নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কাদের সিদ্দিকী বললেন, ভোটে জয়ী হলে, পরদিন বেগম জিয়া মুক্তি পাবেন

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২



বেকুব বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু শ্রেয়; আপনারা এক সৈনিক ও তার পালিত বানর-বন্ধুর গল্প পড়েছেন: যুদ্ধ শেষে সৈনিক তার বানর বন্ধুকে নিয়ে বাড়ী ফিরছিলো; পথে, সৈনিক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, বানরটি মনিব-বন্ধুর পাহারায় ছিলো; একটি মাছি সৈনিকের গলায় বসে; বানরটি সৈনিকের তলোয়ার দিয়ে মাছিটিকে জোরে আঘাত করে।

ড: কামাল সাহেব, মির্জা ফখরুল সাহেব, মান্না, বারবার বলেছেন যে, বিএনপি জোট ভোটে জয়ী হলে, বেগম জিয়া মুক্তি পাবেন; সর্বশেষ উহাতে আরেকটু পেট্রোল ঢেলেছেন আমাদের বংগবীর কাদের সিদ্দিকী সাহেব; তিনি বলেছেন যে, বিএনপি জোট ভোটে জয়ী হলে, পরদিন বেগম জিয়া মুক্তি পাবেন; ইহা আসলে বানর-বন্ধুর মত কাজ করছে।

আওয়ামী লীগের অনেক কারণ আছে, বিএনপি জোটকে কৌশলে পরাজিত করার; এখন, ড: কামাল সাহেব, মির্জা ফখরুল সাহেব, মান্না, কাদের সিদ্দিকীর কারণে, আওয়ামী লীগের জন্য 'ভোটের পর বেগম জিয়ার মুক্তি' একটা বড় ও নতুন ধরণের চ্যালেন্জ হয়ে যাচ্ছে। আমি, একজন ব্লগার হিসেবে, এটাকে একটা বড় চ্যালেন্জ হিসেবে দেখছি; আওয়ামী লীগও সেইভাবে দেখতে পারে, না'ও দেখটে পারে! তবে, আওয়ামী লীগ যদি আমার মত দেখে, ভোটে আরো কিছু কৌশল যোগ হবে।

বিএনপি জোট যদি ভোটে ১৫১ সীটের বেশী পায়, এবং ঢাকায় যদি ১০ সীটের বেশী পায়, ভোর রাতের দিকে নাজিম উদ্দিন রোডের দিকে ৫/৬ লাখ মাফিয়া ধরণের লোকজন তেড়ে আসবে; উহাদের ঠেকানোর চেষ্টা করবে না পুলিশ; বেগম জিয়াকে বের করে আনবে তারা। এটি একটি কল্পিত সিনারিও; ইহা কিন্তু বাস্তবেও ঘটতে পারে; আওয়ামী লীগের কিছু মানুষ নিশ্চয় এগুলো নিয়ে ভাবছে।

জেল ভেংগে, বা বিচারিক প্রহসনের মাধ্যমে বেগম জিয়া মুক্তি হওয়া ঠিক হবে না; বিএনপি'র পক্ষ থেকে ভোটের অলিখিত এই এজেন্ডাটি বিএনপি'র পরাজয়কে পাকাপোক্ত করবে, মনে হয়!

বিএনপি ভোট নিয়ে কি একটা এজেন্ডা বের করার কথা; উহাতেও যদি তারা বেগম জিয়ার মুক্তির কথা লেখে, উহা বেগম জিয়ার বিপক্ষে যাবেই যাবে।

মন্তব্য ৫৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উনি এখন মরা বাঘ !
একসময় অত্যন্ত শ্রদ্ধা করতাম।
স্বাধীনতার পর উনার এলাকায় জনগনের থে এবং
অন্যান্য আর্থিক দুর্নীতির কারনে আজ আর সম্মান দেখাতে পারি না ।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনিও দেরীতে বুঝেছেন, কয়েক কোটী কিশোরী মেয়ে চাকরাণী ও ঝি'তে পরিণত হয়েছে উনার অর্থনীতিতে

