নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নিউইয়র্কে ব্লগারদেরএকত্রিত হওয়া নিয়ে

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩



একটু আগে, সামুতে প্রবেশ করতেই ১ম পাতার শুরুতে চোখে পড়লো ব্লগার রাবেয়া রাহিমের সাময়িক পোষ্ট, উনি নিউইয়র্কের ব্লগারদের নিয়ে মিলনমেলা করা যায় কিনা, সেটার পক্ষে মতামত যাচাই করছেন; বুঝতে পারেন, আমি কতটুুকু আনন্দিত হলাম! মন্তব্য করলাম, আমি ভয়ংকরভাবে উৎসাহী; মন্ত্যটি প্রকাশিত হলো না, আমাকে উনি উনার পোষ্টে "ব্যান করেছেন"। মনে ভীষন কষ্ট পেলাম, ভয়ানকভাবে রাগান্বিত হলাম, চীৎকার করে অনেক কিছু বললাম; এখন একটু ভালো লাগছে।

এখন হাসছি, ভাগ্য ভালো যে, আমার স্ত্রী কাপড় ধোয়ার জন্য নীচে গেছেন, না'হয় এসব কথাগুলো শুনতেন। আমার স্ত্রী জানেন, আমি ব্লগে গালি টালী দিই; তবে, মুখে এই ধরণের হাউকাউ কিছু মোটামুটি বলি না; অল্পের জন্য বাঁচা গেলো।

গত ৪ বছরে আমাকে যাঁরা ব্যান করেছেন, আমার পর্যবেক্ষণ, তাঁদের অনেকেই ব্লগিং'এ তেমন ভালো করেননি পরে; এঁদের অনেকই আজকাল ব্লগিংও করেন না; এখানে আমার কোন কেরামতি নেই, বদদোয়াও লাগেনি; এঁরা আমাকে ব্যান করায়, ব্লগিং"এ উনাদের ভুলগুলো তেমন ধরা পড়েনি আর, একই ভুল বারবারই করেছেন; যাঁরা ভাইজান, দাদা, আপুমণি ডাকেন, তাঁরা ভুল নিয়ে মাথা ঘামান না; একই ধরণের ভুল পোষ্টে বারবার এলে, সেইসব ব্লগারদের পাঠক কমে যায়। আমার চোখে ভুল পড়লে, আমি সব সময় বলি; ভুল ধরাতে অনেকেই আমার উপর অনেক সময় বিরক্ত হয়েছেন, ক্ষেপেছেন; কিন্তু উনারা উপকৃত হয়েছেন!

রাবেয়া রাহিম মুলত: কবিতা লিখেন, এবং বেশ ভালোই লেখেন; আমি কিন্তু কবিতার পাঠক, নিজকে কবিতার খুবই বড় ধরনের পাঠক বলে মনে হয় আমার কাছে। তিনি কবিতার বাইরে, মাঝে মাঝে কিছু আজগুবি পোষ্টও দেন; আমি বরাবরই উনার কবিতায় মন্তব্য করতাম, আমার ধারণা থেকে। উনার আজগুবি ২/১ পোষ্টে কড়া মন্তব্য করায়, উনি আমাকে বেশ কয়েকবার কটু কথা বলেছেন; আমি জানি উনি নারী কবি; কোন নারীকে আমি কটু কথা বলি না, গালিও দিই না।

উনার আজকের পোষ্টে মন্তব্যটা প্রকাশ না হওয়ায় কয়েক মহুর্তের জন্য মনটা খারাপ হয়েছিলো; এই মহুর্তে মনের ভারটুকু ছুড়ে ফেলে দিয়েছি বাতাসে, রুমের বাতাস নিশ্চয় অনেক গরম হয়েছিলো; যাক, এখন ভালো লাগছে।

***** আমি উনার উদ্যোগে আছিই আছি *******************

মন্তব্য ৮৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১২

এলিয়ানা সিম্পসন বলেছেন: হুম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


হুমহাম, বুমবামের ব্যাপার নয়, মনে একটা আঘাতই পেয়েছিলেম; যাক, উহাকে হালকা করা হয়েছে।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তিনি কাজটা ভাল করেননি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


সবাই ব্লগার হতে পারবেন না, মনে হচ্ছে

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সমস্যা হচ্ছে আমি আপনার কড়া মন্তব্য কখনও পাইনি। এই আফসোস নিয়ে মরতে হবে নাকি, চাঁদগাজী ভাই?

