নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনায় সবদল শেখ হাসিনাকে সাহায্য করার দরকার ছিলো।

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৯



শেখ হাসিনা ও উনার সরকার কোন অবস্হায় করোনা সমস্যা ঠিক মতো হ্যান্ডলিং করতে পারেনি, পারার কথা নয়; আসলে, বাংলাদেশ সরকারের লোকজন, প্রশাসনের লোকজন ও চিকিৎসার সাথে জড়িত লোকজনের যেই পরিমাণ দক্ষতা আছে, তা দিয়ে এর চেয়ে কোন অবস্হায় ভালো করার কথা নয়। যতটুকু ঘটেছে, এটাই এই জাতির সর্বাধিক প্রচেষ্টা, এটাই জাতির প্রাপ্য; দেশের বিশৃংখল গলাকাটা ক্যাপিটেলিষ্ট সিষ্টেমের অধীনে এর থেকে ভালো করা অসম্ভব ব্যাপার, বাংগালীরা এই সিষ্টেমই চেয়ে আসছিলো, যা বপন করেছিলে বাছাধনেরা, সেটার ফলই খেতে হবে।

সরকারের অদক্ষতা, বিশৃংখলা, অনিয়ম, বেনিয়ম নিয়ে ফেইসবুক, মিডিয়া, ব্লগ, জনগণ ও রাজনৈতিক দলগুলো সমালোচনা করেছে; সমালোচনার করার দরকার, না হয়, এটুকুও হতো না। আরেকটা ব্যাপার, যারা সমালোচনা করেছেন, দোষারোপ করেছেন, তাঁরা কি, আসল সমস্যাকে বুঝে করেছেন, নাকি বেশীরভাগ মানুষ মুল সমস্যাকে না বুঝে সাইড সমস্যার সমালোচনা করে চলেছেন? আসল সমস্যা বুঝা কিন্তু সবার পক্ষে সোজা ব্যাপার নয়; বেশীরভাগ বাংগালী আসল ফেলে,লতাপাতা নিয়ে লেগে যায়।

জাতির সমস্যার সময়, জাতির সবাই সবাইকে সাহায্য করতে হয়; আগে, যুদ্ধ মুদ্ধ লেগে গেলে, আমেরিকানরা সব সময় এক হয়ে যেতো; এবার করোনায় এক হতে পারেনি, তাই পতংগের মতো মরছে, আরো মরবে; শেষে ভাতে, পানিতেও কষ্ট পাবে আমেরিকানরা এবার।

করোনায় বাংগালীরা এক হলে ভালো হতো: আট আনার রাজনীতিবিদ ফখরুল সাহেব, শেখ হাসিনার সমালোচনা না করে, করোনার সময় যদি বলতো যে, উনি ও উনার দল সরকারকে সাহায্য করতে চায়; গায়ে গতরে খেটে, মাথা খাটিয়ে সরকারের সাথে এক হয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায়; সেটাই হতো বড় কাজ; উনার সমালোচনা, ম্যাঁওপ্যাঁও শোনার এখন মানুষের সময় আছে?

মাহমুদুর রহমান মান্না, উনার দলে মোট কতজন আছেন? উনার বউ কি উনার দলে, নাকি অণ্য দলে? যা'হোক, নামতো আসে মিডিয়ায়; উনার কথায় মানুষ কি শেখ হাসিনাকে সিংহাসন ছাড়া করবেন? মনে হয় না; তা'হলে, এত বাক্যবাণ ছেড়ে কি লাভ হলো? তার ছেয়ে যদি বলতো যে, উনি শেখ হাসিনার পাশে দাঁড়ায়ে করোনার সময় জাতিকে সাহায্য করতে চান; করোনার পর, আবার না হয় সংগ্রামে যেতে পারতেন; কাজের কাজ না'হলেও মানুষ এগুলো শুনে একটু আলাপ করার সুযোগ পেতো।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন: মহামারীর আসল রুপ দেশ দেখলে হয়তো ফখরুলরা সরকারের পাশে থাকতো।সমালোচনার ব্যাপারে তো সরকার স্কুল কলেজের বাচ্চাদের গ্রেফতার করে, বুঝে না বুঝে কিছু লেখলেই।

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



স্কুল কলেজের ছেলেরা বাবার ঘরে ফ্রি খায়, সরকারের ঘরে কিছুদিন ফ্রি খেয়ে আসুক।

২| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৬

ডার্ক ম্যান বলেছেন: শেখ হাসিনার নিজের দল উনাকে সাহায্য করে নাই

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



দল কি উনার সাথে নেই? গত বছর দলের সন্মেলেন, মহা সন্মেলন হলো; কিছুই কাজ করছে না?

