![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আওয়ামী লীগ দলীয় মনোয়নের ফরম বিক্রয় করেছে ৪ হাজার ২৩টি; ফরম বিক্রয় করে আওয়ামী লীগের আয় হয়েছে ১২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা; প্রতি সাংসদীয় সীটে গড়ে সাড়ে ১৩ জন দলীয় মনোয়ন প্রার্থী।
এই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, শেখ সাহেব, ১৯৭০ সালে কক্সবাজারে ভোটের মিটিং করতে গিয়ে, পয়সার অভাবে পার্টির সদস্যের বাড়ীতে উঠার কথা ছিল; এই কথা শুনে, কক্সবাজারের ততকালীন হোটেল সাইমন'এর মালিক শেখ সাহেবকে ১ রাত ফ্রি থাকতে দেন।
প্রতিটি সাংসদীয় এলাকায় ১ জন মনোয়ন পাবে, গড়ে ১২ জন আওয়ামী নেতা সেই প্রার্থীর বিরোধীতা করবে! এই প্রার্থীর জয়ের কোন সম্ভাবনা আছে?
সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে বরগুণায়, বর্তমান এমপি ব্যতিত, আরো ৫১ জন ফরম কিনেছে! এই ৫১ জন প্রত্যেকে কি ৩০ হাজার টাকা খরচ করে ফরম কিনেছে? অবশ্যই না, কেহ এদের টাকা দিয়েছে নিশ্চয়ই; এইভাবে, আওয়ামী লীগের ১ জন লোকের বিপক্ষে যদি নিজ দলের ৫১ জন নেতা জাতীয় বস্তু কাজ করে, উহার কি জয়ী হওয়ার কোন সম্ভাবনা আছে? ওখানে বিএনপি থেকে 'ফাতেমা'ও সহজে জয়ী হয়ে যাবেন!
প্রতি সাংসদীয় এলাকায় গড়ে সাড়ে ১৩ জন, এবং বরগুণায় ৫২ জন কেন দলীয় মনোয়নের জন্য ফরম কিনছেন? দেশের মানুষের জন্য আইন প্রনয়ন করতে, নাকি টাকশালের চাবি যোগাড় করতে? এটা কি কোন রাজনৈতিক দল, নাকি বেনিয়াদের কর্পোরেশন?
দলীয় মনোয়নের জন্য ফরম কেনার প্যাটার্ণ প্রমাণ করছে যে, এটা রাজনৈতিক দল নয়, এটা মোটামুটি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী, কর্পোরেশনের লোকেরা লটারীর টিকিট কিনেছে! শেখ হাসিনা প্রতি সাংসদীয় এলাকায় কতজনকে থামাবেন? বিদ্রোহী নেতাদের আক্রমণে এলাকার মানুষের কি অবস্হা হবে?
শেখ হাসিনা যদি প্রতি এলাকায় গড়ে ৬/৭ জন বিদ্রোহী প্রার্থীকে থামান, বাকী ৫/৬ জনের বিদ্রোহের কারণে, আওয়ামী লীগের প্রার্থীর ফেল করার সম্ভাবনা শতকরা ৬০ ভাগের বেশী।
শেখ হাসিনা কয়টি আসনে মনোয়ন চাইবেন আমি জানি না; সেইসব আসনেও গড়ে আরো সাড়ে ১২ জন থাকার কথা; ওরা হয়তো মনোয়ন চাইবে না; কিন্তু মনে মনে হলেও উনার বিরোধীতা করবে; ওরা ভয়ে ভোটের সময় হয়তো উনার বিপক্ষে যাবে না; তবে, ভোটটা উনাকে দেবে না।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা দলের সভাপতি, ছাত্রলীগের মা-বাবা, দেশের প্রধানমন্ত্রী; উনি নিশ্চয় সুপারম্যান নন, আওয়ামী লীগকে এখন রাজনৈতিক দল বলাই কঠিন
২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: ১২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কি করা হবে?
শেখ মুজিব সৎ ছিলেন। এজন্য কক্সবাজার গিয়ে তার কষ্ট করতে হয়েছে।
একটা আসনে অনেক গুলো মনোনয়ন প্রত্যাশী। ভালো সমস্যা লাগবে এবার।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
তবে, ১ জন প্রার্থীও অন্যদের মারফতে অনেক ফরম কিনতে পারে, এদের কোন মরাল আছে বলে মনে হয় না।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
খাঁজা বাবা বলেছেন: এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের কোন আলামত দেখা যাচ্ছে।
কোন সম্ভাবনা ও নাই।
নমিনেশান পেলে এম পি পদ নিশ্চিত।
আর একবার নামের পাশে এম পি লাগাতে পারলে তার হাজার কোটি টাকার মালিক দের লিষ্টে নাম আসা সময়ের ব্যপার।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
বিএনপি-জামাত যদি দল হিসেবে থাকে, দেশে কখনো সঠিক নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
নজসু বলেছেন:
ফরম বিক্রি বাবদ মোটা দাগের টাকা আসে দেখছি।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
চাঁদগাজী বলেছেন:
নতুন জানলেন? বেগম জিয়া আমেরিকান ডলারে বিলিওনিয়ার হওয়ার পেছনে দলের লোকদের টাকাও কাজ করেছে।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
খাঁজা বাবা বলেছেন: দেশে আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দল থাকলে, যারা আওয়ামীলীগ কে হারাতে পারে, আওয়ামীলীগ কখনো সুষ্ঠু নির্বাচন হতে দেবে না। সহমত ভাই।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে যদি স্বাধীনতাকামীদের নতুন দল গড়ে উঠে, আওয়ামী লীগ তখনও বর্তমান ট্রিকস খেলতে চাইবে; কিন্ত মানুষ তখন এ্যাকটিভ হবে; বিএনপি-জামাতের পক্ষে হয়ে সাধারণ মানুষ আওয়ামী লীগের বিপক্ষে যেতে চাহে না।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: দেশের জনগণ যতই চাপাচাপি করুক না কেন, কোন লাভ নাই...
আবার ক্ষমতায় আওয়ামী লীগ।
এ নির্বাচনের ভবিষ্যত কী! কমবেশি সবাই জানে।।
বর্তমানে, একজন জন কারাগারে, আর আরেকজন সিনেমা হলে, এ বিষয়ে আপনার মন্তব্য কী।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষ কোন চাপাচাপি করছে না; মানুষ নিজের বউ ফেলে মালয়েশিয়া, আরব, ইুরোপ, আফ্রিকা চলে যাচ্ছে পয়সা আনতে। চাপাচাপি করছে আওয়ামী লীগ, বিএনপি জামাত, মান্না, রব ও কামাল হোসেন, যারা কোটী কোটী টাকার মালিক। ফাতেমা বেগম জিয়ার সাথে জেলে থাকে, জীবনে কোনদিন অপরাধ করেননি, এরা হলো বাংলাদেশের ভোটার।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কি পাঠকদের উপর বিরক্ত হয়ে গেলেন?
৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
ভগবান গণেশ বলেছেন: একেকটা বিদ্রোহীর ভোট বড়জোর একটা।
কিন্তু আপনি তো আওয়ামীবিরোধী! অহেতুক আপনি এত চিন্তিত কেন?
