![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গতবারের (২০১৪ সাল) নির্বাচনী প্রচার শুরু হয়েছিলো 'মাজার' থেকে; ৫ বছর পর, এবারের প্রচার শুরু হচ্ছে মাজার থেকে, আধুনিক বাংলার মানুষ অনেকটুকুই বদলে গেছে ৫ বছরে, আমাদের রাজনীতির ক্লাউনরা বদলায়নি। আওয়ামী লীগ শুরু করছে শেখ সাহেবের সমাধিস্হল থেকে, বিএনপি শুরু করছে সিলেটের মাজার থেকে; বিএনপি জেনারেল জিয়ার কবর থেকে শুরু করলে কিছুটা হলেও অনর্থের অর্থ হতো। ৫ বছরে, আধুনিক বাংলাদেশের ২ বড় দলের রাজনৈতিক কালচারের কোন পরিবর্তন ঘটেনি, বানরেরা বানরই থেকে যায় আজীবন।
আজকের বাংলাদেশের মানুষ নিশ্চয় মাজার ইত্যাদিকে রাজনীতিতে দেখতে চাওয়ার মতো নীচু স্তরে নেই, এমন কি অশিক্ষিতরাও জানেন যে, মাজার হলো মৃত ব্যক্তির কবর মাত্র; সিলেটের মাজারের স্হান আমাদের রাজনীতি কোন অবস্হায়ই থাকার কথা নয়; কিন্তু বিএনপি এখনো আমাদের অশিক্ষিতদের চেয়েও নীচু মানসিকতা নিয়ে রাজনীতি করে যাচ্ছে।
শেখ হাসিনা উনার বাবার স্মরণে টুংগি পাড়া গেছেন, সেটা কিছুটা মেনে নেয়া যায়; তবে, আধুনিক বাংলার মানুষকে উৎসাহিত করার মতো কিছু টুংগি পাড়ায় নেই; উনি অগ্রিম বিজয় দিবসের একটা সভা করে, সেখান থেকে নির্বাচনী প্রচার শুরু করতে পারতেন; সেটা হতো জাতির এক মহান দিনের উৎযাপন ও জাতীয় রাজনীতির সমন্ময়।
বিএনপি দুনিয়ার গোজামিল দিয়ে রাজনীতি করে, এই গোজামিল রাজনীতির কালচারের সাথে মাজার মুজার যুক্ত থাকা সম্ভব; আসলে, সিলেটের মাজারে একটা ওরস দিয়ে শুরু করলে সেটাই ওদের জন্য সুন্দর শুরু হতো; ফখরুল সাহেব দ্রুত আজমীর শরীফ ভ্রমণ করলে হয়তো গুরুত্বটা আরেকটু বৃদ্ধি পেতো।
২ দলের ক্লাউনরা আধুনিক বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনকে অপমান করেছে, এই দেশের মানুষের রাজনৈতিক বুদ্ধিমত্টাকে খুবই নীচু স্তরের বলে ধরে নিয়েছে; আসলে এসব ক্লাউনরাই বুদ্ধিমত্তার দিক থেকে বানরের স্তরে রয়ে গেছে, বাংলাদেশের মানুষ তাদের থেকে অনেক বেশী রাজনীতি ও রাজনৈতিক কালচার বুঝেন। এরা আধুনিক বিশ্বের রাজনীতি দেখছে, আধুনিক বিশ্বের সাথে চলছে; কিন্তু নিজেরা বানরের পর্যায়ে রয়ে গেছে, দেশের মানুষকে অন্য জাতিদের কাছে পিগমী প্রমাণ করেছে মাজার বাজার থেকে গণতান্ত্রিক নির্বাচনের প্রচারণা শুরু করে।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
আসলে, দেড় দল আছে, বিএনপি এখন পুরো দল নহে; শেখ হাসিনাকে ভাবতে হবে, কি কারনে উনি বিএনপি রাখছেন!
