নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: কামালের সুমতি, উনি সব ধরণের অপমান থেকে বেঁচে গেলেন?

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯



ড: কামাল হোসেন শেষ মহুর্তে এসে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, মনে হয়; উনি নমিনেশন পেপার জমা দেননি; প্রথমত: উনি বুঝতে পেরেছেন যে, উনার বিজয়ের কোন সম্ভাবনাই নেই; এরপর আরো অনেক কারণ থাকতে পারে; তার মাঝে একটা বড় কারণ হতে পারে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের স্মৃতি, শেখ সাহেব উনাকে আজকের কামাল হোসেন বানায়েছেন, বিএনপি-জামাতকে সাহায্য করা উনার পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার সমান।

মনে হচ্ছে, এবারের ভোটে, উনি ক্ষমতার কথা উনার এলিট পজিশন থেকে ভেবেছিলেন: কর্নেল ফারুক, সালমান রহমান, আলম ব্রাদার্স, ওরিয়ন, বসুন্ধরা, ওয়ায়দুল কাদের, তোফায়েল আহমেদরা ক্ষমতায় থাকলে, আবদুল আউয়াল মিন্টু, নোমান, মেজর মান্নান, ডা: জাফর উল্লাহ, আমান উল্লাহ আমানেরা, মিন্টুর ছেলেরা, গয়েস্বর রায়েরা থাকবে না কেন? এরা তো সবাই একই গোত্রের, কেহ ক্ষমতায়, কেহ কেন অক্ষমতায়?

উনি বেগম জিয়ার মুক্তি চেয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছিলেন; বেগম জিয়া মুক্তি পেতে পারেন না, সেটা তিনি অনেক সময় অবধি বুঝতে পারেননি; মনে হয়, এখন উনার সুমতি হয়েছে, উনি বুঝতে পেরেছেন যে, বেগম জিয়া এই দেশের কয়েক কোটী মানুষকে তাঁদের অধিকার থেকে বন্চিত করেছেন, জেলই উনার আসল ঠিকানা; উনার দলের হয়ে ভোট করা ঠিক হচ্ছে না।

এগুলো আমার অনুমান; এ ছাড়াও অন্য কারন থাকতে পারে! কারণ যাই হোক না কেন, উনি শেষ মহুর্তে এসে নিজের মুখ রক্ষা করেছেন কমপক্ষে! উনি সাধারণ বাংগালীদের জন্য কোনদিন কথা বলেননি; তবে, তিনি বিএনপি'র কেহ নন, বেগম জিয়ার কেহ নন; উনি একদিন শেখ সাহেবর সাথে ছিলেন, তাজুদ্দিন সাহেবের সাথে ছিলেন।

এই ভোটে কি হবে বলা মুশকিল; তবে, বিএনপি-জামাতের মনোভাব বদলাবে না; তারা বাংগালী জাতির জন্য রাজনীতি কখনো করবে না; ওদের একমাত্র উদ্দেশ্য শেখ হাসিনাকে পরাজিত করা; শেখ হাসিনাও তা জানেন, মনে হয়। ভোটে যা হওয়ার হবে, আপাতত ড: কামাল সাহেব নিজের মানসন্মান রক্ষা করেছেন, এতে সন্দেহ নেই!

মন্তব্য ৬৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

তারেক ফাহিম বলেছেন: শিরোনামে প্রশ্নবৃদ্ধ করে রেখেছেন পাঠককে।

ভোটে যা হওয়ার হবে, আপাতত ড: কামাল সাহেব নিজের মানসন্মান রক্ষা করেছেন, এতে সন্দেহ নেই!

শেষাংশে আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন B-)

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


আমার পোষ্টে আমি পাঠকের মতামত বুঝতে চাই; তবে, পাঠকের আগে, আমি আমার মতামত জানাতেও ভালোবাসি

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তিনি বুঝাইলেন। চাচা আপন প্রাণ বাচা। এখন দেখি আরো যে চাচারা ডিগবাজি দিয়ে লীগ ছেড়ে গাদ্দারি করেছে। তারা কি করে
।। যে থালায় খায়, সেই থালায় ছিদ্র করতে চায়।।। এরা।।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


