নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আপনারা ভোট নিয়ে প্রেডিকশান করুন, যিনি যেভাবেই পারেন!

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০



৩০ তারিখে ভোট, সময় খুবই কম; দেশে একাডেমিক, রাজনৈতিক রিসার্চ, মিডিয়া, কিংবা ব্যক্তিগত উদ্যোগে কোন জরীপ চলছে না; কে জিতবে ভোটে, মানুষ নিজের ভাবনা থেকে প্রেডিকশান করছেন। ৩০০ আসনে কোন কোয়ালিশন কত আসন পেতে পারে, সেটা এখনো কোথায়ও দেখা যায়নি; শুধু মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ ও লীগের কোয়ালিশন মিলে ৩০ সীটের মত পাবে।

ব্লগে, বিশেষ করে আমার পোষ্টে, ব্লগার রাজিব নুর প্রেডিকশান করেছেন, শেখ হাসিনা জিতবেন; তিনি "যদি" ধরণের কোন কন্ডিশন ব্যবহার করেননি কোনদিন। আপনারা যারা কোনভাবে যদি প্রেডিকশান করতে পারেন, "যদি"কে বাদ দিয়ে প্রেডিকশান করার চেষ্টা করেন; "যদি"টাকে নিজের অংকের মাঝে রাখেন, এখানে শুধু শেষ রেজাল্টটা দেন, কে জিতবে, শেখ হাসিনা, নাকি বিএনপি? সম্ভব হলে সীটের সংখ্যাও দেবেন।

দি ইকোনোমিষ্ট পত্রিকা নাকি প্রেডিকশন করেছে যে, শেখ হাসিনা জিতবে; দি ইকোনোমিষ্ট পত্রিকা বরাবরই শেখ হাসিনার সরকারের বিপক্ষে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপের অভিযোগ এনেছে অতীতে। দি ইকোনোমিষ্ট কোন ধরণের জরীপ ইত্যাদির উল্লেখ করেনি, তারা শেখ হাসিনার অতীতের জনপ্রিয়তা ও রাজনৈতিক কলাকৌশলের কথা বলেছে।

বিএনপি ২০৬ সীটে প্রার্থী দিয়েছে, বাকী ৯৪ সীট রেখেছে উহার কোয়ালিশনের জন্য; গত সপ্তাহে "ঐক্যফ্রন্ট" শব্দটি যত বেশী শোনা গিয়েছিলো, এই সপ্তাহে বিএনপি শব্দটি বেশী শোনা যাচ্ছে! বিএনপি'র ২০৬ আসন দেখলে বুঝা যায়, কোনটা হাতী, আর কোনটা লেজ।

আওয়ামী লীগ ৭০টা সীট তাদের কোয়ালিশনকে দেবে, ২৩০ সীটের কাছাকাছি আসনে মুল আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের কোয়ালিশনের যেই কোন প্রার্থী আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী থেকে দুর্বল; ফলে, আওয়ামী লীগ কোয়ালিশন করে নিজের বোঝা বাড়ায়েছে মাত্র।

আওয়ামী লীগে শেখ হাসিনা নিজ গুণে নির্বাচিত হবেন, ও বাকীদের সবাইকে উনার নামে জিততে হবে। বিএনপি'র গুলো কার নামে জিতবে বলা মুশকিল; বেগম জিয়া ভোটে নেই, মির্জা ফখরুলের জেতার সম্ভাবনা কম; উনাকে জিতাতে হলে আওয়ামী লীগের সাহায্য লাগবে।

যাক, সামনে ২২ দিন সময় আছে, এই ২২ দিনে তেমন কিছু বদলাবে না; যদি বদলায়, সেই ফ্যাক্টরও মনে রেখে আপনারা প্রেডিকশান করুন, কে জিতবে: আওয়ামী লীগ, নাকি বিএনপি?

মন্তব্য ৬৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাড্ডাহাড্ডি লড়াই হবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

চাঁদগাজী বলেছেন:


যেই ধরণের লড়াই হোক না কেন, কোন একদলই জিতবে! আপনি আপাতত: উহা উহ্য রেখেছেন।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

নজসু বলেছেন:




আজকের পত্রিকায় দেখলাম বিএনপির অনেক পরিচিত মুখ ইলেকশানে নেই।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



পরিচিতরা অনেক কারণেই পরিচিত; উহাদের বদনাম এত বেশী যে, উহা লুকানো সম্ভব হচ্ছে না, হয়তো! আপনার প্রেডিকশান নেই আপাতত:?