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি কি সম্প্রতি কম লিখছেন? গত দেড় বছর যাবত চোখের সমস্যার ফলে অনেক পোষ্ট পড়া হচ্ছে না; আপনার পোষ্ট হয়তো মিস হয়ে গেছে।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার সাথে এ ধরনের আচরণ করা তার উচিত হয় নি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের আহবানে উনি কারো সাড়া না পেলেও আমার সাড়া পেতেন; যাক, আমি এখনো উনার আয়োজনে অংশ নেবো।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনার কোন পোস্ট আমার পড়া হয়নি। দেখি খুঁজতে হবে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো কবিতা লেখেন উনি; কিন্তু আমার কমেন্ট ব্যতিত উনার ব্লগিং কি পরিপুর্ণতা পাবে কখনো?

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

নয়া পাঠক বলেছেন: আপনার কষ্ট দেখে নিজেও অনেক কষ্ট পেলাম। আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী। কেউ যদি তার নিজস্ব কণ্ঠে, যা ইচ্ছে বলে নিজেকে হাল্কা করতে চায়, হাল্কা করে ভারমুক্ত হতে পারে তাহলে আমি কেন তাকে বাধা দিয়ে তার ভার লাঘবে প্রতিবন্ধকতা সৃষ্টি করব। এটা মোটেই ঠিক নয়। উনার উচিত আপনার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আপনার সঙ্গে সহমত 'সমালোচনা উত্তম পথচলার পাথেয়'।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২

চাঁদগাজী বলেছেন:


কিছু ব্লগার শক্ত পাঠক পছন্দ করেন না; এটা ভালো লক্ষণ নয়।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

ইসিয়াক বলেছেন: ভালো বলেছেন ।ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



মন্তব্য করতে ব্যান করলে, নিজের লেখার ওজন বুঝা হবে না কোনদিনও

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

নতুন নকিব বলেছেন:



মন খারাপ করবেন না। সব ঠিক হয়ে যাবে। তবে নিতান্ত বাধ্য না হলে কাউকে ব্যান করা উচিত নয়।

আশা করি, আপনারা দু'জনেই ভুল বুঝাবুঝির অবসানে এগিয়ে আসতে সক্ষম হবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, যাঁরা আমাকে ব্যান করে রেখেছেন, সবাই নিজেদের ভুল বুঝতে পারবেন; আমি সবার লেখা পড়তে চাই, কইছু বলতে চাই।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

সামিয়া বলেছেন: হাহাহাহাহা আপনার ভেতর বাচ্চা স্বভাব প্রবল ।। :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


সারছেন! আপনি তো আমাকে ঢুবায়ে দেয়ার চেষ্টা করছেন! আপনি কি লিখছেন টিখছেন, খোঁজ নেয়ার দরকার!

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: আগে ওনার কবিতা পড়েছি । ভালো লেগেছে । তবে আমি ওনার এই পোষ্টটা পড়িনি । তবু সাধারণভাবে বলতে পারি অনেকেই আলোচনার পোষ্ট দিয়ে সম্মতিসূচক মন্তব্য চান । কোনোরকম আদান-প্রদান চান না । এমনিতে কাউকে ব্লক করা মানে তাঁর মুখের সামনে দরজা বন্ধ করার সমান ।বাড়িতে কোনো অতিথির সাথে মতের অমিল হয় তবে তাঁরা অতিথিদের বাইরে বের করে দেন ? কেউ যদি অশ্লীল ব্যবহার করে তবে আলাদা ব্যপার । তখন নাহয় স্টেপ নেওয়ার কথা ভাবা যেতে পারে ।



২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


ব্লক করে রাখায় আমি উনাকে একত্রিত হওয়ার ব্যাপারে মতামত জানাতে পারলাম না; যাক, আমি উনার আয়োজনে আছি। আমাকে ব্যান করায় উনি কি পরিমাণ ভালো কমেন্ট হারায়েছেন, হিসেব করতে বসলে উনার মাথা ঘুরায়ে যাবে।

