নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জামাতের লোকদের প্রার্থী করায় বিএনপি\'র অবস্হা কোন দিকে?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২



বিএনপি কোয়ালিশনে, জামাত থেকে ২৪ জনকে প্রার্থী করাতে বিএনপি'র লাভ হলো, নাকি ক্ষতি হলো? আমার মতে, বিএনপি'র ভরাডুবি হয়েছে এই ২৪ জনের কারণে! বিএনপি'র অনেকে এখনো বলছেন যে, এবার বিএনপি জয়ী হবে; তাঁরা প্রার্থী দেয়ার আগেও বলেছেন যে, বিএনপি বিজয়ী হবে; জামাতের ২৪ জন প্রার্থী যোগ করার পরও বলছেন যে, বিএনপিই জয়ী হবে; অর্থাৎ এই ২৪ জন যোগ করাতে ফলাফল খারাপের দিকে যাচ্ছে না অন্তত। আমার মতে, খারাপের দিকে গিয়েই বসে আছে; যদি ২৪ জনকে যোগ করাতে ফলাফল খারাপের দিকে না যেতো, এই ২৪ জন এখন শ্রীঘরে থাকতো; এদের সবার নামে মামলা আছে!

জামাতের লোকদের বেশ ওজন আছে, এদের ২৪ জন বিএনপি কোয়ালিশনে যোগ দেয়ায়, কোয়ালিশনের ওজন হঠাৎ করে অনেক বেড়ে গেছে; সেই ওজনে বিএনপি ডুবছে, নাকি ওরা নৌকাকে ডুবাচ্ছে?

ইলেকশানের ৪ দিন আগে, আপনাদের কাছে কেমন লাগছে, এই ২৪ জন কি বিএনপি'র জন্য ভোট আনছে, নাকি ভোট কমাচ্ছে, নাকি কোনরূপ উল্লেখযোগ্য প্রভাব রাখছে না?

গত ভোটের সময়, অনুমান করা হয়েছিলো যে, জামাতের নিজস্ব ভোট আছে ১০ লাখের নীচে; তারা ভোট কিনে সব সময়; বিএনপি'র একাংশ ও হেফাজত জাতীয় ভোটারেরা জামাতকে ভোট দেয়; এবার জামাত কিভাবে ভোট সংগ্রহ করছে, তারা কি ভোট কিনছে? এবার বিএনপি'র অনেক ভোট জামাতের প্রার্থীর বাক্সে যাবে না, বিএনপি'র অনেক ভোটার অকারণে জামাতের জন্য রিস্ক নেবে না।

শেখ হাসিনার একটা স্পেশাল পদক্ষেপের দরকার ছিলো, যেন জামাতের ১ জন প্রার্থীও জয়ী হতে না পারে; ভোট তো জাতিকে কিছু দেবে না, কমপক্ষে জামাতকে মাইনাস করলে, ভোটের একটা উদ্দেশ্য হাসিল হবে।

আর ৪ দিন পরেই ভোট, আপনাদের কাছে কেমন লাগছে, ফলাফল কি হতে পারে? ৮/১০ দিন আগে আমার পোষ্টে অনেকে মন্তব্য করেছিলেন যে, শেখ হাসিনা জয়ী হবেন, আনুমানিক ২ শতের কাছাকাছি সীট পাবার সম্ভাবনা; এখন অবস্হা কি রকম? আমার মনে হয়, বিএনপি এবারের নির্বাচনে জামাতের প্রার্থী দেয়ায়, শেখ হাসিনার বিজয়টা আরেকটু সহজ হয়ে গেছে!

মন্তব্য ৭৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জামাতের সাথে কোয়ালিশন করা
বুদ্ধিমানের কাজ হয়নি।
তরুন প্রজন্ম জামাতের
রাজনীতি পছন্দ
করেনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



২০০৮ সাল থেকে ২০১৮ সাল, বিএনপি ১০ বছর সময় পেলো ভাবার; তারপর, জামাতকে নিয়ে ভোট চাওয়া? এরা রাজনীতির লোক নন।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