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

সনেট কবি বলেছেন: নির্বাচন নিরপেক্ষ না হলে দখলদারদের জয় সুনিশ্চিত। তবে এখন অবদি সব সমীকরণে সরকার ও তাদের জোট এগিয়ে। রিটানিং অফিসাররা যদি বিক্রি হয় তবে ভিন্ন হিসাব।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনার মতে, এখনো শেখ হাসিনা সামনে এগিয়ে আছে

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

হাবিব বলেছেন: আপনি কি ভোট দিতে দেশে আসবেন?

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১

চাঁদগাজী বলেছেন:


না, আমার চোখে সমস্যা, কোথায় যাচ্ছি না; সর্বোপরি এই ধরণের প্রার্থীদের ভোট দেয়ার জন্য যাওয়ার অর্থ নেই

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

নজসু বলেছেন:




আমার ধারণা আওয়ামীলীগ শুধু এবার নয়; বারবার ক্ষমতায় আসবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:


এবারের পর, অনেক কিছু বদলাবে

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তারাই জিতবে যারা জিতবে ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২

শাহাদাত নিরব বলেছেন: কে জিতবে, শেখ হাসিনা, নাকি বিএনপি?
এই লাইনটির বিশ্লেষণ করবেন প্রিয় ভাই
বি এন পির অনেক বোয়াল নমিনেশনে নাই সেই দিক দিয়ে আওয়ামী এগিয়ে আছে।
আবার উন্নয়নেও আওয়ামী এগিয়ে আছে ।
অরাজকতা, নৈরাজ্যকত, ক্ষমতার অপব্যাবহার দিয়ে আওয়ামী পিছিয়ে আছে।
এখন আমাদের দেখার বিষয় জনগন কোনটা বেঁচে নেয় ।
জনগণই সকল ক্ষমতার উৎস ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার প্রতিটি প্রার্থীকে উনার নামে জিততে হবে, কেহ নিজগুণে জিতবে না; এবার বিএনপি প্রার্থীদের নিজ গুণে জিততে হবে; তাই ভোট হবে, শেখ হাসিনা বনাম বিএনপি

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

ডার্ক ম্যান বলেছেন: নমিনেশন প্রত্যাহারের সময় পার হলে পুলিশ পুরানো মামলাগুলো আবার সচল করবে। তাদের ইনকাম ভাল হবে। বিএনপির কমপক্ষে ২০টি সিট নিশ্চিত । আমার আসনে নোমান সাহেব মোটামুটি নিশ্চিত । সরকার তাকে জিতিয়ে দিবে বলে আমার ধারণা । এগুলো আমার প্রেডিকশন

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনি মনে করছেন, বিএনপি'র ২০ সীট

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

ching বলেছেন: পাহাড়ে আ,লীগকে ভোট দিই আর চাকরি নিতে জায়গা জমি বিক্রি করে টাকা দিই।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ দেশকে উপনিবেশের মতো ব্যবহার করছে, তারা দেশকে নিজেদের বাজার বানায়েছে।
জিতবে কে?

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


স্যার এতে সন্দেহ নাই লীগ জিতবে । ঠেলা দিয়ে হলেও জিতবে ।

এখন দেখার বিষয় কিভাবে হবে । কে কত সিট পাচ্ছে । এখানে সংঘর্ষ হবে এটা নিশ্চিত ।

এখনো ২২ দিন আছে । ফ্যাক্টর চেঞ্জ না হলে এমন ই হতে পারে বলে আমার ধারনা ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


সংঘর্ষ হলে, বিএনপি'র পরাজিত হবে; ভাবছেন আওয়ামী লীগ জিতবে

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

আলমগীর কাইজার বলেছেন: উন্নয়ন সহ বিভিন্ন কারণে আওয়ামী লীগ জিতবে, এটা অনেকেই মেনেই নিয়েছে। কিন্তু জনগণের উপর অনেককিছু নির্ভর করে।
অনেকেই তো ভালোমন্দ বিচার করে না। অনেকই বলে, গতবার অমুককে দিয়েছিলাম এবার তমুককে দেবো।
তাই ভোটের হিসাব বোঝা মুশকিল।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি ভাবছেন যে, আওয়ামী লীগ জিতবে।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

কাল্পনিক_জীবন বলেছেন: ঘোর তেরা মহনার তীরে
রেখেছে তোমায় ঘীরে
দেখবে দেশবাসী তোমায় ঘুরে ঘুরে ।
তুমি যে লীগ কাঙ্গাল
সে জানেনা অনেক তোমার মত আছেন আবাল। ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


আশা করেছিলাম আপনি প্রেডিকশান করবেন; কিন্তু আপনি লেপসু-টাইপের পদ্য ছেড়েছেন, দেশ ভরে গেছে আগাছায়!

