![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
এটি পার্লামেন্টের ভোট, এমপি নির্বাচিত হবেন, পুরো জাতির জন্য আইন প্রনয়ন করবেন এঁরা; পার্লামেন্টের ভোট যাকে ইচ্ছা তাকে দেয়া যায় না; কারণ, আপনি ভুল মানুষকে ভোট দিলে পুরোজাতি ক্ষতিগ্রস্ত হবে, এরা কোন এক এলাকার চেয়ারম্যান না: ঝিনাইদহ, চুয়াডাংগা, বাগমারার দুষ্ট চেয়ারম্যানরা চট্রগ্রামের লোকদের ক্ষতি করতে পারে না; কিন্তু পিরোজপুরের, বা নারায়নগন্জের এমপি'রা চট্রগ্রামের লোকদের, কুমিল্লার লোকদের ক্ষতি করে দেবে আইন করে, কিংবা আইন প্রনয়ন না করে; ফলে, সুষ্ঠু ভোটের চেয়ে, সঠিক কেন্ডিডেট অনেক অনেক গুরুত্বপুর্ণ বিষয়; অথবা, ২টি পরস্পরের পরিপুরক; একটাকে অন্যটা থেকে আলাদা করা যাবে না।
ড: কামাল সাহবে সংলাপের সময়, শেখ হাসিনার সাথে সুষ্ঠু ভোট নিয়ে ৭, নাকি ৮ দফা দাবী দিয়েছেন, উনি শুধু সুষ্টু ভোট চেয়েছেন; ভোট সুষ্টু হলে, শেখ হাসিনা নির্বাচিত হবেন; ভোট সুষ্ঠু না হলেও শেখ হাসিনা নির্বাচিত হবেন; যত সুষ্ঠু ভোট হোক না কেন, ডিম বেপারী খালেক, কিংবা হাজী সেলিমের সাথে ড: কামাল এই জীবনেও পাশ করতে পারবেন না; তা'হলে এসব দুষ্ট কেন্ডিডেটদের জন্য উনি কি মাথামুন্ডুর সুষ্টু ভোট চেয়েছেন?
এবারের ভোটে, ড: কামাল মরে গেলেও জয়ী হতেন না, সেটা নিশ্চিত জেনেই তিনি ভোটে দাঁড়াননি; তা'হলে একা সুষ্টু ভোট ধুয়ে কি তিনি পানি খেতে চেয়েছিলেন? উনার আসল সমস্যা হলো নষ্ট কেন্ডিডেটেরা; ইহা উনার বিখ্যাত মাথায় খেলেনি, উনি বেকুবী করেছেন!
ড: কামাল, ড: ইউনুস ও ড: মইন খান যদি একই সাংসদীয় এলাকায় ভোটে দাঁড়ান, এঁদের মাঝে ২ জন পরাজিত হলেও জাতি ক্ষতিগ্রস্ত হবে না; মোল্লা শফি সাহেব যদি শামীম ওসমান, কিংবা মির্জা আব্বাসকে পরাজিত করে জয়ী হন, জাতি কোনভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা নেই। গয়েস্বার রায়, আমান উল্লাহ আমান, কামাল মজুমদারের মাঝে যেটাই পাশ করুক জাতি ক্ষতিগ্রস্ত হবেই হবে।
উনি সুষ্টু কেন্ডিডেটের জন্য চাপ দিলে, জাতি উনার পাশে দাঁড়াতে পারতেন; সবাই শামীম ওসমান, হাজী সেলিম, কামাল মজুমদারকে চেনেন; সবাই আমান উল্লাহ আমান, জামাতের ২২ কেন্ডিডেটকে চেনেন; সবাই এরশাদ ও রওশনকে চেনেন; মানুষ এদেরকে চাহে না, এটা জোর দিয়ে বলা যেতো; শেখ হাসিনা ও জাতি শুনতো!
