![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
জাতীয়তাবাদ হলো, এক ধরণের রাজনৈতিক মতবাদ ও ধারণা, যেখানে জাতির স্বার্থকে বড় করে দেখা হয়, এবং জাতির নিজস্ব সম্পদ, সংস্কৃতি, নিজেদের অর্থনীতি ও মানুষের আশা আখাংকাকে প্রাধান্য দিয়ে জাতীর সাংবিধানিক অধিকারগুলোকে কার্যকরী করা হয়; বাংগালীরা বৃটিশ থেকে স্বাধীন হওয়ার পর, ভাগ্য পরিবর্তন না হওয়ায়, জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়েন; সেটার ফলশ্রুতি আজকের স্বাধীন বাংলাদেশ।
বাংগালীরা পাকিস্তানের শুরুতে বুঝতে পেরেছিলেন যে, পাকিস্তানেের জনগণ ১টি জাতি নন, ২টি জাতি; সেটার পেছনে অর্থনৈতিক, ভাষা ও সরকারী ভুল পদক্ষেপগুলো কাজ করেছে। ১৯৪৮ সাল থেকেই বাংগালীরা জাতীয়বাদের দিকে চলে যান, এদের নেতৃত্ব আসেন মওলানা ভাসানী, শেরে বাংলা ও ততকালীন আওয়ামী লীগ; ১৯৬৬ সালের দিকে, জাতীয়তাবাদের নেতৃত্ব আওয়ামী লীগের হাতে চলে যায়; আজও নেতৃত্ব আওয়ামী লীগের হাতে, কিন্তু আওয়ামী লীগের লোকেরা এখন আর জাতীয়তাবাদের গরজ অনুভব করার অবস্হানে নেই, তাদের জাতীয়তাবাদের চাহিদা পুরণ হয়ে গেছে।
জেলারেল জিয়ার দলের নামের ভেতরে 'জাতীয়তাবাদী' শব্দটা আছে; এখন অনেকেই বিএনপি'র লোকদের বুঝাতে সংক্ষেপে 'জাতীয়তাবাদীরা' শব্দটা ব্যবহার করেন, এটা ভয়ংকর ভয়ংকর ধরণের ভুল; আসলে, জেনারেল জিয়া দল গঠনের সময় যাদেরকে দলের নেতৃত্বে নেয়ার জন্য টার্গেট করেছিলেন, তারা ছিল বাংগালী জাতীয়তাবাদের বিপক্ষের লোকজন, এরা বাংলাদেশের বদলে বৃহত্তর পাকিস্তানে বিশ্বাসী ছিল: এরা ১৯৭১ সালে জাতির বিপক্ষে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুদ্ধ করেছে, পাকীদের সাহায্য করেছে, বাংলাদেশ চাহেনি কোনভাবে; এরা জেনারেল জিয়া ও ততকালীন মিলিটারী অফিসারদের বুদ্ধিতে জাতীয়তাবাদী হিসেবে পরিচিত পেয়েছে দলের নামের সাথে তাল মিলিয়ে; এরা নিজেরদের জাতীয়তাবদী হিসেবে পরিচয়ও দেয়: মগজ কম থাকলে, তাদের দুনিয়াটা বেশ সহজ হয়ে যায়!
জেনারেল জিয়ার অর্থনৈতিক পদক্ষেপের মুলে ছিলো, দেশে একটা ধনীক শ্রেণী গড়ে তোলা; এটা জেনারেল আইয়ুবেরও ছিলো; এখন বাংগলীরা ২ দলে বিভক্ত: ধনী ও দরিদ্র; জাতি বড় ধরণের অসমতা নিয়ে ধনী দিরদ্রে বিভক্ত হলে জাতীয়তাবাদ বিলুপ্ত হয়ে যায়। জেনারেল জিয়ার সময়টা ছিলো ধোঁয়াসায় ভরা, দেশের শিক্ষিতরা ও সামান্য ধনীরা জিয়ার সাথে মিলে একটা নতুন শ্রেণী গড়ে তুলছিলো; জিয়া সেটাকেই জাতীয়তাবাদ হিসেবে চালিয়ে দিয়েছেন; অশিক্ষিত মানুষ জানতো না দেশ কোন দিকে রওয়ানা হয়েছে!