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: রাজনীতিতে শেষ কথা নেই আছে নাকি শুরু
বলেছিলেন গুরু।
গুরুর নাম জানি না।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া রাজনীতি জানেন না, উনার জন্য রাজনৈতিক বিষয়সমুহ প্রয়োজ্য নয়।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

সনেট কবি বলেছেন: এসব বলে তারা খালেদা জিয়ার ভক্তদেরকে মরিয়া হয়ে ভোটযুদ্ধে নামানোর চেষ্টা করছে। কিন্তু তাঁর তেমন ভক্ত আছে কি না সেটা এখনো টের পাওয়া যাচ্ছে না। যদি এর মধ্যে অন্তত দেড় দু’শ লোক মারা যেত তাহলে না হয় তেমন ভাবা যেত।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার ভক্তরা জাতির জন্য সমস্যা; ফলে, এসব ভক্তরা 'লেভেল প্লেয়িং ফিল্ডের' বদলে, "আনলেভেল প্লেয়িং ফিল্ডে" ভোট দিতে যাবেন হয়তো।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: শুধু যে মানুষের অধিকার, নিরাপত্তা আর স্বাধীনতা প্রতিষ্ঠার জন্যই ভোটাভোটি হয়, তা কিন্তু নয়। বিশ্বে এমন দেশও আছে, যেখানে কার দ্বারা লাথি খাবো- সেটা নির্বাচনের জন্যেও ভোটাভোটি হয়।
কার দ্বারা খুন হবো, কার দ্বারা ধর্ষিত হবো, কার দ্বারা সর্বস্ব লুন্ঠিত হবো,- সেটা নির্বাচনের জন্যেও সে দেশের জনগণ বার বার ভোট দেয়।
দেশটার নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


কে কে যেন বলছিলো, আপনার চাকরী নেই?

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরদিন না হলেও আইনী প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়া বের হয়ে যাবে এটা নিশ্চিত...

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ভোটের পর, বেগম জিয়াকে জামিন দেবে সরকার

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কল্পনা সবসময় বাস্তবতার কাছে হার মানে।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার মুক্তির কথা ভোটের সাথে জড়িত করা ভুল হয়েছে; ভোটের সাথে দেশের সাধারণ মানুষকে জড়ো করার দরকার ছিলো।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

ডার্ক ম্যান বলেছেন: খালেদা জিয়া বের হবেন না , উলটো সিদ্দিকি মানা রব এরা সবাই দলবেঁধে সংসদের বদলে লাল দালানে যাত্রা করবেন ।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


সিদ্দিকী, মান্না, রব, সবার "টাকা", ঋণ কেলেংকারী আছে।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

ডার্ক ম্যান বলেছেন: Click This Link
এই নিউজটা একটু দেখেন। নোমান ভাই কি বলেন

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৩

চাঁদগাজী বলেছেন:


নোমানের মত দুষ্ট লোকজন কি আওয়ামী নেই? অবশ্যই আছে! ফলে, নোমানকে পিটাবেই। আবার সুযোগ পেলে, নোমানেরা পিটাবে

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ যখন যা চান তখন তাই হয়।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ কি চেয়েছেন গরীবের কিশোরী মেয়েগুলো আপনাদের বাসায় চাকরাণী হোক?

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০

আলআমিন১২৩ বলেছেন: কিসের থেকে কি-পান্তা ভাতে ঘি। কোথায় কাদের সিদ্দকীর বক্তব্য- আর কোথায় চাদগাজীর এন্টি খালেদা প্রচারনা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনি আজীবন পান্তাভাত নিয়েই থাকবেন, ফাতেমারা বেগম জিয়ার পায়ে ঘি মাখতে থাকবে; এটাই জোরেল জিয়ার দাসদের রাজনৈতিক বিশ্ব

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:

জোট গঠনের শুরু থেকেই কেউ জিজ্ঞেস না করলেও সাংবাদিক-ক্যামেরা ডেকে বার বার বলা হয়েছিল।
সরাসরি খালেদার মুক্তি চাওয়া হবেনা, শুধু রাজবন্দিদের বলা হবে।
জামাতকে নেয়া হবে না, বিএনপিতে জামাত থাকলে বিএনপিকেও নেয়া হবে না। জামাত-ঝামাতের কেউ থাকতে পারবে না।
এখন লজ্জাফজ্জা ভেংগে সরাসরি খালেদার ......