শেখ হাসিনা কখনো দাবী করেনি যে, শামীম ওসমান, ডিম বেপারী খালেক, হাজী সেলিম সেরা বাংগালী; কিন্তু তিনি দাবী করে আসছেন যে, ভোট সুষ্ট হচ্ছে ও হবে; কোনটা সহজ কাজ ছিলো ড: কামালের জন্য, সুষ্ঠু নির্বাচন আদায় করা, নাকি সঠিক কেন্ডিডেট দিতে বাধ্য করা? সঠিক কেন্ডিডেট দিতে বাধ্য করলে, ড: কামাল এবার নির্বাচিত হতেন, কিংবা শেখ হাসিনার সাথে পরাজিত হতেন, কিন্তু ডিম বেপারী খালেকের সাথে পরাজিত হতেন না।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
বিএনপি ইশতেহারে যা লেখা আছে, কোন বিএনপি নেতাকে যদি আল্লাহ নবুয়ত দেন, তারপরও সেগুলোর ১টাও ওরা করতে পারবে না; বিএনপি'তে এডিয়ট ছাড়া কেহ নেই।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরার চাই সঠিক প্রার্থী নির্বাচিত হোক
যাকে দ্বারা দেশের কল্যান হবে।
আম বেপারী, ডিম ব্যাপারীর দ্বারাও
দেশের কল্যাণ হতে পারে যদি তার
সদিচ্ছা থাকে
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনি এমপি'র দায়িত্ব বুঝেন না; কোন এক ব্লগার মারা গেছেন বার্লিনে, উনার উপর বরং কিছু লেখেন।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
অক্পটে বলেছেন: আ.লীগ অনেক সেবা করেছে। প্রতিদিনই করছে। মানুষ এখন আর এত্ব সেবা নিতে পারছেনা। আজ নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্টের সেবায় নিয়োজিত ছিল এই সন্ত্রাসীরা। ওদের কারণে জাতির প্রাণ এখন ওষ্ঠাগত। সুষ্টু ভোট হলে হাসিনা জিতবে আপনার এই কন্ফিডেন্সে হাসলাম। উন্নয়ণের এমন জোয়ারের মধ্যে থেকেও হাসিনা রাজাকারদের ভয় পাচ্ছে। কেন এই ভয়? কেন এই সন্ত্রাসী কর্মকান্ড? লীগের ক্যন্ডিডেট এবং রাজাকারদের ক্যন্ডিডেটদের মধ্যে বেছে বেছে রাজাকারদের গ্রেফতার করা হচ্ছে। রাজাকারদের ত ফেল করার কথা তাইনা?
আপনি বরং বলতে পারতেন ওরে তোরা ভয় পাচ্ছিস কেন, ওরা রাজাকার ওরাত এমনিতেই ফেইল করবে সুষ্টু ভোট করে একবার দেখিয়ে দে।
দুঃখিত সেই মুরোদ আপনাদের নেই।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা আমার থেকে বুদ্ধি নিয়ে কিছু করেন না; আমি ব্লগে লিখি, উনার সম্পর্কে আমার ধারণাগুলো অনুমান মাত্র; উনি আপনার কথা নিয়েও ভাবেন বলে মনে হয় না।
এবারের ভোটে নিজগুণে জয়ী হবেন একমাত্র শেখ হাসিনা; অন্যেরা নিজেদের গুণে নির্বাচিত হতে পারবেন না।
শেখ হাসিনার বাবাকে সুষ্টু নির্বাচনের মাধ্যমে হত্যা করা হয়নি; যেই দল উনার বাবার কবরের উপর গঠিত হয়েছে, তাদের জন্য সুষ্ঠু নির্বাচন করা উনার দায়িত্বের মাঝে পড়ে না।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
নজসু বলেছেন:
শুভ সন্ধ্যা।
হালকা শীতের সন্ধ্যাটায় বাজারের মোড়ে মোড়ে সিদ্ধ ডিম নিয়ে বসে গেছে কিছু লোক।
পথচারী গরম গরম সিদ্ধ ডিম খেয়ে গায়ের উষ্ণতা বাড়াচ্ছেন।
বেচারী ডিম বিক্রেতার আধা পেটে দুটো ডাল ভাত খাবারের কিছু উপার্জনও হচ্ছে।
ভোটের খবরঃ আমাদের এলাকায় নৌকা ছাড়া আর কিছু নাই।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যা করছেন, উনি নিজের থেকেই করছেন; সামু'র ব্লগারদের থেকে উনি বুদ্ধি নিশ্চয় নেন না।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
আলাপচারী প্রহর বলেছেন: অন্তর থেকে ধন্যবাদ ৷ বেসিক পয়েন্ট অালোচনায় এনেছেন ৷
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের এসব লেভেলে ভাবার দরকার আছে; পার্লামেন্ট নির্বাচনে কাহারা যেতে পারবেন, সেটা নিয়ে জাতিকে কঠোর হতে হবে।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ দেশে প্রথম 'যোগ্য প্রার্থী আন্দোলন' শুরু করেছিল সিপিডি'র দেবপ্রিয় ভট্টাচার্য্য গং। কিন্তু ঐ ডিম ব্যপারী ও আদার বেপারীদের কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। আসলে এ দেশের নেতাগুলো অসৎ হয়ে গিয়েছে। এরা কোন সুস্থ গণতন্ত্র চায় না। ড. কামাল হতাশ হয়ে তাই এই অসৎগুলোর মধ্য থেকে যেন ভোটের মাধ্যমে 'জনপ্রিয় ইডিয়ট' সংসদে যেতে পারে সে চেষ্টা করছেন...