লীগে ১ সীটে গড়ে ১৩ জন ছিলো, সেখান থেকে ২ জনে এনেছে শেখ হাসি অনেক সীটে; লীগ লীগকে পরাজিত করবে এবার। ড: কামাল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। উনি দাঁড়াতে চাইলে, শেখ হাসিনা উনাকে যায়গা করে দিতেন।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

ভীতু সিংহ বলেছেন: হয়তো ক্ষমতায় আঃলীগই থাকবে। তবে আমাদের মত আমজনতার ভাগ্যের কোন পরিবর্তন হবে না।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


গত ২ মাসে সাধারণ মানুষ সম্পর্কে কোন দল, কোন রাজনীতিবিদ, কোন মিডিয়া ১টা শব্দও বলেনি; ভোট হচ্ছে দলে লোকদের সম্পদ দখল ও ক্ষমতায়নের জন্য

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

শাহাদাত নিরব বলেছেন: ডঃ কামাল হোসেন কেনো নমিনেশন দাখিল করেন নি সেটা আপনার ধারনা এক রকমের বাকীদের ধারনা অন্য রকমের ।
আপনি বলেছেন উনার বিজয়ের কোনো সম্ভাবনা নেই তার মানে উনি এম পি হওয়ার অনুপযুক্ত তাহলে কি মমতাজ এম পি হওয়ার উপযুক্ত ? যিনি শেখ সাহেবের বা তাজ উদ্দিন দের সাথে সাথে ছিলেন তিনি উপযুক্ত নয় আর মমতাজ শেখ সাহেব কে নিয়ে গান গেয়ে উপযুক্ত হয়ে গেছে।
তার মানে ব্যাক্তি প্রাধান্য নয় দল প্রাধান্য দিয়েই নির্বাচনে লড়ে যেতে হয়।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


যদি আপনার ধরণা সত্য হয়, অনেক ভালো হবে।

তবে, আমার ধারণা, উনার ভোটে অংশ গ্রহ না করার ১ নং কারণ হলো, উনি কোন অবস্হায় জিততে পারবেন না দেখে অংশ নিচ্ছেন না।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

বলেছেন: বিএনপি জামাত জনগণের জন্য রাজনীতি করেনা, করে খালি আওয়ামী লীগ, তাই না! এরকম ভোঁতা মার্কা একচোখা দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি রাজনৈতিক ব্লগার হলে কি করে?

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


বর্তমান আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, এ কথা আমি কোথায়ও বলিনি; আপনি প্রশ্নফাঁস জেনারেশনের মানুষ, কোথায় কি শুনেছেন, আপনার পিগমী প্রসেসর উহা ঠিকমত কম্পাইল করেনি।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

ব্লু হোয়েল বলেছেন: ডঃ কামাল হোসেন ক্ষণজন্মা বাংলাদেশী বাংগালী ।
ডঃ কামাল নিজ যোগ্যতায় বিদেশ কাটিয়ে দিলেও এদেশের লোকজনের কিছুই করার ছিল না।
যেমন আপনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষে আমেরিকায় পাড়ি জমিয়েছেন উন্নত জীবনের লক্ষ্যে ।
কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন হওয়ার পর বঙ্গবন্ধু ও তাজুদ্দিন সাহেবরা তাকে চেনেন ।
তাঁর মেধা মনন যোগ্যতায় তাঁকে এই পর্যায়ে নিয়ে গেছে কারও করুণায় নয়।
দেশপ্রেমিক হলে আমার ধারণা আপনিও বর্তমানে
বঙ্গবন্ধু ও তাজুদ্দিনের গড়া দলের বিপক্ষে থাকতেন ।

আবার ডাঃ জাফর উল্লাহ চৌধুরী’র প্রতি মাছ চুরিসহ যেসব মামলাগুলো
দায়ের করা হয়েছিল একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রতি সহমর্মিতার
কোন পোষ্ট দেখি নি বরং তার সম্পর্কে নেতিবাচক কথাই দেখছি ।
কারণ আপনার ব্লগিং কারও পেইড এজেন্টের প্রতিচ্ছবি ।

