নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি\'র নির্বাচিত ৮ জন এমপি\'র শপথ নেয়া কি উচিত?

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩



বিএনপি, মিএনপি, টিএনপি, সবাই মিলে ৮ সীটে জয়ী হয়েছেন, ৮ জন এমপি হয়েছেন, জাতির ৪০ লাখ মানুষ তাঁদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে, বিশ্বের সবচেয়ে বড় ও দামী পার্লামেন্টে পাঠায়েছেন; এখন, বিএনপি'র নির্বাচিত এমপি'দের শপথ নিয়ে, দায়িত্ব পালন করা কি উচিত, নাকি নির্বাচনে গোজামিলের বিপক্ষে প্রতিবাদ করে, শপথ না নেয়া উচিত?

এই ব্যাপারে আপনার মতামত কি? কর্ণেল অলি বলেছেন যে, নির্বাচিত ৮ জন এমপি যেন জাতির সাথে বিশ্বাসঘাতকতা না করেন; শপথ নেয়াটাকে তিনি বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করছে; উনি কি সঠিক? এই ৮ জনের শপথ না নেয়াটা জাতির প্রতি ন্যায়, নাকি অন্যায় হিসেবে দেখছেন আপনি?

বিএনপি'র থিংক-ট্যাংক প্রফেসর এমাজুদ্দিন সাহেবের লিখিত রাজনৈতিক প্রবন্ধগুলো যদি পড়ার সুযোগ পান, আপনি দেখবেন, উনি একজন এমপি'র সঠিক দায়িত্ব বুঝেন না; সেই ক্ষেত্রে আপনি, বাদি'র বউ, কিংবা বিএনপি'র ৮ জন নির্বাচিত এমপি যদি একজন এমপি'র দায়িত্ব না বুঝেন, হতবাক হওয়ার কিছু নেই! এই ৮ জন, ৮৮ জন, কিংবা ২৮৮ জন এমপি শপথ নিলে জাতির ক্ষতিটা একটু বেশী হবে অবশ্যই; সব নির্বাচিত এমপি শপথ না নিলে ক্ষতিটা কম হবে, ইলেকশানের পুরো খরচটা মার পড়বে; কিন্তু শপথ নিলে জাতি ক্রমাগতভাবে ৫ বছর ক্ষতিগ্রস্ত হবেন, এরা বেতন নেবেন, মেতন নেবেন, কেতন উড়াবেন!

আসলে, ৮ জন নয়, একজন রাজনীতিবিদের সামনে ২৯৯ জন অদক্ষ এমপি দাঁড়ায়ে কথা বলতে সাহস পাবে না; একজন রাজনীতিবিদের সামনে বদি'র বউ'এর বলার কি আছে? একজন রাজনীতিবিদের সামনে সালমান রহমানের বলার কি থাকতে পারে? শেখ সাহেব যদি পার্লামেন্টে বসতেন, বদি'র বউ'কে, বা সালমান সাহেবকে এমপি করা হতো, ওরা কি কথা বলার সাহস পেতো? সেই ১ জন রাজনীতিবিদ কি বিএনপি'র ৮ জনের মাঝে আছে?

এমপি'রা হলেন 'আইন প্রনেতা' : উনারা বিল আনার কথা, বিলকে পাশ করায়ে আইনে পরিণত করাই একজন এমপি'র সফলতা। এই ৮ জন যদি বিল আনে, বিল পাশ হওয়ার কোন ধরণের সম্ভাবনা নেই; কিন্তু দেশবাসী দেখবেন যে, এরা এই দেশের মানুষের জন্য বিল এনেছেন; এরা এমন বিল আনতে পারবেন, যেই বিলকে হত্যা করে আওয়ামী লীগের এমপিরা নিজেদের পায়ে কুড়াল মারতে বাধ্য হবে; এই ৮ জন কি সেই রকম কিছু? নাকি এরা পার্লামেন্টে গিয়ে বেগম জিয়ার মুক্তির জন্য ওয়াক আউট করবেন?

