![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমি দীর্ঘদিন থেকে এক গায়েনীজ মহিলার দোকান থেকে ফলমুল, শাকসবজী কিনি; মহিলা ক্যাশে থাকেন; বিকেলে ভীড় হলে, উনার স্বামী আরেকটা ক্যাশ খোলেন। সেদিন বিকেলে দোকানে গিয়ে দেখি তাদের কলেজে-পড়া মেয়েটি বাবার ক্যাশে কাজ করছে; আমি এটা সেটা কিনে মায়ের লাইনে দাঁড়ালাম; তিনি ইশারায় মেয়ের লাইনে যেতে বললেন; মেয়েকে লক্ষ্য করে বললেন,
-ইনি আমাদের বন্ধু মানুষ, আমাদের অনেকদিনের কাষ্টমার।
-ওমা, তোমাদের পাকিস্তানী বন্ধুও আছে? এরা তো জাল নোট দেয়!
-চুপ কর, বেকুব মেয়ে! প্রথমত: উনি পাকিস্তানী নন, বাংলাদেশী; উনি আমাদের পারিবারিক বন্ধু।
-ঠিক আছে, ঠিক আছে; পারিবারিক বন্ধু তো আমারও বন্ধূ।
ক্যাশ মেশিনে মুল্য চাপতে গিয়ে মেয়ে বারবার ভুল করছে, মাকে সবকিছুর দাম জিজ্ঞাসা করছে; আমি বিপদেই পড়লাম মনে হয়, দাম কম রাখলে তো অসুবিধা নেই, বেশী নিলে আমার মনটা খারাপ হবে শেষে। আমি নীচু গলায় বললাম,
-মেমোরি কম নাকি, কোন কিছুর মুল্য মনে থাকে না?
-মেমোরি আছে, মেমোরি আছে, এখন বড় হয়ে গেছি, মেমোরিও অনেক বড় হয়ে গেছে! তবে, ওখানে শাক লতাপাতার মুল্য লেখা নেই, আছে ফুল, ফল, মৌমাছি, মেঘ, বৃষ্টি, ঝড়ের কবিতা!
-আমিও কবিতা ভালোবাসি!
-তাই নাকি? তা'হলে আমাদের রাস্তা একদিন হয়তো কোথায়ও পরস্পরকে কাটবে।
আমি চুপ, বেশী কথা বলতে চাইলাম না; শেষে মা কি মনে করে। বাসায় এসে দেখি, স্পারাগাস এক প্যাকের স্হানে ২ প্যাকের মুল্য নিয়েছে; মেজাজটা খারাপ হয়ে গেলো! তার সৌন্দয্য তার, টাকা নষ্ট হয়েছে আমার। ঠিক আছে, তা'কে একটু ধরতে হয়; ঘরে ১০ ডলারের ২টি জাল নোট অনেকদিন থেকে পড়েছিলো। ৩/৪ দিন পরে বিকেলে দোকানে গেলাম, ২১ ডলারের মত বাজার করলাম; টাকা দেয়ার সময়, ২ ডলারের একটা নোট দিলাম উপরে, তারপরে ১ ডলারের অনেকগুলো নোট, প্রায় শেষের দিকে ১০ ডলারের জাল নোট! সে ২ ডলারের নোট পেয়ে এমনভাবে উত্তেজিত হয়ে উঠলো যে, বাকী টাকা গুণেও দেখেনি। ২ ডলারের নোটটা নিজের পকেটে রেখে দিলো; আমাকে বারবার ধন্যবাদ দিলো।
সপ্তাহ'খানেক পর, কাজের দিনে দোকানে গেলাম, লোকজন নেই, মা বাইরে বসে বাতাস খাচ্ছে, মেয়ে ক্যাশে। মেয়ের মা বললো,
-ফ্লোরিডার ছোট কমলা এসেছে, এই সিজনে আজকে প্রথমবার, খেয়ে দেখবেন।
আমি এটা সেটা কেনার পর, ১ কমলা খেয়ে দেখলাম, বেশ ভালো; আমি আরো ২/১টা খেলাম; দেখি মেয়ে তাকিয়ে আছে! মেয়ে তাকিয়ে থাকায় আমি আরো ২টি খেলাম। শেষে ৩/৪ পাউন্ড কমলা নিলাম। ক্যাশে আসার পর মেয়ে আমাকে বলে,
-তোমার ওজম কত?
