নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাকে নাস্তিক, মাস্তিক, ফোবিক, মোবিক ডাকবেন না

১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:২৭



ব্লগে যারা আমাকে নাস্তিক, মাস্তিক, ইসলামোফোব, মোব ডাকছেন, উহাদের প্রতি আহবান রলো, এসব নাম টাম আমাকে দেবেন না; আমার নিক আছে, সেই নিকে ডাকবেন; আমি আপনাদের নিকের সামনে কোন বিশেষণ ব্যবহার করি না, আপনারাও আমার মতো সাদাসিদা ব্লগার, আপনারা নিশ্চয় কোন ধরণের অপরাধী নন।

গত কয়দিন ব্লগে টোকাটুকি চলছে, আমি উহাতে কোনভাবে অংশীদার নই; আজকে সকালবেলা ব্লগে এসে দেখি, এক ব্লগার একপোষ্টে অনেকের সাথে আমাকেও "ইসলামফোব", নাকি "ইসালামটোব" ডাকছেন; আমি এসব শব্দ পছন্দ করি না, এবং ইসলাম নিয়ে আমার কোন বক্তব্য নেই; আমার অনুরোধ, আপানারা যারা ব্লগে পোষ্টের নামে গরুর রচনা লেখেন, উহাতে আমাকে এসব নতুন নাম দেবেন না; আমি আপনাদের কোন নতুন নাম ও বিশেষণ দিই না; আমাকেও দেবেন না, দুনিয়ায় শান্তি বিরাজ করুক!


আজকের সকালটা আরম্ভ হয়েছে খারাপভাবে, পুরোদিন গেছে খারাপভাবে; মগজের এমআরআই করার দরকার ছিলো আরো ৪ সপ্তাহ আগে, ডাক্তারের অফিসের এক স্পেনিশ মেয়ের অজ্ঞতার কারণে উহা ভয়ংকরভাবে পিছিয়ে গেছে, করেছি গত বহস্পতিবার; আজ সকালে রিপোর্ট এসেছে কিনা জানার জন্য ডাক্তারের অফিসে কল করার পর, একই মেয়ে আমাকে অপেক্ষা করার জন্য বলে ৩ বার লাইন কেটে দিয়েছে; শেষে অন্য একটাকে পেলাম, আমাকে এ্যাপয়েন্টমেন্ট দিলো আসছে মে'মাসের ২২ তারিখ; এ্যাপয়েন্টমেন্টটা বুঝে টুঝে নিয়ে, ৪৫ মিনিট ড্রাইভ করে ডাক্তারের অফিসে উপস্হিত হলাম; অফিসের ২ স্পেনিশ মেয়ে আমাকে দেখে ভুত দেখার মতো চেয়ে আছে; একজন আমাকে বললো,
-তোমাকে কিছুক্ষণ আগে মে'মাসের ২২ তারিখের জন্য এ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে, তুমি এখন এখানে কেন?
-আজকে মে'মাসের ২২ তারিখ, ডাক্তারকে গিয়ে বলো, আমি এসে গেছি।

উহা ভেতরে গেলো, কিছুক্ষণ পর ১ বাংগালী লোককে নিয়ে হাজির। বাংগালী ভাই সাহেব অবস্হা বুঝে ভুমিকা করে কথার শুরু করার সাথে সাথে বললাম,
-ম্যাঁওপ্যাঁও বন্ধ করেন, আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে আলাপ করতে এসেছি, গিয়ে ডাক্তারকে বলেন।
উহা আমাকে বললো,
-ভাই, আমাকে শেষ করতে দেন!
-না, কোন কিছু শুরু করারও দরকার নেই, শেষ করারও দরকার নেই।

উনি হতাশ হয়ে ভেতরে চলে গেলেন, একটু পরে ডাক্তার বেরিয়ে এসে বললেন, ২/৩ ঘন্টা অপেক্ষা করতে হবে; আমি হ্যাঁ করে, অফিস থেকে বেরিয়ে হাঁটতে চলে গেলাম; ২ ঘন্টা পর ফিরে এলাম; ডাক্তার কথা বললেন,
-ভালো সংবাদ হলো, নতুন কোন টিউমার হয়নি; খারাপ সংবাদ হলো, মাথার বাম দিক দিয়ে রক্ত-প্রবাহ কম; কেন কম, উহা বের করতে কলম্বিয়া ইউনিভার্সিটির হাসপাতালে যেতে হবে।

হাসপাতালের রেফারেল কাগজপত্র নিয়ে বাসায় ফিরলাম। এখন ভালো আছি। আপনারা যারা ব্লগে টোকাটুকি করছেন, করতে থাকেন; আমার নাম নিলে আমি বিরক্ত হবো না, হয়তো, প্রচার বাড়বে; কিন্তু নাস্তিক, মাস্তিক, ফোবিক, মোবিক ডাকবেন না; ভালো থাকুন, ব্লগিং করুন।


মন্তব্য ১১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: দ্রুত আরোগ্য লাভ করুন।

১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

২| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৪৬

অনল চৌধুরী বলেছেন:
করোনার আক্রমণে ব্লগের অনেকের মানসিক সমস্যা দেখা দিয়েছে, যেজন্য বৃদ্ধরাও শিশুদের মতো ঝগড়া করছে।
এসব দেখে ছোটোরা কি শিখবে?
সাথে সাথে বললাম, -ম্যাঁওপ্যাঁও বন্ধ করেন উহা কি ম্যাঁওপ্যাঁও মানে বুঝেছে?