আজকে আমাদের দেশে চাকুরীর বড় উৎস হচ্ছে, গার্মেন্টস ও প্রাইভেট চাকুরী; এই ধরণের চাকুরীগুলোতে মালিক ও কর্মচারীর মাঝে খুবই বড় ধরণের অর্থনৈতিক অসমতার বিরোধ থাকে; এরা কি একই উদ্দেশ্য নিয়ে 'জাতীয়তাবাদ প্রতিষ্টার' দিকে যাবেন?
আজকে, আওয়ামী লীগ সরকারের আমলে, দেশ শতকরা ১৭.৪ ভাগ সুপার ধনী সৃষ্টি করেছে, এই অস্বাভাবিক ধনীদের ও সাধারণ মানুষের মাঝে কি একই সমতলের রাজনীতি 'জাতীয়বাদ' বেঁচে থাকতে পারে?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
উনি মানুষের হৃদয় থেকে শব্দটা মুছে দিয়ে, নিজের দলের নামকরণ করেছিলেন; বিশ্বের সেরা বর্ণচোরা
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭
শিবলী আখঞ্জী বলেছেন: ভাল বলেছেন,দ্বিমত পোষণ করার সুযোগ নাই
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
এগুলো নিয়ে ভাবার দরকার; আমাদেরকে আবার জাতীয়তাবাদে ফেরার দরকার; বিএনপি'কে বলতে হবে, "জাতীয়তাবাদী" শব্দটাকে বাদ দিয়ে, ওখানে "পতিত" শবদটিকে যোগ করতে।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: জিয়া সাহেব অতি চালাক ছিলেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
নিরক্ষর বাংগালীদের দাসে পরিণত করার ফর্মুলা চালু করে গেছেন।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
আলাপচারী প্রহর বলেছেন: জিয়া ছিলো ভয়ংকর ধরনের ক্রিমিনাল। মুখে কিছু বলতো না, তলে তলে জাতির মূল কেটে দিয়েছিলো। অবচেতনে আইয়ূব খাঁনের অনুকরণ করতো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
উনার রাজননৈতিক পিতা ছিলো আইয়ুব; বাংলাদেশকে পাকিস্তান বানায়ে গেছেন জেনারেল জিয়া সাহেব।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
জাহিদ অনিক বলেছেন: জাতীয়তাবাদ জিনিসটা আমার কাছে খটকা লাগে।
কাটাতারের এপারের মানুষ ভাবে ওপারের মানুষ সব অমানুষ --- পাখির মত গুলি করে মারা যায়।
আবার ধর্ম জাতীয়তাবাদ মানে না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
ইহুদীরা জাতীয়তাবাদী; ওদের ধর্ম সহজ, ওদের জ্ঞানের সাথে ধর্মের মিল আছে।
কাঁটাতারের ওপার থেকে যারা গুলি করে, তারা ভারতে অনেকটা উচ্চিস্ট, বিএসএফে চাকুরী করে ইডিয়টরা। ভারত বাংগালীদের গণনায় নিচ্ছে না, ওরা ধরে নিয়েছে এগুলো দাঁড়িহীন আফগান, মগজ ছোট।
আপনি জাতীয়তাবাদ তো বুঝার কথা নয়, আপনার শিক্ষকেরা বুঝে কিনা আমার সন্দেহ আছে। ধর্মে কোন বাদ নেই, ধর্মের জন্য দরকার কমশিক্ষিত মানুষ।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আমি স্ববান্ধব আলোচনায় প্রায়ই একটি কথা বলি জেনারেল জিয়া এমন একটি চরিত্র যাকে নিয়ে হলিউডে মুভি করা যায় এবং এটি আমি বিস্বাস করি।
১। জেনারেল জিয়া সম্পর্কে আমি যতোটুকু জানি তার থেকে মনে প্রশ্ন আসে তিনি কি হিটলারের অনুসারী ছিলেন ?
