![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বছর খানেক আগের ঘটনা, পরিচিত পরিবারে দাওয়াত ছিলো; উনাদের ছোটভাই দেশ থেকে বেড়াতে এসেছেন; দেশে রাজনীতি করেন; পরিচিত বেশ কয়েকজন এসেছিলেন, অনেক গল্প হলো: রাজনী্তি, মাদক, বাজেট, ভোট! রাত ১২টর দিকে বাসার দিকে রওয়ানা দিলাম; উনারা গাড়ীতে নামিয়ে দিতে চেয়েছিলেন, আমি হাঁটতে ভালোবাসি, সামান্য পথ, ১ কিলোমিটার থেকে সামান্য বেশী।
পথের মাঝামাঝি ২টি বেশ বড় এপার্টমেন্ট বিল্ডিং পড়ে, রাস্তাটা এগুলোর সামনে দিয়ে গেছে; সেই রাস্তায় অনেক লোকজন, দোকান, গাড়ীঘোড়া; বিল্ডিংগুলোর পেছন হয়ে খুবই নিরিবিলি একটা রাস্তা আছে, সামান্য ঘুরে যেতে হয়; আমি সেই পথটা নিলাম। প্রথম বিল্ডিং পার হওয়ার সময়, দুর থেকে দেখছি, একজন মহিলা দ্বিত্বীয় বিল্ডিং'এর পেছনে ফুটপাথে দাঁড়িয়ে, বেশ আলোর মাঝে টর্চের আলো ফেলে বিল্ডিং'এর পেছনের ঝোপে কিছু দেখার চেষ্টা করছে। আমি কাছাকাছি আসতে, সে টর্চের আলো নিভিয়ে চুপ করে দাঁড়ি্যে রলো; মনে হয়, এত রাতে এদিক থেকে কাউকে সে আশা করেনি।
আমি মহিলাটির পাশ দিতে যাবার সময় বললাম,
-হ্যালো কেমন আছো? তোমার বিড়াল হারিয়ে গেছে?
-ভালো আছি, তুমি কি করে জানো আমার বিড়াল হারিয়ে গেছে?
মহিলাটি সম্ভবত: থাইল্যান্ড কিংবা ফিলিপাইনের হবে, আনুমানিক বয়স ৩২'এর কাছাকাছি। আমি বললাম,
-তোমার সিয়ামিজ বিড়াল, গলায় সোনালী রং'এর নম্বর ট্যাগ?
-হ্যাঁ, সিয়ামিজ, সোনালী ট্যাগ, কেএন-১০২০১ নম্বর।
-তুমি এলাকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছ?
-না, এখনো দিইনি; গতকাল আমার স্বামী এপার্টমেন্টের দরজা খোলার সময় বিড়ালটি বেরিয়ে যায়; আর ফেরেনি।
-তোমার বিড়াল পুরুষ লিংগের; গলায় ও পায়ে অনেক লম্বা লম্বা কেশ?
- সঠিক, তোমার বর্ণনা সঠিক, তুমি আমার বিড়াল কোথায় দেখেছ?
-আমি তোমার বিড়াল দেখিনি, অনুমান করছি। তুমি কিছু পুরস্কার ঘোষনা করে এলাকায় বিজ্ঞপ্তি লাগিয়ে দাও; তখন মানুষ উৎসাহিত হয়ে তোমার বিড়াল ফেরত দেবে। সিয়ামিজ দামী বিড়াল তো, অনেকে রেখে দেয়ার কথাও ভাবতে পারে।
-তুমি কি কখনো পুরস্কার নিয়ে বিড়াল ফেরত দিয়েছ?
-না, আমি বিড়াল নিয়ে তেমন উৎসাহী নই।
আমি আমার পথে চলে যাচ্ছিলাম, মহিলা বললো,
-শোন, আমার সন্দেহ হচ্ছে, তুমি আমার বিড়াল সম্পর্কে জানো; তুমি কোথায় থাক?
-আমি আমার রাস্তার নাম বললাম। সে বলে,
-তুমি এত রাতে এই নির্জন পথ দিয়ে কেন যাচ্ছ? তোমার রাস্তায় যাওয়ার পথ তো এইদিক দিয়ে নয়; এদিক দিয়ে কেহ যাওয়া আসা করে না, বিশেষ করে রাতে কেহ এদিক দিয়ে হাঁটে না।
-সেটা আমার ব্যাপার, তা নিয়ে তুমি চিন্তিত হচ্ছ কেন?
-তুমি আমার বিড়ালের যেই বর্ণনা দিয়েছ, তাতে আমার মনে হচ্ছে যে, তুমি জানো আমার বিড়াল কোথায়!
মনে মনে ভাবলাম, এই পাগলী মহিলার সাথে কথা বলাটাই বেকুবী হয়েছে; যাক, এই অপ্রয়োজনীয় বিষয়ের একটা সমাধান দরকার। ভাবছি কি করা দরকার; দেখলাম বিল্ডিং'এর এক পাশে অনেকগুলো বড় বড় গাছ; আমি বললাম,
-তোমার বিড়াল পাখী শিকার করে?