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

নাহিদ০৯ বলেছেন: ২০১৪ সালে শেখ হাসিনা জিতেছে, এবারো শেখ হাসিনা জিতবে। শুধু ফল ঘোষনার বাকি মাত্র।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনার ধরণা, শেখ হাসিনা জিতবে

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: আর কয়েকদিন পর দেশে ভয়াবহ অবস্থা হবে।
আর্মীরা দেশের ক্ষমতা নিয়ে নিবে। খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এবং তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয় না; মিলিটারীকে ট্রাম্প ও ভারত সাপোর্ট দেবে না। এবার মিলিটারী এলে, আওয়ামী লীগের লোকজন কেন্টনমেন্ট দখল করবে।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

মিঃ আতিক বলেছেন: সঠিক উত্তর খুব কম লোক জানেন বলে মনে হয়, দেখুন অনেকেই পোস্টটা পড়ে চিকনে কেটে পড়ছেন =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



প্রেডিকশান করা কষ্টকর; সম্প্রতি, অনেকের সাথে আমার মতামত মিলছে না; তাই অনেকে কমেন্ট করছেন না।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

অক্পটে বলেছেন: আ.লীগ জিতবে। সেটিং সেভাবেই করা হয়েছে। আ.লীগ ক্ষমতায় থেকে ভোটে জেতার জন্য সবগুলো রাষ্ট্রিয় টুলস ব্যবহার করছে। ষড়যন্ত্রের কাছে সত্য ভোটের হার হবে। আ.লীগকে জিততে হলে নয়ছয় করেই জিততে হবে। তবে দেশ ভয়াবহ রকমের অস্থির হবে। সরকার চাইবে বরাবরের মতো গুম খুন আর মামলার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে তবে এই টোটকা সব সময় কাজ করবেনা একটা পর্যায়ে গিয়ে সরকারকে ফান্দে পড়ে কাঁদতে হবে। জোর জবস্থি আর ইভিএমের মাধ্যমে ২০০ আসন আ.লীগ নেবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনার মতে, প্রায় ২০০ আসনে আওয়ামী লীগ জিতার সম্ভাবনা।
গতবার জিতার পর, শেখ হাসিনার উচিত ছিলো মানুষের সাথে মিলে রাজনীতি করা; তা'হলে, এবার আওয়ামী লীগের অফিসে এসে ভোট দিয়ে যেতে।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

নূর আলম হিরণ বলেছেন: রাজীব নূর উনার কথাটা আমি একজন বিএনপি নেতার মুখে সরাসরি শুনেছি।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র মুলশক্তি ছিলো মিলিটারী; এখন সেটা কাজ করবে না, আমেরিকা ও ভারত তাদের সাপোর্ট দেবে না; সাথে সাথে, বিশ্ব শান্তি রক্ষার চাকুরী হারাবে; নিজেরাই মারামারি লাগবে। নতুন অফিসাররা আমেরিকান ট্রেনিং পাচ্ছে না তেমন।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

ঝিগাতলা বলেছেন: প্রেডিকশন টেডিকশন দিয়ে কিচ্ছু হবে না। ফলাফল যা তাই হবে

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনি একজন ম্যাঁওপ্যাঁও

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন:
বিএনপি - ১২৫
আওয়ামী লীগ - ১২০
জাতীয় পার্টি - ১০
ঐক্যফ্রন্ট(ধানের শীষ) - ৩০
অন্যান্য - ১৫

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:



মোটামুটি ডিষ্ট্রিভিউসন

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

নতুন বলেছেন: আয়ামীলিগ ২০০+ আসনে জয়ী হবে...

বিএনপির ২০-৩০ জন আছে যারা নিজ নামেই জয়ী হবেন...

