন, সেটার ব্যবস্হা হয়েছে; উনি অকারণ, যক্ষের মতো টাকা পয়সার পেছনে দৌড়ে ক্লান্ত হয়ে গেছেন।
৩| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কামাল হোসেন তার উৎপত্তিস্থলেও যেতে পারবেন বলে মনে হয় না | কারণ সেখানে ইনু/দিলীপ/ তেঁতুল হুজুরের মতো উটকো প্যারাসাইট গিজগিজ করছে | তিনি সেখানে গিয়ে খুব একটা পাত্তা পাবেন বলে মনে হয় না | আর বাংলাদেশের মানুষ কামাল হোসেন চেনেনা | তারা চেনে কলাগাছ আর গাব গাছ | লীগ/বিএনপি যদি কোনো ছাগলকেও নমিনেশন দেয়, বেকুব পাবলিক তাকেও ভোট দিবে |
১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা কি চাপের মাঝে আছেন, বাহির থেকে আমরা ঠিক জানি না; ড: কামালকে উনি অসন্মান করেননি কখনো; ড: কামালকে বিএনপি'র লোকেরা যতটুকু মান সন্মান দেখাচ্ছেন, এগুলো মিথ্যা অভিনয়
৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭
সৈয়দ ইসলাম বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লীগ/বিএনপি যদি কোনো ছাগলকেও নমিনেশন দেয়, বেকুব পাবলিক তাকেও ভোট দিবে |
উনার এই কথার সাথে একমত। বাংলাদেশের অবস্থাকে এমনই হালত করেছে দেশীয় অপরাজনৈতিক দলগুলো।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
আমাদের জাতির মাথা এর থেকে বেশী মগজ রাখে না; এই জন্যই এরা অন্যের কন্যাকে "চাকরাণী ও ঝি" বানায়, অন্যের জন্য চাকুরী সৃষ্ট করে না, অন্যের সম্পদ দখল করে, এশিয়াের পিগমী
৫| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
ঢাবিয়ান বলেছেন: আপনি ডঃ কামালের দর্শনটা ঠিক বুঝতে পারেননি। আওয়ামিলীগ প্রথম পাঁচ বছর ক্ষমতায় ছিল নির্বাচিত সরকার হিসেবে আর পরবর্তী পাঁচ বছর ক্ষমতায় আছে অবৈধভাবে এবং সামনেও তারা জোড়পুর্বক অবৈধভাবেই থাকবে বলে বার্তা দিচ্ছে।মানুষ গাব গাছ আর কলা গাছকেই ভোট দিক না কেন ভোটতো দিত। এই ভোটের কারনেই একটি দলের পক্ষে ফ্রাংকেনস্টাইন হয়ে ওঠার সম্ভাবনা থাকে না।
ডঃ কামাল এই ফ্রাংকেন্সটাইন সরকারের বিরুদ্ধে দাড়িয়েছেন মানূষের ভোটাধিকার ফিরে পেতে। বিএনপি বিরোধি দল হিসেবে সেখানে যোগ দিয়েছে। তবে বিএনপির দলীয় বক্তব্য উনার মুখ থেকে উচ্চারিত হওয়া একেবারেই অনুচিত। উনার উচিৎ বিএনপিকে উনার কথা শূনতে বাধ্য করা ।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
উনার রাজনৈতিক দর্শন আমি বুঝিনি; তবে, উনার ২ রাজনৈতিক গুরু বিএনপি' প্রতিষ্ঠাতাদের হাতে নিহত হয়েছে, এই পায়খানাটুকু আমি বুঝি
৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১০
নজসু বলেছেন:
স্বার্থের টানে মানুষ বেঈমান হয়।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
উনি বেইমান কিনা, আমি সিউর নই; তবে, উনি সাধারণ মানুষের কেহ নন।
৭| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: নামি-দামি আওয়ামী লীগার কেন আওয়ামী লীগ ছেড়ে যায় সেটাও পর্যালোচনা করেন দাদা।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
শুরুতে, আওয়ামী লীগ ছোট ব্যবসায়ীদের দল ছিলো, এখন বড় ব্যবসায়ীদের দল; ব্যবসা যেখানে ভালো, ওরা সেখানে যায়।
৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
ওসেল মাহমুদ বলেছেন: সীমা লংঘনকারীকে কে আল্লাহ পছন্দ করেন না আর মানুষ কেন করবে ? সে গাব গাছ বা কলা গাছ যেই হোক না কেন !