৩| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৪

লেখাজোকা শামীম বলেছেন: দুর্নীতি আমাদের সবচেয়ে বড় সমস্যা। ওটা দূর করলে বাকি সমস্যা কমে যাবে।

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


ওটা হয়তো আপনার সমস্যা। দুর্নীতি আমেরিকা ও ইউরোপেও হয়; উহা আসল সমস্যা নয়।

৪| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৪

শূন্য সারমর্ম বলেছেন: সরকারের ঘর তখন হবে জান্নাতেরর টুকরো অংশ।

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:





সরকারের লোকেরা এখনই জান্নাতে আছে; ওরা বস্তিতে থাকে না।

৫| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৫১

শূন্য সারমর্ম বলেছেন: এখন কি দরকার দেশের সবার। জান্নাত? নাকি পাকা দালান?

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:



মানুষের দরকার চাকুরী ও শিক্ষা। জান্নাত নেই, জান্নাত থাকলে, মানুষ করোনাকে ভয় পেতো না।

৬| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৫৮

শূন্য সারমর্ম বলেছেন: দেশের অলিগলিতে হাটলে বুঝা যায়, কত সহজে টাকা দিয়ে মানুষ কিনতে পাওয়া যাবে।শিক্ষা দেশের মানুষের মগজে নেয়,হৃদয়ে নেই। ধুলো পড়া বই পুস্তকে আছে।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:




প্রাইভেট ইউনিভার্সিটি কখনো আমাদের মতো দেশে শিক্ষার যায়গা হওয়া উচিত নয়; ইহা আমাদের পংগু শিক্ষিত দিচ্ছে।

৭| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৪

নূর আলম হিরণ বলেছেন: মির্জা ফখরুল আওমীলীগে যোগ দিলেই পারেন।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


মির্জা বসে বসে মরা ঘোড়া পাহারা দিচ্ছে।

৮| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৬

হাবিব ইমরান বলেছেন:

বাংলাদেশের কোন রাজনৈতিক দল ‘রাজনৈতিক সহাবস্থান’ পছন্দ করেন না। নিজেদের মধ্যে ঐক্য হয়ে গেলে মারামারি আর কাদা ছোড়াছুড়ি কখন হবে।

রাজনৈতিক সহাবস্থানের জন্য দেশপ্রেম থাকাটা অপরিহার্য। যা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মধ্যেই নেই।

ক্ষমতাসীনরা সকলকে এক করতে ব্যর্থ হয়েছে। স্বেচ্ছায় কেউ আসবেনা এটা স্বাভাবিক। কিন্তু সাবেক জনপ্রতিনিধিদের মাঝে জোরপূর্বক দায়িত্ব বন্টন করে দিলে তারা দায়িত্ব পালনে বাধ্য থাকতো।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



আসলে, আওয়ামী লীগও চাহেনী, চাইলে ছোটখাট দল হলেও যোগ দিতো। তে, বিএনপি ও গণফোরাম কিছু একটা পদক্ষেপ নিতে পারতো।

৯| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৪

বিষন্ন পথিক বলেছেন: হাই প্রোফাইল সন্ত্রাসী আর হাই প্রোফাইল চোর কখনও এক টেবিলে খাবার খাবেনা, ইগোতে লাগবে

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


সরকার ও বিএনপি-জামাত ২টিই এই দেশের মানুষের স্বার্থ-বিরোধী কাজ করেছে।

১০| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৬

ফেনা বলেছেন: সুন্দর গঠনমূলক পোষ্ট।
বাংগালীর আসলে রক্তে কিঞ্চিত সমস্যা আছে। উল্টো পথে হাটে বেশী।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে রাজনীতি করছে লিলিপুটিয়ানরা

১১| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪১

জনৈক অপদার্থ বলেছেন: একাত্তর ছাড়া জাতি এক হয়নি, ভবিষ্যতে হওয়ার ও চান্স নাই

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



সেটাই সঠিক

১২| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা্ই হলো বাংলাদেশের ঘৃন্য রাজনীতির নমুনা!
কেউ সরকারকে সাহায্য না করে তার দোষ ত্রুটি
খোঁজার চেষ্টায় ব্যস্ত!!

