নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারেরা মিলে একটি সমবায় সমিতি গড়ে তোলেন

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫০



করোনাকালীন সময়ে বেশ পরিমাণ ব্লগার অর্থনৈতিক সমস্যায় পড়েছেন ইতিমধ্যেই; অনেক ছাত্র ব্লগার আছেন,যাদের চাকুরী এই বছর হবে না, এবং আগামী বছরও কষ্টকর হবে। আপনারা যদি একটি সমবায় গড়ে তোলেন, প্রথমদিকে কষ্টকর হবে, কিন্তু ২/১ বছরের মাঝে আপনাদের প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে; সদস্যদের চাকুরী হবে, সমবায়ের ব্যবসা ও অন্যান্য প্রকল্প থাকবে।

যেইসব ব্লগারের চাকুরী বা ব্যবসা আছে, তাঁরা নিজের কাজ করতে থাকুন ও সমিতিতে অংশ নিন; যাঁদের চাকুরী নেই, চলে যাবে, বা বেতন কমে আসছে, তাঁরা সমতিতে এ্যাকটিভ হলে, সমিতি দাঁড়া করাতে আলাদা লোকবল লাগবে না।

সমিতি করতে হলে, "আইনজীবির মাধ্যমে বিজনেস রেজিষ্ট্রেশন করে করতে হবে"; শুরুতে, আপনারা কয়েকজন বসে, চলমান কোন ব্যবসা নিয়ে ভাবতে পারেন, যা সহজে করা যায়। অনেক ব্লগার ব্যবসার সাথে জড়িত আছেন, তাদেরকে এডভাইজার করে, তাদর অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

করোনার কারণে অনেক মানুষ ব্যবসা থেকে সরে গেছেন, অনেকে নতুনভাবে আসছেন। দু:খের বিষয়, নতুনদের শতকরা ৫০ ভাগের বেশী অসফল হতে পারেন। আপনাদের বেলায়ও সেই সম্ভাবনা থাকবে; কিন্তু আপনারা লোকবল ও অনেকের পরামর্শ পাবেন, যা অন্যেরা আশা করতে পারেন না।

আপনারা যদি চেষ্টা করেন, ইহা খুবই সম্ভব; যাঁরা এই ব্যাপারে পজেটিভ হবেন না, তাঁদের নিয়ে টানাটানি করে লাভ নেই; দেশে কয়েক লাখ ব্লগার রেজিষ্ট্রেশন করেছিলেন বিভিন্ন সময়, সফলতা দেখলে, এঁদের অনেকই আপনাদের সাথে যোগ দেবেন, ইহা একটি বড় প্রতিষ্টানে পরিণত হবে।

মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

মিরোরডডল বলেছেন:

দেশের বাইরে যারা আছে তারাও ইনভল্ভ হবে ।
ইট উইল বি এনকারেজিং । ওন্ট ইউ ?

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


দেশ ও বিদেশের ব্লগারদের সম্পৃক্ততায়, ইা একটি শক্তিশালী ইন্টেলিজেন্ট অর্গেনাইজেশনে পরিণত হবে।

২| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৮

মিরোরডডল বলেছেন:


ঠিক বলেছেন । তাই যেন হয় ।
হোয়েন ইউ প্রপোজ সামথিং, ইউ শুড বি দা ফার্স্ট পারসন টু গেট ইনভল্ভ ।
দেন পিপল ক্যান রিলাই হোয়াট ইউ সেইড । জাস্ট টু মোটিভেইট আদারস ।
ইফ নট, তাহলে সমবায় এই ব্লগের লেখাতেই থাকবে আর বাস্তবায়ন হবেনা ।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


সঠিক।
আমি আছি।

৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১১

নজসু বলেছেন:



খুব ভালো প্রস্তাব এবং পরামর্শ।
কিন্তু বাস্তবায়ন করাই কঠিন হয়ে দাঁড়াবে।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



একাধিক মানুষ "এক" হয়ে বড় কিছু করতে যাওয়া সব সময় কঠিন; কঠিন কাজই বড় বড় সমস্যার সমাধান।

