নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কাহারা বেগম জিয়ার সাথে \'কারা বরণ\' করার কথা ঘোষণা দিয়েছিলেন?

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪১



এই বছর ফেব্রুয়ারী মাসে, বেগম জিয়ার 'এতিমখানা মামলার' রায় বের হওয়ার আগে, বিএনপি'র নেতারা সরকারকে হুশিয়ারী দিয়েছিলো, যদি বেগম জিয়ার জেল হয়, তা'হলে, বিএনপির ফখরুল সাহেব, রিজভী সাহেব, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, গয়েশ্বের রায়, ড: মোশারফ, মওদুদসহ সব সিনিয়র নেতারা 'স্বেচ্ছায় জেল বরণ করবেন'।

আমাদের ব্লগার শাহীন-৯৯ সাহেবও বোধ হয়, ঐ রকম কিছু একটা করার কথা ভাবছিলেন; দেখেছেন, বেগম জিয়ার সাথে স্বেচ্ছায় কে জেল বরণ করেছেন? যিনি স্বেচ্ছায় জেল বরণ করেছেন, তিনি হলেন এই জাতির হত-দরিদ্র পরিবারের মেয়ে, পরিবার ও স্বামীহীন নারী, ফাতেমা। মনে হয়, সমগ্র বিএনপি'র লোকদের চেয়ে, এই ফাতেমাই বেগম জিয়াকে বেশী ভালোবাসেন; বেগম জিয়া উনার জন্মদিনের কেক কাটার বন্ধুদের চিনতে পেরেছেন নিশ্চয়!

গতকাল, পার্টির মনোয়নের জন্য, বেগম জিয়ার নামে ৩টি আবদনপত্র কেনা হয়েছে; কিনেছেন মির্জা ফখরুল! মির্জা ফখরুল সাহেব ভালোভাবে জানেন যে, ১৭ বছর জেল হওয়ার পর, বেগম জিয়া ভোটে অংশ নেয়ার যোগ্যতা হারায়েছেন! তা'হলে, কেন তিনি বেগম জিয়ার নামে পার্টির মনোয়ন পত্র কিনছেন? এটা কি কোর্টের প্রতি অসন্মান দেখানো, ও বেগম জিয়া-বিরোধীদের আরো উসকিয়ে দেয়া? এই উসকানী কি বেগম জিয়ার পক্ষে যাচ্ছে, নাকি বেগম জিয়ার বিপক্ষে যাচ্ছে?

ধরলাম, বেগম জিয়া পার্টি থেকে ৩ সাংসদীয় এলাকায় ভোটে অংশ গ্রহনের জন্য মনোনীত হলেন; এরপর, বেগম জিয়া যখন ইলেকশান কমিশনে নিজের প্রার্থীতার দরখাস্ত পুরণ করবেন, ইলেকশান কমিশন কি এতে খুশী হবে? ইলেকশান কমিশন আশা করবে যে, ৩ বারের প্রধানমন্ত্রী নিজকে নির্বোধ হিসেবে উপস্হাপন করবেন না। এই ধরণের পরিস্হিতি কি ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রীর পক্ষে যাবে?

বিএনপি'র নেতৃবৃন্দ স্বেচ্ছায় জেল বরণের ঘোষণা দিয়ে, সেটা না করাতে আসলে, প্রামাণিত হয়েছে যে, তারা বেগম জিয়ার উপস্হিতিতে মিথ্যা আশ্বাস দিয়েছে বেগম জিয়াকে; বেগম জিয়া যা বুঝার তা বুঝেছেন, হয়তো; এবং দেশের মানুষ বিএনপি'র এসব নেতাদের কোনদিন সিরিয়াস নেতা হিসেবে নিবে ?

মন্তব্য ১০৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

সনেট কবি বলেছেন: রাজনীতি এমনই হয়ে থাকে। সবাই স্বার্থের দাস। প্রয়োজনে কাছে টেনে নেয়। প্রয়োজন ফুরালে ছুড়ে ফেলে।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি আসলে এমন নয়, বিএনপি দলটাই এমন; বিএনপি গঠনের সময়, জেনারেল জিয়া ও কর্ণেল ওলি দলের সিভিলিয়ান শাখায় সেসব নেতাকে নিয়েছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চাহেনি, যারা বৃহত্তর পাকিস্তান ভাংগার পক্ষে ছিলো না।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: রাজনীতিতে শেষ বলে কিছু নাই। মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করেই যাবে। তারা শুধু এই দুনিয়া নিয়ে মৃত্যুর পর যে সব পাপের বিচার হবে ওটা ভুলে গেছে!

