![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
অবশ্যই পারবেন; বিশেষ করে, ইন্জিনিয়ারিং এসোসিয়েশনের ৭০ হাজার ইন্জিনিয়ারকে এগুলোর দায়িত্ব দিলে, তাঁরা একাজগুলো খুবই দক্ষতার সাথে শেষ করতে পার্তেন।
২০১২ সালের এপ্রিল মাসে, বিশ্বব্যাংক বাংলাদেশকে টাকা না দেয়ার সিদ্ধান্ত জানানোর পর, আমি অনেক যায়গায় আলোচনা করেছিলাম যে, ভালো হলো, এবার বাংলাদেশকে নিজের বাজেটের টাকা খরচ করে, কিংবা বন্ডের মাধ্যমে ক্যাপিটেল যোগাড় করে, নিজের ইন্জিনিয়ারদের কাজে লাগিয়ে এই ব্রিজ করতে হবে। মাল মুহিত মালয়েশিয়া, দুবাই, চীন ঘুরে টুরে, অবশেষে নিজের দেশের বাজেটের টাকায় সেতু করছে।
বাজেটের টাকায় সেতু করাটা ফাইন্যানসিয়েল'এর দিক থেকে ইডিওটিক কান্ড; কারণ, বাজেটের ৬ থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলার সেতুতে আটকা পড়ছে; এই সেতু থেকে এত টাকা ২০/৩০ বছরেও উঠে আসবে না; ৭ বছরে বাজেট থেকে প্রায় ৭ বিলয়ন ডলার সেতুতে আটকে যাওয়ায়, বছরে হয়তো ২/৩ লাখ মানুষ বেকার বা আধা বেকার হচ্ছে; পদ্মাসেতু হলে, এই মানুষগুলো বাস, ট্রাক, প্রাইভেট গাড়ীর মালিকদের মতো উপকৃত হবে না; আসলে,২/৩ লাখ মানুষ মাত্র ১৫/২০ জন ইডিয়টের সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ভুগবেন।
সরকার চীনাদের সাহায্য নিয়ে সেতু করছে শুধু মাত্র ওভার-ইনভয়েস করার জন্য, চীনারা বর্তমান বিশ্বে বাংগালীদের মতোই বা আরো বেশী অসৎ; চীনারা হয়তো ২ বিলিয়ন নিয়ে যাবে; বাকী ৪ বিলিয়ন ডলার সরকার ও প্রশাসনের লোকজন খেয়ে ফেলবে।
বাংগালী ইন্জিনিয়ারদের দিয়ে করলে ২ বিলয়ন ডলার খরচ হতো; এবং এই সেতু হওয়ার পর, ইন্জিনিয়ারিং এসোসিয়েশন বিদেশে সেতুর কাজ পেতো। বিশ্ব ব্যাংকের বাজেটই ছিলো ২.৯৫ বিলিয়ন ডলার; ওদের খরচ বেশী হওয়ার কারণ, ওদের পিয়নের বেতনও আমাদের প্রেসিডেন্টের বেতনের ৩ গুণ; ওরা বাংলাদেশে কাজ করলে সপ্তাহে ২ দিন নিউইয়র্কে বৌ'এর সাথে ঘুমাতো নিশ্চয়।
বাংগালী ইন্জিনিয়ারেরা স্যাটেলাইট বানাতে পারতো কিনা? অবশ্যই পারতো! কোন দেশ এখনো এককভাবে স্যাটেলাইট বানায় না: কেহ বডি বানায়, কেহ কন্ট্রোল সেন্টার বানায়, কেহ রকেট বানায়, কেহ ফুয়েল প্রস্তুত করে, কেহ উহাকে আকাশ উড়ায়। বাংগালীদের ১ম স্যাটেলাইটটা পাঠাতে সরকার বিলিয়নের বেশী খরচ করেছে; বাংগালীদের করতে দিলে ৩০০ মিলিয়ন ডলারের বেশী খরচ হতো না।
আজকে ১ম পাতায় ব্লগার শাহিন-৯৯'এর ১টা পোষ্ট দেখলাম, যেখানে তিনি অনেকটা রম্যের মতো করে, ব্লগাের শিক্ষিত অংশকে হেয় করার জন্য, একটা পোষ্ট দিয়েছেন, যেখানে উনি সরকারকে বলেছেন, দেশের ২ নম্বরী স্যাটেলাইটটা পাঠানোর জন্য সামুর বৈজ্ঞানিক ব্লগারদের নিযুক্তি দিতে। উনার ধারণা, ব্লগের সব ব্লগার উনার মতো! উনার লেখা থেকে বুঝা যাচ্ছে যে, স্যাটেলাইট সম্পর্কে উনার কোন ধারণাই নেই; হয়তো বোরাক নিয়ে উনার কিছুটা ধারণা আছে, যা স্যাটেলাইট থেকেও অনেক গুণে দ্রুতগামী।
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২১
চাঁদগাজী বলেছেন:
জাতিকে বাজার হিসেবে ব্যবহার করছে সরকার ও প্রশাসন।
২| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পোষ্টের সাথে 100% একমত কথা অবশ্যই সত্য বলেছেন কিন্তু এটা যাদের করার দরকার তারা কখনোই করবেনা
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