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
চাঁদগাজী বলেছেন:
ঐ রকম বিদ্রোহীও আছে; তবে, আমি যেই সাংসদীয় এলাকায় আছি, ওখানে আওয়ামী লীগের যেই নেতার পক্ষে লোক বেশী, সেইজন মনোয়ন পাবে না।
আমি চিন্তিত, আগামী ৫ বছরও সাধারণ মানুষ বন্চিত হবে, সেটা ভেবে
৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
খাঁজা বাবা বলেছেন: সাধারন মানুষ বি এন পির পক্ষেই আছে।
দেশে থাকলে বুঝতেন, চায়ের দোকানে আলোচনায়
অথবা আপনি অনলাইন পোর্টাল গুলিতে কমেন্ট গুলি পড়তে পারেন।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
যারা বিএনপি'র পক্ষে আছেন, আসলে তাঁরা সাধরণ মানুষ নন, তাঁরা অসাধারণ! তাঁদের সমস্যা হচ্ছে, তাদের ভোট আছে, কিন্তু তাঁরা পুরোপুরি বাংগালী নন, এঁরা বাংগালী সংস্কৃতির লোকজন নন; এজন্য তাঁদের মনের জোর নেই, ভোটের মুল্য নেই
৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
নাহিদ০৯ বলেছেন: গতকাল একই আসনের দুই আ।লীগ প্রার্থীর মধ্যে বন্দুক যুদ্ধে ১ জন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে দেখলাম। কিন্তু আজকের পত্রিকায় আসেনি খবর টা।
এসব মনোনয়ন প্রত্যাশিদের ভাইভা নেওয়া হউক। এরা নিজেদের পদ বা পদের দায়ীত্ব সম্পর্কে ঠিক কতটা অবগত তা জেনে মনোনয়ন দেয়া দরকার।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
ওদের ভাইবা নেবেন শেখ হাসিনা; উনি দেখবেন যে, পেশী ও টাকা আছে কিনা!
প্রার্থী ও বিরোধীদের মারামারিতে সাধারণ মানুষের মৃত্য হবে, সম্পত্তি বিনষ্ট হবে।
১০| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
হাসান রাজু বলেছেন: সদ্য স্বাধীন হওয়া তলাবিহিন ঝুড়ির মত রাষ্ট্রের রাষ্ট্রনায়ক শেখ মুজিব সাহেব রিজার্ভ করা প্লেন ভর্তি প্রতিনিধি দল নিয়ে সফর করতে দেখে কোন এক রাষ্ট্র প্রধান (মনে পড়ছে না কে বলেছিল) ধারনা করতে পেরেছিলেন এ দেশের অবস্থা কেমন হবে।
অনেক কারনে নেতারা ফর্ম কিনে থাকেন। অনেক উঠতি নেতা ফর্ম কিনে তা আবার ফিরিয়ে নিয়ে প্রমান করেন নেতা এবং দলের প্রতি তার অনুগত্য। অনেকে যাচাই করে নেন তার জনপ্রিয়তা । অনেকে যাচাই করে নেন অনুগত সহচর । ভয় পাওয়ার কিছু নাই।
ফাতেমাকে নিয়ে আপনার আবেগি দুঃখ প্রকাশ দেখে অনেকে আপ্লুত হয় । আপনাকে দরদী ভাবে। তুচ্য তাচ্ছিল্য করতে এই ফাতেমাদের বেশ ভালই ব্যাবহার করেন । আপনার নেকাবের নিচের এই অংশটা তারা খেয়াল করেন না।
মনে শঙ্কা ? ভয় পাচ্ছেন ? নেত্রী বুঝি ডুবল ???? হা হা হা ......
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
চাঁদগাজী বলেছেন:
নেত্রীর পদ হারানোর দরকার; তবে, সেটা যেন বিএনপি-জামাতের হাতে না হয়।
এই দেশে যে, কয়েদী না হয়েও ফাতেমাদের জেলে থাকতে হয়, সেটা ১৮ কোটী বাংগালীর মাঝে ব্লগার "চাঁদগাজী" লিখেছেন, আর কেহ লেখার সম্ভাবনা নেই!
১১| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
খাঁজা বাবা বলেছেন: আপনার কথায় মনে হচ্ছে বাংলাদেশে অসাধারন মানুষের সংখ্যাই বেশি
তো আপনার মত যারা গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তাদের কি উচিৎ না সংখ্যাগু সেই অসাধারন মানুষ দের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকা?
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
এসব অসাধারণ আগাছাগুলোর ভোটাধিকার রহিত করার দরকার।
১২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- জনাব, আসন্ন নির্বাচন নিয়ে বড় দুশ্চিন্তায় আছেন দেখছি ! ঘুম-টুম হয় ? নিদ্রাকুসুম তৈল মাথায় মাখবেন।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
ভোট নিয়ে তো আপনার চিন্তা থাকার কথা নয়, আপনার মগজ অত বড় নয়।
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
নূর আলম হিরণ বলেছেন: আওমীলীগের এসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ধানের শীষের ভোট করবেন। এই সরকার নাকি উনার বাবার হত্যার বিচার না করায় উনি ক্ষুব্ধ।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
ইডিয়ট বাবার ইডিয়ট ছেলে; কিবরিয়া সাহেব, সাইফুর রহমান ও মুহিত সাহেব জাতিকে পংগু বানায়েছেন।
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: 1970 আর 2018 এই ক বছরের মধ্যে এত পরিবর্তন ? যেটা অকল্পনীয়। তাহলে যারা এমপি হবেন তারা কতটা জনসেবা দেবেন? দেশবাসীর তাহলে কি হবে?
