নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এই ভোট এলিট ধনী, ব্যবসায়ী, প্রশাসন, মিলিটারী ও টাউটদর ভোট ছিলো

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮



বর্তমান ভোট এই রকমই হওয়ার কথা ছিলো: মওদুদ সাহেবকে নিজএলাকায় গাড়ীসহ আটকায়ে দেয়ার পর, উনি সেখানে বলেছেন যে, তিনি ৫০ বছর রাজনীতি করেছেন, দেশের প্রাইম মিনিষ্টার ছিলেন: আওয়ামী লীগ থেকে যাত্রা শুরু করেন, যান বিএনপি'তে, সেখান থেকে জাতীয় পার্টিতে, এবার ভোট করছেন বিএনপি'তে; আপনি মিলিয়ে দেখুন, উনার ৫০ বছরের রাজনীতি কোনভাবে আপনাকে, আমাকে, বস্তির একজন কিশোরীকে কি সাহায্য করেছে? যখন উনাকে আটকানো হয়েছে, উনি খুবই দামী গাড়ীতে ছিলেন; উনি ১৯৭১ সালে যুদ্ধে পরিত্যক্ত দামী বাড়ী দখল করে নিয়েছিলেন; উনাকে এবার পরাজিত করছে ওবায়দুল কাদের; ওবায়দুল কাদেরের পরিবার বিশাল ব্যবসার মালিক; ভোট হয়, ভোট ওবায়দুল কাদের পায়, না'হয় মওদুদ আহমেদ পান।

ভোট ১৭ জনের বেশী মারা গেছে; এরা কেহ ধনী নয়, পার্টির বড় নেতা নয়, ব্যবসায়ী নয়; ওয়ায়দুল কাদেরের গাড়ীর কাছে কেহ ভিঁড়তে পারেনি; মওদুদ সাহেবের গাড়ীর কাছে কেহ আসেনি ভয়ে; যারা মারামারি করেছে, সবাই মোটামুটি দরিদ্র শ্রেণীর, তারা পরস্পরকে মেরেছে; সামনের দিন গুলোতে আরো কিছু মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে, মানুষ অকারণে ধনী, ব্যবসায়ী, প্রশাসন, মিলিটারী ও টাউটদর জন্য প্রাণ দিতে গিয়েছে।

বেশীরভাগ লোকই এই ভোটের ফলাফল জনাতো, কিন্তু ভোটে কিভাবে কি হবে, অনেকটা পরিস্কার ছিলো না; এখন পরিস্কার হলো। যারা নির্বাচিত হবে, ও যারা নির্বাচিত হবে না, তারা মোটামুটি একই শ্রেণীর লোকজন। ওবায়দুল কাদের কিংবা মওদুদ, ২ জনের মাঝে ১ জনই নির্বাচিত হবেন, ওখানে সাধরণ মানুষের জন্য কিছুই নেই; ওরাই ধনী থাকবে, ঝড় তুফান হলে রিলিফ দেবে, ওদের ঘরে গ্রামের কিশোরী মেয়েরা চাকরাণী হবে, ওদের পরিবারের মেয়েরা ইউনিভার্সিটিতে পড়বে, দামী গাড়ীড়ে করে মলে যাবে, ঈদ করবে লন্ডনে। তবে, মওদুদ সাহেব ভোট পেলে পাকিস্তান মিলিটারীর লোকজন ঢাকায় এসে ঘাঁটি গড়বে।

ব্লগে দীর্ঘদিন এই ভোট নিয়ে আলোচনা হচ্ছিল, অনেকেই সুষ্ঠু ভোট চেয়ে অনেক পোষ্ট লিখেছেন; ভোট সুষ্টু হলে, ওবায়দুল কাদের কিংবা মওদুদ সাহেব নির্বাচিত হবে; ভোটে কারচুপি হলে, ওয়াদুল কাদের কিংবা মওদুদ নির্বাচিত হবে; মওদুদ ৫০ বছরে সাধারণ মানুষের পক্ষে, একজন কিশোরী চাকরাণীকে পড়ানোর বিল আনেনি, ওবায়দুল কাদেরও এই ধরণের বিল আনবে না।

নির্বাচন হয়ে গেছে, যারা প্রাণ হারায়েছে, এসব পরিবারগুলোকে কেহ সাহায্য করবে না; এদের কেহ জামাতের হলে, তার পরিবার সাহায্য পাবে; আওয়ামী লীগের হলে, শেখ হাসিনা এককালীন সাহায্য করবে, বিএনপি'র হলে সাহায্য পাবার সম্ভাবনা নেই।



