নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের একত্রিত হওয়া নিয়ে, ব্লগার রাবেয়া রাহিমের পোষ্টের সম্পুরক পোষ্ট

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫



ব্লগার রাবেয়া রাহিম একটা সাময়িক পোষ্ট দিয়েছেন: উনি জানতে চাচ্ছেন, নিউইয়র্কের ব্লগারেরা একত্রিত হয়ে কিছু সময় একত্রে কাটাতে পারেন কিনা! পোষ্ট দিয়ে উনি লা-পাত্তা, কমেন্টের উত্তরও দেননি এখনো। নিউইয়র্কে বসবাসরতদের মাঝে শুধু ব্লগার রাফা মন্তব্য করেছেন; আমি মন্তব্য করতে চেয়েছিলাম, সম্ভব হয়নি।

আমার জানা মতে, ব্লগার এলিয়ানা সিম্পসন, কলাবাগান-১, হাসান কালবৈশাখী, পাভেল, জেকব রায়হান( উনার সাথে আমি ও ব্লগার ভুমিহীন জমিদার খাওয়া দাওয়া করেছিলাম কয়েকবার, বিএনপি নেতা), একটা মেয়ে ব্লগার ছিলেন (আমার সাথে দেখা হয়েছিল কয়েকবার, আমাকে বাসায় দাওয়াত করে খাওয়াছেন) নিকটা মনে পড়ছে না; তবে, উনার স্বামী কালিফোর্নিয়ায় চাকুরী পাবার পর, উনারা চলে গেছেন। আরো একজন ব্লগার আছেন, আমি উনাকে চিনি, নাম জানি না, নিকটাও ভুলে গেছি, উনি আমাকে চিনেন না; সম্প্রতি উনি লিখছেন না; ইংল্যান্ড থেকে এসেছেন।

এর বাহিরে এখানে অনেক অনেক ব্লগার থাকার কথা; যাঁরা ট্রাইস্টেট এলাকায় আছেন, তাঁরা ব্লগার রাবেয়া রাহিমকে জানাতে পারেন; খুব সহজেই এই এলাকায় ২০/৩০ ব্লগার থাকার কথা। নিউইর্কে একত্রিত হওয়া খুবই সহজ, আসা যাওয়া কোন ব্যাপারই নয়, স্হান কোন ব্যাপার নয়।

ব্লগার ভুমিহীন জমিদার এক সময় নিউইয়র্কে ছিলেন; উনি মুক্তিযোদ্ধা, আমরা অনেক অনেকবার একত্রিত হয়েছি; এখন উনি টেক্সাসে; কিন্তু বললে চলে আসবেন।

ব্লগার ঢাবিয়ান মন্তব্য করেছেন যে, রাজনৈতিক কারণে, এখানকার ব্লগারেরা একত্রিত হতে পারবেন না; আমি ২/১ সপ্তাহ পরপর কিছু লোকের সাথে আড্ডা দেই, তাস খেলি; এঁদের মাঝে ২ জন ইন্জিনিয়ার বিএনপি'র সাপোর্টার, একজন ডাক্তার বিএনপি'র সাপোর্টার ও নেতা, একজন ব্যবসায়ী বিএনপি সাপোর্টার, ১ জন ব্যবসায়ী আওয়ামী লীগার, ১ জন কন্ট্রাক্টর বিএনপি'র লোক, আমি বিএনপি বিরোধী; আমরা একত্রিত হলে ৮/৯ ঘন্টা একত্রে সময় ব্যয় করি, ভয়ংকর তর্ক করি, অনেক খাওয়া দাওয়া করি; ১৫/১৬ বছরে একদিনও কোন অসুবিধা হয়নি।

ট্রাইষ্টেট এলাকার ব্লগারেরা আমাদের পপুলার কবি ব্লগার রাবেয়া রহিমার সাথে যোগাযোগ করুন; উনার পোষ্টে মন্তব্য করে উনাকে আপনাদের মনোভাব জানান।



মন্তব্য ৬৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: সমঝোতার ভিত্তিতে সব ব্লগার একত্রিত হোক এই কামনা করি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


আমি সবার সাথে আড্ডা দিতে পছন্দ করি; রাজনীতি মাঝনীতি আমার জন্য সমস্যা নয়

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

নজসু বলেছেন:



আপনি কবে দেশে আসবেন?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


৭ই জানুয়াবী দেশে যাবার কথা ছিলো, চোখের ডাক্তার একবারেই না করে দিয়েছে; এখন সবকিছু অনিশ্চিত