রানার ব্লগ বলেছেন: শেখ হাসিনা এখনো জয়ের বন্দরে আছে। তার সিট সংখ্যা যেমন আশা করেছিলাম তেমনি থাকবে। জামাত বিএনপি তে যোগ দেয়াতে বিএনপির কোন ক্ষতি বা লাভ হয় নাই। কারন সবাই এখন পরিষ্কার জানে বিএনপি জামাতকে ছাড়া একটা নিঃশ্বাস ও ফেলতে পারবে না কারন আইএসআই কানেকশান। বিনেনপি আর জামাত হল যেই লাউ সেই কদু। তবে বিএনপিজামাত ডঃ কামাল কে দিয়ে মজার একটা ইঁদুর বেড়াল খেলা খেলতে চাচ্ছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে কোনদিন রাজনীতি শিখতে হয়নি, শেখার দরকার হয়নি

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: বিএনপি আর জামাতে কি আর আসে যায়,দেশতো উন্নয়নের জোয়ারে ভাসছে।মানুষ উন্নয়ন দেখেই তাদের ভোট দেবে।এমনটা মনে করছেন আওয়ামিলীগের নেতাকর্মীরা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


জামাতর লোকজনকে প্রার্থী করায় কোন কিছু বদলায়নি তা'হলে?

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: জামাতর লোকজনকে প্রার্থী করায় কোন কিছু বদলায়নি তা'হলে?

আমি তো দেখছিনা।তারপরও এটা তারাই ভালো জানে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


জামতের লোকদের প্রার্থী করায়, বিএনপি লাভ হলো, কি ক্ষতি হলো, এটা একটা রাজনৈতিক ভাবনা; দেশের নাগরিক হিসেবে, এটা বুঝার দরকার আছে।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এবারও আপনারাই সরকার হবেন :) তবে রাতারাতি বহু কিছু ঘটে যাওয়ার বহু ইতিহাস আছে ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



'৭৫ সালের পর থেকে সরকারগুলো আমার নয়, সরকারগুলো আপনার

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

রাজীব নুর বলেছেন: এই ২৪ জন প্রার্থীর মধ্যে কোনো খারাপ রেকর্ড নাই।
আমার ধারনা, হেলমেটধারীরা আসলে জামাতের লোকজন। এই যে প্রার্থীদের উপর হামলা হচ্ছে এটাও জামাতের কাজ।

তলে তলে জামাত অনেক অর্থের মালিক হয়ে গেছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নেই।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়ে, তারা সম্পদ অর্জনে মন দিয়েছে; বিএনপি তাদেরকে অনেক সুযোগ করে দিয়েছে।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

আমিনভাই বলেছেন: atto kicho jani na. shodho poriborton chai. BAL sashon balo lage na. khob kharap.

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



'এতকিছু' আপনি জানে না; আপনি ব্লগার হয়েও 'এতকিছু' জানেন না; তবে, জানেন কারা: চাষী, জেলে, গার্মেন্টস'এর মেয়েরা?

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: আমার মনে হয় এতে তাদের ক্ষতিই হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



বিএনপি নিজের পায়ে কুড়াল মেরেছে; এমনিতেই জয়ী হতো না, আগামী ভোটের জন্যও দাগ লাগায়েছে।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

নজসু বলেছেন:




কিছুদিন আগে মনে হলো দেশ থেকে জামাত নামক দলটি বিলুপ্ত হয়ে গেছে।
ইলেকশন আসার পর থেকে আবার তাদের নামটা শুনতে পাচ্ছি।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


এরা বিএনপি'র আসল রূপ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

বাকপ্রবাস বলেছেন: জামাত নিয়ে লীগ খেলছে, তাদের দল এখনো ব্যান্ড করেনাই। বিএনপিকে টুডে টুমুরো জামাত ছাড়তেই হবে, তবে এই মুহুর্তে আলোচনার বিষয় হল আওয়ামিলীগ নৈরাজ্য করছে, সবাইকে মামলা হামলা করছে নির্লজ্ব, অথচ এসব বিষয় প্রাধান্য পাওয়া এখন সময় এর দাবী, নির্বাচন ডাকাতি করছে, কোন পর্যবেক্ষক রাখতে চাচ্ছেনা ইত্যাদি, অথচ জামাত ইস্যু এনে এগুলো ধামাচাপা দেবার একটা পায়তারা হচ্ছে।
যেখানে স্বাধীনতা বিরোধীর সাথে আত্বিয়তা, নমিনেশন দেয়া হয়েছে এবং হচ্চে তারা কোন নৈতিক বলে জামাত এর প্রসঙ্গ আনে। দলান্ধ হয়ে বিবেক বিবেচনা বন্ধক রাখাটা সুন্দর দেখায়না

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে হত্যা করে, দল করে, অনেক আনন্দ করেছে অনেক দীর্ঘ সময়; এই ধরণের দলের চিরদিন সমান যাবে না।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

বাকপ্রবাস বলেছেন: শেখ সাহেবের চামড়া দিয়ে জুতা শিলাইকারীরাতো আওয়ামিলীগই করছে, সেই সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের মেয়েই তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন; উনি নিশ্চয় সর্প পালন কারছেন না।

শেখ সাহেবকে হত্যা করা কতটুকু সঠিক হয়েছে ?