৪| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪০

মিরোরডডল বলেছেন:
আমি আছি ।
তাই? তাহলে আমরাও থাকবো ।

কিছুদিন আগে আপনার সাথে অজি রেসিজম নিয়ে কথা হয়েছে । আমি বলেছিলাম আপনার ধারনাটা ভুল । করোনার কারনে আমাদের অফিসেও অলরেডি কয়েকজনের জব চলে গেছে । আই’ম ওকে সো ফার । আজ অফিস ছিল । হঠাৎ করেই ম্যানেজমেন্ট ডেকে পাঠালো । স্বাবাভিকভাবেই একটু অবাক কি হতে পারে ! সময়টা ভালো না । গেজ হোয়াট হ্যাপেন্ড ।

গতকাল আমার এক লোকাল নেইবার সুইসাইড এটেম্প্ট নিয়েছিলো । পুলিস হসপিটালে নিয়ে গেছে । এখন পর্যন্ত আপডেট নেই বেঁচে আছে নাকি মারা গেছে । আমাকে ম্যানেজমেন্ট ডেকেছে জানতে আমার মানসিক অবস্থা কিরকম । আমার কোনও হেল্প লাগবে কিনা । এই ঘটনায় কোনও মানসিক চাপ হয়েছে কিনা । আমি যদি চাই দুদিন টাইম অফ নিতে পারি । অথবা অফিস আমার জন্য কাউন্সিলিং ব্যবস্থা করবে যদি আমি চাই ।

এটা একদমই এক্সপেক্ট করিনি । আমি ওদেরকে বুঝিয়ে বললাম যেহেতু আমি আই উইটনেস না, স্পটেও ছিলাম না তাই আমার কোনও ইমপ্যাক্ই হয়নি । তারপরও এই প্রপোজালে অনেকই থ্যাংকস বলে আসলাম ।

ঠিক সেই মুহূর্তে আই রিমেম্বার ইউ । শোনা কথা অনেক কিছুই শোনা যায় বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট । এরা খুবই কেয়ারি এবং ভালো একটা জাতি আমাদের মতো মাইগ্রেন্টদের জন্য ।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি সেই সমাজের অংশ; সুতরাং , আপনি সঠিভাবে জানেন, আমি যা জানি সেটা হলো অন্যদের দেয়া ডাটা থেকে। আপনি ঠিক আছেন।

এটা দেখেন, ব্লগারেরা মিলে নিজেদের জন্য ও অন্যদের জন্য কিছু করতে পারেন কিনা।

৫| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো প্রস্তাব । আপনি উদ্যোগ নিলে আশা করছি সবাই আপনার ডাকে সাড়া দিবেন।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



আমি উদ্যোগ নেবো; তবে, বড় উদ্যোগ আসতে হবে আপনাদের থেকে, কারণ, আমি এখন বাহিরে।

৬| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১২

সপ্তম৮৪ বলেছেন: উত্তম প্রস্তাব। বলগ অধিপতি ইমরান হ সরকাররে খপর দিতে হয় তাইলে। তিনি আবার এসব ভালো বুঝেন।
দানপত্র , ট্যাকাটুকা ভালো জোগাড় করতে পারেন।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজ প্রয়োজনেই এসে যাবেন।

৭| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই ভালো প্রস্তাব নিঃসন্দেহে।
কিন্তু আপনার প্রস্তাবটি প্রত্যাখ্যাত হবে।

কারণ বাংলাদেশের মানুষ যেমন এক্যবদ্ধ নয় তেমনিভাবে আমরা যারা বাংলাদেশের মানুষ ব্লগে নাম রেজিস্ট্রেশন করে ব্লগিং করছি তারাও ঐক্যবদ্ধ নয় । তারা আসলে খুবই একা।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



ঐক্যবদ্ধ করা কঠিন কাজ, সেটাই আমাদেরকে করতে হবে। প্রথমে চেষ্টা চলুক, তারপর ফলাফল বুঝা যাবে।

৮| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৪

মিরোরডডল বলেছেন:



সিওর, As long as anonymous, I'm happy to get involved and do whatever I can. Let’s see what’s coming.
দেশে লোকাল কিছু ব্লগারকে মাস্ট ইনিশিয়েটিভ নিতে হবে এজ এ কন্টাক্ট পারসন ।
দেখা যাক কে বা কারা এগিয়ে আসে ।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


হবে, স্হানীয়দের মুল ইনিশিয়েটিভ নিতে হবে।

৯| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার আগে সত্যপথিক শাইয়্যান অনেকগুলো
ব্যবসােয়ের কধা বলেছিলেন কে্উ গুরুত্ব দেয়নি।
তবে আপনি দেশে থাকলে আগ্রহী হতাম। উপদেশ
দেবার লোক আছে অনেক কাজের লোক নাই।