২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
কিরমানী লিটন বলেছেন: এই নে বুবু সারা বেলা
এই নে সকাল- ভোর,
এই নে বুবু আঁধার রাতে
অমানিশা- ঘোর।
এই নে বুবু দেশ পতাকা
এই নে পাখির গান,
এই নে বুবু মানচিত্র
এই নে সংবিধান।
এই নে বুবু জজের কলম
এই নে ইভিএম,
এই নে বুবু মিথ্যে মূলোর
ভোটার বিহীন গেম।
এই নে বুবু পালের নৌকা
এই নে ধানের শীষ,
এই নে বুবু কাস্তে লাঙ্গল
দাঁড়ি পাল্লাও নিস।
এই নে বুবু বাঁশি- ইসি
এই নে সুশীল মুচী,
এই নে বুবু গণতন্ত্রে
নোবেল জয়ের সূচী।
এই নে বুবু রব কাদের
এই নে কামাল মান্না,
এই নে বুবু মেনন ইনুর
তোষামোদী রান্না।
এই নে বুবু জাসদ বাসদ
এই নে জাকের পার্টী,
এই নে বুবু বি চৌধুরী
পুরো খেলার মাঠটি।
এই নে বুবু মুক্তিযোদ্ধা
এই নে রাজাকার,
এই নে বুবু হেফাজতি
এই নে স্বৈরাচার।
এই নে বুবু মুষ্টির চাল
এই নে গোলার ধান,
এই নে বুবু মোহের গদি
রাখিস পিতার মান।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
সময় নিয়ে, ভেবে কবিতা লেখেন, মানুষের জন্য লেখেন
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫
নজসু বলেছেন:
মুসলমান হিসেবে আমার মতে কোন মাজারেই যাওয়া উচিত নয়।
পীর কিংবা বাবা যিনিই হোন না কেন।
ধর্মীয় বিশ্বাস থাকলে আল্লাহর কাছে সাফল্যের জন্য প্রার্থণা করা যেতে পারে।
আপনাকে ভালো লাগে কারণ আপনি যেটা ন্যায় সেটাই বলেন।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি হলো মানুষের বুদ্ধিমত্তার সেরা স্বাক্ষর, উহা আধুনিক বিজ্ঞান, ইহা মানব কল্যানের ভাবনা; এখঃআণএ মাজার মুজার কিছু থাকতে পারে না; বানরেরা মানুষকে পিগমী বানাচ্ছে!
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাদের জীবিত লোকের চিন্তা কম।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
এগুলো তলানীর অপ-বাংগালী
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
বাকপ্রবাস বলেছেন: মাজার থেকে শুরু করা সেটা সিলেট হোক বা টুংগিপাড়া, তাতে বোঝা যায় আমরা এখনো অন্ধ গহ্বরে পড়ে আছি। অশিক্ষিত রয়ে গেছি। মূর্খতার গোল্লা পাকাচ্ছি। বিএনপি গোজামিল সেটা যেমন সত্য আওয়ামিরা ভয়ংকর সেটাও সত্য। একটা পাগল ছাগল মার্কা অন্যটা গুন্ডা মার্কা। টুংগিপাড়া মাজার থেকে যাত্রা শুরু সিলেট থেকে উত্তম মনে হলেও উল্টো যাত্রাও আছে, টুংগি পাড়াকে লালসালু বানানোরও রাস্তা খোলা হচ্ছে সেই দিক থেকে সিলেটেরটা একটা ভাল পর্যায়ে আছে। টুংগী পাড়াকে আবার পীর আওলিয়া বানায় ফেললে দারুণ হাস্যকরও হয়ে উঠবে, যেটা জাতির পিতার অবমাননারও সামিল হবে।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
টুংগী পাড়ায় শেখ হাসিনার বাবার কবর, সেটা উনার স্মৃতি, গণতান্ত্রিক ভোট প্রচারণার জন্য কিছু না।
সিলেটের মাজার মুর্খদের জন্য, আমাদের দেশের রাজনীতিতে এসব শব্দ থাকতে পারে না।
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
আলআমিন১২৩ বলেছেন: ২নং মন্তব্যের প্রতিউত্তরে চাদগাজী মাষ্টারি করেছেন। চাদগাজীকে জানতাম এন্টি খালেদা স্পেসালিষ্ট হিসাবে।তিনি যে কবিদেরও মাষ্টার তা জানা ছিলনা। যাক ভাল-JACK OF ALL TRADES BUT MASTER OF NONE .তিনি অংকেও ভালো।কলমের এক খোচায় কোন দলকে অর্ধেক আবার পছন্দের দলকে ডাবলও বানিয়ে ফেলেন। ভাল...।এই না হলে কি আর সামু ব্লগের Space killer.