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
দেবপ্রিয় অসুরপ্রিয়রা হলো, লোভী শিয়াল; ড: কামাল হোসেনকে উহাদের চেয়ে বেশী বুদ্ধিমান হওয়ার দরকার ছিলো।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
ঢাবিয়ান বলেছেন: পিএম বলেছেন যে , নৌকার পালে হাওয়া লেগেছে, জোয়ার উঠেছে, নৌকা মার্কার জয় হবে। আমাদেরো তাই মনে হয়। সুষ্ঠু নির্বাচনটা দিতে বাধা কোথায় তাহলে?
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
সুষ্ঠু নির্বাচনের বাধা আছে, উনি সেটা বলছেন না, আপনিও বুঝার অবস্হানে নেই। আমি অনেকবার বলেছি, আপনি মনে রাখতে পারেননি; আপনি ফাঁসকরা প্রশ্নের উত্তরের বাইরে তেমন কিছু বুঝেন বলে মনে হয় না।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২
শহীদুল সোহাগ বলেছেন: অসাধারণ বকবক করেছেন
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্য সামনের বার পর্ণগ্রাফি পোষ্ট করবো, এবার আপনার কথা ভুলে গিয়েছিলাম।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ আপনি এমপি'র দায়িত্ব বুঝেন না; কোন এক ব্লগার মারা গেছেন বার্লিনে, উনার উপর বরং কিছু লেখেন।
আপনি বিদেশে আছেন, বিদেশের খবর নিয়ে থাকেন। আমরা দেশের নির্বাচন নিয়ে ব্যাস্ত সময় পার করছি। কে জিতলো কে হারলো তাতে আপনার কিছু আসবেনা, যাবেওনা, তবে আমাদের আসবে যাবে।
শুধু আপনার জন্য!
জার্মানির রাজধানী বার্লিনের গেসুন্ড ব্রুনেন এলাকায় তমালিকা সিংহ নামে এক বাংলাদেশি ব্লগারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারন কি পুলিশ বলতে পারছেন না, উনার বাড়ির বাথটাব থেকে ডেড বডি উদ্ধার করেছে পুলিশ, অর্পিতার এক বাঙ্গালী প্রতিবেশী গত চার পাঁচ দিন অর্পিতার ঘরে আলো জ্বলতে দেখেনি বলে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয়। অর্পিতা রায়চৌধুরী নামে তিনি লেখালেখি করতেন। উনার আসল নাম তমালিকা সিংহ।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
জাতীর জীবনে বিশাল অর্থবহ নির্বাচন হচ্ছে, সেটা নিয়ে তো কোন আধুনিক ভাবনার পোষ্ট আপনি করেননি; রাজনীতি না বুঝলে, জীবন ১৬ আনাই মিছে
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
স্রাঞ্জি সে বলেছেন:
ম্যাউপ্যাও
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
বাংগালী শিক্ষিতরা নিজেদের বেকুবত্বের প্রমাণ করেছেন এই ভোটে
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে আসছে শুভ দিন।
---- মার্কায় ভোট দিন।
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
এসব কেন্ডিডেটদের পিটানো দরকার।
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
অক্পটে বলেছেন: আপনার আলোচনার কিছু অংশের সাথে তো অবশ্যই কোন দ্বিমত নেই। তবে সুষ্ঠু ভোটের সাথে সুষ্ঠু ক্যান্ডিডেটও দরকার। কিন্তু যে সরকারের সম্বলই শুধু ভোট ডাকাতি আর মামলা। সেখানে এই গুন্ডা সরকারের ছত্রছায়ায় কলাগাছ ক্যান্ডিডেটও দাঁত কেলিয়ে বেড়াচ্ছে। বদি নেই তো কি হয়েছে বদির বউতো আছে। সমাজের বদিদের কে এভাবেই আপনারা পুরস্কৃত করছেন।
