নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা অসৎ মানুষদের থেকে ভুল তথ্য ও ফিডব্যাক পাচ্ছেন!

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৪৩



শেখ হাসিনা যাদের থেকে তথ্য ও ফিডব্যাক পেয়ে থাকেন, এরা কি সৎ, এরা কি দক্ষ, জাতির প্রতি এদের কোন দায়িত্ববোধ আছে বলে মনে হয়? যাদের সাথে উনি দেশের মহামারী নিয়ে প্রতিদিন বসছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, এদের মাঝে সৎ লোকজন আছে বলে মনে হয় না; আমরা এদের কাজকর্ম দেখছি, এদের চলাফেরা দেখছি, এদের আচরণ দেখছি, এদের টাকার পরিমাণ দেখছি, এদের জীবনযাত্রা দেখছি; এদেরকে সৎ ভাবার কোন উপায় নেই; অসৎ লোকদের দেয়া তথ্য, ফিডব্যাক কিংবা সিদ্ধান্ত কখনো ভালো ফলাফল দেবে? অসম্ভব ব্যাপার।

আমাদের দেশের বেশীরভাগ মানুষ অদক্ষ, সেখানে একজন সেক্রেটারী, মন্ত্রী, ডাইরেক্টর প্রয়োজনীয় পরিমাণ দক্ষ হওয়ার সম্ভাবনা কম। আমাদের চাষীরা ইসরায়েল কিংবা কোরিয়ার চাষীদের মতো দক্ষ নন; এজন্য চাষী পরিবারগুলো মোটামুটি বেশ দরিদ্র; আমাদের শিক্ষকেরা মোটামুটি অদক্ষ, সেইজন্য ছাত্রদের প্রশ্নফাঁস করতে হয়; আমাদের সেক্রেটারীরা ও মন্ত্রীরা অদক্ষ, সেজন্য আমাদের মানুষ বেকার ও মহামারীতে দেশে এনার্খী চলছে। তবে, চাষীরা অসৎ নন; কিন্তু সেক্রেটারী, মেক্রেটারীরা সৎ শব্দটা বুঝে না, সেক্রেটারীয়েটের বিল্ডিংগুলোর চাকুরীর ১ম নিয়ম হলো, অসৎ হওয়া। এসব সেক্রেটারী, মেক্রেটারীরা শেখ হাসিনাকে দেশের সঠিক তথ্য ও ফিডব্যাক দেয় বলে মনে হয়?

উনি দেশ সম্পর্কে ভুল তথ্য ও ফিডব্যাকের উপর ভিত্তি করে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, কোন সন্দেহ নেই! ফলে, মহামারীতে দেশে এনার্খী চলছে, দরিদ্র সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, আরো দরিদ্র হচ্ছে! শেখ হাসিনাও বাংগালী, উনি সঠিক তথ্য ও ফিডব্যাক পেলেও খুব একটা ভালো করার কথা নয়; সেই স্হানে উনি মিথ্যুিক ও অসৎ ব্যুরোক্রেটদের থেকে ভুল তথ্য ও ফিডব্যাক পাচ্ছেন, সেই ব্যাপারে কোন সন্দেহ নেই।





মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৪৭

হাবিব বলেছেন: প্রধানমন্ত্রী কি কখনো আমাদের/আপনাদের লেখা পড়বেন?

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৫৩

চাঁদগাজী বলেছেন:




প্রধানমন্ত্রী কোনকালে ব্লগ ও সোস্যাল মিডিয়াতে আসার সম্ভাবনা নেই; উনি আমাদের পংগু মিডিয়ার তথ্য ইত্যাদিকে কাজে লাগান বলে মনে হয় না।

বেশীরভাগ ব্লগারও ব্লগের লেখা পড়েন না।

২| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৩:০১

রানার ব্লগ বলেছেন: না কেউই সৎ না । সবাই নিজের আখেরত গোছাতে ব্যাস্ত।

০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৩:০৩

চাঁদগাজী বলেছেন:




সেক্রেটারিয়েটে গেলে মাথা ঘুরাতে থাকবে, এসব বিল্ডিংগুলোর ভেতরে কোন সৎ মানুষ নেই। এরাই শেখ হাসিনার ওয়ার্কফোর্স।

৩| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৩:০৫

হাবিব বলেছেন: ব্লগের লেখা কারা পড়েন? আমি সব লেখা পড়ি না। সময় করে উঠতে পারিনা বলে পড়ি না। ব্লগ থেকে আপনি কি পেয়েছেন?