১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগের বাহিরে, ম্যাঁওপ্যাঁও'এর মানে কেহ বুঝেন বলে নে হয় না; তবে, আমি দরকার মতো ব্যবহার করি।
ব্লগে এটাসেটা নিয়ে মাঝে মাঝে লাগে, ইহা গা সহা হয়ে গেছে। কিন্তু কিছু গরুর রচনার পিএইচডি নাস্তিক, মাস্তিক, ফোব, মোব ডাকে, ইহা ভালো লাগে না।

৩| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৪৮

স্থিতধী বলেছেন: এটা খুব ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে । বহু পুরানো চালাকি এসব। আপনি শুধু উত্তেজিত হইয়েন না। আপনি আপাতত নিজের শরীরের খেয়াল রাখেন চাঁদগাজী সাহেব । কর্তৃপক্ষ সব দিকে খেয়াল রাখতেছে আশা করি।

১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ; তবে, উত্তেজিত হওয়া বন্ধ হয়ে গেলে তো সমস্যা হবে, মনে হয়।

৪| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:০১

স্থিতধী বলেছেন: উত্তেজিত হওয়া বন্ধ হয়ে গেলে তো সমস্যা হবে

হাহা .. অন্তত আপাতত আর কি । আপনার উত্তেজিত মোড অফ করে দিয়ে পারলে রসিক মোড টা অন করে দেন। আপনার রসিকতা কিন্তু অনেকেই ভালোবাসে । ভালো থাকেন।

১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:




ওকে, ওকে, বুঝলাম; আপনার পরামর্শ ঠিকই আছে।

৫| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রয়োজনিয় চিকিৎসা করান এবং যথাসম্ভব দ্রুত।

১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ব্লযগের বদলে ডাক্তারের অফিসে সময় কাটবে, মনে হচ্ছে।

৬| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:২৬

কাওসার চৌধুরী বলেছেন:




নিজের প্রতি খেয়াল রাখুন। কে কি বিশেষণ দিলো তা তো আপনি কখনো কেয়ার করেন না। নিজের মতো করে ব্লগিং করুন। ব্লগে ক্যাচাল বাড়ায় পোস্ট ও মন্তব্য বেড়ে গেছে। অনিয়মিত অনেক ব্লগার পোস্ট করছেন, কমেন্ট লিখছেন। এগুলো ব্লগের ইতিবাচক দিক। ভালো থাকুন।

১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যাবাদ, মনে হচ্ছে, ডাক্তারের অফিসে বেশ সময় দিতে হবে।
সঠিক, ক্যাচাল একেবারে খারাপ নয়, ব্লগারেরা বড় বড় কমেন্ট করছেন, উৎসাহিতও মনে হচ্ছে।

৭| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের বেশীর ভাগ মানুষেরই ব্যবহার খারাপ।
এই অভ্যাস শোধরাতে আগামী ৫০০ বছর লাগতে পারে।
এর পর আমাদের জেনারেশন ঠিক হয়ে যাবে বলে মনে হয়।


আমার সুস্বাস্থ্য কামনা করছি।

১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ,
বয়স বাড়লে শরীর কিভাবে টের পায় কে জানে; আমি বার্থ-ডেও পালন করি না!

জাতি এখন যেখানে আছে ও যেইদিকে যাচ্ছে, ইহা আরেকবার লন্ডভন্ড হবে।

৮| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:১৮

নজসু বলেছেন:



আপনার অসুস্থতার কথা জেনে খারাপ লাগছে শ্রদ্ধেয়।
দোয়া রইলো আপনার জন্য। দ্রুত সেরে উঠুন।

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, বেশ কিছুটা সময় ডাক্তারের অফিসে কাটবে মনে হয়।

৯| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রথমেই আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
মহান সৃষ্টিকর্তার কাছে আপনান রোগমুক্তির জন্য
আবেদন করলাম। চিন্তা করবেন না সুস্থ্য হয়ে যাবেন
ইনসাআল্লাহ।

আপনি অতি সজ্জন মানুষ, কারো সাথে পাচে নাই !!
আপনার মতো আলা হযরতকে যারা নাস্তিক ফাস্তিক
ডাকা তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। মানুষকে
ক্রিটিসাইজ করার একতরফা ক্ষমতা আপনাকে দেওয়া
হয়েছে, আপনি যাকে খুশি তাকে খোঁচাবেন, জিংজিং
খেলতে বলবেন। তাদের ম্যাওপ্যাও বা গরুর রচনা
আপনি কেন সহ্য করবেন ? যা হোক সবাইকে অনুরোধ
আপনারা গাজীসাবকে কেউ কোন বেফাঁস কথাবাতৃা বলবেন না।
তিনি সম্ভবত কোন পীরের মুরিদ হয়ে সব আকাম কুকাম ছেড়ে
দিয়ে ধ্যানে বসার জোগারযন্ত্র করছেন। সবাই তার জন্য দোয়া
করবেন যেন আখেে রাতে উচ্চ মাকামে ঠা্ই করে নিতে পারেন।
হযরত আমার বেয়াদবী ক্ষমা করে দিবেন ! গাজীবন্দনায় তাই
প্রত্রাশা করে ছিলাম। ভালো থাকুন সুস্থ্য থাকুন,আর কাউকে
খোঁচানো থেকে বিরত থাকুন। শরীরের প্রতি যত্ন নিন। ভাবীর
কথা মতো চলার চেষ্টা করুন। তাতে আপনারই লাভ তা না হলে
লকডাউনে উপোস দিতে হবে !

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

দেখছেন, আপনার জ্বালায় আমার ত্রাহি অবস্হা; তাহার উপর, এখন কোন এক মহামতি আমাকে কিসব ফোবিক, মোবিক ডাকছেন!

১০| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫০

মিরোরডডল বলেছেন:




ভালো সংবাদ হলো, নতুন কোন টিউমার হয়নি;

মানে কি ? নতুন হয়নি, অলরেডি কি আছে ? আই উইশ, ইউ সে নো ।

অনেকতো হলো । Now you should focus on your health.

নো মোর ক্যাচাল পোষ্ট, রাজনীতি অথবা ধর্মীয় পোষ্ট । পরবেও না, লিখবেও না ।
এগুলো থেকে দূরে থাকলে, ইউ উইল গেট ওয়েল সুন ।
কিন্তু প্যাঁচা পোষ্ট চাই । ওগুলো ভালো লাগে ।

গান দিয়ে যাচ্ছি । গান শুনলে মনে প্রশান্তি আসবে ।










১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, গান শুনবো।
আগে (১৯৯৩ সালে ) একটা টিউমার ধরা পড়েছিলো, উহা নন-ক্যান্সারাস, উহা মাথায় এখনো আছে। তাই বেশী চিন্তিত ছিলাম; যাক, উহা চুপচাপ আছে।

১১| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৮

জুন বলেছেন: আপনার দ্রুত সুস্থতা কামনা করছি চাদগাজী। সম্পুর্ন ভালো হয়ে উঠুন আর আমাদের ডোডো পাখি ডাকুন। আপনার সম্বোধনগুলো ব্যাক্তিগত ভাবে উপভোগ করি। যদিও আপনি আমাকে ডাকেন না :(

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনি পাখীদর ভালোবাসেন, এটা বড় কথা! আশাকরি, ভালো হয়ে যাবো, হাসপাতাল মাসপাতালে যেতে হবে কিছুটা সময়; ভালো থাকুন।

১২| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনাকে শিফা দান করুন

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, দুনিয়ার লোকজন করোনায় ভুগছে, উনি ব্যস্ত সময় পার করছেন ওদের সাথে; আমার জন্য সময় করতে পারবেন কিনা কে জানে, নাকি মে'মাসের ২২ তারিখের জন্য ঝুলায়ে রাখবেন!