তবে জনগন কতটুকু নিজে ভোট দিতে পারবে সেটা নিয়েও ভাববার আছে।

জনগনের সাথে খারাপ ব্যবহারের ফলে সবার মনে আয়ামীলীগের উপরে জনগনের একটা বিরূপ মনভাব আছে। সাধারন জনগন উন্নয়নের বড় ছবিটা দেখেনা... তারা এলাকার আয়ামীলেগের নেতা/কম্রীদের বাড়াবাড়ীটা বেশি মনে রাখে....

শেখ হাসিনা সেটা নিয়ে কাজ করেনাই। বিএনপির কমী`নাই তাই তাদের প্রচারনা তেমন হবেনা। আর আয়ামীলীগ দখলে রাখতে চাইবে সব কেন্দ্র.... তাই জয় আয়ামীলেগেরই হবার সম্ভবনা বেশি।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



এটা হওয়ার সম্ভাবনা

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

জাহিদ হাসান বলেছেন: এবারের নির্বাচনের ফলাফল হবে চমকপ্রদ।
আগেভাগে হয়তো ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল ম্যাচের প্রেডিকশন করা যাবে, কিন্তু এই নির্বাচনের নয়।
এই নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে তা একমাত্র ঈশ্বর জানেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, ঈশ্বর মন্তব্য করেন কিনা!

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

প্রশ্নবোধক (?) বলেছেন: মেজর মান্নান মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের একজন সেনা অফিসার ছিলেন. prothom-alo দলিল-দস্তাবেজ এই প্রতিবেদন প্রকাশ করার তিন দিনের মাথায় তার হাতে নৌকার টিকিট তুলে দিয়েছেন ওবায়দুল কাদের. নৌকায় এই স্বাধীনতা বিরোধীদের নির্বাচন এটাই প্রথম?

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



ওবায়দুল কাদেরের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তারা পরিবারসহ মাফিয়া

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

রাকু হাসান বলেছেন:


পানি যতই ঘোলা করুক ,সুষ্ঠু হোক বা না হোক আওয়ামী লীগ জিতবে । তবে আগের মতো নির্বাচন হবে না । বিরোধী দল হিসাবে বিএনপি থাকবে । নির্বাচনের পরে কিছু একটা করতে চাইবে ,কতটুক পারবে সেটা সময় বলে দিবে । তবে লীগ সহজে যাবে না ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



লীগ জাতির স্বার্থবিরোধী কাজ করে চলেছে; জিতবে, তবে ভয়ে থাকবে

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

রানার ব্লগ বলেছেন:


আওমিলিগ ১৮০ থেকে ২০০
বিএনপি-৬০,
জাপা-২০,
ঐক্য জোট-১০,
অন্যান্য -১০

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি এই রকম হওয়ার সম্ভাবনা

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

নিউটনিয়ান বলেছেন: গতবারের মত এবার গোল খালি মাঠে হবে না। মাঠে প্রতিপক্ষ থাকবে কিন্তু সবার পা বাঁধা থাকবে খুঁটিতে।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা গত ৫ বছর যদি জাতির জন্য কিছু করতেন, মির্জারা গড়ে, প্রতি আসনে ২০০০ ভোট পেতেন।

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি- (ধানের শীষ) - ৬০,
ঐক্যফ্রন্ট (ধানের শীষ)- ১০,
জোট অন্যান্ন (ধানের শীষ) - ৬
জামাত - (ধানের শীষ) -০
স্বসন্ত্র - ১

নৌকা - ২২৩

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


সম্ভবত, এই রকমের কিছু হতে পারে।

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
ধরে নেন ২৫ তারিখের পর দেশে একটা অরাজগতা শুরু হবার সম্ভবনা প্রবল। প্রথমত ধর-পাকর গ্রেফতারী, তারপর দেশে নৈরাজ্য বোমা হামলা, বাস পোরাও আগুন জ্বালাও - কে আগুন দিচ্ছে বিএনপি জামাত না আওয়ামী লীগ বোঝা মুশকিল “জনগণ - কিল গুতা জুতা খাবে বরাবর” বাজারে নিত্য প্রয়োজনিয় সব কিছুর দাম বাড়বে, শাক স্ববজি মাছের দেশ হওয়ার পর ও দেশে আকাল পরার আসহ সম্ভবনা । পেঁয়াজ রুশুন তেল ডাল এক লাফে দাম বেড়ে যাবে ।

