নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্যারালাল পার্কিং নিয়ে যত অশান্তি

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১১:২০



রাস্তার একই পাশে, একই সারিতে, একটার পেছনে আরেকটা গাড়ী রেখে পার্কিং করাকে প্যারালাল পার্কিং বলে; এটা সোজা কাজ, ব্লগার নুরু সাহেবও পারবেন; কিন্তু নুরু সাহেব সমস্যায় পড়বেন, যখন আগের থেকে পার্কিং করা ২টি গাড়ীর মাঝখানে খালি যায়গায় উনার গাড়ীটাকে রাখতে যাবেন; আমি জানি, উনি সামনের ও পেছনের গাড়ীতে ধাক্কা লাগাবেন; তখনই শুরু হবে গন্ডগোল!

আমার গাড়ীতে যদি কেহ থাকেন, তাঁরা আমার প্যারালাল পার্কিং'এর সুনাম করেন সব সময়, আমি নিজের দক্ষতা দেখানোর চেষ্টা করি; ২ গাড়ীর মাঝখানের খালি যায়গাটার দৈর্ঘ্য আমার গাড়ীর দৈর্ঘ্য থেকে যদি ১০ ইন্চি বেশী হয়, তাহলে, আমি এমনভাবে পার্কিং করি যাতে সামনের ও পেছনের গাড়ী টেরও পাবে না। সমস্যা হলো, আসলে আমার সমস্যাটা নুরু সাহেবের সমস্যাটার চেয়েও বড়, যখন গাড়ীতে আমি একা থাকি, তখন ২টি পার্কিং-করা গাড়ীর মাঝেখানে ২ গাড়ীর সমান খালি যায়গা থাকলেও, আমার গাড়ী সামনের ও পেছনের গাড়ীকে ধাক্কা দেবেই দেবে, মাফ নেই; এটা নিয়ে দুনিয়ার অশান্তি!

আমি কুইন্সে এসেছি একটা কাজে, কাজটা হয়নি; গাড়ীটা অনেকটা জনহীন রাস্তায় প্যারালাল পার্কিং'এ; টাইট পার্কিং; অক্টোবর মাসে ফিনফিনে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির চেয়ে মেঘ ও বাতাস বেশী, সন্ধ্যার আগেই অনেকটা অন্ধকার হয়ে গেছে; গাড়ীতে উঠে পার্কিং থেকে বের হচ্ছি, গাড়ীর কাঁচগুলো ঝাপসা; সামনের গাড়ীতে লাগলো ১ বার, পেছনের গাড়ীতে লাগলো ২ বার; গাড়ীর মাথাটা সামনের গাড়ী থেকে ক্লিয়ার হয়নি তখনো, এমন সময় দেখি, কে একজন আমার পাশ থেকে গাড়ীর জানালায় থাপ্পড় দিচ্ছে; আমি দরজার কাঁচ নামালাম, ছোটখাট চাইনীজ, নাকি ভিয়েতনামী একটা; প্রশ্ন করলাম,
-কি ব্যাপার, গাড়ীর কাঁচ ভাংগার চেষ্টা করছ নাকি?
-তোমার কাঁচ ভাংছি না, তুমি ধাক্কা দিয়ে আমার গাড়ীটা ভেংগে দিয়েছ!

আমি গাড়ী থেকে বের হলাম; সামনের গাড়ীটা তার; ওর দাদার আমলের কচ্চপের মতো ফক্সওয়াগেন। তার হাতে আধা হ্যাম-বার্গার, মুখেও হ্যাম-বার্গার; সে বললো,
-দেখ, তুমি ধাক্কা মেরে আমার গাড়ীর কি অবস্হা করেছ!

