নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মুসলমানেরা স্বদেশ ছেড়ে খৃষ্টানদেশে কেন?

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৩

প্রধান কারণ দারিদ্রতা ও নীচুমানের শিক্ষা; বড় কারণ নিরাপত্তাহীনতা! মুসলমানেরা অন্য মুসলমান দেশে গেলে, তাদেরকে দাসের সমান অধিকারও দেয় না। অনেক মুসলিম দেশে, স্বদেশের সরকার, প্রশাসন, প্রতিবেশী তাদের প্রতিকুলে, সেই তুলনায় পশ্চিমের খৃষ্টান দেশে তারা সাহায্য পায়, নিরপত্তা পায়, আয়ের পথ খুঁজে পায়, শিক্ষার সুযোগ পায়। সিরিয়ার রিফিউজীরা বাংলাদেশে এসেছে? তারা তুরস্কেও থাকেনি, চলে গেছে জার্মানী।

আজকের বাংলাদেশে কি পরিমাণ মানুষ রোহিংগাদের রাখতে চাচ্ছে? বেশীরভাগই রোহিংগাদের তাড়িয়ে দেয়ার পক্ষে। মুসলমানেরা নিজ দেশ থেকে অন্য ধর্মীদের তাড়িয়ে দিয়েছে নির্মমভাবে, তারপর নিজের লোকদের উৎখাত করণে মনোযোগ দিয়েছে আজকাল।

হযরত মোহাম্মদ ( স: ) ইয়েমেনের দিকে, বা কুফায় কেন হিজরত করেননি? কারণ, ইয়েমেন ছিল দরিদ্র, কুফার লোকেরা ছিলো উগ্র; মদীনার লোকেরা ছিল অপেক্ষকৃত সম্পদশালী ও নিরাপদ। নবী ( স: ) এর হিজরতের জন্য তখনকার দিনে সবচেয়ে ভালো যায়গা হতে পারতো, জেরুসালেম, কিংবা দামাস্কাস; তিনি সেইদিকে যাননি কেন? কারণ, ওখানে তখন রোমানরা, ওরা তখন নতুন খৃষ্টান; ওদের রক্তে তখন টগবগে নতুন খৃষ্টানধর্ম, উহা নতুন করে কোন ধর্মকে সহ্য করার মতো অবস্হানে ছিলো না। আজকের খৃষ্টানধর্ম অনেকটা পোষ মেনেছে, আগের মতো ক্রুসেড ক্রুসেড করছে না।

৪/৫ বছর আগে, লন্ডন থেকে একটা তাবলীগ জামাত এসেছিলো, উহাতে অনেক শিক্ষিত লোকজন ছিলেন; একজন ছিলেন বুয়েট থেকে পাশকরা মেকানিক্যাল ইন্জিনিয়ার, পরে সুইডেনে ইন্ড্রাস্ট্রিয়েল ইন্জিনিয়ারিং এ মাস্টার্স করেছেন; উনি উনার বক্তৃতায় অনেক কথার মাঝে বললেন যে, আগামী ৩০ বছরের মাঝে বেলজিয়াম ও ৪০/৫০ বছরের মাঝে ফ্রান্স, ইংল্যান্ড মুসলমানদের করতলে এসে যাবে। উনি বক্তৃতা শেষে প্রশ্নোত্তর দিচ্ছিলেন; আমার ১ম প্রশ্ন ছিলো, উনি কি চাকুরী করছেন, নাকি বেকার? উনি বেকার ছিলেন। আমার ২য় প্রশ্ন ছিলো, "ইউরোপের মহানজাতিগুলো: ফরাসী, ইংরেজ, ওলন্দাজরা মুসলমানদের করতলে এলে, উহা কি বিরাট এক সভ্যতার পরাজয় হবে না?" উনি উত্তরে বলেছিলেন, আল্লাহ তাদেরকে আরো বড় সভ্যতার পতাকাতলে আনছেন! কিছুদিন আগে, ব্লগেও এই ধরণের এক পোষ্টে এক ব্লগার বলেছিলেন যে, ইউরোপ মুসলমানদের অধীনে চলে আসবে। বুঝতে হবে, ইহা কোনভাবে সভ্যতাকে সাহায্য করবে কিনা?