অবশ্য ইন্জিনিয়ারিং এসোসিয়েশন থেকে কোনরূপ আলাপ আলোচনাও আমি শুনিনি; ওরা নিজেরাই ঘুষ টুষ নিয়ে ব্যস্ত আছে।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: দেশের শিক্ষিত সমাজ ভন্ড।
আর সবচেয়ে দুঃখজনক কথা হলো- তাদের শিক্ষায় গণ্ডগোল আছে।
মাস্টার্স পাশ কিন্তু একপাতা টাইপ করতে পারে না।
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৬
চাঁদগাজী বলেছেন:
মাষ্টার্স পাষ্টার্স ইত্যাদি পড়ালেখা করে না, প্রেম করে, তাস খেলায়, পরীক্ষার আগেরদিন বই কেনে।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৩
টারজান০০০০৭ বলেছেন: আমার দৃঢ় বিশ্বাস পারবেন। আমরা তাহাদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ ও বাজেট দিতে পারিলে অবশ্যই পারিবেন। সমস্যা হইলো তাহাদের এনগেজ করা , পরিবেশ দেওয়া, মূল্যায়ন করার কেহ নাই।
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৮
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা চীনাদের কাজ দিয়ে জাতির ১ লাখ ১০ হাজার ইন্জিনিয়ারকে অপমান করেছে!
৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৯
এ.এস বাশার বলেছেন: আমাদের দিয়ে কিছু হবেনা ভাবাটাই বোকামি। কর্ম পরিবেশ পেলে দেশের বোকাটাও মেধায় ধার দিতে শুরু করবে। বুয়েটের মাত্র একটা ব্যাচকে কর্মপরিবেশ ও সুযোগ দিলে এদেশটাও হয়ে উঠতে পারে আমেরিকা।
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
ব্লগার শাহিন-৯৯ কাপড়ের ব্যবসা করেন, উনি মানুষকে ঠকায় নিশ্চয়; আবার স্যাটেলাইট নিয়ে পোষ্ট দেয়; দেশ ভরে গেছে আগাছায়।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: বাংগালী পারে না এমন অসাধ্য নেই। শুধু সঠিক কর্মপরিবেশ ও উদ্যোগ দরকার।
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা বিদেশে ঠিকই করে দেখাচ্ছে।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই পারবে। তবে আর্মির তত্ত্বাবধানে থাকতে হবে। কারণ, বিসিএস দিয়ে ঢুকে অনেক প্রকৌশলী ওয়াসা, তিতাস, রাজউক, বিমানে গিয়ে দুর্নীদিবাজ হয়ে গিয়েছে...
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
সরকার ও প্রশাসন চুরি করলে, সেই দেশের পীরেরাও চুরি করে
৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৭
শাহিন-৯৯ বলেছেন:
আমি কখনও শিক্ষিতদের অপমান করার চেষ্টা করিনি, এই দুঃসাহস আমি কখনও করি না, আমি জানি আমাদের ব্লগের বামরা অনেক টেকি কিন্তু তাঁরা ধর্মীয় বিষয়ের গন্ডীর বাহিরে কখনো যাওয়ার চেষ্টা করে না।
আসলে স্যাটেলাইট কি আমি ভাল বুঝি না, তবে শুনেছি ঐটা দিয়ে নাকি বাংলাদেশের শিক্ষিত বদগুলোকে চিহ্নিত করা যাবে।
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৩
চাঁদগাজী বলেছেন:
কাপড় বিক্রি করেন ও সবাইকে ঠকান, আবার স্যাটেলাইট নিয়ে পোষ্ট লেখেন, এই তো আপনার ব্লগিং।
৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৩
এম.জে. রহমান বলেছেন: আইবি নিজেদের প্রধান কার্যালয় যা ডিজাইন করেছে তার চেয়ে আইডিইবি এর কার্যালয় সুন্দর। এরা ডিজাইন করবে পদ্মা সেতু। খোয়াব নামা।
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি প্রশ্নফাঁস জেনারেশনের লোক?
১০| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৮
এম.জে. রহমান বলেছেন: না ভাই আমি আদু ভাই জেনারেশন।
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪২
চাঁদগাজী বলেছেন:
হিয়ার স্লীপস আদুভাই, হু ওয়াজ প্রমোটেড টু ক্লাশ নাইন?