নির্বাচনে ডঃ কামালের পাস ফেল কোন ব্যাপার না । উনি যোগ্য কি অজ্ঞ দেশবাসী ভাল জানেন ।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও একাধিক আসনে নির্বাচন করে সব ক’টি আসনে জিততে পারেননি ।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমি কি আমেরিকা পাড়ি জমায়েছি, না বাংলাদেশে থাকি সেটা আপনি ঠিক মত না জেনে, ব্লা ব্লা করে যাচ্ছেন; সেজন্য আপনাদের কথাবার্তা কেহ শুনতে চাহে না।

ড: কামাল এলিট বাংগালী, উনি এলিটদের ৫০০ ভোট পেতে পারেন, এটুকুই

৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

বাকপ্রবাস বলেছেন: মানুষ চায় গণতন্ত্র ফিরে আসুক। ড. কামাল কান্ডারী হয়ে এসেছেন। ওনি যদি এবার সফল হয় তাহলে মুজির জিয়ার পর তৃতীয় বড় নেত হয়ে যাবেন। ওদের মানে না হলেও ২য় ধাপের প্রথম মানের হবেন। দেখা যাক নির্বাচন সুষ্ঠু হয় কিনা। ন্যুনতম সুষ্ঠু হলে ড. কামাল সফল হবে বলে মনে করি।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


উনি শেখ সাহেবের কারণে আজকের ড: কামাল; উনি শেখ সাহেবের ও তাজুদ্দিন সাহেবের হত্যার বিচারে সরাসরি ভুমিকা রাখননি; ফলে, উনি প্রফেশানেল এলিট বাংগালী হিসেবে বিদায় নেবেন, উনি বেগম জিয়ার মুক্তির জন্য শেখ হাসিনার সাথে দেখা করেছেন; কিন্তু শেখ হত্যার বিচারের জন্য জেনারেল জিয়া, সাত্তার, বা এরশাদের সাথে দেখা করেননি।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

হাসান রাজু বলেছেন: এই পোস্টে একজায়গায় লিখলেন, শেখ সাহেব কামাল হোসেন কে কামাল হোসেন বানিয়েছেন । আগের এক পোস্টে পড়লাম, শেখ সাহেব কামাল হোসেনকে নিয়ে আন্তর্জাতিক মিটিং এ উপস্থিত হয়ে বাকিদের দেখিয়ে দিতেন আমাদের কাছে ও মাথা ওয়ালা আছে ।
কে কাকে ব্যাবহার করল ? কে কার কাছে কৃতজ্ঞ থাকা উচিত? এই প্রশ্ন আপনার কাছে?

আমার ভাবনাটুকুও শেয়ার করা উচিত। ডঃ কামাল হলেন দেশের সম্পদ। শেখ সাহেব দেশের নেতা ছিলেন। দেশের সম্পদকে সর্বোচ্চ ব্যাবহার করা নেতার কর্তব্য। দেশের কাজে কাজ করা সু-নাগরিকের কর্তব্য। দুজন ব্যাক্তিই তাদের অবস্থান থেকে সর্বোচ্চ সেবা করেছেন। একজন আরেকজনকে সম্মান করবেন, ধন্যবাদ জানাবেন এটা তাদের বিনয়। একজনের উপর আরেকজনকে অবস্থান করিয়ে আমরা আমাদের হীনমন্যতাটা প্রকাশ করি। এটা অনেকের স্বভাবজাত ।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


ইয়াহিয়া যখন ১৯৭১ সালে শেখ সাহেবের সাথে মিটিং করতেন, বাংগালীদের মাঝে পশ্চিমে পড়া, ভালো ইংরেজী জানা লোক ছিলো না; কামাল সাহেব ইনরেজী তো বলতে পারতেন; কি বালচাল বলতেন সেটা বড় কথা নয়, কিন্তু ইংরেজীতে বলতে পারতেন; আর লন্ডনের রাস্তার স্যুট তো ছিলো। তখনকার দিনে, আপনাদের পরিবারে কারো স্যুট নিশ্চয় ছিলো না।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: প্রণব সাহার যদি এ্যাবিউসিং অভ্যাস থাকে তাইলে সে নিশ্চয় অনেক মেয়েকেই এ্যাবিউস করেছে। প্লিজ সবাই আওয়াজ দাও? এদের মুখোশ খোলাটা জরুরি।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনার চোখের অবস্হা কি রকম?

১০| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

আলআমিন১২৩ বলেছেন: ডঃকামাল ভোটে দাড়াবেন না।তাই চাদগাজী সাহেবের খুশির জোয়ার উপচে পড়ছে। কারন কি। এতে আপনার বা আপনার পছন্দের দলের লাভলোকসান কি?

