নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কেন ৩০০ পদে ৯০০ প্রার্থী দিয়েছে?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২



বিএনপি'র দুলু-বুলু-লালু , আলাল-দুলাল'রা মিলে ৩০০ আসনে ৯০০ প্রার্থী কেন দিয়েছে, ইহা কি মাছের বাজার? তারা জেনেশুনেই দিয়েছে, এরা জানে যে, এগুলোর মাঝে বড় অংশ, এমন কি ৮৯৯ জনই বাদ পড়তে পারে; ১ জন টিকে থাকতে পারে, উনি ড: মইন খান। পুরো বিএনপি'তে ড: মইন খান ব্যতিত, ও পুরো আওয়ামী লীগে শেখ হাসিনা ও মতিয়া চৌধুরী ব্যতিত বাকীগুলো এই দেশের পার্লামেন্টে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে না; টেনেটুনে নাহিদকে নেয়া যেতে পারে!

বিএনপি বলছে, তাদের ৫০ জন 'হেভি-ওয়েট' নেতাকে বাদ দিয়েছে বাছাইয়ের সময়; আসলে, ওদের দলের ৫০ জন হেভি-ওয়েট সর্দার বাদ পড়ে গেছে; দুষ্টরাই যদি আমাদের পার্লামেন্টে আসবে, বিএনপি থেকে আসবে কেন, আওয়ামী লীগে কি দুষ্টের অভাব পড়েছে নাকি? বিএনপি'র দুষ্টদের সাথে জামাতী কানেকশন আছে; আওয়ামী দুষ্টরা কমপক্ষে মৌলিক বাংগালী, জামাত কিংবা জংগীদের সাথে তাদের এপিলিয়েশন নেই; তা'হলে আওয়ামীগুলোই জাতির চরিত্রের সাথে বেশী মিলবে; জাতি দুষ্টলোকে ভরে গেছে, কিন্তু এই দুষ্টরা জংগিদের ঘৃণা করে!

মির্জা ফখরুল বলেছেন, আপীলে গিয়েও কাজ হচ্ছে না; ওখানেও সব 'সেট-আপ' করা আছে; কোথায়ও বিচার পাওয়া যাচ্ছে না, বিচারের দুয়ার বন্ধ! মির্জা সাহেব ৫ম সংশোধনীর কথা ভুলে গেছেন? নির্বাচনে প্রার্থিতা নয়, শেখ সাহেবকে হত্যা করে, উনার বিচারের পথ বন্ধ করার জন্য সংবিধানও বদলায়েছিল এই বিএনপি! এখন কোর্টের চাবি শেখের মেয়ের হাতে! এখন ৫ম সংশোধনী আরেকবার আনগে গুলশান অফিসে বসে!

এখন মির্জা সাহেবের জন্য একমাত্র পথ খোলা আছে বিদেশী দুতাবাসগুলোতে যাওয়া; ওখানে গেলে ভালো এককাপ গ্রীন-চা খেয়ে চলে আসবেন: আমেরিকা, ভারত, ইউরোপ আর যাই চাক, বিএনপি-জামাতের ইউনিয়নকে বাংলাদেশের সরকারে দেখতে চাইবে না; মির্জা সাহবে আমেরিকা ভ্রমণের সময় জাতিসংগেও গেছেন, যার কাছে নালিশ করতে গিয়েছিলেন, উহা উনার সাথে দেখা করেনি; এখন বাকী আছে আল্লাহের কাছে সুবিচার চাওয়া।

সরকারের উচিত, যারা ২০১৫ সালে ৯১ দিন পেট্রোল-বোমা বিপ্লবে যুক্ত ছিলো সবাইকে পার্লামেন্টের বাইরে রাখা।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

মিঃ আতিক বলেছেন: সরকার এদেশের চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


দলগুলো ও শিক্ষিত শ্রেণীর রাজনীতি শেখ হাসিনাকে সেইদিকে নিয়ে গেছে্; শেখ হাসিনা নিশ্চয় তারেক জিয়া ও বেগম জিয়া থেকে সৎ ও দক্ষ; লোকজন যদি তারেক বা বেগম জিয়ার মুক্তির কথা বলে, উনি পথ ছেড়ে দেবেন না।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

হাবিব বলেছেন:



আওয়ামী লীগে কি দুষ্টের অভাব পড়েছে নাকি?
সত্যিই তো...। এমন করে তো ভেবে দেখিনি..
শেষের লাইনটা কেমন যেন লাগছে...। সরকার কিভাবে আরেক জনকে ক্ষমতায় আনবেন বা না আনেবেন তার সিদ্ধান্ত নিবে? সরকার নিজেই তো প্রার্থী। তাহলে তো বুঝা যাচ্ছে সবই সরকারের পাতানো....???

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র এমপি'রা শেখ হত্যার বিচার বন্ধ করেছিলো পার্লেমেন্টে বসে; শেখের মেয়ে সরকারের থাকতে সেইসব এমপি'কে উনি কি কারণে আবার পার্লামেন্টে আসতে দেবেন? সরকারের কিছু দায়িত্ব আছে!