সব মুসলমান দেশে দরকারের বেশী সম্পদ আছে, মাহাথির সেটা প্রমাণ করেছে; সিরিয়ানরা সম্পদের অভাবে দেশ থেকে পালায়নি, পালায়েছে ধর্মের কারণে, অশিক্ষার কারণে। মালয়েশিয়া, কানাডাতে বাংগালী পল্লী গড়ে উঠছে বাংলাদেশ থেকে সম্পদ চুরির কারণে; বাংগালীরা দেশ ছাড়ছে কারণ দেশের সরকার ও প্রশাসনে গর্দভের সংখ্যা বেড়ে গেছে; আরবেরা দেশ ছাড়ছে, কারণ আরবেরা নিজ গোত্রের বাহিরের আরবদের কিছু দিতে চাহে না; ইরানীরা দেশ ছাড়ছে, কারণ স্বয়ং সরকারই জংগীবাদের জন্মদাতা; পাকিস্তানীরা দেশ ছাড়ছে, কারণ উহাকে এখন দেশ বলেই মনে হয় না।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

ওসেল মাহমুদ বলেছেন: বিক্ষিপ্ত বিশ্লেষণ ! সিরিয়ান মুসলিমরা স্বেচ্ছায় পালায়নি, পরাশক্তিদ্বয়ের নি:স্ঠুরতা মাধ্যমে যে পরিস্থিতি তৈরী করা হয়েছে ,তাতে বাধ্য হয়েছে স্বদেশ ছেড়ে বিভূই্য়ে পালাতে ! তবে ভারতীয় উপমহাদেশের দেশ গুলো থেকে পাশ্চাত্যের দেশ গুলোতে কেন মানুষ যায় তার যথাযথ ব্যাখ্যা দিয়েছেন ! মুসলমানদের উপর মসজিদে যে বর্বর হামলা হলো এর সমুচিত সমালোচনা থাকবে আপনার লেখায় এমনটা আশা করেছিলাম ! ভালো থাকবেন !

১৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


সিরিয়ার মুল সমস্যা হলো, সুন্নী, শিয়া ও ওয়াহাবী সমস্যা।

২| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: যে মানুষ ঈশ্বরের অংশ তার ভেতর এত ক্ষুদ্রতা কেন ?
যে মানুষ ঈশ্বরের অংশ তার ভেতর এত ক্ষুদ্রতা কেন ?
যে মানুষ ঈশ্বরের অংশ তার ভেতর এত ক্ষুদ্রতা কেন ?

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


কিছু মুসলমান বাকী মুসলমানদের সব সম্পদ ও অধিকার করে নিয়েছে মুসলিম দেশগুলোতে।

৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: পুরো বিশ্বে রেসিজম বাড়ছে, ভিন্ন ধর্মের প্রতি সহনশীলতা কমছে এবং এর ফায়দা তুলছে অস্ত্র ব্যবসায়ীরা ।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


রেসিজমের কারনে বাংগালীরা "ডিবি ভিসা" পেয়ে আমেরিকা এসেছে, ১ মিলিয়ন সিরিয়ান জার্মানীতে গেছে, ইরান থেকে ইহুদী বিতাড়িত হয়েছে, আফগানিস্তান থেকে বৌদ্ধরা বিতাড়িত হয়েছে।

৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৩

আকতার আর হোসাইন বলেছেন: কিছু অংশ যৌক্তিক, কিছু অংশ অযৌক্তিক।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


অন্য ধর্মীদের মুসলিম দেশ থেকে তাড়ানো হয়েছে, এটাই লজিক্যাল পদক্ষেপ?

৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:০৩

জুন বলেছেন: বেশিরভাগ মানুষই না পেরে অন্য দেশে শরনার্থী হয়ে যায় । এই রোহিংগারাই কি এমনি এমনি আমাদের দেশে এসেছে ?
তবে কিছু মানুষের কথা আলাদা । ব্যতিক্রম কখনো নিয়ম হয়না ।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


আজকে পশ্চিমের ভিসা দিলে, ১২ কোটী বাংগালী, ১০ কোটী আফগানী, ১৪ কোটী পাকিস্তানী ইউরোপ, আমেরিকা চলে যাবে।

৬| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৩

আখ্যাত বলেছেন: :
ইউরোপ মুসলমানদের অধীনে চলে আসলে ইহা কোনভাবে সভ্যতাকে সাহায্য করবে কিনা জানি না।
তবে পূর্ববাংলার মানুষ সেখানে সভ্যতার চরমতম উৎকর্ষ প্রত্যক্ষ করছে।
টুকরো টুকরো করা লাশের পরিচয় মুহূর্তের মধ্যেই বের করতে পারছে রাষ্ট্র।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা পারলে, কমপক্ষে ১২ কোটী দেশ ছেড়ে পালাতো পশ্চিমে।

৭| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৫

নাসির ইয়ামান বলেছেন: অনেকটা সহমত!

১৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


সম্পদ ও ক্ষমতাহীন মুসলিমরা নিজ দেশে কেহ নন।

৮| ১৭ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ পোস্ট স্যার!প্র‌তি‌টি লাইন যু‌ক্তিপূর্ণ। প‌ড়ে বি‌মো‌হিত হলাম।

অসাধারণ পোস্ট স্যার!প্র‌তি‌টি লাইন যু‌ক্তিপূর্ণ। প‌ড়ে বি‌মো‌হিত হলাম।

১৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



যেই দেশের মানুষ দেশ ফেলে চলে যায়, সেই দেশের সরকার অভিশপ্ত

৯| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকার জন্য। টাকা থাকলে কেউ সহজে দেশ ছাড়ে না...

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


দারিদ্রতা, নাকি লোভ?