গাড়ীটি অনেক পুরাতন, পেছনের বাম্পার আগে কোন এক সময় পড়ে গিয়েছিলো; টেলিফোনের তার দিয়ে বেঁধে রেখেছিলো, এখন আমার গাড়ীর ধাক্কায় ভুমিতে পড়ে আছে! আমি বললাম, তোমার গাড়ী কোথায়?
-তুমি কানা নাকি? ফক্সওয়াগেনটা দেখছ না?
-উহা তো গাড়ী নয়, জাংক! তুমি উহাকে এখানে এনেছ কি করে, ঠেলে এনেছ? এই গাড়ীকে রাস্তায় আনার পারমিশন কে দিলেো তোমায়? তোমার লাইসেন্স ও রেজিষ্ট্রেশন দেখাও আমাকে!
-হেই, চুপ করো; তুমি পুলিশ নও যে, তোমাকে আমার ডকুমেন্ট দেখাতে হবে! ক্ষতিপুরণ দাও, না হয় পুলিশ ডাকবো!
-ভাংগা গাড়ী রাস্তায় এনে ট্রাপিক সমস্যার সৃষ্টি করছো, আবার তোমাকে ক্ষতিপুরণ দিতে হবে? টেলিফোনের তার দিয়ে বাম্পারকে গাড়ীর সাথে বাঁধতে তোমার কত খরচ হয়েছে?
-শোন, তুমি আমার বাম্পার নষ্ট করেছ; ইহার জন্য ৩০০ ডলার দিতে হবে!
-তোমার পুরো গাড়ীর দামও ৩০ ডলার হবে না; ইহাকে রাস্তা থেকে জাংক-ইয়ার্ডে নিতে তোমার পকেট থেকে ২০০ ডলার খরচ হবে; ইহাকে এখানে রেখে বাড়ী চলে যাও!

এই সময় ফক্সওয়াগেনের অন্য দরজা খুলে হালকা পাতলা এক চাইনীজ, কিংবা ভিয়েতনামী সুন্দরী বেরিয়ে আসলো; সেও হ্যাম-বার্গার খাচ্ছিলো; সে কড়া মেজাজে আমাকে বললো,
-হেই তুমি, তুমি গাড়ী ভেংগে এত বড় বড় লেকচার দিচ্ছ কেন?
-এই গাড়ীর সাথে তোমার সম্পর্ক কি?
-সম্পর্ক দিয়ে তুমি কি করবে? এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ী!
-এটা তোমার বয়ফ্রেন্ড? তোমাকে ১ ডলারের হ্যাম-বার্গার কিনে দিয়েছে, এই ডিনারের সময়? তুমি নিজকে এত সস্তা করছো কেন? কাল থেকে তুমি আর এর সাথে বের হতে পারবে না! তোমার মতো মেয়েকে ফ্রেন্চ রেষ্টুরেন্টে নেয়ার দরকার আছে।
-তুমি আমাদের ব্যাপার নিয়ে লেগে যাচ্চ কেন? তুমি গাড়ী ভেংগেছ, সেটর সমাধান কর!
-শোন, তুমি এই ভাংগা গাড়ীতে আর উঠতে পারবে না; ও স্পোর্টসকার যতদিন না কিনে, তার সাথে দেখাও করতে পারবে না।
আমার কথা শুনে সে যথাসম্ভব হতাশ হয়ে গেছে, বেচারী চুপ হয়ে গেলো।

ছেলেকে বললাম,
-তুমি পুলিশ ডাকলে, পুলিশ আসবে মাঝ রাতে; তারপর এই গাড়ী রাস্তায় আনার জন্য ২০০ ডলারের টিকিট দেবে। আমি ৫ ডলার দিচ্ছি, মেয়েটাকে একটা বিগ-ম্যাক ও ১টা কোক কিনে দিও, আর তুমি আরেকটা হ্যাম-বার্গার খেয়ো; এখন আমার গাড়ীর সামনে থেকে সর।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৯ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: হে হে---

এবার কি ঘুমাতে যেতে পারি? নাকি চাঁদ দেখা কমিটি আবার বৈঠক ডাকবে?