মানুষের অধিকার কে যারা কেড়ে নিয়ে ইতরামী করে তাদের কে কেন সন্মান করবে !??
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
ড: কামালের জগতে সাধারণ মানুষের স্হান নেই, উনি দুষ্ট এলিট বাংগালীদের রাজনীতি করছেন।
৯| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: আগামী একমাস চমকের পর চমক আছে দেশবাসীর জন্য।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
ফলাফল সবাই জানেন, সাধারণ মানুষের জন্য ভালো কোন খবর নেই।
১০| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
নূর আলম হিরণ বলেছেন: ৭০ এর নির্বাচনে ড: কামাল পুরো ঢাকা ইউনিটের শেখ মুজিবের নির্বাচনী এজেন্ট ছিলেন, বাড়ি বাড়ি গণসংযোগ চালিয়েছেন।
■কাদের সিদ্দিকী বলেছেন খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি না ভেবে কিছু একটা বলে ফেলেছেন, শেখ সাহেবের জন্য "বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালানোর দরকার" কি ছিলো?
১১| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
খাঁজা বাবা বলেছেন: চার নেতার হত্যাকারী আওয়ামীলীগ এবং এর ফার্স্ট বেনেফিসিয়ারি আওয়ামীলীগের লোকজন।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনি আসলে মাটির থেকে তৈরি, ক্লে-ম্যান
১২| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
⓪ বলেছেন: ঐ জলহস্তিটা কি ড কামালের আইকন? কামালের চেহারাও অনেকটা ঐ রকম।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনাশক্তি ভালো
১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
আরমান শুভ বলেছেন: ঐক্যফ্রন্ট এর সব নেতাই আওয়ামীলীগ এর এজেন্ট। বিএনপি সেটা ভালোভাবেই জানে। বিএনপির এবারের কৌশল কেউই ধারণা করতে পারছেনা।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র কৌশল বিএনপিও ধরতে পারছে না; বেগম জিয়ার জেলও বিএনপি'র কৌশল হতে পারে, কি বলেন? ভাত কি বাবার হোটেলে খান?
১৪| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
নয়ন বিন বাহার বলেছেন: খারাপ রাজনীতিবিদ দেরকে ভোট দিব। আবার তাদের থেকে সুফল আশা করব। সুফল না পেলে তাদেরকে গালাগালি করব। কিন্তু ভালমানুষ রাজনীতি করুক তা চাইব না। এটা কি প্রজম্মের ব্যর্থতা নয়???
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
জাতির শিক্ষিত লোকেরা ইডিয়টদের বুটের নীচে পড়ে, অকারণ লাথি খেয়ে যাচ্ছে, নিজেরা কিছু করার চেষ্টা করছে না
১৫| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
ব্লগার_প্রান্ত বলেছেন: যেসব সভায়, জে: জিয়া, বেগম জিয়া ও তারেক জিয়ার প্লাকার্ড থাকে, সেখানে ড: কামালের যাওয়া ঠিক নয়।
তাহলে এক সেন্সে তো বিএনপির সাথে ঐক্য করাও ঠিক হয়নি।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব ও তাজুদ্দিন হতয়াকে বিএনপি' লোকেরা 'বিপ্লব' হিসেবে নেয়, সেখানে কি করে ড: কামাল উনাদের সাথে যায়? ড: কামালের মাথায় গন্ডারের মগজ
১৬| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
হাসান রাজু বলেছেন: শেখ মুজিব সাহেব ডঃ কামাল কে সম্মান করতেন স্মার্ট ব্যাক্তি হিসেবে, প্রফেশনাল হিসেবে, সংবিধান রচনা করার মত যোগ্য লোক হিসেবে, এবং শেখের দেশের যোগ্যতার,জ্ঞানের প্রতিনিধি হিসেবে।
চাঁদগাজী সাহেব আর হাসিনা আপার মতে ডঃ কামাল একজন ইডিয়ট, ক্যাপিটালিস্ট, কপি পেস্ট করে সংবিধান রচনাকারী।
ডঃ কামালকে শেখ সাহেব সম্মান করেছেন। ডঃ কামাল ও শেখ সাহেবের কাজ করে দিয়েছেন। সব সুদ-বুদ হয়ে গেছে। সে তো আর সবার মত শেখের হালুয়া রুটি খেয়ে গোলাম হয়ে যায়নি , " কাবিখা " প্রকল্পের নিজের গরজে চলে ছিল। শেখের বেটি তাকে লাথি দিয়ে বের করেছেন। তার উচিৎ সেটা মাথায় রেখে কাজ করা। কে হাসিনা? যে সম্মান দিবে তাকেই সমর্থন দেয়া উচিৎ ডঃ কামালের । হাসিনার আধা পাগলা গোলামরা কে কি বলল তা শুনার সময় কই।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব এই ডঃ কামালকে স্মার্ট ব্যাক্তি হিসেবে সন্মান করতেন; এখন ড: কামাল উনাদের সস্মানে বিএনপি রক্ষায় নেমেছেন।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
ব্লু হোয়েল বলেছেন: গরু একটি চতুষ্পদ জন্তু ।
এর দুটি শিং, দুটি কান, দুটি চোখ, একটি মুখ, চারটি পা, একটি লম্বা লেজ আছে ।
শেখ সাহেব, তাজুদ্দিন, বেগম জিয়া, জিয়া, তারেক জিয়া নামক রচনাবলী ?