১৩| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কোরোনায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলাম টানা তিন সপ্তাহ। ব্লগে আসা হয় নাই তেমন। এরই মধ্যে সামুতে সিন্ডিকেটবাজি ও তৈলমর্দন সংক্রান্ত অনেক পোস্ট ও ক্যাচাল হয়ে গেছে দেখছি। আপনি এর মধ্যে কে কি বললো তা নিয়ে অহেতুক বিপি বাড়াচ্ছেন কেন ? আপনার দ্রুত সুস্থতা কামনা করছি

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি ভালো হয়েছেন, ইহার থেকে ভালো সংবাদ আর কি হতে পারে! ধন্যবাদ, আমার বুড়ো হড্ডি দিয়ে আজরাইলের কি কাজ কে জানে!

১৪| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: ভালো থাকুন । আমি ওষুধে ভাল আছি , খারাপ হতে সময় নেবে না ।

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



ভালো থাকুন সব সময়, এই বয়সে শরীর কাজ করতে কম চায়, ইহাকে চালু রাখাও দেখছি একটি বড় কাজ।

১৫| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৪

তারেক ফাহিম বলেছেন: আপনার সুস্থ্যতা কামনা করছি।

দুশ্চিন্তা থেকে বিরত থাকুন।

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।
পজেটিভ হওয়ার সয় হয়ে গেছে, দেখছি!

১৬| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৫

মিরোরডডল বলেছেন:




যেহেতু নন-ক্যান্সারাস, তাহলে ভয়ের কিছু নেই কিন্তু মাস্ট রেগুলার ফলো-আপ করতে হবে ।
মানসিক প্রেশার একদমই নেয়া যাবে না ।
I’ve been diagnosed too. এভরি সিক্স মান্থস রেগুলার মনিটরিং ।
সবচেয়ে ইম্পরট্যান্ট হচ্ছে মনোবল । মানসিকভাবে স্ট্রং থাকতে হবে ।
জীবনকে ভালবাসুন, উপভোগ করুন ।
Life is too precious & beautiful !!!
I try to enjoy every single moments of it.
I wish your sound health too.




১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য শুচকামনা রলো।

আগেরটা চুপচাপ আছে, আপাতত বাচ্চা টাচ্চা দিচ্ছে না; মনে হচ্ছে, রক্ত কম-প্রবাহের কারণ ও চিকিৎসা করাতে হবে।

১৭| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগে এরকম কিছু সময় যায় যা অনুকূলে থাকেনা। শুভ ব্লগিং।

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



টোকাটুকি ব্লগিং'এর অংশ, কত শতবার দেখলাম, গা-সহা হয়ে গেছে।
কিন্তু নাস্তিক মাস্তিক ভালো শোনায় না, এসব নিয়ে ব্লগারদের কোন ধরণের ব্যবসা বাণিজ্য থাকার কথা নয়।

১৮| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৫

নেওয়াজ আলি বলেছেন: বগ্লে ব্যক্তিগত আক্রমণ বেড়ে গিয়েছে। সবাই নিজেকে বড়, সত্য ,সব জান্তা প্রমাণে ব্যস্ত। ব্যক্তি স্বাধীনতা লোপ পাচ্ছে। আপনি এইসব হতেরদুরে আছেন ভালো কথা রেস্ট করুণ । উপনামে ডাকা সমর্থনযোগ্য নয়।

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:



আসলে, সেটাই ঘটছে; আমার ব্যবসা বাণিজ্যও কিছুটা কমাতে হবে; না'হয় করোনায় বেকার বসে-থাকাদের ঝামেলা বাড়বে।

১৯| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৬

সাজিদ উল হক আবির বলেছেন: আপনি মিথ্যা বলছেন, চাঁদগাজী নিক।

প্রথম মিথ্যা হচ্ছে - আপনি নাকি কোন ব্লগারের নামের আগে বিশেষণ ব্যবহার করেন না।

আমার প্রচণ্ডরকমের অপছন্দের হলেও আপনি আমাকে ক্রমাগত শিক্ষক ব্লগার হিসেবে এই ব্লগে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে জাচ্ছেন। আমার শেষ পোস্টেও আপনি মন্তব্যের ঘরে তাই করেছেন। আপনি আমাকে মাদ্রাসার শিক্ষকও বলেছেন, যেটা ছিল প্রাথমিকভাবে মাদ্রাসার শিক্ষকদের ছোট করে দেখানোর, এবং তারই সূত্র ধরে আমাকেও ছোট বানানোর প্রচেষ্টা।

দ্বিতীয় মিথ্যাটি হল - আপনার সম্পূর্ণ রকমের ধোয়া তুলসি পাতা সাজার প্রয়াস।

আপনি ক্রমাগত এই ব্লগে মুসলিমদের আরব বর্বর বেদুইন ব্যাকডেটেড মানুষ হিসেবে রিপ্রেজেন্ট করে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশন্যাল রিলেশনস ডিপার্টমেন্টের অধ্যাপক ইমতিয়াজ স্যারের আদি আরব সাম্রাজ্যের উপর জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনে দেয়া একটি বক্তৃতা ট্রান্সক্রাইব করেছি বলে আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন - আমি নাকি পকেটে রগ কাটার যন্ত্র নিয়ে ঘুরি।

আপনি আগে এসব জঘন্য মিথ্যা বলা বন্ধ করুন।

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনি আসলে কোন ব্লগার নন, আপনি নিজের ব্যবসা বাণিজ্য দেখেন, আমার এলাকায় অকারণে সময় খরচ করিয়েন না। দেখলাম, আপনি বেশ কয়েকটা সেক্টর খুলেছেন, ঐগুলোতে মনোযোগ দেন।