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের সরকারগুলো ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সম গোত্রের ছিল বরাবরই
১৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
বাকপ্রবাস বলেছেন: আওয়ামিলীগ ক্ষমতায় আছে তায় তার দলের বিদ্রোহীরা ভাববে, এতদিন অমুকে খেয়েছে এখন আমার খাবার পালা, এটাই শেষ সময়, এখন খেতে না পারলে আর খাওয়া যাবেনা তায় বিদ্রোহীদের দমানো কঠিন হবে, কেউ কাউকে মানতে চাইবেনা, সেটা শেখ হাসিনা খুব ভাল করেই জানেন ও বুঝেন তায় হুমকি দিয়ে রেখেছে কেউ বিদ্রোহী হলে আজীবন বহিস্কার।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
এমপি হওয়া মানে বিলিয়ন ডলারের ব্যবসার মালিক হওয়া; শেখ হাসিনা অনেক পোষ্টে থাকায় ( লীগের সভাপতি, ছাত্রলীগের মাতা, প্রাইমমিনিষ্টার) কোনটা ঠিক মত চালাতে সক্ষম হননি।
১৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
হাসান রাজু বলেছেন: ১৮ কোটী বাংগালীর মাঝে ব্লগার চাঁদগাজীর মত এমন মুখোশধারি ও নাই যে ফাতেমার জন্য মায়া কান্না কেঁদে তাচ্ছিল্য করতে তাকেই বেচে নিবে।
১৮ কোটী বাংগালীর মাঝে ব্লগার চাঁদগাজীর মত এমন মুখোশধারি ও নাই যে ফাতেমার জন্য মায়া কান্না কেঁদে তাচ্ছিল্য করতে তাকেই বেচে নিবে।
চরম অসুস্থতা ।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি অবুঝ শিশুর মত, কোনভাবেই সন্তষ্ট নন।
১৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
বাংলাদেশের মানুষ চিরোকাল বঞ্চিত ছিলো, ভবিষ্যতেও থাকবে নিশ্চিত। - সরকার মিডিয়ার কাছে জিম্মি ।
১। বৃটিশ/পাকিস্তান সরকার আর স্বাধীণ বাংলাদেশ সরকারের মধ্যে পার্থক্য কোথায় ? ইষ্ট ইন্ডিয়া কোম্পানী বাংলাদেশের মতো পানিতে ডুবে যাওয়া দেশে ট্রেন লাইন চালু করে শুধু মাত্র পাট রপ্তানী করার জন্য - বাংলাদেশে আর কিছুই ছিলো না তখন, মাছে ভাতে বাঙ্গালী, বৃটিশরা মাছ ও ভাতে অভ্যস্ত ছিলো না, তাই তারা মাছ ভাতের পেছনে রামদৌড় দেয়নি ।
২। ইলেকশান হবে তানা হলে বর্হিবিশ্বে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক/ওয়ার্ল্ড ব্যাংক/জাইকা ঋণ হতে বঞ্চিত হবে অনেকটা সামরিক শাসনের দেশের মতো, তাছাড়া বাংলাদেশের পণ্য “চা/গার্মেন্টস/টেক্সটাইল/চামড়া/ ইত্যাদি রপ্তানীতে ধস নামবে ।
৩। দেশের বহুল প্রত্যাশিত মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া সিঙ্গাপুর আদম রপ্তানীতে যেই ধস নেমেছে বাংলাদেশের নির্বাচিত সরকারের চুলোচুলিতে, তা আর ফিরে আসবে না । সেই আদম বাজার ধরে নিয়েছে ভারত, শ্রিলংকা, ফিলিপাইন এমন কি নেপাল ! বাংলাদেশী’রা মালয়েশিয়াতে ব্যাবসাতে সফল তবে শ্রমবাজারে নেপালীরা বাংলাদেশী থেকে এগিয়ে যাচ্ছে দিন কে দিন - এটি খুবই লজ্জাজনক বিষয় !
৪। বিএনপি জামাত গং বর্হিবিশ্বে বাংলাদেশের যেই বদনাম ছড়াচ্ছে মনে হতে পারে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে, আর তাদের সহচর বাংলাদেশের প্রিন্ট মিডিয়া প্রথম আলো পত্রিকা হেডলাইন নিউজ দেখলে মনে হতে পারে বাংলাদেশ থেকে সব দুতাবাস ব্যাগ ব্যাগেজ গুটিয়ে দেশ ছেড়ে যাচ্ছে চার্টাড প্লেনে করে ! “বাংলাদেশে সকল বৈদেশিক দুতাবাস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে” এমন খবর ছাপাবার জন্য আকুতি করছে দৈনিক প্রথম আলো। পলাতক অনলাইন পত্রিকা “আমার দেশ, প্রথম আলো সহ অনলাইন পত্রিকা ও ফেসবুক/ইউটিউবে আপদ নাবালক/নাবালিকা/হিজরা সাংবাদিক” দেশের উড়ো খবরের পঁচা ডাষ্টবিনের মশা মাছি।
৫। সরকারের প্রথম কাজ হবে নির্বাচণের আগে মিডিয়াকে (ইলেকট্রনিক,প্রিন্ট) বুঝিয়ে দেওয়া স্বাধীনতা অর্থ এই নয় মনগড়া/দেশ নিয়ে অতিকল্পলোক লেখা ছাপা যায়, বা দেশের সিক্রেট/আন্তদেশীয় তথ্য ফুটপাতে ছেড়ে দেওয়া যায় । বিএনপি জামাত কর্মী যদি কারাগারে যায়গা হয় তাহলে সাংবাদিক নামক দেশোদ্রোহী কেনো নয় ?
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
"বাংলাদেশী’রা মালয়েশিয়াতে ব্যাবসাতে সফল তবে শ্রমবাজারে নেপালীরা বাংলাদেশী থেকে এগিয়ে যাচ্ছে দিন কে দিন - এটি খুবই লজ্জাজনক বিষয় ! "
-বাংগালীদের স্বভাব ভালো নয়; মালয়েশিয়া, বৃটেন ও আরবে এরা গন্ডগোল করে; এসব দেশের মানুষ বাংগালীদের তেমন প্রতি সহানুভুতিশীল নন; আমেরিকায় ও কানাডায় গন্ডগোলের সুযোগ কম, ওসব দেশে বাংগালীরা মোটামুটি ভালো থাকটে বাধ্য হয়।
ইউরোপ, আমােরিকা বিএনপ-জামাত ইত্যাদিকে ক্ষমতায় দেখতে চাহে না
১৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
নাহিদ০৯ বলেছেন: নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
প্রার্থী ও বিরোধীদের মারামারি নয়। নিজেদের মধ্যে মারামারি আর মৃত্যু সাধারন কোন মানুষ নয়। একজন ছোট ছেলে যে এসএসসি পরীক্ষার্থী। একবার ওই ছেলেটির জায়গায় নিজের ছেলে’র কথা কি ভেবে দেখেছেন?
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
আমার পোষ্টেও আমি সেটা সন্দেহ করেছি, আওয়ামীদের নিজেদের মাঝে বিরোধীতার শিকার হবে সাধারণ মানুষ।
১৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
নিউজপ্রিন্ট বলেছেন: কোনো এক প্রবাসী নরম গদী ছেড়ে শক্ত মেঝেতে নেমে এসেছেন বেগম জিয়ার দুঃখে, - বেগম জিয়া কি কারাগারে শক্ত মেঝেতে বা শক্ত তুষোকে ঘুমান ? বেগম খালেদা জিয়া কারাগারে প্রথম শ্রেণীর কয়েদীর ব্যাঞ্চ পেয়েছেন, “শক্ত মেঝের প্রবাসী” কি জানেন প্রথম শ্রেণীর কয়েদী কাকে বলে ? - চরম মুর্খ্য
হাইস্কুল ফেইল করে প্রবাসে গেলে যা হয় !!!
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া যেমন ডোডো, উনার ঐ ধরণের গবেট অনুসারী থাকা সম্ভব।
২০| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
ব্লগার_প্রান্ত বলেছেন: ফ্যাক্ট হলো- কতজন নমিনেশন পেপার জমা দেয়!
অনেক মানুষ আছে, চুরি চামারি করে পাবলিকের অর্থ দিয়ে নমিনেশন পেপার কিনে দলের পকেট ভারী করে, কিন্তু জমা দেয় না।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের কার্যকলাপ রাজনৈতিক দলে হওয়ার কথা নয়, দলটিতে মারাঠার সংখ্যা বেড়ে গেছে।
২১| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ঘুষখোর রাজনীতিবিদদের এখনই সময় লুটপাট করে খেয়ে নেওয়ার। কারণ সময় যে কোনো সময় পাল্টাতে পারে বলে মনে হচ্ছে। আমরা সাধারণ জনগণেরা চলেন বসে বসে দেখি।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
কোন কিছু পাল্টাবে না সহসা: বিএনপি-জামাতের হাতে ক্ষমতা চলে যেতে পারে, সেটা ভেবে সাধারণ মানুষ কিছু বদলাতে চাচ্ছে না।
২২| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
জুজুগাগা বলেছেন: গণতন্ত্র যে কত বড় ব্যবসা প্রতিটা দল কয়েক টুকরা কাগজ বিক্রি করে কোটিকোটি টাকা আয়।
রাজনীতি পেশাটাই বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা মনেহয়।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
গণতন্ত্র ঠিক আছে, বরাবরই ঠিক ছিলো; জেনারেল জিয়া শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করে, বিএনপি'র মতো দল করে, দেশে মারাঠা পয়দা করে গেছেন।
২৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
হাবিব বলেছেন:
আওয়ামী লীগের প্রার্থীকে বাকী আওয়ামী লীগারেরা ভোটে পরাজিত করবে?