মন্তব্য ৮৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

ঢাবিয়ান বলেছেন: অনেক চিন্তা ভাবনা করে এই পোস্ট দিয়েছেন বোঝা যাচ্ছে। যেই মার্কা ইলেকশন হয়েছে তাতে এই সময়ে আপনার দলের পক্ষ হয়ে লিখলে ব্যপারটা খারাপ দেখায়।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের সম্পর্কে আমার খুবই বড় ধারণা, এবং আমি নিজেও একজন ব্লগার; নিজকে গর্দভ প্রমাণ করার কোন ধরণের ইচ্ছা আমার নেই; সব ব্লগারেরই উচিত, ভেবেচিন্তে লেখা।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Good analysis .

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


এই ভোট এই রকম ফল দেয়ার কথা ছিলো; এখন মানুষ জানেন, কিভাবে এই রকম ভোট হয়? যেই মানুষগুলো প্রাণ হারিয়েছেন, ওরা মোটামুটি বেকুব ছিলেন; মওদুদ, ড: কামাল, ওবায়দুল কাদের, বদি'র বৌ'দের জন্য প্রাণ দেয়া বেকুবী

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:



সংক্ষেপে আজকের নির্বাচনের শানে-নযুল বলে দিলেন। এটাই আসল কথা। এদের দুপক্ষই একই মুদ্রার এপিট-ওপিট। কেউ ধনী আবার কেউ গত ১০ বছরে মহা ধনী। কিন্তু ১০ বছর আগের নির্বাচনে যে ছেলেটি রাজনীতির বলি হয়েছিল; আজকের নির্বাচনে খুন হওয়া ছেলেটির পরিবারের অবস্থা একই। বলা যায় খেটে খাওয়া দরিদ্র পরিবারের সন্তান এরা। এরা রাজনীতি বুঝে না; তবুও খুন হয়। ফলাফল স্বরূপ বিজয়ী এমপি মিনিস্টার হয়; কোটি টাকার ব্যাংক ব্যালেন্স শত কেটিতে উন্নীত হয়।

আজকের ভোটের পরিস্থিতি দেখে মনটা ভীষণ খারাপ। ভোট দেইনি ব্যালেটে "না" ভোট না থাকায়। ভবিষ্যতে হয়তোে আর গণতন্ত্রের ভোট দেওয়া হবে না।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের কোন পিএইচডি'র কাছে মাদক সম্রাট বদি'র বউ'এর সমান টাকা নেই, সম্পদ নেই।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন:

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ ফলাফল জানতেন, পদ্ধতি নিয়ে সান্ধিহান ছিলেন।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: শিরোনামের সাথে একমত।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ আজো ইডিয়ট রয়ে গেলো, ওরা সালমান রহমান, বদি'র বৌ, শামীম ওসমান, মওদুদদের জন্য প্রাণ দিচ্ছে।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

মুচি বলেছেন: শেষ প্যারাটা যতার্থ বলেছেন। ক্ষমতায় যে-ই আসুক, তাতে জনগণের সুফল নেই। যে লাউ, সেই কদু।

নিচুশ্রেণীর রাষ্ট্রে অবশ্য পুজিবাঁদী সরকার ব্যবস্থা থেকে বেশি কিছু আশা করা ভুল। তবে একটাই চাওয়া সাধারণ যেন নিরাপদে বেঁচে থাকতে পারে।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:



আজকের এই ভোটের বীজ বপন করেছিলেন ১৯৭৫ সালে জেনারেল জিয়া ও আমাদের কেন্টনমেন্ট; আজকে ফল পাচ্ছেন; মিলিটারী অফিসারের গড়ে উপরের ২০ ভাগ ধনী ও ক্ষমতাবানদের মাঝে আছেন

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

বলেছেন: আজকে একটা ভালো পোস্ট দিলেন।

বিবেক এখনও মরে যায় নাই।



শুভ নববর্ষ।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের মন খুব একটা ভালো নেই, তাঁদেরকে এর কারণগুলো বুঝতে হবে।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:



আমার কমেন্টের প্রতি উত্তর না করে বাকিদের প্রতি উত্তর করলেন!!
কমেন্টে বিরক্ত করার জন্য দুঃখিত।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি নিজ বাসায় নেই, অন্যদের কম্প্যুটার ইত্যাদি ব্যবহার করছি; ফলে, উত্তর ইত্যাদিতে একটু সমস্যা হচ্ছ, সেজন্য দু:খিত