২। গাদ্দাফি, সাদ্দাম, জিয়া, হিটলার এদের গল্প কি একই সুতোয় বাধা ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৮
চাঁদগাজী বলেছেন:
এদের আগমন ও প্রস্হানে মিল আছে; তবে, জিয়াকে মাথা ঘামাতে হয়নি, মাথার কাজটা সিআইএ করেছে।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০২
সনেট কবি বলেছেন: তবে জিয়ার প্রতি জনসমর্থন ছিল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
যারা জিয়াকে না বুঝে সমর্থন করেছিলেন, তারা জাতিকে দাসে পরিণত করতে জিয়াকে সাহায্য করেছেন।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯
সনেট কবি বলেছেন: সম্ভবত জিয়ার ভক্তি এখন অনেকটা কমেছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
রাগে ক্ষোভে মানুষ একদিন জিয়ার কবরও বাতাসে উড়ায়ে দেবেন।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০
জাতির বোঝা বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: জেনারেল জিয়া একজন ভালো শাসক ছিলেন, তবে তিনি মানুষ নন ! - তিনি ভয়ংকর ক্রুয়েল দানব ছিলেন । বাংলাদেশে কথায় কথায় অনেকে মাহাথীর মোহাম্মাদের গুণগান করেন কারণ তাদের পরিবারের সন্তানরা মালয়েশীয়া শ্রম দিচ্ছেন । তাঁদের জানা নেই জেনারেল জিয়া আর মাহাথীর মোহাম্মাদ দুইজনই দানব । পার্থক্য একজন মরে গিয়ে মহানায়ক আরেকজন বেঁচে থেকে মহানায়ক ।
মাহাথির আর জিয়াকে এক পাল্লায় মাপা ঠিক হবে না।
জিয়া একটা সামরিক এক নায়ক। অসাংবিধানিক রাষ্ট্রপতি। হত্যাকারী।
মাহাথির গণমানুষের নির্বাচিত নেতা। মাহাথির এর তুলনা কেবল মাহাথিরের সাথেই সম্ভব।
জিয়ার তুলনা করার জন্য অনেক সামরিক শাসক আছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
আমরা পাকিস্তানীদের মত সামরিক জাতি নই; তারপরও, পাকিস্তানে ২৩ বছর থাকার কারণে, আমাদের মাঝেও ভুয়া সামরিক মনের মানুষের সৃষ্টি হয়েছে, এরা জেনারেল জিয়া ও জেনারেল এরশাদকে জনপ্রিয় করে, নিজের পায়ে ও জাতির কপালে কুড়াল মেরেছেন।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ সাহেবের ব্যর্থতার পর জাতিকে জিয়া যাহা দিয়েছিলেন তা সার্থক হয়েছিল। এখন সেটা যে নামেই চালানো হোক না কেন...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন:
স্যরি, আপনি জাতি বলতে ফালু, সালমান রহমান, ওরিয়ন, আলম ব্রাদাস, বসুন্ধরা, সামিট পাওয়ার, খুলনা পাওয়ারকে বুঝেন; জাতীয়তাবাদ আদোলন আপনার উপর প্রভাব ফেলেনি, ৪৮ বছরে কয়েক কোটী মেয়ে কি করে ঝি ও চাকরাণী হয়েছে, ড: কামালের মেয়ে কি করে মিলিয়ন ডলারের আইনবিদ হয়েছে, সেটা আপনার কাছে পরিস্কার নয়; আপনি কেন বিদেশে অন্য জাতির জন্য শ্রম দিচ্ছেন, সেটাও আপনি ভাবছেন না।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪
খাঁজা বাবা বলেছেন: ইউ এস পাসপোর্টে আপনার জাতীয়তা কি?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমার পাসপোর্ট আমার জন্মভুমির, আমার জাতির দেয়া
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯
আখ্যাত বলেছেন: জাতীয়তাবাদ হলো, এক ধরণের রাজনৈতিক মতবাদ ও ধারণা, যেখানে জাতির স্বার্থকে বড় করে দেখা হয়[/sb
মাথাকোটা মৌলবাদীরা “জাতীয়তাবাদ” মানেনা।
কারণ তাদের প্রিয়তম নেতা বলে গেছে-
“ হে মানব সকল! নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ একজন, তোমাদের সকলের পিতা হযরত আদম (আঃ)। আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোন মর্যাদা নেই। ‘তাকওয়াই’ শুধু পার্থক্য নির্ণয় করবে”
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
মৌলবাদীরা বর্তমান পৃথিবীর জন্য সন্ত্রাস ও জল্লাদ।
