নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নিউইয়র্কের এক বাংগালীকে ভোট পেতে সাহায্য করুন

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩



যথাসম্ভব, আগামী মাসে নিউইয়র্ক শহরে 'পাবলিক এডভোকেট' পদে 'স্পেশাল ইলেকশান' হবে; এতে হেলাল শেখ নামে একজন বাংগালী প্রার্থী হবেন। এটি বেশ বড় পদ; এবং বাংগালীদের থেকে আজ অবধি, কেহ নিউইয়র্কে বড় পদে জয়ী হতে পারেননি; বাংগালীদের জন্য, এটি একটি বড় সুযোগ। 'স্পেশাল ইলেকশান' হলো, কোন কারণে, কোন নির্বাচিত পদ খালী হলে, সেই পদ পুরণের নির্বাচন; এটি খোলা নির্বাচন, ইহাতে পার্টি থেকে শুরু করে, যেকোন নাগরিক অংশ নিতে পারেন; ইহাতে, দলীয় প্রাইমারী ইলেকশান নেই।

আপনাদের পরিবারের লোকজন, বা পরিচিত কেহ নিউইয়র্কে থাকলে, উনাদের বলবেন, হেলাল শেখকে ভোট দিতে; আপনারা অনলাইন ইত্যাদিতে বিজ্ঞাপন দিতে পারেন, যাঁদের আপনজনেরা নিউইয়র্কে আছেন, তাঁরা যেন নিজেদের লোকজনকে ভোট দিতে বলেন, এবং সম্ভব হলে, হেলাল শেখের নির্বাচনী ফান্ডে ২/১ ডলার দিতে।

আমি হেলাল শেখকে সাহায্য করছি; সম্প্রতি আমি নিউইয়র্ক থেকে দুরে আছি, তবুও উনার কাজ করার জন্য শনি/রবিবার নিউইয়র্ক যাচ্ছি। উনার নাম ব্যালেটে যুক্ত করতে ৭০০০ সিগনেচার দরকার; উনি আমার থেকে ১০০০ মানুষের সিগনেচার চেয়েছেন; বেশীরভাগ বাংগালীর এসব ব্যাপারে অভিজ্ঞতা কম, তাঁদের থেকে সিগনেচার নেয়া কঠিন কাজ; বাংগালীরা এখনও ইলেকশান ফান্ডে টাকা দান করা শিখেনি; ফলে, টাকা তোলাও কষ্টকর হবে; তবে, যাঁরা ফান্ডে টাকা দেবেন, এই ধরণের শ'খানেক মানুষ আমি যোগাড় করেছি।

এটি 'স্পেশাল ইলেকশান' হওয়ায় ও ফেব্রুয়ারীর শীতে হওয়ায় খুবই স্বল্প পরিমাণ ভোটার ভোটে যাবেন; পার্টিগুলোও স্পেশাল ভোট নিয়ে মাতামাটি করে না; সবচেয়ে ভালো হলো, ২০ জনেরও বেশী প্রার্থী হতে পারে। ভোট বেশ ভাগাভাগি হয়ে যাবে। একজন প্রাক্তন আমেরিকান এসেম্বলীম্যন হেলাল শেখকে মেনটরিং করছেন, হেলাল শেখের সাথে থেকে বাংগালীদের সাথেও কথা বলছেন।

নিউইয়র্ক শহরে ৪৬ লাখ রেজিষ্টার্ড ভোটার আছেন; বাংগালীদের ভোটের পরিমাণ ৮০ হাজারের উপরে হবে; হেলাল যদি ৪০ হাজার ভোট পায়, অবশ্যই জয়ী হবে, এমন কি ৩৫ হাজার হলেও জয়ী হওয়ার সম্ভাবনা আছে; উনি বাংগালীদের থেকে শতকরা ৪৫ থেকে ৫০ ভাগ ভোট পেলে জয়ী হতে পারেন।

নিউইয়র্ক শহরে বাংগালীদের ৪০০ অর্গেনাইজেশন আছে; এই সমস্ত অর্গেনাইজেশন চালায় বেশীর ভাগ টাউটেরা; এসব টাউটেরা সব যায়গা দখল করে বসে আছে। ২ সপ্তাহ আগে, হেলাল জ্যাকসন হাইটস'এ বাংগালী নেতাদের নিয়ে একটা বৈঠক করেছিলেন, আমার যাবার কথা ছিলো না; কিন্তু আমেরিকান এসেম্বলীম্যান অনুরোধ করায় গেলাম; ৫৬ জন নেতৃস্হানীয় বাংগালী এসেছিলেন, ৩ জন ছিলেন বাংগালী, ২ জন অপরিচিত, ৫১ জন ছিলেন টাউট বাংগালী। টাউটেরা সবাই উনার পক্ষে ভোটার আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউইয়র্ক শহরে আপনাদের পরিচিত থাকলে, হেলাল শেখকে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন। হেলালও দেশে বিজ্ঞাপন দেবেন সহসা।