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

কলাবাগান১ বলেছেন: হত দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা বলয়ের আওয়াতায় ৩০ কেজি করে চাল দিচ্ছে সরকার...বিছিন্ন কিছু হত দরিদ্র নয় কিন্তু চেয়ারম্যানের লোকের নাম ঢুকে গেলেও লিস্টে সব হত দরিদ্রদের নাম আছে...তাই শহরে বাসায় কাজ করা মেয়েও গ্রামে ফিরে গিয়েছে সরকারকে ভোট দিতে......
সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা এসব চালু করেছে আর তার প্রতিদান গ্রামের খেটে খাওয়া লোকজন সেভাবেই ফেরত দিচ্ছে


জামাতিরা শুধু জামাতি করা লোকজনকে সহায়তা করে

মাশরাফি তো পেশী শক্তি দেখায় নাই, সেখানেও কেন ভরাডুবি???

বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ শিবিরের লোক কে খুজে এজেন্ট বানানোর জন্য...দেউলিয়াত্ব আর কাকে বলে

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনার মগজের পরিমাণ বানর থেকেও কম; আপনার চিন্তাশক্তি আধুনিক বানর থেকেও সীমিত।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

শরীফ আতরাফ বলেছেন: ভালোই বলেছেন। যে দলই আসুক তাতে জনগণের খুব একটা কিছু আসে যায় না। বিএনপি-জামায়াত আসলে হয়তো তারা আজ রাত হতেই ১০ বছরের শোধ নেওয়া শুরু করতো।
তারপরও নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ থাকলে জবাবদিহিতা আর জনকল্যানকামী সরকার আসার সম্ভাবনা থাকেই। জানিনা আজকের ঘটনা ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তবে আশা রাখি এদেশের মানুষ কোন দলের জন্য না বরং যেটা নিজের ও দেশের জন্য কল্যাণকর তাই করতে শিখবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৭

চাঁদগাজী বলেছেন:

নিজ জাতিে ও নিজেদের কল্যান করার মত প্রজন্মও দেখছি না; প্রশ্নফাণনস জেনারেশন, ইয়াবা জেনারেশন, বিদেশী কোর্পোরেশনে চাকুরী করতে ইচ্ছুকেরা অন্যদের নিয়ে ভাবে না।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লোভ, হিংসা মানুষ‌কে‌ কোথায় নি‌য়ে যে‌তে পা‌রে তার উদাহরণ তৈ‌রি হল। ১৭ জন মারা গি‌য়ে‌ছে। যারা ক্ষমতায় গেল তারাও ১০০ বছর বাঁচ‌বে না। আপনাকে নতুন বছ‌রের শু‌ভেচ্ছা...

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


হ্যাপী নিউইয়ার।
যারা বাংলাদেশে দাস-ব্যবসার স্বাদ পেয়েছে, তারা জাতিকে মগের মুল্লুকে রাখবে আরো বেশ কিছু সময়।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষ অকারণে ধনী, ব্যবসায়ী, প্রশাসন, মিলিটারী ও টাউটদর জন্য প্রাণ দিতে গিয়েছে।
..........................................................................................................................
আমাদের প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্হা পরিবর্তন আনা উচিৎ ।
জাতীয় সংসদ নির্বাচন পূর্বে নিজ দলের মধ্যে প্রার্থী যাচাই
ভোটর মাধ্যমে প্রতিটি আসনে হওয়া দরকার
তাহলে অনেক, ভালো লোকের প্রতিদন্ধীতা করার সুযোগ আসবে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:



এসব কথা কেহ বলছে না এখনো; ব্লগের বাহিরে এসব নিয়ে আলোচনা হতে আমি শুনিনি

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

রাকু হাসান বলেছেন:

আমরা সংকটের আরও সামনে গেলাম । লীগের সুযোগ ছিল গ্রহণযোগ্য নির্বাচন নিজেদের আগামীদের সুরক্ষা করতে । আবার কাটাকাটি হবে ,রাজনীতিক দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির আলোকে বলায় যায় ।যাক এবার কম লোক মারা গেছে সেখানেই আমার সান্ত্বনা

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


যারা প্রাণ হারায়েছে, তারা জাতির জন্য প্রাণ দেয়নি, মনে হয়; তবে, তারা তাদের পরিবারগুলোকে ব্যথা দিয়ে গেছে।

শুনলাম, ১ জন মাত্র নিরীহ মানুষ অকারণে দুষ্টদের টার্গেট হয়েছে।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৯