০৫ ই জুন, ২০১৯ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা রলো, ভালো থাকুন।

২| ০৫ ই জুন, ২০১৯ রাত ১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: ঈদ উপহার হিসাবে গল্পটি চমৎকার হয়েছে ।
প্যারালাল পার্কিং সমস্যাটির সমাধানটি অপুর্ব হয়েছে ।
ঈদের শুভেচ্ছা রইল

০৫ ই জুন, ২০১৯ সকাল ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা রলো আপনার জন্য।

মাঝে মাঝে ছোটখাট গন্ডগোল না হলে, জীবনতা কেমন তরংগহীন হয়ে যায়।

৩| ০৫ ই জুন, ২০১৯ রাত ২:২০

বঙ্গদুলাল বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনার প্রতি।মনে হচ্ছে, আপনি যেকোনো পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে পারেন।হা হা হা। সবসময় ভালো থাকুন।

০৫ ই জুন, ২০১৯ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।
প্রতিদিনই মানুষের জীবনে এটাসেটা ঘটে, এর মাঝেই হিউমার খুঁজে নিতে হয়।

৪| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৭:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

***ঈদ মোবারক ।***

০৫ ই জুন, ২০১৯ সকাল ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন; ঈদ কেমন কাটালেন?

৫| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৮:০৭

বলেছেন: হা হা হা -- অসম্ভব ভালোলাগা রইলো...

ঈদের শুভেচ্ছা।।।


আপনার গাড়িতে পার্কিং ক্যামেরা ও সেন্সর নাই কেন???
আপনার টাতে টেলিফোনে তার, মাছকিন ট্যাপ কিছু লাগানে আছে নাকি??
গাড়ির একটা পিক দিতেন।।।

০৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:

আী লো-টেক গাড়ী চালাই; আজকাল, কিছু গাড়ী নাকি নিজের থেকে প্যারালাল পার্কিং করছে?

০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।

৬| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
গাড়িতে ব্যাক ক্যামেরা ও সেন্সর নাই কেন?

গাজী সাহেব ৭২ সালের গাড়ী চালায়। চাকাগুলো যে এখনো টিকে আছে এটাই তো বেশি।

০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:


ক্যামেরা ট্যামেরা আমাকে সাহায্য করে না, আমি নিজের মতো করে চেষ্টা করি।

৭| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৪৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১. কোন গাধায় প‌্যারালাল পার্কিং করতে পারে না এমন বেকুবকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে?
২. এ কোন অসভ্য জাতী যে রাস্তায় গাড়ি ঠুকে দিয়ে ড্রাইভারে ড্রাইভারে ঝগড়া করতে হয়?
৩. এ কোন অসভ্য জাতী যে গাড়িতে বাম্পার এলাউ করে?

০৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


এরা মংগল গ্রহের লোকজন।

৮| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:০৮

নজসু বলেছেন:

৯| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৪

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ঘটনার বিবরন । :)

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা নেবেন।

সুযোগ পেলে গন্ডগোল টন্ডগোল করেন নাকি!

১০| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন গাধায় প‌্যারালাল পার্কিং করতে পারে না? সবাইকে নিজের মতো ভাবেন কেন?
চোখে কম দেখেন, রাতে গাড়ী চালাতে সতর্ক হোন! ঈদ মোবারক, আপনি গতকাল, আজকের নাকি
বৃহস্পতির দলে ?