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমি সামুর একজন সাধারণ ব্লগার, আপনি অসাধারণ ব্লগার ও হয়তো কিছুটা জোকার
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: We need bettered Bangladesh.
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
মাজার বাজার সবকিছু ছিল পাকিস্তানী সংস্কৃতি, আমরা আধুনিক বাংলাদেশের আধুনিক নাগরিক; আমাদের লিলিপুটিয়ান রাজনৈতিক দলগুলো পেছনের দিকে যাচ্ছে ক্রমাগতভাবে।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩
শরীফ আতরাফ বলেছেন: ছোটবেলায় বাংলা সিনেমায় দেখতাম নায়ক অথবা নায়িকা প্রচুর অসুস্থ হলে কিংবা মারা গেলে অপরজন মাজারে গিয়ে নাচা-কুদা করলে আর গান গাইলেই বিকট শব্দে কয়েকবার বজ্রপাত হতো আর মৃত অবস্থা থেকে টক করে জীবিত হয়ে যেতো।
বিএনপিরও তো এখন মৃতপ্রায় অবস্থা।তারা মাজারে গিয়ে এ পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র জন্য উপযুক্ত স্হান হলো "হাইকোর্টের মাজার"; আপীল কর্াও হবে, মাজারে যাওয়া হবে।
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬
শরীফ আতরাফ বলেছেন: একই মন্তব্য দুবার দেখাচ্ছে।একটা রেখে আরেকটা ডিলিট করার উপায় কি?
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
আমি মুছে দিয়েছি, পাঠক মুছতে পারেন না।
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সময় বামপন্থী, কমিউনিস্টরাও ধর্ম কর্ম বেশী করে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন। ইসলাম নিয়ে দেশের মানুষের আবেগ থাকার কারণে সব দলই এটা থেকে ফায়দা নিতে চায়। সঠিক গণতান্ত্রিক পদ্ধতি থাকলে এত কিছু করার দরকারই নেই। মেনিফেস্টো দিবে, বিতর্ক করবে, জনগণ যাকে ভাল মনে করবে তাকে ভোট দিবে...
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
ভোটের সময় শুধু ডাকাতেরা মেনিফেষ্টো দেয়; মেনিফেস্টো পার্টির গঠনতন্ত্রের সাথে থাকতে হয়; বিএনপি'র ১৯ দফা আছে, আপনি জানেন তো!
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
রাজনীতি হলো মানুষের বুদ্ধিমত্তার সেরা স্বাক্ষর, উহা আধুনিক বিজ্ঞান, ইহা মানব কল্যানের ভাবনা; এখঃআণএ মাজার মুজার কিছু থাকতে পারে না; বানরেরা মানুষকে পিগমী বানাচ্ছে!
