নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা সরকার গঠনের জন্য এমপি\'দের ১ বার ব্যবহার করেন মাত্র।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২



পুরো আওয়ামী লীগে নিজ গুণে শুধু শেখ হাসিনা জয়ী হন; উনি না চাইলে লতিফ সিদ্দিকী, ড: কামাল, তোফায়েল আহমেদ, কিংবা প্রেসিডেন্ট আবদুল হামিদ নিজের গুণে জয়ী হতে পারবেন না। তিনি জানেন, আওয়ামী লীগের এমপিরা উনার কারণে জয়ী হয়; তিনি সরকার গঠনে তাদেরকে মাত্র ১ বার ব্যবহার করেন; তারপর তারা সবাই ফ্রি; উনি জানেন ওরা এমপি হওয়ার যোগ্য নয়, কোন বিল আনার মত দক্ষ নয়, আইন তৈরির প্রসেস ওদের জানা নেই; তিনি বদির বউতিনি তাদেরকে তাদের ইচ্ছানুযায়ী ব্যবসা বাণিজ্য করতে দেন, চাঁদাবাজিতে বাধা দেন না; তিনি জানেন, এরা প্রায় সবাই দখলবাজিতে ও সুযোগ দখলে ওস্তাদ।

শেখ হাসিনা বিশ্বাস করেন যে, আওয়ামী এমপি'রা ধনী হওয়া খুবই দরকারী বিষয়; শেখ হাসিনা যেটুকু উন্নয়নের কথা বলেন, সেটুকু উন্নয়ন হয়েছে; তবে, এসব উন্নয়নের মালিকানা উনার দলের, বিএনপি- জামাতের কিংবা জাপার লোকদের দখলে, কিংবা ব্যবসায়ীদের দখলে।

মাদক সম্রাট বদির স্ত্রী থেকে শামীম ওসমান, মুহিত সাহেবের ভাই, তোফায়েল আহমেদ, হানিফ, কেহই কোনদিন বিল আনতে পারবে না; এমন কি ড: কামাল কোনদিন বিল আনেননি; ফলে, এমপি নির্বাচনের একটা মাত্র উদ্দেশ্য, সরকার গঠন ও শেখ হাসিনাকে প্রাইম মিনিষ্টার নির্বাচন।

শেখ হাসিনার ৩৮ বছরের ইতিহাসে, এবার তিনি বেশ দুর্বল অবস্হানে ছিলেন; তিনি জনবিস্ফোরণের আশংকায় ছিলেন; এবার শিক্ষিত সমাজ চাপ দিলে, ভালো কেন্ডিডেট দিতে তিনি বাধ্য হতেন। বিএনপি তার তলানীতে পড়া লোকদের ও জামাতের লোকদের কেন্ডিডেট করায়, শেখ হাসিনা সহজেই ভালো অবস্হানে চলে এসেছেন। বিএনপি পরাজিত হলে, বেশীরভাগ মানুষ মেনে নেবেন, অনেকই বিশ্বাস করবেন যে, জামাতকে নিয়ে ভোট করায় তারা ভোট হারায়েছে; ফলে, মানুষ বিষয়টি নিয়ে শেখ হাসিনাকে দোষারোপ করবে না। জামাত খুশী যে, তারা কেন্ডিডেট দিতে পেরেছে; ফলে, তাদের লোকেরা পরাজয় নিয়েই সুখী থাকবে।

পরাজয়ের পর, বিএনপি কয়েকদিন ম্যাঁওপ্যাঁও করে থেমে যাবে; তাদের কথায় মানুষ কর্ণপাত করবে না; তারা এসব বলে আসছে অনেকদিন থেকে। কিন্তু সাধারণ মানুষ পরাজিত হবে: তারা ভোট দিয়ে পরাজি্ত হবে, ভোট না দিয়েও পরাজিত হবে।

এবার সাধারণ মানুষের পরাজয়েও সাধারণ মানুষ খুশী থাকবে; কারণ, তারা ধরে নেবে, বিএনপি-জামাত পরাজিত হয়েছে, নিজেরা যে পরাজিত হয়েছে সেটা টের পাবে না, তাদের নিজেদের পরাজয় বুঝানোর মতো কোন নেতা, বা সংগঠন নেই। শিক্ষিতরা দেশের রাজনৈতিক পরিবেশ, সাধারণ মানুষের মনোভাব কাজে লাগিয়ে, ভালো কেন্ডিডেট দেয়ার জন্য শেখ হাসিনাকে চাপ দিতে পারতে্ন; কিন্তু তারা রিস্ক নেননি; কারণ, তাদের অবস্হানটা এমন যে, তারা ভোটে লাভবান না হলেও কোনভাবেই তেমন বেশী ক্ষতিগ্রস্ত হন না।