আমি যে, আজকে টের পেয়েছি তা নয়, অনেকদিন আগের থেকেই জানি; ভেবেছিলাম, এতদিনে ব্যান তুলে নিয়েছেন।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: রাবেয়া রাহিমকে চিনতে পারছি না। উনি কে?
উনি আপনাকে ব্যান করেছেন তাতে আপনি মন খারাপ করবেন না। এটা উনার দূর্ভাগ্য।

আমি বহু বছর ধরে আপনাকে দেখছি- আপনার পোষ্ট এবং মন্তব্য খুব পড়ছি। ব্লগের ইতিহাসে আপনার মতো সুন্দর এবং সত্য (কঠিন সত্য) মন্তব্য করেতে খুব কম মানুষ পারে।
সামুতে আমি আছি আপনার কারনে। আপনি না থাকলে সামু এতিম হয়ে যাবে। আনন্দহীন হীন যাবে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ব্যান না করে, কৌশলে আমাকে বিপদে ফেলার জন্য এগুচ্ছেন? আপনার লেখা অনেকই পছন্দ করেন, তার মাঝে আমিও আছি।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যতটা সাধু সেজে লিখেছেন- আপনি কি আসলেই ততটা সাদা মনের মানুষ?
নন। আপনিও ভাল করে জানেন।
তবে ইদানিং আপনার পরিবর্তন টুকু বেশ চোখে লাগার মতো।
বাট আপনার পূর্বের আচরনে যারা তিতিবিরক্ত ছিল এবং আপনার বদল টুকু চোখে পড়েনি তারাতো আগের ভাবনাতেই স্থির থাকবে নয়?

ব্যানও কিন্তু কারও ব্যক্তি স্বাধীনতারই অংশ! যে জন্য সামুতেও অপশনটা রাখা আছে। ঝামেলা এড়াতে ব্যান করে রাখার সুযোগ তাই প্রমাণ করে। আর অন্য কোন সমস্যা হলে- তা একান্ত আপনাদের দুজনের মধ্যকার বিষয়!
কিন্তু আপনি একপাক্ষিক ভাবে নিজেকে তুলসিপাতা বানিয়ে যে পোষ্ট দিলেন, তা কি ঐ ব্লগারের মানহানি করলো না?
যারা নতুন ব্লগার যারা উনার লেখায় পরিচিত নন, তারা কি ভুল মেসেজ পেলোনা? আপনার ব্যক্তিগত হিংসের কারণে!
আমেরিকার জীবন আমার চেয়ে ভাল আপনি অবহিত। বেকার ভাতার জীবন ছাড়া বাকী কর্মজীবিদের জীবনের হার্ডলস আপনি জানেন। এরপর ঘর ষংসসার তারপর ব্লগে সময় দেয়া।
ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে টাইপ মানসিকতায়- আপনার মন্তব্য ছাড়া ব্লগারের উপকার হবেনা টাইপ ষ্টান্টবাজি বালখিল্যতা আশা করিনি আপনার কাছ থেকে।

আমিও আপনাকে পারত এড়িয়েই চলি ভিন্নমতের কারণে! কিন্তু আপনাকে ছোট করে কি কোন পোষ্ট দিয়েছি? দেইনি?
আয়নাতে নিজেকে দেখুন।
উনিওতো নিউইয়র্কেই থাকেন। প্রবাসে বাঙালী নাকি প্রাণের চেয়ে আপন হয়।
কারণ খুঁজুন। দূর করে ফেলুন ত্রুুটিবচ্যুিতিগুলো। তবেই না মানুষ হিসেব মহান হতে পারবেন।

আর কারো নামে মানহানিকর একপেশে লেখায় নিজেরও মানহানি হয়, ব্লগের নীতিমালাও লঙ্গিত হয়।
কোনটাই কাম্য নয়।

ভাল থাকুন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, আমি সব সাধুদের গুরু।

এই পোষ্টটা দিয়েছি উনাকে জানাতে যে, আমি উনার সাথে আছি। এই ধরণের পোষ্টে উনার মানহানি হবে না, আশাকরি; আমাকে অনেকই জানেন, রাবেয়া রাহিম পরিচিত কবি, উনি পপুলার ব্লগার; উনি তো আর নুরু সাহেব নন!