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


মৃত্যুর পর বিচার হলে, বেগম জিয়ার বিচারটা এখন হতো না। আপনি তোতা পাখীর মতো শিখেছেন, "রাজনীতিতে শেষ বলে কিছু নাই", এগুলো কোন বেকুব মানুষের কথা

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলে কোন কথা নেই। এখন সেসব নেতারা বলবে, এসব কৌশলের অংশ।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো হলো বিশ্বাসঘাতকতা, এগুলো কৌশল নয়।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

অলিউর রহমান খান বলেছেন: যুক্তিসংগত পোষ্ট। ‘তোষামোদ’ শব্দটির উৎপত্তি হয়তো রাজনীতিকে কেন্দ্র করেই আবিষ্কৃত হয়েছিল।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া একজন বেকুব ও লোভী মহিলা, এটাই উনার পাওনা ছিলো

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

হাবিব বলেছেন:





শুধু বেগম জিয়ার নেতা কর্মীরা না, যে কোন দলের কর্মীরা যতোই ঘোষণা দেন যে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই , তমুক ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইত্যাদি ইত্যাদি। বুলেটের সামনে জেল জুলুমের সামনে কেউই দাঁড়াতে সাহস করে না। তাঁর প্রমান বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় গুটি কয়েক লোক ব্যাতিত কেউ প্রতিবাদ জানাতে আসেনি। এখনকার আওয়ামিলীগে থাকা অনেকেই তখন ট্যাংকারে চড়ে অশালীন নৃত্য করেছিল। তারাই এখন বেশ কদর পাচ্ছে। তাঁর জানাজা নামাযেও সেদিন লোক খুঁজে পাওয়া যায়নি। ক্ষমতা না থাকলে চামচিকা ক্ষমাতায় থাকলেই বাঘের মতো গর্জন। নেতা কর্মীরা অধিকাংশই বসন্তের কোকিল মাত্র।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "তাঁর জানাজা নামাযেও সেদিন লোক খুঁজে পাওয়া যায়নি। "

আপনার ভাবনাশক্তি খুবই সীমিত; মিলিটারী উনাকে কবর দিয়েছে, জানাজায় তো দুরের কথা, এলাকার লোকজনকে ঘর হতে বের হতে দেয়নি; মগজটাকে একটু কাজে লাগান

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



অনেক কথা বলতে ইচ্ছে হলেও পরিস্থিতির কারনে হয়তো বলা যায় না। আপনিও বলতে পারেন না। যেমনটি দেখলাম কিছু দিন পূর্বে। ২১ অক্টোবর ২০১৮ ইং তারিখে আপনি একটি পোস্ট দিয়েছিলেন। পড়ার পরে আমি পোস্টটি কপি করে রেখেছিলাম। কিছুক্ষন পরে দেখি পোস্টটি গায়েব।

আচ্ছা, সেই পোস্টটি আপনি কেন সরিয়ে দিয়েছিলেন? কারনটি প্রকাশ করতে যদি সমস্যা না থাকে তাহলে জানতে চাচ্ছি।

আপনার স্বাস্থ্য ভালো তো? শুভকামনা জানবেন।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

চাঁদগাজী বলেছেন:

ধন্যবাদ, স্বাস্হ্য ভালো; চোখে সমস্যা আছে; আশাকরি, ভালো হয়ে যাবো।

আমার পাঠকদের মাঝে কেহ আপত্তি করলে, আমার পোষ্ট আমি সরায়ে ফেলি; সরকার ব্লগার অনলাইন আইন করে ব্লগারদের ভয়ে ও চাপে রেখেছে

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়,

রাজনীতিতে অসম্ভব বলে কোন কথাই নেই।আজ যারা পাশে সবচেয়ে বিশ্বস্ত ,কদিন পরেই তারাই একে অপরের নিজেদের আসল মূর্তি ধারণ করে। প্রত্যেকের মধ্যে উপরে উঠার অদ্ভুত মানসিকতা দেখা যায় ,যেটা দল তো বটেই দেশের বা জাতির পক্ষেও অশনি সংকেতের কারণ হয়ে দাঁড়ায় ।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

চাঁদগাজী বলেছেন:


এইসব মিথ্যুকেরা আসছে ভোটে দাঁড়াবে; ভোট বদলে এদের ঠেংগানোর দরকার

৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

বলেছেন: স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেয়া হয়েছিল বেগম জিয়ার কাছে নিজেকে আঁতেল হিসেবে দেখানোর জন্য। তৈলবাজির যুগে যা হয় আর কি! কিন্তু খালেদা জেলে থাকায় এই গোষ্ঠীর এখন সুবিধাই হয়েছে। নিজেরাই পার্টির মাথা বনে গেছে।

পুরনো কথা মনে করিয়ে এখন আর লজ্জা দেবেন না। যে আওয়ামী লীগ এখন সংবিধানের বড়াই করছে, তারাই কিন্তু একসময় বলে বেড়িয়েছে, "সংবিধানের জন্য মানুষ না, মানুষের জন্য সংবিধান"

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

চাঁদগাজী বলেছেন:


বর্তমান আওয়ামী লীগ, আসলে বেনিয়া লীগ।

তবে, সংবিধান মানুষের অধিকার রক্ষার জন্য লেখা হয়; ড: কামাল সাহেব সেই রকম কিছু লেখেননি।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আঁতেল!