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

নজসু বলেছেন:




শ্রদ্ধেয়, আপনি মনে হয় এখনও ব্লগার রাবেয়া রাহিমের (আমি চিনিনা উনাকে) উপর রেগে আছেন।
উনি আপনাকে কমেন্ট ব্যান করেছেন তো কি হয়েছে?
সামান্য কারণে আপনি এতো রেগে যান দেখে আমার ভয় ভয় ভাবটা আবার তৈরি হচ্ছে।

আমরা তো আপনাকে ভালোবাসি। শ্রদ্ধা করি। আমরা যারা আপনাকে ভালোবাসি তারা যদি কখনও আপনাকে অবহেলা করি তখন আপনি এরচেয়েও বেশি রেগে গেলে কিছু বলবো না।

উনি হয়তো আপনাকে ভালোবাসেন না। সবাই সবাইকেই যে ভালোবাসবে এমনটাও আশা করা ভুল।
হতে পারে উনি আপনার কমেন্ট ভয় পান। :-B

যাই হোক, আপনার বিভিন্ন পোষ্ট, কমেন্ট পড়ে জানতে পেরেছি, ব্লগ সম্পর্কিত বিষয়ে আপনি রেগে যান। অনুমান করছি, এই বিষয়টাও নিয়ে আপনি রাগের বশে উত্তেজিত হয়ে আছেন। মন থেকে মুছে ফেলতে পারছেন না। আপনার এই বয়সে উত্তেজিত হওয়া ঠিক হচ্ছে কি? শরীরও খারাপ হতে পারে।

আমার এই পণ্ডিতি ক্ষমা করবেন।
ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমি খুব কম রাগ করি; রাবেয়া রাহিমের উপর আমি রাগান্বিত নই; উনি অনেক আগের থেকে আমাকে ব্লক করে রেখেছেন; আমি মাইন্ড করিনি; এখন একটু সুযোগ নিলাম, এটুকুই

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

ঢাবিয়ান বলেছেন: ঝগড়া করেন কিংবা চেয়ার ছুড়াছুড়ি করেন আমাদের কোন অসুবিধা নাই। তারপরেও আপনাদের মিলনমেলা সফল হোক। বিশেষ করে আপনি, কলাবাগান এবং কালবেশাখীকে দেখার বিরল সুযোগ থেকে জাতি বঞ্চিত হতে চায় না। =p~

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি কোন এলাকায় আছেন? চেয়ার মেরে লাভ হবে না, আমি হেলমেট পরে যাবো।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার সাথে সহমত।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:



আমার ধারণা, রাবেয়া রাহিম মানুষদের সাথে চলতে পছন্দ করেন।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক, আপনি যে বিএনপি পন্থীদের সাথে মেলামেশা করেন ও ৮/৯ ঘন্টা একত্রে থাকেন শুনে আশ্বস্ত হলাম। প্রতিদিন তো এই সময় ঘুম থাকেন। আজকে রাবেয়া রহিম ঘুম যেতে দিচ্ছেনা?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


উনার পোষ্টে নিউইর্কের ব্লগারেরা কিছু জানায়নি; উনি নিজেও ব্লগে নেই দেখলাম; দেখি নিউইর্কের ব্লগারেরা রাবেয়া রাহিমের আয়োজনে যাতে অংশ নিতে পারেন, সেজন্য আবার এই পোষ্ট।

আমার চারিপাশে শুধু বিএনপি, আমি যাদের সাথে চলি, সবগুলোই বিএনপি, আমার সুবিধা হলো, এঁরা কম জানেন বলে বিএনপি করেন; এখন বুয়েটের একজন আমাদের সাথে যোগ দিতে চাচ্ছেন, উনি শেখ হাসিনার নাম শুনলে মুখ কালো করে ফেলেন; এই হলো আমার সার্কেল; শুধু একজন আওয়ামী লীগার আমার পক্ষে থাকেন।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের আয়োজন সফলতা লাভ করুক!!!