জি সে সম্ভাবনাও মনে হয় আছে
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
কিছু আওয়ামী লীগার এই কারণে পরাজিত হবে।
২৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেভাবে লিখেছেন সেভাবে বিদ্রোহী প্রার্থী শেষ পর্যন্ত থাকে না। বেশীর ভাগই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে। বিদ্রোহী প্রার্থী থাকলেও তাদের আবার সমর্থকরা ভোট দেয় কম। সো, এটা নিয়ে আওয়ামী লীগের বিচলিত হওয়ার কিছু নেই। তবে, আপনি কি শুনেছেন, বিএনপি'র সাঈদ ইস্কান্দার(খালেদার ভাই)-এর ভায়রা জেনারেল মাসুদ আওয়ামী লীগের নমিনেশন ফরম কিনে পরে আওয়ামী লীগের পরামর্শে জাতীয় পার্টির নমিনেশন ফরম কিনেন...
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
ক্যান্টনমেন্টের দুত।
২৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
ঢাবিয়ান বলেছেন: আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে লাশ পড়ছে । সামনে আরো পড়বে কেননা পুলিশ এই ব্যপারে মির্বিকার।
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২০
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ রাজনীতিহীন রাজনৈতিক দল
২৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২
আবু তালেব শেখ বলেছেন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়া যায় তাই হইতো নমিনেশন কেনার ধুম পড়েছে। যদি লাইগাযায়
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২১
চাঁদগাজী বলেছেন:
টাকশালের চাবি পাওয়ার প্রচেষ্টা
২৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১
অপু দ্যা গ্রেট বলেছেন:
আচ্ছা স্যার একটু অন্যভাবে ভাবতে পারি,
এই যেমন লীগ নিজেই এই মনোনয়ন এর খেলাটা খেলেছে । হয়ত তারা দেখাতে চাইছে এবার ভোট এ সবাই যোগ দেবে ।
তাছাড়া বিএনপি, ঐক্যফ্রন্ট সবাই যোগ দিচ্ছে এটা ভাল আবার লীগের জন্য কিছুটা হলেও খারাপ । কারন তারা এত দিন যা করেছে তা করতে পারবে না । যদিও ক্ষমতা তাদের হাতে এটা তারা প্রয়োগ করবেই । তবুও বিএনপি কে ক্ষমতা যেতে না পরলেও সিট হারাতে পারে ।
এই ভয় থেকেই কি তারা এটা করতে পারে বলে মনে হয় ।
আমি যখন গাজীপুর ছিলাম তখন জানতাম এলাকা লীগ এর অন্যতম দুর্গ কিন্তু সেখানে মেয়ের হয়েছে বিএনপি থেকে এমন অনেক জায়গাতেই হয়েছে । সেটা থেকেও কিন্তু এটা হতে পারে ।
তবে লীগের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন কোম্পানি সেটাই মনে হচ্ছে ।
ধন্যবাদ ।
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
আমরা বাহির থেকে অনেক কিছু অনুমান করছি, ভেতরে কি ঘটছে, তা আমরা জানি না; তবে, ১৯৭৫ সালের পর, বাংলাদেশের সরকারগুলো স্বাভাবিক ছিলো না।
২৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
রানার ব্লগ বলেছেন: বরগুনা এমন একটা সিট যেখানে কখনই বিএনপির স্থান নাই। অনেকেই অনেক চেস্টা করেছে পারে নাই ওটা আওমিলিগের সিট, সমস্যা হোল এই যে বরগুনা ২ আসনে বর্তমান যে এম পি তার বাবা ছিল রাজাকার এবং ওই এম পি এলাকায় নিজের আধিপত্ত বজায় রাখতে গিয়ে এমন কন বদমাইশি নাই যে করে নাই। মনোনায়ন পত্র নেয়ার একটাই কারন তা হোল বর্তমান এম পি এর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ, এরা সকলেই আওমিলিগের লোক। এরা যাকে নোমিনেশান দেয়া হবে তাকেই ভোট দিবে। কারন আমি নিজে ওই এলাকার ভোটার।
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
তা ভালো; তবে, আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা কঠিন।
২৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
সনেট কবি বলেছেন: জটিল পরিস্থিতি!
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি নেই দলে, এরা অনেকটা কলোনিয়েল সরকারের মতো, যা মাথায় আসে, সেটা করে।
৩০| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩
হাসান রাজু বলেছেন:
গণতন্ত্র ঠিক আছে, বরাবরই ঠিক ছিলো; জেনারেল জিয়া শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করে, বিএনপি'র মতো দল করে, দেশে মারাঠা পয়দা করে গেছেন।
ইতিহাস বিকৃতির দায় শুধু রাজনৈতিক দলগুলোর !!!! আমরা যারা নিজেদের রাজনীতি সচেতন আর জ্ঞানী হিসেবে প্রচার করি তারা নির্দ্বিধায় এমন ঘৃণ্য মিথ্যাচার করি। লজ্জা এদের কিছু অন্ধ ভক্ত ও জুটে।
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাসমুহের এনালাইটিকস আপনি বুঝতে পারবেন বলে মনে না।
৩১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০
উম্মু আবদুল্লাহ বলেছেন: কিবরিয়ার ছেলে বিএনপির হয়ে নির্বাচন করবেন শুনে খুব খুশী হলাম। কিবরিয়া সাহেব আওয়ামী লীগের প্রতি সর্বোচ্চ আনুগত্য দেখিয়েছিলেন। আওয়ামী লীগ তার হত্যাকান্ডের কোন বিচার তো করেই নি, এমনকি কোন সন্তানকে নমিনেশন পর্যন্ত দেয় নি। আশা করি বিএনপি থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে।
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
কিবরিয়া সাহবের ভুল অর্থনীতি চালু করে জাতির সাধারণ মানুষের জন্য ক্ষতিই করেছিলেন; উনার ছেলে সেটাই করবে, মনে হয়।
৩২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রার্থি নমিনেশন পদ্ধতিটাই ত্রুটি পুর্ন।
উন্নত দেশে প্রার্থিকে দলের ভেতর থেকে নির্বাচিত হয়ে আসতে হয়। বাংলাদেশে হাসিনা/খালেদা/তারেক বললেই হয়ে যায়।
নিয়ম যখন মানা হচ্ছেনা, তখন এই নিয়ম করলেই পারে। শুধু দলের প্রধানরাই দাঁড়াবে,
পরে দলপ্রধানই এলাকা ভিত্তিক নাম জারি করবে কে এমপি।
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
দেশে একদিন প্রাইমারী চালু হবে; শেখ হাসিনা করলে ভালো হতো।
৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
রাফা বলেছেন: বাহ্ ,শুরু হয়ে গেছে বিভ্রান্তি ছড়ানোর কাজ।সোনা ব্লগের সদস্যদের আনাগোনা সর্বোচ্চ পর্যায়ে পৌছে গেছে ভোটের মৌসুমে।
এই জন্যই বার-বার বলি আওয়ামি লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নেই যারা আওয়ামি লীগকে হারাতে পারে।আশা করি শেখ হাসিনা শক্ত হাতে সামাল দিতে পারবেন।এখনও তার নিয়ন্ত্রনে রয়েছে সবকিছু এটাই ভাবতে চাই আমি।নিবেদিত প্রাণ অসংখ্য কর্মি ও ভোটারের উপর আস্থা রাখতে চাই।জামাত /বিএনপি সোজা রাস্তায় ক্ষমতায় আসতে পারবেনা।বিকল্প পথগুলো নজরদারিতে রাখতে হবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।
/
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে? দলের সঠিক কোন রাজনৈতিক আদর্শ নেই
৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
উম্মু আবদুল্লাহ বলেছেন - আওয়ামী লীগ তার হত্যাকান্ডের কোন বিচার তো করেই নি, এমনকি সন্তানকে নমিনেশন পর্যন্ত দেয় নি। আশা করি বিএনপি করবে।
কুলাংগার পুত্র পিতা হত্যার বিচার চাইতে! ... পিতার খুনিদের দলে?