১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



আমি সত্যপথিক শাইয়্যান'এর এই ধরণের পোষ্টগুলো পড়ি; এগুলো দরকারী কথা। করোনা কন্ট্রোলে আসুক, আমি দেশে এসে চেষ্টা করবো; তার আগে, আপনারা চেষ্টা করেন।

১০| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমবায় পদ্ধতি একটা সত্যিই কার্যকর পদ্ধতি যদি সেটাকে সঠিকভাবে প্রয়োগ ও নিয়ন্ত্রণ করা যায়। আমাদের দেশে সরকারের সমবায় অধিদপ্তরের অলসতা ও দুর্নীতির কারণে সমবায়ের দ্বারা শুধু মানুষের মাথায় কাঠায় ভেঙ্গেছে কিছু প্রতারক প্রতিষ্ঠান। বাংলাদেশে private equity fund এর ধারনাও এখনও বিকাশ লাভ করেনি। যেহেতু এদেশের শেয়ার মার্কেট শম্ভবনা দেখা যাচ্ছে না এবং ব্যাংকগুলি পুজির মূল উৎস তাই এদেশ সমবায় ও private equity fund এর সফলতার সুযোগ আছে। ব্লগাররা ঝগড়া না করে এগুলো নিয়ে ভাবতে পারে।

১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


আমার ভাবনাও আপনার মতো।

১১| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: করোনা কন্ট্রোলে আসুক, আমি দেশে এসে চেষ্টা করবো; তার আগে, আপনারা চেষ্টা করেন।

পরিশ্রম আমাদের আপনি কত ডলার ইনভেষ্ট করবেন এখন ?

১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


সমবায়ে, সদস্যেরকে শেয়ার কিনতে হয়; আর, চাকুরী করতে হয়; কাউকে ফ্রি শ্রম দিতে হবে না। আমি ভালো পরিমাণ শেয়ার কিনবো। আমরা যদি প্ল্যান করি, হয়তো ১০০০ টাকা প্রতি শেয়ার, তা'হলে, আমরা সর্বনীম্ন ও সর্বোচ্চ শেয়ার কেনার মাত্রা যোগ করবো।

১২| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমবায় সমিতি করতে হলে দেশে এখন চলমান আইন আছে ।
..........................................................................................
আমি একসময়ে এই প্রতিষ্ঠানের "জাতীয় সমবায় ইউনিয়ন" এর
একটানা ৫ বৎসর পরিচালক ছিলাম, এর মাধ্যমে বেশ কিছু দেশ
ঘুরেছি , ট্রেনিং নিয়েছি , ট্রেনিং দিয়েছি ।
সমস্যা হলো আইগত কিছু ঝামেলা থাকে ও সদস্যদের মাঝে স্বচ্ছতা না থাকার
কারনে সমবায়ের মাধম্যে একসময় বিনিয়োগ স্হবির হয়ে যায় ।
সেক্ষেত্রে বিচার শালিসও দেখতে হয়েছে ।

.....................................................................................................
কিছু কিছু প্রতিষ্ঠান সমবায় করে দাড়াঁয়ে গেছে, তাদের অত্যন্ত শক্ত পরিচালনা,
প্রত্যহ কর্মকান্ডের স্বচ্ছতা, মাসিক অডিট ,এবং সততা আছে ।
ঐসব প্রতিষ্ঠানে সদস্যদের মাঝে সহমর্মিতা বিরাজমান ও সকলে সমবায় নিয়ে
উৎসাহী ।

...........................................................................................................
বর্তমানে অন্য ব্যবসার পাশাপাশি আমি একটি দুগ্ধ খামার সমবায় সমিতির সভাপতি ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনি তো আমাদের জন্য সেল্টার! আপনার বিরাট সাহায্যের দরকার হবে।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:


সরকারের সমবায় নীতিমালার অধীনে কিভাবে সমবায় রেজিষ্ট্রেশন করতে হয়, সেটা নিয়ে একটি পোষ্ট দেবেন প্লীজ।

১৩| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: আমি রাজী।
দশজন যেদিকে আমিও সেদিকে।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:


চলেন, এটা চেষ্টা করে দেখি, সামনে আরো খারাপ সময় আসবে!