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি থাকলে ওনার জন্য কাজ করতাম ।

ওনার জন্য শুভকামনা রইল ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, বাংগালীরা ইহার গুরুত্ব বুঝে কিনা!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: জানলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


আত্মীয় স্বজন থাকলে, ওঁদেরকে অনুরোধ করবেন যেন, হেলালকে শেখ'কে ভোট দেন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

শরীফ আতরাফ বলেছেন: যাদের টাউট বললেন তাদের কেউ যদি ব্লগে থাকে আর আপনার লেখা দেখে তবে মাইন্ড করতে পারে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



টাউটদের টাউট ডাকতে হয়, এতে অসুবিধা হওয়ার কথা নয়; ২/১ টাউট আমার পোষ্ট পড়েন।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

নূর আলম হিরণ বলেছেন: উনি নির্বাচনে জয়ী হলে কি কি করবেন তেমন কোনো প্রতিশ্রুতি দিয়েছেন?

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


কোন প্রতিশ্রতির দরকার নেই; একজন পাবলিক এডভোকেটকে যা করতে হয়, তিনি তা করবেন!

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: পড়লাম। টা উ ট মুক্ত সমাজ চাই।।।

পৃথিবীর সবদেশ টাউট মুক্ত হউক।


আমাদেরটা হওয়ার সুযোগ কম। :D

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া জেলে যাবার পর, দেশে টাউটদের প্রভাব শতকরা ৪০ ভাগ কমে গেছে; শেখ হাসিনা নিজ দলের টাউটদের সাহায্য করে চলছেন, উনি হয়তো ওদের সংখ্যা বাড়াবেন আরো।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র অনেক টাউট নিউইয়র্ক চলে এসেছে।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সারা পৃথিবীতে আওয়ামীলীগের যত টাউট ক্ষমতা হারালে নির্যাতনের ভয়ে পালিয়েছিলো তারা আবার আমেরিকা সহ অন্যদেশ ছেড়ে বাংলাদেশে চলে আসবে। :P কিছু হ্যামার আর হেলমেট সংকট আমেরিকায় দেখা দিতে পারে।।। ;)

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



এখন আওয়ামী টাউটদের সুদিন এসেছে, তাদের পতন হবে মানুষের হাতে; সময় লাগবে।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একজন স্বজাতি হিসেবে
আমি নিউইয়র্কে থাকলে তাকে ভোট দিতাম
এবং অন্যকে ভোট দিতে উৎসাহিত করতাম।
আশা করি আপনি ভোট দিবেন এবং অন্যকে
ভোট দানে প্রলুব্ধ করবেন। Will you?

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


আমি উনার পক্ষে কাজ করছি, যাতে বাংগালীরা উনাকে ভোট দেন।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

আল ইফরান বলেছেন: ইমিগ্র্যান্ট ভিসায় যাওয়া বাংলাদেশীরা কি উনার পদের গুরুত্ব বুঝবেন?
অথবা সেই পদের গুরুত্ব অনুধাবনের সক্ষমতা কি উনারা অর্জন করেছেন?
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে ইমিগ্র্যান্ট ভিসায় যাওয়া খুব কম বাংলাদেশীরা অইখানে পড়াশুনা করে মেইনস্ট্রিমিং করার চেস্টা করেছেন। আর যারাও পেরেছেন তাদের অনেকেই অন্য স্টেটে মুভ করেছেন খরচ সামালের জন্য (আমার আশেপাশের মানুষদের দেখে লেখা, বৃহৎ পরিসরে আমার জানায় ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন)।
তবে হলিস্টিক কনটেক্সট থেকে কমিউনিটি মবিলাইজ করতে পারলে উনি জিতে যাবেন, ইনশাল্লাহ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


ডিবি ভিসার লোকেরা নিউইয়র্কে বেশী, এঁরা মানসিকভাবে অনেকটা বাংলাদেশে আছেন এখনো, এটা বড় সমস্যা। ১ জন বাংগালী সিটি সরকারে থাকা খুবই গুরুত্বপুর্ণ; এবার একটা বড় সুযোগ এসেছে, দেখা যাক।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনার বা আপনার বন্ধুদের পরিচিত লোকজন নিউইয়র্কে থাকলে, উনাকে সাপোর্ট করতে বলবেন।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ,আমি এক শতাধিক ভোটার দিতে পারব। চেষ্টা করছি....