অনল চৌধুরী বলেছেন:
মানুষ আজো ইডিয়ট রয়ে গেলো, ওরা সালমান রহমান, বদি'র বৌ, শামীম ওসমান, মওদুদদের জন্য প্রাণ দিচ্ছে। [/sb- যেদেশের মানুষ যেমন,সেদেশের রাজনীতি,অর্থনীতি,শিল্প-সাহিত্য-সংস্কৃতি-সবকিছুই তো তেমনই হবে!!! এ্যামেরিকার সাথে বাংলাদেশের তুলনা করা যায় না।
অাজ থেকে ১০০০ বছর অাগে এদেশের মানুষের মানসিকতা যে স্তরে ছিলো,এখন তার চেয়ে হাজার গুণ অধঃপতিত হয়েছে।
কারণ তখন দেশে এতো বিদ্যালয়-বিশ্ববিদ্যালয় ছিলো না।তথ্য-প্রযুক্তির কারণে সারা পৃথিবীর সাথে যোগাযোগ অার জ্ঞান-বিজ্ঞান হাতের মুঠোয় ছিলো না।তাই তারা অজ্ঞ ছিলো।অার এখন সবাই সব কিছু জেনে-শুনে অজ্ঞ।

কেয়ামত পর্যন্ত এই ছাগলের দল এরকমই থাকবে।

অার যারা মরেছে,তারা কেইউ নির্বোধ না।নিজের স্বার্থ উদ্ধারে করতে গিয়েই মরেছে। তথাকথিত গণতন্ত্র রক্ষা করতে গিয়ে না।
নির্বাচনে বিএনপি-জামাতিরা জিতলে এতোক্ষণে কাটা-কাটি শুরু হয়ে যেতো।
ঈশ্বরের কৃপায় অার চতুরদের কারণে সেটা অার হয়নি।
এটাই খারাপের ভালো।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাতের মানুষদের সংস্কৃতি ক্রমেই পাকিস্তানের মানুষের মত হয়ে যাচ্ছে; ওরা আমাদের জাতির প্রাকৃতিক সংস্কৃতিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে, আওয়ামী লীগ এই সুযোগকে কাজে লাগিয়ে, জাতিকে তাদের বাজারে পরিণত করেছে।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১০

জাহিদ হাসান বলেছেন: বাংলাদেশ চুরি হয়ে যাওয়া একটি দেশ ।

এই দেশে আর কেউই থাকবে না। আমরাও রিফিউজি জীবন গ্রহণ করলাম। বাংলাদেশের নাগরিকত্ব ঘৃণাভরে প্রত্যাখান করলাম।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:



স্বল্প পরিমাণ দুষ্টদের কাছে জনতা পরাজিত হচ্ছে বারবার; কারণ, জনতা নিজের আসল অধিকারের বেলায় সচেতন নয়। মানুষ সচেতন হলে, শেখ হাসিনা বদি'র বউকে নমিনেশন দিতে পারে না, মির্জা ২২ জন জামাতীকে নমিনেশন দিতে পারার কথা নয়।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২১

শাহজাহান সাঈফ বলেছেন: আমি আমার এক ছোট ভাইকে বলেছিলাম, ভাই আগে তোমার জীবন, তারপর তোমার নেতার জীবন। নেতার জন্য তুমি জেলে যাইও না। তখন সে আমার কথা শুনেনি। পরে সাড়ে তিন মাস জেল কেটে এসে বলে ভাই সরি। আপনার কথা শুনা দরকার ছিল। সাড়ে তিন মাস জেল কেটে আসলাম কিন্তু নেতা তো একদিনও দেখতে গেল না। এই হল আমাদের রাজনীতি।
আজকে ভোট গেছে। প্রথমে ভোট কেন্দ্রের আশপাশ পর্যবেক্ষণ করছি। তারপর ভোট কে্ন্দ্রে প্রবেশ করছি। আমার নাগরিক অধিকার প্রয়োগ করতে গিয়ে তো আমার জীবনের ঝুকি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যাকে ভোট দিয়েছি, কিয়ামতের আগেও তিনি জানবেন না আমি তাকে ভোট দিয়েছি। এই যে আজকে ভোট দিতে গিয়ে কয়েকজন লোকের প্রাণ গেছে, ক্ষতি কার হয়েছে? নেতার তো কোন ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে নিহত ব্যক্তিদের পরিবারের। আপনে ঠিকই বলেছেন- "এই ভোট এলিট ধনী, ব্যবসায়ী, প্রশাসন, মিলিটারী ও টাউটদের"

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের নেতারা আমাদের নিয়ে দাস-ব্যবসা খুলেছে; ওদের পতনও হব, সময় লাগবে।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভরাত্রী ওস্তাদ তার সাথে নতুন বছরের শুভেচ্ছা। মননীয় প্রধান মন্ত্রীকে অভিনন্দণ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


হ্যাপী নিউ-ইয়ার।
রেজাল্ট কি বের হয়েছে?