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করছি, আপনি চেষ্টা করে দেখেন; দেখিয়েন, ২ লাইন লিখতে কি-বোর্ড ভেংগে যেতে পারে!

১০| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

আলআমিন১২৩ বলেছেন: Negative attitude যেমন নিজের জন্য ক্ষতিকর-তেমনি দেশের জন্য। সকল অগনতান্ত্রিক প্রতিকুলতা সত্বেও দেশের অন্যতম একটি রাজনৈতিক দল টিকে থাকা প্রশংসার দাবি রাখে।ফিনিস পাখিকে শেষ করা যাবেনা।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজেই এসব বিশ্বাসঘাতকদের সাপোর্টার

১১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

নজসু বলেছেন:


পত্রিকায় পড়েছিলাম বেগম জিয়াকে গ্রেফতারের পর তার মুক্তির দাবীতে কোন এক প্রবাসী নরম বিছানা ত্যাগ করে শক্ত মেঝেতে ঘুমিয়ে প্রতিবাদ করেছিলেন। প্রবাসী বলেছিলেন যতদিন না খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন ততোদিন তিনি নরম গদিতে ঘুমাবেন না।

মাঝে মাঝে উনার বর্তমান পরিস্থিতি জানতে ইচ্ছে করে। উনি কি এখনও শক্ত মেঝেতে ঘুমাচ্ছেন না নরম বিছানায় ফিরে গেছেন।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের প্রবাসী সৌদীতে আছে ২/১ জন; এমনিতে বেচারারা উট চরায় ও বালির উপর ঘুমায়

১২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সবই স্বার্থের খেলা

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

চাঁদগাজী বলেছেন:



ওরা বেগম জিয়াকে ব্যবহার করে ডাকাতী করেছে, রাজনীতি করেনি

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

ব্লু হোয়েল বলেছেন: দুর্নীতির দায়ে জেল জরিমানা মাথায় নিয়েও কোন কোন মন্ত্রী দিব্যি পাঁচ বছর পার
করে দিলেন কিছুই হলো না । আদালত থেকে বেকসুর খালাসের সনদ পেলেন তিনি ।
এখন নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ।
দুই মন্ত্রীকে আদালত জরিমানা করেছিল তাদের মন্ত্রীত্বে নখের আঁচড়টি পর্যন্ত লাগেনি ।
বহাল তবিয়তে মন্ত্রীত্ব চালিয়ে গেলেন ।
হুঃ মুঃ এরশাদ ১৯৯৬ ও ২০০১ সালে কারা দন্ডিত হয়ে নির্বাচন করেছিলেন ।
তবে এখন যেহেতু সবকিছুতেই প্রহসন চলছে তাই কিছু বুঝা মুশকিল ।
জ্ঞানী মানুষেরা সবকিছুই বুঝে শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর রায় বুঝে না ।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনাশক্তিটাই প্রহসন, ১৭ বছরেরজেল প্রহসন নয়।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: নেতারা যে কাজটি করেছেন সেটা হল কথা দিয়ে কথা রাখেন নাই।তাদের এধরনের আচরন আমাকে নবাব সিরাজ উদ্দোলার জীবনী মনে করিয়ে দেয়।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

চাঁদগাজী বলেছেন:


পুরো বিএনপি দলটা গঠন করেছে মীর জাফরেরা

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

রাকু হাসান বলেছেন:


সিনিয়র নেতাদের এগুলো আবেগী ডায়ালক । যদি তাই করতো(কারা বরণ) তখন সবচেয়ে বেশি ক্ষতিটা বি।এন।পি’র ই হতো ।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০

চাঁদগাজী বলেছেন:


সরকারের উচিত, ২০১৫ সালের পেট্রোল বোমায় মৃত ৪০০ জন মানুষের পক্ষে বিচার কার্য চালিয়ে, মির্জা থেকে গয়েস্বর সবাইকে লালঘরের পানি খাওয়ানো

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

আরমান শুভ বলেছেন: জাতির পিতা মরার পর তার তার দলের লোকেরা কি করেছিলো?