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:



দেখেছেন, আমেরিকার কি অবস্হা হয়েছে। এবার আমেরিকনরা এক হয়নি।

১৩| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনাকে তার নিজের দলের লোকজনই সাহায্য করছে না। অন্য দল কি করবে?
উনি যাদের ভালো মনে করে দলে জায়গা দিয়েছেন, তারা আরো বেশি খারাপ এবং নির্বোধ।
উনি মনে হয় বড় একা হয়ে পড়েছেন।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা আসলে জাতিকে চালানোর মতো দক্ষ নন। উনি শুধু আওয়ামী লীগকে এক রাখার মতো কৌশল জানেন।

১৪| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৯

কল্পদ্রুম বলেছেন: করোনার শুরুর দিকে(সম্ভবত মার্চে) মির্জা ফখরুল সর্বদলীয় জাতীয় কমিটি গঠণের জন্য মিডিয়াতে বলেছিলেন।সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট করে এই বিষয়ে কোন বক্তব্য দিয়েছে কি না আমি জানি না।তবে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের তাকে মিথ্যাচার করতে মানা করেছেন।এটা দেখেছি।জাতীয় কমিটি নিয়ে মাহামুদুর রহমান মান্না কিছু বলেছেন কি না জানি না।মুখে মুখে এসব চললেও মিডিয়ার আড়ালে কোন পক্ষ কতটা আন্তরিক সেটা আপনি ভালো বুঝেন।আমার ক্যাম্পাসে মুজিবসেনা দাবী করা দুই গ্রুপ করোনার সময়ে একজন প্রতিমন্ত্রীর আগমন নিয়ে হাতাহাতিতে ব্যস্ত।টাকাপয়সা তুলে প্রথম একমাস ত্রাণ কার্যক্রম চালিয়ে ছিলো গরীব কর্মচারীদের জন্য আর আশেপাশের এলাকায়।এখন তার কোন খোঁজ খবর পাই না।ক্যাম্পাসে একটি অরাজনৈতিক সংগঠন করোনা পরিস্থিতিতে কাজ করে এখন বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে গেছে আজ।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


মির্জার উচিত ছিলো কমপক্ষে প্রেসিডেন্ট অথবা শেখ হাসিনার সাথে দেখা করা; কাদের কোন কাজের লোক নন।

১৫| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫১

একাল-সেকাল বলেছেন:
সরকার শুনে সরকারী লোকের কথা, যারা সরকারে রেখেছে সরকারকে !

√ করোনা মোকাবিলায় সকল দল নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব ছিল বি এন পি'র। সরকার করেনাই।
√ ফেব্রুয়ারিতে ইতালি /বিদেশ ফেরত দের সরকারী তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলা হয়েছিল সুশিল সমাজ থেকে, সরকার শুনে নাই।
√ সরকার বলল ধান কাটতে, অতিউৎসাহী দলনেতারা কাঁচা ধান কেটে কৃষকের পশ্চাৎ দেশে মরিচ ঘষে দিল।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


ইউনিভার্সিটি শিক্ষকরা, ইন্জিনিয়ার এসোসিয়েশন, মির্জা ও ড: কামাল সাহেবের উচিত ছিলো শেখ হাসিনা, কিংবা প্রেসিডেন্টের সাথে বসে কাজ করার প্রস্তাব দেয়া।