আমার ধারণা, এই ধরণের পোষ্ট ব্লগের নীতিমালা ভাংবে না; আইনকে বিবিধভাবে ব্যাখ্যা করা যায়; সমস্যা কমপ্লেক্স হয়ে গেলে ড: কামাল সাহেবের সাহয্য নেবো।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

আল ইফরান বলেছেন: আমি ব্লগিং এ অনেকদিন হলেও লিখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না।
অধিকাংশ সময়ই অফলাইনে পড়ে চলে যাই, মাঝেমধ্যে এক-দুইটা কমেন্টস করি- সেটাও পলিটিক্যাল পোস্টগুলোতে।
প্রতিমন্তব্যে অনেকেই কঠিন ভাষা প্রয়োগ করেন দ্বিমত পোষণ করতে গিয়ে, কিন্তু আমি কাউকেই ব্যান করি না অথবা তাদের পোস্ট পড়া ছেড়ে দেই না। আমার কাছে বরং মনে হয় এভাবে নিজের ব্যক্তিগত অভিমত ব্যক্ত করার মধ্যেই ব্লগিং এর সৌন্দর্য্য।
আশা করি এই ভূল বুঝাবুঝির অবসান ঘটবে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি জানি, যখন আমার পোষ্টে ওজনী পাথর ইত্যাদি পড়তে থাকে, তখন বুঝতে পারি যে, আপনি লগ-ইন করেছেন।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

ধ্রুবক আলো বলেছেন: দেশে আসুন ভাই, দেখা হবে। সদা ভালো থাকুন।

প্রচুর ব্যাস্ততায় দিন যাচ্ছে তাই ব্লগে আসা হয় না।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনার ব্যস্ততার ব্যাপারটা পুরো জাতিে জানেন, আপনি চাকুরী পাবার পর থেকে দেশের জিডিপি বেড়ে গেছে অনেক; দেশে দেখা হবে! চাকুরীর অবস্হা নিয়ে একটা পোষ্ট টোষ্ট ছাড়েন!

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

নিমচাঁদ বলেছেন: দেশের নির্বাচনী ঝাজ ,দেশের বাইরেও পড়েছে দেখা যায় ! পোষ্টারই টাংগাইতে দিচ্ছে না !
উনার কাছে আলগোছে ক্ষমা চান, প্রতীয়মান হয় কোনো সময়ে চাঁদের অমাবস্যা উনি দেখে ফেলেছিলেন , সেজন্য এন্টিবায়োটিক দিছেন । লাইনে আসেন চাঁদ ভাই , ব্লগার বান্ধুবীদের কাছে নত থাকুন ।
মাঝে মাঝে নরম হাতের মারে ও সুখ ;-)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


মেন হয়, উনি বেগম জিয়ার সাগরেদ?

দোষ না করেও নারী ব্লগারদের স্যরি বলতে আমার কোন অসুবিধা নেই; উনি আয়োজন করলে, আমি উনার জন্য ফুল নিয়ে যাবো!

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

নজসু বলেছেন:




দুঃখজনক।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি এগুলো নিয়ে মন কারাপ করি না; তবে, ব্যান দুরত্বের সৃষ্টি করতে পারে! আমি ব্যান প্যান নিয়ে তেমন মাথা ঘামাই না!

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

হাবিব বলেছেন: আপনাকে ব্যান করেছে ???
মানতেই কষ্ট হচ্ছে

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি তো হতবাক! আমাকে ব্যান করার পর, উনি নিশ্চয় মনে দু:খ পেয়েছেন।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





সমালোচনা নেয়ার ক্ষমতা না থাকলে না লেখাই ভালো ।

যুক্তি তর্কে সব কিছুর সমাধান খোজা উচিত ।

তবে স্যার আপনি যাবেন সেই অনুষ্ঠান উজ্জল আলোয় আলোকিত হবে ।

আশা করি মিলন মেলা সফল হবে ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


আমি ভাবছি, উনি আমাকে বাদ দেয়ার জন্য এসব করছেন কিনা? কিন্তু আমি লেগে থাকবো, উনার পোষ্টগুলোর উপর নজর রাখছি।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

প্রশ্নবোধক (?) বলেছেন: আপনি অন্যের মতামতকে কি দৃষ্টিতে দেখেন? ছাগু, ম্যাওপাও এসব কিধরনের শব্দ?

