![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গণফোরামের নেতৃত্বে বিএনপি'র ভোটে যাওয়া স্বাভাবিক মনে হচ্ছে না, সমস্যা আছে কোথায়ও?
গণফোরামের তুলানয় বিএনপি হচ্ছে হাতী; ড: কামাল সাহেব গণফোরাম থেকে ভোট করে জামানত হারায়েছেন, বিএনপি থেকে বেগম জিয়া ৫/৩ সীটে জিতেছেন বারবার; বেগম জিয়া এবারো ৩ সীটে দলীয় মনোয়ন পাবেন। বেগম জিয়ার বিএনপি কেন গণফোরামের নেতৃত্বে ভোটে যাচ্ছে? ব্লগে প্রায়ই পোষ্ট দেখি, যেখানে লেখা থাকে যে, বিএনপি ভোটের বাক্স বসালেই, মানুষের ভোট পুটি মাছে মত সুরসুর করে বিএনপি'র বাক্সে গিয়ে জমা হবে; তা'হলে, গণ ফোরামের নেতৃত্বে কেন ভোটে?
আমাদের বর্তমান সরকার বাংলাদেশের মতো দেশে, বছরে শতকরা ১৭.৪ ভাগ হারে ধনী প্রসব করেছে; ধন না থাকলে কেহ ধনী হয় না; তা'হলে, বাংলাদেশে ধন আছে; গত বছরের তুলনায় ২০১৮ সালে, প্রতি পুরানো ১০০ জন ধনীর সাথে ১১৭ জন নতুন ধনী যোগ হয়েছে ১ বছরে। আওয়ামী লীগ যে, উন্নয়ন উন্নয়ন বলে চীৎকার করছে, ইহার সত্যতা আছে, এই ধনী প্রসবের হার হচ্ছে প্রমাণ; ফলে, বিএনপি'র বাক্সে ভোট পুটি মাছে মত জমা হবে, এটা বেকুবী ধরণা।
শেখ হাসিনা বাংলাদেশের মত দেশে যদি বছরে শতকরা ১৭.৪ ভাগ হারে ধনী প্রসব করতে পারেন, উনাকে আমেরিকা চালাতে দিলে কি অবস্হা হবে? কমপক্ষে, শ'তে ৩৪.৮ হারে ধনী প্রসব করবেন; ট্রাম্পর ৯ বিলিয়ন ডলার, হাসিনার যুগে ১৮ বিলিয়ন ডলারে পরিণত হবে! তা'হলে, হাসিনার গুণ আছে বুঝা যাচ্ছে!
শেখ হাসিনার সময়, ফাতেমা ঠিক আগের ফাতেমার মত আছেন: ঘর নেই, স্বামী নেই, সংসার নেই, বাচ্চা নেই, বেগম জিয়ার সাথে 'জেল বরণ করেছেন'; কিন্তু শেখ হাসিনার সময়ে, ফালু ও বেগম জিয়ার টাকা ঠিকই বেড়েছে; বেগম জিয়ার ডলার সৌদীতেও বেড়েছে! ফলে, শেখ হাসিনার সময়ে বেগম জিয়ার লোকজনও ধনী হচ্ছেন: চিটাগং'এর নোমান ব্যবসা ঠিকই বড় করেছেন, চিটাগং'এ কি একটা আমীর খসরু, না জামীর একজন আছেন, উনার টাকাও বেড়েছে!