সবার উপর আমাদের দেশ মাতৃভাষা ....আমাদের একতা মতরোধ থাকতে পারে!!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় মানুষের মঝের দুরত্ব ঘুচাতে ১ মিনিট লাগে, বলতে হয়, স্যরি

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

জগতারন বলেছেন:

আমিও আছি আপনার সাথে, সম্ভব হইলে যাবো।
তবে আমি আছি নিউ ইয়র্কের অপর প্রান্তে;
ওয়াশিংটন ষ্টেট-এর এভারেট শহরে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


রাবেয়া রাহিমের সাথে যোগাযোগ করেন; উনি প্ল্যান করবেন; আমি বাকীটুকু করার চেষ্টা করবো।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- নিউ ইয়র্কের মাটিতে আপনাকে ছাড়া ব্লগারদের মিলনমেলা সম্ভব না। কিন্তু রাবেয়া রাহীমকে ছাড়া সম্ভব।
উনি আপনাকে টেক্কা দিয়ে ভুল করে ফেলেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


প্রবাসে প্রতি মানুষ সম্ভব মতো অন্যের জন্য কিছু করতে চান, এখানে সবাই খুবই অমায়িক।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৭

রাবেয়া রাহীম বলেছেন:
নজসু বলেছেন:
হতে পারে উনি আপনার কমেন্ট ভয় পান।


আমি জনাব চাদ্গাজী কে ভয় পাবো কি কারনে সেটাই বুঝলাম না । !!!!
লেখা যখন অনলাইনে পাব্লিশড হয় তখন সব রকম কমেন্টের জন্যই একজন লেখক প্রস্তুত থাকতে হয় বা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হয় । এঈ সামান্য কথা বুঝার মতন মগজ আল্লাহপাক আমাকে দিয়েছেন ।

আসলে চাদ্গাজী আমাকে বিভ্রান্ত করতেন তার মন্তব্য দিয়ে । কবে যে তাকে ব্লক করেছিলাম সেটা আর মনে ছিল না । ভুলেই গিয়েছিলাম নানান ব্যস্ততায় ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং হাজার মনের বিচরণ-স্হল, এখানে হাজার কথা হচ্ছে; কিন্তু আমরা সবাই একই সুতোয় বাঁধা।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @রাজীব নুরঃ টেক্কা নয় তিনি গুণায় ধরেন নি।
আপনার কাকুভজন যা দেখছি আমি নিশ্চিত কাকু আপনাকেও টিকিট আর স্পন্সরশিপ পাঠিয়ে দেবেন।
অগ্রীম অভিনন্দন, লক্ষ্য অর্জিত প্রায়...........

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


রাজীব ও আমি অনেকদিন সমান্তরালে চলছি, আমার ব্যাপরে বেশী উৎসাহী; কিন্তু উনি সবাইকে ভালোবাসেন।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- নিউ ইয়র্কের মাটিতে আপনাকে ছাড়া ব্লগারদের মিলনমেলা সম্ভব না। কিন্তু রাবেয়া রাহীমকে ছাড়া সম্ভব।
উনি আপনাকে টেক্কা দিয়ে ভুল করে ফেলেছেন।


মহাভুলের প্রায়শ্চিত্তের জন্যকি গঙ্গা স্নান শেষে গোবর জল খেতে হবে ????????????

যত্তসব আজব কথাবার্তা !!!!!!!
আমি কারোর সাথেই টেক্কা দেইনি জনাব রাজীব নূর । আমি ঝামেলা পছন্দ করিনা । তার সাথে আমার কমেন্টে কিছু কথা কাটাকাটি হয় অনেক আগে। প্রায় এক বছর হতে চলেছে। তার পর আমি নিরিবিলি থাকতে চেয়েছিলাম বলেই তার থেকে দূরে ছিলাম । এটাকে আপনি টেক্কা দেওয়া বলছেন কেন ? আপনার জানার জন্য বলছি --আমি লেখালেখি যতটুকু করি শুধুমাত্র সময় কাটানোর জন্য। লেখা বেঁচে পেট চালানো বা নাম কামানো কোনটাই আমার উদ্দেশ্য না ।
এখানে ভুল কি করলাম বলবেন কি?

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:




স্যরি, রাজীব ও আমি ব্লগিং জগতে পাশাপাশি থাকায় আমার জন্য বেশী টান; উনি আপনার কবিতা পছন্দ করেন।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৯

রাবেয়া রাহীম বলেছেন: জনাব , আমি লাপাত্তা হইনি । গতকাল রাত শুক্রবার ছিল। সারা সপ্তাহের ক্লান্তি নিয়ে শুয়ে পরেছিলাম পোস্ট দিয়ে। সকালে ঘুম থেকে উঠে ঘরের নানান কাজ শেষে কিছু কেনাকাটার জন্য মেসিতে গেলাম । এই এখন সময় পেলাম গতকাল পোষ্ট দেওয়ার পর।

ঘরে বসে সময় কাটানোর মত সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনটাই আল্লাহপাক আমাকে দেননি ।