০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগ থেকে আমি শিক্ষিত বাংগালীদের সম্পর্কে কিছু ধারণা পেয়েছি; বাংলাদেশের শিক্ষিতদের ধ্যন-ধারণা, দক্ষতা, ভাবনাচিন্তা, আচরণ সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে।

৪| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:০৫

সাসুম বলেছেন: আপ্নে শেখ হাসিনারে পছন্দ করেন বিধায় তারে বেনিফিট অফ ডাউট দিচ্ছেন। তারে ডিফেন্ড করতাছেন উনি অন্যায় করেন নাই বাট অন্যায় কে লাই দিছেন বা ভুল তথ্য পাচ্ছেন।


একই ভাবে ইস্লামিস্ট এপোলাইজার রা করে থাকে ধর্ম কে আর তার প্রচারক রে ডিফেন্ড করার জন্য৷

তাইলে তাগো মাঝে আর আপনার মাঝে তফাত থাক্লো কই?

গত ১ দশকে শেখ হাসিনা কোন রাইট ডিসিশান নেন নাই। নট এ সিংগেল ওয়ান।

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



গত ১২ বছরে ভালো খারাপ যা হয়েছে, সবই শেখ হাসিনার সিদ্ধান্তে হয়েছে; আজকের মহামারীতে ীনি সঠিক তথ্য ও ফিডব্যাক পেলে, এর থেকে হয়তো কিছুটা ভালো করতে সমর্থ হতেন।

৫| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৫

গফুর ভাই বলেছেন: বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রয়োজন, বর্তমান ঘুণেধরা সমাজকে চরম আঘাত করা প্রয়োজন, অর্থনৈতিক অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবই ঢেলে সাজাতে হবে, দিনকে দিন অযোগ্য রাজনৈতিক নেতাদের জন্য শিক্ষাব্যবস্থা আজ হতাশার নাম, এ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কারু ভালবাসা জাগে না, এ শিক্ষা জীবনের কোন প্রয়োজনেই আসে না, একদম অবাস্তব শিক্ষাব্যবস্থা।দেশের সম্পদের সিংহভাগ একশ্রেণীর স্বার্থান্বেষী মহলের হাতে জিম্মি হয়ে পরেছে, এভাবে চলতেই পারেনা, প্রয়োজন অর্থনৈতিক সমতার, ধনী-গরীবের ব্যবধান, বৈষম্য দূর করতে না পারলে সামনে হয়তো আরো খারাপ দিন আসবে।
দেশের মানুষের মাঝে হতাশা বেড়ে যাচ্ছে দিনকে দিন। হতাশা থেকে অভিশাপের মত নেমে এসেছে নৈতিক অবক্ষয়, যা সমাজের জন্য ভয়ানক বিষয়।

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:




আওয়ামী লীগ পুরুষ সিংহের মতো, নতুন কেহ গজাতে গেলে, উহাকে ধ্বংস করে দেয়।

৬| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৭

গফুর ভাই বলেছেন: হাসিনার বাসভবন (গণভবন) -এর নিরাপত্তা দেয় এস,পি,বি,এন বা Special Security and Protection Battalion । এই বাহিনীর সম্পূর্ণ উদ্যোগ এবং নকশা ভারতের। এই বাহিনীর প্রশিক্ষণও দেয় ভারত ।প্রথম আলোর সংবাদ অনুযায়ী এস,পি,বি,এন এর ৬২ জন সদস্যকে আউটসোর্সিং এর মধ্যমে সংগ্রহ করা হয়ছে।
আউটসোর্সিং মানে আমি যেটা বুঝি তা হচ্ছে, নিয়মিত বাহিনী সমূহের বাইরে অন্য কোথাও থেকে কাউকে এই বাহিনীতে নিয়োগ দেয়া।দেশে এত বাহিনী থাকতে আউটসোর্সিং করার কি আসলে কোন প্রয়োজন আছে? মোটেও না।
কাজেই, উল্লেখিত আউটসোর্সিং করা ৬২ জন সদস্য হচ্ছে আসলে ভারতের নাগরিক।
উল্লেখ্য, বিডিআর কিলিং এর পর থেকে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে একদম বিশ্বাস করে না।
শেখ হাসিনার বাসভবন (গণভবন) - এর সামনে সেনা বাহিনীর গার্ড রেজিমেন্টের সদস্যদের দেখা গেলেও, বাসভবনের অন্দর-মহলে আসলে তাদের ঢোকার কোন অনুমতি নেই।
এবার নিশ্চয় বুঝতে পারছেন দেশের কি হাল অবস্থা।

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সিকিউরিটি সম্পর্কে বাহিরের লোকজন জানেন বলে মনে হয় না; উনার বাবাকে হত্যার উদাহরণটা উনার মাথায় আছে সারাক্ষণ। কোন বাংগালী ভারতীয়দের পছন্দ করে না, উনিও বাংগালী।

