নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি বুঝা লাগবে না, সাধারণ জ্ঞান দিয়ে এনালাইসিস করুন

২২ শে মে, ২০১৯ রাত ৯:৫৯



গত নির্বাচনে, বিএনপি'র সেক্রেটারী মির্জা সাহেব বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন; গত নির্বাচনে আওয়ামী কোশালিশনের বাহিরে যেই ৮ জন জিতেছেন, তাদেরকে "বাংগালী রাজনীতির গুরু" উপাধী দিলেও যথেষ্ট হবে না; এবং এরা কিভাবে জিতেছেন, সেটা জাতির কাছে এক উত্তরহীন প্রশ্ন হয়ে থাকবে দীর্ঘদিন।

৮ জনের মাঝে, শুধু ফখরুল সাহেব শপথ নেননি, সময়ের সাথে উনার জয়ের বৈধতা হারিয়ে গেছে; সেখানে নির্বাচন হতে যাচ্ছে; এখন, সেখানে এমপি পদে প্রতিযোগীতা করতে বিএনপি থেকে ৫ জন নমিনেশন কিনেছেন, এবং তার মাঝে বিএনপি'র ৩৬ বছরের সভাপতি বেগম জিয়াও আছেন। ধরলাম, এদের একজন (বিএনপি থেকে) আবার বিজয়ী হলেন; নতুন বিজয়ী কি শপথ নেবেন, নাকি আবারো শপথ না নিয়ে, বগুড়া-৬'কে ঝুলায়ে রাখবেন? এটা কি দেশের মানুষের সাথে সঠিক রাজনৈতিক আচরণ?

আমাদের দেশে বর্তমানে যা ঘটছে, একমাত্র আফ্রিকা ব্যতিত বিশ্বের অন্য কোথায়ও এসব ঘটার সম্ভাবনা নেই; মানব জাতি এতো পেছনে পড়ে নেই, আজকের মানব জাতি এর থেকে অনেক বেশী চিন্তাশীল, অনেক মানবিক, অনেক বুদ্ধিমান। তবে, আমাদের জাতিকে এখানে এনেছেন আমাদের রাজনীতিবিদরা, ব্যুরক্রেটরা ও মিলিটারী।

বিএনপি গত ভোটে পরাজয়ের জন্য শেখ হাসিনাকে দায়ী করছেন; ঠিক আছে, শেখ হাসিনা দায়ী; কিন্তু মির্জা সাহব বিরোধী পক্ষ থেকে যেই সুযোগটা পেলেন, সেটাকে জাতির ভালো জন্য ব্যবহার করতে পারতেন না? তিনি কি সংসদে দাঁড়িয়ে, জাতির পক্ষ থেকে কমপক্ষে বর্তমান অবস্হার বিপক্ষে কথা বলতে পারতেন না? এখন উনার স্হানে, বেগম জিয়া যদি জয়ী হয়ে আসেন, বেগম জিয়া কি উনার মতো রাজনৈতিক প্রজ্ঞা রাখেন যে, বেগম জিয়া উনার চেয়ে ভালো কিছু বলতে পারবেন? সবচেয়ে বড় কথা, বেগম জিয়া জেলে থেকে, ওখানে কি জিততে পারবেন? বিএনপি যেসব টুকিটাকি চালাকী করছে, শেখ হাসিনা সেগুলোকে শিশুদের চড়ুইভাতি হিসেবে নিচ্ছেন সম্প্রতি।

মির্জা ফখরুল এভাবে সুযোগ ছেড়ে দিয়ে প্রমাণ করেছেন যে, শেখ হাসিনই সঠিক, বিএনপি'কে কোন ধরণের সুযোগ দেয়া ঠিক নয়।

শেখ হাসিনার জন্য ভালো সুযোগ: বেগম জিয়াকে ভোটে অংশ নেয়ার সুযোগ দিয়ে, পরাজিত করার জন্য বড় সুযোগ এসেছে; তাতে বেগম জিয়ার শেষ মান-সন্মানটুকু বিলীন হয়ে যাবে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ রাত ১০:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মির্জা সাহেব একজন ভদ্রলোক। তবে ওনার উচিত ছিল শপথ গ্রহণ করা। উনার মত ভদ্রলোক বাংলাদেশে এই মুহূর্তে খুব কমই আছে। প্রধান দলের সাধারণ সম্পাদক এর চেয়েও অনেক বেশি ভদ্র উনি।

২২ শে মে, ২০১৯ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


উনি জাতিকে দেশের বর্তমান সার্বিক অবস্হা বুঝানোর জন্য একটা সুযোগ পেয়েছিলেন; এখন তিনি সেটা হারালেন।