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবের মৃত্যুর পর, উনার দলের লোকেরা পালিয়ে গিয়েছিলো; ওরা শক্ত হয়ে দাঁড়ালে, জেনারেল জিয়া পাকিস্তানে গিয়ে প্রাণ বাঁচাতো।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

ব্লু হোয়েল বলেছেন: সরকারের উচিত, ২০১৫ সালের পেট্রোল বোমায় মৃত ৪০০ জন মানুষের পক্ষে বিচার কার্য চালিয়ে,
মির্জা থেকে গয়েস্বর সবাইকে লালঘরের পানি খাওয়ানো
@ চাঁদগাজী আপনার কথার সাথে সহমত পোষণ করছি, তবে যারা পেট্রোল বোমা
মেরেছিল তারা কে বা কারা ম্যাঙ্গো পিপল ভালোই জানে ।
পেট্রোল এবং পেট্রোল বোমাসহ হাতেনাতে ধরা পড়াদের বিচার হয়নি । তারা এখন মুক্ত বিহঙ্গ ।
বিচার কি হচ্ছে তা আমেরিকায় থেকে টিনের চশমায় দেখা সম্ভব না ।
গত পরশু ঢাকা সিটিতেই নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহের মহড়ায় দুজনের মৃত্যুর কারণে একজন পলিটিক্যাল
কর্মীকে সকালে গ্রেফতার করে বিকেলে ছেড়ে দেয়া । আমার ভাবনায় এটাও প্রহসন ।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ৩ মাস গুলশানের অফিসে থেকে, পেট্রোল বোমা মারার সুযোগ করে দিয়েছিলো; ইডিয়ট মহিলা বুঝতে পারেনি যে, বিএনপি;র ভোটারেরা আন্দোলনকারী নয়।

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ গাজী আপনার মত মিশ্র লিখার অভ্যাস নেই - সব লেখা এখানেই লিখতে হবে এমনও কথা নেই- আপনি এসে নমিনেশন ফরম নিয়ে যান- উপর থেকেই নির্বাচন করতে পারবেন। আর আমার জন্য নিক্সড্রপ কি-বোর্ড পাঠিয়ে দিয়েন (ক্যাশ অন ডেলিভারি)- ওটা জার্মানী বানায় - নিশ্চয় ভাঙ্গবে না!

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো বড় মাপের লেখক, আপনার পোষ্ট পড়ে দেখবো।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি সাড়ে ৮ বছর ব্লগিং করছেন, ফুলফল কিছুই নেই; অনেক পেছনে-পড়া সম্প্রদায়ের সাড়ে ৮ বছরের মেয়েরা বাচ্ছা প্রসব করেন।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ও কথা বলে সহমর্মীতা প্রকাশ করেছে।

তাই বলে কেন জেল খাটতে যাবে।

যোগ্যরাই টিকে থাকে।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনাদের মতো মনোভাবের লোকদের মাথায় কাঁঠাল ভেংগে খাচ্ছে গয়েশ্বর, মওদুদ, ড: খোন্দকারের মত কালপ্রিটরা; আপনাদের মতো লোকদের কাছে ওরা রাজনীতিবিদ।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: প্রলাপ!

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং করতে এসেছেন, নিজকে ব্লগার হিসেবে সন্মান করুন।

২১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: প্রসব আপনি যা করেন তাতেই জাতি-র নাতি-পুতি বেড়ে গেছে হাজারে হাজার - প:মুল্লুকে থেকে করেন শুধু আহাজার- আমি ৮ বছরে আপনার মত মানুষ গুনছি তাই কিছু দিতে পারি নাই! আপনার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি- যা তা যেন প্রজন্মকে না শেখাই!

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের সামনে যা তা বলে, কেহ ব্লগে টিকে থাকার কথা নয়; ব্লগারদের বুঝার চেষ্টা করেন, নিজকেও বুঝার সুযোগ পাবেন।

২২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সরকার নির্বাচন ঘোষণা করছে আপনার চুলকানি বাড়তেছে-(সরকারও এত মাথা ঘামায় না আপনার মত) নির্বাচন নিয়ে আপনার বয়ান না দিয়ে ফরম কিনা মাঠে নামেন!

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


আমার নিজস্ব ভাবনাচিন্তা আছে, আমি নিজের কর্তব্য করছি; আপনি অকারণ চিন্তিত হয়ে গেছেন, শান্ত হোন।

২৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৮ বছরের ফিরিস্তি জানতে চাইছেন - দেশে থেকে তো ব্লগিং করেন না; সম্মান নিতে হলে দিতে হয় - বিকৃত রুচির শব্দায়ন করবেন আবার ভ্দ্রতাও শেখাবেন।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগে মিলাদ পড়তে আসি না।

২৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ব্লগে ছদ্ম নামে লিখিনা - সুতরাং আপনার কাছে কৈফিয়ত দিতে বাদ্য না;

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


ছদ্মনামে আপনাকে কখনো লিখতে হবে না

২৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার প্রবাস-জীবনের অনেককিছুই তুলে ধরতে পারতেন (ইতিহাস/সংস্কৃৃতি/জ্ঞান/বিজ্ঞান নিয়ে) সো-কলড্ ম্যাঙ্গো পিপলদের; দিচ্ছেন (আপনার ভাষায়- প্রসব করছেন) রাজনৈতিক হিংসা/প্রতিহিংসার উপহার- আজকের পর আপনার কোন মন্তব্য আমলযোগ্য নয়; আমারটাও ।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



শান্তিতে থাকুন

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি জানেন না ? নেতাদের কথা বিশ্বাস করতে নেই =p~

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


এরাই তো বিএনপি?