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমি বদি, বদির বউ কারো পক্ষে নই; আমার মতে, শেখ হাসিনা ও ড: মইন খান ব্যতিত বাকীগুলো পিগমী কেন্ডিডেট, এদের ভোট না দিয়ে লাঠির বাড়ি দেয়ার দরকার।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
স্যার আপনার লেখা পরে । তারপর আমি কমেন্ট পরি ।
এত আলোচনা ভাল লাগে । নিজের জ্ঞান কে সমৃদ্ধ করি আরকি ।
এবার লীগ থেকে যারা জিতবেন তারা শেখ হাসিনার উপর ভর করে জিতবেন । তবে আমারও প্রশ্ন এখানে যারা এমপি হচ্ছেন তারা সাধারন মানুষের জন্য আইন প্রণয়ন করেবেন । তারা কতটা যোগ্যতা সম্পন্ন এটা নিয়ে কখনো কেউ ভাবেনি । আগামী ৫০ বছরেও এটা পরিবর্তন হবে না ।
আমাদের আছে মোটা মাথা । এক বার একজনের গুনগান গাওয়া শুরু হলে আর থামাথামি নেই । এবারে তো এমপিরা সবার মোবাইলে মোবাইলে ভোট চাচ্ছে ।
আপনি যোগ্য হলে তো আর মানুষেরে বিরক্ত করা লাগত না এমনিতেই ভোট দিত ।
ডঃ কামালের ইচ্ছে ছিল বাংলাদেশের কোন পদে অসীন হওয়া এটা হাসিনা কে বললেই হতো । এত বাড়াবাড়ি করে দল গঠন আর নির্বাচন না করে আস্তেই করতে পারতেন ।
উনি বৃদ্ধ হওয়ার পর বুদ্ধিসুদ্ধি কিছুটা লোপ পেয়েছে । আপাতত তার উচিত ছিল ঘরে বসে পরামর্শ প্রদান করা ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল সাহেবের উচিত ছিলো শেখ হাসিনার উপর চাপ সৃষ্টি করা; উনি বিএনপি'র সাথে কোয়ালিশন করায় সেই সুযোগ হারায়েছেন।
শেখ হাসিনা এমপি'দের ভোট নিয়ে নিজে প্রাইম মিনিষ্টর হন; তারপর, ব্যবসা করে টাকা আয় করার, দখল করার সুযোগ দেন এমপিদের জন্য।
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ইয়াবা বদির বউ যদি আওয়ামী লীগের প্রার্থী হয়, তাহলে মাদক বিরোধী অভিযান কার বিরুদ্ধে ?
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
যারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ না রেখে মাদক ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে অভিযান।
১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনার কাছ থেকে ড: মইন খান সাহেবের এতটা সম্মান পাবার কারণ কী? (১২ নং প্রতিমন্তব্য)।
ওনার একাডেমিক কেরীয়ার ব্রিলিয়ান্ট, তা জানি। ওনার রাজনৈতিক অর্জন সম্বন্ধে কি কিছু বলবেন?
২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
উনার রাজনৈতিক অর্জন নেই; তিনি সায়েন্স এবং টেকনোলোজী মন্ত্রী থাকার সময়, বেশ কয়েকবার রিসার্চে টাকা বাড়াচ্ছেন বলেছিলেন; টাকা কি দিয়েছিলেন, নাকি দেননি, বাহির থেকে বুঝার উপায় ছিলো না
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উনি মানে ডঃ কামাল ভুল করেছেন উনার উচিৎ ছিল আওয়ামীলিগের সাথে যোগ দেয়া আর তাদের সেবা নেয়া।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
উনি ৩০০ কোটী টাকার উপর বসে আছেন, সেবার দরকার নেই; তবে, উনি শেখ হাসিনাকে নতুন কিছু করার ব্যাপারে সাহায্য করতে পারতেন
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
রাজীব নুর বলেছেন: বিএনপির ইশতেহার তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক, আমরা নতুন ভোটাররা ধানের শীষে ভোট দিতে চাই।