নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এবারের ভোটে বিজয়, ঠিক উদযাপনের মতো নয়, কিছুটা ভয়ের ব্যাপার!

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২



আওয়ামী লীগ জয়ী হয়েছে ভোটে; তবে, এই বিজয় বিশুদ্ধ বিজয় নয়, এতে বিশুদ্ধ কোন বাংগালী নির্বাচিত হয়ে আসেনি, যিনি জাতিকে নেতৃত্ব দেবেন; এবারের ভোটে, যারা নির্বাচিত হয়েছেন, ও যারা নির্বাচিত হয়নি, এরা কেহই জাতির কাছে বিশুদ্ধ মানুষ হিসেবে প্রহযোগ্য নয়; প্রতিটি প্রার্থীই ছিল বিতর্কিত; বাংলার মানুষ এদের সবার পরাজয় চাওয়ার কথা; এবং বেশীর ভাগই পরাজিত হয়েছে; যারা জয়ী হয়েছে, মত প্রকাশের সুযোগ পেলে, মানুষ আজকেও ওদের পরাজয় চাইবে; বেশীরভাগ মানুষ যাদের পরাজয় চেয়েছে, তাদের বিজয় , ও বিজয়-উৎসব নিশ্চয় ভীতিকর ব্যাপার!

আওয়ামী লীগ ২৫৭ সীটে জয়ী হয়েছে; মনে হয়, তারা ভাবতে পারেনি এত বেশী লোক জয়ী হবে! সেটাই হয়তো উৎসবের মুল কারণ! এই বিজয়ে একটা বিষয় সবার কাছে পরিস্কার, যারা এবার জয়ী হয়েছে, তাদের এত বেশী ভোটে জয়ী হওয়ার কথা ছিলো না; এসব বিজয়ীরা নিজ এলাকায় কি এতই জনপ্রিয় যে, এরা এতো ভোট পাবার কথা? আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছেন সত্য, কিন্তু একটা সংসদীয় এলাকায় আওয়ামী লীগের ভোটের পরিমাণ শতকরা কি পরিমাণ?

ঠিক আছে, আওয়ামী লীগকে জনসাধারণ ভোট দিয়ে জয়ী করেছেন, তা'হলে তো উৎসব জনতার! আজকের বিজয় উৎসবে কি সাধারণ জনতা যাচ্ছে, নাকি যারা জয়ী হয়েছে, তারা নিজেদের লোকদের জন্য উৎসবের ব্যবস্হা করেছে? আমি এই ধরণের উৎসবে জনতার সম্পৃক্ততা দেখছি না; জনতাকে বাদ দিয়ে উৎসব করলে, এতে জনতা ভীত হওয়ার কারণ আছে, ক্ষুব্ধ হওয়ার কারণ আছে!

১৯৭৩ সালে আওয়ামী লীগ এর থেকে বড় বিজয় পেয়েছিলো, তখন আজকের মতো এতো অপ্রিয় ও ভীতিকর মানুষ নির্বাচিত হওয়ার কোন সুযোগ ছিলো না; তখন আওয়ামী লীগ এই ধরণের বিজয় উৎসব করেনি; এখন আওয়ামী লীগ বিজয় উৎসব করছে; আওয়ামী লীগ বদলে গেছে!





মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বহু বহু দিন পর - নিরেট সত্য কথনে অভিনন্দন!

কলেজের ছেলেপেলেদের পরীক্ষা বাদ দিয়ে নিয়ে আসছে অনুষ্ঠানে পরীক্ষার হল থেকে।
স্যারকে নাকি বলে দিছে- এরা সবাই পাস!
যারা একটু গাইগুই করেছে- হুমকি দিয়েছে- আবার আসবিনা পরীক্ষার সময় বা ফর্ম ফিলাপের সময়
সবাইরে চিন্যা রাখতেছি!
ছেলে রীতিমতো আতংকিত! ক্ষুদ্ধ! ক্রদ্ধ!
আমরা কেন তবে কষ্ট করে পড়ালেখা করছি!!! ওরা মিছিলে গেলেই পরীক্ষা পাস!!!!!!!
পরীক্ষার ফিও কম দেয়া লাগে।
দারুন করে বুঝিয়ে দেবার পর শান্ত হলো।