২০| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৪

সাজিদ উল হক আবির বলেছেন: আপনি আগে প্রমাণ করেন যে আমার উপরের মন্তব্যে আমি মিথ্যা বলেছি। নইলে আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে প্রমাণ করা শুরু করবো, আপনার কোন পর্যায়ের ব্যক্তিআক্রমণ আমি একদম চুপ করে হজম করে করে, আজকে আপনার এই অসম্ভবরকমের মিথ্যাচার দেখে পরে কথা বলা শুরু করেছি।

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি সত্য বলছেন, আপনি অবাংগালীদের আল-আমিন; এবার ক্ষান্ত দেন; আপনি যে, সাঁকোর বাঁশ ধরে বসে আছেন, উহা আমি দেখিনি।

২১| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন:
দেখছেন, আপনার জ্বালায় আমার ত্রাহি অবস্হা;

আমার জ্বালা পাকলিক দারুন উপভোগ করে। কি করে
তাদের বঞ্চিত করি। নাহয় আপনি একটু জ্জললেন্ তাতে
পাঠক শীতল হবে এই চৈত্রের রোদে মন্দ কি ?
ভালো থাকুন সবসময় যেন আমি আপনাকে
আরো বেশী বেশী জ্বালাতে পারি।

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫২

চাঁদগাজী বলেছেন:




আপনি তো স্বরচিত ঈশপের গল্প ছাড়েন মাঝে মাঝে, পুকুরে ঢিল মারলে ব্যাং'এর কি অবস্হা হয়, উহার খবর তো রাখেন না।

২২| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: পুকুরে ঢিল মারলে ব্যাং'এর কি অবস্হা হয়, উহার খবর তো রাখেন না।

ব্যাঙের আবার সর্দিজ্বর !!!!

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৩

চাঁদগাজী বলেছেন:



সর্দি জ্বর এক সময় আসবে, অন্য সময় চলে যাবে; মাথায় ঢিল পড়লে, মাথায় রক্ত প্রবাহ কমে কিংবা বেড়ে যাবে।

২৩| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৩

আরইউ বলেছেন: আপনি অন্যদের নামের আগে পরে বিশেষণ—যেমনঃ পিগমী, ডোডোপাখী, আরবের বেদুইন—ব্যবহার করলে কোন দোষ নেই, অন্যরা আপনাকে ইটের বদলে পাটকেল ছুড়ে মারলে তখন বেজার হচ্ছেন কেন?

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



এডমিনের ভয়ে ওগুলো অনেক আগে ভুলে গেছি, আপনি বলাতে আজকে আবার মনে পড়লো; খেয়াল করে দেখেন তো আরো সুন্দর কোন কিছু বলতাম কিনা!

২৪| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৭

ভুয়া মফিজ বলেছেন: নাস্তিক আর ইসলামফোবরে নাস্তিক আর ইসলামফোব কইলে অসুবিধা কি? আপনের তো গর্ব হওয়া উচিত!!! =p~

নাম জাহাঙ্গীর আলম হইলেই কি মুসলমান হওন যায়? :P

যাই হোক, সুস্থ থাকেন।

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩২

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ।

ইসলাম নিয়ে আমার কোন বক্তব্য নেই, আমি সেখান থেকে কোন বিশেষণও চাই না।

২৫| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩০

আরইউ বলেছেন: যে দোষ আপনার নিজের ছিলো/আছে সেই দোষে অন্যকে দুষ্ট করার নৈতিক অধিকার আপনার নেই; অন্যে সেই দোষ করবেনা এটা আশা করাও ভুল।

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনি নীতিকথার বই থেকে অনেক কথা ফাঁস করছেন; গত বছর তো পরীক্ষা রটীক্ষা তো বন্ধ ছিলো, ফাঁসের ব্যবসা তো বন্ধ হয়ে যাওয়ার কথা।

২৬| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: আহারে ভাইয়া!!!!!!!!!!! সাবধান সাবধান !!!!!!!! ভুল করে এক অক্ষর লিখলেও আর কেহ ছাড়িবেক না। কাউকে বিশেষন দাও না এই কথা তো একদিনের বাচ্চাও মানিবেক লাই। হা হা হা


যাইহোক ভাইয়ামনি আমি মনে হয় জঙ্গীফব। মানে ইসলাম হোক হিন্দুধর্ম হোক বৌদ্ধ ক্রিশ্চিয়ান যে কোনো রকম জঙ্গী টাইপ ফব। বাপরে! কখন এসে কার সাধের জীবনে খড়গ বসিয়ে দেয়!!!!!!! কাজেই সবাইকেই সাবধান হতে হবে।


নো উল্টা পাল্টা কথন যতই যা খুশি তাই ভাবন!!!!!!


ভাইয়ামনি। অনেক ভালো থাকো । ভালো করে ট্রিটমেন্ট করাও। অসুস্থ্যও হও না। উই লাভ ইউ অল।

এত কিছু বলো এত মানুষকে তবুও আমরা সবাই তোামকে অনেক ভালোবাসি ভাইয়া।

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪১

চাঁদগাজী বলেছেন:




আপনার শুভকামনা আছে, ভালো হয়ে যাবো, আশাকরি।

আপনি মনে হয় বড় ধরণের ফোবিক; সমস্যা হলো, বের করতে কষ্ট হবে, আপনি কোনটার ফোবিক নন।

২৭| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৬

শায়মা বলেছেন: ওপস ইংলিশ লেখা লাইনটাতে একটু গড়বড় হয়ে গেলো। কেউ আবার সেটা নিয়ে আমাকে মূরুক্ষ বলো নাা!!!!!!!!!!!!!! :((

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা আপনাকে ভালোবাসে; সমস্যা দেখা দেয়, ভালো না বাসলে, তখন ছুঁতো খোঁজে

২৮| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কেউ কিছু বললে বা লিখলেই সেটা আপনি গায়ে মাখানোর লোক বলেতো এতোদিন আপনাকে মনে হয়নি বস!!