আমি ত প্রস্তাব রাখলাম । বাকিটা আপনি মুরুব্বি আছেন আপনি আয়োজন করেন । আমি থাকবো সব কিছুতেই ।

আপনার ধারনা সঠিক আমি মানুষের সাথে মেলা মেশা পছন্দ করি । আমার স্বামীও নিউইয়র্কের বাঙ্গালী পাড়ায় খুব পরিচিত মুখ । হয়ত আপনি তাকে চিনবেনও

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



আপনার উদ্যোগে সবাই মিলে নিজেদের মতো করে আমরা শীঘ্রই একত্রিত হবো।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৮

হাসান রাজু বলেছেন: আমি ব্লগে যে কয়টা জিনিষ পছন্দ করিনা তা হল, কমেন্টের উত্তর না দেয়া, কমেন্ট ডিলিট করা, ব্লক করা, গালাগাল করা। আপনার সবচেয়ে ভাল দিক যেগুলো আমি মন থেকে সম্মান করি তা হল, সব কমেন্টের উত্তর দেয়া সেটা যতই অপছন্দের হক না কেন, আর আমার বিশ্বাস আপনি কখনো কন মন্তব্য ডিলিট করেন না বা কাউকে ব্লক করেন না। ভাল থাকবেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট করে, প্রশ্ন করে উত্তর না পেলে, সেটাকে ব্লগিং বলা ঠিক নয়।

মন্তব্য ডিলিট করা খুবই বেকুবীর পরিচয়, সাথে সাথে নিজকে ছোট করা, নিজের অপারগতা প্রমাণ করা।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩১

ঢাকার লোক বলেছেন: নিউইয়র্কের সম্মানিত ব্লগারদের মন্তব্য-প্রতিমন্তব্য বেশ উপভোগ করছিলাম, তাঁদের সম্ভাব্য মিলনমেলা কোথায়, কবে হচ্ছে, কেউ চাইলে কার সাথে কিভাবে যোগাযোগ করবে তা কেউ উল্লেখ করেছেন চোখে পড়লো না, আমারত মনে হয় সে তথ্য কারো বক্তব্যে উঠে আসলে কারো না কারো উপকার হতো। নিউইয়র্কে আপনাদের মিলনমেলা সফল হোক, সুভকামনা!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ট্রাইষ্টেট এলাকায়?

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৬

ঢাকার লোক বলেছেন: দূঃখিত, ভাই, আপনার আগের পোস্ট ( সকাল ৯ঃ৪৩) পোস্টটা মিস করেছিলাম, এখন দেখলাম। কবি-ব্লগার রাবেয়া রহিমের এতদসংক্রন্ত পোস্টটাও খুঁজে পড়ব। প্রয়োজনীয় সব তথ্য ওখানে নিশ্চয় আছে। আবারো বলছি স্যরি!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কি এই আয়োজনে যোগদান করতে চান?

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি চেষ্টা করলে সফল হবেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, সম্ভব।

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আলমডাঙ্গা ;) ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনার বক্তব্য বুঝেছি।

আপনি কি ট্রাইষ্টেট এলাকায়?

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ :-<
আপনি মশাই বুদ্ধিমান ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


ওকে

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: শুভকামনা রইলো

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আপনি কি দেশে, নাকি প্রবাসে?

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্যার ,
মান অভিমান , ভুল বোঝাবুঝি চাইনা।
আমরা সবাই সামুর প্লাটফর্মে , রেলগাড়িতে ওঠার অপেক্ষায় আছি।
একটু ঠেলাঠেলি হতেই পারে। :)

আপনাদের মিলনমেলার সফলতা কামনা করছি। ভালো থাকবেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, দেখা যাক আড্ডা দেয়া সম্ভব হয় কিনা!

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

ঢাকার লোক বলেছেন: না ভাই,এ যে অনেক দূর! ভাবছিলাম কখনো যদি যাই আপনার সাথে সাক্ষাতে সালাম জানানোর কোন পথ যদি পেয়ে যাই!
আপনাদের সম্মেলন সফল হোক কামনা করি।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


সন্মেলন জাতীয় কিছু হবে না, হয়তো আড্ডা জাতীয় কিছু হতে পারে! আপনি কি প্রবাসে, নাকি দেশে?