-হ্যাঁ, মাস তিনেক আগে ঘর থেকে বেরিয়ে গিয়ে সে ছোট একটা পাখী ধরে, মুখে করে ঘরে ফিরেছিলো; আমি শাস্তি দিয়েছিলাম বিড়ালকে।
-তোমার বিড়াল এখন কোথায় আছে, আনুমানিক আমি জানি; শতকরা ৯৫ ভাগ সম্ভাবনা, তোমার বিড়াল বিল্ডিং'এর পাশের কোন একটা বড় গাছে পাখী ধরতে উঠেছিল; সে গাছে আটকা পড়ে গেছে, নামতে পারছে না, সে গাছের ডালেই আছে। এখানে, ঝোপের মাঝে থাকলে তোমাকে দেখে বেরিয়ে আসতো।
-তা ঠিক, ঝোপের মাঝে থাকলে, আমার ডাক শুনে সে বেরিয়ে আসতো। আমার মনে হয়, তোমার অনুমান ঠিক, সে আগে একবার গাছে উঠে আটকা পড়েছিলো, আমার স্বামী গাছে উঠে নামিয়ে এনেছিল।
সে অনেকটা তাড়াহুড়ো করে গাছগুলোর দিকে চলে গেলো। আমি বললাম,
-গুড লাক।
০৩ রা মে, ২০১৯ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
পরীক্ষা চলছে, পরে রেজাল্ট দেয়া হবে!
২| ০৩ রা মে, ২০১৯ রাত ১০:২৬
খেয়া ঘাট বলেছেন: চানচাচা-আছেন কেমন? বিড়ালের প্যাঁচার সাথেও ভালো বন্ধুত্ব হয়। বিড়াল মনে হয়ে প্যাঁচার নিমন্ত্রণে গাছে ওঠেছে।
০৪ ঠা মে, ২০১৯ সকাল ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
ভালো আছি; ধন্যবাদ! ভালো কিছু লিখুন
৩| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১:৩০
ল বলেছেন: গুড লাক
০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
আমি নিজের অবস্হাকে নিজেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।
৪| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: ওস্তাদ বড় বেড়াছেরার মধ্যে আছি।
কি দেশে জন্ম নিলাম ব্লগিংটা পর্যন্ত শান্তিতে করতে পারছি না।
ফ্রি ভিপিএন দিয়েও ব্লগিং করতে পারছি না। লগিং হবার ২/৩ মিনিট পর একাকাই আবার লগিং করতে বলে।
০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ পুরো দেশটাকে দোজখে পরিণত করেছে; এদের মাঝে অনেক ব্লগারও আছেন।
৫| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কাহিনীটি আগে একবার পড়েছিলাম।
তখন ভালো লেগেছিল।
আজো ভালো লেগেছে।
০৫ ই মে, ২০১৯ রাত ৩:২৪
চাঁদগাজী বলেছেন:
এসব ছোটখাট ঘটনা আমাকে আনন্দ দেয়।
৬| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১০:৪৯
খেয়া ঘাট বলেছেন: ঘটনা কিতা।
আফনার ফোস্টে মন্তব্য এতো খম কেনে???
০৫ ই মে, ২০১৯ রাত ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
বেশীর ভাগ ব্লগার আমার উপর ক্ষেপে গেছেন।
৭| ০৮ ই মে, ২০১৯ সকাল ১১:৪৮
হাসান রাজু বলেছেন: নিজের ঢোল নিজে বাজাও অন্যকে দিলে ফাটাইয়া ফেলবে ।
নিজের পোস্ট নিজেই কপি করো, অন্যকেউ করলে ........
০৯ ই মে, ২০১৯ ভোর ৬:১১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, পাশ করেছেন। আমাকে জেনারেল করে রাখা হয়েছিলো, নতুন কিছু লেখার ইচ্ছা ছিলো না।
৮| ০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:০১
উরনচণ্ডী বলেছেন: আগেও পড়ে ছিলাম। আবার পড়লাম।
০৯ ই মে, ২০১৯ ভোর ৬:১২
চাঁদগাজী বলেছেন:
আমি হয়তো শতবারের বেশী পড়েছি।
৯| ০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:৩৩
জাহিদ অনিক বলেছেন:
লেখক বলেছেন:
পরীক্ষা চলছে, পরে রেজাল্ট দেয়া হবে!
রেজাল্ট কি ? পাশ করেছি নাকি ফেল?
০৯ ই মে, ২০১৯ ভোর ৬:১০
চাঁদগাজী বলেছেন:
পাশ করেছেন; আমি বুঝতে চাচ্ছিলাম, কত জন আমার লেখা আগে মনযোগ দিয়ে পড়েছেন?
১০| ১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি অভিজ্ঞতাসম্পন্ন মানুষ। তাই বিড়ালের সম্পর্কে এতোটা বলতে পারলেন। আমি বলবো নাইস গেস !
মেয়েদের প্রিয় জিনিস হারালে এমন হতবুদ্ধি অবস্থার সৃষ্টি হতে পারে।
পরে কি ঐ মহিলার সাথে দেখা হয়েছিল?
১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
না, মহিলার সাথে আর দেখা হয়নি; আমি ঐ এলাকা থেকে একটু দুরে সরে গেছি; ফলে, ওসব পরিচিতদের বাসায় গাড়ীতে আসতে যেতে হয়।
১১| ১৮ ই মে, ২০১৯ রাত ১২:০৬
আপেক্ষিক মানুষ বলেছেন: বুঝলাম না আপনার অনুমান শক্তি এত প্রখর কীভাবে? ওই মহিলার মত আমার মাথাও ঘুরে গেল।
আপনি কি নির্জনে হাটতে ভালবাসেন?
১৮ ই মে, ২০১৯ রাত ৩:০১
চাঁদগাজী বলেছেন:
আমি অনেক সময় একাকী ও নির্জনে হাঁটি, এবং সব সময় নিজের সাথে কথা বলি।
১২| ২১ শে মে, ২০১৯ ভোর ৫:৩২
পথিক প্রত্যয় বলেছেন: আপনি কোন শহরে থাকেন
২১ শে মে, ২০১৯ ভোর ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
ব্রুকলীনে
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:২৭
জাহিদ অনিক বলেছেন: রিপোষ্ট ?
আগেও একবার পড়েছিলাম মনে হয় এটা ! অনেকদিন না হলেও বেশকিছুদিন আগে।