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
চাঁদগাজী বলেছেন:
কিবরিয়ারা সাধারণ মানজুষের রাজনীতি করার লোক নন, এরা বাংগালী এলিট
৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: "রাফা বলেছেন: বাহ্ ,শুরু হয়ে গেছে বিভ্রান্তি ছড়ানোর কাজ।সোনা ব্লগের সদস্যদের আনাগোনা সর্বোচ্চ পর্যায়ে পৌছে গেছে ভোটের মৌসুমে।
এই জন্যই বার-বার বলি আওয়ামি লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নেই যারা আওয়ামি লীগকে হারাতে পারে।আশা করি শেখ হাসিনা শক্ত হাতে সামাল দিতে পারবেন।এখনও তার নিয়ন্ত্রনে রয়েছে সবকিছু এটাই ভাবতে চাই আমি।নিবেদিত প্রাণ অসংখ্য কর্মি ও ভোটারের উপর আস্থা রাখতে চাই।জামাত /বিএনপি সোজা রাস্তায় ক্ষমতায় আসতে পারবেনা।বিকল্প পথগুলো নজরদারিতে রাখতে হবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।"
@রাফা, আপনি মোটেও ভাববেন না। সব কিছুই হাসিনার নিয়ন্ত্রনে রয়েছে। বিএনপি প্রার্থীরা অন্য সময়ের মত নিজের ভোটও দিতে পারবে না। আওয়ামী কর্মীরা ভোটারদের কষ্ট করে লাইনে দাড়িয়ে ভোট দিতে দেবে না। অন্যের কষ্ট নিজের কাধে তুলে নেবার মত ত্যাগের মানসিকতা শেখ হাসিনা এবং তার ছেলেপুলেদের রয়েছে। যতদিন এই ত্যাগী মানসিকতা থাকবে ততদিন আপনি নিশ্চিত থাকতে পারেন।
৩৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: "হাসান কালবৈশাখী বলেছেন:
উম্মু আবদুল্লাহ বলেছেন - আওয়ামী লীগ তার হত্যাকান্ডের কোন বিচার তো করেই নি, এমনকি সন্তানকে নমিনেশন পর্যন্ত দেয় নি। আশা করি বিএনপি করবে।
কুলাংগার পুত্র পিতা হত্যার বিচার চাইতে! ... পিতার খুনিদের দলে?"
আওয়ামী লীগ প্রথম থেকেই কিবরিয়া হত্যাকান্ডের বিচার নিয়ে তামাশা করেছে। এই বিচার হতে দেয় নি। আওয়ামী লীগ তাদের অনুগতদের জন্য যথেষ্ঠই করেছে, যেমন ইকবালের বিরূদ্ধে মামলা তুলে নিয়েছে, মৃত্যুদন্ডপ্রাপ্তদের ক্ষমা করে দিয়েছে। এরকম নজির ভুরি ভুরি। কিন্তু কিবরিয়া সাহেবের অনুগত্যের কোন প্রতিদান তারা দেয় নি। সামান্য নমিনেশনও নয়। এখন আপনি কিংবা আপনার মত আওয়ামী সমর্থকরা কোন সাহসে তাকে কুলাংগার পুত্র বলে দাবী করেছেন।
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ কোন কারনে কিবরিয়া সাহেবের বিচারের ব্যাপারে তেমন উৎসাহী নয়।
৩৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবার গায়ে দেখি নির্বাচনের গরম হাওয়া লেগে যাচ্ছে ।
১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
ভোট দেশের নাগরিকদের অধিকার রক্ষার ১ম পদক্ষেপ; সরকার ও রাজনৈতিক দলগুলো মানুষকে রাজনীতি বিমুখ করে চলেছে।
৩৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫০
রানার ব্লগ বলেছেন: বর্তমানে বাংলাদেশে কোন দলটি রাজনৈতিক দল বলতে পারেন ??? যেখানে রাজনিতিটাকে কর্ম যোগ্যতা হিসেবে দেখান হয় সেখানে আপনি রাজনৈতিক দল পাবেন কি ভাবে।
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন:
স্বাধীনতাকামীদের পছন্দের ও অপছন্দের দল হলো আওয়ামী লীগ; এই দল যেভাবে দেশ চালাচ্ছে, ইহাকে কলোনিয়েল সিস্টেম বলা যায়; এই দলের রাজনীতি সাধারণ মানুষের বিপক্ষে। অন্যগুলো বাংগালীদের দল নয়
৩৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই টাকা দিয়ে মিনি সেটেলাইট বঙ্গোপসাগরের উপরের কক্ষপথে পাঠানো যেতে পারে - ভোটার খবরাখবর সম্প্রচারের জন্য |
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের সভাপতি শেখ সাহেব টাকার অভাবে হোটেলে থাকতে পারেননি ১৯৭০ সালে; সেই দল ৪ দিনে কাগজ বিক্রয় করেছে ১৩ কোটী টাকার; ইহা দল নয়, ইহা ইষ্ট ইন্ডিয়া কোম্পানী
৪০| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
কানিজ রিনা বলেছেন: ৯ নং মন্তব্যের উত্তরের সাথে একমত,
এটাই সত্য উনি দেখবেন পেশী শক্তি
ও টাকা আছে কিনা। পেশী শক্তি ও
টাকা এখন সারা দেশে বিরাজ করছে।
আওয়ামী দুগ্রুপে পেশী শক্তি চলছে।
তাদের নিজেদের দুই গ্রুপেই পেশীর শক্তি
পরীক্ষা চলছে। যেদল যত শক্তি ল্যাঠেল
বাজী পিছনে অস্ত্রের কারসাজী রাতের
বেলায়। তারা দুইদলের প্রহশনে অন্যান্য
দল আঁড়াল হয়ে যাবে ভোটের কারসাজী।
নরসীংদির রাহাজানীতে কি হয়েছে জানুন।
আজ বেশ কিছুদিন ভিষন ব্যাস্ততায় ব্লগের
লেখা পড়তে মন বসাতে পারিনা মন্তব্যও
করিনা। ধন্যবাদ।
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার এবার শক্তি ছিল বিএনপি'কে বাইরে রেখে, মানুষ ও আওয়ামী লীগের মাঝে সুস্হ নির্বাচন করার
৪১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: মহাশয়, তাহলে কি এটা বলা যায় , সামনে ডঃ কামাল হোসেনের নেতৃত্বে সরকার আসছে জানুয়ারি মাসে? নতুন বছর । নতুন সরকার। সাবেক আলীগ নেতা প্রধানমন্ত্রী হবেন। ভাবতেই ভালো লাগে। এটা আলীগের চক্রান্তও্ হতে পারে। তাকে দিয়ে বিএনপির নেতৃত্ব ছিনতাই।
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার সরকার ধনী প্রসব করছে, ড: কামালের সরকার দরিদ্রদের দেশ থেকে বের করে দেবে।
৪২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১
অবেলার পানকৌড়ি বলেছেন: ১) এখন সবাই বলছে, নেত্রী যাকে ভাল মনে করেন তাই হবে, তার সিদ্ধান্তই চুড়ান্ত!! কিন্তু নির্বাচন সামনে এলে নেতাদের এমন প্রতিশ্রুতি মনে থাকবে তো?