জাতির জন্য ভয়াবহ অশনি সংকেত এ চর্চা।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


অনেক বাংগালীর বিজয়ে, বাংলার মানুষ ভয়ে শংকিত হয়েছে; কিছু মানুষ যেকোনভাবেই জয়ী হয়ে যাচ্ছে, তারা অশুদ্ধ বিজয় নিয়ে উৎসব করছে, খারাপ লক্ষণ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

নতুন বলেছেন: জনগনের ভোটের দরকার নেই এটা এখন সব আয়ামীগীলারই জানে....

এখন সবাই কিভাবে টেন্ডারবাজী,ধান্দাবাজী করবে সেটার পরিকল্পনা করছে....

শেখ হাসিনা এই অতিউতসাহি আয়ামীলিগ কি ভাবে সামাল দেবে?

এই অতি উতসাহি দলই পতনের মূল কারন হবে একদিন...

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


এটা মোটামুটি বিএনপি ষ্টাইলের আওয়ামী লীগ, ঠিক মওলানা ভাসানী ও শেখ সাহবের আওয়ামী লীগ নয়।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩

ধ্রুবক আলো বলেছেন: দেশে এখন বাক স্বাধীনতা নেই। তাই কিছু বললাম না।
দেশে ৬৯,৭১ ফিরে এসেছে, শুধু প্রেক্ষাপট টা ভিন্ন আর এবার প্রতিপক্ষ ঘরের শত্রু বিবিষন।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে কিছু বাংগালী ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মতো কলোনিয়েল সিষ্টেম চালু করেছে; নতুন আওয়ামী লীগ বিএনপি শুন্যস্হান পুর্ণ করছে

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


যারা মানুষের কাছে ভয়ের কারণ, তাদের উৎসবও ভয়ের কারণ; সালমান রহমান থেকে শামীম ওসমান, এরা কেহই মানুষের কাছে শান্তির প্রতীক নন, ভয়ের প্রতীক!

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার বিশ্লেষন করেছেন চাঁদগাজী সাহেব। অনেকদিন পর একটা ভালো আলোকপাঠ লিখেছেন।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


আমি জাতির অবস্হা বুঝার চেষ্টা করছি।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

মেহেদী হাসান হাসিব বলেছেন: আজকে রাস্তায় দেখলাম আওয়ামীলীগের কর্মীরা সাধারণ এক বাসযাত্রীকে অনেক পিটিয়েছে। সাথে যে বাঁধা দিতে আসছে তারও ছাড় নেই।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


এই আওয়ামী লীগ আসলে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

মামুন ইসলাম বলেছেন: এই ভোটের সম্মান আমি রক্ষা করবো বলে বলেছে প্রধানমন্ত্রী । আমারতো মনে হয়না কোনো তাকে ভোট না দিয়ে থাকতে পারনি
আর তাই তার এতবড় জয়। :-B

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



উনার সময় ছিলো ২০০৯ সাল থেকে ২০১৪; ভালো কিছু করতে চাইলে তখন শুরু করতে পারতেন; এখন উনি বাংলার সব অপ্রিয় মানুষদের নেতৃত্ব দিচ্ছেন।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যারা ভোট পাহারা দিবে বলেছিল তারা ভোট পাহারা দিতে পারেনি কাজেই জয় অন্যপথে হেঁটেছে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


ওরা ১৯৭৭ সালে বেশী ভোট দিয়ে ফেলেছে জেনারেল জিয়াকে; জেনারেল জিয়া ৯২% নাগরিকের ভোট পেয়েছিলেন; ফলে, বিএনপি'র ভোটের কোটা পুরণ হয়ে গেছে।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: আজ আমার একটা ইন্টারভিউ ছিল। কিন্তু ইন্টারভিউতে যেতে পারিনি।
কারন বাস নেই। বাস সব ওরা নিয়ে গেছে ওদের উৎসব অনুষ্ঠানের জন্য।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