-১৮০ পাউন্ড।
-বরাবর?
-বরাবর অবধি জানার কি দরকার?
-এখন আমি তোমাকে পাল্লায় তুলে মাপবো, তার থেকে ১৮০ পাউন্ড বাদ দিলে বুঝতে পারবো কি পরিমাণ কমলা তুমি খেয়েছো!
-মাপার এই পুরানো পদ্ধতিই তুমি শুধু জান? মেয়েরা বিনা পাল্লায়ও মানুষের ওজন মাপতে পারে!
-তুমি বলছ, মেয়েরা বিনা পাল্লায়ও মানুষের ওজন মাপতে পারে?
-হ্যাঁ, পারে!
-পারিবারিক বন্ধু, তুমি খুবই আকর্ষনীয় কথা বলেছ; আমার খুব ভালো লেগেছে! আমি আমার মাকে এটা শোনাতে চাই; তুমি কি বল!
-না, মাকে বলার দরকার নেই!
-আমার মনে হয়, বলাই ঠিক হবে!
-না, না বলাই ঠিক হবে!
-আমার মনে হয়, তুমি ছোটখাট একটা ধরা খেয়েছ!
সে হাসছে, আমাকে কৌশলে ধরেছে, এমন একটা ভাব। পয়সা দিয়ে বের হওয়ার আগে তার হাতে ১০ ডলারের একটা নোট দিলেম।
-এটা কিসের জন্য?
-গতদিন তোমাকে জাল ডলার দিয়েছিলাম, টের পাওনি?
-ঐ কাজ তুমি করেছিলা? আমাকে অনেক বকুনী খাওয়ায়েছো তুমি! এটাকে বলে পারিবারিক বন্ধু?
১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা; জয় পুদু বাজার!
২| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪
জুন বলেছেন: চালাকির কাহিনী ভালোলাগলো
১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
মাঝে মাঝে গন্ডগোল করতে হয়!
৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৬
হাবিব বলেছেন: বাহ, বেশ লাগলো গল্পখানি। কিন্তু এখানে অবিশাপের কিছু পেলাম না তো! এটা তো আশির্বাদের লক্ষণ!
১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
একটা ছোটখাট ধরা খেলাম; তরুণী মেয়েকে বিনা পাল্লায় মানুষ সমাপার কথা বলেছিলাম; সে মাকে সেটা বললে ভালো শোনা তো না; ছোটখাট ধরা খাওয়া
৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৮
হাবিব বলেছেন: "পেঁচা" কি আপনার খুবই প্রিয় পাখি?
১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
হ্যা, পেঁচা রাতে বের হয়, আমার কাছে কেমন রহস্যময় লাগে!
৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
পবিত্র হোসাইন বলেছেন: অবশ্যই ব্লগার নুরু সাহেবের অভিশাপ কাজ করছে
১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
ঈদের পরে ঠিক মতো বুঝা যাবে।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মেয়েরা বিনা পাল্লায় মানুষের ওজন মাপ্তে পারে! বুইড়া বলে কি? কিসের ইংগিত!!