বাংগালীরা হাঁড়ে হাঁড়ে গলাকাটা ক্যাপিটেলিষ্ট; বাংলাদেশ ৩ কোটী ফাতেমার জন্য কোন ব্লগারও মাথা ঘামান না, ১১ লাখ চাকরাণী ও ঝি' নিয়ে কারো মাথা নেই; এই দেশের মানুষ জেলে থাকা বেগম জিয়াকে ভোট দিতে কাঁদে, কিন্তু 'স্বেচ্চায় জেল বরণকারী ফাতেমা'কে" ভিক্ষাও দিবে না; এগুলো স্বাভাবিক নয়।
শেখ হাসিনা এই দেশের ধনীদের জন্য প্রশাসন চালিয়েছেন, উন্নয়ন করেছেন ধনীদের জন্য, ধনীরা উনার সাথে আছেন; মনে হয় না ওরা বিএনপি'র সাথে আছে। ধনীরা ভোটে দাঁড়াবে; ধনীরা যেইদিকে যাবে, ভোটারেরাও সেইদিকে যাবে; ম্যাঁওপ্যাঁও মাশরাফিও কয়েক কোটী টাকার মালিক।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
'শেখ হাসিনা ধনী তৈরির মেশিন', আপনিও ধনী হয়ে যেতে পারেন; কুল হবে না ফাতেমাদের, কয়েদী না হয়েও জেলে খানায় জীবন যাবে!
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার ধারণা ঠিক। দেশের চাকরীজীবি, ধনীরা শেখ হাসিনাকেই ভোট দেবে৷
ফাতেমা, রহিমাদের ভোটেও তাদের ইচ্ছা অনিচ্ছার প্রভাব পড়বে।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
সাধরণ মানুষ আওয়ামী লীগের বাজারে পরিণত হয়েছে; তবে মানুষ বিএনপি জামাত'কে সমাধান হিসেবে ভাবছেন না, মনে হয়।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কথায় আমিও একমত।।। আসলেই অসহায় মানুষ ই মরে।।। তবে এই নির্বাচন ও সেই আমলারাই করবে। কে জানে।।
তারা তো খুব খুশি।। তাদের ই এখন দিন। তারা দেশের মালিক। আমলা।।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন:
আলমারা তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেবকেও পরাজিত করেছিলো।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
ঢাবিয়ান বলেছেন: তাইলে আর সুষ্ঠু নির্বাচন দিতে এত অনিহা কেন ?
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
বিএনপি-জামাত ভোটে গেলে, নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম: ১৯৭৫ সালে, জেনারেল জিয়া সুষ্টু নির্বাচন করে শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করেনি; ১৯৭১ সালে জামাত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে; আপনার মনে এসব নেই, শেখ হাসিনার মনে এসব কাজ করছে।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫
নূর আলম হিরণ বলেছেন: আমি তো জানতাম ১৭% হারে সুপার ধনী বাড়ছে। ১০০ জনের সাথে ১৭ জন ধনী যোগ হচ্ছে না, ১০০ জনের মাঝ থেকে ১৭ জন সুপার ধনী হচ্ছে। কোনটা সঠিক!!
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
গত বছর দেশে ১০০ জন সুপর ধনী থাকলে, এই বছর ১১৭ জন নতুন সুপার ধনী যোগ হয়েছে
৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
নজসু বলেছেন:
ফাতেমা একজন গৃহকর্মী।
দেশের বাকি সব গৃহকর্মীর টাকা পয়সা ধন সম্পদ একত্র করলে
ফাতেমার সম্পদের সমকক্ষ করা সম্ভব নয়।
