নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চীনা ভ্যাকসিন সঠিকভাবে কাজ করবে কিনা?

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:০৫



বাংগালীরা যেসব কাজ নিজে করার কথা ছিলো: পদ্মাসেতু, হাইওয়ে, বিদ্যুতকেন্দ্র, ড্রেইজিং, শিল্পএলাকার ইনফ্রাষ্ট্রাকচার; যেখানে নিজেদের ইন্জিনিয়ারদের চাকুরী হওয়ার কথা ছিলো, যেখানে ইন্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অভিজ্ঞতা সন্চয়ের কথা ছিলো, সেগুলো বাংলাদেশ সরকার চীনাদের দ্বারা করাচ্ছে; আমাদের ইন্জিনিয়ারেরা সামুতে কবিতা লিখছেন, হাদিস ব্যাখ্যা করছেন, রাজনৈতিক পোষ্ট লিখছেন, ফেইসবুকে বার্মার উপর এটম বোমা ফেলছেন।

মনে হয়, চীনারা খুশী হয়ে আমাদেরকে করোনার টিকা দিতে চায়; টিকা এখনো দেয়ার মতো স্তরে পৌঁছে নাই; আমাদের সরকারের সাথে ৩য় ফেইজের পরীক্ষা করার জন্য চুক্তি করেছেন। সরকার এই ব্যাপারের মানুষকে এখনো কিছু জানায়নি; চুক্তি করেছে স্বাস্হ্য বিভাগ; ওরা মনে হয়, আপার জন্য অপেক্ষা করবে, খবরটা ভাংগবেন আপা। যাক, চুক্তি অনুসারের হয়তো ৫/১০ হাজার ভলনটিয়ার টিকা নেবেন; আপাতত: একজন আছেন, তিনি হচ্ছেন, আমাদেরই ব্লগার শাহ আজিজ সাহেব; আর আমি বুঝালে ব্লগার নুরু সাহেবও ভলনটিয়ার হবেন, আশাকরি।

চীনারা মনে হয়, তাদের মিলিটারীর উপর পরীক্ষা নীরিক্ষা করছে; ওরা মিলিটারী ও জনতার উপর পরীক্ষা নীরাক্ষা করার সময়, তাদের মতামত নেয় কিনা কে জানে! তবে, বাংলাদেশের ডাক্তার নার্সেরা চীনা ভাষায় কথা বলে না, এবং বাদুরের স্যুপ খায় না; ফলে, চীনা টিকার জন্য স্বাস্হ বিভাগ থেকে ভলনটিয়ার পাওয়া সহজ হবে না।

আরেক সমস্যা হচ্ছে, সময়; ১৮ মাস নাকি বাংলাদেশের ৩য় ফেইজে লাগবে! মনে হয়, ইহা লম্বা সময়। আমেরিকার ১ কোম্পানী, এস্ট্রোজেনিকা বলছে, তারা টিকার উপর লাভ করবে না; আমেরিকানদের জন্য মাথাপিছু ২ ডলার পড়তে পারে টিকা। মাথাপিছু ২ ডলার পড়লে, হয়তো ৫০০ মিলিয়ন ডলারের মাঝে হয়ে যাবে; তবে, ট্রাম্প গতকালই ফাইজারকে ২ বিলিয়ন ডলার দিয়েছে তাড়াহুড়া করার জন্য।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভেজাল থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না।
শত হলেও "চায়না মাল" বলে বাংলাদেশে একটি কথা ইতোমধ্যেই প্রবাদ বাক্য হয়ে গেছে।