১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
ইংগিত পরিস্কার, আপনি আপনার ওজন জেনে, নতুন কমেন্টে জানাতে পারেন; শিল-পাল্লা বের করেন।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগার নূর মোহাম্মদ নূরু সাহেব খুব কাজের মানুষ। উনার পোস্টগুলো যুগ যুগ ধরে চলবে। উনি তারিখ অনুযায়ী কেবল পোস্ট দিবেন।
আমি কিন্তু কাউকে অভিশাপ দেয়ায় বিশ্বাসী নই। সবার মঙ্গল হোক।
১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
সবার মংগল হোক, নুরু সাহেবের পোষ্টে আমার পরিচিত কারো নাম উঠুক, এটা আমি চাই না।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১১
পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের কলেজে পড়াকালীন একটা বিশেষ কথা প্রচলিত ছিল, যারা ভালো মেয়ে পটাতে পারতো তাদেরকে আমরা বলতাম বামাক্ষ্যাপা/ বামা- রাশি। আমরা একটা কথা বিশ্বাস করি,"কু বলিব না , কু শুনিব না এবং কু কথায় কানও দিব না।" কাজেই আপনার এই বিরল প্রতিভাকে আমরা এতোটুকু খারাপ ভাবে দেখছি না। যোগগুরু নুরু ভাইয়ের পাল্লায় পড়ে আপনার এই বামাক্ষ্যাপার গল্পগুলো আমাদের বেশ বিনোদন দিচ্ছে। শরীরের যত্ন নিন।
১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
শরীর ভালো আছে; নুরু সাহেবের কথা মনে হলে, ভাবী ঈদ দেরীতে আসুক।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: আপনি চুড়ান্ত রকমের রসিক মানুষ।
ভালো থাকুন।
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
হাসিখুশী জীবনের ভালো অংশটুকু
১০| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: ব্লগার নুরু ভাই কাউকে অভিশাপ দেয়ার মত মানুষ নন।
১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
আমি কোন বিষয়ে কন্ট্রোল হারালে নুরু সাহেবের কথা মনে পড়ে।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ভবিষ্যৎ ঘোর অন্ধকার...
১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
তাই? তা'হলে প্ল্যান বদলাতে হবে, মনে হয়!
১২| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
ডার্ক ম্যান বলেছেন: আপনার উপর অসংখ্য ব্লগারের অভিশাপ রয়েছে । কখন কার অভিশাপ লেগে যায় বলা মুশকিল ।
১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
আমি কি কারো মনে কষ্ট দিয়েছি, নাকি তারা চোখ বন্ধ করে দৌড়ে দেয়ালে ধাক্কা খেয়েছে?
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ নববর্ষ
জাল টাল নোট দেওয়া ভালো না বিশেষত মেয়েদের
১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
অপরিচিতদের দিলে, অবস্হা ভয়ংকর হওয়া সম্ভব; পুলিশ অবধি গড়াবে। ঐ পরিবার আমার পরিচিত।
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: ওজন মাপার ব্যাবস্থাটা বেশ চমকপ্রদ। দু'জনেরটাই- যদিও এক জনেরটা ব্যক্ত, অপরজনেরটা উহ্য।
১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
ওদের মেয়েটা বেশী আদুরে ধরণের; হাসিখুসী, কলেজের মেয়ে।
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ভাংতি টাকা গুনতে বিরক্ত লাগে। ভাংতি পয়সাতো আরো জঘন্য।
তাই দু বছর জাবত ক্রেডিটকার্ডে চলছি, মানে বাকিতে
১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
এক জেনারেশনই আমেরিকান হয়ে গেছেন; অবশ্য সেটাই ভালো, স্রোতের বিপরিতে যাওয়া কষ্টকর; আমি সেই পাকী আমলের বাংগালী।
১৬| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৩
টারজান০০০০৭ বলেছেন: আপনার সাহস আছে বলিতে হয় ! এই প্রজন্মের পোলাপাইনরে বয়স্করা সাধারণত খোঁচায় না, এড়াইয়া যায় ! আপনার যে দেহি এগোরে সাথেই খালি টক্কর লাগে !! বোঝা যাইতাছে, বয়সকালে আপনি ভালোই পাঙ্খা আছিলেন !
নুরু সাহেবের অভিশাপ না কাটুক !