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ চটপটি কিংবা বান্ধবীর সাথে ঝাল মুড়ি খেয়ে বিল না দেবার কারনে
বিল খেলাপি হয়ে নির্বাচনে অযোগ্য হলে যেন অন্যজন হাল ধরতে পারে
তাই প্রিভেন্টিফ হিসেবে এই শতর্কতা মূলক ব্যবস্থা নিতে ১ঃ৩ প্রার্থী দিয়েছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



শঠকে ঠকানোর মতো বাংগালীও আছে

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

কলাবাগান১ বলেছেন: যারা জামাত-বিনপি কে সাপোর্ট দিচ্ছে তারাও মনে হয় যারা ডিরেক্ট দূর্নীতি করেছে সেটা কে দোষের কিছু মনে করছে না...।

আপনি শুধু আমেরিকান দুতাবাসের ক্যাবল টা পড়ে দেখুন (উইকি লিকস যেটা প্রকাশ করেছে} তাতে তারেক জিয়ার সকল প্রকার অবৈধ ঘুষের টাকার বিস্তারিত বিবরন দেওয়া আছে অনলাইনে...এটা আওয়ামী সরকারের কথা না।

এটা দেখার পর ও কিভাবে এরা তাকে সাপোর্ট করে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ শিক্ষিত বাংগালী কোনটা সঠিক, কোনটা বেঠিক, সেটা সহজে বুঝে না: এরা অংক পারে না, ইংরেজী শিখতে পারে না সহজে, সায়েন্স বিভাগে পড়ে না ভয়ে; এদের নিয়ে সমস্যা; দেখা যাক, ব্লগ থেকে কিছু শিখতে পারে কিনা!

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

ঢাবিয়ান বলেছেন: @ কলাবাগান , তারেক জিয়ার সকল প্রকার অবৈধ ঘুষের টাকার বিস্তারিত বিবরন দেওয়া আছে অনলাইনে..এটা দেখার পর ও কিভাবে এরা তাকে সাপোর্ট করে?

ঠিক একই প্রশ্ন আপনার জন্যও প্রযোজ্য। শুধু তারেক জিয়ার বদলে নামটা ... বসিয়ে নিন।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

কলাবাগান১ বলেছেন: ঢাবিয়ান,
আপনি লিংক দিন যে হাসিনার পরিবার (বা জয়) দূর্নীতি করেছে আর তার নথি সহ এটা প্রকাশ করেছে বিদেশী দুতাবাস....

আপনি চাইলেই আমেরিকান এম্ব্যাসির ক্যাবল টা এখনই দেখতে পারেন অনলাইনে

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

ঢাবিয়ান বলেছেন: কলাবাগান১ , আপনি কি আমারে ব্যান খাওয়াইতে চান?

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমার বাবা লীগ করা সত্ত্বেও মঈন কে অনেক শ্রদ্ধার চোখে দেখেন । তিনি বলেন বিএনপি তে এই একটা লোক ই আছে যাকে মনে হয় তিনি আসলেই একজন রাজনীতিবিদ । তার মাথায় কিছু আছে ।

তবে আপাতত বিএনপি কিছু সিট পেতে যাচ্ছে বলে ধারনা হচ্ছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমি আওয়ামী লীগ করি না, তারপরও আপনার বাবার ভাবনা ও আমার ভাবনায় সামান্য মিল আছে, দেখছি!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "তবে আপাতত বিএনপি কিছু সিট পেতে যাচ্ছে বলে ধারনা হচ্ছে । "

-শেখ হাসিনা সেটাই চাচ্ছেন; উনি উনার বাবার থেকে বুদ্ধিমতি; তবে, জাতির সাধারণ মানুষজনকে উনি বন্চিত করেছেন। আর কিছু না করুক, কমপক্ষে বিএনপি-জামাতের ব্যবসাটা বন্ধ করা উচিত ছিলো।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



আসলে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা থেকেই তার এই ভালবাসা । এখন কমাতে পারে না । যদিও তার সাথে আমার এই বিষয়ে অনেক দ্বিমত আছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে ভালোবেসে এই দেশের গরীব মানুষরা চরম মুল্য দিয়েছেন; শেখ সাহেব গরীব বাংগালীদের ভালোবাসার মুল্য দেননি

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন: মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, এমন অভিযোগে বিরোধীজোট বিএনপি ও জামায়াতরে এক ডজন নেতার বিচার করছে। আওয়ামী লীগ সরকার। তারা নিজেদের মুক্তিযুদ্ধের কথিত স্বপক্ষ শক্তি দাবি করে এ বিচার করলেও তাদের দলে থাকা রাজাকারদের ব্যাপারে একেবারে নিরব। এদলটিতেও রয়েছে, কুখ্যাত রাজাকার, আল বদর, আল শামস, গণহত্যকারী, গণধর্ষণকারী, অগ্নিসংযোগাকরীসহ অসংখ্য স্বাধীনতাবিরোধী। কিন্তু তারা রয়েছেন ধরা ছোয়ার বাইরে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আপনার থেকে অনেক কম বুঝেন, মনে হয়!