১১| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০
মোগল সম্রাট বলেছেন: ফজলুর রহমান খান, কোন দেশের ইঞ্জিনিয়ার ছিলেন?
২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
শাহীন-৯৯ নিশ্চয় জানেন না; এবং শেখ হাসিনা উনার নামও হয়তো জীবনে শোনেননি।
১২| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো এখন রাজনীতির ছত্রছায়ায় চাঁদাবাজী, গাঁজা খাওয়া এবং ধর্ষনের প্রতিযোগিতা চলছে। রাজনীতির কারণে মেধাবীরা বিদেশে চলে যেতে বাধ্য হচ্ছে।
২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ-জাপা, বিএনপি-জামাত যা করছে, এতে জাতি আরবদের ও মালয়ের দাসে পরিণত হয়েছে, প্রশাসনের লোকদের ছেলেমেয়েরা বিদেশে নিজের বাড়ীতে থাকছে।
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: দেশের শিক্ষিত সমাজ ভন্ড।
আর সবচেয়ে দুঃখজনক কথা হলো- তাদের শিক্ষায় গণ্ডগোল আছে।
মাস্টার্স পাশ কিন্তু একপাতা টাইপ করতে পারে না।
আমি এক জন বিসিএস কর্মকর্তার মুখে শুনেছি- আমি টাইপ করতে পারবো কেন? আমি তো আর টাইপিস্ট না!
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
প্রশাসন ও সরকার মিলে দেশকে কলোনীতে পরিণত করেছে; তারা আোদক্ষ শ্রমিক বিক্রয় করে, ট্রিলিয়ন আয় করছে।
১৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই বাংলাদেশী এমন ইঞ্জিনিয়ার রয়েছে যারা পদ্মা সেতু বানাতে পারে। শুধু রডের বদলে বাঁশ না দিলে এরা চিনাদের চেয়ে টেকসই সেতু বানাতে পারবে।
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনি পদ্মাসেতু নিয়ে কথা বলছেন; এটা দরিদ্র জাতির বাজেট থেকে ৬ বিলিয়ন (৬,০০০, ০০০, ০০০) ডলার প্রোডাকশনহীন খাতে ব্যয়।
১৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৮
নতুন বলেছেন: বাংলাদেশিরা বিদেশে অনেক বড় বড় প্রযেক্ট চালাইতেছে....
দেশের জনগনের প্রফেসনালিজমে ঘারতি আছে...তাই দেশের মানুষের নিজেদের ক্ষমতার উপরে ভরসা কম।
বিদেশে বাংলাদেশীরা অনেক পরিশ্রমি হিসেবে পরিচিত।
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:২০
চাঁদগাজী বলেছেন:
সরকার চীনা, পীনা, ভারতীয়, মারতীয়দের কাজে লাগায়ে নিজের জাতির সাথে কন্ট্রাকটরী করছে।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:০৩
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: পদ্মা ব্রিজ প্রজেক্ট এর গুরুত্বপুর্ণ ভিন্ন ভিন্ন কাজ বাংলাদেশি প্রকৌশলীদের হাতেই করা। ( লেবেল বাংলাদেশি না হলেও)
EIA , মর্ফোলজিকাল স্টাডি , রিভার ট্রেইনিং ওয়ার্কস সব খাঁটি দেশি প্রতিষ্ঠানের বাংলাদেশি প্রকৌশলীদের হাতে করা, (বাংলাদেশে পানিসম্পদ নিয়ে ২টা প্রতিষ্ঠান কাজ করে , একটু গুগল করলেই পাবেন). স্ট্রাকচারাল ডিজাইন যে প্রতিষ্ঠানের করা, সেই প্রতিষ্ঠানে (এবং পদ্মা ব্রিজ প্রজেক্ট) এ প্রকার বাংলাদেশি প্রকৌশলী দাপটের সাথে কাজ করে. প্রজেক্ট এক্সিকিউশন, কনসাল্টিং এর বিভিন্ন ছোট ছোট টাস্ক অর্ডার যেসব কোম্পানি পেয়েছে সেগুলার কাজও হয় বাঙগালী, নাহলে বাঙালি মালিকানার কোম্পানি।
এমনকি উল্লেখ করা উচিত না, যে snc লাভালিন আর দুর্র্নীতি নিয়ে এত কিছু হয়ে গিয়েছিল, সেই snc লাভালিন এর হুইসেলব্লোয়ার ও বাঙালি ই ছিলেন
https://www.cbc.ca/news/canada/snc-lavalin-sued-by-former-employee-1.1701918
