নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার কথায় বিএনপি\'র আস্হা থাকার কথা ছিলো কখনো?

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০


New Link

শেখ হাসিনা সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছেন, বিএনপি বলছে যে, প্রধানমন্ত্রীর ডাকে তাদের আস্হা নেই; আসলে, শেখ হাসিনার ডাকে বিএনপি'র আস্হা থাকার কি কথা ছিলো? শেখ হাসিনার বাবা ঐক্যের ডাক দিয়েছিলেন, সর্বদলীয় একটা প্লাটফর্ম করেছিলেন সীমিত সমাজতন্ত্র করার জন্য; ঐ সময়ে, বাংলাদেশের জন্য সমাজতন্ত্রের দরকার ছিলো, সম্পদহীন জাতিকে শক্তি দিতে পারে ঐক্য, সেজন্য শেখ সাহেব ঐক্যের ডাক দিয়েছিলেন; ফলাফল, উনাকে হত্যা করা হয়েছিলো।

ন্যাড়া কি আবার বেলতলে যেতে চাচ্ছে? আসলে, না; শেখ হাসিনা বেলতলে যাচ্ছে না; উনি বেল সংগ্রহ করার জন্য হেলমেট-পরা লোকজন রেখেছেন। উনি বাবার ভুল থেকে শিখে, বাবার গুরু হয়ে গেছেন। উনি বিএনপি'কে ডাকছেন না; বিএনপি'র ৮ জন এমপি দিয়ে কি করবেন উনি? উনি কি পার্লামেন্টের উপর নির্ভরশীল? উনি কি বৃটিশ প্রাইমি মিনিষ্টার বা মার্কেলের মত অসহায়? উনি কি বাদি'র বউ'এর ইয়াবা বিল, কিংবা সালমান রহমানের ২য় স্যাটেলাইট বিলের জন্য বসে আছেন? উনি পার্লামেন্টকে ব্যব হার করেন ১ বার, উনি প্রাইম মিনিষ্টার হওয়ার সময়, তারপর সবার ছুটি, তারপর লুটিপুটি খাওগে বিলের সময় আসে।

তা'হলে বিএনপি'র ৮ জন নিয়ে কিসের ঐক্য? আসলে, ঐক্য মৈক্য কিছু না, ওদের মুখ বদ্ধ করার দরকার; ওরা বলে বেড়াচ্ছে যে ভোট ভালো হয়নি! শেখ হাসিনা জানেন, ঐক্য করে ৮ জন সরকারে এলে শেখ হাসিনার মাথা ব্যথা থাকবে না, ম্যাঁওম্যাঁও কমবে। বিএনপিও জানে যে, তারা লটারী খেলছে, সব দান হিট করবে না; একটা লেগে গেলে অনেকদিন চলবে।

শেখ হাসিনাকে যদি ঐক্য করতে হয়, জনতার সাথে করলে ঠিক হবে; ১১ কোটীর ভোটারের মাঝে ৮ কোটী জানে যে, ভোটে 'কৌশল' হয়েছিলো; ৮ জনের মুখ বন্ধ করার জন্য কেন উদ্যোগ নেয়া, যেখানে ৮ কোটী এই ভোট নিয়ে অখুশী? এই ৮ কোটীকে ঐক্যের ডাক দেয়ার দরকার; ৮ কোটীর মাঝে ৮ লাখ আছেন, যাঁরা খুবই দক্ষ প্রফেশানেল; এদের সমর্থন উনার দরকার; আর উনি বিএনপি'র ৮ ভেঁড়াকে নিয়ে ঐক্য করতে চাচ্ছেন; নিজের ২৮৮ ভেঁড়া কি যথেষ্ট নয়!

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

সনেট কবি বলেছেন: পড়তে মন্দ লাগেনি।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের রাজনীতির সাথে সাংঘর্ষিক না হলেই হলো!

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কখনোই আস্থা ছিলোনা তাই তারা
ঠকেছে। আস্থা থাকলে এভাবে রাজনীতি
থেকে বিদায় নিতে হতো না।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র লোকেরা সোদি ও মালয়েশিয়ায় কাজ করার লোক ছিলো; জিয়া তাদেরকে রাজনীতিতে নিয়ে এসে লটারীর টিকেট দিয়ে গেছেন।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: রাজনীতির এসব মারপ্যাঁচ বোঝা একেক সময় মুশকিল মনে হয় ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