মন্তব্য ৫৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: সহমত

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


এই প্যাটার্নটা চলে আসছে ১৯৯৬ সাল থেকে; ২০০৮ সালে বিজয়ের পর, এটার অবসান হওয়ার দরকার ছিলো

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

রানার ব্লগ বলেছেন: বাঙ্গালীরা একবারই জিতে ছিল সেই ৭১ এ এর পর তো সেই পরাজয়ের ইতিহাস। দৃশ্যমান যে সব জয় আমরা দেখি তা সেই পরাজয়ের আবারন মাত্র।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এখন ভুল রাজনীতি করছেন; এখন তিনি অনেক বড় বড় কাজ করতে পারতেন; বদি'র বউকে নমিনেশন দেয়া অকাজের মাঝে পড়ে, আসলে কিছুটা অপরাধের মাঝেও পড়ে।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

যোখার সারনায়েভ বলেছেন: খাঁটি কথা !

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, সঠিক কথাই ভাবছি। আপনার নিকটা কেন প্রসিদ্ধ?

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

রানার ব্লগ বলেছেন: শেখ হাসিনা বেশ কিছু অপ্রয়োজনীয় ব্যেক্তিদের নমিশান দিয়েছেন, কেন জানা নাই ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


উনার ভাবনাশক্তি সীমিত; উনি আজকাল কি করছেন, এগুলোর সঠিক কোন রাজনৈতিক লজিক নেই

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



স্যার এটা তো জানা কথা

তবে কি আসলে আমাদের যেরকম নেতার দরকার তা আমরাই তৈরি করতে পারিনি । সেই আদি যুগ থেকেই এটা চলে আসছে । একজন সামনে থাকে বাকিরা তার ঘাড়ে চলে ।

এবার প্রার্থী দেখলে মাঝে মাঝে মনে হয় আমার টাকা থাকলে আমিও দল খুলে বলতাম আসেন ভাই আসেন ।

বসেন বসেন
বইস্যা যান ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:



আমাদের কোন রাজনৈতিক নেতার কোন আধুনিক কোয়ালিটি নেই; এরা কলোনিয়েল যুগের বৃটিশ মানুষের থেকেও কম জানে, এরা সাধারণ গড় বাংগালী থেকে অদক্ষ; এদের একমাত্র গুণ এরা ধুর্ত

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: শেষ প্যারাগ্রাফটা খুব ভালো লাগলো ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


আমারও মনে হচ্ছে, ব্যাপারটা আসলেই তাই

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

নাহিদ০৯ বলেছেন: একচ্ছত্র ক্ষমতা মানুষকে জেদি, পীড়ক, স্বার্থপর করে তুলতে চায়। আমার ব্যক্তিগত মত হলো নির্বাচন ফেয়ার না হউক। আজকের খবরে পড়লাম অলরেডী ৩০ টার মতো প্রতিযোগী বিহীন আসন তৈরি হয়েছে। আন্দাজ করা যায়, আরো কিছু হবে হয়তো আগামী ২-৩ দিনের রায়ে।

এরকম করে হলেও কিছু আসন আ।লীগ এর দলেও আসুক। সংসদের শক্তিশালী একটা বিরোধী দল থাকুক যারা কৌশলে সরকারের বিভিন্ন সমালোচনা করবে, জনগনের দাবী নিয়ে সোচ্চার হবে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


সংসদে সরকারী দল জানে না কি তাদের দায়িত্ব; বিরোধী দল এ যাবত কোন ভুমিকা পালন করেনি ৪৮ বছর, তারা সমস্যার সৃষ্টি করেছে; এবার বিএনপি বিরোধী দল হবে, দেখেন কি করে!

