নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পোষ্টের ব্যাক-আপ নিয়ে, সামুর কিছু বলা উচিত

০৫ ই জুলাই, ২০১৯ রাত ৩:১৬



ব্লগারদের লেখাগুলো, তাঁদের কাছে, নিজের হৃদয়ের টুকরোর মতোন; লেখা হারিয়ে ফেলা খুবই বেদনাদায়ক হবে; বিশেষ করে সাহিত্য অংশ: কবিতা, উপন্যাস, গল্প, প্রবদ্ধ, সায়েন্টিফিক ভাবনার উপর লেখা, ইত্যাদি! তবে, সামু বন্ধ হয়ে গেলেও, লেখাগুলো সামুর কাছে থাকবে, সামুর প্রবেশ থাকবে; সামুর মালিকানা চাইলে, যেকোন সময়ে সেগুলো ব্লগারদের দিতে পারবেন; এবং বড় কথা হলো, সামুকে কেহ কখনো পুরোপুরি বন্ধ করতে পারবে না; ৩০/৪০ হাজার ব্লগারের একটি জেনারেশনের সাথে সরকারের কোন বুদ্ধিমান লোকটি পেরে উঠবে? ৩০/৪০ হাজার ব্লগারের লেখা, ভাবনাকে আটকে দেয়ার মতোন লোকজন সরকারের কোনদিন ছিলো, নাকি ভবিষ্যতে হবে?

সামু যদি নিজের থেকে ব্লগ-আ্যপলিকেশন বন্ধ করে দেয়, তখন একটা সমস্যা হবে, হয়তো: এত ব্লগারের লেখা ফাইল হিসেবে কপি করে দেয়া, সময় ও জনবলের ব্যাপার হবে, হয়তো; হয়তো, অনেকের সাথে নিদ্দিষ্ট সময়ে যোগাযোগও হয়ে উঠবে না।

সামু বন্ধ করবে কে, কার এত বড় ভুল সাহস? যারা ব্যক্তিগত কারণে সামুর উপর আঘাত হানছে, তাদের উদ্দেশ্য একদিন সরকারের কিছু সৎ লোকজন জেনে যাবেন; তখন, আজকে যারা এই অপকর্ম করার চেষ্টা করছে, তাদের কি অবস্হা হবে? বাংলাদেশে সরকারের প্রশাসনের অনেক লোকজনের বিচার হয়েছে, অনেকের বিচার চলছে, আরো হাজার হাজার লোকের বিচার হবে এক সময়! আজকে যারা অন্যায় করছে, কালকে যে, তাদের বিচার হবে না, সেটার নিশ্চয়তা কোথায়? আজকে যারা অন্যায়ভাবে ক্ষমতার অপ-ব্যবহার করার চেষ্টা করছে, তাদের চাকুরী কি চিরস্হায়ী? অন্যায়কারীরা আজীবন ভয়ে থাকবে; শেখ হাসিনা এদের ভালোভাবেই চেনেন, কারো চাকুরী চিরস্হায়ী নয়; এবং শেখ হাসিনা একটা ব্যাপারে সিউর, উনি এদের দক্ষ হিসেবে গনণা করেন না; উনি শুধু শুন্যস্হান পুরণ করেন, এরা আজকে আছে, কালকে নেই; এরাও তা বুঝে; ফলে, ভেবেচিন্তে, অবশেষে সোজা হয়ে যাবে।

ব্লগারদের চিন্তা, ভাবনা, পর্যবেক্ষণ, অনুধাবন ইত্যাদি সরকারের লোকদের সাথে তেমন মিলার কথা নয়, সেজন্য সরকারের লোকেরা ব্লগারদের খুব একটা পছন্দ করার কথা নয়; তবে, সরকারের লোকদের হাতে ক্ষমতা আছে, এবং না বুঝে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে সাময়িকভাবে; কিন্তু ব্লগারদের মতো জেনারেশনের বিপক্ষে ক্ষমতা প্রয়োগ করার মতো বেকুবী অনেকেই সহজে করবে না।





মন্তব্য ৪৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: সকল বক্তব্যের সাথে সহমত ।

