নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৩৮ বছরের দলীয় সভাপতির কাছে ৩৫ বছরের সভাপতি গণতান্ত্রিক নির্বাচন চায়

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫



কেহ যদি একটি দলের সভাপতি থাকেন ৩৫ বছর, এবং তিনি যদি গণতান্ত্রিক সুস্হ নির্বাচন চান, তাঁকে গণতান্ত্রিক সুস্হ নির্বাচন কে দেবে?

শেখ হাসিনা ৩৮ বছর আওয়ামী লীগের সভাপতি, বেগম জিয়া ৩৫ বছর ধরে বিএনপি'র সভাপতি; ২ জনের মাঝে কোন জন গণতান্ত্রিকভাবে পদে আছেন, কিংবা ছিলেন? নিরপেক্ষ, সুস্হ নির্বাচন হলো গনত্ন্ত্রের ২য় পদক্ষেপ; প্রথম পদক্ষেপ হলো, গণতান্ত্রিক দল ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কেন্ডিডেট! শেখ হাসিনা ও বেগম জিয়া একা দলের কেন্ডিডেট দেয়া কি গণতান্ত্রিক ছিলো কোনভাবে?

৩৮ বছরের সভাপতি নিয়ে একদল নির্বাচন করতে যাচ্ছেন, আরেক দল যাচ্ছেন ৩৫ বছরের সভাপতির দল হিসেবে; আপনারা কি কারণে মনে করছেন যে, এদের নির্বাচনে সবাই নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবেন? আপনারা সুস্হ, নিরপেক্ষ ভোট চাচ্ছেন অসুস্হ গণতান্ত্রিক ২টি দলের ভোটে!

শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম শুরু হয়েছে, ১৯৭৫ সালের আগষ্ট মাসে, উনার পিতা ও পুরো পরিবারকে মিলিটারী হত্যা করার দিন থেকে। সেইদিন থেকে জেনারেল জিয়াও রাজনৈতিক কার্যকলাপ শুরু করেছিলেন; শেখ হাসিনা করেছেন বৈধ পথে, জেনারেল জিয়া এগিয়েছেন অবৈধ পথে।

১৯৮১ সালে শেখ হাসিনা দেশে প্রবেশ করেছেন রাজনীতি করার জন্য, দেশে উনার জন্য কি অপেক্ষা করছিলো? তিনি ভয়ংকর রিক্স নিয়ে দেশে প্রবেশ করেছিলেন, যেই দেশে শাসনতান্ত্রিকভাবে উনার বাবা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রাইম মিনিষ্টারের হত্যার বিচার বন্দ্ধ করা হয়েছিলো।

১৯৭৫ সালে, যেদিন থেকে উনার রাজনৈতিক কার্যক্রম শুরু হয়েছিলো, এরপর, যেদিন তিনি বাংলাদেশে প্রবেশ করেছিলেন, সেইদিন গুলোর তুলনায়, রাজনীতি নিয়ে আজ অবধি উনার ভাবনা কি বদলেছে? না বদলায়নি, সেজন্য তিনি ৩৮ বছর আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন না। ৩৮ বছর পদে থেকেও তিনি নিজের দলের কাছে, দেশের অর্ধকের বেশী মানুষের কাছে গণতান্ত্রিক।

সেনা বাহিনীর ২য় পদে থেকে, সুযোগ মতো ১ম পদ দখল করে, দেশের সামরিক প্রধান হয়ে, দেশে রাজনৈতিক দল গঠন কি গণতান্ত্রিক? যাদের কাছে ইহা গণতান্ত্রিক, তাদের কাছে শেখ হাসিনার ৩৮ বছর, বেগম জিয়ার ৩৫ বছর অবশ্যই গণতান্ত্রিক হওয়ার কথা; এবং বর্তমান ভোটও সুস্হ হওয়ার কথা।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

সেলিম৮৩ বলেছেন: অাজীবন মেয়াদ। ইহা পরিবারতন্ত্র। অাপনার অামার মাথাব্যথায় মাথাকাটা ছাড়া কি-বা উপায় অাছে?