জামাতকে সবচেয়ে বেশী, ২২টা আসন দেয়া হল আর নিজ দল গনফোরাম ভিক্কা পেল মাত্র ৪টা,

তাদের ঐক্যফ্রন্টের গণফোরাম, জেএসডি, বংগবিলাই, নাগরিক ঐক্য মিলে মোটে মাত্র ১৮টা আসন।
বড় শয়তান জামাতের জন্য আগে থেকেই বরাদ্দ রাখা হয়েছিল ২৫টি, (পর্যাপ্ত প্রার্থি না পাওয়াতে ২২টি আসন)।
কামালদের সবগুলো দলের চেয়েও যে জামাতের ক্ষমতা যে বেশি বোঝা গেল?

ড.কামাল এই কুলাংগারদের নিয়ে নিয়ে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাইছে?
উনি নাকি জোটের প্রধান নেতা , নিজে না দাড়িয়ে নিজের সিটটাও পর্যন্ত জামাতকে ছেড়ে দিয়েছেন।

নির্লজ্জ বেহায়া! জামাত এস্টাব্লিশমেন্ট ঠিকাদার।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল সাহেব, রব, মান্না যে রাজনীতি বুঝে না, সেটা প্রমাণ করলো; আমাদের বংবীর বড় কলমী মানুষ, দৌড় এতটুকুই

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই ধরনের কিছু লোকদের জন্য দেশ ও দেশের লোকদের শান্তি নষ্ট হচ্ছে উচিত হবে এদের দেশ থেকে বের করে
দেয়া । কবজি গোড়ায় নাই তুলা পরিমান শক্তি মুখে শুধু তুনাধুনা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:


এদের স্হান বিএনপি হয়ে আসছে; জেনারেল জিয়া বিএনপি গঠন করার সময় এদেরকেই পেয়েছিলেন, তলানীতে থাকা বাংগালী

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: ভীমরতিগ্রস্হ বৃদ্ধের প্রলাপ !




১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:


এটুকুই ব্লগিং? ব্লগ ডোডো পাখি পোষে না

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: "শুধু যে মানুষের অধিকার, নিরাপত্তা আর স্বাধীনতা প্রতিষ্ঠার জন্যই ভোটাভোটি হয়, তা কিন্তু নয়। বিশ্বে এমন দেশও আছে, যেখানে কার দ্বারা লাথি খাবো- সেটা নির্বাচনের জন্যেও ভোটাভোটি হয়।
কার দ্বারা খুন হবো, কার দ্বারা ধর্ষিত হবো, কার দ্বারা সর্বস্ব লুন্ঠিত হবো,- সেটা নির্বাচনের জন্যেও সে দেশের জনগণ বার বার ভোট দেয়। "

রাজীব নূরের কমেন্ট পড়ে খুব মজা পাইলাম।

তা সত্ত্বেও বাংলাদেশ তার তত্ত্বাবধায়ক নির্বাচনী ব্যবস্থার দ্বারা কিছুটা এগিয়ে গিয়েছিল। বিএনপির ফাজলামির কারনে মইন মাসুদরা এসে এই পরিবেশ নষ্ট করে। এরপরে আওয়ামী লীগ বেহায়ামিতে সবাইকে ছাড়িয়ে গিয়ে তা বাতিল করে। ফলে আমরা আবর পিছিয়ে যেতে থাকি।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


তত্বাবধায়ক সরকারের মাধ্যমে মিলিটারী দেশের ভোট কন্ট্রোল করছিলো, উহার অবসান হয়ে ভালো হয়েছে, বিএনপি ও কেন্টনমেন্ট দুর্বল হয়েছে; এরপর আওয়ামী লীগ ভালো হবে, না হয় আউট হয়ে যাবে। এইবারই ড: কামাল যদি 'ভালো কেন্ডিডেট দেয়ার জন্য' শেখ হাসিনাকে চাপ দিতেন, অবস্হা ভালোর দিকে যেতো