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি রেজাল্ট দেখিনি কেননা প্রশ্ন ফাস যুগ কিনা তাই। :P তাছাড়াও গত রাতেই আগাম কিছু শুনেছিলাম আর আজ পরীক্ষা দিতে যেয়ে
বাস্তবে কিছু দেখে আসলাম ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


একটু আগে পুরো রেজাল্ট পেয়েছি, ধন্যবাদ।
এসব এমপি'রা চাইলে বাংলাদেশের মানুষ সুইডেনের মতো, অথবা ইয়েমেনের মতো সুখী হবেন।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৯

ইলি বলেছেন: জো জিতা ওহি সিকান্দার!
হ্যাপি নিউ ইয়ার।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



হ্যাপি নিউ ইয়ার।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১২

রানার ব্লগ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার !!!

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



হ্যাপি নিউ ইয়ার!

আগামী বছরটি বিশ্বের সবার জন্য ভালো কিছু বয়ে আনুক।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব কৌশল করে ব্লগ লিখে বা কমেন্ট করে নিজের পিঠের চামড়া বাঁচানো যায় কিন্তু বিবেকের কাছ থেকে বাঁচা যায় না। শুনেছি আপনি মুক্তিযোদ্ধা ছিলেন; আপনার মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যে ভোট অনুষ্ঠিত হলো তার ব্যপারে আপনার কাছ থেকে ধারালো একটা পোস্ট আশা করেছিলাম।। হ্যাঁ, আমি আগে থেকেই বুঝেছিলাম কী ফলাফল দেখবো কিন্তু এরকম কিছু দেখবো সামনে থেকে তা ভাবিনি। মহান বিজয়ের মাসে মানবতার, মানবাধিকারের এ পরাজয়ে খুশি হতে পারিনি, অনেকেই পারেনি আপনিও পারবেন বলে মনে হয় না যতদিন বেঁচে রবেন।।
যাইহোক, সাধারণ মানুষ বেঁচেবর্তে থাকুক অত্যাচারীর হাত থেকে এই কামনা করি।
শুভ নববর্ষ। ভালো থাকুন।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


হ্যাপী নিউইয়ার।

আমি ১৯৭১ সালে নিজ দায়িত্ব পালন করেছিলাম; আমি সুপারম্যান নই, গতকালের ভোটে ১০ কোটী সীল আমি মারিনি, ১৯৭১ সালের বাংগালীর মতো ভাবার চেষ্টা করেন, মানুষে পরিণত হবেন একদিন।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আমি আজকে সত্যই মুগ্ধ একটা দারুন কমেন্টের জন্য।
কলাবাগান১ এর মন্তব্যের উত্তরে আপনি বলেছেন - আপনার মগজের পরিমাণ বানর থেকেও কম; আপনার চিন্তাশক্তি আধুনিক বানর থেকেও সীমিত। এর চেয়ে ভালো কিছু আসলে বলার ছিল না.......
ধন্যবাদ এত দারুন একটা মন্তব্যের জন্য। দেশে গনতন্ত্র গতকালকে চিরতরে মৃত্যু বরন করেছে..........
শুভ কামনা রইল

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


এবারের ভোট টা হঠাৎ করে হয়নি, এটা ১৯৭৫ সালে সৃষ্ট ক্রাইসিসের ধারাবাহিকতা, সামনে গৃহযুদ্ধ অপেক্ষা করছে।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

কলাবাগান১ বলেছেন: রেগে গেলেন তো হেরে গেলেন...ঘর পুড়লে আলো পোড়া খাওয়া হাভাতে লোকের অভাব হয় না

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আপনার মতো নিকৃষ্ট বাংগালী আমার চোখে পড়েনি কোনদিন

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

সেলিম৮৩ বলেছেন: কয়েক টার্ম নির্বাচনী পর্যালোচনা করলে দেখা যায় দিন দিন ধনাট্য ব্যবসায়ীরাই সংসদ নির্বাচনে বেশি বেশি অংশগ্রহন করছে। এগুলো কোন ভালো লক্ষণ নয়। এদেশ অারো পুঁজিবাদী অর্থনীতির দিকে এগোচ্ছে। জ্ঞানী-গুণীর মাথা অনেক অাগেই বিক্রি হয়ে গেছে। অামজনতার রায় রিমোর্ট কন্ট্রোল হয়ে গেছে। এখন পরবর্তী দৃশ্য দেখার অপেক্ষায়।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:


এবার সবাই ধনকুবের, বদির বউ'এর সমান টাকা হয়তো অনেক ব্যাংকের কাছেও নেই।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

হাসান রাজু বলেছেন: আজকের এই ভোটের বীজ বপন করেছিলেন ১৯৭৫ সালে জেনারেল জিয়া ও আমাদের কেন্টনমেন্ট; আজকে ফল পাচ্ছেন; মিলিটারী অফিসারের গড়ে উপরের ২০ ভগ ধনী ও ক্ষমতাবানদের মাঝে আছেন

- সেই কথাই স্বীকার করেছেন বটে। আজকের হাসিনা কিংবা আঃলীগ আসলে বিএনপি এবং জাপার আদর্শ লালন করে। খামাখাই আপনি আদর্শ আর নীতির প্রশ্নে আঃলীগকে বিএনপি আর জামাত থেকে এগিয়ে রাখেন।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বাবার আদর্শ ত্যাগ করে, জেনারেল জিয়ার পথে চলছেন প্রথম থেকেই; বিএনপি রাজনৈতিক দল নহে, এরা মারাঠা, জামাত হলো জল্লাদদের দল।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাংলার রাজনীতি এখন এমন হয়েছে যে-যে যায় লংকা সে হয় বারন।
+++++

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি তাস খেললে সহজে বুঝবেন, সাধারণ একজন খেলোয়াড় চাইলে খেলার ধরণ বদলাতে পারে না।

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সংগে একমত তবে যারা প্রাণ দিয়েছে তারা ভবিষ্যতে নিজের আখের গোছানো চিন্তা করতে গিয়ে মার পড়েছে। এরা ছাগল শ্রেণীর লোক।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


সমভবত; তবে, তাদের পরিবার নিশ্চয় এই রকম কিছু চাহেনি।

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

প্রািন্ত বলেছেন: আমি একটি টিভি চ্যানেলের সাংবাদিক হিসেবে নির্বাচন কমিশনের পাশ নিয়ে নির্বাচন খুব কাছ থেকে দেখেছি। আমরা যদি মানুষ হই এবং আমাদের বিবেক ও মনুষত্ব যদি বিসর্জন না দিয়ে থাকি তাহলে বলবো এটা কোন নির্বাচনই হয়নি। আমি স্বচক্ষে দেখেছি এক দলের সন্ত্রাসীরা কেন্দ্রের অভ্যন্তরে ব্যালট পেপারে সীল মেরে বাক্স বোঝাই করছে এবং অন্য দলের লোকজনকে পুলিশ সর্টগানের গুলি ছুড়ে তাড়িয়ে দিচ্ছে। এসময় সেনাবাহিনী (যাদেরকে আমি খুব শ্রদ্ধা করতাম) তারা সেই কেন্দ্রের পাশে মূর্তির মত দাঁড়িয়ে ছিল। একসময় পুলিশ ভোট কেন্দ্রের আসে পাশের গরীব দোকানদার গুলোকে কুকুরের মত বেধড়ক পেটাল। আমি সাংবাদিক হিসেবেও সেটা চ্যানেলে প্রচার করাতে পারেনি। কারণ আমার চ্যানেল ওটা প্রচার করবে না। ঘুমাতে পারিনি রাতে। শুধুই ভেবেছি সবাই এমন ভন্ড হলো কি করে! আমার একজন ছোটভাই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছে। তার অভিজ্ঞতা আরও ভয়াবহ। ভোটের আগে রাতে ১টার সময় পুলিশ এবং অন্য কয়েকটি বাহিনীর সদস্য একপ্রকার জোর করেই তার কাছ থেকে ব্যালট পেপার নিয়ে ব্ক্স ভর্তি করেছে।

আজকের আওয়ামী লীগ ও পতিত বিএনপি-জামাতের নৈতিক চরিত্রের কোন পার্থক্য আছে কী? নাকি বিএনপি-জামাতকেও ছাড়িয়ে গেল আওয়ামী লীগ?

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই আওয়ামী লীগ নিজে বিএনপি-জামাতকে ছাড়িয়ে গেছে, না'হয়, এই ধরণের রাজনীতি করে, প্রশাসন চালিয়ে বিএনপি-জামাতকে পরাজিত করতে পারতো না।

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

হাবিব বলেছেন: আপনার বিশ্লেষণ ভালো লেগেছে। আপনাকে হ্যাপি নিউ ইয়ার........