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি ব্লগারের মতামতকে আমি দাম দিই; ছাগু পাগু, এগুলো আমার শব্দ নয়, আমার শব্দ হচ্ছে: ম্যাঁওপ্যাঁও, ডোডো, পিগমী, মগজহীন, লিলিপুটিয়ান ইত্যাদি

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

অগ্নি সারথি বলেছেন: আমার পোস্টে আপনি ব্যানড নন চাঁদ্গাজি! স্বাগতম সবসময়।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



সম্প্রতি আমি বেশীরভাগ পোষ্টই মিস করছি, চোখের সমস্যা ক্রমেই বাড়ছে; আপনার পোষ্ট আগে মিস হতো না; আশাকরি, সব ঠক হয়ে যাবে।

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

পক্ষবাদী বলেছেন: ব্যন প্যন এগুলো খুবই দুঃখ জনক ঘটনা।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



আমি ব্যান ট্যানের পক্ষে নই, আমাকে গালাগাল দিয়েও যদি একটা কমেন্ট করেন, আমি তাতেই খুশী। পোষ্ট পড়ার লোকই খুঁজে পাই না, ব্যান কিভাবে করবো? তবে, আমার পাঠকের সংখ্যা বাড়লে, একদিন নুরু সাহেবকে উনার জন্মদিনে ব্যান করে দেবো।

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাবেয়া রাহিম একজন মান সম্পন্ন কবি।
যুক্তি সঙ্গত কারন ছাড়া উনি এমনটি করার কথা নয়।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনাকে আস্তে করে বলি, নারী ব্লগারেরা অন্যদের চেয়ে বেশী ইমোশানেল , নারী কবিদের অবস্হা তো আপনি নিশ্চয় আনুমান করতে পারছেন।

আমি ভাবছি, আমার পোষ্টের ফলে আবার উনার পপুলারিটি আরো বেড়ে যায় কিনা! তা'হলে আমার অবস্হা খারাপ; এদিকে ভৃগু সাহবে উনার পক্ষে চলে গেছেন। বুঝতে তো পারছেন, নুরু সাহেব এসে আরেকটা ধোলাই দেবেন, সম্ভব হলে! তবে, উনি আজকাল আমাকে সমীহ করার শুরু করেছেন।

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সেদিন কোন একটা পোস্টে দেখলাম কাকে যেন গালাগাল করে মন্তব্যের উত্তর দিয়েছেন। ব্যাপারটা খুবই দৃষ্টিকটু লেগেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


গালাগাল দেয়া, গন্ডগোল করা, চোখে কম দেখা, এগুলো সমস্যায় পরিণত হচ্ছে! ব্যবস্হা নেবো

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আমি বুঝতে পারছি, আপনি ইমোশানেল হয়ে গেছেন; রাবেয়া রাহিমের আয়োজনে আসেন, উনার কবিতা পড়েন!

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: জাহাঙ্গীরনগর.......................... ;)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


নগরের শেষ নেই, ব্লগার রাবেয়া রাহিমকে জানান, আপনি আসতে চান কিনা!

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দেশে চলছে নির্বাচন, আপনারা এসব কী শুরু করেছেন ভাই? সকল পক্ষের মধ্যে সহনশীলতা কাম্য। বাকিটুকু নতুন সরকারের কাছে ছেড়ে দিন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি সারেন্ডার করলাম, উনি যেই ধরণের আয়োজনই করুক, আমি আছি; ফুল নিয়ে যাবো, দরকার হলে হলে, উনার একটা কবিতা পড়ে শোনাবো।

আপনাকে মিস করছি

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

হাবিব বলেছেন:




পোষ্ট পড়ার লোকই খুঁজে পাই না, ব্যান কিভাবে করবো? তবে, আমার পাঠকের সংখ্যা বাড়লে, একদিন নুরু সাহেবকে উনার জন্মদিনে ব্যান করে দেবো।

বুঝতে তো পারছেন, নুরু সাহেব এসে আরেকটা ধোলাই দেবেন, সম্ভব হলে! তবে, উনি আজকাল আমাকে সমীহ করার শুরু করেছেন।

মজা পেলাম কথা দু'টিতে........

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


বলিয়েন না, আজকাল পোষ্ট দেয়ার পর, কাঁপতে থাকি, নুরু সাহেব আবার খন এসে পড়েন!