এবং আসি কন্সট্রাকশন এর কথাতে। বাংলাদেশি পেপার এবং মিডিয়ার কাছে উপরে যা যা বললাম তার কিছুই মাথায় ঢুকে নাই এটাই স্বাভাবিক, ব্রিজ বানানো বলতে ঠিকাদার দিয়ে নির্মাণ কাজটাই বুঝে, সেটা পেয়েছে চাইনিজ সিনোহাইড্রো। এই লেভেলের কন্সট্রাকসন এর কাজের পুর্ব অভিজ্ঞতা বাংলাদেশি কোন ফার্র্মের না থাকায় স্বাভাবিক, আব্দুল মোনেম বা অন্য কাউকে দিলে এই ইকুইপমেন্ট একুয়ার করতেই অনেক রেড টেপ পোহাতে হত। চাইনিজ ফার্র্ম না হয়ে অন্য কোন দেশি ফার্র্ম হলে সেখানেও দেশি ইঞ্জিনিয়ার থাকত
১- এত কথার মানে এই না যে এই প্রজেক্টে অপচয় আর লুটপাট হয় নাই
২- ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (IEB ) এর কাজ কনসালটেন্সি নয়, যেমন IEEE ASCE এর কাজ ও কনসালটেন্সি নয়, দেশি IEB নাম প্রফেশনাল ফোরাম কামে অথর্ব
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
এনসি, লাভাভীন কিভাবে ধরা পড়েছে, সেটা আপনি জানেন না।
১৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৮
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আপনার উত্তর টা অপ্রাসঙ্গিক হল। SNC-Lavalin কিভাবে ধরা পড়েছে সেটা আমার জানা বা না জানার সাথে আমার কমেন্টের আসলে তেমন কোন সম্পর্ক ছিল না.
যাইহোক , যেহেতু রিপ্লাই এর পাল্টা রিপ্লাই দেব , তাই বলি - SNC-Lavalin এর দুর্নীতি , এর নাড়ি নক্ষত্র জানি।
বেশি লম্বা অপ্রাসঙ্গিক কমেন্ট করতে চাই না, বেসিকেলি অপ্রাসঙ্গিক এর বিগ উইগ রা ব্রিজের কাজ পাওয়ার জন্য ফ্রন্ট লাইনে এক বাংলাদেশিকেই পাঠায় (এক্স বুয়েট , অবভিয়াসলি ), যেহেতু দেশি লোক এবং সরকারি সব জায়গায় ভালো নেটওয়ার্ক করতে পারবে।
কানাডার আদালতে অনেকগুলা চার্জ এর মধ্যে যে কয়টা খারিজ হয়েছে, তার মূল কারণ এভিডেন্স গুলো কোর্টে এডমিসিবল না, যেমন কনসেনট ছাড়া ওয়্যারট্যাপ। "অভিযোগ" খারিজ হয় নাই।
যাহোক অপ্রাসঙ্গিক রিপ্লাই এ আরো বেশি লম্বা অপ্রাসঙ্গিক কমেন্ট এর দরকার নাই, গুগল করে জেনে নিবেন
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনা ম্যাঁওপ্যাঁও ধরণের।
১৮| ০২ রা মে, ২০১৯ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: ব্লগে ঢুকতে পারছি না ওস্তাদ।
ফ্রি ভিপিএন দিয়ে ঢুকলেও সমস্যা হচ্ছে। মন্তব্য দেখা যায় না। মন্তব্য করা যায় না।
খুব বেড়াছেরা অবস্থা।
০৩ রা মে, ২০১৯ রাত ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
মগজহীনদের দেশে বসবাস করলে জীবন একটু কষ্টকরই হয়।
১৯| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৫:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: তোমার বিড়াল হারিয়ে গেছে? -ভালো আছি, তুমি কি করে জানো আমার বিড়াল হারিয়ে গেছে? মহিলাটি সম্ভবত: থাইল্যান্ড কিংবা ফিলিপাইনের হবে, আনুমানিক বয়স ৩২'এর কাছাকাছি। আমি বললাম, -তোমার সিয়ামিজ বিড়াল, গলায় সোনালী রং'এর নম্বর ট্যাগ? -হ্যাঁ, সিয়ামিজ, সোনালী ট্যাগ, কেএন-১০২০১ নম্বর। -তুমি এলাকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছ?
বিড়াল হারায়ে গেলে, মেয়েদের মগজও হারায়ে যায় - এই পোস্টটা পুরোটা পড়তে চাই।
১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
পুরোটা তো ব্লগে আছে!
১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
ভুলে গিয়েছিলাম, উহাকে ড্রাফট করা হয়েছিলো; এখন আবার প্রকাশ করেছি আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:১২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভালো লিখেছেন ! মুশকিল হলো বাংলাদেশী প্রকৌশলী দিয়ে সেতু বানালে অন্যান্য আমলা/কামলা ও রাজনীতিবিদদের রুটিরুজির (বা হালুয়ারুটি) ভাগ কম পড়বে।