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনারটা পরিবারতন্ত্র নয়; উনার বাবা চাননি যে, উনি রাজনীতি করুক, আওয়ামী লীগ উনাকে ঠেকায়ে দিয়েছিলো, উনি কৌশলে আওয়ামী লীগের রাজনীতি নিজের দখলে নিয়েছেন।

বেগম জিয়ারটা ছিল পরিবার তন্ত্র; বেগম জিয়া প্রাইম মিনিষ্টার থাকাকালীন তারেক জিয়া হাওয়া ভবন থেকে আরেকটা সরকার চালিয়েছে।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

শাহাদাত নিরব বলেছেন: প্রথম ৮/৯ লাইন পড়ে আতংকিত হয়ে গেলাম গাজী সাহেব এখনো জিয়া/খালেদা কে নিয়ে কিছুই বলেনি।
এমন ভাবতে ভাবতে সামনের লাইনে এসেই পড়েছে। শেখ হাসিনা করেছেন বৈধ পথে, জেনারেল জিয়া এগিয়েছেন অবৈধ পথে।
শেখ হাসিনার টা বৈধ হলো কি ভাবে ? শেখ সাহেব নিজেই তো বৈধ ভাবে দিয়ে যান নি তবে পরবর্তিতে কি ভাবে বৈধ হলো ।
তবুও আপনার লেখা সবার আগে পড়ি ।
ধন্যবাদ প্রিয় ভাই ।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


দল উনাকে পদ দিয়েছে।

জেনারেল জিয়া ২০ জন অফিসারের হত্যাকান্ডকে নিজে দখল করে, সেনা-প্রধানকে বাদ দিয়ে নিজে সেনা-প্রধান হন, এটা ছিলো ষড়যন্ত্র; এরপর, সামরিক এডমিনিষ্ট্রেটর থাকাকালীন কেন্টনমেন্টে জাগো দলের কার্যক্রম শুরু করেন।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রথম অপশনটাকে নিয়ে বলার কিছুই নেই, কারণ এর থেকে ভালো কোন কিছুই আসবেনা আপাতত।

দ্বিতীয় অপশনটাকে নিয়ে ভাবা উচিৎ এ জন্য যে, আমরা চাইলেই ভালো কিছু করতে পারি নিজ নিজ অবস্থান থেকে হলেও।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সাল থেকে নাগরিকারা "নিজ নিজ অবস্হান থেকে" বিদেশ গিয়ে চাকুরী করছে, রেমিটান্স পাঠাচ্ছে; রাজনীতিবিদেরা মিলিওনার হচ্ছে, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ছে।

নাগরিকেরা বিদেশে কামলা খাটছে, রাজনীতিবিদরা বিদেশে ঈদ করছে।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে কোন একজন উদারতা দেখালেই সব সহজ হয়ে যায়...

২৮ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা উদারতা দেখানোর মতো অবস্হানে নেই; উনার পিতাসহ পরিবারকে হত্যা যারা করেছে, তারাই বিএনপি প্রতিষ্ঠা করেছে; উনার উচিত, ডা: বদুদ্দোজা, ড: এমাজুদ্দিনদের শাস্তি দেয়া।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

রাজীব নুর বলেছেন: রাজনীতি করতে মন চায় আমার।
এমপি হবো। মন্ত্রী হবো।
দূর্নীতি করবো না। মন দিয়ে নিজের আসনের জন্য কাজ করে যাব। দৃষ্টান্ত হয়ে থাকব।

তবে দেশের কথা চিন্তা ভাবনা করলে- উন্নয়নের কথা ভাবলে তুলনা করলে- আওয়ামীলীগের ক্ষমতায় আসা উচিত। তারা কাজ বেশী করে।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ টিকে আছে বিএনপি-জামাত থাকাতে, না'হয় উহা মুসলিম লীগের মতো বিলুপ্ত হয়ে যেতো; তারা জাতিকে বাজার বানায়ে ব্যবসা করছে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি বলি এটা আওয়ামীলীগ ও বিএনপির রাজতন্ত্র