২| ২২ শে মে, ২০১৯ রাত ১০:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার সিদ্ধান্ত নেওয়ার পথের বাধা আছে ওনার ভাতিজা।

২২ শে মে, ২০১৯ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


উনাকে আমরা জানি একজন রাজনীতিবিদ হিসেবে, আর ভাতিজাকে জানি ডাকাত হিসেবে।

উনি হলেন বড় দলের সেক্রেটারী, ভাতিজাও কি সেক্রেটারী? এসব মানুষের কমনসেন্স কম, অথবা এত বেশী যে, আমরা উহার ধারে কাছেও নেই।

৩| ২২ শে মে, ২০১৯ রাত ১০:২৫

পথিক প্রত্যয় বলেছেন: বাংলাদেশের রাজনীতি বড়ই রঙিন

২২ শে মে, ২০১৯ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


মগজহীনরা শক্তভাবে দলবদ্ধ হয়েছে।

৪| ২২ শে মে, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: বিএনপির কোমর ভেঙ্গে গেছে।
তাই আমি ভাবছি আওয়ামীলীগের কথা। তারা কি দেশ ভালোভাবে চালাতে পারছেন?
যদি তারা ভালোভাবে দেশ চালাতেই পারেন তাহলে ইদানিং আদালত কেন এত হুকুমজারী করছে? যেমন- বাজার থেকে ৫২ টা পন্য সরানো, বালিশ এর হিসাব তদন্ত, ইত্যাদি। তাহলে সরকার করছে কি? আদালতের কি সরকারের উপর আস্থা নেই?

২২ শে মে, ২০১৯ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ দেশকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মতো ভালোবাসে ও সেইভাবে চালাচ্ছে। শেখ হাসিনার উচিত ছিলো বিএনপি'কে বিলুপ্ত করে দেয়া।

৫| ২৩ শে মে, ২০১৯ রাত ১২:১০

মাহমুদুর রহমান বলেছেন: এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।

২৩ শে মে, ২০১৯ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



কে বলে? যে বারবার একই ভুল করে, সেও এসব বলে বেড়ায়।

৬| ২৩ শে মে, ২০১৯ রাত ১২:২৫

কানিজ রিনা বলেছেন: মির্জা ফকরুলরা সংসদে প্রতিবাদ করতে
গেলে হয়ত সংসদ থেকেই গ্রেফতার হবে।

২৩ শে মে, ২০১৯ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:



উনাকে কেহ গ্রেফতার করবেন না; উনি কার ভোটে জয়ী হয়েছেন, সেটাও একটা বিষয়! ওখানে বিএনপি'র লোকেরা ভোট দিতে যায়নি।

৭| ২৩ শে মে, ২০১৯ রাত ১:১৮

বলেছেন: মির্জা ফকরুলকে কাহারা ভোট দিয়ে এম, পি বানিয়েছে ------------------

২৩ শে মে, ২০১৯ সকাল ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই আওয়ামী লীগ, বিএনপি'র লোকেরা ভোটে যাননি।

৮| ২৩ শে মে, ২০১৯ রাত ১:৫৫

গোলাম রাব্বি রকি বলেছেন: যারা সংসদে গিয়েছে তারা সবাই বেতন নেওয়ার জন্য গিয়েছে, আমাদের কথা বলার জন্য নয় ...

২৩ শে মে, ২০১৯ সকাল ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


৪৮ বছরে, জাতিকে লক্ষ্য করে, একজন এমপিও বলেননি, "আমি জাতির জন্য আইন প্রনয়ন করবো"।

৯| ২৩ শে মে, ২০১৯ ভোর ৪:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেশ চলছে দেশের গতিতে। রাজনীতিবিদরা করছে ব্যবসা। এখন কেউ কারোর জন্য ভাবে না।

২৩ শে মে, ২০১৯ সকাল ৭:১১

চাঁদগাজী বলেছেন:


দেশ নয়, নেতারদের বাজার

১০| ২৩ শে মে, ২০১৯ ভোর ৬:৫২

লাল মাহমুদ বলেছেন: বিএনপি তারেক জিয়ার গ্যারা কলে আটকে পড়েছে। লন্ডনে বসে তারেক যা অডার করছেন ইচ্ছে না থাকা সত্ত্বেও তাই করতে হচ্ছে। তারেক বিএনপির নেতা কর্মী গুলোকে পুতুলের মতো নাচাচ্ছে। এতে জাতিও বিনোদন পাচ্ছে।
বিএনপি আজ হোক কাল হোক রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবেই। আমার প্রশ্ন হলো তাদের জায়গায় কে আসবে???