এগুলো রাজনীতি নয়, ইডিয়টদের কলাকৌশল।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মন্তব্য করা থেকে বিরত থাকলাম । তয় কথা কিন্ত খারাপ কন নাই ওস্তাদ । ১০০% সত্য :)
তয় ওস্তাদ যে ৮ কোটি অখুশি তাদের মতামতই বা দরকার কি ? আপনি যে ৮লক্ষ দক্ষ লোকের কথা বলছেন সেই ৮লক্ষ দক্ষ লোকের মতামত নিতে গেলেও বিপদ আছে । কেননা ওই ৮লক্ষ এমন আছে বলে বসবে আবার পূণ্যরায় নির্বাচন দিতে তখন কি
হবে ? :)
সেই ৮ লক্ষ আম জনতার চেয়ে ভালো হবে প্রধান মন্ত্রী যদি প্রশাসনে আরো ৮ কি ১০ লক্ষ লোকনিয়োগ দিতে পারেন। :)

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



দে্শ চালাতে প্রফেশানেলদের সাথে নিতে হয়, ইলিয়াস আলী, আমান উল্লাহ আমান, গয়েশ্বর রায়দেরকে লালঘরে রাখতে হয়।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: উনি বিএনপি'র ৮ ভেঁড়াকে নিয়ে ঐক্য করতে চাচ্ছেন; নিজের ২৮৮ ভেঁড়া যথেষ্ট নয়! না যথেষ্ট নয়, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই, মৃত মানুষকে পুঁজি করে রাজনীতি চলছে বাংলাদেশে সেই ১৯ - - থেকে সেখানে এই ০৮ আদম তো জীবিত ভেঁড়া !!!

বিএনপি হচ্ছে পঁচা শামুক, পঁচা শামুকে পা কাটে এই তথ্য যদি গুরুদেবের গুরু প্রধানমন্ত্রী না বোঝেন তা হলে পৃথিবীর কারো সাধ্য নেই তা বোঝাবার !!! - তিনিও আদম এবং গন্ধম ফল তিনি ভক্ষণ করিবেন ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া জাতিকে আফগান বানাচ্ছিলেন, শেখ হাসিনা বানাবেন সোমালিয়া

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫

রাজীব নুর বলেছেন: আসলে আমাদের দেশে সব দুষ্টলোক। তাই দেশের উন্নতি হচ্ছে না।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


দুষ্টলোক আছে টের পেয়ে সিআইএ ও জেনারেল জিয়া ক্যু' করেছিলোো ও দল বানায়েছিলো

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার কথা অনুযায়ী, শেখ হাসিনা তার চেয়ে বেশী দক্ষ কাউকে মন্ত্রীসভা বা দলে রাখেন না। তাই ৮ লাখ দক্ষ প্রফেশনালের কথা শোনার মত পর্যায়ে নেই উনি। উনি আর ওকা কেন বিএনপি নিয়ে এখনও কথা বলছেন সেটাও এক রহস্য...

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে জীবিত রেখে আওয়ামী লীগের জন্য সার উৎপাদন ব্যবস্হা চালু রাখছেন শেখ হাসিনা

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭

কানিজ রিনা বলেছেন: ৫ নং মন্তব্যের উত্তর যথেষ্ঠ হয়েছে।
বিএনপির আস্থা থাকত যদি নিরোপেক্ষ
ভোট হত। বলুনতো খালেদাকে জেলে
না রেখে নির্দলীয় নিরোপেক্ষ ভোট দিত
তাহলে আজ প্রধান মন্ত্রী কে হত?
তাইতো আস্থা কোথায় বিএনপির।
যদিও আপনি ৫ নং উত্তরে বলেছেন
খালেদা আফগানস্থান বানাতো। তথাপি
এবার ভোটের সময় বলা হোল মা
বোনেরা ভোটের দিনে ঘর থেকে বাহির
হইয়েন না।
আওয়ামী পক্ষের তেঁতুই হুজুর এবার
সাহসের সাথে বলে ফেলল মা বোনেরা
কলেজ ভার্সিটিতে পড়া লেখার প্রয়োজন
নাই কারন মা বোনের পড়াশুনার পরিবেশ
নাই। উনার আজীবনের ইচ্ছাটা এবার
পরিবেশের দোশ দিয়ে জাহেরী করেছে
মেয়েরা বাতেনী ভাবে থাকবে। এবার
হয়ত তেঁতুই হুজুর শিখিয়ে দিয়েছিল
ভোটের দিনে মা বোনেরা ঘর থেকে বাহির
না হওয়ার জন্য।
তাহলে খালেদা আফগান বানানোর আর
দোশ কি?

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনাদের মাথায় একটা কথা কিছুতেই প্রবেশ করে না যে, ভোট শেখ হাসিনার হাতে, এবং বিএনপি করা হয়েছে শেখ সাহেবকে হত্যা করে; এটা বুঝলে, আপনাদের জন্য জীবনটা একটু সহজ হয়ে যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.