এই আওয়ামী লীগকে থামাতে আগের আওয়ামী লীগের দরকার হবে।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: ৪৭ বছরেও নির্বাচনকালে এত শান্ত পরিবেশ দেখিনি। সেনা প্রধান।
সেনা বাহিনীর উপর যেহেতু মানুষের আস্থা সুতরাং একজন সেনাপ্রধান হিসেবে তিনি কখনওই মিথ্যা বলতে পারেন না।অনেকে এটাই বলছেন।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


ভালো, দেশে ভোটের দিন যদি শান্ত পরিবেশ থেকে থাকে, বছরে অনেকবার ভোট করার দরকার।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চরম বাস্তবতা তুলে ধরার বিশেষ কৃতজ্ঞতা ওস্তাদ। ;)

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


এরা জাতিকে কলোনী হিসেবে নিয়েছে

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

জাহিদ অনিক বলেছেন:

ভোট তো হয়ে গিয়েছে, আলোচনা সমালোচনা তাও অনেক হয়েছে। এবার কি করনীয় ?

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


প্রফেশানেলদের নিয়ে, শিক্ষিতদের একটা দল গড়তে হবে।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

রাকু হাসান বলেছেন:

আমি জানি না কিভাবে তাদের মুখে ভক্তি আসে । ভেতরে ঠিকই জ্বলছে নিশ্চয় । বিবেক তো ছাড় দিবে না । বির্তকীত নির্বাচন নিয়ে কিছু নিকট লীগকেও আফসুস প্রকাশ করতে দেখি । তারা সত্য ঠিক বন্ধু মহলে শেয়ার করে । কিন্তু দলে যেই সেই । অদ্ভুদ ।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ বিভক্ত হয়ে যাবে

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:




লীগ এবার তাদের ভিতর ঠিক করবে বলে মনে হচ্ছে । তা যদি না হয় তবে পরে অন্যান্য দল বিষ ফোড়া হয়ে উঠতে পারে । আর বাংলাদেশের প্রক্ষাপটে তৃতীয় দল আসবে বলে মনে হয় না ।

আর যারা শিক্ষিত রয়েছেন তারা রাজনীতি করতে চান না । কারন তারা যেভাবে চাইবেন সেভাবে দেশ চলাতে পারবেন না । এক্টা বড় শক্তি লাগবে ।

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



শিক্ষার মান নিচু হওয়ায়, বাংগালী শিক্ষিতরা জাতির প্রতি তাদের দায়িত্ব কখনো বুঝতে পারেনি; ববং, তারা জাতির অশিক্ষিত অংশেক প্ল্যান করে বন্চিত করেছে; ব্যুরোক্রটরা পঁচা বিসিএস দিয়ে, পুরো জাতিকে দাসে পরিণত করার চাকুরী করে; ফলে, নতুন দল গঠনও মুশকিল হবে।

ভোটের আগে পুলিশের উঁচু পদের ৮৩ জন অফিসার গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছিলো, মনে আছে?

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই ধরণের বিজয় উৎসব করেনি;
এখন আওয়ামী লীগ বিজয় উৎসব করছে; আওয়ামী লীগ বদলে গেছে!

.................................................................................................
আজকাল ছেলে মেয়েরা বড় হলে ও বদলে যায় ।
বাস্তব কথা হলো, ফাকাঁ মাঠ হলে গোল বেশি হবেই ।
আমি আমার ভোট কেন্দ্রর আশে পাশে বিএনপি র কোন পোষ্টার বা সেন্টার পাই নাই,
তারা কেন নির্বাচনে অংশগ্রহনের কথা বলে, মীরজাফরের ভূমিকা নিল তা জানা দরকার।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি জাতিকে ধ্বংসের পথে নিয়ে গেছে, সাথে নিজেও বিলীনের পথে।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: এ বিজয় নিয়ে বিজয়ীরা বংশ পরম্পরায় লজ্জিত হতে থাকবে, তাদের সহযোগীরাও।

২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০০

চাঁদগাজী বলেছেন:

তাই হওয়ার কথা; কিন্তু উহারা স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.