কবে না জানি শুনতে পাই ইনিও নমিনেশন চেয়ে বসেছেন।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
দেশের সরকারগুলো ফাতেমাও প্রসব করে চলেছে, হারটা বেশ বড়
৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিএনপি জামায়তকে সমাধান ভাবছে না ঠিক, তবুও চাচ্ছে পরিবর্তন আসুক।
আমি আমার কথা যদি বলি, এলাকায় (মৌলভীবাজার১ আসনের বড়লেখা উপজেলায়) বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন ৫ বছরে ৪ টা কলেজ হয়েছে, বেশ কয়েকটা মাধ্যমিক স্কুল হয়েছে৷
কিন্তু আওয়ামীলীগের এই ১০ বছরে বিদ্যুৎ ছাড়া অন্যকোন খাতে কোনো উন্নয়ন নেই। অথচ, আমাদের এমপি শাহাব উদ্দিন বর্তমান সরকারের হুইপ। রাস্তাঘাটের বেহাল দশা, ৬-৭ বছর ধরে ব্রিজের কাজ ঝুলে আছে। এই প্রার্থীর অপজিটে যে দাঁড়াবে আমার সমর্থন তার পক্ষেই থাকবে।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
শেক হাসিনা আপনার জন্য কলেজ করতে আসেনি; উনি এসেছেন জানতে, আপনি জেনারেল জিয়াকে সাপোর্ট করেছিলেন কিনা? জেনারেল জিয়া উনার পরিবার ও তাজউদ্দিন সাহেবকে হত্যা করেছিলো, কিংবা সেসব হতয়ার বিচার করতে দেননি।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কামাল হোসেনকে দিয়ে শেখ হাসিনাকে ভোলানোর চেষ্টা করছে বিএনপি। তারেক-খালেদা না থাকলে শেখ হাসিনা খুশী হয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে পারে! যদিও আওয়ামী লীগও বলে দিয়েছে, কামাল নিয়ন্ত্রিত হচ্ছে লন্ডন থেকে।
আর ভোট যদি পুঁটি মাছের মত বিএনপি'র বাক্সে না পড়ে তাহলে এত টেনশানের তো কিছু নাই! আর্মি নামতে দিক। নিজে প্রধানমন্ত্রী হয়ে বিটিভিকে নিজের দলের নির্বাচনী প্রচার বন্ধ করা হোক। ইসি'র উপর খবরদারি বন্ধ করা হোক। উনাদের আচরণেই তো মনে হয় উনারা টেনশানে আছে। ...মন পুলিশ পুলিশ...
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা সারাক্ষণ টেনসনে থাকেন; জেনারেল জিয়ার প্রভাব এখনো কমেনি, ডা: বদরুদ্দোজারা ও গোলাম আজমের ছেলেরা এখনো কাজ করে যাচ্ছে।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বিচার মানি তাল গাছ আমার ভাইকে বলবো ভাই মনে মনে পুলিশ থাকবে কেন? পুলিশ ও খুব খুশিতে আছে জানেন না? তাদের ও বেতন বৃৃদ্ধি পেয়েছে। তারা সরকারের কাছে কৃতজ্ঞ। তারা এখন ৫% সুদে হাউজ লোন পাবে। বাড়ি বানাবে। গাড়ি কিনবে। আর কি লাগে।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র আমলে শুধু মিলিটারী ধনী ছিলো; এখন পুলিশ, আমলা ও বয়বসায়ীরাও ধনী।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: সুবল যারে বৃন্দাবন
দেখে আয়গে রাধারানী আছেরে কেমন ।
মথুরাতে আছি আমি পাগল আমার মন
রাধার জন্য সদা আমার প্রাণ উচাটন ।
জনতার জন্যে রাজনীতি করতে চাওয়া মাহী বি চৌধুরী এবার ১৪ দল পরিচালিত মহাজোটে যোগ দিতে চান। তবে কি আসনের লোভে নিজের বহুল আলোচিত "প্ল্যান বি" এবার বুড়িগঙ্গায় ভাসিয়ে দিলেন?