২) তবে হ্য হাসুপার ব্রেইন কম্পিউটার কেও টেক্কা দেয়! এমনও তো হতে পারে সবাইকেই ফরম নেয়ার জন্য বলা হয়েছিল যাতে করে বিএনপি সহ সবাই ভাববে যে আওয়ামীলীগ আওয়ামীলীগ মারামারি করে মরুক আর ঐক্যজোট টিকে যাক " এরকম একটি ধোয়াশা সৃষ্টির আশায়।
৩) তবে মারামারি হবে না কারন নির্বাচনের টিকেট যিনি পাবেন, রাতারাতি সকল নেতা কর্মী তার হয়ে যাবে কারন নেতাকর্মী দের আগামী ৫ বছর তো পেটে ভাত জোটাতে হবে তাই নয় কি? যেমনঃ মাশরাফি ভাই নোমিনেশন কার্ড পাওয়ার পর নড়াইলবাসীর সবাই তার পেছনে দেখা গেল।১) এখন সবাই বলছে, নেত্রী যাকে ভাল মনে করেন তাই হবে, তার সিদ্ধান্তই চুড়ান্ত!! কিন্তু নির্বাচন সামনে এলে নেতাদের এমন প্রতিশ্রুতি মনে থাকবে তো?
২) তবে হ্য হাসুপার ব্রেইন কম্পিউটার কেও টেক্কা দেয়! এমনও তো হতে পারে সবাইকেই ফরম নেয়ার জন্য বলা হয়েছিল যাতে করে বিএনপি সহ সবাই ভাববে যে আওয়ামীলীগ আওয়ামীলীগ মারামারি করে মরুক আর ঐক্যজোট টিকে যাক " এরকম একটি ধোয়াশা সৃষ্টির আশায়।
৩) তবে মারামারি হবে না কারন নির্বাচনের টিকেট যিনি পাবেন, রাতারাতি সকল নেতা কর্মী তার হয়ে যাবে কারন নেতাকর্মী দের আগামী ৫ বছর তো পেটে ভাত জোটাতে হবে তাই নয় কি? যেমনঃ মাশরাফি ভাই নোমিনেশন কার্ড পাওয়ার পর নড়াইলবাসীর সবাই তার পেছনে দেখা গেল। ১) এখন সবাই বলছে, নেত্রী যাকে ভাল মনে করেন তাই হবে, তার সিদ্ধান্তই চুড়ান্ত!! কিন্তু নির্বাচন সামনে এলে নেতাদের এমন প্রতিশ্রুতি মনে থাকবে তো?
২) তবে হ্য হাসুপার ব্রেইন কম্পিউটার কেও টেক্কা দেয়! এমনও তো হতে পারে সবাইকেই ফরম নেয়ার জন্য বলা হয়েছিল যাতে করে বিএনপি সহ সবাই ভাববে যে আওয়ামীলীগ আওয়ামীলীগ মারামারি করে মরুক আর ঐক্যজোট টিকে যাক " এরকম একটি ধোয়াশা সৃষ্টির আশায়।
৩) তবে মারামারি হবে না কারন নির্বাচনের টিকেট যিনি পাবেন, রাতারাতি সকল নেতা কর্মী তার হয়ে যাবে কারন নেতাকর্মী দের আগামী ৫ বছর তো পেটে ভাত জোটাতে হবে তাই নয় কি? যেমনঃ মাশরাফি ভাই নোমিনেশন কার্ড পাওয়ার পর নড়াইলবাসীর সবাই তার পেছনে দেখা গেল।১) এখন সবাই বলছে, নেত্রী যাকে ভাল মনে করেন তাই হবে, তার সিদ্ধান্তই চুড়ান্ত!! কিন্তু নির্বাচন সামনে এলে নেতাদের এমন প্রতিশ্রুতি মনে থাকবে তো?
২) তবে হ্য হাসুপার ব্রেইন কম্পিউটার কেও টেক্কা দেয়! এমনও তো হতে পারে সবাইকেই ফরম নেয়ার জন্য বলা হয়েছিল যাতে করে বিএনপি সহ সবাই ভাববে যে আওয়ামীলীগ আওয়ামীলীগ মারামারি করে মরুক আর ঐক্যজোট টিকে যাক " এরকম একটি ধোয়াশা সৃষ্টির আশায়।
৩) তবে মারামারি হবে না কারন নির্বাচনের টিকেট যিনি পাবেন, রাতারাতি সকল নেতা কর্মী তার হয়ে যাবে কারন নেতাকর্মী দের আগামী ৫ বছর তো পেটে ভাত জোটাতে হবে তাই নয় কি? যেমনঃ মাশরাফি ভাই নোমিনেশন কার্ড পাওয়ার পর নড়াইলবাসীর সবাই তার পেছনে দেখা গেল।
১) এখন সবাই বলছে, নেত্রী যাকে ভাল মনে করেন তাই হবে, তার সিদ্ধান্তই চুড়ান্ত!! কিন্তু নির্বাচন সামনে এলে নেতাদের এমন প্রতিশ্রুতি মনে থাকবে তো?
২) তবে হ্য হাসুপার ব্রেইন কম্পিউটার কেও টেক্কা দেয়! এমনও তো হতে পারে সবাইকেই ফরম নেয়ার জন্য বলা হয়েছিল যাতে করে বিএনপি সহ সবাই ভাববে যে আওয়ামীলীগ আওয়ামীলীগ মারামারি করে মরুক আর ঐক্যজোট টিকে যাক " এরকম একটি ধোয়াশা সৃষ্টির আশায়।
৩) তবে মারামারি হবে না কারন নির্বাচনের টিকেট যিনি পাবেন, রাতারাতি সকল নেতা কর্মী তার হয়ে যাবে কারন নেতাকর্মী দের আগামী ৫ বছর তো পেটে ভাত জোটাতে হবে তাই নয় কি? যেমনঃ মাশরাফি ভাই নোমিনেশন কার্ড পাওয়ার পর নড়াইলবাসীর সবাই তার পেছনে দেখা গেল।১) এখন সবাই বলছে, নেত্রী যাকে ভাল মনে করেন তাই হবে, তার সিদ্ধান্তই চুড়ান্ত!! কিন্তু নির্বাচন সামনে এলে নেতাদের এমন প্রতিশ্রুতি মনে থাকবে তো?