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল এলিট বাংগালী, উনি বাসায় উদুতে কথা বলেন; উনার ব্যাপারে আমি উৎসাহী নই; আপনি উৎসাহী হওয়ার কথা

১১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাহলে কি মির্জা সাহেবই আগামীর প্রধানমন্ত্রী?

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


মির্জা সাহেব ভোটে জিতে 'বেগম জিয়াকে মুক্ত' করবেন, এটুকু উনি বলেছেন; উনি বিএনপি'র অস্হায়ী সেক্রেটারী ছিলেন ৫ বছর; এবার হয়তো দেশের জন্য ৫ বছরের অস্হায়ী প্রাইম মিনিষ্টার হতে পারেন।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

কলাবাগান১ বলেছেন: ৫০ কোটি টাকা ইনকাম করে যে একাউন্টে টাকা রেখেছেন সেটার কর ফাকী দেওয়ার জন্য লুকিয়ে রেখেছিলেন ড: কামাল যেটা একাউন্ট নাম্বার ব্যাংকের নাম সহ গতকাল প্রকাশ হয়েছে...উনি করবেন দূর্নীতি দুর???

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল একজন বাংগালী ধনী মানুষ, উহার বাইরে উনার কোন গুণ নেই

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

ঢাবিয়ান বলেছেন: দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করতে না পারলে কেউ রেহাই পাবেন না বাছাধন।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


ভোটে জৈি না হতে পারলে, শুধু আওয়ামী লীগ নয়, জামাত পুরোদেশ আক্রমণ করে বসতে পারে।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

পবিত্র হোসাইন বলেছেন: ইহাই রাজনীতি ।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যেইভাবে বুঝেন, সেটাই হয়তো আপনার জন্য রাজনীতি; ড: কামাল বাংলার এলিট ধনী, এর থেকে অন্য কিছু নন; লিলিপুটিয়ান ভয় পেয়ে গেছে

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: ভোটে জৈি না হতে পারলে, শুধু আওয়ামী লীগ নয়, জামাত পুরোদেশ আক্রমণ করে বসতে পারে =p~ =p~ =p~ =p~

কাউয়্যার যোগ্য অনুসারী ।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


৭১' সালেও আপনি জামাতের পক্ষে ছিলেন?

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ড. কামাল নির্বাচনে দাঁড়াবেন না এটা তো পুরোনো খবর! আপনি এতে অবাক হওয়ার কী দেখলেন? উনি গণফোরাম প্রতীক নিয়ে না জিততে পারেন, কিন্তু 'ধানের শীষ' প্রতীকে উনার হারার সম্ভাবনা কম ছিল।ড. কামাল ঐক্যফ্রন্টের প্রধান, বন্দী খালেদা - এসব সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বিএনপি ক্ষমতায়ও যেতে পারে!...

৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি জানতাম, উনি সাহস করে ভোটে দাঁড়াবেন না; কিন্তু এই বিষয়ে পোষ্ট না দেয়ায়, আমি চুপ করে আছি; তবে, এটা ইংগিত করছে যে, কেহ শেখ হাসিনাকে আপাতত থামাতে পারছে না।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: ডক্টর কামাল হোসেন শেষ পর্যন্ত নিজের আত্মসম্মান ধরে রাখার জন্য চেষ্টা করেছেন, তবে তার দোদুল্যমান মন মানষিকতা তাকে দেশের কাছে ও আর্ন্তজাতিক ভাবে তার নিজের মান নিজে ক্ষুন্ন করেছেন । যখন সারা দেশে প্রেসিডেন্ট হোসাঈন মোহাম্মদ এরশাদ নিয়ে রম্য চলে তখন সময়ের কাছে প্রশ্ন “ডক্টর কামাল হোসেন কোন লেভেলের জ্ঞান রাখেন” ?

৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব উনাকে রাজনীতিবিদ বানাতে চেয়েছিলেন; ড: কামাল ছিলেন প্রফেশানের খোঁজে; এখন উনি ধনী এলিট বাংগালী, যারা সাধারণ মানুষদের মেয়েকে চাকরাণী হিসেবে রেখে ভালো জীবন যাপন করেন।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

হাসান রাজু বলেছেন: বুঝলাম ৭১ এ আমার পরিবারে কারো স্যুট ছিল না । আর ডঃ কামাল লন্ডনের রাস্তা থেকে কেনা স্যুট ব্যাবহার করতেন।
মূল প্রসঙ্গে কিছু বললেন না। বারাবরের মত এড়িয়ে গেলেন?

৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:



মুল প্রসংগ হলো, শেখ সাহেব ড: কামালকে রাজনীতিবিদ বানাতে চেয়েছিলেন; ড: কামাল উনার আইন ব্যবসাকে বড় করেছেন।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

রাফা বলেছেন: এখন উনি সব গুবলেট পাকিয়ে ফেলছেন।পক্ষান্তরে রাজাকার আর আদালতে দূরণিতিবাজ প্রমাণিতদের প্রমোট করে ফেলছেন।এতদিনের যা অর্জন ছিলো তা প্রশ্নবিদ্ধ হবে।বিএনপি/জামাত ও রাজনৈতিক এতিমদের দ্বারা ব্যাবহ্রত হলেন।

৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



রাজাকারেরা সাধারণ মানুষকে মেরেছে, সাধারণ মানুষের বউ ঝি'দের উপর অত্যাচার চালায়েছে; ড: কামালেরা এটা নিয়ে মাথায় ঘামায় না।

২০| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
ডক্টর কামাল মুলত একজন আন্তর্জাতিক আইনজীবি।
উনি সিমিটার, অক্সিডেন্টাল প্রভৃতি কম্পানীর পক্ষে ও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে মামলা লড়েছেন। গরীব ক্ষতিগ্রস্থ নাগরিকদের ক্ষতিপুরন বঞ্চিত করেছেন।
বর্তমান অবস্থায় মৃতপ্রায় বিএনপি-জামাত গং কে জীবিত করতে ডক্টর কামাল অর্থের বিনিময়ে রাজী হয়েছেন।
বিএনপি-জামাত গং যাষ্ট ওনার ক্লায়েন্ট মাত্র। সেটা আগেই বোঝা যাচ্ছিল। নির্বাচনে না দাড়ানোয় সেটা কনফার্ম হওয়া গেল।

৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


উনার টাকা আছে, এবার দাঁড়াতে চেয়েছিলেন, শেখ হাসিনার ভয়ে পেছনে সরে গেছেন।

২১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৯

তিক্তভাষী বলেছেন: আপনার মনপসন্দ দলকে নিয়ে লেখা ছড়াটি কেমন হলো জানাবেন-

মোদের আদর্শ নেতা
মখা এবং বদি।
ছলে বলে কৌশলে
দখল করবো গদি।
বিরোধিদের ধরে ধরে
করে ফেলবো গুম।
জালভোটে বাক্স ভরার
লেগে যাবে ধুম।।

৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্ট এি ধরণের ছড়া থেকে একটু বেশী মানসম্পন্ন

২২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৬

নূর আলম হিরণ বলেছেন: আপনার অনুমানের সাথে একমত নই। আমার মনে হচ্ছে উনাকে এই অবস্থা সৃষ্টি করার জন্য ফান্ড দেওয়া হয়েছে উনি সেটা এক্সিকিউট করতে পেরেছেন। উনার কাজ শেষ তাই আপাতত চুপ থাকবেন, আরো ফান্ড দিলে হয়তো আর কিছু করার চেষ্টা করবেন। ল'য়ার হিসেবে উনি উনি ভাড়া খেটেছেন।

৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



সম্ভব, উনি রাজনীতিবিদ নন, আিন ব্যবসায়ী

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপাতত ড: কামাল সাহেব নিজের মানসন্মান রক্ষা করেছেন, এতে সন্দেহ নেই!
.................................................................................... সহমত

৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:১২

চাঁদগাজী বলেছেন:


এবার উনি ভোট না পেলে তা নিয়ে জাাতী হাসতো, অল্পের জন্য বেঁচে গেছেন।

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৩২

হাসান কালবৈশাখী বলেছেন: ড. কামাল হোসেন নেহায়েত একজন ভদ্রলোক।
একজন পেশাদার আইনবিদ। পেশাদার মানে দেশপ্রেমহীন, যাষ্ট টাকার বিনিময়ে কাজ।
তার প্রমান বাংলাদেশের বিপদে তাকে কখনো কাছে পাওয়া যায় নি।
না সমদ্রসীমা মামলায়, না যুদ্ধাপররাধী মামলায়, না বঙ্গবন্ধু হত্যা বা জেলহত্যা মামলায় .. কখনোই রাষ্ট্রকে সাহায্য করতে এগিয়ে আসেন নি, জনগনের পক্ষে দাঁড়ান নি, বরং বিপক্ষে দাড়িয়েছেন। মাল্টিন্যাশানাল কম্পানীর পক্ষে ও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে মামলা লড়েছেন। নিরিহ ক্ষতিগ্রস্থ নাগরিকদের ক্ষতিপুরন বঞ্চিত করেছেন। সবই টাকার বিনিময়ে করেছেন।
বিএনপির সাথে উনার পড়তা হওয়ার কথা নয়।কারন বিএনপির অধিকাংশই অন্য দল থেকে ছুটে আসা রাজনৈতিক আদর্শ বিহীন চোরচোট্টা সুবিধাবাদী। এদের সাথে ড. কামালের মিল হওয়ার কথাই নয়।
বিএনপি-জামাত গং যাষ্ট ওনার ক্লায়েন্ট মাত্র।

৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:১১

চাঁদগাজী বলেছেন:


ওটাই আসল, বিএনপি-জামাত উনার ক্লায়েন্ট

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫

নজসু বলেছেন:


মানুষ তো।
মানুষেরই বিবেকের তাড়নায় সুমতি যেমন ঘটে
দূর্মতিও তেমন ঘটে।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


উনি বিএনপি-জামাতের পক্ষে গিয়ে নিজকে সমস্যার মাঝে টেনেছেন।

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: বাবাকে জুতা পেটা করেছে আমি পালিয়ে এসেছি, আমার মান সম্মান বেঁচে গেল, এমনটা মনে হচ্ছে :)

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


উদ্দেশ্যহীন রাজনীতিতে সন্মান নিয়ে টিকে থাকা অসম্ভব।

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন: আমি কোন পোস্ট করতে পারছি না
আমাকে ব্যান করে দিল নাকি ?

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


সামুর সমস্যা বলে মনে হচ্ছে

২৮| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:

চাঁদগাজী ভাই কেমন আছেন। কাউকে ব্যান করেনি। সামুর সমস্যা হইছে।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো আছি; আপনাকে কম দেখা যাচ্ছে। বুঝতে পারলাম, সামুর সমস্যা

২৯| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:
পরীক্ষা চলতেছে তাই । আপনার চোখের সমস্যা ভাল আছেত ভাইয়া।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


ভালো, পড়ালেখা সবকিছুর আগে।

চোখ ভালো হয়নি; আশাকরি, ভালো হয়ে যাবে। ভালো থাকুন

৩০| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ডঃকামাল সবাইকে নির্বাচনমূখী করিয়েছে, এটাইবা কম কি?

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



এটাই অনেক, এটা মানুষের জন্য চাকুরী সৃষ্টি করবে, মানুষের চিকিৎসার ব্যবস্হা হবে, টোকাইরা স্কুলে যাবে; রাজনৈতিক দিক থেকে ভাবলে, আপনার মন্তব্যটা আগাছা টাইপের মন্তব্য

৩১| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

রানার ব্লগ বলেছেন: আশা করেছিলাম ডঃ কামাল হোসেন কে বিরোধী দলের প্রধান হিসেবে দেখবো।

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


উনি সাধরণ মানুষের রাজনীতিতে সক্রিয় ছিলেন না, আন্তর্দলীয় রাজনীতি করে, উনি কিভাবে জয়ী হবেন?

৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

রানার ব্লগ বলেছেন: উনি কখনোই জয়ী হতে পারবেন না এটা সত্য কিন্তু এইবার একটা সুজগ ছিল যা তিনি নিজে হারিয়েছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


এবারে সুযোগ ছিলো বলে আমার মনে হয় না

৩৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

শিহরিত রাজনৈতিক বলেছেন: আমার জানা মতে উনি আগামীতে প্রেসিডেন্ট হবার জন্য এই পথ অবলম্বন করেছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্ট উনি হবেন মৃত্যুর পর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.