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
বেগম জিয়া রাজনীতি শিখতে চাননি। তিনি কেবল পদ চেয়েছেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:


সক্রেটিসকে উনার টিউটর হিসেবে দিলে, উনি সর্বাধিক কয়েকটি শব্দ মুখস্হ করতে পারতেন: বাড়ী, গাড়ী, চাকরাণী, শাড়ী

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

হাসান রাজু বলেছেন: কাদের সিদ্দিকী বললেন, ভোটে জয় হলে, পরদিন বেগম জিয়া মুক্তি পাবেন

এটা খুব সাধারন একটা সত্য । যা বাঙালি মাত্রই অনুমান করতে পারে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


কাদের সিদ্দিকী উনার বিপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে সাহায্য করেছে

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

রানার ব্লগ বলেছেন:




দিল্লী কতো দূর ???

ওই তো দেখা যায়।

তো কতক্ষন লাগবে যেতে

তা ধরেন হাটা পথে গেলে ২২ ঘন্টা গাড়িতে গেলে ৭ ঘন্টা, আপনি ভাবেন কিসে যাবেন।

ভাই দিল্লী কি আসলেই অনেক দূর ।

না না কে বলল? ওই তো দেখা যায়।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


মানুষকে রাজনীতি থেকে সরায়ে দিয়েছে জেনারেল জিয়া ও উনার মিলিটারীরা; এরপর, শেখ হাসিনা একইভাবে মানুষকে রাজনীতি থেকে মাইনাস করায়, আবর্জনাগুলো আওয়ামী লীগে ও বিএনপি'তে যায়গা পেয়েছে

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

নজসু বলেছেন:




শ্রদ্ধেয়,
একটা প্রশ্নের উত্তর জানতে আমার খুব ইচ্ছা।
সেনাবাহিনীর নাম শুনলে সাধারন মানুষ ভয় পায় কেন?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:



সেনা বাহিনীতে শিক্ষা দেয়া বিপক্ষকে হত্যা করার; দেশ রক্ষা করতে হলে কাউকে হত্যা করতে হয়, দেশ দখল করতে হলে কাউকে হত্যা করতে হয়; সেইজন্য মানুষ মিলিটারীকে ভয় পায়।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

নয়ন বিন বাহার বলেছেন: এদেশের বেশিরভাগ এ্যাকাডেমিক সনদ প্রাপ্ত মানুষ সঠিক চিন্তা করতে পারে না। যাদের সেই সনদ নেই তাদের কথা আর কি বলব? শুধু শিক্ষা গ্রহণ করলেতো হবে না। এ্যানালিটিক্যাল শিক্ষায় শিক্ষিত হতে হবে। কিভাবে চিন্তা করতে হয়, কি কি বিষয়াবলী চিন্তার ফলাফলে প্রভাব বিস্তার করবে তা চর্চা করতে হবে। এই কালচার এখনো আমাদের সিলেবাসে নেই। আমরা এখনো রবীন্দ্রনাথের জম্ম-মৃত্যু সাল মুখস্থ করে বিসিএস ক্যাডার হয়ে দেশ চালাই। এর থেকে জাতি কবে মুক্তি পাবে?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


পড়ালেখা ফ্রি করে দিলে, ১০ বছরে জাতি নিজ পায়ে দাঁড়াবে্

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

ব্লু হোয়েল বলেছেন: ক’দিন পর লতিফ সিদ্দিকীও একই সুরে বললে অবাক হওয়ার কিছু দেখছি না ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনাকে কেহই কিছুতেই অবাক হবেন না হয়তো

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

নীলপরি বলেছেন: রাজনীতির কথা বাদ দিলাম । তবে যুদ্ধবন্দী ছাড়া এরকম প্রতিশ্রুতি দেওয়াটা কতোটা ন্যয়সঙ্গত ? আপনার লেখা পড়ে সেটাই ভাবছি । কারণ এটা তো আদালতের উপর ভরসা না রাখার সামিল ।যদিও এমন মন্তব্য রাজনীতিতে হয় , হচ্ছে!