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:




এখনো খুব একটা মাখছি না, কিছু মানুষ শব্দের ব্যবহার বুঝে না, সেটা একটা ছোটখাট ব্যাপার।

২৯| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৭

ভুয়া মফিজ বলেছেন: ইসলাম নিয়ে আমার কোন বক্তব্য নেই এইটা কি বলেন!! :(( এতো দেখি জোক অফ দ্য ইয়ার!!! :-B

আপনের বক্তব্যটা ঠিক পরিস্কার না। আপনে কি বলতে চাইতাছেন, আজ থিকা ইসলাম নিয়া আপনের কোন বক্তব্য নাই! অতীতে যা কইছেন, সেগুলি বাতিল? কিলিয়ার করবেন, আশা করি। তাইলে ভবিষ্যতে আপনের সাথে বাতচিৎ করতে সুবিধা হইবো। ;)

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:




আমি ধর্মের কুসংস্কার নিয়ে অন্যদের পোষ্টে মন্তব্য করি; বড় ধর্ম হচ্ছে ৬/৭ টা, একা ইসলাম নহে। আমি ধর্মের বিপক্ষে পোষ্ট দিই না; বিশ্বের ৮০ ভাগ মানুষ কোন না কোনভাবে ধর্মের সাথে জড়িত, এত বেশী মানুষের বিপক্ষে গেলে কেহ উহা শুনতে চাইবে না তেমন।

৩০| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪১

শায়মা বলেছেন: ভূয়ামফিজ ভাইয়া তুমি কি শুরু করলে!!!!!!!!!!! হাসতে হাসতে আজকেও মরবো নাকি!!!!!!

আমার হাসি দেখে চাঁদগাজী ভাইয়া যদি লাঠি নিয়ে আসো তো ভালো হবে না কিন্তু!!!!!!! বলে দিলাম। ভূত হয়ে আসবো। :P

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫১

চাঁদগাজী বলেছেন:



ভুয়া মফিজের প্রো-পিকের বাঘটাও সার্কাসের বাঘের মতো, উহা দেখে হাসছেন নাকি?

৩১| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৩

আরইউ বলেছেন: আপনি আপনাকে নীতিকথা শেখাতে আসিনি, জাস্ট রিয়েলিটি চেক!

অসুস্থ্যতার বিষয়ে বলবো, টেক ইট ইজি এন্ড টেক এক্সট্রা গুড কেয়ার।

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আশাকরি ভালো হয়ে যাবো।

৩২| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৪

শায়মা বলেছেন: ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪১০

লেখক বলেছেন:

আপনার শুভকামনা আছে, ভালো হয়ে যাবো, আশাকরি

উঃ ঠিক ঠিক! আমার দোয়া বিফলে যাবেনা!!! তুমি আরও অনেক বছর ভালো থেকে থেকে এইখানে সবাইকে জ্বালাও তাই চাই আমি এবং আমরা!!!! :)



আপনি মনে হয় বড় ধরণের ফোবিক; সমস্যা হলো, বের করতে কষ্ট হবে, আপনি কোনটার ফোবিক নন।

উঃ কারো কিছু মনে হবার উপরে আমার কোনো হাত নাই। তবে আমি নিজেও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই আমি কে? আমি কোথায়? আমি কেনো? আমি কিভাবে???? B:-)

উত্তর পাইনা....... এমন অনেকেই ভেবে ভেবে শেষে নাই হয়ে গেছে কাজেই ........ এত ভাবতে যেওনা ভাইয়ামনিতা!!!!!!! :P

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমি ব্লগের কোন কিছু নিয়ে তেমন ভাবি না; মনে যা আসে বলি। আপনি মানিয়ে নিতে পারেন, এটাই আসল ব্যাপার।

৩৩| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০১

চাঁদগাজী বলেছেন:



******************************
আমার সুস্হতা কামনার জন্য সবাইকে ধন্যবাদ; ঘুমাতে গেলাম, কালকে দেখা হবে।
*****************************

৩৪| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ব্লগে আপনাকে আক্রমন করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে দেখছি। আপনার সহ্য ক্ষমতা দেখে আমি অবাক!! অন্য কেউ হলে পালিয়ে যেত। কিন্তু আপনার সহ্য ক্ষমতা অনেক। কেউ আপনাকে টলাতে পারেনি। হেলাতে পারেনি। পারবেও না। আপনি অন্যদশ জনের মতো না।

আমি চুপ করে সব দেখি এবং বুঝি-
অবশ্য দুইএকজন ব্লগার আপনাকে দিয়ে জাতে উঠতে চায়। সেটা সম্ভব না। তারা বুঝে না। আপনি স্বমহিমায় উজ্জ্বল।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:




আপনি আমার সম্পর্কে সব সময় বেশী উৎসাহী; আমাদের আগের পরিচয়ের কারণ হতে পারে। করোনায় আপনি আরেকটু হুশিয়ার হোন।

৩৫| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১০

লাতিনো বলেছেন: "ইসলাম নিয়ে আমার কোন বক্তব্য নেই" এই কথাটার মানে কি? ব্লগাররা কি আপনার উপর এমনি এমনি খেপা? ইসলাম নিয়ে আপনি আর একটা শব্দও ব্লগে লিখবেন না। তারপর যদি কেউ আপনাকে নাস্তিক, ফোবিক বা এরকম কিছু বলে, আমি আপনার পাশে দাঁড়াবো।

শর্ত একটাই, ইসলাম, আল্লাহ, কুরআন, নবী রাসুল, শাবায়ে কেরামদের নিয়ে ইতিবাচক নেতিবাচক কোন কথাই বলবেন না। কোন মুক্তিযোদ্ধার কাছ থেকে এরকম কিছু শুনলে তাকে আমার কাছে জামাতি/রাজাকারদের চেয়েও অধম মনে হয়।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:




আপনি অনেক শর্তের বিনিময়ে আমার পাশে দাঁড়াবেন বলছেন, কিন্তু আমি কি কাউকে আমার পাশে চাচ্ছি? ধন্যবাদ

৩৬| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১১

ভুয়া মফিজ বলেছেন: বড় ধর্ম কয়টা সেইটা আলোচ্য বিষয় না। ব্লগে ইসলাম ধর্মের উপ্রে পোষ্ট আইলেই আপনে ঝাপ দ্যান সব সময়। আলোচনার লাইনে থাকেন.....কথা হইতাছে ইসলাম ধর্মের উপ্রে।