২) তবে হ্য হাসুপার ব্রেইন কম্পিউটার কেও টেক্কা দেয়! এমনও তো হতে পারে সবাইকেই ফরম নেয়ার জন্য বলা হয়েছিল যাতে করে বিএনপি সহ সবাই ভাববে যে আওয়ামীলীগ আওয়ামীলীগ মারামারি করে মরুক আর ঐক্যজোট টিকে যাক " এরকম একটি ধোয়াশা সৃষ্টির আশায়।
৩) তবে মারামারি হবে না কারন নির্বাচনের টিকেট যিনি পাবেন, রাতারাতি সকল নেতা কর্মী তার হয়ে যাবে কারন নেতাকর্মী দের আগামী ৫ বছর তো পেটে ভাত জোটাতে হবে তাই নয় কি? যেমনঃ মাশরাফি ভাই নোমিনেশন কার্ড পাওয়ার পর নড়াইলবাসীর সবাই তার পেছনে দেখা গেল। ১) এখন সবাই বলছে, নেত্রী যাকে ভাল মনে করেন তাই হবে, তার সিদ্ধান্তই চুড়ান্ত!! কিন্তু নির্বাচন সামনে এলে নেতাদের এমন প্রতিশ্রুতি মনে থাকবে তো?
২) তবে হ্য হাসুপার ব্রেইন কম্পিউটার কেও টেক্কা দেয়! এমনও তো হতে পারে সবাইকেই ফরম নেয়ার জন্য বলা হয়েছিল যাতে করে বিএনপি সহ সবাই ভাববে যে আওয়ামীলীগ আওয়ামীলীগ মারামারি করে মরুক আর ঐক্যজোট টিকে যাক " এরকম একটি ধোয়াশা সৃষ্টির আশায়।
৩) তবে মারামারি হবে না কারন নির্বাচনের টিকেট যিনি পাবেন, রাতারাতি সকল নেতা কর্মী তার হয়ে যাবে কারন নেতাকর্মী দের আগামী ৫ বছর তো পেটে ভাত জোটাতে হবে তাই নয় কি? যেমনঃ মাশরাফি ভাই নোমিনেশন কার্ড পাওয়ার পর নড়াইলবাসীর সবাই তার পেছনে দেখা গেল।১) এখন সবাই বলছে, নেত্রী যাকে ভাল মনে করেন তাই হবে, তার সিদ্ধান্তই চুড়ান্ত!! কিন্তু নির্বাচন সামনে এলে নেতাদের এমন প্রতিশ্রুতি মনে থাকবে তো?
২) তবে হ্য হাসুপার ব্রেইন কম্পিউটার কেও টেক্কা দেয়! এমনও তো হতে পারে সবাইকেই ফরম নেয়ার জন্য বলা হয়েছিল যাতে করে বিএনপি সহ সবাই ভাববে যে আওয়ামীলীগ আওয়ামীলীগ মারামারি করে মরুক আর ঐক্যজোট টিকে যাক " এরকম একটি ধোয়াশা সৃষ্টির আশায়।
৩) তবে মারামারি হবে না কারন নির্বাচনের টিকেট যিনি পাবেন, রাতারাতি সকল নেতা কর্মী তার হয়ে যাবে কারন নেতাকর্মী দের আগামী ৫ বছর তো পেটে ভাত জোটাতে হবে তাই নয় কি? যেমনঃ মাশরাফি ভাই নোমিনেশন কার্ড পাওয়ার পর নড়াইলবাসীর সবাই তার পেছনে দেখা গেল।
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন:
মন্তব্যটা মগজহীন ফরমেটে দেয়া হয়েছে, আমি মুছে দেবো; আপনার বলার কিছু আছে?
৪৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখ হাসিনা যদি প্রতি এলাকায় গড়ে ৬/৭ জন বিদ্রোহী প্রার্থীকে থামান,
বাকী ৫/৬ জনের বিদ্রোহের কারণে,
আওয়ামী লীগের প্রার্থীর ফেল করার সম্ভাবনা শতকরা ৬০ ভাগের বেশী।
..................................................................................................
আপাত দৃষ্টিতে এরকম মনে হতে পারে, বাস্তবে ভোটের আগের দিনও
হিসাব ঘুরে যায় ।
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
ভোটের আগের দিনও হিসাব ঘুরে যায়; কারণ, এরা রাজনীতি করে না, রাজনীতিহীন দল করে, নীতিহীন দল করে
৪৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩
হাসান রাজু বলেছেন: বিএনপি আর জিয়াদের দুর্নীতি না হলে প্রবাসী ভাইদের বউ ফেলে অন্যদেশে পরিশ্রম করে সংসার চালাতে হত না। এদেশে ফাতেমাদের চালচুলোহীন আর সেলাই দিদিমণিদের রক্তচুষারা নব্য ধনী হত না। এমন আবেগি আর জনতার আর্থ সামাজিক অবস্থার বর্ণনা করেন আমাদের জনাব চাঁদগাজি সাহেব।
আপাত দৃষ্টিতে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষদের ব্যাপারে ভীষণ মানবিক।
কিন্তু একটু খেয়াল করলে দেখবেন এই সব খেটে খাওয়া মানুষদের প্রতি সামান্যতম আবেগ ও মন থেকে আসেনা উনার। প্রবাসী এইসব বাংলাদেশিদের পেশা ও তাদের হত দরিদ্র জীবনযাপন নিয়ে ব্যাঙ্গ করতে সামান্যতম বিবেক ধ্বংসনে ভোগেন না উনি (বিবেক জিনিসটা আগে থাকতে হবে তো)।
উনি বিএনপি আর জিয়া ফ্যামিলি কে সমালোচনা করতে প্রবাসী, ফাতেমা, দিদিমণিদের দুঃখের ভাগিদার হন । কিন্তু সামান্য এক প্রবাসী বিএনপি সমর্থককে নাস্তানাবুদ করতে (তাও শুধুমাত্র একটা মন্তব্যের প্রতিউত্তরে) এইসব সৌদি প্রবাসী শ্রমিকদের হেয় করে মন্তব্য করেন এরা উট চড়ায় আর বালিতে ঘুমায়।
সত্যি আমাদের শ্রমিক প্রবাসী ভাইরা কষ্ট করে, উট চড়ায় আর বালিতে ঘুমায়। ঐ লোকটিকে অপমান করতে এই দুঃখী শ্রমিক প্রবাসিদের এমন নাজুক জীবনযাপনকে হেয় করবেন কেন? মানবিকতার মুখোশ খসে পরছে বারবার।
অন্ধ এবং কট্টর সমর্থক জুটাতে চাঁদগাজি সাহেবরা বিএনপি, আঃ লীগ বা জামাত থেকে কম যান না। গত কয়েক বছর ধরে দেখছি, হাসিনা কোন ভুল বকেছেন তো তার চামচারাও তাকে অনুসরন করে সেই ভুলটাই এমন ভাবে চালিয়ে যান যেন দেখে মনে হয় সেটা কোন ভুলই না। হা হা হা ....... চাঁদগাজি সাহেবের ও সাগরেদ জুটেছে যিনি লিখেছেন "হাইস্কুল ফেইল করে প্রবাসে গেলে যা হয় !!!" উস্তাদের চেয়ে ও মানবিক । *** এই লেখা কারো শ্রদ্ধানুভূতিতে আঘাত হানলে অনুরোধ থাকলো, দয়া করে অনুভূতি গুলকে শক্ত হতে দিন। দুদিন পর আঃলীগের কিছু হয়ে গেলে চাঁদগাজি সাহেবের কষ্টের সীমা থাকবেন না। আর চাঁদগাজি সাহেবের কষ্ট আপনি কি করে সইবেন???