১৬| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৪

শাহাদাত নিরব বলেছেন: মহামারীতে সরকার কতটুকু সার্থক আর কতটুকু ব্যার্থ সেটা একেকজনের চোখে একেক রকম।
আমার পয়েন্ট টা হচ্ছে আট আনার রাজনীতিবিদ ফখরুল সাহেব এবং তার দল কে নিয়ে বলা কথাটা।
নির্বাচন হলে এক তৃতীয়াংশ ভোট পায় আওয়ামীলীগ বা তার শরিকগুলো সেখানে বি এন পির এই গুটি কয়েক গায়ে গত্রে বা কি মাথা খাটাবে ?
নির্বাচনে এমনো আসন দেখেছি যেখানে আওয়ামীলীগ পেয়েছে ৩ লাখ ভোট আর বি এন পি পেয়েছে ১ হাজার পাঁচশত ভোট।
আচ্ছা এখানে ৩ লাখ মানুষ যদি একটা উদ্যেগ নেয় তবে ১ হাজার পাঁচশত লোক কি সেটা ভিগ্ন ঘটাতে পারবে ?
তারপরেও যদি ব্যার্থ হয় তবে কি ধরে নিবো ব্যালেট পেপারে সিল মারা সবাই সরকারের পক্ষে না ।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


মহামারীতে সরকারের দরকার ছিল ঐক্যের দাক দেয়া, সরকার দেয়নি; তখন মির্জা ও ড: কামালের পক্ষ থেকে বসার চেষটা করার দরকার ছিলো।

১৭| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪

জিকরুল বারী তমাল বলেছেন: করোনা মহামারী অনেকের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে এসেছে। এই মহামারীতে পুঁজিবাদের বিশ্বে ধনীদের সম্পদ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বাংলাদেশের বাণিজ্য আর প্রশাসন যারা চালায়, তারাও সেই সুযোগ নেবার চেষ্টা করেছে( যেমন সাহেদ )। এখন বলুন তারা কেন নিজেদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই দুর্যোগ মোকাবিলা করবে?

২৩ শে জুলাই, ২০২০ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান বড় কর্পরেশগুলো প্রায় ৩ ট্রিলিয়ন গিলে ফেলেছে, ডাম্ব ট্রাম্প ও কংগ্রেসের কারণে; কংগ্রেসে সবাই বিলিওনিয়ার মিলিওনিয়ার; বাংলাদেশে সোজাসুজি গিলেছে কিনা আমার জানা নেই; তবে, অমানবিক পথে সামান্য পরিমাণ মানুষ কইছু কামায়ে জাতিকে বিপদে ফেলেছে।

১৮| ২২ শে জুলাই, ২০২০ রাত ১১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেখ হাসিনাকে উনার দলের লোকেরা ডুবাচ্ছে।
এ পর্যন্ত শতাধিক ত্রান চোরা জনপ্রতিনিধি বহিস্কার হয়েছে। যারা ত্রান চুরির সাথে জড়িত তারা সকলেই যে বহিস্কার হয়ে গেছে এমন নয়।

২৩ শে জুলাই, ২০২০ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা তো ডুবছে না, ডুবছে দেশের দরিদ্র মানুষগুলো; শেখ হাসিনা জাতিকে উনার বাবার থেকেও বেশী হতাশ করেছে।

১৯| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দরকার দলের মধ্যে গনতন্ত্রের চর্চা। দলগুলোর মধ্যে গনতন্ত্র থাকলে, দলগুলো সঠিক সিদ্ধান্ত নিতে পারতো।এখনতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়,তাই সঠিক হয় না ,জাতীয় ঐক্য ও হয় না।

২৩ শে জুলাই, ২০২০ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


কথাটা সঠিক; তবে, বাংলাদেশের ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের শিক্ষকেরও গণতন্ত্র সম্পর্কে পরিস্কার ধারণা নেই।

২০| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এদেশে দল-মত বাদ দিয়ে এক হওয়া অসম্ভব একটি কাজ।

সেই কাজটি হলে বাংলাদেশ সফল হতো।

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪০

চাঁদগাজী বলেছেন:


এদেশে যারা রাজনীতিতে জড়িয়ে পড়ে, তাদের বেশীরভাগেরই রাজনৈতিক জ্ঞান নেই

২১| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশের মানুষ কখনই এক হতে পারেনি আর পারবে বলেও মনে হয়না; রাজনীতিকরা এক হতে দেবেনা। মানুষ একহলে ওরা কি নিয়ে রাজনীতি করবে?

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা আফ্রিকার দাস ব্যবসাীদের মতো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.