পরথম কথা হইলো, আমি ধর্মের বিপক্ষে পোষ্ট দিই না এইটা একটা মিছা কথা। ব্লগের সিনিয়র এরশাদ হিসাবে পল্টি খাইলে চলবে না। আপনে চাইলে আমি পরমান দিতে পারি। দিমু নি!!!! ;)

দ্বিতীয় কথা হইলো, ইসলাম নিয়ে আমার কোন বক্তব্য নেই কইলেন। আবার কইলেন, আমি ধর্মের কুসংস্কার নিয়ে অন্যদের পোষ্টে মন্তব্য করি। আপনে যেইগুলারে কুসংস্কার কন, সেইগুলাই ইসলামের মৌলিক নীতি। আপনে না মানলে নাস্তিক। সোজা হিসাব। স্বীকার যাইতে ডরান ক্যান? তাছাড়া ধর্মের কুসংস্কার (আপনের ভাষায়) নিয়া অন্যের পোষ্টে মন্তব্য করা কি বক্তব্য হয় না? ওইটারে তাইলে কি কয়? স্টেটমেন্ট!!! =p~

আংসাং কথা না কয়া স্বীকার যান যে, আপনে নাস্তিক আর ইসলামফোব! কথা প্যাচাইলে আইজকা আপনেরে ছাড়ুম না। :-B

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:




আপনি ভুয়া প্রমাণ টমান নিয়ে ঝামেলা করিয়েন না; তার থেকে একটু বরং রেষ্ট নেন।

৩৭| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৫

শায়মা বলেছেন: ভুয়াভাইয়া

ভাইয়া ঘুমাতে গেছে। ডোন্ট ডিস্টার্ব। ভাইয়া ইজ সিক টুডে!!!!!!! :(


ভাইয়া তোমার প্রপিক ভয় পেতে পারে। :( :(


অসুস্থ্য মানুষকে ভয় দেখাবা না!!!!!!!!!!!

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:




বলিয়েন না, লন্ডনে দুনিয়ার ফেইক লোকজন একত্রিত হয়েছে।

৩৮| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

আমি আপনাকে নাস্তিক বলিনি। কারণ, আমার একটা পোস্টেই আপনি ব্লগে প্রথমবারের মতো বলেছিলেন যে আপনি আস্তিক।

বলেছি মার্ক্সিস্ট। এটায় সমস্যা দেখি না। আমি নিজে তাঁকে পছন্দ করি।

তবে, কোন রকমের ফোবিয়াই ভালো না।

শুভেচ্ছা নিরন্তর।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



শুভেচ্ছা ও ধন্যবাদ।

৩৯| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৭

ভুয়া মফিজ বলেছেন: @শায়মাঃ হ্যা.....প্যাচে পড়লে ঘুম তো আসবেই। কোন ব্যাপার না। অপেক্ষা করি!! :)

ভাইয়া তোমার প্রপিক ভয় পেতে পারে। :( :( শুনলে না ভাইজান বললো, ওটা তো সার্কাসের বাঘ! তাহলে ভয় পাওয়ার কি আছে? =p~

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



আপনার অন্য গাড়ী ঠিক যায়গায় আছে, নাকি হারিয়ে গেছে?

৪০| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩২

ঢাবিয়ান বলেছেন: প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আশা করছি দ্রুত আরোগ্য লাভ করবেন।

ক্যচাল আপনার অন্যতম প্রিয় সাব্জেক্ট বলেই আমার মনে হয়। সব ক্যচাল পোস্টই আপনি খুবই মনোযোগ দিয়ে পড়েন এবং তাতে অংশগ্রহন করে ক্যচালকে আরো উসকে দেন। =p~ । যাই হোক এই ব্লগকে প্রানবন্ত রাখার অন্যতম ব্লগার হচ্ছেন আপনি। অন্য যে কেউই ব্লগ থেকে বিদায় নিক না কেন সেটা তেমন ধরা পড়ে না। আপনি অল্প কয়েকদিন অনুপ্সথিত হলেই ব্লগ ম্যরম্যরে হয়ে যায়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই কামনা করি।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:




ধন্যাবাদ, আশাকরি সুস্হ হয়ে যাবো। ব্লগে গত কয়েকদিনের ক্যাচালে সব ব্লগারেরা আবার গা-ঝাড়া দিয়ে উঠেছেন। ক্যাচাল হতে পারে, এমন সব বিষয়ে আমি লিখিনা; আমি সমসায়িক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি মাত্র।

৪১| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: ভালো পোস্ট দিয়েছেন। তাহলে আপনি নিজেকে সংশোধন করে নিয়েছেন। শুভ ও স্বাগত সিদ্ধান্ত।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনার চাপে আমি তো আমি, করোনাও সোজা হয়ে যাবে।

৪২| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: ৩৯. ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৭০

ভুয়া মফিজ বলেছেন: @শায়মাঃ হ্যা.....প্যাচে পড়লে ঘুম তো আসবেই। কোন ব্যাপার না। অপেক্ষা করি!! :)

ভাইয়া তোমার প্রপিক ভয় পেতে পারে। :( :( শুনলে না ভাইজান বললো, ওটা তো সার্কাসের বাঘ! তাহলে ভয় পাওয়ার কি আছে? =p~


প্যাচে বুঝি ঘুম আসে!!!

ঘুম তো উধাও হয়ে যায়!!!


আর বনের বাঘকে সার্কাসের বাঘ ভাবলে আমি কম ভুই পাই ভাইয়ু!!!

জানি কেউ না কেউ তো ঠেকানোর আছে। কিন্তু সত্যিকারে বনে যদি বাঘের সামনে পড়ি তাইলে কি আর রক্ষা পাবো বলো???