০৫ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


আমরা অবস্হার পরিপ্রেক্ষিতে কষ্টকর সময়ের ভেতর দিয়ে যাচ্ছি; তবে, সরকারের ভেতর থেকে যারা অন্যায় করবে, তাদেরকে শেখ হাসিনার কথা ভেবে দেখতে হবে; শেখ হাসিনা তাদেরকে কতটুকু মুল্য দেয়! আমার ধারণা, শেখ হাসিনা এদেরকে শুন্যস্হান পুরণ করতে কাজে লাগাচ্ছে মাত্র।

২| ০৫ ই জুলাই, ২০১৯ ভোর ৫:৩৯

ডার্ক ম্যান বলেছেন: সামুর উচিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের আরো যুক্ত করা । শেখ হাসিনার ভুল ধরিয়ে দেওয়ার মতো এখন আর কেউ বেঁচে আছে বলে মনে হয় না।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:


সব ইন্জিনিয়ারিং ও টেকনোলোজিক্যাল কাজ করছে চীনারা, ভারতীয়রা গাড়ী, গরু ও ফেনসিডিল দিচ্ছে, বার্মা দিচ্ছে ইয়াবা, আদম বেপারীরা বাংগালীদের বিক্রয় করে ডলার আনছে, শেখ হাসিনা রাজনীতি করছে, এটা হলো বাংলাদেশ

৩| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৪২

পথ হতে পথে বলেছেন:
চাঁদগাজী ভাই এর সাথে একমত। কণ্ঠরোধ সহজ নয় , প্রয়োজন ও নেই। তবু ব্যাকআপ রাখা ভালো।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রীদের বিচারের উপর পোষ্টও সামুতে আসবে।

কবিতা তো সবদিন, সব বয়সে ভাবনায় একইভাবে আসে না, উপন্যাসের জন্য অনেক লিখতে হয়, সায়েন্টিফিক লেখাগুলোর জন্য মাথা ঘামাতে হয়; এগুলোর ব্যাক-আপ দরকার; সামু যদি বলে যে, ব্যাক-আপ দেয়া যাবে, তা'হলে চিন্তার কিছু থাকবে না।

আমি যা বলি, ও নুরু সাহেব যা লিখেন, এগুলোর ব্যাক-আপ প্রহয়োজন নেই তেমন।

৪| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একমত।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মন্ত্রী বানায় না, মাথা গোনেন, আর দেখেন কে কোন স্টাইলে চুরি করে।

৫| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়,
ঠিকই বলেছেন।
একটা জায়গায় একটু দ্বিমত করছি। আমাদের দৃষ্টিতে বাকস্বাধীনতা হরণের শামিল মনে হলেও যারা সামুর উপর অত্যাচারীর খড়গ কৃপাণ তুলে রয়েছেন তোদের সঙ্গে মাননীয়া প্রধানমন্ত্রীর বোঝাপড়ার বোধহয় একটু ঘাটতি রয়ে গেছে। এত বড় অন্যায় উনি জানলে মনে হয় বিষয়টি এতদূর গড়াতো না।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


প্রধানমন্ত্রীর ছেলে ও ছেলের পালিত কিছু ভেঁড়ারা জানে যে, ব্লগিং নামে আধুনিক কিছু আলোচনা হয়, এবং উহা সরকারের পক্ষে থাকার কথা নয়; সামুতে কি হচ্ছে, তা বুঝার জন্য ২/৪ জন লিলিপুটিয়ানকে ভারও দিয়েছিলেন; উহারা ব্লগিং'এর 'ব' না বুঝে, ব্লগারদের বিপক্ষে নালিশ করেছে মনে হয়।


০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ব্লগিং করলে ভালো করতেন; উনি মাঝে মাঝে হাসেন টাসেন।

৬| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৩

কানিজ রিনা বলেছেন: ব্লগ বন্ধ করার জন্য আধুনিক এ্যটম প্রয়োগ
করা হচ্ছে। এখন তেজসক্রীয়া আমরা সয্য
করতে পারবো কিনা?

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


যারা সামু বন্ধ করার চেষ্টা করছে, সামু বন্ধ হওয়ার অনেক আগেই তাদের নাম দুদকের খাতায় চলে আসবে; নিজের লেজ নিয়ে ব্যস্ত হয়ে যায় কিনা দেখেন।

৭| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কঠিন সময় পার করছেন।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


গাধা যদি নেতৃত্ব দেয়, হাতীর সুখের দিনও ফুরিয়ে যায়।

৮| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এ নিয়ে আরেকটা পোস্ট করতে হবে দেখছি !!