১৬ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
আমার সমবয়স্ক মেয়েদের সাথে আমার নেচারেল সম্পর্ক ছিলো; এখানকার ছেলেরা মেয়েদের সামনে অনেকটাই বেমানান কার্যকলাপ করে, কেমন অপ্রকৃতিস্হ হাবভাব
১৭| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নুরু সাহেবের না ভাঙিয়ে পপুলার পোস্ট!
গুড। পপুলার ব্লগিং চলুক...
(তরুণীদের সাথে কাইজা করা) বুড়ো বয়সের ভীমরতি..
১৬ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
নারী জাতি আমার কাছে নবীদের থেকে বেশী প্রিয়।
১৮| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০০
নজসু বলেছেন:
জটিল।
১৬ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
নিজের দুনিয়াটাকে সহজে করে নেয়ার চেষ্টা করছি
১৯| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৫
হাসান রাজু বলেছেন: নুরু সাহেবের অভিশাপে 'ফ্লার্ট' করে বেড়াচ্ছেন । আহা এমন অভিশাপ সবাই দেয়না কেন?
১৭ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
মানুষ অভিশাপকে ভয় পায়; তারা তো জানে না যে, নুরু সাহেবের অভিশাপ আনন্দের অভিশাপ
২০| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬
ডার্ক ম্যান বলেছেন: গাজী ভাই আপনার কোন কোন কমেন্ট কাউকে কাউকে হার্ট করে, এটা কি আপনি বুঝতে পারেন না।
১৭ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
আসলেই? আমি টিক হার্ট করতে চাই না, চাই যে, এরা নিজকে বুঝুক
২১| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। নুরু সাহেবের অভিশাপ কেটে যাক।
১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব আমার উপর ক্ষেপে আছেন
২২| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
দেশী পোলা বলেছেন: এতদিনে বুঝলাম, আপনাকে এড়ানোর জন্যই আমেরিকার শহরে শহরে হিজাব পড়া মহিলাদের সংখ্যা বেড়ে গেছে
১৮ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
হিজাবীদর সংখ্যা বাড়ছে; আমেরিকানরা হিজাবী মেয়েদের দেখার চেষ্টা করে, এটা একটা নতুন সমস্যা।
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩২
নাসির ইয়ামান বলেছেন: "নারীজাতি আমার কাছে নবীদের চেয়ে বেশী প্রিয়"
ওপরওয়ালার কাছে আরজ করে দেখুনতো,আপনার যৌবন আবার মৃত্যুকাল পর্যন্ত দীর্ঘ করে দেন কিনা!
১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
মানুষের ফিজিওলোজীতে উপরওয়ালার হাত নেই।
২৪| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:১১
গরল বলেছেন: পাকিস্তানীদের তকমাটা আবার বাংলাদেশীদের কপালে লিখে দিলেন না তো?
০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
না, ওটা আমার পরিচিত পরিবার; আমার সাথে বরাবরই ভালো সম্পর্ক আছে; আমেরিকায় মেয়েরা বড় হলে, হাসিখুশী থাকে, হিউমার পছন্দ করে।
২৫| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৪
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা ভাইয়া হাসতে হাসতে মরে গেছি!
লেখা এবং কিছু কমেন্ট পড়ে এক্কেবারেই নাই হয়ে গেছি! হা হা হা হা
০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনার পছন্দ হয়েছে? খুশী হলাম। লিখেন, ব্লগটাকে সচল রাখেন।
২৬| ০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
শায়মা বলেছেন: ঢুকতেই পারতাম না তো ভাইয়া!
ঢুকলেও লিখতে গেলে কত্ত ঝামেলা!
সামুর দুঃখে আমি অনলাইনে আসাই ছেড়ে দিয়েছিলাম!
তবে আবার এখন সামুতে আমি নির্বিঘ্নে ঢুকতে পারছি!
০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
ভালো খবর, লিখুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent
শুভ নববর্ষ ১৪২৬