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা রলো আপনার জন্য।

ঈদ করেছি মংগলবারে; সবকিছু ভালোভাবে কেটেছে।

১১| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

***ঈদ মোবারক *** ।

পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো 500 টাকা দামের পাঞ্জাবি পনেরশো টাকায় বিক্রি করে না।
তাদের শরম লজ্জা আছে।

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


দেশের সরকার ও প্রশাসনে ন্যায়পরায়ন কোন ব্যক্তিত্বের উদাহরণ নেই, মানুষ সততা শব্দটা ভুলে গেছে

১২| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার ইম্প্রোভাইজেশন ক্ষমতা প্রচুর। তাৎক্ষণিক বুদ্ধি থাকতে অভিজ্ঞতা লাগে। যা আপনার ভরপুর।

আমারও আপনার মতোই অবস্থা। সবখানেই সুন্দরীদের দেখা পাই ;)

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা নেবেন।
খেয়াল রাখিয়েন, বাংলাদেশে এই ধরণের গন্ডগোলে যাবার চেষ্টা করিয়েন না, লম্বা করে ফেলবে।

১৩| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৩:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার বিশ্বাস গাজী সাহেবের গাড়ী বড়জোর ফক্সওয়াগেন এর পরের মডেল ।
বা কিছুটা লেটেষ্ট আর ভদ্রলোকের মত সঙ্গে গার্ল ফ্রেন্ড ছিলনা, নাহলে তর্কে জিততে পারতনা ।
বিদেশে যে গাজী সাহেব এখনো টিকে আছেন। নিশ্চয়ই এর কোন গুপ্ত মন্ত্র আছে ।

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।
আমি অকারণে ড্রাইভিং'এর বিরোধী; বেশী প্রয়োজন না হলে, গাড়ী ব্যব হার করি না; ফলে, গাড়ী নিয়ে উৎসাহ নেই; পৃথিবীকে বিষাক্ত করে ফেলেছে গাড়ী।

১৪| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:২২

শান্তির দেবদূত বলেছেন: আপনার সেন্স অফ হিউমার ঈর্ষণীয়। হিউমারের সাথে আইকিউ সরাসরি কো-রিলেটেড। আপনার আইকিউও নিশ্চয় অনেক উচ্চমাত্রার হবে।

প্যারালাল পার্কিং আমারও সমস্যা হয়। এখনও ঠিকমতো আয়ত্ব করে উঠতে পারিনি।

ঈদের অনেক শুভেচ্ছা রইল।

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।
প্যারালাল পার্কিং'এ সমস্যা থাকলে, পার্কিং করার সময় দেখবেন, সামনের ও পেছনের গাড়ীতে কেহ বসে আছে কিনা।

১৫| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার পরবর্তী লেখাটার একটা উত্তর দিলাম,
অবাক হয়ে দেখলাম " গাজী সাহেবের লেখাও উধাও হয়ে যায় !!!

......................................................................................
নুরু সাহেবের দোয়া আর লুনার ক্যাল্যান্ডার কোনটাই আমাদের বিষয় নয়,
বা চাঁদকে শীতে নিতে হবে না
আমাদের প্রয়োজন আধুনিক উচ্চ প্রযুক্তির দেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান ।

০৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


ঐ পোষ্ট টা আমি পরে দেবো; ব্রাইজারের কারণে, আমি দেখেছিলাম যে, এই পোষ্ট টি ২য় পাতায়, নতুন পোষ্ট দেয়ার পর, দেখি সামনের পাতায় আমার ২টি পোষ্ট; তাই, সরায়ে নিয়েছি।

আমার মনে হয়, আমাদেরকে সোলার কেলেন্ডার অনুসরণ করতে হবে।

১৬| ০৫ ই জুন, ২০১৯ রাত ১০:৪৫

পুলক ঢালী বলেছেন: হা হা হা আপনার লেখা যখন পড়ছিলাম তখন সিনেমাটিক ভিউ এর মত পুরো দৃশ্যটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আর হাসতে হাসতে মরনদশায় পড়ছিলাম। এনি ওয়ে আপনি একজন মহা ঘোড়েল ব্যাক্তি তা নাহলে কার ড্যাসিং এর মামলা সুইচওভার করে প্রেমিক প্রেমিকার দ্বন্দে রূপ দিতে পারতেন না। হা হা হা বেচারা প্রেমিক, এখন প্রেমিকার মন যোগাতে ভীষন চ্যালেঞ্জে পড়ে গেল!! গাড়ী না বদলালেই নয় :D
আপনি পারেনও বটে আরেকবার দোকানের ছাতা দান করে দিয়েছিলেন। ;)
এ ধরনের লেখাগুলি খুব মজার, চালিয়ে যেতে থাকুন। :D
ঈদ মোবারক আজ এখানে ঈদ উৎযাপিত হচ্ছে। ভাল থাকুন।