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


রাজতন্ত্রে ক্ষমতা বদল ভোটে হয় না, শক্তি লাগে; বাংলাদেশের বেলায় সেটাই হচ্ছে

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

নূর আলম হিরণ বলেছেন: বদরুদ্দোজা চোধুরী বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। উনিও উনার বাবার হত্যাকাণ্ডের বেনিফিসিয়ারী। আজ উনার সাথে বসে শেখ হাসিনা সংসদের আসন ভাগাভাগি করছেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা একেবারে শুন্য থেকে শুরু করে, এখানে এসেছেন অনেক কৌশল প্রয়োগ করে; না'হয় ঢাকা কেন্টনমেন্ট (বিএনপি-জামাত) উনাকে হজম করে ফেলতো; উনি ডা: বদরুদ্দোজাকে অবশ্যই চিনেন। উনার একটা সমস্যা হচ্ছে, উনি মানুষের জন্য উন্নয়ন কম করেছেন, সেটার জন্যও উনাকে বিবিধ কৌশল করতে হয়।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আহেন ভাই ইনুর দলে যোগ দেই,সেটা খুবই গনতান্ত্রিক।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য কেহ বসে নেই, ইনুও তার নিজের পথ খুঁজে নিচ্ছে

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি শুধু একটা কথাই বলবো।ডঃ এমাজ উদ্দিন সাহেবের বই গুলো পড়লে বেশ রসবোধক লাগে। তিনি উপন্যাসিক হলে ভালো হতো

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


উনি বেগম জিয়ার দীর্ঘদিনের এডভাইজার, বেগম জিয়া জেলে আছেন!

১০| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

হাসান রাজু বলেছেন: কুমির একটি উভচর প্রানি। ................. তার একটি লেজ আছে ।লেজটি দেখতে খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা ..................

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:



৬ বছর কুমীরের গল্প করেছেন, আগামী ৬ বছর শিয়ালের গল্প করেন; ১ যুগ ব্লগিং হয়ে যাবে।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

নূর আলম হিরণ বলেছেন: ১৫০ জন সাবেক সামরিক কর্মকর্তা আওমীলীগে যোগ দিয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


এরাই এক সময় দেশ চালাতো বিএনপি'র মাধ্যমে; আওয়ামী লীগ বিএনপি'র স্হান দখল করেছে; জেনারেল জিয়ার পথই এখন আওয়ামী লীগের পথ।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

নজসু বলেছেন:





হাসিনা-খালেদা
অসম্ভব ভাগ্যবতী দু'জন মহিলা।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


উনারা ২ জন পুরো জাতির ভাগ্যে লাথি মেরেছেন

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

হাসান রাজু বলেছেন: প্রসেসর খুবই দুর্বল আপনার। আপডেট নিতে পারলে কুমিরের গল্প কে করে বুঝতে পারবেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্লগিং করার চেষ্টা করেন, কুমীরের গল্প ব্লগের জন্য যথেষ্ঠ নয়।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আচ্ছা অনেকেই বলা বলি করছে একটা কথা, ডঃ কামাল হোসেনের মূল পলিসি বিএনপিকে আরো অধঃপতনে নিয়ে আসা। কথাটি কিন্তু আমি বলছি না, শুনেছি।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



না, ওটা সঠিক নয়; ড: কামাল হোসেন দেশের শতকরা ৫ ভাগ উঁচু ধনীক শ্রেণীর মানুষ; শেখ সাহেবের ভাবনা ছিলো, কিছু মানুষ যেন সব দখল করে বিশাল ধনী না হয়, সেটা ছিল "বাকশাল"; কামাল সাহেব সেইদিক থেকে শেখ সাহেবকে সাপোর্ট করেননি; জেনারেল জিয়া বাংলাদেশে বিএনপি করেছে জাতিকে ক্যাপিটেলিজমে নেয়ার জন্য; ফলে, ড: কামাল সেইদিক থেকে জেনারেল জিয়ার আদর্শের লোক।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য.....
আপনার জন্য শুভ কামনা নিরন্তর।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আমরা মত বিনিময় করার সুযোগ পেয়েছি; ভালো থাকুন।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

হাসান রাজু বলেছেন: সেইটাই তো বলছি। খাঁজ কাটা , খাঁজ কাটা গল্প আর কত চালাবেন ?

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:



৪ বছর যখন চলে আসছে, আরো চলবে।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দলেও গণতন্ত্র দরকার।
দুই বারের বেশী সভাপতি নয়।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র সভাপতি ৩৫ বছর ক্ষমতায়, তারা সুস্হ নির্বাচন চায়, এগুলো পিগমীদের দল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.