ওস্তাদ এই মন্তব্যটা সেরাম হইছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
বানরেরা বাংলার শিক্ষিতদেরও ওদের মত বানরে পরিণত করছে।
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ ধর্মপরায়ন। এদের কাছ থেকে ভোট আদায় করার জন্য তারা খুব চিন্তিত ভাবে মাজার থেকে প্রচারনা শুরু করেছে।
সত্য কথা হলো ধর্মের কারনেই আমরা আজও পিছিয়ে আছি। ধর্ম তো আফিম ছাড়া আর কিছুই নয়।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
যারা মাজারের মৃত মানুষের শক্তিতে বিশ্বাস করে, ওগুলো গুহা মানব।
১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
প্রশ্নবোধক (?) বলেছেন: যে দেশে মাশরাফীকে নমিনেশন দেওয়া হয় শুধু পাবলিক ফিগার এই সুবিধায়, হিরো আলমের মত লোক নমিনেশন পায়। সে দেশে আর যাই হোক সুস্থ লোকের সংখ্যা খুবই কম।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
পাকী মিলিটারী হাতে ৩০ লাখ বাংগালী নিধনের পর, ১৯৭৫ সালে বাংগী মিলিটারীর হাতে শেখ ও তাজুদ্দিন সাহেবের মৃত্যু হওয়ার পর, মানুষ দিশেহারা হয়ে গেছে
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রশ্নবোধক (?) বলেছেন: যে দেশে মাশরাফীকে নমিনেশন দেওয়া হয় শুধু পাবলিক ফিগার এই সুবিধায়, হিরো আলমের মত লোক নমিনেশন পায়। সে দেশে আর যাই হোক সুস্থ লোকের সংখ্যা খুবই কম। - মারাত্তক ভাবে সহমত পোষন করছি ।
চাঁদগাজী ভাই, এই দেশে সব চিকিৎসার সেরা চিকিৎসা কিন্তু - মাজার বাবা, পীর বাবা, ফকির বাবা , শুধু পীর বাবে রহমত দেওয়ানবাগের গোবর মস্তিস্ক ভক্ত আছে ২ কোটি ৫০ লক্ষ (বাবে রহমত দেওয়ানবাগ হিসাব) কথিত আছে দেশে দরগাহ সিলেট হতে নির্বাচন ঘোষনা করা হয় এবং সেই দল জয়ী হয় তা হচ্ছে সিলেট ১ আসনে জয়ী আব্দুল মাল মাল মালামাল মালামালা মাল (কতোগুলো মাল জানা নেই) মুহিত সাহেবের আসন !!!
সম্ভবত যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প সাহেব বাংলাদেশ হতে মাজারের পড়া পানি হোয়াইট হাউসে গোলাপজলের মতো ছিটিয়েছেন তাতে তিনি জয়ী হয়েছেন - ভেবে দেখুন বাংলাদেশ মাজার মসজীদ পীর বাবাদের দেশ ! কতো সম্মান কতো ইজ্জত - বিদেশে ইমিগ্রেশনে বাংলাদেশী পাসপোর্ট দেখলে কতো কতো প্রশ্ন করে !!! কারণ কি - সম্মান আর ইজ্জত !!!
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
যারা আধুনিক গণতান্ত্রিক নির্বাচনের শুরু করে মাজার থেকে, এরা গুহা মানব, বা সংক্ষেপে বানর।
১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ ধর্মপরায়ন। এদের কাছ থেকে ভোট আদায় করার জন্য তারা খুব চিন্তিত ভাবে মাজার থেকে প্রচারনা শুরু করেছে। সত্য কথা হলো ধর্মের কারনেই আমরা আজও পিছিয়ে আছি। ধর্ম তো আফিম ছাড়া আর কিছুই নয়।
- পৃথিবীর তাবত ধর্ম কিতাব বঙ্গানুবাদ পড়লে একজন প্রাইমারী পাশ ব্যাক্তিও বোঝার কথা কি গুনগান হচ্ছে - ব্লগে পাগল উম্মাদ অনেক, তাই ধর্ম নিয়ে বেশী কিছু বলতে চাই না, শুধু বলতে চাই পৃথিবীর যতো বিখ্যাত লেখক কবি ছিলেন তারা মরে গিয়েও বেঁচে গেছেন!!! - কারণ তারা কোনো ধর্ম বই লিখেন নি। সকল ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুর নিজেইই একা যথেষ্ট- টেবলেট করে খেতে পারতেন, পৃথিবী ধর্মশুন্য হয়ে পড়তো।
- প্রকৃতি শুন্যস্থান পছন্দ করে না, তাই ধর্মকর্ম দিয়ে শুন্যস্থান পূরণ করে রেখেছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
৮০% বাংগালী ক্রমাগতভাবে মিথ্যা বলে, ওরা কোন ধর্ম পালন করে ওরা জানে না; শয়তানও এত মিথ্যা বলে না।
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন:
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
এরা শয়তান থেকে বেশী ধুরন্ধর
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৮
কাজী ফররুখ আহমেদ বলেছেন: নির্বাচনি প্রচারনায় সবাই টুপি পরে নেমে পরেছেন বোঝা যাচ্ছে বাজারে টুপির চাহিদা বেড়ে যাবে আর বেড়ে যাবে টুপি তৈরি কারাখানার কাজও, দেশে প্রতি বছর নির্বাচন হোক। ডক্টর কামাল হোসেন সাহেবকে ও দেখলাম টুপি পরে আছেন, আমি কখনো ডক্টর সাহবে কে টুপি পরা অবস্থায় দেখিনি, তিনি জাতিকে টুপি পরা ছবি উপহার দিয়ে ভারমুক্ত করেছেন - ডক্টর কামাল হোসেন সাহেব প্রমান করেছেন তিনি একজন সাচ্চা মুসলমান - টুপি পরে !