০৬ ই জুন, ২০১৯ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।

চাইনীজ নাকি আমার থেকে ৩০০ ডলার আদায় করবে? ৫ টাকা আদায় করতে গিয়ে ঘাম বের হওয়ার কথা।

১৭| ০৫ ই জুন, ২০১৯ রাত ১১:৩৩

নাসির ইয়ামান বলেছেন: একটা ক্যাচাল শেয়ারে,অপরাধী ক্যাচালকারী নিজের নির্বুদ্ধিতাই প্রকাশ করলো!

০৬ ই জুন, ২০১৯ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


যাঁদের সাথে ব্লগিং করি, তাঁরা আমাকে জানলে, বুঝলে আমার ভালো লাগবে, এটাই আইডিয়া।

১৮| ০৬ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৩

নীলপরি বলেছেন: আমি শান্তি পছন্দ করি ।

আপনার ঘটনা ওদেশে ঘটছে বলে বোধহয় তেমন অপ্রিয় কিছু হয়নি । এসব জায়গায় হলে মেয়েটা মনে হয় না চুপ হোতো । নারী স্বাধীনতা , ব্যক্তি স্বাধীনতা না জানে কিসব টেনে আনতো । :)

আশাকরি ঈদ খুব ভালো কেটেছে আপনার ।

০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যাবাদ, ঈদ ভালো কেটেছে; দেরীতে হলেও আমাদের ব্লগের কবির জন্য (আপনার জন্য) ঈদের শুভেচ্ছা রলো।

বাংলাদেশে এসব গন্ডগোল করা সম্ভব হবে না।

১৯| ০৬ ই জুন, ২০১৯ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেটার সাহস কত ! আপনার সাথে লাগতে আসে।
ঈদের শুভেচ্ছা নিন ।

০৬ ই জুন, ২০১৯ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা নেবেন।

চীনারা জানে না যে, আমি জাপানের নিকটেই বসবাস করি!

২০| ০৭ ই জুন, ২০১৯ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: দারুণ উপভোগ্য একটা পোস্ট। পোস্টে এবং মন্তব্য/প্রতিমন্তব্যে যেসব হিউমার উঠে এসেছে, সেগুলোও উপভোগ করলাম।
৯ নং প্রতিমন্তব্যে করা প্রশ্নটা পড়ে হাসি চেপে রাখতে পারলাম না!!! :)
পোস্টে প্লাস +

০৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


৯নং মন্তব্যটি করেছেন আমাদের এক কবি; কবিতা উৎসাহী মানুষ; তাঁরা কি সুযোগ পেলে গন্ডগোল টন্ডগোল করেন?

২১| ০৮ ই জুন, ২০১৯ সকাল ১১:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্লগার নূরু সাহেব মনে হয় খুব ভালোই ড্রাইভ করতে পারেন। ড্রাইভিং জন্য প্রতিটি মানুষের জন্য ফরজ করা দরকার ‌ । বাংলাদেশের কোন মানুষ গাড়ি কিনলে সাথে সাথে ড্রাইভার এর সন্ধান করে। অথচ গাড়ি চালানো যে মজার একটি ব্যাপার সেটা তারা অনুভব করতে পারে না। আফসোস।

০৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


সব জাতির নিজস্ব চরিত্র আছে; বাংগালী চরিত্রে, গাড়ী চালালে মানুষ নীচের শ্রেনীতে চলে যায়; অবশ্য এটা একটা ভুল ধারনা; এই ধরণের অনেক ভুল ধারনা বাংগালীকে পেছনে টেনে রেখেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.