ইলেকশান গতবারের মতো হবে বা তেমনি সম্ভবনা, গতবার বিএনপি ছিলো না, এবার বিএনপি মাঠে ইলেকশানে আছে - পার্থক্য এই যা।

*** সবাই বাসায় বসে “মজমা / আলোচনা / গেট টুগেদার” এ অংশ নেবে, এই সুযোগে টিভি চ্যানেলে টিআরপি বারবে, টিভি চ্যানেল দেখে মনে হতে পারে দেশে কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে ।

এবছর ৩১ ডিসেম্বর হৈ হল্লা কম হবে দেশে আর বেড়ানো দল যারা ব্যাগ নিয়ে বেড়িয়ে পরেন আর অসামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিতে থাকেন কোথায় কোথায় যাচ্ছেন খাচ্ছেন - তারা বাসা/বাড়ি হতে বার হবে না ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাত যড়যন্ত্রের দল; আওয়ামী লীগও কম যায় না; এই নির্বাচনে যে, ভোটারেরা আছেন, সে কথা বুঝা যাচ্ছে না

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ভোট দিতে যাওয়া অর্থ পাগলের গাছের ডাল কাটার গল্পের মতো হবে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


ভোট পাবার মত একজন আছেন, শেখ হাসিনা; বাকীগুলো ফাউল; রিস্ক নিয়ে ফা্উলদের ভোট দিতে যাওয়া বেকুবী।

২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ফখরুদ্দিন সরকারের আমলে আওয়ামী লীগ বিএনপির বহু নেতদের নামে মামলা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার ফলে তাদের মামলাগুলো উঠিয়ে নিয়েছিল এবং বিএনপির মামলাগুলো জিইয়ে রেখেছিল। তা অবশ্যই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। বিএনপির যেসব ডাকসাইটে নেতারা নমিনেশন পান নি তাদের না পাবার কারণ ঐ মামলাগুলোই।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



সব মামলাগুলো সঠিক ছিলো; বিএনপি'র মামলাগুলো না তুলতে দেয়া সঠিক ছিলো; আওয়ামীগুলো তুলেছে গায়ের জোরে; বিএনপি ক্ষমতায় এলে, তাদের মামলাগুলো তুলে নিতো।

বিএনপি'র নেতারা হলো আমাদের জাতির স্বার্থের প্রতিকুলে, ওগুলো নেতা নয়, মারাঠা। আওয়ামী লীগেরগুলো চোর/ডাকাত কিন্তু বাংগালী

৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সত্যিকার অর্থে ভোট পাওয়ার যোগ্য একজন প্রার্থীও নেই এই নির্বাচনে | তারপরও জনগণ যাকে চাইবে তাকেই ভোট দিক, নূন্যতম এইটুকু গণতান্ত্রিক অধিকার তাদের প্রাপ্য |

নির্বাচনের ফলাফল সম্পূর্ণ অপ্রত্যাশিত হলে তার পরিণতি হবে ভয়াবহ | দেশে চরম অরাজগতা শুরু হবার সম্ভবনা থাকবে | প্রথমত গ্রেফতারী, পুলিশি নির্যাতন,নৈরাজ্য, হত্যা, বোমা হামলা, জ্বালাও পোরাও - সব মিলিয়ে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হবারই সম্ভাবনা প্রবল |

সুতরাং ভোটের হিসাবে এবং কারচুপির ময়দানে যেই জিতুক, হারু পার্টির এই ফলাফল মেনে না নেয়া এবং তা থেকে সৃষ্ট সন্ত্রাস এবং হিংশ্রতার ফলে পরাজিত হবে জনগণ ও তার গণতান্ত্রিক অধিকার এবং জয়ী হবে ইবলিশ শয়তান |

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


২০১৫ সালের মত গন্ডগোল যদি বিএনপি করে, আওয়ামী লীগ উহা কিছুদিন চলতে দিয়ে থামাবে; মানুষের ক্ষতি হবে।

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

আল ইফরান বলেছেন: আমাদের মত আমজনতার প্রেডিকশনের উপর ভিত্তি করে হাসিনা/খালেদারা নির্বাচন করে না।
তাদের ফলাফল অনেক আগে থেকেই বড় বড় দেশগুলো নির্ধারন করে রাখে অনেক বিষয়ের উপর ভিত্তি করে।
যাই হোক, আপনি প্রেডিকশন চেয়েছেন তাই বলিঃ