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

হাবিব বলেছেন: অন্যান্য ব্লগারদের মত আপনাকে নিয়ে আমিও একটু ভয়ে ভয়ে থাকি। আমি যে উল্টা-পাল্টা লিখি তাতে কি না কি মন্তব্য করেন!!! আর এদিকে দেখি আপনি নূর সাহেবকে নিয়ে চিন্তিত!!!! ঘটনা প‌্যাঁচ লাগতেছে....

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


আমার চোখের সমস্যা বেড়ে যাওয়ায় আপনার লেখার তেমন উপর মনোযোগ দেয়া হয়নি, সামনের দিনগুলোতে কথা হবে, আশাকরি!

নুরু সাহেব আজকাল কিছু ছড়া টড়া লিখছেন, তেমন মিলটিল নেই, আসলে মোটেই পপুলার নয়; কিন্তু উনার দৃষ্টিটা কেমন যেন আমার দিকে; তবে, আমি শক্ত করে ধরেছি, আশাকরি ঠিক হয়ে যাবেন, ছড়া লেখা ভুলে যাবেন।

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একজন মানুষ সবার কাছে জনপ্রিয় হতে পারে না। যাই হোক, লেখা ও প্রতি মন্তব্যগুলো পড়ে মজা পেলাম। আপনার পছন্দের সংখ্যা খুবই কম। আওয়ামী লীগে শেখ হাসিনা, বিএনপি-তে মঈন খান আর ব্লগে খায়রুল আহসান...

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



আসলে, আমি সব ব্লগারকে পছনদ করি

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ব্লগার সবাই একত্রিত হোক এই কামনা করি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমি সবাইকে সমানভাবে জানি, সমানভাবে পছন্দ করি।

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: পেচা কি আপানার ট্রেড মারক?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


আগে ছিলো না, আপনি পেঁচার ছবিসহ পোষ্টগুলোকে ভয় পাবার পর থেকে উহা আমার ট্রেডমার্ক

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

কানিজ রিনা বলেছেন: হা হা হা রাবেয়া আপনাকে ব্যান মেরেছে
দারুন খবর। আমি দেশের বাড়ি মজা করছি
দারুন শীত পিঠা আটা নিয়ে ব্যাস্ত আছি।
ব্লগে মন বসাতে পারছিনা।
তয় আমাদের এলাকায় নির্বাচনী জনসভা
বেশ জমে উঠেছে। জনসভায় বলা হচ্ছে
মা বোনেরা আপনারা ভোটের দিন কেউ
ঘর থেকে বেড় হয়েননা।
কারন জানতে চাইলাম বলল এখানে লৌকা
ছাড়া আর কোনও প্রতিকে ভুট দেওয়া
চলবে না।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


"মা বোনােরা পর্দা করেন, ঘরে থাকেন, দেশে মদীনা সনদ চালু হবে", ওটা হয়তো আওয়ামী ইশতেহারের অংশ।

কবি মানুষ, কবিতার মুল পাঠককে ব্যান করে বসে আছেন, কান্ড! আমার মনে হয়, উনি অন্য কেউকে ব্যান করতে গিয়ে, ভুলে আমার নিকটা দিয়ে দিয়েছেন; স্টারবাকের কফি খানতো, কাফিন বেশী

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রবাসে ব্লগ ডে পালিত হলে দারুণ হবে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



প্রবাসে একত্রিত হওয়া খুবই সহজ।

৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

টুনটুনি০৪ বলেছেন: আশাকরি তিনি নিজের ভুল বুঝতে পারবেন।
আমাদের ষড় ঋতু

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:



সমস্যার সমাধান হয়ে গেছে; উনি কোন সময় ব্যান করেছিলেন, তাও ভুলে গিয়েছিলেন। দেখা যাক, উনার আয়োজনে কখন যোগ দেয়া যায়।

৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:



আমার তো মনে হয় এসব ব্যান-ট্যান কিছুই না। কবি হয়তো মান-অভিমান করেছেন। ঠিক হয়ে যাবে। আপনি সবার সাথে বসে নিউইয়র্কে কোথাও সুন্দর একটি হল ভাড়া করে আয়োজনের দায়িত্ব নিলে উনি ঠিকই আপনার জন্য বড় সাইজের ফুলের তোড়া নিয়ে উপস্থিত হবেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:



সমস্যা শেষ, উনি মন্তব্য করেছেন আমার পোষ্টে; উনি উদ্যোগ নিয়েছেন, আমি সাহায্য করবো; দেখা যাক, বাকীদের কি অবস্হা।

৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চ্যাংড়াপ্যাংড়া ভালোই জুটেছে দেখছি কাকু।
'শিশু ব্লগারদের কা কা' আর 'কবি রাবেয়া রাহীমের অভিমান' কোনটিকে মানদন্ড হিসেবে নেবেন সে আপনার ব্যপার তবে পোষ্টখানি বড্ড ওজনহীন লাগলো। দু'একটা স্ক্রীন শট আসলে যে সে আপনার জন্যে সুখকর হবে না তা আপনিও জানেন।

'রাবেয়া রাহীম কে?', 'তারে চিনিনা' টাইপ মন্তব্যগুলো কিন্তু সুস্থ ব্লগিংএর জন্য ভয়ংকর। সামুয় তবে কি সব চীজ ব্লগিং করছে আজকাল!! 'ওরা কারা' কি কেউ প্রশ্ন করেছে? নয়াদের প্রতি এ মমত্ববোধকে তারা যোগ্যতা ভাবা শুরু করেছে!! ওরা শিশু/দুধভাত ওদের দোষ ধরি না কিন্তু স্বঘোষিত সার্বজননীন অভিভাবক হিসেবে আপনার কাছ থেকে তার যুৎসই জবাব আশা করেছিলেম ভারি। আজ দুই বাংলার সমসাময়িক কালের জনপ্রিয় শক্তিমান কবি রাবেয়া রাহীমকে খাটো করে কথা বলছে, কাল আপনাকে নিয়ে বলবে।

কবি রাবেয়া রাহীমের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেখে ভাল্লাগলো।
আপনাকে ধন্যবাদ।
চ্যাংড়ারা এ থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষে নিলে সে ব্লগের জন্যেই মঙ্গল।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আসছেন যাঁরা, উনারা বুঝতে সহসা বুঝতে পারবেন যে, এখানে একটা ষ্টানডার্ড আছে, সেটাই ব্লগার হতে সাহায্য করবে; সবাইকে একদিন লেখক, কবি হতে হবে; অন্যকে সন্মান করেই নিজের স্হান খুঁজে নিতে হবে।

৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন:



আপনাকে আস্তে করে বলি, নারী ব্লগারেরা অন্যদের চেয়ে বেশী ইমোশানেল , নারী কবিদের অবস্হা তো আপনি নিশ্চয় আনুমান করতে পারছেন।

আমি ভাবছি, আমার পোষ্টের ফলে আবার উনার পপুলারিটি আরো বেড়ে যায় কিনা! !!!
তা'হলে আমার অবস্হা খারাপ; এদিকে ভৃগু সাহবে উনার পক্ষে চলে গেছেন। বুঝতে তো পারছেন, নুরু সাহেব এসে আরেকটা ধোলাই দেবেন, সম্ভব হলে! তবে, উনি আজকাল আমাকে সমীহ করার শুরু করেছেন।

পপুলারিটি বলতে আপনি কি বুঝালেন কাকু? সামুর আলোচিত পাতা? না প্রিয় ব্লগার চাঁদগাজী টাইপ পোষ্ট?
রাবেয়া রাহীম লিখে একটু গুগল সার্চ দিয়েন প্লীজ।
সামলে, আবার তব্দা খাবেন না যেনো..........

বৃত্তের বাইরের পাখীর চোখে বলুনতো কাকু আপনার ভুলত্রুটি কি কি?

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমি যদি আমার ভুলগুলো ধরতে পারতাম, ইসরায়েলে নতুন নবীর আগমনের সংবাদ পেতেন। রাবেয়া রাহিম আমার প্রিয় কবিদের একজন।

৩৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১০

রাবেয়া রাহীম বলেছেন: লেখক বলেছেন:


মেন হয়, উনি বেগম জিয়ার সাগরেদ?

দোষ না করেও নারী ব্লগারদের স্যরি বলতে আমার কোন অসুবিধা নেই; উনি আয়োজন করলে, আমি উনার জন্য ফুল নিয়ে যাবো!