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


ওদেরটা একধরণের পুরাতন প্রিনসিপালের উপর; নতুন ভাবনা হচ্ছে, জেনেটিক ইন্জিনিয়ারিং

২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:১৫

জুন বলেছেন: চীনা জিনিসে ভরসা পাই না :(

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


এই রকম মন্তব্য করলে, নুরু সাহেব বেঁকে বসবেন।

৩| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: আমি অপেক্ষায় আছি, ভোটের সময় যেমন বাড়ি বাড়ি এসে ভোটের স্লিপ দিয়ে যায়। তেমনি বাড়ি বাড়ি এসে আমাদের ভ্যাকসিন দিয়ে যাবে। চীনের ভ্যাকসিন ভেজাল হবে না। আসলে ব্যবসায়ীরা ওদের কাছে যেমন মাল চায় ওরা তেমনই বানিয়ে দেয়।

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



ভ্যাকসিন বাংলাদেশে তৈরি হবে, মনে হয়।

৪| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: আমি অপেক্ষায় আছি, ভোটের সময় যেমন বাড়ি বাড়ি এসে ভোটের স্লিপ দিয়ে যায়। তেমনি বাড়ি বাড়ি এসে আমাদের ভ্যাকসিন দিয়ে যাবে। চীনের ভ্যাকসিন ভেজাল হবে না। আসলে ব্যবসায়ীরা ওদের কাছে যেমন মাল চায় ওরা তেমনই বানিয়ে দেয়।

এই মন্তব্য দিয়ে কিছুটা অন্তত আন্দাজ করা গেল যে চায়নাদের ভ্যাকসিন কেমন হবে।

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



ভ্যাকসিন দামী কিছু না, বাংলাদেশ ও ৩য় বিশ্বকে ফ্রি দেবে বিশ্ব স্বাস্হ্য সংস্হা; তবে, সময় লাগতে পারে।

৫| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৭

মৃন্ময়ী শবনম বলেছেন:




দিনরাত হারাম করে দিয়ে ২৪/৭ নিরলস যারা কাজ করছেন তারা হচ্ছেন “ফাইজার, রোচে, জিএসকে, নোভার্টিস, সেনডোজ, সানোফি, বেয়্যার, এবোট, নোভো নরডিস্ক সব মিলিয়ে এরাই - কারন বিশ্ব বিখ্যাত সায়েন্টিস্ট সব এদের কাছেই। বাদবাকি প্রতিষ্ঠানগুলো সরকারি প্রণোদনা পেয়ে মানুষ হত্যা করবে। আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করে শামুকের মতো বসে থেকে অপেক্ষা করা।

তারাতারি কাজ একমাত্র শয়তানের কাজ, তাতে বিপদ বাড়ে। দৃশ্যমান হোক আর অদৃশ্যমান! - মানুষের চেয়ে বড় শয়তান পৃথিবীতে নেই।

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



চীনের টিকা কতটুকু কাজ করবে, সেটা বুঝার চেষ্টা করা উচিত দেশের মাইক্রোবাইওলোজিষ্টদের। যদি পুরা্তন আইডিয়ায় তৈরি, উহা নিয়ে ভাবার দরকার আছে।

৬| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: কি বিপদ । গাজি সাহেব আমাকে টার্গেট কেন ? আমিতো জানিই যে চীনাদের হাতে ভ্যাক্সিনের র' ম্যাটেরিয়াল সি হর্স শু'এর ব্লাড নেই । তারা সিনথেটিক মাল দিয়ে তাড়াতাড়ি ভ্যাক্সিন বানিয়ে বাজার ধরতে চাইছে । আমিও আগে দেখে শুনে লাইনে দাঁড়াবো , হুম । নুরু ভাই কি বলে দেখা যাক । :(

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


চীনারা প্রস্তুত ঘোষণা দিলে, ইউরোপ চীনাদের ব্যাপারে নিরপেক্ষ মতামত দেবে; তখন বুঝা যাবে, পশ্চিমের সাথে তাদের কোন দুরর্ত্ব আছে কিনা; থাকলে, উহা কি!