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


হ্যাপি নিউ-ইয়ার।
এই নির্বাচন একটা ধারাবাহিকতা বজায়ে হচ্ছে; এর শেষ হবে গৃহযুদ্ধের মাধ্যমে

৩০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: নৌকা আর ধানের শিষ ,
দুই সাপের একই বিষ
এর সাথে মিলে যারা
গণতন্ত্রের ভাবনা ভাবিস্
বোকামি ছাড়া এ যে কিছুই না
ওরা যে একই পাখির দুই ডানা।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:

ধনকুবের সালমান রহমানের কাছে ধনকুবের নুরল ইসলামের বউ সালমা হেরে গেছে; জাতির উচিত, ১ দিন শোক দিবস পালন করা? এসব পরিবারগুলো আমাদের জাতির সকল সুযোগ দখল করে নিয়েছে, এখন পার্লামেন্টও দখল করেছে।

৩১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক মহোদয়।
আমি ১৯৭১ সালে নিজ দায়িত্ব পালন করেছিলাম; আমি সুপারম্যান নই, গতকালের ভোটে ১০ কোটী সীল আমি মারিনি, ১৯৭১ সালের বাংগালীর মতো ভাবার চেষ্টা করেন, মানুষে পরিণত হবেন একদিন।

আমি এখন মানুষ নই? আপনার কাছ থেকে এ ধরণের জবাব আশা করা যায় না। আপনি বা সিনিয়র যারা সবাই আমাদের ব্লগিয় আদর্শ। আপনাদের বিবেক আরো ক্লিয়ার থাকবে আমাদের চেয়ে। কিন্তু যারা সিল মেরেছে অস্ত্রের মূখে আমি সামনেই ছিলাম; অথচ কত অসহায়? মনে হয়েছিল পাকিরা বোধহয় এভাবেই আক্রমণ করেছিল রাতের আঁধারে।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


স্যরি, কথাটা সুন্দর হয়নি।

এই ভোট গত ভোট থেকে খারাপ হয়েছে, সামনে গৃহযুদ্ধ হবে।

৩২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: এলিটরা সর খাবে আমরা মাঠে মারা যাবো, কেন যে আমরা ওদের জন্য এমন মৃত্যুর কোলে ঝাপাই, আমার বোধগম্য হয় না।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


শেখ মুজিবের সংগ্রাম ছিলো এলিটরা যেন বাংলার মানুষকে শোষণ না করে; জিয়ার আদর্শ ছিলো এলিট সৃষ্টি করা

৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

তারেক ফাহিম বলেছেন: ভোট নিয়ে কোন মন্তব্য করা ইচ্ছা নেই।

আপনাকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



হ্যাপী নিউ-ইয়ার, ভালো থাকুন।
ভোট এই রকম হওয়ারই কথা ছিলো; আমি বলেছি যে, বিএনপি'র জয়ের কোন সম্ভাবনা নেই

৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: সাধারণ মানুষও তো স্বার্থপর । তো নেতারা আর কেমন হবেন ?

ভালো বিশ্লেষণ করেছেন ।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ থেকে নেতারা একটু বুদ্ধিমান হওয়ার কথা, আমাদের বেলায় উল্টো।

৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬

নজসু বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


হ্যাপি নিউ-ইয়ার, ভালো থাকুন।
এই বছরটা একটু ভালো হওয়ার সম্ভাবনা

৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২

নীল আকাশ বলেছেন: শুভ সকাল আর শুভ নববর্ষ,
সামনে গৃহযুদ্ধ অপেক্ষা করছে সুচিন্তিত এই মতামতই বলে দিচ্ছে আসলে আপনি কতটা হতাস হয়েছেন এই নির্বাচন নিয়ে। আমার ইশতিহারে আমি আপনার মন্তব্যের কোন উত্তর দেই নি, ইচ্ছে করেই দেই নি। এখন দিব, কারন ঠিক এই ঘটনা ঘটবে এটা আমি জানতাম। কারন বাকশালীদের কাছে সুষ্ঠ নির্বাচন আশা করা যে হাস্যকৌতুক ছাড়া আর কিছু না সেটা আমি অনেক আগে থেকেই জানি।
সাদ্দাম, গাদ্দাফি কতই তো আমরাই দেখলাম......
ইতিহাস কাউকে শেষ পর্যন্ত ক্ষমা করে না..........
শুভ কামনা রইল!

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ও আওয়ামী লীগের সবর্বশেষ সংঘর্ষ ছিল ২০১৫ সালে; সেটা থেকে, এই ভোটকে বুঝা যাচ্ছিলো

৩৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছর শুভ হোক।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


হ্যাপি নিউ ইয়ার; ভালো থাকুন।

৩৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ নববর্ষ !