১৪| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: সাত বছর আগে একবার অফিসে সমিতি করা হলো। তখন আমি অফিসে নতুন। নতুন বলে আমাকে সমিতিতে নেবে না।
কি মনে করে শেষে আমাকে সমিতিতে নেওয়া হলো।
দুই আড়াই বছর সমতিতে আমি প্রতিমাসে কিছু টাকা দিতাম। তারপর একদিন বন্ধ করে দিলাম।


একসময় আমি সমিতির কথা পুরো ভুলে যাই। সেই অফিসের চাকরিও আমার চলে যায়।
অবাক ব্যাপার হচ্ছে, গত পরশু আমার অফিসের সমিতির প্রধান ব্যাক্তি আমাকে মেইল করেন। উনি বললেন, আমার বেশ কিছু টাকা জমেছে সমিতিতে। সেই আমার টাকা আমাকে দিবেন। আমি যেন একটা বিকাশ নম্বর দেই। বিকাশ নম্বর দিলাম। সাথে সাথে উনি টাকা পাঠিয়ে দিলেন। এমাউন্ট খুব বেশী না হলেও এই করোণাকালে সেটা একেবারে খারাপ না।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



ভালো খবর।

১৫| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রস্তাবটি ভালো

১৭ ই জুলাই, ২০২০ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগার ও নতুন গ্রেজুয়েটদের বেলায় কাজ করবে।

১৬| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:১০

শূন্য সারমর্ম বলেছেন: ভালো উদ্যেগ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, সম্ভব হয় কিনা।

১৭| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৮

নূর আলম হিরণ বলেছেন: ভালো একটা প্রেজেন্টেশন দাঁড় করানোর চেষ্টা করুন। অনেককেই পাবেন আশাকরি।

১৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:


সমস্যা আরো বাড়বে, দাঁড়ানোর একটা স্হান করার দরকার। ব্লগার "স্বপ্নের শঙ্খচিল" সমবায়ে অভিজ্ঞ মানুষ, উনি রেজিষ্ট্রেশন ও অর্গেনাইজেশন সম্পর্কে জানেন।

ফাইন্যান্স সম্পর্কে বাংলাদেশের সমবায় নিয়ম মেনে ফান্ডিং করতে হবে। বাকীটা, বিজনেস ইত্যাদির জন্য দেশের অবস্হা বুঝে সেক্টর খুঁজে বের করতে হবে।

১৮| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০১

লরুজন বলেছেন: আহঃ ঘুমে আমার চিন্তা আসতেছে!
টাকায় টাকা আনে এটা কোন কারকে কোন বিভক্তি?

১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



সমবায় নিয়ে আপনার কোন অভিজ্ঞতা আছে?

১৯| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাঁদগাজী @ :ব্লগার "স্বপ্নের শঙ্খচিল" সমবায়ে অভিজ্ঞ মানুষ, উনি রেজিষ্ট্রেশন ও অর্গানাইজেশন সম্পর্কে জানেন।
.........................................................................................................................................।
ধন্যবাদ,চাঁদগাজী ভাই ,
এ বিষয়ে সকল প্রকার সাহায্য সহযোগিতা ,প্রয়োজনে ট্রেনিং এর ব্যবস্হা করে দিতে পার ।
সমবায় আইন একটি বড় বই, শাখা প্রশাখা অনেক তবে সুখবর এই যে,
আমি সবাইকে জানি, প্রয়োজনীয় সাহায্য করা যাবে ।

.........................................................................................................................................
আপনার ইচ্ছার প্রেক্ষিতে আমি সমবায়ের উপর একটি প্রতিবেদন তৈরী করব ,
চাহিদাগুলো জানা থাকলে সেভাবে করব, নইলে অনেক বড় প্রতিবেদন হবে
যা অনেকেই পড়তে চাইবে না ।

১৮ ই জুলাই, ২০২০ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:



রেজিষ্ট্রেশন, সদস্যদের অধিকার, কমিটি গঠন, ইলেকশান, ব্যবসার সুযোগ, চাকুরীর সুযোগ, সদস্যদের শেয়ার, লভ্যাংশ বিতরণের নিয়ম, সমবায় ব্যাংক'এর সুযোগ নিয়ে পোষ্ট দেবেন; ভুমিকা টুমিকার দরকার নেই।

২০| ২০ শে জুলাই, ২০২০ রাত ১২:০১

বাংলার জামিনদার বলেছেন: আমি থাকতে চাই গাজী সাব।

২০ শে জুলাই, ২০২০ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, থাকবেন; দেখি আমরা সফল হতে পারি কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.