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

কানিজ রিনা বলেছেন: আপনার শেষের মন্তব্যের উত্তরটা বুড়োগাধার
মত হলোনা? ভারতে কয়জন নেতা হত্যা করা
হয়েছে? তারা কি রাজনীতি করছেনা?
রাজাকারেরা আওমী দলের মননয়ন পাচ্ছে
কি ভাবে? তাদের জন ভাসন ভোট চাওয়া
মা বোনেরা ভোটের দিন ঘর থেকে বেড়
হয়েন না। কারন জানতে চাইলে বলবে
নৌকা ছাড়া ভোট দেওয়া চলবে না।
অথচ আপনি জিগাচ্ছেন জামাত বিএনপির
অবস্থা কোন দিকে? সব জেনেও না জানার
ভান করেন কেন? এতই ক্ষমতা যখন
জামায়াতের ভয় কেন? জামাত কেন নিশিদ্ধ
হোলনা? বলতে পারেন? আপনারা দলকানারা
ভাবেন আপনাদের থেকে বুদ্ধি আর কারো
নাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:




ভারতে যারা নেতাদের হত্যা করেছে, সেসব লোকগুলোর বিচার হয়েছে, তাদের রাজনৈতিক দল নেই, তাদের সরকার ছিলো না।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

প্রশ্নবোধক (?) বলেছেন: জনগণ ঠিকমত ভোট কেন্দ্রে যেতে না পারে সে ব্যবস্থা ক্যাডার ইতিমধ্যে করা শুরু করে দিয়েছে। শুধু ভোট দিতে পারলেই জনগণ এবার বাংলাদেশকে ভোট দিবে, কোন দলকে না। ব্লগের পরিবেশ আর ভোট কেন্দ্রের পরিবেশ ভিন্ন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা ভাবেন, মানুষ ভোট দেন।

ক্যাডার সিষ্টেম আমাদের রাজনীতির অংশ, তদের ভুমিকা আছে নির্বাচনে, তারা সেটা পালন করবে।

মানুষ বাংলাদেশকে ভোট দিতে হলে বাংলাদেশের প্রার্থী থাকতে হবে, জামাতীরাও কি বাংলাদেশের প্রার্থী?

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: জামাত কোন ফ্যাক্টর নয়। আওয়ামী লীগ ৩০০ আসনেই জয়ী হতে চলেছে। একটি আসনে পরাজিত হলেও আফসোস করবে যে ঐ আসনে কেন ক্যাডার বাহিনী কম দিলাম।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



ছাত্রলীগ, ছাত্রদল, শিবির হলো ক্যাডার; আপনারা এদের রাজনীতির পক্ষে আছেন সব সময়, এখন উহার ফল খেয়ে দেখেন!

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: !"ছাত্রলীগ, ছাত্রদল, শিবির হলো ক্যাডার; আপনারা এদের রাজনীতির পক্ষে আছেন সব সময়, এখন উহার ফল খেয়ে দেখেন!"

না চাদগাজী, তা নয়। আমি সবসময়ই দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে। গনতান্ত্রিক সহিষ্ণুতার পক্ষে। বিএনপির বেশীর ভাগ সমর্থক আওয়ামী কিংবা জামাত সমর্থকদের চেয়ে আলাদা। তারা এত হার্ড কোর সমর্থক নয়। ২০০৮ এ বিএনপির কম ভোট পাওয়ার কারন অনেক বিএনপি সমর্থক ভোট কেন্দ্রে যায় নি। বিএনপির দুর্নীতির বীভৎস চিত্র দেখার পর তারা ভোট কেন্দ্রে যাবার আগ্রহ হারিয়ে ফেলে। যা আওয়ামী লীগ কিংবা জামাত সমর্থকদের বিষয়ে চিন্তাও করা যায় না। ড: জাফর ইকবাল সব সময়েই আওয়ামী লীগকে সমর্থন করে লিখবেন, হাসিনা যাই করুন না কেন।