১। যেইভাবে এডমিন-পুলিশসহ সবকিছু সেট-আপ দেয়া আছে তাতে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন খেলে ২০০-২২০ আসন নিয়ে নেয়ার চেস্টা করবে।
২। নির্বাচন যে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে সেটা এস্টাবলিশ করার জন্য ৫০-৬০ আসন বিএনপি ও তার শরীকদের দিয়ে দেয়া হবে।
৩। ঐক্যজোটের এমপিরা শপথ নেয়ার কিছুদিন পরেই মামলাগুলোর কনভিকশন দিয়ে সেই আসনগুলো শূণ্য করে উপনির্বাচন দিয়ে আওয়ামী লীগ বা তাদের বঞ্চিত শরিকদের মাঝে বন্টন করে দেয়া হবে।

আপাতত চলমান সেটিং এ আমার educated guess হচ্ছে এইটা। আমি এই সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করি না (ইতিহাস তা বলে না আর কি)

আর যদি কোনভাবে গণেশ উল্টে যায়, তাহলে রাজীব নূর যা বলেছেন সেই ধরনের কিছু ঘটবে। তবে যাই ঘটুক না কেন, আমার মত দিন আনি দিন খাই মানুষের ভাগ্যের কোন পরিবর্তিন হবে না।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



নির্বাচনে কোয়ালিশন ও দল নিয়ে কথা বলছেন শেখ হাসিনা, ড: কামাল ও মির্জা সাহেব; ভোটারদের ব্যাপারে এক শব্দও নেই।

আপনার প্রেডিশন সঠিক হওয়ার কথা

৩২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

কলম চোর বলেছেন: দেখুন নির্বাচনে কি হবে সেটা বলাটা এখন অনেক দুষ্কর। কারণ ২০১৪ সালের নির্বাচনে ভারত যতটা নগ্নভাবে হস্তক্ষেপ করেছিল এবার অনেকটা নিষচুপ।
আর এজন্য পক্ষপাতমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করার তাই তাই করছে সরকার। নির্বাচনের পর্যবেক্ষদের মুর্তির মত দাঁড়িয়ে থাকা, ম্যাজিষ্ট্রেটদের প্রিজাইডিং অফিসারদের অনুমতি ছাড়া কেন্দ্রে প্রবেশ না করা, আর্মিদের ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা না দেওয়া ইত্যাদি কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত বহন করে না। যদি এভাবে চলে তাহলে ফ্লাগল হবে আওয়ামীলীগ ৭৫% এবং অন্যান্য (ঐকুফ্রন্ট সহ) ২৫% ।
তবে, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে চীন। ভারতীয় উপমাদেশের রাজনৈতিক গতিপ্রকৃতি লক্ষ্য করলে দেখা যাবে, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপালে চীনের প্রভাব যতেষ্ট বেশি বেড়েছে এবং সেসব রাষ্ট্র ভারতীয় বলয় থেকে চীনা বলয়ে প্রবেশ করেছে উপমহাদেশে বাংলাদেশ একমাত্র দেশ যেটা এখনো ভারতী বলয়ের মধ্যে আছে এবং পরিসংখ্যান মতে চীন চাবে ১৭ কোটি মানুষের বাজারের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে।
এখন বলতে পারেন সরকার তো চীনকে অনেক বড় বড় প্রজেক্ট দিয়েছে কিন্তু অনেক কিছুই সরকার চীনকে বাইপাস করে ইন্ডিয়ার দিকে গেছে। এটাকে ভালভাবে দেখেনাই চীন। আর চীনের এখনকার রাষ্ট্রপ্রধানকে ধরা হয় মাও সে তুং পরবর্তী সবথেকে ক্ষমরাধর রাষ্ট্র প্রধান। আর তিনি এই ১৭ কোটি মানুষের বাজার গ্রাস করার জন্য যা করার তাই করবেন বলে আমি মনে করি।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


তা'হলে চীন অথবা ভারত আমাদের নির্বাচনের গণেশ নিয়ে খেলছে?

যেভাবে চলছে, আপনি মনে করেন শেখ হাসিনা জয়ী হবে?

৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনি এতকিছু খবর রাখেন কি করে! আমার তো মাথাই আসেনা। :(

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



দেশের শিক্ষিত মানুষ হিসেবে, আপনাকে অশিক্ষিত ও পেছনে পড়ে থাকাদের সাহায্য করতে হবে, এটা বড় দায়িত্ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.