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা প্র‌তি দিন। ভা‌লো থাকুন সব সময়।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনার জন্যও শুভ কামনা রলো

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

কাছের-মানুষ বলেছেন: নেতাদের কথার উপর মনে হয় আপনি একটু বেশীই ঈমান এনেছেন।

সামনের মাস পর্যন্ত নির্বাচন নিয়ে অনেক কিছুই ঘটবে। দেশের মানুষের দৃষ্টি এখন নির্বাচনের দিকে,
বাংলাদেশে নির্বাচন মানেই একটি উৎসব উৎসব ভাব।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


আগামী নির্বাচন উৎসবে, ১৮ কোটীর মাঝে, ১২ কোটীর কপাল পোড়া যাবে।

২৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

আবু তালেব শেখ বলেছেন: ৮ নং মন্তব্যকারির নিক নেম নেই কেন? রহস্য কি?


রাজনিতি কে না বলুন

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


জেরনারেল জিয়া, মিলিটারী ও আওয়ামী লীগ মানুষকে রাজনীতি থেকে দুরে সরায়ে দিয়েছে

৩০| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



আসলে বিএনপি এখন ছন্নছাড়া । তারা কি করছে তারা তে নিজেরাই জানে না ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


আমার মতে তারা বরাবরের মতোই রাজনীতির নামে জাতির বিরুদ্ধে অপরাধ করছে।

৩১| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যা হবে আইনের ভেতরেই হবে। বাতিল হলেও আপিল করা যাবে। যদি শেখ হাসিনা প্রভাব না খাটায় তাহলে আদালত খালেদার পক্ষে(নির্বাচনে দাঁড়ানোর) রায় দিতেও পারে। আরো অনেক কিছু ঘটবে আগামী কিছুদিন যা এখনও বোঝাই যাচ্ছে না...

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


১৭ বছর জেল হলে ভোটে দাঁড়ানো তো দুরের কথা, আপিল করতেই বিপদে পড়বেন উনি।

৩২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: আজ বিএনপির পার্টি অফিসের সামনে অনেকক্ষন দাঁড়িয়ে ছিলাম। বেশ জমজমাট দেখলাম অনেকদিন পর।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


শকুনেরা সব সময় মরা গরুর সন্ধানে থাকে

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: আমার শেষ পোষ্ট টা কি দেখেছিলেন?

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


স্যরি, দেখা হয়নি; আজকাল, অন্যদের পোষ্ট প্রায়ই পড়া হচ্ছে না। আমি অবশ্যই পড়বো

৩৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

তারেক ফাহিম বলেছেন: নির্বাচনী আবহাওয়া এখনো ঘোলাটে।

কি ঘটে দেখা যাক :D

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


নেতাদের ব্যবসা বাণিজ্যের, ক্ষমতার নীতি নির্ধারণ নিয়ে ক্ষমতায়নের ভোট; সাধারণ মানুষের সম্পদ ও অধিকার দখলের পরিকল্পনা

৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: মৃত্যুর পর দিলাম এখন কী সুষ্ঠু বিচার হয়েছে? তোতা আমি না হয় হলাম কিন্তু আসল বেকুব আমি না অন্য কেউ নাম বললে চাকরি থাকবে না।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


কোন প্রসংগে কি বলছেন?

৩৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩

হাসান রাজু বলেছেন: আপনার ভাবনাশক্তি খুবই সীমিত; মিলিটারী উনাকে কবর দিয়েছে, জানাজায় তো দুরের কথা, এলাকার লোকজনকে ঘর হতে বের হতে দেয়নি; মগজটাকে একটু কাজে লাগান
অসীম ভাবনা শক্তির মানুষ আপনি। ফ্রিজার থেকে মগজটা বের করে খুলিতে ঢুকিয়ে বলুনতো আঃলীগ কবে বিরিয়ানী হাঁতে নিয়ে দাঁড়িয়ে ছিল বিএনপির সমাবেশে?

সরকার ব্লগার অনলাইন আইন করে ব্লগারদের ভয়ে ও চাপে রেখেছে
চরম কন্ট্রাডিকশন ।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনার মত লোকেরা জাতির জন্য বোঝা, সাধারণ ঘটনা লজিক্যালী বুঝতে পারেন না।

৩৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

হাসান রাজু বলেছেন: ২০০৪ সালের ৫ জুন রাজধানীতে শেরাটন হোটেলের সামনে বিআরটিসির দোতলা বাসে বিস্ফোরক দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তাতে নারী-শিশুসহ ১১ জন পুড়ে মারা গিয়েছিল।
বিচার চাইবেন না? খুনিদের পদলেহন ছেড়ে দিতে পারবেন কখনো?