বিএনপিকে এটা বুঝতে হবে যে রাজনীতির গুনগত পরিবর্তন ব্যতিরেকে মানুষ তাদের উপরে আস্থা আনবে না। রাজনীতির মাঠে কেউ তাদের অধিকার দেবে না, নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। এবারে মনোনয়ন দৌড়ে বিএনপি অনেক নূতন পরিশুদ্ধ মুখ মনোনয়ন দিয়েছে। যা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এই এত নাজুক অবস্থাতেও আমরা দেখেছি বিএনপির নিজস্ব কোন্দল। ওবায়দুল কাদের বলেছেন এটা মনোনয়ন বানিজ্যের জের - যা ঠিক অবিশ্বাসও করতে পারছি না। বিএনপির কর্মীরা নানা সময়ে দলের জন্য অকাতরে জীবন বাজি রেখেছেন কিন্তু সুবিধাবাদী নেতৃত্ব কখনই সেসবের মূল্যায়ন সঠিকভাবে করে নি।

কি কারনে আমরা এখনও বিএনপির প্রতি সহানুভূতি শীল? আমি বিএনপির কোন সুবিধাভোগী নই। বিএনপির প্রধান সম্পদ তার গনতান্ত্রিক সহিষ্ণুতা। এটি আমার ভাল লাগে। আপনি ১৫ই অগাস্ট ২১ শে অগাস্ট নিয়ে অনেক ক্ষোভ ঝাড়তে পারেন বিএনপির উপরে। কিন্তু আমরা সাধারন মানুষেরা কেঊই কনভিন্সড নই যে সেসব বিএনপি করেছে। বড়জোর দায়িত্ব পালন করেনি। কিন্তু আওয়ামী লীগের মত এতটা প্রতিশোধ পরায়ন তারা নয়।

যত ছোটই হোক, একটা কথা মনে করিয়ে দিতে চাই। ছাত্রদল যখন বাড়াবাড়ি করছিল তখন খালেদা জিয়া ছাত্রদলের রাজনীতি সাময়িক ভাবে স্থগিত করেছিলেন। কিন্তু শেখ হাসিনা সেসব কখনই করবেন না। দেশ জাতি একেবারেই মূল্যহীন, তিনি শুধু আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান। এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলেও বেশীর ভাগ আওয়ামী লীগ নেতারা বিপক্ষে ছিলেন। কিন্তু হাসিনার একার গোয়ার্তুমির কারনে তা বাতিল হয়।

আপনি যদি বিএনপির রাজনীতির সমালোচনা করতে চান সেটা করতে পারেন। বিএনপি কোন ফেরেশতা দল নয়। দেড় কোটি ভুয়া ভোটার ঢোকানো সহ নানা ফাজলামি তারাও ক্ষমতায় থাকতে করেছে। নিকট অতীতের ভুল ত্রুটি দূর অতীতের ভুল ত্রুটির চেয়ে বেশী সমালোচিত হয়। কিন্তু তাই বলে অতীত একেবারে ভুলে যাওয়া যায় না।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



১৯৭০ সালের ভোটে যারা তলানীতে পড়েছিলো, তাদের নিয়ে জেনারেল জিয়া দল গঠন করেছিলেন; উনি মাথা গুণেছেন, তিনি জানতেন এদের দিয়ে কিছু হবে না, যা করতে হয় মিলিটারীকেই করতে হবে। আপনারা মিলিটারীর গনতন্ত্রে আনন্দ পেয়েছেন; কিন্তু ভাবেননি যে, মিলিটারী সারা জীবন দেশ চলাতে পারবে না।

ছাত্রলীগ ও শিবির থেকে ছাত্রদল গঠিত হয়েছে; বেগম জিয়া ওদের ব্যবহার করেছেন, ওরা বেগম জিয়াকে ব্যবহার করেছে; ওখানে রাজনী্তি ছিলো না, এখনো নেই; ছাত্র রাজনীতি এই জাতিকে পঙগু করেছে, ওরা অন্যের হয়ে ভোট দিয়ে আসছে।

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

হাবিব বলেছেন: ছাত্ররাজনীতি দরকার আছে বলে মনে করেন কি? যদি মনে করেন আছে তাহলে কেমন ছাত্র রাজনীতি চান? আর যেটা চান সেটা কি বাংলাদেশে সম্ভব?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে ছাত্র রাজনীতির অবসান ঘটানোর দরকার ছিলো; এখন একটা গৃহযু্দ্ধের মাধ্যমে এটাকে বন্ধ করার দরকার; ছাত্র রাজনীতি নয়, ইহা ছাত্র-ডাকাতী

