নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অবশ্যই ব্লগার নুরু সাহেবের অভিশাপ কাজ করছে

০৯ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:২৭



৩/৪ দিন আগে, আমার কাজের যায়গায়, কাফেটেরিয়াতে একটা ফিলিপাইনি তরুণী আমাকে কম খাবার দিয়ে ঠকানোর চেষ্টা করেছিলো; আমি ঠকতে চাইনা সহজে, সেইদিক থেকে রক্ষা হয়েছে; কিন্তু তরুণীর এই মনোভাব আমাকে খুবই কষ্ট দিয়েছে। কাফেরেটিয়াগুলোতে গরম খাবার বেড়ে দেয়া হয় অনেকটা অনুমানের ভিত্তিতে, মেয়েরা এই ব্যাপারে দক্ষ; তারা কাউকে কম খাবার দিয়ে মনোকষ্ট দিতে পারে, এই ব্যাপারটি আমার মাথায় আসেনি কোনদিন; এরা সবাইকে খুশী করতে চায়।

প্রথমত: এইদেশে জন্মনেয়া একটা ফিলিপাইনি মেয়ে কেন কাফেটেরিয়ায় কাজ করছিলো সেটাও আমার মাথায় ঢুকছিলো না; এরা কমপক্ষে নার্সিং ইত্যাদি পেশা হিসেবে নেয়। যাক, সেদিন গ্রীল চিংড়ি, গ্রীল ফুলকপি, গ্রীল টমেটো ও ভাতের কম্বিনেশন ৮ ডলারে বিক্রয় হচ্ছিল; ভাতগুলো দেখতে ভালো দেখাচ্ছিলো না, আধাসেদ্ধ; আর ফুলকপিকে মাখনের মাঝে প্রায় ঢুবিয়ে রেখেছে। সবকিছুর দাম আলাদাভাবে লেখা আছে; আমি শুধু চিংড়ি ও টমেটো চাইলাম; মেয়াটা গুণে গুণে ৪টি চিংড়ি ও টমোটো দিলো; প্যাকেটের উপর দাম লিখে দিলো ৭ ডলার। আমার সামনে যারা কম্বিনেশন নিয়েছে, তাদেরকে সে ৭/৮টা করে চিংড়ি দিয়েছে; আমাকে দিয়েছে ৪টি; আমি তার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাইলাম না, পেছনে বেশ কয়েকজন লাইনে।

আমি তার মুখের দিকে তাকিয়ে দেখলাম, সেখানে হাসি নেই; কাষ্টমার হিসেবে আমাকে নিয়ে কোন উৎসাহ নেই। ঠিক আছে, আমি ঠকতে চাই না, আমি ক্যাশিয়ারের কাছে যাবার আগে প্যাকেটাকে গার্বেজে ফেলে দিয়ে অন্য খাবার নেবো। চারিদিকে চেয়ে দেখি গার্বেজ নেই, শুধু ক্যাশিয়ারের পেচনে গার্বেজ! এরা কি আমার থেকেও চালাক? আমি সালাদ ও স্যুপ নিলাম; সালাদ নেয়ার সময়, সালাদের পাশে চিংড়ির প্যাকেটটাকে রেখে দিলাম; ক্যাশে স্যুপ ও সালাদের পয়সা দিয়ে চলে এলাম।

আমার ধারণা, এই প্যাকেটটা ওরা পরে পেয়েছে, হয়তো মেয়েকে বলেছে যে, কোন এক কাষ্টমার খাবার রেখে চলে গেছে; যদি সে সেটা শোনে, আমাকে হয়তো স্মরণ করতে পারবে! মনে হয় না, আমি ব্যতিত অন্য কেহ কম্বিনেশন না নিয়ে, শুধু চিংড়ি ও টমেটো নিয়েছিলো। গত কয়দিন সে যেসব খাবার বেড়ে দিচ্ছিল, আমি সেগুলো নিচ্ছিলাম না। তার খাবারের সামনে গেলে, সে কেমন আমাকে ঘুরেফিরে দেখছিলো! হয়তো এটা আমার সন্দেহ!

আজকে দেখি সেই একই মেন্যু, এবং সেই মেয়েটাই সেখানে; লাইনে কেহ নেই; আমি কাছে গিয়ে খাবারগুলো দেখলাম, সে বললো,
-শুধু চিংড়ি ও টমেটো দেবো?
-না, লাগবে না, ধন্যবাদ!