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



কাদের সিদ্দিকী অশিক্ষিত মানুষ, এখন জাতির ক্ষতি করছেন

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

তারেক ফাহিম বলেছেন: তাকে জামিনে আসতে হবে মনে হচ্ছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



ভোটের পরে জামিন পেতে পারেন; তবে, জামিন না দিয়ে উনাকে নিজ বাড়ীতে জেলে রাখলে সঠিক হবে; জামিনে সময় নষ্ট হবে, এখন জেলের দিন গণনা হচ্ছে।

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: লোকজন আজকাল আইনকানুনকে তোয়াক্কা করে না। কাদের সিদ্দিকীও তাদের একজন।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



উনি বড় কলমি, রাজনীতি উনার জন্য নয়; উনি রাজনীতি থেকে জাতির ক্ষতি করছেন

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

মিঃ আতিক বলেছেন: ভোটের পরদিন এক আবেদনে খালেদার সব মামলায় আদালতের স্থগিতাদেশ নেয়া সম্ভব হবে না কেন?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


উনি আপানর মতই নাগরিক; আপনার থেকে আলাদা হলো, উনার ১৭ বছরের জেল হয়েছে।

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

পলাশবাবা বলেছেন: আংকেল । কোন লেবেল গিলে ঈডা লিকেচেন ।।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


ব্লু-লেভেল

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

অক্পটে বলেছেন: স্বৈরাচার নিপাত যাক।।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি প্রতিষ্ঠা করেছিলো মিলিটারী, ওরা আধুনিক বাংলা-গণতন্ত্রের জনক

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

পলাশবাবা বলেছেন: বাঙ্গালীর মদ গেলা নিয়ে একটা কৌতুক আছে। কৌতুক টা এরকমঃ
প্রশ্নঃ বাংগালিদের প্লেনে মদ সার্ভ করা হয় না কেন?
উত্তরঃ প্লেনে ইংরেজদের ড্রাঙ্ক হলে এরা কবিতা লিখতে চায়, জাপানিরা প্লেন বানানোর নকশা বানানোর চিন্তা শুরু করে। আর বাংগালি বলে "সর শালা আমি প্লেন চালাবো"।

আরো না গিলে, ঘুমায় যান। শরীর টা ঠিক রাখেন। সামনেই দীর্ঘস্থায়ী মাতম করতে হতে পারে। এনার্জি সঞ্চয় করুন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা মদ খেলে বউ পিটায়, ইংরেজরা মদ খেয়ে বউকে আদর করে

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মহসিন ৩১ বলেছেন: সেনাবাহিনী ব্যারাকে থাকলে ষড়যন্ত্র ; আর রাস্তায় থাকলে মানুষ পেটায় -- এ ধরনের ভাবনা থেকে বাঙালী কোনোদিনই কি বেরুতে পারবে-- তাহলে রাজনীতির দাবা খেলায় কারা কারা আসলেই পিছিয়ে আছে এটা সহজেই বোধগম্য। সাধারন লোকেরা কোনদিনই খালেদা জিয়াকে নিয়ে চিন্তিত না। এজন্যই ভোটের অজুহাতে মানুষের মনের দুঃখগুলিকে নিয়ে গেম খেলার সুন্দর সুযোগ আছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান, বাংলাদেশ, মিশর, বার্মার সেনা বাহিনী নিয়ে মানুষ সমস্যায় আছে।

২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

মহসিন ৩১ বলেছেন: কোন organization সামাজিক হতে পারে না, প্রযুক্তি ব্যাবহার বাড়ালেও সবাইকেই ইতিহাসের দ্বারস্থ যদি হতে হবে তাহলে আধুনিক gazette -gear বাদ দিয়ে প্রোগ্রামার দের কাজ বাড়াতে সরকারেরও প্রকল্প বাড়াতে হবে শুধু।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


দেশ পরিচালনার জন্য বুদ্ধিমান লোকজনের দরকার; বুদ্ধিমানরাই নতুন বুদ্ধিমান শ্রেণীর সৃষ্টি করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.