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: জামায়াত কোথায় নেই?
এরা আছে আশেপাশেই।সুযোগের অপেক্ষাই আছে।আর বিএনপিই কেনো জানি এদেরকে বারবার সুযোগ করে দেই।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি কোনদিন রাজনীতি করেনি, শিখার দরকার পড়েনি, মিলিটারী তাদের চালায়েছে; এখন তাদের রাজনৈতিক গুরু হলো পাকিস্তানী মিলিটারী ও জামাত

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

রাকিব আর পি এম সি বলেছেন: একটানা ৭ দিন একজন ভাল শিক্ষকের ক্লাস করতেও বিরক্ত লাগে, অার তো ১৫ বছর!!! অামার মনে হয় ফেয়ারলি নির্বাচন হলে সরকারের পক্ষে ১শ অাসন ধরে রাখাও কঠিন হয়ে দাড়াবে। ফেসবুকে কিছুদিন অাগে একটি ভোটিং পোল খুলেছিলাম যাতে প্রায় ১২শ জন ভোট দিয়েছে। এতে শতকরা ৮০% ফেসবুক ব্যবহারকারাীই সরকারের বিপক্ষে ভোট দিয়েছে। এমন নয় যে অামার ফ্রেন্ডলিস্ট জামাত-শিবিরে ভর্তি! একটা ফোন যত ভালোই সার্ভিস দিক না কেন, কিছুদিন ব্যবহারের পর অাবার অন্য ফোন ব্যবহার করতে মন চায়। যেটাই হোক, সবকিছু ৩০ তারিখেই পরিষ্কার হবে। এটা একান্তই অামার ব্যক্তিগত অভিমত!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালী ফেসবুক ব্যবহারকারীদের মাঝে শতকরা ৯০ জন ইডিয়ট; ওদের কথার দাম নেই।

আওয়ামী লীগকে ঝাড়ুপেটা করে বিদায় করার দরকার, সেটার জন্য দরকার একটা ভালো দল।

১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

রসায়ন বলেছেন: জামায়াত বিএনপির বস এখন , ছাড়ার উপায় নাই :D

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


বস ও সাগরেদকে রাজনীতি থেকে অবসর নিতে হবে।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
প্রায় চল্লিশ-পয়তাল্লিশ বছর আগে দাদা দাদীর কাছে শোনা আঞ্চলিক ভাষায় ছন্দ । তার দুইটি শুদ্ধ বাংলায় বলার চেষ্টা করছি ।

(১)
নর্দমার শুকর নর্দমায় তার স্থান
তাকে ধরে বেধে ভালো খাবার দিলে সে খাবে না - - - -
তাকে নর্দমায় যেতে দাও, তুমি কে তাকে বাধা দেবার ?

(২)
শুকর সাদা হোক আর কালা
শুকর তো শুকর ই থাকবে - - - !


***বিএনপি কে আমেরিকার সরকার করে দিলেও তারা জামাত ত্যাগ করবে না, কারণ “জামাত বিএনপির জামাতা” এটি আমার উক্তি।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপির শতকরা ৭০ জন মানুষের সাথে জামাতীদের মানসিক মিল আছে।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৭

অনল চৌধুরী বলেছেন: জামাত ছাড়া বিএনপি অচল।খোড়া গাধা।

আমাদের এলাকা থেকে অাবুল বাশার নামে এক জামাতি কুকুর,যে রাস্তার টোকাই থেকে ১৯৯২ সালে বিএনপি-জামাত জোট সরকারের অামলে হঠাৎ করে কোটি টাকা মালিক হয়ে এলাকার মুক্তিযোদ্ধাদের হুমকি দিতো অার সবরকম অপরাধীদের মদদদাতা ছিলো,সে হঠাৎ করেই এলাকা ছেড়ে পালিয়েছে।

রহস্যটা কি!!!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


সে আইএসআই'এর সাথে যোগাযোগ রেখে, অবস্হা বুঝে চলছে।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৩