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


সামু কোনদিনও চিরতরে বন্ধ হবে না; আর বন্ধ হলেও, ডাটাবেজ তো সামুরই থাকবে; ফলে, পোষ্ট ফেরত দেয়া সম্ভব হবে

৯| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্যাকআপ আগেও ছিল, কিন্তু আমি ব্যাকআপে লাভ দেখিনা।
কারণ ব্যাকআপে কমেন্ট ব্যাকআপ হতো না।

পোষ্ট অমুল্য। তবে আমার কাছে কমেন্ট + কমেন্ট জবাবও গুরুত্বপুর্ন।
সবকিছু সহ ব্যাকআপ হবে কি না কোন নিশ্চয়তা নেই।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


ব্যাক-আপ, ম্যাক-আপের কথা আসছে ব্লগ বন্ধ হয়ে যাবার সম্ভাবনার ভয় থেকে ব্লগ বন্ধ হবে না, এবং বন্ধ হলে, সামুর কাছে পোষ্টগুলো থাকবে, সামু সেগুলো ফাইল আকারে দিটে সক্ষম হবে।

১০| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২১

নীলপরি বলেছেন: ৯নং মন্তব্যটা ভালো লাগলো ।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


কমেন্টও সামুর কাছে থাকবে; ফলে, সমস্যা হওয়ার ক্থা নয়।

১১| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৭

আরোগ্য বলেছেন: একটা ব্লগকে বন্ধের চেষ্টা করা মানে মননশীলতার বিকাশে বাধা প্রদান করা। এতে শিক্ষিত সমাজ পঙ্গু হয়ে যাবে।

নয় নং মন্তব্যে সহমত।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে এই সরকারগুলো কোটী কোটী মানুষকে নিরক্ষর করে রেখেছে, এদের কাছে আবার মনন কিসের? এরা নিজ পরিবারের বাহিরের লোকের ভালো চাহেনি।

১২| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: গুরুত্বপূর্ন একটি বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন।
আমার লেখা গুলো আর কোঠাও নেই। মানুষ যেমন টাকা পিয়সা ব্যাংকে রেখে নিশ্চিন্ত হয় তেমনি আমি আমার লেখা গুলো সামুতে রেখে নিশ্চিন্ত। এখন যদি সামু'ই বন্ধ হয়ে যায়। তাহলে সব শেষ।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


এজন্য সামু যদি বলে যে, সামু দরকার মতো ব্যাক-আপ কপি দিতে পারবে, তা'হলে ব্লগারেরা নিশ্চিন্ত থাকতে পারেন।

১৩| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যাক ট্যাক না হলে সামুর ডাটাগুলো সামুর কাছেই থাকবে।
সরকার কর বসিয়ে,বাড়িয়ে বিভিন্নভাবে বাজেট বড় করছে। এইসব টাকাকড়ি খরচা করে যদি হ্যাকারদের মাধ্যমে কিছু করে....

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


কর দিয়ে দেশ চলে, এটাই নিয়ম; আমাদের সরকারগুলো করের টাকায় মুলত: নিজেরা চলে; সামান্য বাকী থাকলে উহা তাদের সমশ্রেণীর উপকারার্থে ব্যয় করে

১৪| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই আপনার লেখায় মন্তব্য করতে লেখা অনেক বড় হয়ে যাচ্ছে দেখে নিজে একটি পূর্ণাঙ্গ পোষ্ট দিয়েছি। সময়টা কতোটা বিভ্রান্তিকর হলে এই পরিস্থিতির উৎপত্তি হয় তা বোঝার জন্য এলসি আমদানী করে বৃটিশ লর্ড আনতে হবে বাংলাদেশে। - “দেশে বৃটিশ সরকার প্রয়োজন”।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


বৃটিশেরা বিশ্ব চালায়েছিলো এক সময়; আজকে চালালে ড: হাসান মাহমুদ, কিংরা ডা: বদরুদ্দোজা থেকে ভালো চালাবে। কিন্তু আজকের বাংলায় বৃটিশ থেকে কর্মঠ বাংগালী আছে।