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
তারেকর গুরু নতুন শিষ্য ধরার তালে আছে।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭
প্রশ্নবোধক (?) বলেছেন: এবার হাসিনা ক্ষমতায় বহাল থাকলে দেশ চলবে সৌদি কায়দায়। সুযোগ সুবিধা পাবেন কিছু বেশি কিন্তু কথা বলতে পারবেন না।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮
চাঁদগাজী বলেছেন:
সৌদী হলো রাজতন্ত্র; পুরাতন আওয়ামী-মনারা উনার সরকারের পতন ঘটাবে সামনের দিনগুলোতে, বিএনপি-জামাত সমস্যা না থাকলে, উনি এতদিন থাকার কথা নয়
১২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
হাবিব বলেছেন: যারা আছে তারাই আবার আসবে....। বুঝা শেষ
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
ভোটের মুল উদ্দেশ্য হলো বিএনপি-জামাতকে ক্ষমতায় আসতে না দেয়া; এবং সেটাই সঠিক, ওরা কেহ কেহ বাংলাদেশ চাহেনী, কেহ কেহ জাতির বিপক্ষে যুদ্ধ করেছে
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি+জামাত, জাপা, ফ্রীডম পার্টি সবগুলোরই মন-মানষে একনায়কতন্ত্র ও হিটলারি স্বৈরতন্ত্রের অনুসারী।
এদের অভিধানে গণতন্ত্র, স্বাধীন মিডিয়া বা ফেয়ার ইলেকশান বলে কোন শব্দ ছিল না, এখনো নেই।
সব রাজনৈতিক দল তৈরি হয় মুল থেকে, কিন্তু এদের জন্ম হয়েছে আগা থেকে।
হত্যা ষড়যন্ত্র ও সেনা ছাউনির অন্ধকারে তৈরি হয়েছে দল। ক্ষমতায় আসাও পেছনের দরজা দিয়ে।
গত ১০ বছর পেছনের দরজা দিয়ে আসার যত পদ্ধতি আছে সবই করেছে
যেন তেন ভাবে আর একবার আসতে পারলে কামাল ফামাল সব উড়ে যাবে .. নিশ্চিতভাবেই দেশটিকে স্থায়ী নরক বানিয়ে ফেলবে।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৬
চাঁদগাজী বলেছেন:
বিএনপি কোনদিন ক্ষমতায় এসে গেলে, ড: কামালরাও বাঁচতে পারবে না; জামাত স্যুপ বানাবে।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৩
রাফা বলেছেন: মাশরাফিরাই প্রকৃত মানুষ।একটু ভেবে দেখুন।কোন ব্যবসায়ি শ্রেষ্ঠ কড়দাতা হয় নাই ,হয়েছে মাশরাফি,তামিম ও সাকিবরাই।কাজেই ওরাই দেশের প্রথম শ্রেনির নাগরিক।আর যত বড় ব্যবসায়ি তত বড় চোর বেশিরভাগ ।
কাজেই ওদেরকে ম্যাও প্যাও বলে অপমান না করাই ভালো,আমার বিবেচনায়।
ধন্যবাদ,চাঁদগাজী।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
কর সবাই দিচ্ছে না, কর দিচ্ছে মাশরাফি, করের টাকা হজম করছে ড: মহিউদ্দিন আলমগীর ও ফালুরা; মাশরাফি আসুক, কথা বললে বুঝা যাবে কেন এলেন!
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
নাহিদ০৯ বলেছেন: ধনীদের সব অর্থ কে দিয়েছে?
ফেসবুক ইউটিউব কে দিয়েছে?
১০ কোটি মোবাইল কে দিয়েছে?
*** আমাদের দেশ কি গল্পের দেশ হয়ে গেলো? কোন কাজ না করেই সবাই সরকারের পরিশ্রমে ধনী হয়ে যাচ্ছে। আমরা মোবাইল পেয়ে যাচ্ছি?
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
অর্থনীতি বুঝার চেষ্টা করেন, আপনি ব্লগিং করছেন; আপনার বয়সী ফাতেমা, কয়েদী না হয়েও বেগম জিয়ার সাথে কেন জেলে আছেন!
১৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
ব্লগার_প্রান্ত বলেছেন: গনফোরামের আড়ালে ভোট, নয়তো পুলিশ পেদিয়ে ছাল তুলে নেবে
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেবকে হত্যা করে বিএনপি দল করা হয়েছে; পুলিশে তাদের পিটালেই সঠিক
১৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
সাদা মনের মানুষ বলেছেন: নির্বাচনটা নিয়ে টেনশনে আছি, আমাদের ব্যবসা বানিজ্যে স্থবিরতা বিরাজ করছে।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ ও বিএনপি 'বিনা পুঁজিতে ব্যবসা করে'; সেজন্য ওদের নির্বাচনের সময় ছোট ব্যবসায়ীদের জন্য ভয় আছে।
১৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
পদাতিক চৌধুরি বলেছেন: রাজনীতিতে কখনো শত্রু মিত্র হয়না । ক্যাপিটালিস্ট দের কাছে তেমনি কোন দল আপন পর নয়। তবে আপনার । নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসুক ধনিকশ্রেণী তাদের মতো করে রুলিং পার্টিকে ব্যবহার করে।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ এখন ব্যবসায়ীদের কর্পোরেশন, বাংগালীরা বাজার, এবারের ভোট হলো, লাইসেন্স রিন্যুয়েল।
১৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
শাহারিয়ার ইমন বলেছেন: ফাতেমার কথা নিয়ে লেখায় অসংখ্য ধন্যবাদ । খুব মানবিক একটা বিষয় ।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
এই দেশে, ১ জন বেগম জিয়া, ১ জন শেখ হাসিনা, ১ জন রওশন এরশাদ আছেন, এবং ৩ কোটী ফাতেমা আছেন!
২০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭
তারেক_মাহমুদ বলেছেন: রাজনীতির হিসাব নিকাশ খুবই কঠিন, বিম্পি নেতৃত্ব ঘোচাতেই কামালের সাথে জোট বেঁধেছে সময়মত কামালকে কিক মারতে দ্বিধা করবে না ।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল সাহেব ভুলে গেছেন যে, এই দলের লোকগুলো বিশ্বাস করে আসছে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করা উচিত কাজ ছিলো।
২১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন:
সৌদী হলো রাজতন্ত্র; পুরাতন আওয়ামী-মনারা উনার সরকারের পতন ঘটাবে সামনের দিনগুলোতে, বিএনপি-জামাত সমস্যা না থাকলে, উনি এতদিন থাকার কথা নয়
ব্যাখ্যা করেন তো?
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
চাঁদগাজী বলেছেন:
বিএনপি-জামাত টিকে থাকার ফলে, তৃণমুলের আওয়ামীরা শেখ হাসিনাকে চাপ দেয় না, ভোট দেয়; বিএনি-জামাত না থাকলে, উনাকে জবাব দিতে বাধ্য করা হতো; এখন উনাকে চাপ দিলে, বিএনপি জামাত ক্ষমতায় চলে যেতে পারে।
২২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
ডঃ এম এ আলী বলেছেন: যতার্থ বলেছেন । লেখাটির টাইটেল ভাল হয়েছে ।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
টাইাটেলের সাথে বক্তব্যের মিল কম; তবে, জাতি বুঝতে পারছে যে, জেনারেল জিয়া ভুল মানুষদের নিয়ে দল করেছিলেন।
২৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুক্তিযোদ্ধাদের ভাতা বেড়েছে
চলে আসুন, দিন চলে যাবে
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
ভাতার জন্য ফরম টরম পুরণ করিনি; চোখের সমস্যার জন্য গত ৯ মাস দেশে যেতে পারিনি; কখন চোখ ভালো হবে, জানি না
২৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২
নিউজপ্রিন্ট বলেছেন: মাশরাফির সামান্য সম্পত্তির বিবরণ:
উত্তরা মডেল টাউন ১২ নম্বর সেক্টরে ৫ কাঠা প্লট বর্তমান বাজার মুল্য ২৫-৩৫ কোটি টাকা
বসুন্ধরা আবাসিক এলাকা ডি ব্লকে ৫ কাঠা প্লট বর্তমান বাজার মুল্য ১৫-২০ কোটি টাকা
বসুন্ধরা আবাসিক এলাকা এপার্টমেন্ট ৩,৫০০ স্কয়ার ফিট বর্তমান বাজার মুল্য ২,৫ কোটি টাকা
নট এ জোক
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
ঢাকা শহরে সে একাই যদি এতগুলো প্লট দখল করে রাখে, ৩ কোটী "ফাতেমা" তো অবশ্যই বস্তিতে থাকবে!
২৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশের মানুষের কাছে খালেদা জিয়া ত্রাণকর্তা, জগত জননী, দেশনেত্রী, আপোশহীন নেত্রী, সর্বময় বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগনের মহান প্রভু । - সমস্যা হচ্ছে “মহান প্রভু জেলে আছেন” আর দেশের জনগণ কিবোর্ড টিপে যাচ্ছেন ! বেগম খালেদা জিয়া’র মুক্তির জন্য দেশের ১৭ কোটি জনতা “লিভ টু আপিল/ জামিন চেয়ে” কোনো দলিল দস্তাবেজ মহামান্য আদালতে পেশ করেন নি/করছেন না । ১৭ কেটি জনতা নাম, টিপ সই সহ এনআইডি দিয়ে তাদের আরজি পেশ করুক কোর্টে - দেশের জনগণ তো বেকুব না !!! তাহলে এই কাজটি কেনো করছেন না, দেশের ১৭ কোটি জনতা বেগম জিয়াকে প্রভু জ্ঞান করেন - তাহলে কাজে কর্মে তো তা প্রমাণ হতে হবে, নাকি ?
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
চাঁদগাজী বলেছেন:
যারা স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন ১৯৭১ সালে, সেটার জন্য সংগ্রাম করেছেন, তাঁরা বেগম জিয়ার যাবজ্জীবন চাওয়ার কথা; আমি উনার যাবজ্জীবন চাই; কিন্তু বয়স্ক বাংগালী হিসেবে, উনাকে যেন নিজের বাসায় থাকতে দেয়া হয়।
২৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
খাঁজা বাবা বলেছেন: হাসিনাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেন
তাতে হয়ত আপনার একাউন্ট ও কিছুটা স্বাস্থ্যবান হবে।
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা হয়তো 'ফাতেমা'দের জন্য কিছু করেনি, সৌদী পাঠায়ে দিয়েছে; কিন্তু বেগম জিয়াদের জন্য অনেক করেছেন; যখন আপনার মত ব্লগারেরা কিছু পাননি, বেগম জিয়ার ধন-সম্পদ বেড়েছে।
২৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
হাসান রাজু বলেছেন: আপনার তো পোয়াবারো । ট্রাম্পের দেশে থেকে ধনী হচ্ছেন। হাসিনার পদলেহন করে সুপার ধনী হচ্ছেন। আপনাকে পায় কে?
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১
চাঁদগাজী বলেছেন:
ব্লগের ইঁদুর হয়ে আর কতদিন থাকবেন, ব্লগার হোন, নিজের মগজকে খাটান।
২৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
হাসান রাজু বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুক্তিযোদ্ধাদের ভাতা বেড়েছে
চলে আসুন, দিন চলে যাবে
ওইসব ভাতা টাতা চাঁদগাজী সাহেবরা চান না। চাঁদগাজী সাহেবরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, নিজেদের কিছু এজেন্ডাও ছিল। এজেন্ডা বাস্তবায়ন হয়নি তাই গোস্বা করে পরদেশী। মাঝে মাঝে সেই গোস্বা শেখ সাহেব ও তার পরিবারের উপর ঝাড়েন। জিয়া নিশ্চয়ই বিশাল টকানো টকিয়েছেন । মাঝে মাঝে ভাবেন স্বাধীনতার সুবিধাভুগিরা এই সরকারের আমলে ভালই হালুয়া রুটি গিলছেন তাই শেষ চেষ্টা করে যাচ্ছেন। হাসিনার যদি কৃপা হয়।