সৃষ্টির মুলে প্রাকৃতিক শক্তি কাজ করছে, আধুনিক মানুষ সেটাকে অনুধাবন করছেন, জীবনের উপর সেটার প্রভাব কার্যকর।
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
আখ্যাত বলেছেন: প্রতিউত্তরটি প্রাসঙ্গিক মনে হয়নি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
স্যরি, অতটুকুই আমার ধারণা
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: ***জাতির বোঝা ভাই আপনি আমার পুরো কমেন্ট পড়েছেন জেনে ভালো লেগেছে, ধন্যবাদ। জিয়া প্রসঙ্গ নিয়ে আমার নিজের ও পোষ্ট আছে তাছাড়া চাঁদগাজী ভাই যা বলেছেন তাতে আমার ১০০% সমর্থন আছে ।
***মাহাথীর মোহাম্মাদের প্রসঙ্গে আসি - সাদ্দাম, গাদ্দাফী, জিয়া, হিটলার থেকে মাহাথীর মোহাম্মাদের চরিত্র পার্থক্য করা কঠিন, তিনি ক্ষমতায় এসে কমবেশী ৯,০০০ ( নয় হাজার) বিদ্রোহী, রাজনৈতিক সহ সরকারী বেসরকারী কর্মকর্তার রক্তের উপর তার ক্ষমতা প্রতিষ্টিত করেন এবং তাকে এই কাজে সহায়তা করেন রয়েল মালয়েশিয়ান পুলিশ।
অনুগ্রহ করে ১৪ নম্বর কমেন্টটি মুছে দিন।
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
আজ একজনের সাথে এই বিষয়ে কথা হয়েছে । বাংলাদেশে এখন ধনীদের সংখ্যা বাড়ারা সাথে গরীবের সংখ্যাও বাড়ছে । এটা কিন্তু কেউ বলছে না । তাছাড়া জাতীয়তাবাদী অনেক আগেই বিলুপ্ত হয়েছে । সবাই এখন নিজ নিজ ধান্দা করে বেড়ায় ।
প্রাইভেট জব করি তাই বলতে পারি । তারা দেশের কথা খুব কম ই ভাবে । তাদের কাজ হচ্ছে প্রফিট আনা আর পকেট ভরা ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
এখনকার অবস্হাটা সৃষ্টি করার জন্য সিআইএ আমাদের জেনারেল জিয়াকে ব্যবহার করেছেন: দরিদ্ররা দাসে পরিণত হয়েছে, জেনারেল নিজেও গাধার মত প্রাণ হারায়েছেন; উনার পরিবারের অবস্হা থেকে অবস্হা অনুমান করা সম্ভব।
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬
ইব্রাহীম আই কে বলেছেন: আপনি কি, "আমার ফাঁসি চাই" বইটা পড়ছিলেন?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
না, লেখককে আমি জানতাম, লোকটা নিজেই গার্বেজ
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সামিরক শাসকদেরকে আমার ভালো লাগে না। সেটা যেই হোক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
উপনিবেশের পর, বড় সমস্যা ছিলো সামরিক সরকারগুলো; এরা অনেক জাতিকে দাসের জাতিতে পরিণত করেছে; জেনারেল জিয়া আমাদের জাতিকে বিভক্ত করে পংগু করে দিয়েছে।
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২২
ম্যানচিনেইল বলেছেন: প্রথমেই ভাল লিখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আসলে ১৯৪৮ সালে বাঙালি জাতি নিজেদের অস্তিত্ব বুঝানোর জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ হয়েছিল।
সেই ঐক্যবদ্ধতা আমরা পরবর্তীতে ৫২, ৬৯, ৭০, ৭১ সালেও দেখতে পাই।
কিন্তু পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে লক্ষ্য করলে স্পষ্টভাবেই দেখতে পাই যে, কিছু কিছু অসৎ ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য জাতীয়তাবাদ শব্দটা বারবার ব্যবহার করলেও জাতীয়তাবাদের মূলমন্ত্র বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মধ্যে দেখা যায় নি। প্রত্যেক দলই তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করেছে।
কিন্তু সমগ্র জাতির মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টির লক্ষ্যে কোন দলই কাজ করে নি।
মোট কথা সব রাজনৈতিক দলই নেতৃত্ব চায়। কোন দলই সামগ্রিকভাবে সমগ্র দেশের সকল জনগণের মধ্যে একতাবদ্ধতা সৃষ্টির কোন সুযোগই সৃষ্টি করে নি।
স্বাধীনতা যুদ্ধের আগে জাতির মধ্যে যে ঐক্যবদ্ধতা ছিল, তার অনুপ্রেরণা এখন আর খুঁজে পাওয়া যায় না।
এর মূল কারণ কি?