১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
ড: কামালও মানুষকে প্রতারণা করছে, প্রফেশানেল থেকে প্রতারক।
১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
নিউজপ্রিন্ট বলেছেন: মাজার মসজীদ মাদ্রাসা এইগুলো হচ্ছে ব্যাবসা প্রতিষ্ঠান - ভোক্তা আছে তাই পণ্য ও ব্যাবসা টিকে আছে, মাদ্রাসা মসজীদের চাঁদা বাসে লঞ্চে ট্রেনে আদায় হচ্ছে সেই ১৯৫২ থেকে, আজো দেশে মসজীদ মাদ্রাসা বানানো শেষ হয়নি ? আর মাজার পূজা সহ পীর বাবা’র পদ চুম্বন এই দেশে সোয়াবে হাকিকত।
যেই দেশে মাজার পূজা একটি বড় উপসনা সেখানে নির্বাচন মাজার থেকে হতে পারে এটা জায়েয/হালাল ! সহজ ভাষায় বলতে পারি বাংলাদেশের মানুষ শয়তানের পূজা করে, শয়তানের উপশনা করে তাই বাংলাদেশের মানুষের হাতে গলায় কোমরে তাবিজ কন্কর পাথর লোহা লক্কর। ভোগ, মরা মানুষের কাফন চুরি করে তাবিজ তন্ত্র মন্ত্র - আজব এক দেশ এবং এই সব করে ব্লগের উম্মাদ শ্রেণীর মানুষ যারা আছে তারা এবং তাদের মতো লোক ।
অন্যর সফলতা দেখে ভাবে চাটুকারিতা, আর নিজের সফলতার জন্য ধরে পীর বাবা !
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
এই আধুনিক সময়ে, আমাদের গুহামানবেরা জাতিকে পিগমীতে রূপান্তরিত করছে।
১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
Monthu বলেছেন: হে হে।।।। শাহ জালাল বাবার আশিশ চাই।। ওই মাজারে সবাই যায়। আওয়ামীলীগ ও যায়। বাবার কাছে, দাও বাবা দুয়া কইরা দেও
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
আপনি হয়তো যাবেন, দেশে পিগমীর সংখ্যা বাড়ছে দিন দিন।
২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১
সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু নির্বাচন করিনা, তবু আমি মাঝারে যাই। চাইলে পোক্ত প্রমানও দিতে পারবো
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনাদের মতো লোকের ভোট নেয়ার জন্য গণতন্ত্র ইত্যাদির দরকার নেই, মরা মানুষের কিচ্ছা কাহিনীই যথেষ্ট; আপনাদের এসব মনোভাবের জন্য পুরো জাতি কষ্ট করছে; আপনি এগুলো করেও ভালো আছেন, লাখ লাখ কিশোরী চাকরাণী হচ্ছে আপনার এই মনোভাবের জন্য।
আপনার ভোটাধিকার থাকা সঠিক নয়।
২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
প্রশ্নবোধক (?) বলেছেন: জয় বাবা খোদার খাসী, রাম-পাঠা দেওয়ানবাগী বাবার জয়। ওয়াক থু।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল ছিল প্রফেশাল, এখন ইডিয়টে পরিণত হলো।
২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২
বিজন রয় বলেছেন: আপনি শিরোনামে বলেছেন আধুনিক বাংলাদেশ।
আপনি কোন দিক দিয়ে বাংলাদেশকে আধুনিক বলছেন?