চৌধুরী জাফর উল্লাহ শরাফত বলেছেন: "জামাত "কে "বি এন পি"র প্রয়োজন নেই, জামাতেরই প্রয়োজন আছে বি এন পি কে। সহজ সমীকরণটা বি এন পি কেন বুঝতে পারছে না সেটাই রহস্য। জামাতের প্রার্থিরা কোন আসন না পেলে হয়তো আশা করা যায় বি এন পির বুঝ আসবে। আপনার বিশ্লেষণ যুক্তি সংগত। ভালো লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


জামাতের নিজের ও কেনা ভোটে ১ জন জামা্তীও জয়ী হতে পারবে না।

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫০

অনল চৌধুরী বলেছেন: চৌধুরী জাফর উল্লাহ শরাফত - তো এক ক্রীড়া ধারাভাষ্যকারের নাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


উনি রাজনীতির খেলার কথা বলছেন।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১০

রাফা বলেছেন: বি,এন,পি-র নিজস্ব কোন রাজনৈতিক দর্শণ নেই।বিএনপি রাজনিতীটা করছে এ্যান্টি আওয়ামি লীগ সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে।মূলত জামাতের আদর্শের রাজনিতীটাই ধরে রেখেছে তারা।কাজেই জামাত'কে পরিত্যাগ করার অর্থই হোচ্ছে তাদের রাজনৈতিক মৃত্যু।ঠিক মুসলিম লীগের অনুরুপ।আর আওয়ামি লীগ ঠিক এই সুযোগটাই গ্রহণ করছে ।এটা যতদিন বিএনপির উপলব্দিতে না আসবে ততদিন চলতেই থাকবে এটা।
কারন আওয়ামি লীগ কখনই তার বিকল্প কোন দল সে নিজে তৈরি করেদিবেনা নিশ্চই।আর এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারবেনা ,সেটা প্রথম থেকেই জান'তো।তাদের মনোনয়ন দেওয়ার প্যাটার্ন দেখলেই সেটা অনুমান করা যায়।তারা চাইছে নির্বাচনটাকে বিতর্কিত করে তত্তাবধায়ক ই্স্যুটাকে উস্কে দিতে।অথবা বিকল্প কেউ ক্ষমতায় চলে আসুক।তাহলেই তারা সফল হয়েছে বলে মনে করবে।শুধু ক্ষমতাকেন্দ্রিক দলের চরিত্র দিয়ে কখনই সাধারন মানুষের কাছে যাওয়া যায়না।এটা প্রমানিত সত্য।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


শুরুতে জেনারেল জিয়া, ততকালীন সময়ের তলানীতে-পড়ে-থাকাদের নিয়ে দল করেছিলো, মাথা গণনা করার জন্য; এখনো ঔগুলো তলানীতে আছে; এরা আসলে ২ নম্বরী বাংগালী।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগার রাবেয়া রাহিম একত্রিত হতে চেয়েছিলেন; আপনি ইচ্ছুক? আমি খুবই ইচ্ছুক।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
মুল এসাইনমেন্ট, মুল ফান্ডিংটাই তো জামাতের।
কামাল পরিকল্পিত প্রতারনামুলক ভাবে জামাত প্রতিষ্ঠায় নেমেছেন।
জামাত কয় সিট জিততে পারে?
বড়জোর ১-২ টা, ম্যাক্সিমাম ৩ .. কিন্তু জামাতের জন্য রাখা হল ২৫টা।
কামালের নিজ দলের জন্য মাত্র ৪টা। কামাল নিজে পর্যন্ত দাড়ালেন না।

জামাতের কারনে অনেক গুরুত্বপূর্ণ বড় নেতা মননয়ন পান নি।
মীর নাসির, আলাল , এহেসানুল মিলন, তৈমুর খন্দকার ১০ কোটি দিয়ে মননয়ন কিনতে পারেন নি, দাড়াতেও দেয় নি।
অতচ জামাতের জন্য আগেই রিজার্ভ রাখা ২৫টা।
আমরা কি সোজা বাংলা কিছুই বুঝি না?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


জামাত থাকা মানে আওয়ামী লীগের পোয়া বারো।

নিউইয়র্কেে পরিচিত ব্লগার আছেন কেহ?