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এদের পদত্যাগ করে এই ৮টি সিট আওয়ামী লীগকে দেওয়াই ভালো; বিশ্ব দেখুখ জনগন কত্তখুশি হয়ে ৩০০ আসনেই আওয়ামীদেরকে জয়ী করেছে! পাশ্চাত্যের গনতন্ত্রপস্থীরা বাংলাদেশে এসে গনতন্ত্রের সবক নিতে পারবে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


কানাডাতে বিএনপি'কে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। আপনি পশ্চিমের মানুষের জীবনযাত্রার মান দেখেন, আপনার সম্যক উপলব্ধি বাড়বে।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

বাংলার মেলা বলেছেন: এই ৮ জনের মধ্যে ৭ জনই নতুন, তারা কোনদিন সংসদে ঢুকে দেখেনি - তাদের অবশ্যই শপথ নেয়া উচিত। আমি তো বলব, ইলেকশন যেহেতু না করে পারেনি, শপথ নিতেও তারা বাধ্য হবে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


পার্্লামেন্টে বিল আনার জন্য ১ জনই যথেষ্ট, বদি'র বউ, সালমান রহমানকে থামানোর জন্য ১ জনই যথেষ্ট।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি'র মধ্যে আপনার প্রিয় ব্যক্তি মঈন খান বলেছেন, বিএনপি'র কেউ নির্বাচিত হয়নি, নির্বাচিত করা হয়েছে। তাই তেনাদের শপথ নেয়ার কোন দরকার নেই...

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


বেকুবদের মাঝে থাকতে থাকতে শিক্ষিত মানুষ একদিন বেকুব হয়ে যায়

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২

মামুন ইসলাম বলেছেন: এই ৮জনকে তো কেউ চিনে বলে মনে হয়না।

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


বদির বউকে কে চিনতো? এখন চেনে

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

গরল বলেছেন: বিএনপি শপথ নিলে বুঝতে হবে যে বিএনপির আয়ু আসলেই শেষ, এত বড় ধোকাবাজির নির্বাচনকে বৈধতা দেওয়া বিএনপির মোটেও উচিৎ হবে না। যদিও বিএনপি এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই, অতএব দেখা যাক তাদের রাজনৈতিক জ্ঞান আসলে কতটুকু।

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি বানায়েছিল সিআইএ,ওরা দরিদ্র বাংগালীদের দাস ও তাদের মেয়েদের চাকরাণী করতে চেয়েছিলো, সেটা ঘটেছে; বিএনপি'র আর কোন মিশন থাকার কথা নয়।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

আখ্যাত বলেছেন: সংসদের সবাই এক দলের হলেই ভালো হয়
একাধিক দল থাকলেই যত দলাদলি, কাদা ছোড়াছুড়ি
ছোট্ট মগজে যা কুলায়, তাই বললাম

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



সংসদের কাজ কি, এ'ব্যাপারে আপনার ধারণা কি?

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

ঠ্যঠা মফিজ বলেছেন: বিএনপি উচিৎ এই মুহুর্তে কোনো বোমাবাজী ও গ্রেন্ড হামলার মত ধ্বংসজজ্ঞ কাজে না জড়িয়ে আওয়ামীলিগ যে পথে হেঁটেছে সেই পথ অনুসরণ করা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১০

চাঁদগাজী বলেছেন:


বোমাবাজির জন্য জামাত আছে, বিএনপি শুধু ইশারা দিলেই চলবে।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: তারা শপথ নিলেই কি বিএনপি লাভবান হবে?

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



তাদেরকে ভোট দিয়েছে সাধারণ ভোটারেরা, ভোটোরেরা ভোট দিয়েছেন নিজেদের রিপ্রজেন্টেটিভ হিসেবে; এখন ওদেরকে রিপ্রজেন্টেটিভ হতে হবে, এটাই রাজনীতি।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি মনে করি- ৮ জন এমপির শপথ নেয়া উচিত। শপথ না নিলে উপনির্বাচনে এই সিটগুলো হারাবেন। এটা মনে রাখুন। জনতার রায় অবহেলা করার সুযোগ নেই। বিএনপির অনেক ভুল ছিল। তাদের কোন নেতা ছিল না। প্রধানমন্ত্রী পদে কোন প্রার্থী ছিল না। নির্বাচনের ১০ দিন আগেও মানুষ জানতো না কে প্রার্থী। এভাবে নির্বাচন হয় না। নির্বাচন একটা সাধনা।