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

নীলপরি বলেছেন: নাহ , আমি প্রবাসী নই ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


ভালো

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: যাক, শেষ পর্যন্ত আপনাদের মাঝের ভুল বোঝাবুঝিটুকুর অবসান ঘটেছে এবং কবি রাবেয়া রাহীম আপনার এ পোস্টে 'লাইক'ও দিয়েছেন দেখে খুশী হ'লাম। উদ্যোগ ও আয়োজন সফল হোক এবং এ মিলনমেলা বিভাজনের পরিবর্তে প্রবাসী বাঙালীদেরকে একত্রিত করুক, এ শুভকামনা র'লো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি উনার কবিতা খুবই পছন্দ করি; একত্রিত হওয়ার ব্যাপারে, নিউইয়র্কের কোন ব্লগার এখনো বলছেন না; যেই ২ জনের সাথে ঘনিষ্টতা ছিলো, তাঁরা নিউইয়র্কে নেই। দেখি, যাঁরা আছেন, তারা যোগাযোগ করেন কিনা।

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

আবু তালেব শেখ বলেছেন: ব্লগারদের ভিতরও আওয়ামী, বিএনপির মত রেষারেসি চলছে। ব্যাপক বিনোদন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


মনে হয় না তেমন কোন সমস্যা আছে; তবে, নিউইয়র্কে কে কে আছেন, সেটা আমার তেমন জানা নেই।

২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

তারেক ফাহিম বলেছেন: আমার মন্তব্যটি কি তাহলে সম্পন্ন হয়নি :(

একটি মন্তব্য করলাম কি করলাম ভুলে গেছি, উপদেশ পড়তে পড়তে B-)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমিও ভুলে গেছি, কি নিয়ে কথা হচ্ছিলো, সমস্যা নেই

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: উদ্যোগ সফল হউক। শুভকামনা রইলো।
বাই দ্যা রাস্তা, দেশে আইলে জানাইয়েন। সম্ভব হইলে ভৃগুদা আর রাজীব নূরকে লইয়া আপ্নের লগে জম্পেশ আড্ডা দেওয়ার বাঞ্ছা রাখি।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:



কে কে আছেন নিউইয়র্কে, ঠিক জানা হয়ে উঠেনি এখনো।

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিলন মেলার উদ্যোগ ও আয়োজন সফল হোক এবং সকল
প্রবাসী বাঙালীদের একত্রিত করুক, এ শুভকামনা থাকলো ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


প্রবাসে সবাই এত বেশী ব্যস্ত থাকেন যে, আড্দা দেয়ার সময়ই পাচ্ছেন না অনেকেই।

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

ঢাকার লোক বলেছেন: ভাই, সম্মেলনও এক প্রকার আড্ডাই বলা চলে। মৌলিক পার্থক্য তেমন নেই। আড্ডাই বলুন আর সম্মেলন বলুন সে সফল হোক।
আপনার লেখা সে রাজনীতি নিয়েই হোক বা প্রতিবেশি ইহুদী বাচ্চাদের নিয়েই হোক, সবসময়ই পড়ি এবং যথারীতি আনন্দ পাই। তাই মনে মনে একটা আশা কখনো যদি নিউিইয়র্ক যাওয়া হয়েই যায় আর আপনাকে সামনা সামনি দেখার সুযোগ পেয়ে যাই! এই যা।
সুস্থতা থাকুন, আনন্দে থাকুন !!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


একত্রিত হয়ে, পরিচিত হওয়াই বড় কথা; আমি আড্ডা পছন্দ করি।

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

ঢাকার লোক বলেছেন: সুস্থ থাকুন, আনন্দে থাকুন !!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য শুভকামনা রলো

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার ছোট বোন স্বপরিবারে ফ্লোরিডা থাকেন, ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক অনেক দুর, আমি জুন/জুলাই-২০১৯ এ আসবো, সম্ভব হলে অবস্যই দেখা করবো।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভালো থাকুন, এলে যোগাযোগ করবেন, দেখা হবে।

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





স্যার

আমরা চাই সবাই ভুল বোঝাবুঝি রেখে এক সাথে চলতে । আশা করি সবাই এক সাথে এক জায়গায় একটা সুন্দর সময় কাটাতে পারবেন ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


আমি যেকোন মানষের সাথে মিলে মিশে সময় কাটাতে পারি; তবে, নিউ্ইয়র্কে ব্লগার নেই বললেই চলে; আমার পরিচিত ২ জন ছিলেন, ১ জন কালিফোর্নিয়া চলে গেছেন, অন্যজন বাংলাদেশে।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


আরেকজন ব্লগার আছেন, উনি ছাত্রী; মনে হয়, নিউইয়র্কের বাহিরে থাকেন, লিখেন না আজকাল (এ সিম্পসন)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.