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




শেখ সাহেব আসলেই করতে পারেননি । তবে তার উচিত ছিল করা । বই পত্র থেকে যতটুকু জানি তা থেকে খারাপ লাগে তিনি কেন এমন করেননি ।

এছাড়া তাজু উদ্দিন কে তিনি যুদ্ধের পর যুদ্ধের সময় কি হয়েছে সেটাও নাকি জিজ্ঞেস করেননি । সব কিছু মিলিয়ে আসলে তার ডেমোক্রেসি লেভেলে সেই ভাবে কাজ দেখাতে পারেননি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবে আসলেই প্রকৃত ছাত্রনেতা ছিলেন। যাঁরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, যাঁদের পরিবারের মানুষ শহীদ হয়েছেন, যেসব পরিবার আয়ের মানুষ হরায়েছেন, যেসব মহিলা বিধবা হয়েছেন, যেসব শিশু এতিম হয়েছিল, কারো খোঁঝ-খবর কিছুই নেননি,

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রার্থী সমস্যা না। সমস্যা হল একই নীতি অনুসরণ করছে কিনা নির্বাচন কমিশন। যদি একই জটিলতা গুলোর কারণে আওয়ামী লীগেরও কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হত তাহলে বিতর্ক উঠত না। আসলে এসব কাজে নিরপেক্ষতা চাইলেই করা যায়। দরকার সদ্চ্ছিার।
আর সুষ্ঠু ভোট হলে পুঁটি মাছের মত ভোট পড়বে ঐক্যফ্রন্টে। তখন কে প্রার্থী সেটা কেউ দেখবে না...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালের হত্যাকান্ডের সঠিক বিচার যিনি পাননি, উনি কি কারণে প্রার্থী নির্বাচনে সঠিক পন্হা প্রয়োগ করবেন?

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে আসলে আমার অনেক সময় লাগে।
এত এত মন্তব্য হয়।

যাই হোক, আপনাকে একটা গোপন কথা বলি
নির্বাচনে জয় লাভ করবে আওয়ামীলীগ। এবং জয় লাভ করে খালেদা জিয়াকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমারও একই ধরণা; তবে, উনাকে উনার বাসায় কারাগারের শর্তে হিসেবে রাখা সঠিক হবে; মাফ করে দেয়া ঠিক হবে না।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

তার ছিড়া আমি বলেছেন: জনাব এটা কি সঠিক?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ছিলেন মুক্তিযোদ্ধাদের বাবা, উনি শেখ হত্যার মুল ব্যক্তি; শেখ হত্যায় যেসব মুক্তিযো্দ্ধা অংশ নিয়েছিল, এরা মুলত: পাকিস্তান বাহিনীর অফিসার; এরা পাকীদের বিপক্ষে যুদ্ধ করেছিলো, কারণ পাকিরা তাদের আক্রমণ করেছিলো; পাকিস্তান আমলে মিলিটারীতে যেতো 'মুসলিম লীগারদের ছেলেরা'

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

ইলি বলেছেন: ২৯৫টি আসনের বিপরীতে বিম্পি প্রায় সাতশোটি মনোনয়নপত্র জমা দিয়েছে এতে বাতিলের সংখ্যাও বেশী হবে এটাই স্বাভাবিক।

আম্লিগ মাত্র ২৮১টি মনোনয়নপত্র জমা দিয়েছে এবং জমা দেওয়ার আগে দলীয় মনোনয়ন বোর্ড যথেষ্ট যাচাই বাছাই করেই প্রার্থীদেরকে প্রত্যয়নপত্র দিয়েছে।
সুতরাং এখানে মনোনয়ন বাতিলের সংখ্যা একেবারেই নগন্যসংখ্যক এমনকি শূন্যসংখ্যক হলেও আশ্চর্য্য হওয়ার কিছু নেই।
এর মধ্যে রাজনীতি খুঁজেও কোন লাভ নেই।

আর বিম্পি মনোনয়ন জমা দেওয়ার আগে কে ঋণখেলাপী কে আদালতের রায়ে দণ্ডিত আসামী তা যাচাই বাছাই না করেই গণহারে যদুমদুকদু সবাইকেই ছাড়পত্র দিয়েছেন!
সুতরাং নির্বাচন কমিশনের ফিল্টারে বিম্পির বেশীসংখ্যক প্রার্থী আটকে যাবে এটাই স্বাভাবিক।

বিম্পি অবশ্য আগেই স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন ঋণখেলাপী বা দণ্ডিত আসামী হওয়ার কারনে অনেক প্রার্থীর প্রার্থীতা বাতিল হতে পারে, এজন্যই এক আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছেন।

সুতরাং এখন নির্বাচন কমিশন কর্তৃক বিম্পির বেশীসংখ্যক মনোনয়ন বাতিল হওয়া নিয়ে নতুন করে রাজনীতি করার কিছু নেই।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:



শুধু ড: মইন খানের নমিনেশনটা রেখে, বাকী সবগুলো বাতিল করে দিলে জাতী উপকৃত হবে; ড: মইন খান ব্যতিত বাকীগুলো গার্বেজ, চোর-ডাকাত, অদক্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.