তবে হতাশ হবার কিছু নেই। ভুল শোধরানোর সুযোগ থাকে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও এরশাদকে ভালোবাসেন শেখ হাসিনা

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মইন খান সাহেবকে আপনি যত বড় মাপের বড় নেতা মনে করেন আমার মনে হয় না উনি অত বড় মাপের। তবে উনার মতো লোকের মূল্যায়ণ দরকার।

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'তে ভালো মানুষ নেই বললেই চলে, উনি একজন ভদ্র মানুষ।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

ঢাবিয়ান বলেছেন: গনফোরামের দুইজন শুনলাম যাচ্ছে। তারা বলছে এটা নাকি আন্দোলনের অংশ! কোন আন্দোলন সেটা অবস্য তারাই ভাল বলতে পারবে । সবইতো আসলে এক গোয়ালের গরু।

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



গণফোরামের ২ জন আওয়ামী লীগের ২০ জন থেকেও শক্তিশালী হবেন হয়তো।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আসলে বাংলাদেশের জনগন ই জানে না একজন এমপির দায়িত্ব কি । তাহলে নেতারা কিভাবে জানবে । তাছাড়া এখন টাকা যারা ক্ষমতা তার । কি জানি একজন আছে নাম আদম হক না নাকি সে এমপি হতে পারে নাই এখন মেয়র হবে । সে দিন আর দূর নাই যেদিন জনগন জানবেই না কে প্রধানমন্ত্রী আর কে রাষ্ট্রপতি ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২১

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষজনকে আগে ঠকাতো ইংরেজ ও পাকীরা, এখন ঠকাচ্ছে বাংগালীরা; শিক্ষিতরা এই অপরাধের সাথে জড়িত; শিক্ষিতরা ব্যবস্হা নিচ্ছে না;অশিক্ষিতরা এটাকেই জীবন হিসেবে মেনে নিয়েছেন।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

জাহিদ হাসান বলেছেন: যাওয়া উচিত

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


মাথায় রাজনীতি থাকলে যাবে, মাথায় গার্বেজ থাকলে যাবে না।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: রাজনীতিতে বিএণপি এখনও পরাজিত হয় নি। তবে পরাজিত হবে যদি সংসদে যায়। কারন তাতে সরকারের ব্যলট বাক্স ভর্তির বৈধতা দেয়া হয়। কিন্তু বিএণপি মনে হচ্ছে খালেদা জিয়ার মুক্তির শর্তে সংসদে যেতে পারে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা অরাজনৈতিক কর্মকান্ড; বিএনপি'র বৈধতার জন্য শেখ হাসিনা বসে থাকার লোক নন।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: এই ৮ জন কি পার্লামেন্টে গিয়ে বেগম জিয়ার মুক্তির জন্য ওয়াক আউট করবেন? - এখনি ওয়াকআউট করে বসে আছেন, অনেকটা আবার সাধিলে খাইবো টাইপ !!!

৮ জন এমপি (গাধা) কে পার্লামেন্টে না দিয়ে খামারে দেওয়া উচিত, কারণ সেখানে তারা তাদের সমপোযুক্ত কাজটি খোঁজে পাবে (হয়তো)

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


পার্লামেন্টে দামী খাবার দেয়, ভালো রুমে বসে, বেতন পায়, চিকিৎসা পায়; এগুলো দেশের দুষ্টরা দখল করেছে।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: এই ৮ জন পার্লামেন্টে গেলেও পারসেন্টেজ অনুযায়ী বালার মত খুব একটা ভুমিকা রাখতে পারবে না।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমে অনেক "স্বতন্ত্র" এমপি থাকেন; বাংলাদেশেও হয়ে থাকে ২/৪ জন, এরা কিভাবে কি করেন? ৮ জন বিশ্ব কাঁপাতে পারে!