আমি তো দেখি বাংলাদেশ কেবল পিছন দিকে যাচ্ছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমি আধুনিক মানুষ, আমি বাংলাদেশের নাগরিক; সেজন্য বাংলাদেশ আধুনিক
২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
বাবা বা মাজার নিয়ে মানুষের মনে একটা কি যেন কাজ করে । এটাই কাজে লাগায় সুযোগ সন্ধানীরা । তাছাড়া সবাই তখন বক ধার্মিক হিসেবে নিজেকে জাহির করে । আর আমরাও সেটা নিয়ে নাচানাচি করি ।
কিন্তু আমাদের লীগ বা বিএনপি বা অন্যান্য যারা আছেন তারা আসলে নির্বাচনি প্রচারনা বলতে কি বুঝেন সেটাই বুঝেন না ।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র শুরুতেই, বাংলার তলানীতে থাকা ইডিয়টদের জড়ো করেছিলেন জেনারেল জিয়া, সেই ট্রেডিশন এখনো চলছে।
২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি ভাব্তাছি, আমার ভোটাধিকারটা আপ্নারে দিয়া দিমু
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
স্যরি, আপনাকে কিছু অপ্রয়োজনীয় কথা বলে আহত করেছি, মনে হয়
২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
প্রশ্নবোধক (?) বলেছেন: আমাদের এলাকায় বিএনপির কোন পোষ্টার , নির্বাচনী ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না। যারা করেছিল তারা ক্যাডারদের তাড়া খেয়েছে । যারা অনুমতি চেয়েছিল তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। ফ্রেশ দৃষ্টিতে দেখলে, বেশিরভাগ জনগণ বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ শংকিত। [আপনাকে গণতান্ত্রিক ভাবে সরানোর রাস্তা বন্ধ করে দিলেন। -তাজউদ্দিন আহমেদ]
রাজাকার আর ভাদাকারের লড়াই।
আহারে প্রিয় জন্মভূমি! তোমার বুকটা কি কোনও দিনও শান্ত হবে না।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
কমপক্ষে ৭০/৮০ ভাগ মানুষ শিক্ষিত না হওয়া অবধি জাতি শান্তির মুখ দেখবে না
২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
কি পরিমাণ মানুষকে প্রাণ দিতে হয়েছিলো স্বাধীনতার জন্য?
২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০
নজসু বলেছেন:
কাগজে কলমে আছে ৩০ লক্ষ।
হিসেবে হয়তো আরও বেশি।
১৯৭১ এর পর আরও অনেক দেশপ্রেমী
শহিদ হয়েছেন।
স্বাধীনতার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য,
বেঁচে থাকার স্বাধীনতার জন্য, পেট ভরে খাওয়ার স্বাধীনতার জন্য
মানুষ এখনও প্রাণ দিচ্ছে শ্রদ্ধেয়।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন:
মানুষকে এখনো প্রাণ দিতে হচ্ছে, মানুষ সেটার বিহিত করতে অক্ষম আজকের মানুষ
২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ফকরুল প্রধানমন্ত্রী হবেন।
রাষ্ট্রপতি কর্তৃক খালেদা জিয়ার ক্ষমা লাভ।
উপনির্বাচনে এমপি ।
নতুন প্রধানমন্ত্রী খালেদা।
রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পদত্যাগের অনুরোধ।
রাষ্ট্রপতির পদত্যাগ।
নতুন রাষ্ট্রপতি ব্যারিস্টার কামাল হোসেন / অধ্যাপক এমাজ।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
চাঁদগাজী বলেছেন:
এটা হয়তো দু:স্বপ্ন, জাতির এতবেশী অপরাধ করেনি
২৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনি অন্যকে আহত করে মজা পান দেখে আমরাও আনন্দ পাই, চালিয়ে যান আছি সাথে
১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
মাঝে টাঝে এদিক সেদিক হয়; তবে মুল উদ্দেশ্য হলো, আমি আমার মতো করে সবকিছুই দেখি।
৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
তিনি ব ললে ন , খামোশ! চুপ থাক বেয়াদব!!
১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২০
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল ভুল পথে চলে গেছেন; উনি শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
ঢাবিয়ান বলেছেন: দুই দলই মরিয়া ক্ষমতার জন্য। রক্তগঙ্গা বইয়ে দিতে দুই দলেরই কোন আপত্তি নাই।