খৃষ্টানদের কাছে এতো সম্পদ এলো কি করে?

১০| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০২

রানার ব্লগ বলেছেন: আপনি জিজ্ঞাসা করতে পারতেন কেন ইউরোপ দখল করতে চায় তারা, অর্থের জন্য না প্রতিপত্তির জন্য নাকি জন্ম হাড় বেশি বলে থাকার জায়গার অভাব পরছে।

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


ইউরোপ বর্তমান সভ্যতার শুরুর কেন্দ্র, সেটা ভুল লোকদের হাতে গেলে বিশ্বের ক্ষতি হবে।

১১| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের মানুষ মুলত কাজের / চাকুরির সন্ধানে বিদেশ যাচ্ছে।
এত অল্প জাগায় এত মানুষ কাজ কোথায় পাবে? কাজ না পেয়ে বাধ্য হয়ে মানুষ বিদেশ যাচ্ছে।
বাংলাদেশে ঘণবসতি কতটা প্রকট?
পৃথিবীর সমস্ত লোকজনকে ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দিলেও বাংলাদেশের মত ঘণবসতি হবে না। অষ্ট্রেলিয়া নিউজিল্যান্ড আরো ফাঁকা
বাংলাদেশে এত মানুষ এত অল্প জাগায় কাজ কোথায় পাবে? কাজ না পেয়ে বাধ্য হয়ে মানুষ বিদেশ যাচ্ছে।

ধনী মুসলিম দেশগুলো নিম্নমানের কাজ দিলেও, মানুষকে রেসপেক্ট করে না, মানুষই মনে করে না। বেতন আটকে রাখে। রিকন্ট্রক্টের নামে আবার মোটা টাকা কেড়ে নেয়। নির্জাতিত হলেও মামলা করতে দেয় না। কোন মহিলা সেদেশে কাজে গেলে, দেহকে নিজস্য সম্পত্তি মনে করে, পাশবিক নির্জাতন তো আছেই। কোন বিচার নেই। দির্ঘদিন থাকতে দেয় না। নাগরিকত্ত তো দুরের কথা।

কিন্তু ইউরোপ, নর্থ আমেরিকা (আমেরিকা-কানাডা), অষ্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও জাপানের মত সভ্য দেশগুলো ফ্রীসেক্সের দেশ হলেও বাংগালী মহিলারা কাজ সেরে রাত ১টায় একা বাসায় ফিরলেও পথে বা কর্মস্থলে কেউ নির্জাতন করে না, কেউ অনিরাপদ বোধ করে না। কেউ ভয় পায় না।
এসব সভ্য দেশগুলো আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে দেয়, স্কলারশিপ দেয়, চাকুরি দেয়, নাগরিকত্ব দেয়।
অবৈধভাবে আসলেও টেম্পরারি পারমিট দেয়, কিছুদিন চাকরি করতে দেয়।
এভাবে প্রায় ১ কোটির বেশী বাংলাদেশী সেসব দেশে মোটামুটি স্থায়ী ভাবে গ্রিনকার্ড বা নাগরিকত্ব নিয়ে কমবেশী ভালভাবেই আছে। দেশে টাকা পাঠায়।

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:

মুসলমানরা ভুল পথে আছে, তারা নিজের মানুষকে মাছির মতো মারে; তারা নিজের মানুষকে প্ল্যান করে শিক্ষা থেকে বন্চিত করে, একে অনয়ের মেয়েকে চাকরাণী বানায়।

১২| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: আরো গোড়ার কথায় আসেন যখন ইউরোপের বিভিন্ন প্রভাবশালী দেশগুলোর খৃষ্টান শ্বেতাংগ জনগোষ্ঠি আজকের আমেরিকা অস্ট্রেলিয়ার আদিবাসীদের উচ্ছেদ করে সেখানে বসতি গেড়ে ছিল কেনো ? তারা যে কারনে গিয়েছিল আজও মানুষ সেই কারনেই বিভিন্ন উন্নত দেশে যায়, এখানে ধর্ম কোন ব্যপার না বলেই আমি মনে করি । যেসব সুযোগ সুবিধা সহ ব্লগার হাসান কাল বৈশাখি উল্লেখ করেছে তা কোন ধনী মুসলিম দেশে দিলে তারা সেখানেই যেতো চাদগাজী ।

*আপনি আমাকে পিগমী বলবেন না ।

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


তখন ইউরোপ শিক্ষিত ছিলো না, তারা নিজভুমে সম্পদ সৃষ্ট করতে জানতো না; আজকের ইউরোপ নিজের মাটিতে সম্পদ সৃষ্টি করে, নিজের লোকদের নিয়ে শান্তিতে থাকার মতো শিক্ষিত হয়ে উঠেছে।

যেই সময়ে ইউরোপ তার পংকিলতা থেকে বের হয়েছে, সেই সময়ে মুসলমানেরা বের হয়নি, আজো বের হওয়ার কোন লক্ষণ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.