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


সেটার বিছার বিএনপি'র করার ছিলো; বিএনপি কোনদিন, কোন কিছুর বিচার করেনি; বেগম জিয়া নিজের স্বামী হত্যার বিচার চাননি।

৩৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

নীলপরি বলেছেন: রাজনীতির নীতিটাই বোঝা দায় ।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:



বিএনপি কোনদিন রাজনীতি করেনি, আমাদের মিলিটারীরা ডাকাতী করে, দেশের ক্ষমতা দখল করে রেখেছিলো; শেখ হাসিনা তাদেরকে কৌশলে পরাজিত করেছে।

৩৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

হাসান রাজু বলেছেন: বিএনপি'র নেতৃবৃন্দ স্বেচ্ছায় জেল বরণের ঘোষণা দিয়ে হাপিশ হয়ে গেছেন। কথার কোন ঠিক নাই। মীরজাফর, রাজাকার।
কোন এক ডোডো ব্লগার একদিন লিখেন " ডঃ কামাল রাজনৈতিক ভাবে ইডিয়ট" দুদিন পরে আবার লিখেন " রাজনৈতিক ভাবে ডঃ কামাল একজন সৎ ব্যাক্তি"
সততা শুধু রাজনীতিবিদের থাকতে হবে পদলেহনকারীর না হলেও চলবে । কি বলেন?

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:


একজন সৎ ব্যক্তি রাজনৈতিকভাবে ইডিয়ট হতে পারে; বুদ্ধিমান লোকদের কাছে জানতে চাইলে তারা হয়তো আপনাকে বুঝিয়ে দিতে পারবে।

বিএনপি নেতাদের ঘোষণার সাথে এদের চরিত্রের মিল আছে, ওরা সবাই বিশ্বাসঘাতক

৪০| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১০

অনল চৌধুরী বলেছেন: কিসের কারাবরণ!!!
অাজকে মরলে কালকে দুইদিন!!
তাই খাও-দাও ফূর্তি করো অার নির্বাচনে অংশ নিয়ে এমপি হয়ে চুরি করো-এই হলো ফখরুইল্যার নেতৃত্বাধীন বিএনপি’র নীতি।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


ভোটের পর বুঝা যাবে, বিএনপি কি দলে পরিণত হবে, নাকি ক্রমে ছোট হয়ে আসবে।

৪১| ১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫২

জাতির বোঝা বলেছেন: উনারা বেগম জিয়াকে সামনে নিয়ে ব্যবসা করে। টাকা কামায়। উনারা চালাক প্রাণী।

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


বিএনপি সাপোর্টারদের মগজ খাটানোর সময় হয়েছে

৪২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

হাসান রাজু বলেছেন: আপনার মত লোকেরা জাতির জন্য বোঝা, সাধারণ ঘটনা লজিক্যালী বুঝতে পারেন না।

হা হা হা ....... লোজিকের কথা কইয়েন না । লোজিকের কথা কইয়েন না । ইহা আপনার পোস্টে চির বিলুপ্ত একটা কনটেন্ট ।

একজন সৎ ব্যক্তি রাজনৈতিকভাবে ইডিয়ট হতে পারে। না বুঝতে পারছি। আপনার পোস্ট পড়ে ও আমার কাছে লেগেছে সদ্য ভূমিষ্ঠ প্রবীণ ব্লগারের একটা পোস্ট পড়লাম। বয়সের হিসেবে প্রবীণ কিন্তু চিন্তা শক্তিতে একেবারে কচি খোকা । যিনি হতবাক হয়ে যান যখন দেখেন, বিএনপি'র নেতৃবৃন্দ স্বেচ্ছায় জেল বরণের ঘোষণা দিয়ে তা কার্যকর করছে না। "খাবইলা তো মাখা লি কা" য় বিশ্বাসী !!! প্রবীণ যদি সদ্য ভূমিষ্ঠ হতে পারে, ইডিয়ট ও সৎ হতেই পারে। হা হা হা .....