এর মূল কারণ হিসেবে আমি মনে করি, রাজনৈতিক দলগুলোর ব্যক্তিকেন্দ্রিকতা এবং সন্ত্রাসীমূলক কর্মকান্ড। প্রতিশোধ্মূলক রাজনৈতিক আচরণও এর অন্যতম কারণ বলে বিবেচনা করা যেতে পারে।
যাই হোক আপনার পোস্টটি ভাল লাগছে।
আশা করি এমন নিরপেক্ষভাবে রাজনৈতিক আলোচনা কিংবা সমালোচনা আপনার কাছ থেকে আর পাব।
পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার ছোট পরিসরের চিন্তাভাবনায় ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনার ধারণাগুলো সঠিক আছে! একটি যায়গায় সমস্যা আছে, লাইনটি নীচে দিচ্ছি:
"প্রত্যেক দলই তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করেছে। "
-দলগুলো আসলে অন্য দলকে বিলুপ্ত করার সংগ্রামে জড়িত ছিলো ও আছে; কোন দল, অন্য দলকে রাজনৈতিক দল হিসেবে সন্মান করে না; কারণ, দলগুলো রাজনীতি করে না।
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০
অক্পটে বলেছেন: আপনারাতো হাম্বালীগ তরীকার লোকজন প্রতিদিন বিষ্ঠা ছড়ানোই আপনাদের কর্ম। শুধুমাত্র হাম্বাগুলো বাদে আমরা সবাই রাজাকার, মাথামোটা প্রশ্নফাঁস প্রজন্মের পাস করা বেকুব।
হাসিনার কর্মকান্ড দেখেও যদি লজ্জিত না হন তাহলে আমরা লজ্জহীনের গার্বেজ গুলোই পড়ছি প্রতিদিন। নিরুপায় আমরা আসলেই। আমরা পড়বো আপনার আরো ৩ টা বই যেগুলো ইতিহাস বিকৃতির গাবের্জ দ্বারা পূর্ণতা পাবে, কারণ বদি-শামীম যে কোম্পানীর মেইড আপনিওতো তাই, কি করে লিখবেন আপনি সত্য ইতিহাস কারণ জিয়া কাদের সিদ্দিকী এরা তো রাজাকার।
ধিক্কার আপনাকে ও আপনার পালের বলদগুলোকে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০
চাঁদগাজী বলেছেন:
আপনার মগজের প্রসেসিং ক্ষমতা কম; জিয়া জাতিকে ২ ভাগে বিভক্ত করেছেন, জেনেটিক্যালী আপনি উনার দাসদের ভাগে পড়ে গেছেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১
ঠাকুরমাহমুদ বলেছেন: জেনারেল জিয়া একজন ভালো শাসক ছিলেন, তবে তিনি মানুষ নন ! - তিনি ভয়ংকর ক্রুয়েল দানব ছিলেন । বাংলাদেশে কথায় কথায় অনেকে মাহাথীর মোহাম্মাদের গুণগান করেন কারণ তাদের পরিবারের সন্তানরা মালয়েশীয়া শ্রম দিচ্ছেন । তাঁদের জানা নেই জেনারেল জিয়া আর মাহাথীর মোহাম্মাদ দুইজনই দানব । পার্থক্য একজন মরে গিয়ে মহানায়ক আরেকজন বেঁচে থেকে মহানায়ক ।