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকুন।

৩৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

টারজান০০০০৭ বলেছেন: সামনে গৃহযুদ্ধ অপেক্ষা করছে !

আল্লাহ না করুন , আমরা এমন চাচ্ছি না ! কোন পক্ষই যেন এমন পরিস্থিতি তৈরী না করে ! :(

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


গৃহযু্দ্ধ কেহ চাহে না, কিন্তু ৩য় বিশ্বে উহা লেগেই আছে

৪০| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

নিউ ইয়ারের শুভেচ্ছা।

আপনার লেখা পড়ি হয় নিয়মিত তবে মন্তব্য করা হয়না। আলস্য অথবা রাজনীতি ঘৃণা করি বলে।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিকে ঘৃণা করায়, বদি'র বৌ পর্যন্ত এমপি হয়ে গেলো!
বদি'র বৌ কি জয়ী হয়েছে?

৪১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বর্তমান জেনারেশন নিয়ে আপনার মূল্যায়ন এর কিছু কিছু মিল অদ্ভুত ভাবেই দেখতে পাচ্ছি সাম্প্রতিক কালে , এখনকার জেনারেশন এর মধ্যে নৈতিকতা একদম ভেঙে পড়েছে , খুব ছোট সময় থেকেই এদের মধ্যে অনৈতিক সুবিধা , বিনা পরিশ্রম কিংবা পড়াশুনা ছাড়া কিছু পাওয়ার চিন্তা মাথায় বড় করেছে যা জন্ম দিচ্ছে প্রতিহিংসা , চাটুকারিতা আরো নানা ধরণের অসহিষ্ণুতার

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


বর্তমান জেনারেশন জাতিকে রক্ষা করবে না; এরা ইয়ং সিরিয়ানদের মতো দেশ ফেলে পালিয়ে যেতে দ্বিধা করবে না।

৪২| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৩২

অনল চৌধুরী বলেছেন: .............কিন্তু ৩য় বিশ্বে উহা লেগেই আছে -এই সামান্য গোলমালের নাম যদি যুদ্ধ হয় তাহলে এ্যামেরিকাতে মহাযুদ্ধ চলছে!!!!
গৃহযুদ্ধ বাধাতে শক্তি লাগে যা স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতি চক্রের নাই।
অাইএসঅাই সব চেষ্টা করেও ভোটের দিন ব্যাপক সহিংসতা সৃষ্টিতে ব্যার্থ হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৭

চাঁদগাজী বলেছেন:



গৃহযু্দ্ধ লাগতে বিএনপি-জামাত লাগবে না

৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসাধারণ লিখেছেন | আপনাকে স্যালুট |

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ; সঠিক আছি তো?

৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি ২০০১ এর ভোট যখন দেখি তখন আমারও ভোট দেয়ার ইচ্ছেটা প্রচন্ড হয় । আঙ্গুলে কালি দিয়ে ভোট হবে । সবাই লাইন ধরে ভোট দেবে ।

একটু একটু করে আজ যখন পড়াশুনার চুড়ান্ত পর্যায় শেষ করেছি । তখন ইচ্ছেটা একে বারে চলে গিয়েছে । কারন দেশের নেতারা দেশ আর জনগন নিয়ে কখনই ভাবে না । কে জানি শেখ হাসিনার পোস্টার থেকে কালি উঠিয়েছে । সে চাকরি পেয়ে গেছে । ভ্যান চালক চাকরি পেয়েছে । অথচ দেশে এত এত শিক্ষিত বেকার যুবক তারা কোন চাকরি পাচ্ছে না । তাদের জন্য কি কোন বিল পাশ করেছে ।

আমি নিজে আমার বন্ধুদের আমি যেখানে জব করি সেখানে নিয়ে এসেছি । বলেছি আপাতত বেকার বসে না থেকে কিছু কর । পরে ভাল সুযোগ পেলে চলে যাস ।

নেতারা সম্পদশালী হয় । মধ্যবিত্ত তাদের টানা পোড়ন নিয়ে চলে । আর গরিব আশায় থাকে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি আপনার বন্ধুদের টেনেছেন, এটা একটি বড় পথ। সরকার সবার বন্ধু হওয়ার কথা ছিলো, মুহিতকে দেখে বন্ধ বলে মনে হয়? ইনু, মেনন, মতি্যা, নাসিমকে দেখলে বন্ধু বলে মনে হয়? আরেক হাউকাউ ক্রিকেটের কি ছিল, লোটাস, নাকি পটাশ উহাকে দেখলে বন্ধু বলে মনে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.