তার সাথেই লাগানো টেবিলে, স্যামন মাছ ও বেইক করা ছোট আলু বিক্রয় হচ্ছিল; আমি সেখানে অর্ডার দিলাম; এখানকার মেয়েটা বেছে বেছে আমাকে মাছের বড় একটা টুকরো দিলো; অনেকগুলো আলু দিয়ে, মেন্যুর বাইরে বোতলে রাখা ২টি লবনাক্ত শসা ও টমেটো দিলো। আমি বললাম,
-তুমি এতকিছু কেন দিচ্ছ!
-তোমাকে দেখে মনে হয়, তুমি খেতে পছন্দ কর, মেয়েটা হাসলো!

আমি ধন্যবাদ দিয়ে চলে আসার সময় ফিলিপাইনী মেয়েটার দিকে তাকালাম; দেখি, সে আমার ট্রে'র দিকে আর ঐ মেয়েটার দিকে তাকাচ্ছে!

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৩১

ঢাকার লোক বলেছেন: আপনার অন্যান্য অরাজনৈতিক লেখার মতই এটিও বেশ সাবলীল! বিশেষ বড় কোন ঘটনা নয়, তবু সুন্দর বর্ননা করেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৮

চাঁদগাজী বলেছেন:



খুবই সামান্য ব্যাপার, অকারণে মেয়েটা নিজকে ছোট করেছে!

২| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এবার খুব বেশী ঝা‌মেলা হয়‌নি। শুভ কামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৯

চাঁদগাজী বলেছেন:


কাজের যায়গা, সবাই সবাকে চেনে, এজন্য আমি আমি কিছু করিনি; বেচারী ঠিকই টের পেয়েছে।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেয়েটি খাবার কম দিয়ে আপনাকে ঠকানোর চেষ্টা করছিল কেন? সে তো ক্যাফেটরিয়ার মালিক নয়, কর্মচারী। এই কাজ করে তার লাভ কী?

০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:১২

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ বুঝে না, এগুলো মিলিয়ন ডলারের ব্যবসা, এবং ওরা কাজ করে মাত্র, আজ আছে কাল নেই! কিছু মানুষ কিছুতেই আসল ভালো ব্যাপারগুলো রপ্ত করতে পারে না।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৩

শরীফ বিন ঈসমাইল বলেছেন: হয়ত আপনাকে ভালবেসে কম খাবার দিছে বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আবার যদি হয় চিংড়ি তাহলে তো আরো বেশী ক্ষতিকর :P

০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৫

চাঁদগাজী বলেছেন:


মেয়াটাকে দেখে তা মনে হয়নি।
আজকাল মানুষ তিলকে তাল করে, ভালো খাবার মানুষের ক্ষতি করে না; হোক সে ডিম, চিংড়ি, বা ঘি; শুধু ভেজাল ও খারাপভাবে প্রস্তুত মানুষের জন্য ক্ষতিকর। তবে, পেঁয়াজু, মেয়াজু ভয়ংকর।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: আপনি অনেক দুষ্ট আছেন।

০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৭

চাঁদগাজী বলেছেন:


কেহ ঠকাতে চাইলে আমি টের পাই; আমি ভালো ব্যবস্হাও নিই; কাজের যায়গা দেখে মেয়েটাকে কিছু বলিনি

৬| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Again....... Girls B:-)

০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৯

চাঁদগাজী বলেছেন:


পৃথিবী সুর্যের চারিদিকে ঘুরে, উল্টো সত্য নয়।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:২০

তারেক_মাহমুদ বলেছেন: ব্লগার নুরু সাহেবের অভিশাপেই তাহলে মেয়েটা আপনাকে ঠকানোর চেষ্টা করছে

০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০২

চাঁদগাজী বলেছেন:


সম্প্রতি, যেকোন অঘটন ঘটলেই আমার মনে হয়, নুরু সাহেবের অভিশাপ কাজ করছে; উনি বলেছিলেন, ঈদের পর থেকে আমার অবস্হা খারাপের দিকে যাবে।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০১

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা তাহলে নুরু ভাইয়ের কেরামতি বলছেন?
তবে নিঃসন্দেহে নুরু ভাই ধন্যবাদ পাওয়ার অধিকারী। ব্লগে নুরু ভাইয়ের এরকম ঠকানো বিদ্যাই যে আপনার উপযুক্ত গাইড লাইন এবং যার বহুমুখী বাস্তব প্রয়োগে কর্মক্ষেত্রে মেয়েটির ঠকানোর খপ্পর থেকে নিজেকে উদ্ধার করতে পারলেন, তার সিংহভাগ কৃতিত্ব নুরু ভাইয়ের প্রাপ্য। অলিখিত গুরু-শিষ্যের এমন মেলবন্ধন চলতে থাকুক আর আমরা ব্লগে মজার মজার অভিজ্ঞতার সাক্ষী হই।

০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২২

চাঁদগাজী বলেছেন:


নুরু সাহেব ব্যস্ত আছেন, ষ্টিফেন হকিং, ডেড ওয়াকিং সাহেবেরা মরে গিয়ে উনাকে ব্যস্ত রেখেছেন, ভালো! না হয়, আমার অবস্হা আরো খারাপ হয়ে যেতো।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ বু্দ্ধিরগুনেই বেঁচে গেলেন এই বিশাল প্রতারনা থেকে।

০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


মেয়েটার বেকুবী আমার মন খারাপ করেছে, সেও টের পেয়েছে যে, কাজটা ভালো হয়নি।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২০

বাংলার মেলা বলেছেন: কেন জানিনা আপনার শুধু মেয়েদের সাথেই লাগে। এটা বয়সের দোষ হতে পারে। তবে আপনার বয়েস না তাদের বয়েস, সেটা অবশ্য জানিনা।

০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা হলো শান্তির উৎস

১১| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় মেয়েটি জীবনে একটি বড় শিক্ষা পেয়েছে আপনার কাছ থেকে! সে জীবনে আর কম দিবে না!

আমেরিকায় দুবার গিয়ে আমার একটি জিনিষ চোখে পড়েছে, আমার কয়েকটা দেশে থাকার অভিজ্ঞতায় যা খুব একটা দেখিনি!
আমেরিকায় রাস্তা ঘাটা মাঝে মাঝেই পাগলা লোক দেখা যায়, রাস্তা-ঘাটে থাকে মনে হয়, জামা-কাপর কেমন জানি, একা একাই চিল্লা চিল্লি করে, আমি দুবার গিয়েছি দুবারই এরকম কয়েকজন লোক দেখেছি!!!

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


এরা আমেরিকান ক্যাপিটেলিজমের বলি, এরা হোমলেস; এদের জন্য সরকার তেমন ব্যয় করতে চাহে না; ইসরায়েলের ধনীদের জন্য আমেরিকা টাকা দেয়, নিজের গরীবদের কিছু দেয় না তেমন।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

নীলপরি বলেছেন: আপনার ৩নং প্রতিউত্তরটা ভালো লেগেছে । এটাই সঠিক বিশ্লেষণ ।

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


কিছু মেয়ে বুঝতে ভুল করে: প্রকৃতি তাদের সুন্দর ও দয়ালু করেছে, সেটা কেহ কেহ বুঝতে পারে না।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পনার টুকরো টুকরো গল্পগুলি বেশ মজার হয়।

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


আমাদের রাজনীতি এমন যায়গায় গেছে, লিখতে গেলে মাথা ঠিক থাকে না।

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

জুন বলেছেন: আমি ব্যংককে সেন্ট ইতোলিও থেকে হোল গ্রেন রুটি কিনি। সেখানের মেয়েগুলো কিভাবে সবাইকে খুশী করবে তা দেখে আমি অবাক হই। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। একবার মাস তিনেক পরে আমি গিয়েছিলাম মেয়েটি কাউন্টারের পেছন থেকে বের হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে ভাংগা ভাংগা ইংরেজিতে প্রশ্ন করে এতদিন আমি কোথায় ছিলাম?
আর ফালি করা কাচমিঠা আমার প্যাকেট কিনি যেই বুড়ো দরিদ্র এক মহিলার কাছ থেকে সে প্রতিবার আমাকে দু তিন পিস বেশি করে দেয়। যেদিন আমি ওই এলাকা থেকে চলে যাবো ইশারায় বলার পর সেদিন আর আমের দাম বিশ বাথ কিছুতেই দিতে দেয় নি। তার কাছে বিশ বাথ অনেক মুল্য। তবে এর বিপরীত চিত্রও আছে তবে কম সংখ্যায় । তাদের অকারণ এমন ব্যবহারে আমি আপনার মতই বিস্মিত হই।
আপনার এই ধরনের জীবনের চালচিত্র ধরনের লেখা বেশ উপভোগ্য।

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


এখানে খাবার পরিবেশযনে থাই ও জাপানীজরা নাম করেছে, দ: কোরিয়ার মেয়েরাও চেষ্টা করছে; এরা এশিয়ার মাঝে দয়ালু ও সৌম্যের অধিকারী।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৭

ডার্ক ম্যান বলেছেন: গাজী ভাই কেমন আছেন

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি; আশাকরি আপনিও ভালো আছেন।
আপনার লেখার কি হলো?
লিখুন।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
কেহ ঠকাতে চাইলে আমি টের পাই; আমি ভালো ব্যবস্হাও নিই; কাজের যায়গা দেখে মেয়েটাকে কিছু বলিনি

আপনার সাথে কেউ পারবে না। বিশেষ করে বিদেশীরা।

১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


ঐ মেয়ে যা পরিবেশন করবে, তা আমি কখনো নেবো না; এত বেকুব মেয়ে কোথা থেকে এলো কে জানে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.