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
আপনার মগজের প্রসেসর'এর ক্ষমতা বাড়াতে হবে, উহা এখন ৫ম শ্রেণীর ছাত্রদের সমস্যা সমাধানের লেভেলে আছে।
৪৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কথা সত্য।
ভাবছি,
ড. কামাল কে রাষ্ট্রপতি আর বঙ্গবীরকে প্রধান মন্ত্রী করলে কেমন হয়?? (ওরে সালা! তার আগে তো নির্বাচনে জিততে হবে? হুদা সাব নিরপেক্ক নিবরাচন দিতে পব্বে তো??)
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা সুস্হ নির্বাচন করতে পারতেন এবার, উনার আর সুযোগ আসবে না, মনে হয়।
৪৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সেলিম আনোয়ার বলেছেন: রেফারি লাইনসম্যান( সিইসি, পুলিশ প্রশাসন, মাঠ প্রশাসন, সেনাবাহিনি.....দুদক, বিচারপতি সব আওয়ামীলীগের..... নিজেদের খেলোয়াড় আত্নঘাতি হলে কিছু করার নেই। তাছাড়া বিরুধীদলের বহুলোক জেলে মানে খেলোয়াড়ও মাঠের বাইরে। তারপর ও যে বক্তব্য তারা দিচ্ছেন। স্রষ্টা জানেন। আমি চাই ফেয়ার ইলেকশ। আর আমি আওয়ামীলী চায় জয়...ফেয়ার ইলেকশনে তাদের ভয় সংশয়, । বিরুধী দল এমন বৈরি পরিবেশে নির্বাচনে গিয়ে নির্বাচনের আগেই নৈতিক ভাবে বিজয়ী। হাছিনা বিরুধী দলে থেকে এমন বৈরি পরিবেশে নির্বাচনে যেতেন না বোধ হয়!!!!!
১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
যেই দলের প্রতিষ্টাতা শেখ সাহেব ও তাজুদ্দিন হত্যাকে কাজে লাগিয়ে দল করেছে, সেই দলের জন্য সুষ্ট নির্বাচন করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে না।
৪৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
অবেলার পানকৌড়ি বলেছেন: দয়া করে মুছবেননা! আমি ডিলেট করতে চেয়েছিলাম কিন্তু অপশন তো পেলাম না তাই আর ডিলেট করলাম না। রয়ে যাক।
১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
মন্তব্য করতে ভেবেচিন্ত করুন, আপনার মন্তব্য আপনার ব্যাপারে ধারণা দেবেন ব্লগারদের।
৪৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
অবেলার পানকৌড়ি বলেছেন: মন্তব্য ঠিকই ছিল কিন্তু বোল্ট করতে গিয়ে কিভাবে যে এতবার কপি হয়ে গেল তা বুঝতে পারিনি।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
চাঁদগাজী বলেছেন:
অসুবিধা নেই; মন খারাপ করবেন না
৪৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
অবেলার পানকৌড়ি বলেছেন: স্মার্টফোন থেকে বারবার রিফ্রেশ হওয়া, কমেন্ট লেখা বোল্ট করা, আন্ডারলাইন করা ইত্যাদি একটু বিরক্তিকরই মনে হয়।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০
চাঁদগাজী বলেছেন:
আপনি পোষ্ট লিখা শিখুন, যেসব বিষয় আপনার কাছে ভালো লাগে, সেইগুলো উপর লিখুন।
৫০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
অবেলার পানকৌড়ি বলেছেন: তবে আমি মনে করি আওয়ামী লীগ -আওয়ামী লীগ মারামারি করবে না কারন নির্বাচনের টিকেট যিনি পাবেন সব কর্মী তার হয়েই কাজ করবে কারন আগামী ৫ বছর তো তাদের খেয়ে পড়ে বাঁচতে হবে, তাই নয় কি?
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ জাতির ব্যবসা বাণিজ্য দখল করেছে, কিংবা ব্যবসা বাণিজ্য থেকে চাঁদাবাজি করছে! তারা দেশকে নিজের বাজারে পরিণত করেছে।
৫১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০
হাসান রাজু বলেছেন: আপনার মগজের প্রসেসর'এর ক্ষমতা বাড়াতে হবে, উহা এখন ৫ম শ্রেণীর ছাত্রদের সমস্যা সমাধানের লেভেলে আছে।
অনেকটা হাইস্কুল ফেল প্রবাসীদের মত তাই না ? (খুশি লাগতাছে আপনার মন্তব্য এনলাইজ করেছি। হা হা হা ......)
২০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
হাসেন; তবে, খেয়াল রাখেন, ৩ বার হাসলে সমস্যা আছে!
৫২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
অবেলার পানকৌড়ি বলেছেন: সব হিসেব নিকাশ যখন আপনার জানাই ছিল তখন শুধু শুধু এরকম পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির তো কোন মানে হয়না, তাই নয় কি?
২০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৪:১১
চাঁদগাজী বলেছেন:
আমার পোষ্ট সাধারণ মানুষেরা পড়েন না, পড়েন ব্লগারেরা; ব্লগারদের বিভ্রান্ত করার মতো বাংগালী খুবই কম আছে বাংলাদেশে; আপনি বিভ্রান্ত করার চেষ্টা করে দেখেন, তখন বুঝতে পারবেন।
৫৩| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
হাসান রাজু বলেছেন: ব্লগারদের বিভ্রান্ত করার মতো বাংগালী খুবই কম আছে বাংলাদেশে
এইক্ষেত্রে আপনি সফল । অন্তত ব্লগার ঠাকুর মাহমুদ ও নিউজপ্রিন্টের উপর আপনি বেশ প্রভাব বিস্তার করেছেন । ওনারা আগে কিছুটা বিভ্রান্ত ছিল, এখন পুরো আপনার বশে এসে গেছে।
২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমি ব্লগারদের বিভ্রান্ত করছি? ব্লগারদের নিয়ে আপনার ধারণা ভুল, এই জেনারেশনকে কেহই বিভ্রান্ত করতে পারবে না, আপনি চেষ্টা করে দেখুন!
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
নিউজপ্রিন্ট বলেছেন: ভয়ংকর তথ্য - ভোটের দিন সরকারী ডিউটি থেকে মুক্তি পাওয়ার একটি উপায়, রাস্তার পাশে ফুটপাতের দোকানের খাবার খেয়ে পেট খারাপ করে ঢাকা কলেরা হাসপাতালে ভর্তি নিতে হবে - জরুরী ।