৭| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন: চীন নিয়ে পুরো বিশ্বের সামগ্রিক ধারনা পাল্টে দেবার জন্য হলেও ভ্যাক্সিন কার্যকরী হওয়া দরকার।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের তাতে কোন লাভ নেই; চীন বাংলাদেশে ফ্রি টিকা দেবে, আর বুয়েটের ইন্জিনিয়ারেরা তাবলীগে দাওয়াত দেবে।

৮| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৪

ডার্ক ম্যান বলেছেন: ২০২১ সালের আগে কার্যকরী ভ্যাকসিন আসার সম্ভাবনা কম

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


হোয়াইট হাউস ভোটের আগে চাচ্ছে।

৯| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:০০

শূন্য সারমর্ম বলেছেন: ফ্রী টিকা পাবার আগে দেশে ভলান্টিয়ার যোগাড় করুক। দেশে ট্রায়াল নিয়ে নাকি জটিলতা সৃষ্টি হচ্ছে।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা সহজে ভলনটিয়ার হতে চাইবে না।

১০| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চিনারা যদি আমাদের ফ্রী দেয় তবে গুনগত মান একটু কম হলেও আমাদের জন্য ভাল।টিকার সাথে রাজনীতিও জড়িয়ে আছে।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


চীনারা বাংলাদেশে রাজনীতি করে না, ওরা টাকা গুনে।

১১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৪

কানিজ রিনা বলেছেন: আমাদের দেশে যে টিকা আবিস্কার করেছে
তা কার্জকারিতা পাবে অক্টবরের শেষের দিকে
এত তারা করে চীনা টিকা দিয়ে এফেক্ট
হওয়ার সম্ভাবনা বেশী।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



আমাদেরটা এখনো "প্রি-ক্লিনিক্যাল" (পশুর উপরেও টাষ্ট হয়নি), ইহা অনেক সময় লাগবে মানুষের শরীরে; ফলে, একা এটার উপর নির্ভর করা যাবে না।

১২| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনলাম চীনা টিকা নাকি পরীক্ষার জন্য আসা বাতিল হয়েছে!! সত্য-মিথ্যা জানি না।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


তাই?

এই আছে, এই নাই, তারা বনে বাঘ নাই।

১৩| ২৪ শে জুলাই, ২০২০ সকাল ৯:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চীনারা যেহেতু করোনা আক্রান্ত বাদুড় নিয়ে আগে থেকেই গবেষণা করছে এবং প্রথমে তাদের উহান শহরেই গণআক্রান্ত হয়েছে, গবেষণায় তাদেরই অগ্রগামী থাকার কথা। সেই হিসাবে ভেকসিন আবিষ্কারে তাদের সফলতা উড়িয়ে দেওয়ার মতো নয়। আর বাংলাদেশে যদি কম খরচে গিনিপিগ পাওয়া যায় তবে সেখানে ভেকসিন দিয়ে পরিক্ষানিরীক্ষা করতে তাদের আগ্রহ হতেই পারে।
বাংলাদেশে যে কোনো বিষয়েই সহজ প্রবেশাধিকার পাওয়া যায় বলেই চীন বলেন, ভারত বলেন বা তুরস্কই বলেন সবাই আমাদের জানি দোস্ত।

২৪ শে জুলাই, ২০২০ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের প্রশাসনে এখন হাউকাউ লোকজন; কোন নামকরা কেহ নেই, যাকে মানুষ চেনেন।

১৪| ২৪ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫

মুজিব রহমান বলেছেন: সাপের স্যুপ খাওয়ার সাথে টিকার কোন সম্পর্ক থাকার কারণ নেই। যে কেউই চেষ্টা করে সফল হোক। বেশি প্রতিষ্ঠান সফল হোক।

২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


কোন জাতি কি খায়, সেটার উপর স্বাস্হ্য ও মানসিক অবস্হা গড়ে উঠে।

১৫| ২৪ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: তবে এখন আমাদের দেশে করোনা নিয়ে কারো মধ্যে ভয়ভীতি নেই। সবাই বিনদাস চলাফেরা করছে। এমন কি দরিদ্র জনগন বিশ্বাসই করতে চায় না দেশে করোনা বলে কিছু আছে। আর যদি থেকেও থাকে সেটা নাকি শুধু ধনীদের হবে। দরিদ্রের কাছে ঘেষবে না।

২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনাদের আশেপাশের অফিস, ব্যবসা খুলেছে?