২৩ শে মে, ২০১৯ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়াও ততকালীন সময়ে সব বেকুবদের নেতা বানিয়ে দিয়েছিলেন; সবগুলো ছিলো শ্রমিক মৌমাছি

১১| ২৩ শে মে, ২০১৯ সকাল ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

তবে আমার মনে হয়, নারী আসনে তারা এক জন যোগ্য প্রার্থী দিতে পেরেছে।

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



যোগ্যতা প্রমাণ করতে পারলে আমরা সবাই উপকৃত হবো; নামটি কি?

১২| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১২:০২

কানিজ রিনা বলেছেন: দেশে ভোটের কারসাজীতে যেভাবে ভোট
হয়েছে বেহায়া নির্লজ্জের মত সপত
গ্রহন না করে বেশ কয়েক মাস বিরত
করেছে সেটা কমতি কিসের?

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বিএনপি'র জন্য এর থেকে ভালো কি করা উচিত?

১৩| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: দেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠা পাক সেই কামনা করি...

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



আমরা এখনো ১৯৭৫ সালের হত্যাকান্ডের ক্ষতিপুরণ দিয়ে চলেছি

১৪| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১২:৩১

জুন বলেছেন: যাক বাবা সারা দুনিয়া ঘুরে টুরে আপনি আবার পুরনো প্রিয় ট্রাকে ফিরে আসছেন দেখে ভালোলাগলো।

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


মির্জা ফখরুলের এই ভুল জাতিকে বিশৃংখলার দিকে আরেক ধাপ এগিয়ে দিচ্ছে।

১৫| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণ জ্ঞান দিয়ে এনালাইসিস করলে আমি মির্জা ফখরুল হলে অবশ্যই পদত্যাগ করতাম। জুতা মারি এমন রাজনীতির...

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



এটা রাজনীতি নয়, বাংলাদেশে রাজনীতি থাকলে, এবং মির্জা ফখরুল বুদ্ধিমান হলে, এই সুযোগকে কাজে লাগায়ে জাতিকে সাহায্য করতে পারতো।; উনি এই সুযোগ আর পাবার সম্ভাবনা নেই।

১৬| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:৫০

জাহিদ অনিক বলেছেন: বিএনপি'র তাহলে কী করা উচিত? নির্বাচন থেকে সরে যাওয়, রাজনীতি থেকেও সরে যাওয়া?

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি নামটার সাথে শেখ হত্যাকান্ড, ও স্বাধীনতা-বিরোধীতার ইতিহাস যুক্ত, ইহা জাতীকে বিপথে নেয়ার সাথে যুক্ত, ইহাকে বিলুপ্ত করার দরকার।

১৭| ২৬ শে মে, ২০১৯ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: এতো অতীতমুখী হলে দেশের উন্নয়ন কি আসলেই সম্ভব হবে। হত্যাকান্ড ঘটেনি বা হত্যাকান্ড সংশ্লিষ্ট নয় এমন কোন রাজনৈতিক দল কি আছে? আওয়ামীলীগ কি কা্উকে হত্যা করেনি???

২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ ছিল বাংগালীদের হাতে গড়া একটা দল, উহা ভালো করেনি; বিএনপি ছিলো মিলিটারীর হাতে গড়া দল, ইহার উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে বন্চিত করা, দাসে পরিণত করা।

১৮| ২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

অক্পটে বলেছেন: সত্য হারিয়ে গেছে মিথ্যা রাজত্ব করছে। আর আপনিও গোয়েবলস এর ভুমিকায় অবতির্ন হয়েছেন। মিথ্যাকে পুনঃপুনঃ আওরিয়ে যা প্রতিষ্ঠা করতে চাইছেন তা মিথ্যার এই রিজিমে কিছুটা সম্ভব। হাসিনা সঠিক একথা যদি আপনি না বলেন তবে কে বলবে? ।আপনার নেত্রী রাতের ভোটে পাস করা নেত্রী। এই বাংলাদেশকে তিনি দিয়েছেন দুঃশাসন, অপরাধ আর দুর্নীতিতে ভরা এক বাংলাদেশ। আজ চারদিকে দুঃশাসন চলছে। এই দুঃশাসন সৃষ্টি করে গণমানুষের সমস্ত অধিকারকে কুক্ষিগত করে উনি দেশ চালাচ্ছেন অচথ আপনার রেকর্ড সব সময়ই বাজে বিএনপির কুৎসা রটনায়। এত মিথ্যা বলতে হয় কেন আপনাকে?

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা দুষ্ট নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিয়েছে; দু:খের বিষয়, এতে ভালো নাগরিকেরা বন্চিত হচ্ছে, সাথে সাথে জাতি ভুলের মাঝে ডুবে যাচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.