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: "খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা অরাজনৈতিক কর্মকান্ড; বিএনপি'র বৈধতার জন্য শেখ হাসিনা বসে থাকার লোক নন।"

আপনি ঠিক বলেছেন। যে হাসিনা আঠারো কোটি মানুষকে বৃদ্ধাংগুলি দেখিয়ে রাতের আধারে ব্যালট বাক্স পূর্ন করে গদি দখল করে বসে থাকেন, তিনি বিএণপিকে সংসদে আনার জন্যে খালেদাকে মুক্তি দেবেন - এমনটি ভাবা যায় না। তবে খালেদার জেল মুক্তি শুধুমাত্র হাসিনার ইশারায় হতে পারে, অন্য কোনভাবে নয়। এটা যদি আপনি এখনও মাথায় ঢোকাতে না পারেন, তবে আপনার ব্লগ লেখা ছেড়ে দেয়া উচিত। এই বাংলাদেশে হাসিনাই এখন সবকিছুর উপরে কর্তৃত্ববান।

যাই হোক, অমিত ক্ষমতাধর যে ফেরাউন, তারও এক সময় পতন হয়। ফেরাউনের উপরেও একজন থাকেন - তিনি মহান আল্লাহ। একমাত্র আল্লাহর অলৌকিক ক্ষমতায় ফেরাউনের পতন হয়ে থাকে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


ফেরাউনরা সময়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও ভালো রাজা ছিলেন।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

জাতির বোঝা বলেছেন:
বিএনপি বিলুপ্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
আগামী নির্বাচনে অংশ নেবার জন্য মির্জাসাহেব কোন কর্মী খুঁজে পাবেন না। সবাই অন্য দলে চলে যাবেন। তখন জেলে তাদের নেতা মারাও যেতে পারেন। আর ভারপ্রাপ্ত সভাপতি ভার নেবার জন্য দেশে আসবেন বলে মনে হয় না। নগদ মালপানি কামিয়ে উনি বিলাতে বেশ বিলাসী জীবন যাপন করছেন। বাকি জীবনটাও ওখানেই কাটাবেন।

আমার এই কথাগুলো আজ থেকে ৫ বছর পর মিলিয়ে দেখবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনার অনুমান মোটামুটি ঠিক আছে!

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: "আমার এই কথাগুলো আজ থেকে ৫ বছর পর মিলিয়ে দেখবেন। "

@জাতির বোঝা, ৫ বছর লাগে কেন? এখনই তো দেখতে পাচ্ছি। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে নির্বাচিত হচ্ছে তাতে এটা স্পষ্ট যে আওয়ামী লীগের জনপ্রি্যতায় ভীত হয়ে আর কেউ নির্বাচনে দাড়ানোর সাহস পর্যন্ত করছে না। শেখ হাসিনা তাদের ভূমিধ্বস জনপ্রিয়তার কারন বিভিন্ন সময় ব্যাখা করেছেন। সারা দেশে এখন একটি আসনেও আওয়ামী লীগকে চ্যালেন্জ্ঞ করার ক্ষমতা কেউ রাখে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


দেশ এখন অনেকটা কলোনিয়েল পর্যায়ে গেছে; এতে জেনারেল জিয়া, ও বিএনপি'র অবদান আছে।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১

উম্মু আবদুল্লাহ বলেছেন: "দেশ এখন অনেকটা কলোনিয়েল পর্যায়ে গেছে; এতে জেনারেল জিয়া, ও বিএনপি'র অবদান আছে।"

হ্যা, আওয়ামী লীগ নেতারাও বলেছেন বিএনপি নিজের অপরাজনীতির কারনে প্রত্যাখ্যাত।

শুধু আওয়ামী লীগই এখন আকাশচুম্বী জনপ্রি্যতা নিয়ে জনতার দল। সে কারনেই আওয়ামী লীগের প্রার্থীর বিরূদ্ধে নির্বাচনে কেউ এখন আর প্রার্থী হয় না। এটা ভাল, কারন এতে খরচ কম হয়, কেউ জেলে যায় না, নির্বাচনে সহিংসতা হয় না। আওয়ামী লীগের আরো অনেক কাজের মত এটাও একটি প্রশংসনীয় কাজ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ জিয়ার অনুসারী, শেখের নামও ওরা ভুলে গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.