১৫| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩৭

জুন বলেছেন: ভিপিএন দিয়েও যখন ব্লগে ঢুকতে পারছিলাম না তখন কেমন যেনো লাগছিলো ।
ওপেরা ব্রাউজার থেকে লেখা আসছিলো টেম্পোরারি অথবা পার্মানেন্ট ভাবে এই সাইটটি বন্ধ :(

নিজেকে কেমন গুহা মানবের মত লাগছিলো এই ডিজিটাল যুগে ।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


এই দেশের ৮/৯ বছরের মেয়েকে পড়তে না দিয়ে, কারা এসব মেয়ে চাকরাণী বানায়েছিলো? কাদের ১টা মেয়েকে স্কুলে যেতে সাহায্য করার জন্য ২টি চাকরাণীর দরকার হয়েছিলো? এরাই দেশের সরকার ও প্রশাসন চালাচ্ছে

১৬| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২০

করুণাধারা বলেছেন: ঠিক বলেছেন। ব্যাকআপ সম্পর্কে সামুর পক্ষ থেকে কিছু জানালে ভালো হতো। কোথাও দেখলাম সার্ভারে সব পোস্ট এর ব্যাকআপ আছে, কিন্তু সেগুলো কোন তরিকায় আমরা পাব (যদি সামু বন্ধ হয়ে যায়) সেটা বলা হয় নি।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


সামু নিশ্চয় পোষ্টের আসল ফরমেটে ফেরত দিতে পারবে; সামু সেটা জানালে, কারো ভয় থাকবে না।

১৭| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: কোনো দেশের যোগ্যস্থানে এতো অযোগ্য লোক বসবাস করে এটি সম্ভবত সারা বিশ্বের বিরল ঘটনা। অযোগ্য লোকের কাছে কিইবা আর আশা করা যায় - রাস্তায় রিক্সার টায়ার ফাটার শব্দ তাদের কাছে মনে হবে এ্যাটম বোমা। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মিথ্যাচার প্রচার হয় তার হাজার ভাগের একভাগও সামহোইয়ারইনব্লগে প্রচার হওয়া সম্ভব না তারপরও সামহোইয়ারইনব্লগ ব্লক !!!

- গাধায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল

০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা একাই একটা দেশ চালাচ্ছেন; যদিও বেঠিক, সেটাই উনার ষ্টাইল ও রাজনৈতিক আইডিয়া; বাকীদের উনি নেন উনার সুনাম করার জন্য ও বিপক্ষদের সামলানোর জন্য।

১৮| ০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন। সামুতে হাজারো লেখকের হাজারো লেখা আছে। এগুলো লেখকদের অতি আদরের ধন। হঠাৎ করে সামুতে ঢুঁকতে না পারলে আমার মতো অনেকের হার্টে ছ্যাৎ করে উঠে। সামুতে লেখা কোনটিরই আমার কোন ব্যকআপ নেই। আশা করি, ব্লগ কতৃপক্ষ এ বিষয়ে একটি পোস্ট দেবেন, ব্লগারদের আশ্বস্ত করবেন।

০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


সামুর কাছে সব পোষ্ট আছে; প্রয়োজনে ব্লগারকে দেয়া গেলে, পোষ্ট নিয়ে ব্লগারের ভয় কেটে যাবে।

১৯| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৬

বলেছেন: স হ ম ত

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


সামু যদি ব্যাক-আপের সিওরিটি দেয়, লেখকদের ভীতি কেটে যাবে।

২০| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু পোস্ট কপি করে রেখেছিলাম। পরে পড়তে গিয়ে দেখি তেমন মজা পাচ্ছিলাম না। কারন মন্তব্যগুলি কপি করা হয়নি।
আবার মন্তব্য সহ সকল পোস্ট কপি করতে গেলে বিশাল স্পেসের হার্ড ডিস্ক দরকার।
তবে আশা করছি সামু বন্ধ হবেনা।

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:



সামু বন্ধ হওয়ার চেয়ে, এসব মন্ত্রীদের জেলে যাবার সম্ভাবনা অনেক বেশী

২১| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৭

সোহানী বলেছেন: সহমত সাথে মন্তব্য এর প্রতি উত্তরে ও সহমত...

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


সরকারের কিছু লোক বাংগালীদের ভেঁড়া হিসেবে দেখতে চান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.