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় যেগুলো চাকুরী বাকুরী করে না, তারা বড় বড় কুকুর নিয়ে রাস্তায় হাঁটে।

৪৩| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪১

রানার ব্লগ বলেছেন: আরে ধুর, আপনি এদের নিয়ে কেনো এতো চিন্তিত, এরা সেই গোত্র যারা অন্যের থালার বাসি খাবার খেয়ে অভস্ত্য, খাওয়া শেষ হলেই দাত কেলিয়ে বলে নুন কম হইছে। এরাই আপনার আমার উছিষ্ট খেয়ে মানুষ হইছে, এরা ধর্ম কে নিজেদের জীবন ধারনের ঢাল হিসেবে ব্যাবহার করে, যখনি বিষয়টা আপনি বুঝাতে যাবেন ওমনি ফোবিয়ার ধোয়া তুলে ভাব দেখাবে বিশাল জ্ঞ্যানী তিনি।

এদের কে নিয়ে হাসি ঠাট্টা করা যায়, পাতে তোলা যায় না। মমিনুল কান্ড দেখেও আপনার বুঝে আসলো না। এরা এই সব বলে নিজেদের কে বড় কিছু ভাবার আকাশ কুষুম চেস্টা করে।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:



তবে, এগুলো বেজানি মানুষ, এদের ছোট ভাইরা আফগানিস্তানের মতো সুন্দর দেশকে নরকে পরিণত করেছে।

৪৪| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৫

ইসিয়াক বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি। নিজের প্রতি খেয়াল রাখুন।
শুভকামনা রইল।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ।

৪৫| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৯

সিগনেচার নসিব বলেছেন: আপনার সুস্থ্যতা কামনা করছি।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ।

৪৬| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২২

সামিয়া বলেছেন: আপনার যে কোন কর্মকাণ্ড পড়তে ভাললাগে, সবার থেকে আলাদা ।
অনেকের আপনার বিরুদ্ধে অভিযোগ এটার কারন কখনো খুঁজে দেখিনি যদিও,
আপনার শারীরিক সুস্থতা কামনা করছি।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আশাকরি ভালো হয়ে যাবো।

বাংগালীদের কিছু অংশ সব কিছুতে অভিযোগ করেন।

৪৭| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩

জুল ভার্ন বলেছেন: আপনি নিজের শরীরের খেয়াল রাখবেন। আপনার সুস্থ্যতা কামনা করি।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, করোনার মাঝে দুনিয়ার ঝামেলা

৪৮| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার শরীর ও চোখের প্রতি একটু বেশি মনোযোগী হোন। আপনার জন্য সবারই ভালোবাসা কাজ করে যতই ক্যাচালপ্যাচাল হোক। ভালো থাকুন, নিজের যত্নে নিজেকে ছাড় দিবেন না।

এই যে বললাম, 'আপনার শরীর ও চোখ'। এরকম সম্পর্ক কুসংস্কার বিরোধী কথার সাথে ইসলামের৷ আপনি তখনই কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে পারবেন যখন আপনি ধর্ম সম্পর্ক ভালোভাবে জানবেন৷ আপনি যদি ধর্ম সম্পর্কে স্বল্পজ্ঞানী হয়ে থাকেন, তবে আপনি অধর্মের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না; সঠিক নিরূপণে আপনি ব্যার্থ হবেন। সুতরাং আপনার নিকট অনুরোধ, দয়া করে আপনি বই পাঠে আরেকটু বেশি মনোনিবেশ করুন, পিফিএফ আকারেও অনেক বই পাওয়া যায়; সেগুলোর সাহায্য নিতে পারেন।

আপনি বলেছেন, আপনি কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন। কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাকে সমাজ এবং ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। নতুবা কুসংস্কার চিহ্ণিত করণ আপনার জন্য মোটেও সহজ হবে না। বরং ভ্রান্তিতে পড়ার সম্ভাবনাই বেশি থেকে যায়।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যাবাদ।
তর্ক ইতয়াদি হলেও, ব্লগের বাইরের কেহ তো আমার জন্য শুভকামনা করবেন না। আচ্ছা দেখি, আরো কিছু পড়া সম্ভব হয় কিনা।

৪৯| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৬

নতুন বলেছেন: নিজের প্রতি খেয়াল রাখেন এর ব্লগের এইসব ক্যাচাল নিয়ে ব্যক্তিজীবনে চিন্তা করবেন না।

আপনি আগে অনেক সময় কিছুই ব্যক্তিআক্রমন করতেন সেটাই অনেকে মনে রেখেছে।

আগে নিজের সুস্থতা তারপরে ব্লগের ক্যাচাল...

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



ধন্যাবাদ।
ব্যক্তি আক্রমণ যখন হয়, এডমিন সাহেব আমাকে টের পাইয়ে দেন, আমি সতর্ক হই; ব্লগ এমন একটা যায়গা যেখানে তর্ক, আলোচনা, কথাকাটাকাটি হওয়া সম্ভব।

৫০| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১১

করুণাধারা বলেছেন: আপনাকে কখনো নাস্তিক ইত্যাদি বলিনি, যদিও আপনি যখন বলেন কুরআন মানুষের লেখা সেটা শুনে দুঃখ পাই, এবং প্রতিবাদ করি। তবে আপনার কথা শুনে আপনাকে কোন ট্যাগ দেয়া ঠিক বলে মনে হয় না।

ঠিক মত চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে উঠুন।

১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।
কুরান, বাইবেল, তোরাহ ও বাকী ধর্মগ্রন্হগুলো মানুষই হাতে লিখেছেন, এখন মানুষই প্রিন্ট করছেন; ইহাতে কি ভুল আছে!

৫১| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২০

অপু তানভীর বলেছেন: কদিন ব্লগ থেকে রেস্ট নিন । ডাক্তার যেহেতু বলেছে মস্তিস্কের বাম দিকে রক্ত প্রবাহ কম তাই ডাক্তারি পরামর্শ মতে যে কাজ করলে রক্ত প্রবাহ স্বাভাবিক হয় তাই করার চেষ্টা করেন । মাথার উপরে চাপ দেওয়া কমান ।
আপনার আরোগ্য কামনা করছি ।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, সঠিক কথা।

৫২| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনি ভালো হয়েছেন, ইহার চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহ্ এই সুসংবাদ চাঁদগাজী ভাইয়ের সাথে সাথে আমাদেরও জানিয়ে দিন।
আরোগ্য লাভ করুন দ্রুত আর দেশপ্রেমের প্রমাণ দিন।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ।