গরুর রচনা পড়তে পড়তে অতিষ্ঠ ।
জাতি গরুর রচনা হতে মুক্তি চায় ।
জাতি সুষ্ঠু নির্বাচন চায় ।
কার কাকে সমর্থন দেয়া দরকার সেটা জাতি জানে ।
জাতি তার ভোটাধিকার ফেরৎ চায় ।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বিজাতীয় কেহ নন, উনি জাতিকে এতটুকু দিতে পারছেন; জাতি আরো চাইলে, জাতিকে শেখ হাসিনা বাধা দিয়ে ঠেকাতে পারবে না, জাতিকে জানতে হবে, তারা কি করতে চান
১৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
আরমান শুভ বলেছেন: বিএনপির সবকিছুতে হ্যাঁ সূচক মনোভাব নিশ্চিত পরাজয় জেনেও ভোটে অংশগ্রহণ সবকিছু মিলিয়ে ডাল মে কুচ কালা হে মনে হচ্ছে। থার্ড পার্টির পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে।
১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
মিলিটারী কিছুতেই ক্ষমতা নেবে না, বিএনপি জাপার থেকে ছোট দলে পরিণত হবে।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: শেখ হাসিনা বিএনপিকে শেষ করতে গিয়ে বিএনপির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছেন।
দীর্ঘ ১০ বছর ক্ষমতায় ছিলেন, জাতিগত সচেতনতা সৃষ্টিতে কি কি পদক্ষেপ নিয়েছে? জাতির উন্নয়নে কাজ করলে বিএনপিকে ধ্বংস করার অপচেষ্টা করতে হতো না বা ভোট কারচুপি করে ক্ষমতায় আসতে হতো না।
জনগণ'ই বারবার নিজেদের স্বার্থে ক্ষমতায় আনতো।
১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালের হত্যাকান্ডের পর, উনার ইচ্ছা ছিলো ৫০/৬০ জন মানুষের বিচার করা; উনি ২০/২৫ জনের বিচার করেছেন; আওয়ামী লীগ ব্যবসায়ীদের দল, এরা কলোনিয়েল শক্তির মতো বেনিয়া।
শেখ হাসিনার উচিত ছিলো বিএনপি নামটি মুছে দেয়া; এখনো সুযোগ আছে
২০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০২
সাত সাগরের মাঝি ২ বলেছেন: আপনার বিশ্লেষন খুব ভালো লাগে....................
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১২
চাঁদগাজী বলেছেন:
খুশী হবো, যদি কোনভাবে দেশকে বুঝতে সাহায্য করে থাকে
২১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১
নূর আলম হিরণ বলেছেন: শেখ মুজিব ঢাকায় নির্বাচনী ব্যয় করার জন্য পার্টির ফান্ড থেকে ৫লক্ষ টাকা ড:কামালের হাতে দেন, ড: কামাল ঢাকায় লিফলেট বিতরণ করেছেন, কিভাবে ভোট দিতে হয় সেগুলো শিখিয়েছেন। শেখ মুজিব নিজে গণসংযোগ করেছেন, গরুর গাড়ী নিয়ে, হেটে গ্রামের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেছেন। উনি নির্বাচনের আগে একটি কথা বলতেন, ভাইয়েরা আমার আমি যদি আপনাদের জন্য আমার জীবন যৌবন পাকিস্তানের কারাগারে কাটাতে পারি, আমি যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি তাহলে আমি কি আপনাদের কাছে একটি ভোট চাইতে পারি না? শেখ মুজিব কুড়িগ্রাম, শ্রীমঙ্গলের মত যোগাযোগ ব্যবস্থাহীন গ্রামে গিয়েও গণসংযোগ চালিয়েছেন। আপনি কি নিশ্চিত ৭০ এর নির্বাচনে আওমীলীগ গণসংযোগ চালায়নি?