১১ টা মানুষ পুড়ে মারা গেল। খালেদা বিচার করে নাই বলে আপনার বিবেক নড়বে না !!! সারাদিন বিবেকের কথা বলেন, পেট্রোল বোমা ভয়াবহতা বর্ণনা করেন, লাখ লাখ নারী শ্রমিকের ভাগ্য নিয়ে লিখেন। এর সবই মেকি??? যতক্ষণ সেটা খালেদার বিপরীতে যায় ততক্ষণ আপনি বিবেকবান। যখন তা হাসিনার বিপক্ষে যাবে তখন নিজেকে অন্ধ, বধির, লুলা, আক্কেল জ্ঞানহীন অপদার্থ হিসেবে উপস্থাপন করতেও পিছপা হন না? একে নিশ্চয়ই ইডিয়ট বলে। আপনার লেখা পড়লে বুঝা যায় ইডিয়ট কখনো সৎ হতে পারে না। আপনার লেখায় সততা কোন দিনই ছিল না। প্রত্যেকটি পোস্টে আপনার অসততা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। বয়স হয়েছে ,পদলেহন ছাড়েন। কি পাবেন এই ঘৃণ্য কাজ করে ঐ মুলুকে বসে বসে? নাকি মজ্জায় ঢুকে গেছে, এটা আর যাচ্ছেই না?

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


পড়ালেখা আপনাকে সাহায্য করেনি; আপনি কোন একটা বিষয়কে সঠিকভাবে বুঝতে পারেন না।

৪৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

রানার ব্লগ বলেছেন: আশা করি বেগম জিয়ার আক্কেল হবে। প্রথমত উনি ওনার সুপুত্র কে যুগ্ন মহাসচিব বানিয়ে দলের শ্রেষ্ঠ কাণ্ডারি কে হারিয়েছেন এর পর তিনি জেলে গিয়ে আল্লা আল্লা করছেন। উল্যেক্ষিত নেতারা যে সকলই আখের গুছানর মতো লোক ইহা আশা করি তিনি বুঝবেন। বেগম জিয়ার আসলে ড্রয়িং রুমে বসে হিন্দি সিরিয়াল দেখে সময় পার করা উচিত ছিল। রাজনিতি কখনই তার জন্য ছিল না। তিনি তার জীবনের বড় সময় কাটিয়েছেন ক্যান্টনমেন্টে , লেফট রাইট দেখে তিনি অভ্যস্ত আর সপ্তাহে দুটি পার্টি এটেন্ড করে তিনি দিনপাত করছিলেন। ওটাই ভাল ছিল সাবেক প্রসিডেন্ট ও সাবেক আর্মি জেনারেলের স্রী হিসেবে থাকতেন তাকে জেলে যেতে হতো না। বেচারি। ওনার জন্য একটা লাইন প্রযোজ্য "কারো পৌষ মাস কারো সর্বনাশ"

ওনার নামে যে গর্ধভ নমিনেশন পেপার কিনেছে সে যে ওনাকে রাস্ট্রের সামনে হাস্যকর বানাতে চেস্টা করছেন না তা কে জানে?

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



বিএনপি চালাতো মিলিটারি অফিসারেরা, বেগম জিয়া অভিনয় করতেন; সেই পথ বন্ধ হয়েছে

৪৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

রানার ব্লগ বলেছেন: হাসান রাজু @ একজন সৎ মানুষ যে ভাল রাজনীতিবিদ হবেন তার কি কোন গ্যরান্টি আছে? ডঃ কামাল হোসেন সৎ কিন্তু তিনি ভাল বা বুদ্ধিমান বা যোগ্য রাজনীতিবিদ নন। ৭১ এ ও তিনি নির্বাচিত হতে পারেন নাই। ঘোর আওমিলিগ এর সময় ও পারেন নাই কারন তিনি সৎ কিন্তু রাজনীতিবিদ নন। তিনি প্রতিবারেই রাজনীতির কাছে হেরে গেছেন। ইডিয়েট সৎ লোকদেরই বলে জানেন তো। পৃথীবির ৯০ ভাগ সৎ লোকদের মানুষ ইডিয়েট হিসেবে জানে।

৪৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

Sujon Mahmud বলেছেন: ১৮ বছর হলে কি এমপিতে দাড়ানো যায়।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয় না।

৪৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

হাসান রাজু বলেছেন: @রানার ব্লগ, কেউ যদি পুরো পোস্টে একজনকে অসৎ হিসেবে বর্ণনা করে এবং শেষ পর্যন্ত তাকে শুধুমাত্র একজন বোকা লোক বা ইডিয়ট বলে ঘোষণা দেয় তবে সে হয়ত ইডিয়ট আর অসততার পার্থক্য জানেনা নয়ত চরম ডিপলোমেটিক । এই পোস্ট টি পড়ুন শেখ সাহেব ড: কামাল হোসেনের মতো মানুষকেও সুযোগ দিয়েছিলেন
পোস্টের বক্তব্য কি বলে ? ড: কামাল হোসেন বোকা লোক নাকি অসৎ ? উনি লিখেন ড: কামাল হোসেন ইডিয়ট (সংজ্ঞায়িত বরং গালি হিসেবে ব্যাবহার করেন।আমার মনে হয়।) কিন্তু লিখনিতে বুঝিয়ে দিয়েছিলেন ড: কামাল হোসেন একজন অসৎ ব্যাক্তি।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন পোষ্ট থেকে ১০/১২ লাইন পড়ে, নিজকে প্রশ্ন করে দেখেন, আপনি উহাবুঝেন কিনা! আপনার বুঝার ক্ষমতা বাড়াতে হবে।