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনি নিউইয়র্কে থাকলে উনার সাথে যোগাযোগ করুন; উনার টেলিফোন: ৯১৭-৪১৫-৫৬৮১

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার শ খানেক আত্মীয় স্বজন নিউয়র্ক আছেন। সবাই ভোটার কিনা জানিনা। কয়েকজনকে আমি আপনার পোস্টের লিঙ্ক দিয়েছি। দেশেতো ভোট দেয়ার কোন সুযোগ নাই। নিউয়র্ক যখন, তখন আশা করছি বাংলাদেশিরা একজোট হয়ে উনাকে ভোট দিবেন।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



লিটন সাহেব, অনেক ধন্যবাদ; আপনি প্রয়োজনীয় কাজটি করেছেন; এটার দরকার আছে।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: তালিকায় ওনার নামতো খুঁজে পাচ্ছি না।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্কের বাংগালী পত্রিকাগুলো দেখেন; উনার টেলিফোন: ৯১৭-৪১৫-৫৬৮১; উনাকে দিনের বারোটা থেকে সন্ধ্যার দিকে একটা কল দিয়ে আপনার সমর্থন জানাবেন; কোনভাবে সাহায্য করতে পারলে উনাকে জানাবেন।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২

ডঃ এম এ আলী বলেছেন: পুরা প্রক্রিয়াটা জানা নেই ,সম্ভবত এখনো তার প্রভুত সম্ভাবনা আছে । নিউইয়র্কে প্রায় শতাধিক ঘনিষ্ট আত্মিয় স্বজন আছে । তাদের সাথে এ বিষয়ে কোন কথা বলার আগে হেলাল শেখের একটি সংক্ষিপ্ত ক্রেডেনশিয়াল পেলে ভাল হতো । আমি মনে প্রাণে চাই এমন গৃরুত্বপুর্ণ ও প্রেসটিজিয়াস পদে একজন বাংগালি সফলকাম হোন ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:



আমি নিজেই উনার সম্পর্কে তেমন কিছু জানি না; যথাসম্ভব শিক্ষকতা করেন; আমি কিছু না জেনেই লেগে গেছি; আমি যজেনে নেবো। উনার টেলিফোন: ৯১৭-৪১৫-৫৬৮১

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬

অগ্নি সারথি বলেছেন: হেলাল ভাইয়ের জন্য শুভকামনা! পরিচিত বলতে বোন রইছে, তাদেরকে জানিয়ে দেব! ধন্যবাদ চাঁদ্গাজী ভাই!

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


ভালো কাজ হবে।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

জাহিদ অনিক বলেছেন:
মনে হয় ভালো উদ্যোগ

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১

নীলপরি বলেছেন: ওনার জন্য শুভকামনা

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, বাগগালীরা কি করেন।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

কাওসার চৌধুরী বলেছেন:



হেলাল শেখের জন্য শুভ কামনা রইলো। নিউইয়র্ক তো দেখি লন্ডনের কার্বন কপি। লন্ডনেও সেলফিবাজ, ধান্ধাবাজ আর টাউটদের স্বর্গরাজ্য।

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


সবাই বাংগালী, হোক সে লন্ডন, কিংবা নিউইয়র্ক

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

নজসু বলেছেন:



হেলাল শেখের জন্য শুভ কামনা।

নতুন একটা পোষ্ট করেছি শ্রদ্ধেয়। :)
কিন্তু সেটা হয়তো আপনার অপছন্দের । :(

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমি পড়ে দেখবো, পোষ্ট পড়া হচ্চে না তেমন।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

শরীফ আতরাফ বলেছেন: গত তিন জানুয়ারি সম্ভবত ব্লগার ইমন জুবায়ের এর মৃত্যুবার্ষিকী ছিল। ব্লগে তাকে নিয়ে কোনো পোস্ট দেখলাম না। আপনি তাকে নিয়ে কোনো দিতে পারেন কিনা দেখেন।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


আমি উনার সমকালীন ব্লগার নই, তেমন কিছু জানতাম না; তারপরও লিখবো।

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হতে চায় তাহলে কাকে ৩/৪ হাজার ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে। আর দলের প্রার্থী হলে কোন স্বাক্ষর জমা দিতে হবে না। এটা কোন নিয়ম হতে পারে না। ভোটাররা কেন এক জন প্রার্থীর আবেদন পত্রে স্বাক্ষর করবে? এটা তো ভোট দেয়ার গোপনীয়তা ভঙ্গ মাত্র।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



এগুলো স্হির করা হয়েছে অনেক যাচাই করে; না হয়, প্রার্থী অনেক বেড়ে যেতে পারে।

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হেলাল শেখ এর জন্য শুভ কামনা। উনার সাফল্যের খবর জানতে চাই।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



ভোট হতে পারে আগামী মাসের শেষের দিকে; এখনো তারিখ অষণা হয়নি; ফলাফল জানাবো

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: জানলাম, বুঝলাম শুভ কামনা এর চাইতে বেশি কিছু করার সাধ্য যে নাই।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.