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

আশফিকুর রহমান অণু বলেছেন: সরকারকে নিয়ে আপনার বিশ্লেষণ খুব নিম্নমানের তবে আমাদের মতো আমজনতাকে নিয়ে কিছু সঠিক কথা বলেছেন

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা পড়ে দেখবো, আপনি কত উঁচুমানের পোষ্ট লেখেন

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা পড়লাম, শুরুটা খুব একটা উজ্বল মনে হয়নি।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

নাহিদ০৯ বলেছেন: ২০০৭ সালের পূর্ববর্তি সময়ের বিরোধী দলের কার্যকলাপ বেশ শক্ত ছিলো। রাষ্ট্রীয় বাহিনী এর ধরপাকড় এর মধ্যেও দেখেছি জনগনের চাহিদা নিয়ে আন্দোলন করতে। নিয়মিত বিবৃতি, বক্তব্য, বার্তা দিয়ে জনগনকে আস্বস্ত করতে দেখেছিলাম বলে মনে পড়ে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


বিরোধীদলের দায়িত্ব আন্দোলন করা নয়; ওদের দায়িত্ব সরকারকে শাসনতন্ত্র মেনে সরকার পরিচালনা করতে সাহায্য করা ও ওদের দলের হয়ে সংসদে বিল আনার ও সরকারের সাথে কাজ করে, সরকারকে ওদের বিল, বা কাছাকাছি বিল আনতে সাহায্য করা।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলাদেশের শিক্ষিত কারা? এরা কোনগ্রহে থাকেন? টকশোতে, আলোচনা সমালোচনায় যাদের দেখি তারা প্রত্যেকেই কোনো না কোনো দলের পক্ষে বিপক্ষে।
আর সাধারণ মানুষ এতেই অভ্যস্ত।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত হলেন ইন্জিনিয়ারিং এসোসিয়েশন, ডাক্তারদের এসোসিয়েশন, শিক্ষকদের এসোসিয়েশন, আইনজীবিদের এসোসিয়েশন, ইউনিবভার্সিটি ও কলেজের গ্রেজুয়েটগণ

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

ডার্ক ম্যান বলেছেন: ভাবছি , আগামী কয়েকমাস পর একটা নতুন রাজনৈতিক দল গঠনের প্রজেক্ট হাতে নিব ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


নেন। তবে, সোজাসুজি রাজনৈতিক দল গঠন করা কঠিন হবে, কোন কিছু করার জন্য একটা সামজিক প্লাটফরম গঠন করে সেটাকে পরে রাজনৈতিক দলে পরিণত করা সম্ভব।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯

ডার্ক ম্যান বলেছেন: আমার বয়স কম, আমার কথাকে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা কম। কমপক্ষে ৪৫ বছর বয়সী কাউকে পেলে ভাল হবে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


বয়স রাজনীতির জন্য বড় ফ্যাক্টর নয়, অবদান বড় ফ্যাক্টর; আপনি যদি সামাজিক সংগঠন করে, অবদান রাখতে পারেন, তখন মানুষ আপনাকে চিনবেন।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

ডার্ক ম্যান বলেছেন: আমাকে চেনার প্রয়োজন নাই, আমি সবসময় একজন পাওয়ার ব্রোকার হতে ছেয়েছি ।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


আগে মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

ঢাকার লোক বলেছেন: ভাই, আপনার প্রতীক গাধা দেখে উর্দু কবি ইকবালের এদেশীয় গনতন্ত্র সম্বন্ধে একটা বিখ্যাত উক্তি মনে পড়ল,
দুইশ গাধা থেকে একজন মানুষের সমান বুৎপত্তি আশা করা যায় না!

২৪ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


লাখ গাধার কাছে একটা শিয়ালের বুদ্ধিও নেই।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: এইসব শিক্ষিত মানুষেরা শিক্ষিত হতে, যে টাকা ইনভেস্ট করেন। শিক্ষিত হয়ে সেগুলো উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন। তাদের বড় অংশই দেশ, রাজনীতি নিয়ে ভেবে সময় নস্ট করতে চান না। আর কেউ চাইলেও আমাদের রাজনীতির ভয় তাদের দমিয়ে রাখে।

দেশের সিএনজি সমিতি থেকে শিক্ষিত সমিতি সব জায়গায় নেতৃত্বে যদি ক্ষমতাসীনদের ভাইবন্ধু, কাছের মানুষ থাকেন; তাহলে চাপ দেবে কে?

জিয়া আর শেখ হাসিনার দল ক্ষমতায় গেলে সব সেক্টরে নিজেদের লোক খুব ভালোভাবে নিয়োগ করতে পারেন। ডঃ কামাল সাহেবরা সেটা পারেন না। তাই তেনারা ব্যর্থ। সততা, ন্যায় নীতির রাজনীতি বাংলাদেশে অনেক কঠিন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


আজ অবধি সবকিছুই দুষ্টদের দখলে

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এবারই হয়ত তাঁর শেষ নির্বাচন। হারানোর তো আর কিছু নেই। আরও যোগ্য ও দক্ষ লোক নির্বাচন করতে পারতেন। যাহোক, আশা রাখি শেষ সময়টা দক্ষতার সাথেই উতরাবেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:




তিনি অজগর সাপের খামার খুলেছেন; উনার অজগরেরা যা পায় গিলে ফেলে

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১২

চাঁদগাজী বলেছেন:


এগুলো অনেক আগে বুঝার দরকার ছিলো।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৫

এম এ কাশেম বলেছেন: আমরা এখনও ব্যাক্তি পূঁজার উর্ধ্বে উঠতে পারিনি।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১১

চাঁদগাজী বলেছেন:




আমি ব্যক্তি পুজায় বিশ্বাসী

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বদি বউদির জন্য

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


মাদকবিরোধী অভিযানের ১ম দিনে, বাংলাদেশের প্রথম বিধবা হওয়ার কথা ছিল বদি'র বউ'এর; এখন সে এমপি

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা কঠিন জিনিস।
খুব হিসাব নিকাশ করে চলেন।
এবার নমিনেশন খুব হিসাব নিকাশ করে দিয়েছেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


তা'হলে মাদক পরিবারের "বউ" হিসেবের মাঝেই আছে?

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

খায়রুল আহসান বলেছেন: বরাবরের মত এবারেও উভয় দল/জোটের নমিনেশনপ্রাপ্তদের তালিকায় কিছু কিছু নাম দেখে হতাশ হয়েছি।
রাজনীতিবিদদের বাহ্যিক জেল্লা জৌলুষ বাড়ছে, রাজনীতি দিন দিন কলুষিত হচ্ছে, পেশা হিসেবে কৌলীন্য হারাচ্ছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


২ দলেই পরীক্ষিত অদক্ষরা স্হান করে নিচ্ছে; মাদক পরিারের বউ'কে নমিনেশন দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, পার্লামেন্ট কোন বিষয় নয়। অপরদিকে বিএনপি ২২/২৪ জন জামাতীকে নমিনেশন দিয়ে প্রমাণ করেছে, আমাদের স্বাধীনতার কোন মুল্য নেই, কাহারা কেন রাজাকার ও পাকীদের হাতে প্রাণ হরায়েছে, উহা গণনার বিষয় নয়।

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

নজসু বলেছেন:




রূপকথা গল্পের রাজ্যগুলোই ভালো।
সব রাজা-রাণি, উজির-নাজির।
ভোট টোট নাই। মাথা ব্যথাও নাই। :-B

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ বেগম জিয়া ৩৫ বছর বড় ক্ষমতা দখল করেছিলেন; এটা গ্রীক রূপকথা থেকে বড় ব্যাপার

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বি,কে,এস,পি'র মত রাজনীতিবিদ তৈরির প্রতিষ্ঠান শুরু করুন গুরু!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:




বি,কে,এস,পি'টা কি?

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

নূর আলম হিরণ বলেছেন: ডঃ কামাল এবার একটা সুযোগ পেয়েছেন, কিন্তু আগের মতই তিনি সুযোগটা নষ্ট করেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


উনি মরা ঘোড়ার উপর বাজি রেখেছেন।

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আওয়ামীলীগ জিতার জন্য যতকিছু করতে পারে তার সবটুকুই করেছে জুর জুলুম জালিয়াতি আসন ফাকা মার ধোর সেইগুলোর দায় বিরুধীদের উপর চাপিয়েছেন নায়ক নায়িকা খেলোযাড় সব......এবার হারলে এটাকে কোন ধরণের হারা হবে নাম দিতে পারছিনা।।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, উনি এমনিতেই জিতে যাবেন। জামাতের লোকজনকে নমিনেশন দিয়ে, আওয়ামী সরকারের আমলে কেহ কি করে জিতবে?

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতির মাঠ সুষ্ঠু ও সুন্দর করার
আরও একটি সুযোগ জাতি হারাল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


সুযোগটা একা শেখ হাসিনার হাতে ছিলো; তিনি এটার গুরুত্ব বুঝার অবস্হানে নেই

২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি কোন দলের কট্টর সমর্থক নই। তবে নেতাদের নীতি না থাকলে তাদেরকে ভালো বলা যাবে না। আজ কাল এমন নেতাও দেখছি- সারা জীবন নৌকায় ভোট দিয়ে এসে জীবনের শেষ ভোটটি মনে হয় ধানের ছড়ায় দিবেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ নিয়েই এখন "ভাল বিএনপি"; ফলে, আওয়ামী লীগের কেহ বিএনপি'তে ভোট দিতে অসুবিধা থাকার কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.