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
পরিচিতরা ছদ্মনামে ব্লগিং করলেও স্বীকার করেন না, আমিও বেশীকিছু বলি না।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


বুদ্ধিমত্তার দিক থেকে, বেশীর বাংগালী মোটামুটি বানরের কাছাকাছি আছে।

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

শিমুল_মাহমুদ বলেছেন: এই দেশে বিম্পি ভোট আছে এভারেজ ৩০% এর কাছাকাছি আম্লিগের ৩৮% এর মত একক নির্বাচন করলে বিএনপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়, তাছাড়া জামাতের ক্যাডার বাহিনী খুবই স্টং তাই জামাতকে ছাড়া বিএনপির পক্ষে সম্ভব নয়। আর বিম্পি জামাতো একই মায়ের পেটের দুই ভাই কি করে একে অপরকে ছেড়ে থাকবে?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামত এখন সংস্কৃতির দিক থেকে একই

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০২

বাংলার মেলা বলেছেন: বিএনপি জয়ী হবে - একথা আপনাকে কোন ছাগলে বলেছে? জয়ী হওয়া কি এতই সহজ?
আওয়ামী লীগ কখনোই কাউকে দুর্বল মনে করেনা। এবারের নিরবাচনে তারা সর্বশক্তি প্রয়োগ করেছে। বিরোধী পক্ষকে হুমকি ধামকী দেবার পাশাপাশি প্রশাসনকে লেলিয়ে দিচ্ছে, সরকারী ক্ষমতার সর্বোচ্চ ব্যভার করছে। নির্বাচনের দিন কি করবে, তা তো দেখা বাকিই রয়ে গেছে।

ছাগলদের সঙ্গ ছাড়ুন। এরা আবল আবোল বুঝিয়ে আপনার মত জ্ঞানী মানুষের মাথা 'আউলা' করে দিচ্ছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


মানুষের কথা শুনতে হয়

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
রিটের রায়ের জন্য অপেক্ষা করতে পারি।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


রিটে জামাতের প্রার্থীরা টিকে থাকবে।

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

প্রশ্নবোধক (?) বলেছেন: জামাত বর্তমানে কোনও ফ্যাক্ট নয়। কিন্তু এ জুজুবুড়ির ভয় দেখিয়ে আওয়ামী লীগ ফ্যায়দা নিতে চাচ্ছে? কি চলছে দেশে থাকলে বুঝতে পারতেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনি জামাতকে থামায়ে দিয়েছেন, মনে হয়।

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

সেলিম৮৩ বলেছেন: শেখ হাসিনা প্রসাশন এবং সিইসির উপর ভর করেই অাবার ক্ষমতায় অাসবে। জনগনের ভোটে নয়।
অাপনার ধারণা দলগত। অাপেক্ষিকতা দিয়ে বিচার করুন। সব বেরিয়ে অাসবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সব ধরণের কৌশল প্রয়োগ করবে, এতে কোন সন্দেহ নেই।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

ক্যাপওয়ালা বলেছেন: দেশকে ইসলামিক নিয়মে পরিচালনা করার জন্যই হয়তো জামাতের সাথে হাত বি এন পির। এমনটাই মনে করছেন কিছু মানুষ।ফলে বুঝা যাচ্ছে অন্তত সাধারণ মানুষের কাছে বি এন পি কে ইসলামিক দল হিসেবে পরিচিতি দিচ্ছে। ফলে জামাত ব্যাতিতও কিছু হুজুরকে বি এন পির কথা বলতে শুনা যায়।যেহেতু এটা মুসলিম দেশ এর সুজোগ নেওয়ার ই চেষ্টা করছে হয়ত বি এন পি।তাই আমার মতামত আসন জিতুক আর না জিতুক ইসলামিক দল হিসেবে প্রচারনাটাই হয়তো তাদের লাভ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



ইসলামিক দকগুলো রাজনীতি করে না, রাজনীতি বুঝার কথা নয়; ওরা চায় মানুষ ধর্ম মেনে ভেঁড়ার মতো থাকুক; ওদের দলের লোকেরা ভালো থাকুক

৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২

রাফা বলেছেন: আপনারা আয়োজন করুন।আমার পক্ষে সম্ভব হলে যোগ দিবো ,কিন্তু কথা দিতে পারছিনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


ওকে

৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

নজসু বলেছেন:




শ্রদ্ধেয় আশা করি ভালো আছেন।
গতকাল আমাদের এখানকার আসনের বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
নিকটতম শহর বগুড়ায় প্রায় শতাধিক লোক গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসী পুলিশ আতংকে ভূগছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে নাম বদলায়ে, তারেক জিয়াকে বাদ দিয়ে নতুন করে দল গঠন করতে হবে; এই নামটা ঐতিহাসিকভাবে হত্যাকান্ড, গ্রেনেড আক্রমণের প্রতীক হয়ে গেছে

৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

অক্পটে বলেছেন: "ইলেকশানের ৪ দিন আগে, আপনাদের কাছে কেমন লাগছে, এই ২৪ জন কি বিএনপি'র জন্য ভোট আনছে, নাকি ভোট কমাচ্ছে, নাকি কোনরূপ উল্লেখযোগ্য প্রভাব রাখছে না? "
যেখানে ইলেকশনের কোন পরিবেশ নাই। গুন্ডাবাহিনী মানুষ পেটাচ্ছে, রক্তাক্ত করছে গুলি করছে। আর আহত লোকদের পুলিশ গ্রেফতার করছে সেখানে আপনার খুব জানতে ইচ্ছে করছে জামায়াতের ২৪ কারণে বিএনপির ভোট বাড়ল না কমলো। যেহেতু আপনি জানতে চেয়েন তাহলে বোধ হয় একেবা অকারণে তো আর জানতে চাননি। আপনি জানেন ভোট লুঠ হবে তারপরও জানতে হবে জামায়াত থাকার কারণে বিএনপির ভোট কমলো কিনা। কি খেয়ে আপনি বড় হলেন বুড়ো হলেন! আমার এটা খুব জানতে ইচ্ছে করছে।

বিএনপির সাথে জামায়াত থাকার কারণে কি জনগণ নির্বাচন বর্জন করেছে? এই নির্বাচনে জনগণের কোন সম্পৃক্ততা নেই, জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেয়া হচ্ছেনা। এই ধরনের নির্বাচন দিয়ে জাতির কাছে আ.লীগের গ্রহণযোগ্যতা প্রমাণ করেনা। এসব বোধহয় আপনার জানার প্রয়োজন পড়েনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


ইলেকশান করছেন শেখ হাসিনা, উনার অভিজ্ঞতা আমার ও আপনার মতো নয় অবশ্যই

৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

প্রশ্নবোধক (?) বলেছেন: গরম চায়ে চুমুক দিয়ে যুদ্ধের সিনেমা দেখা আর যুদ্ধ করা এক জিনিস নয়। বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট আপনার ভাবনা চিন্তার সাথে মিলেনা। যা হোক বর্তমানে দেশে লেন্দুপ দর্জিদের প্রভাব কেমন?

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


শিক্ষার অভাবে আমরা ভারতের বাজারে পরিণত হয়েছি, শেখ সাহেব থেকে শুরু করে, ড: কামাল সবাই লেন্দুপ দর্জির ছোট ভাই; প্রতিটি শিক্ষিত বাংগালী একেকজন লেন্দুপ দর্জি

৩৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





বিএনপির যদি প্রার্থীতার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিত তবে তারা কিছুটা হলেও এগিয়ে থাকত । কিন্তু তারা সেই আগের মত ই আছে । জামায়ত কে আকড়ে ধরে আছে । তারা তাদের ছেড়ে দিলে হয়ত কিছুটা ব্যাকফুটে থাকত । তবে তারা লংটার্মে এর ফল পেতো ।

আবার এই ২৪ জন তেমন কোন ফ্যাক্টর নয় । কারন লীগ যেভাবেই হোক এই ২৪ টা সিট কে ডমিনেট করে নেবে । তবে দেখার বিষয় হচ্ছে যে এরশাদ কি করেন ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র লোকেরা ঠিক বাংগালী সংস্কৃতির মানুষ নন, এরা কিছুটা পাকিস্তানী পাকিস্তানী ধরণের লোকজন।

৩৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৬

অনল চৌধুরী বলেছেন: এরা হচ্ছে পাকা শয়তান।
ভন্ড ,মোনোফেক অার বক-ধার্মিক,যারা মুখে ধর্মকথা বলে অার ১৯৯২ সালে দেশে ডিশ এ্যান্টেনা চালু করে ঘরে ঘরে ভারতীয় অপসংস্কৃতি ঢোকায়,হিন্দি নাচ-গান না দেখে এক দিনও থাকতে পারেনা।মদ-মাদক খায়।

এর না মানুষ,না বাঙ্গালী না ধার্মিক!!

এরা মানুষ আকৃতির এক অাজব জন্ত।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১২

চাঁদগাজী বলেছেন:


মওদুদী মুসলমানদের মাঝে একটি ভয়ংকর কাল্ট তৈরি করেছে জামাত নামে; এরা মুলত: খুনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.