মুক্তিযোদ্ধা ভাতা তারাই পায় যারা পাকিস্থান এর বদলে বাংলাদেশ চেয়েছিল কিন্তু যেভাবে চেয়েছিল সেভাবে না পেলেও দুঃখ নাই, কারন জাতীয়তা হিসেবে বাংলাদেশি লিখতে পেরেই খুশি। আর যারা স্বাধীন বাংলাদেশে অনেক বেশি কিছু চেয়েছিল ব্যাক্তিগত ভাবে তারা ঐ ভাতা টাকে ভিক্ষা জ্ঞান করে।
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযু্দ্ধ করেছেন শুধু দরিদ্র পরিবারের লোকজন; লাভবান হয়েছ সেসব পরিবার, যাদের কেহ যুদ্ধে যায়নি।
২৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
খাঁজা বাবা বলেছেন: বেগম জীয়া আমার কোন ক্ষতি করেন নি
কিন্তু শেখ হাসিনার অযোগ্য অর্থমন্ত্রীর কল্যানে আমার ও আমার মত অনেকের পকেট খসেছে।
প্রধানমন্ত্রী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ হওয়ায় এবং অযোগ্যদের নিয়োগ দেয়ায় এর দায় এড়াতে পারেন না।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
মুহিত বাংলাদেশের মানুষের যেই পরিমাণ ক্ষতি করেছে, সেটা ৫০ বছরেও পুরণ হবে না; শেখ হাসিনা ১টা গাধাকে অর্থমন্ত্রী বানালে দেশের এ্ত ক্ষতি হতো না।
৩০| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
নিউজপ্রিন্ট বলেছেন: @হাসান রাজু প্রবাসী দেখলে খুব হিংসে হয়, তারপর যদি সে হয় জার্মান, কানাডা, আমেরিকা বাসী তাই আপনি আপনার অন্তরজ্বালা শাপের বিষের মতো ব্লগে ঢেলে দিচ্ছেন !!! হাসান রাজু আপনি ভুলেও ঢাকা এয়ারপোর্টে যাবেন না, পশ্চিমা দেশ থেকে দেশে আসা প্রবাসীদের দেকে আপনি কামড়ে ধরতে পারেন !!!
***হাসান রাজুর ২৭ নম্বর কমেন্ট ও ২৮ নম্বর কমেন্ট সামহোয়ারইনব্লগ কতৃপক্ষকে পড়ার জন্য অনুরোধ করছি ।
+++++
চাঁদগাজী ভাই, আসল কথা হচ্ছে “বলেদা জিয়া” একজন নিকৃষ্ট মানুষ এবং সে দল তৈরি করেছে নিকৃষ্ট লোকজন নিয়ে যাদের মধ্যে নুন্যতম সাধারণ জ্ঞান নেই, যাদের মধ্যে আছে হিংসা আর নোংরা মন মানষিকতা !!! আপনি আমেরিকা থাকেন না সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের গভর্ণর তা নিয়ে খোঁচা মারা তো কোনো সুস্থ লোকের কাজ না, - এরা ব্লগিং কবে শিখবে তা দুরে থাকুক, এরা মানুষ হবে কবে ।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
১ কোটী ১০ লাখ বাংগালীকে বিদেশ যেতে হয়েছে, তারপরও দেশের শিক্ষিত ছেলেরা বেকার; কিছু ব্লগার সেটার হিসেব মিলাতে পারেন না, হাসান রাজু আসলে না বুঝেই ঢোল পিটায়
৩১| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
খাঁজা বাবা বলেছেন: শুধু কি মুহিত? শেখ হাসিনার সরকার কি একটাও যোগ্য লোক নিয়োগ দিয়েছেন?
শিক্ষা মন্ত্রী শিক্ষা ব্যবস্থা ধ্বংশ করে দিয়ে অবস্থা ৭২/৭৩ সালের চেয়েও খারাপ করে ফেলেছেন।
নকল, প্রশ্নফাস করেও যারা ভাল করেনি, তাদের জন্য বোর্ড থেকে রেজাল্ট পরিবর্তনের ব্যবস্থা করেছেন।
এরাই ৫ বছর পর ডাক্তার হবে, এদের হাতে রোগী মারা যাবে।
ইঞ্জিনিয়ার হবে, এদের ব্রিজ ভেঙে পরবে।
আপনি তো আমেরিকা থাকেন, আপনার কিছু হবে।
আমরা যারা দেশে থাকি তারা মরব।
এ সরকার দেশের যে ক্ষতি করেছে তা কি কোন কিছুর বিনিময়ে পুরনীয়?