১৬| ২৪ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩০

জনৈক অপদার্থ বলেছেন: সব শেষ হওক

২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ থেকে শেষ না হলে, মানুষ দেশে আটকা পড়বে

১৭| ২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার এমন সন্ধেহের কারণ কি?
তা হলে কি আমরা পদ্মা ব্রিজে উঠবোনা!!'
চায়নার অবদান অস্বীকার করা মানে নিজেকে
অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া।

২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



পদ্মাব্রিজে উঠার সময় ভাবিয়েন, এই ব্রীজ বাংগালীরা নিজে করার দরকার ছিলো, টিকাও নিজেরা করার চেষ্টা করার দরকার ছিলো; টিকা বের করার জন্য সরকার কোন টিম গঠন করেনি।

১৮| ২৪ শে জুলাই, ২০২০ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের ইন্জিনিয়ারেরা সামুতে কবিতা লিখছেন, হাদিস ব্যাখ্যা করছেন, রাজনৈতিক পোষ্ট লিখছেন, ফেইসবুকে বার্মার উপর এটম বোমা ফেলছেন। =p~ =p~
আমাদের দেশে বেশীর ভাগই নিজের কাজটি করছেনা। তারা নিজের কাজটি ছাড়া অন্যসব কাজ ভাল পারে।

২৫ শে জুলাই, ২০২০ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনার এই বক্তব্যটি পুরো জাতির জন্য সত্য।

১৯| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৩:০০

শের শায়রী বলেছেন: মুরুব্বী ভালো আছেন তো? চীনারা তো সব কনসুলেট বন্ধ কইরা দিতাছে হেগো দেশে , কি বুজতাছেন ব্যাপারটা?

২৫ শে জুলাই, ২০২০ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


এখনো বুঝা মুশকিল, চীনারা কি আমেরিকানদের চেকুব বানায়ে ট্রাম্পকে জয়ী করতে চাচ্ছে, নাকি আসলে, ট্রাম্প কোন সমস্যা বাধাচ্ছে।

আমি ভালো আছি, আপনি ভালো থাকুন; মাঝখানে আপনি ব্লগে না থাকায়, চিন্তিত ছিলাম।

২০| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:২১

শের শায়রী বলেছেন: মাঝখানে আপনি ব্লগে না থাকায়, চিন্তিত ছিলাম। আপনার এই গুনটার জন্য আমি আপ্নাএ ভালোবাসি মুরুব্বী বাট এর মানে এই না যে ঝগড়া ঝাটি থেমে যাবে ;)

২৬ শে জুলাই, ২০২০ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


আমরা, ব্লগারেরা পরস্পরের সাথে কোন না কোনভাবে কিছুটা হলেও জড়িত। পোষ্ট ও ধারণা সব সময় হয়তো মিলবে না।

২১| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ৯:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চীনা মাল খারাপ বলা খুবই মুসকিল; ওরা ভালো জিনিষ বানায় কিন্তু বাংগালীরা কমদামে তৈরী করে নিয়ে আসে এবং দেশে বেশিদামে বিক্রিকরে যা টেকসই হয়না মাঝখান থেকে দোষ হয় চীনাদের।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


চোরকে সাহায্য করা, ও উহা থেকে লাভবান হওয়া হচ্ছে ওদের একটা বিজনেস মডেল। ওরা ৩য় বিশ্বের সরকারগুলোকে ডাকাতীতে সাহায্য করছে, এটা অপরাধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.