৪৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: রাজনীতি মানেই তো স্বার্থের খেলা। কে কত ভালো করে নিজ স্বার্থের দিকে তাকিয়ে অন্যকে বাঁশ দিতে পারবে।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



রাজনীতি মানেই তো স্বার্থের খেলা, এটা বাংগালীদের বেলায়; এখানে সুশিক্ষিত বাংগালী দরকার

৪৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কোনো দলের নেতা কর্মীরাই নিজের স্বার্থ বা লাভ না থাকলে কারো জন্যই কারাবরণের মতো আত্মত্যাগ করবে না | বঙ্গবন্ধু ও চার নেতার মৃত্যুর পর কাদের সিদ্দিকী ছাড়া কোন কোন নেতা নির্ভীকভাবে প্রতিবাদ করেছিল বলতে পারেন ? সব বসন্তের কোকিলগুলো ইঁদুরের গর্তে লুকিয়ে ছিল তখন |

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের শক্তি ছিলো মুক্তিযোদ্ধারা; উনারা এদের খালি হাতে বাড়ী পাঠায়ে দিয়ে, নিজেরা দেশ চালাচ্ছিলেন; আমি এই ধরণের বেকুবী আর দেখিনি জীবনে।

৪৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪১

জাতির বোঝা বলেছেন: আপনি কেমন আছেন, মহাশয়? আপনার গেজেট পাঠ করিয়া আমি খুবই আমোদিত হই। আপনি একজন উত্তম লেখক।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনি বোঝা টেনে হয়রাণ?

৫০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

জাতির বোঝা বলেছেন: পুরো জাতিই এক কঠিন বোঝা টানিতেছে। আপনি বোঝার ভয়ে নিজের স্বাধীন করা দেশ হইতে পলায়ন করিয়াছেন।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি পালাইনি, আসায় যাওয়ায় আছি

৫১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

নিউজপ্রিন্ট বলেছেন: @কাজী আবু ইউসুফ (রিফাত) - আপনার মানষিক সমস্যা তা ব্লগে প্রমান দিচ্ছেন কেনো ?

@হাসান রাজু - ব্যাবহার বংশের পরিচয়, ব্লগে আপনার ব্যাবহার সবাই দেখছে, চাঁদগাজী সাহেব রাজনৈতিক প্রবন্ধ ও ব্লগ লেখেন, আপনার দ্বিমত থাকতে পারে, সেই অধিকার সবার আছে , কিন্তু ব্লগে আপনার নোংরা অশালীণ ব্যাবহার আমাদের সবাইকে হতাশ করছে - জানতে চাচ্ছি “হাসান রাজু আপনি কে ? কি আপনার পরিচয় ? নাকি আপনার ব্যাবহার আপনার ও আপনার বংশের পরিচয়ের বাহক হিসেবে ধরে নিবো ।

*** সামহোয়ারইরব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ব্লগার চাঁদগাজী সাহেবের গত পাঁচ থেকে দশটি পোষ্ট লক্ষ্য করার জন্য যেখানে “হাসান রাজু” নেহায়েত অশালীন ব্যাবহার করে আসছে - হাসান রাজু’র সমস্যা সমাধান করুন। এটি জরুরী*** ।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ আপনাকে; যাক, মনে খারাপ করবেন না, সব ব্লগারই একদিন ব্লগারে পরিণত হবেন, আশাকরি

৫২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

হাসান রাজু বলেছেন: @নিউজপ্রিন্ট, অবশ্যই আপনি আমার ব্যাবহারকে আমার ও আমার বংশের পরিচয়ের বাহক হিসেবে ধরে নিবেন ।
কিন্তু আপনি আমার যে নোংরা অশালীণ ব্যাবহারে কষ্ট পেয়েছেন সেটা যদি একবার দেখিয়ে দিতেন।

জানতে চাচ্ছি “হাসান রাজু আপনি কে ? কি আপনার পরিচয় ? - মনে হচ্ছে শাসাচ্ছেন আমাকে । এমনটা হলে, এটা কিন্তু ভাল বংশের পরিচয় না। অন্তত আমার নোংরা অশালীণ ব্যাবহার সম্পর্কে একবার দৃষ্টি আকর্ষণ করে পরের বার এমন হুমকি দিতেন। ভাল বংশের মানুষরা এমনই করে থাকে।

সামহোয়ারইরব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ প্লিজ কতৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিবেন। ব্লগার নিউজপ্রিন্টের বক্তব্য সঠিক হলে আমাকে ব্লগ থেকেই বের করে দিন। ব্লগার নিউজপ্রিন্ট, ভালো থাকবেন। সুস্থতা কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.