৫৩| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৫

কালো যাদুকর বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি ৷
এদের ডাক্তার আর তাদের কর্মচারীরা রোগীদের যে কিভাবে সে পরম করুনাময়ই জানেন। এত গুরুতপূর্ণ একটি টেস্ট করাতে হবে অথচ এরা সেটাতেই ভূল করেন ৷ আবার মে মাসের ২২ তারিখ পর্যন্ত কিনা অপেক্ষা করতে হবে শুধু রিপোর্ট বোঝার জন্য। যেন মগের মুল্লুক ৷ বাংলাদেশে নিশ্চয়ই এরকম করতে পারতো না। কিছুটা উত্তম মাধ্যমের ভয থাকত নিশ্চয়ই ৷

ব্লগে তেমন আশা হচ্ছে না। যদিও ব্লগারগন আদাজল খেয়ে মাঠেনেমেছেন ৷ যদিও আমি পারসোনালী এগুলো করিনা। তবে ব্লগের এনার্জী ফিরে এসেছে।

আশা করি কলম্বিয়া থেকে এসে একটা আপডেট দিবেন।

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, সুখবর থাকলে জানাবো; করোনার সময় অনেক লোকজন কাজ না করায়, স্পেনিশ ইত্যাদিরা অনেক দায়িত্বপুর্ণ যায়গায় স্হান পেয়েছে; কিন্তু তারা তেমন দক্ষ নয়।

৫৪| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৪

ভুয়া মফিজ বলেছেন: আপনি ভুয়া প্রমাণ টমান নিয়ে ঝামেলা করিয়েন না; তার থেকে একটু বরং রেষ্ট নেন। প্রশ্ন ফাস করার পরও পাশ করতে পারলেন না, অবশ্য জানতাম পারবেন না। আপনের সেই কোয়ালিটিই নাই। আসল কথায় না আইসা খালি আশপাশ দিয়া ঘোরাঘুরিই সার হবে। আফসোস!!!

আপনে যেহেতু অসুস্থ, তাই কথা আর বাড়াইলাম না। সুস্থ হন, তারপরে কথা হবে। তবে, পাশ করতে না পারা পর্যন্ত লোকজন আপনাকে নাস্তিক, ইসলামফোব বলবেই......যখনই সুযোগ আসবে। আমিও বলবো। এইটাকে স্পোর্টিংলি নেন। :P

আপনে কইছেন, বলিয়েন না, লন্ডনে দুনিয়ার ফেইক লোকজন একত্রিত হয়েছে। আমি তো দেখি ফেইক লোকজনের সংখ্যা নিউইয়র্কেই বেশী। অবশ্য আপনে একাই একশো, আর খুব একটা দরকার নাই। =p~

রেস্ট আমার না, আপনার দরকার। হ্যাপি রেস্টিং এন্ড গেট ওয়েল সুন!!! :)

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



যাকগে, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যাবে সময় সময়; আসলে, আমার দরকার মগজটার স্বাস্হ্য রক্ষা করা। ভালো থাকেন, করোনা কমুক, লন্ডন ও নিউির্য়কের বাংগালীদের জীবন নিয়ে আলাপ হবে।

৫৫| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



আপনার রিপোর্ট দেখে ডাক্তার বলেছে নতুন করে কোন টিউমার হয়নি ।
এটা ভাল সংবাদ তাতে সন্দেহ নেই , তবে কি আপনার পুরাতন কোন
টিউমার এখনো আছে? নাকি সেটা ভাল হয়ে গেছে। এটা আপনার
নিশ্চিত হওয়া প্রয়োজন ।

তাছাড়া রিপোর্ট দেখে ডাক্তার বলেছে মাথার বা দিকে রক্ত প্রবাহ কম ।
এটাও বেশ চিন্তার বিষয় । এ রকম ক্ষেত্রে ডাক্তারগন বলে থাকেন
There are various reasons why a person might not have
enough blood reaching their brain. Causes include:
narrowing of blood vessels
blocked blood vessel
blood clot
ruptured blood vessel।

তাই যত দ্রুত সম্ভব কলম্বিয়া ইউনিভার্সিটি হসপিটালে পরীক্ষাটা সেরে ফেলুন ,
সতর্ক থাকবেন আপনার ডাক্তারের অফিসের স্পেনিস মেয়েটার মত কেও যেন
আবারো তালগোল পাকিয়ে না ফেলে । কামনা করি খুব শীগ্রই পুর্ণমাত্রায়
আরোগ্য লাভ করুন ।

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ওগুলোই সম্ভাব্য কারণ হতে পারে; আগামীকাল (৪/১২/২১ ) হাসপাতালের সাথেযোগাযোগ করবো।

৫৬| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার জন্য প্রার্থনা করি, আপনি যেন দ্রুত সুস্থতা লাভ করতে পারেন।

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ, আপনাদের প্রার্থনায় শীঘ্রই সেরে উঠবো।

৫৭| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি আমার সম্পর্কে সব সময় বেশী উৎসাহী; আমাদের আগের পরিচয়ের কারণ হতে পারে। করোনায় আপনি আরেকটু হুশিয়ার হোন।

আমি আপনার পোষ্ট এবং মন্তব্য গুলো পড়ে আপনাকে চিনেছি, কিছুটা বুঝেছি। সেই আমার ব্লগ থেকেই। আপনি অন্য সবার থেকে আলাদা। অন্য রকম। ভুলভাল কথা বলেন না।

হ্যা বাইরে যাওয়া কমিয়ে দিয়েছি। করোনায় চারপাশের অবস্থা ভালো না।

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে বৃটিশ ভাইরাস ছড়িয়ে পড়েছে, মনে হয়; ইহাকে থামানোর জন্য দরকারী পদক্ষেপ এখনো নেয়া হয়নি।

৫৮| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ২:১১

স্প্যানকড বলেছেন: গেট ওয়েল সুন
সামুর একমাত্র মুন !

১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আশাকরি সুস্হ হয়ে যাবো।

৫৯| ১২ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার ব্লগ লেখায় একটা নিজস্ব স্টাইল আছে যেটা অনেকেই বোঝেনা তাই উল্টাপাল্টা কিছু বলে।






আপনার সুস্থতা কামনা করছি।

১২ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



অনেকেই তাদের ভুল ধারণার কারণে বর্তমান সভ্যতাকে সঠিকভাবে বুঝতে না পেরে, ইহাকে খারাপ সময় নাম দিতেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.