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
আরেকটা আছে লোটাস না মোটাস কামাল, উহাও জাতিকে পংগু করণে কাজ করে চলেছে।
৩২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন স্যার। আপনার জন্য শুভ কামনা রইলো।
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকুন।
৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
স্যার তাহলে আমারও সুযোগ আছে ।
এত এত ধনী । তাও নাকি বাংলাদেশ গরিব । আমি তো ঈদ এলে মার্কেটে যাই না । বাংলাদেশ গরিব এটা তো বুঝাই যায় না ।
এটা সত্য যে নিচে যারা রয়েছে তাদের কথা কেউ ভাবে না ।
ধন্যবাদ ।
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
৮০ লাখ মানুষ তাদের স্ত্রী ও পরিবার পেছনে ফেলে টাকা আয়ের জন্য দাসের মত খাটছে আরবে ও মালয়েশিয়ায়; এদের কাছে সামান্য টাকা আছে, তবে জীবনের মান নেই।
৩৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
কামাল সাহেব প্রধানমন্ত্রী হলে কি বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনবেন? মালয়েশিয়াতে যেমন মাহাথির সাহেব আনোয়ার ইব্রাহিমকে জেল থেকে বের করে এনেছিলেন।
ভোটারদের এটা জানানো উচিত।
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা নেই!
৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
হাসান রাজু বলেছেন: @নিউজপ্রিন্ট, হাসান রাজুর ২৭ নম্বর কমেন্ট ও ২৮ নম্বর কমেন্ট পড়ে সামহোয়ারইনব্লগ কতৃপক্ষ মূর্ছা গেছে। এখন কি করবেন?
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি খেয়াল রাখেন, ব্লগের নিয়ম ভাংলে আপনার সমস্যা হবে!
৩৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
হাসান রাজু বলেছেন: খুব খুব বড় বংশের মানুষ বলেছেন “বলেদা জিয়া” একজন মহিলা আশা করি উনার চেয়ে বয়সে বড়ই হবেন কিন্তু এতো বড় বংশের ছেলে এটা লিখেছেন সেটাই বিশাল ব্যাপার। আজ উনার উচ্চ বংশ আরও উচ্চতায় পৌঁছে গেছে উনার এই লেখা প্রকাশ হওয়ার পর।
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়ার উপর অনেক মানুষ ভয়ংকরভাবে ক্ষিপ্ত; তারপরও নিজকে কন্ট্রোল করার দরকার, কারণ ব্লগারেরা বেগম জিয়ার থেকে হাজার গুণে শিক্ষিত।
৩৭| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
হাসান রাজু বলেছেন: এইগুলোকে শিক্ষিত বলে ? আপনিও ! পক্ষে একটু বললে - যা তা কে কোলে তুলে নেন।
বেগম জিয়ার উপর অনেক মানুষ ভয়ংকরভাবে ক্ষিপ্ত । শুধু বেগম ? আপার উপর আপনি ছাড়া আর কেউ কি সন্তুষ্ট ? হা হা হা কি যে বলে বেড়ান ।
খেয়াল রাখেন, ব্লগের নিয়ম ভাংলে আপনার সমস্যা হবে! নিশ্চিত থাকেন আপনার আগে আমি ধরা খাব না। ব্লগে আমি নিয়ম ভাঙ্গি না কখনো। তবে নিউজপ্রিন্ট ভিজে যাবে । জানেনতো ভিজা নিউজপ্রিন্ট কোন কাজের না।
২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজে আশংকা করেছিলেন যে, আপনাকে ব্যান করতে পারে; আমাকে ৬ বার ব্যান করা হয়েছে ইতিমধ্যে
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জনাব আমলাদের বেতন বেড়েছে, চাকরির বয়স বেড়েছে, বোনাস বেড়েছে। ;অনেক কর্মকর্তাদের রেংক হঠাত করেই বেড়ে গেছে। তারাও নিশ্চই জাতির জনকের কণ্যার গুণ কির্তন ঈ গাইবেন। তারা খুব খুশি।। বেতন এমন বৃৃদ্ধি কোন সরকার করেনি।
এটা সরকারি আমলাদের ভাবনা।