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
উত্তর বংগের লোকজন একটু বেকুব টাইপের, সেইদিকে হয়তো গণসংযোগ করেছেন, আমি জানি না; চট্টগ্রামের মানুষকে কিছু বলতে হয়নি, উনি লালদীঘিতে মিটিং করেছিলেন, মানুষ গিয়ে ভোট দিয়ে এসেছেন
২২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা ড. কামালকে সম্মান দিলে তিনি দল থেকে বের হয়ে আলাদা দল করতেন না। '৯৬-'০১ টার্মে কামাল হোসেন ও কাদের সিদ্দিকী এক হয়ে কর্মসূচীতে যাওয়ায় শেখ হাসিনা বলেছিলেন, দুই কাক কা কা করছে। এগুলো কামাল হোসেনের মনে থাকার কথা...
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা কোন নেতাকে দল থেকে বের করেননি; তিনি শুধু ঢাকার নেতা কোরবান আলীকে নিজের বাসা (শেখ হাসিনার ) থেকে উনার (কোরবান আলীর) বাসায় চলে যেতে বলেছিলেন; কোরবান আলীকে বলেছিলে, "কাকা, আপনার উপর আমার মন খারাপ, আপনি এখন নিজের বাসায় চলে যান, পরে কথা বলবো"। তবে, কোরবান আলী আর ফেরত আসেননি, উনি শেখ হাসিনাকে ত্যাগ করেছিলেন।
ড: কামাল নিজের থেকে শেখ হাসিনাকে ত্যাগ করেছেন, উনি এখনো আওয়ামী লীগের মেম্বার।
২৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১২
জাহিদ অনিক বলেছেন: '৯১ এর নির্বাচনে ডঃকামাল পরাজিত হয়েছিলেন, উনি ভালো উকিল,ভালো ব্যারিস্টার, ভালোমানুষ। কেহ সবকিছুতে ভালো হতে পারেন না। উনি ফেরেশতা পর্যায়ের নন।
বাই এনি চান্স, বিএনপি সরকার গঠন করলে উনি হয়ত প্রাইম মিনিস্টার হলেও হতে পারেন।
ক্যাপিটালিস্ট পয়েন্ট অফ ভিউ।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র সরকার গঠন করার কোন সম্ভাবনা নেই
২৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮
আলআমিন১২৩ বলেছেন: ট্রাক্টরে তেলের বদলে মবিল ঢালুন আর নিজের মাথায় ঠান্ডা পানি। আপনার ভাবনা fact থেকে যোজন যোজন দুরে। অহেতুক মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়ুন।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা অনেক জ্ঞানী মানুষ, এঁদের বিভ্রান্ত করতে যারা চেষ্টা করবেন, তারা নিজেরা বিভ্রান্তিতে ভুগবেন; আমি ব্লগারদের টার্গেট করছি না, আমি আপনাকে টার্গেট করছি।
২৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
পলাশবাবা বলেছেন: চাঁদগাজিরা বিদেশে বসে দেশের রাজনীতি বিশ্লেষণ করে, নাড়া দিয়ে দূর থেকে বসে মজা দেখে। চিহ্নিত নাড়াবাজ।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
পৃথিবী থেকে পুরো চাঁদ দেকগা যায়, দুরে থাকেল , এটাই সুবিধা।
২৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৩
ইব্রাহীম আই কে বলেছেন: লেখা পড়লাম, মন্তব্যও পড়লাম
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫১
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, ড: কামাল সাহেব সম্পর্কে নিশ্চয় আপনার ধারণা আছে।
২৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫২
অলিউর রহমান খান বলেছেন: তথ্যবহুল আলোচনা। অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর ও সহজ ভাবে সাজিয়ে লিখার জন্য।
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
উনি উনার গুরুদের ভুলে গিয়ে, বিপক্ষ দলের সর্দার হয়ে গেছেন!
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণফোরাম ৭০ টি আসন চায়!! আমার ভয় হচ্ছে জোট না আবার ভেঙে যায় আসন ভাগাভাগি করতে গিয়ে!!
গণতান্ত্রিক ভাবে যদি বঙ্গবন্ধু ও তাজউদ্দিন হত্যার বেনিফিসারী রা ক্ষমতায় যায় তাহলে তো শেখ হাসিনাও খুশী মনে ক্ষমতা ছেড়ে দিবেন...