হা হা হা হা হা হা আপনার ফুল সাদরে গ্রহন করা হইল । তবে বেগম জিয়া শেখ হাসিনা কেউ আমার পছন্দের না।

শান্ত নিরিবিলি মানুষ । কবে যে আপনাকে ব্লক করেছিলাম ভুলেই গিয়েছিলাম । আপনি যে আমাকে এতো ভালোবাসেন জানা ছিলনা । ব্লক করে একদিন দিয়ে ভালোই হয়েছে দেখছি। আপনি যে আমার লেখায় কমেন্ট করা মিস করেছেন তার জন্য ক্ষমা চাইছি । আপনি গুরুজন শ্রদ্ধেয় । কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইছি ।

সত্য কথা বলি --আমি কোন রকম পপুলারিটির পেছনে দৌড়াই না বা কামনাও করি না। বিদেশে ফুল্টাইম জব করার পর কতখানি সময় পাওয়া যায় নিজের জন্য সেটা আপনার ভাল জানা আছে। সারাদিনের স্ট্রেস কাটানোর জন্য লেখালেখি করি । আর কিছুনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:


আলরাইট, সব ঠিক আছে; আপনি আপনার পোষ্টে অনেকক্ষণ না থাকায়, আমি আবার পোষ্ট দিয়েছি; যারা ইচ্ছুক, আপনার সাথে যোগাযোগ করতে বলেছি; দেখা যাক, উৎসাহী কত জন আছেন; আমরা একত্রিত হয়ে আড্ডা দেবো।

৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৮

রাবেয়া রাহীম বলেছেন: আপনার পোষ্টগুলি বেশীরভাগ রাজনৈতিক হয়। আমার স্বামীও আড্ডা বলতে রাজনৈতিক আলোচনাকেই বুঝে থাকে।
আমাদের ব্লগ আড্ডার প্রথম শর্ত হোল কোনরকম রাজনৈতিক আলাপ আলোচনা করা চল্বেনা।

আডদার জায়গা আপনি সিলেক্ট করবেন প্লীজ ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:



সবকিছু আপনার ডিজাইনে হবে; যায়গা আমি নেবো, আপনি এলাকা বলে দেবেন; ও প্ল্যান ইত্যাদি করবেন; আমি ইমপ্লিমেন্টেশনে আছি।

৪০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: আমি এস্টরিয়া থাকি । ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ আমি বাংলাদেশ যাচ্ছি । মার্চে ফিরবো ।

জ্যাক্সন হাইটস খুব ঘিঞ্জি হয়ে গেছে। এস্টরিয়া ৩৬ এ কয়েকটি বাঙালি রেস্টুয়ারেন্ট আছে সেখানে করা যেতে পারে যদি আপনার যাতায়াতে অসুবিধা না হয়। আমি এলাকা বলে দিলাম । আপনি জায়গা পছন্দ করুন প্লীজ ।

জায়গা পছন্দ করে এই ব্যাপারে আপনি একটা পোস্ট দিতে পারেন। শনি / রবি বার হতে হবে

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে। আমি যায়গা দেখে ২ একদিনের মাঝে জানাবো; আমি দিনের বেলায় সাউথ জার্সিতে (প্রিন্সটন এলাকায়) থাকি; বসবাস করি ব্রুকলীনে। এস্টোরিয়ার আশেপাশ দেখবো।

৪১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

ঢাকার লোক বলেছেন: এইতো বেশ,
মান অভিমান শেষ!
এবার কাজের পালা।
সফল হোক মিলন মেলা!

৪২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনি কি ব্যান না করে, কৌশলে আমাকে বিপদে ফেলার জন্য এগুচ্ছেন? আপনার লেখা অনেকই পছন্দ করেন, তার মাঝে আমিও আছি।

হায় হায় ওস্তাদ স্যরি।
এই আমি চুপ করলাম।

৪৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

তারেক ফাহিম বলেছেন: ম্যাসেঞ্জারে ব্লক আর ব্লগে ব্যান।
দু’টোকেই আমি ভালো চোখে দেখি না।

মডারেটর এটিকে বিরক্তিকর অপশন হিসেবে দিয়েছে X((

৪৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

বাকপ্রবাস বলেছেন: কমেন্ট পড়ে বেশ মজা পাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.