৭| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কে শিক্ষিত কে অশিক্ষিত তা বলবেন কি ?
..............................................................................................
না না প্রচলিত ব্যাখ্যা দিলে চলবেনা !
প্রকৃত শিক্ষিত যদি কোন প্রতিষ্ঠানে থাকে, তিনি অসৎ কাজ করবেন না
এবং দেশ এমন দুর্নীতিতে ভরত না ।
সরকার প্রধানের অনেক হাত পা, তিনি যে কিছুই জানেন না , তা কি ভাবে
বুঝব ? তবে যখন উনার কাজ গুলো রাজনীতিবিদ দ্বারা না হয়ে প্রশাসনিক ভাবে
চলমান হয় তখন ভাবতে হয় কি যেন হচ্ছে, আরও উচকিত হই যখন দেখি এজন্য
সংসদে এজন্য সাংসদরা কান্না করছে ।

.......................................................................................................
তবে দু:খজনক এই যে, উক্ত কর্তারাও কাজটি সঠিকভাবে দেখভাল করেন না
উদাহরন : আশ্রায়ন প্রকল্প, কি করে যে, গরীবের টাকাটাও আত্নসাৎ করে তার
জলন্ত উদাহরন ।
একজন সরকার প্রধান গ্রাম পর্যায়ে এসে এজন্য লাঠিপেটা করবে তা কি সাজে ???





০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা জানে কারা কি করছে, উনি চাইলে তা ঠিক করতে পারেন; কিন্তু তিনি সব নাগরিকের জন্য সমান সুযোগের সৃষ্টি করতে ব্যর্থ হওয়ার কারণে প্রসাশনের লোকজন ও দলের লোকজনের অন্যায়কে মেনে নিয়েছেন।

৮| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী আমরা সকলেই অদক্ষ

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



আমাদের শিক্ষকেরা কোরিয়ার শিক্ষদের চেয়ে অদক্ষ, আমাদের প্রতি পেশার লোকেরা কোরিয়ার সম-পেশার লোকদের চেয়ে অদক্ষ; সুতরাং, বাংলাদেশের মানুষ অদক্ষ।

৯| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বঙ্গবন্ধুর বেলায় কি এর ব্যতিক্রম ছিল???

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



উনি খুবই সামান্য সময় ছিলেন, সেটা থেকে পুরোপুরি বুঝা মুশকিল; তিনি জাতি গঠনের চেষ্টা করেননি।

১০| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ফলে প্রধানমন্ত্রী বিভ্রান্ত হচ্ছেন । ভুল সিদ্ধান্ত গ্রহণ করছেন। উনার তথ্য উপাত্ত যাচাই করে সিদ্ধান্ত নেয়া দরকার। নাহলে স্বার্থান্বেষি মহল দেশের বারোটা বাজিয়ে ছাড়বে। শুধু নিজেদের আখের গোছাবে ।

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



জাতির বারোটা নয়, তেরোটা বেজে গেছে; পকেটে টাকা আছে, টিকার অভাবে মানুষ মরছে।

১১| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দূর বাদ দেন সরকারের কথা। আপনি দেশে কবে আসবেন ?

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



করোনা কমুক।

১২| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৩

শূন্য সারমর্ম বলেছেন: শেখ হাসিনা বিশ্বের কারে রোল মডেল মানে?

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:




ইন্দিরা গান্ধীকে

১৩| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:০৫

শূন্য সারমর্ম বলেছেন: বিশ্বে সততার হার কত?

০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে সৎ মানের হার ৬০ ভাগের কাছাকাছি

১৪| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তিনি তার আশেপাশে সৎ মানুষ বেছে নেন না কেন ? এখনো দেশে যথেষ্ট সৎ টাইপের মানুষ আছে। যদি বর্তমান দেশীয় নৰ্মে আমজনতার চোখে এদের বেক্কল বা বেকুব মনে করা হয়।

০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



উনার ভুল ধারণা হচ্ছে, সতেরা উনাকে পছন্দ না করার সম্ভাবনা আছে।

১৫| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১:৪২

কামাল১৮ বলেছেন: দেশ ভর্তি অসৎ মানুষ শেখ হাসিনা কোথায় পাবে সৎ মানুষ।

০২ রা আগস্ট, ২০২১ ভোর ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



৬/৭কোটী শিক্ষিত মানুষ আছেন, এর মাঝে ২/৩ লাখ দক্ষ ও সৎ মানুষ আছেন।

১৬| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ৭:৩৭

সাসুম বলেছেন: দেশ ভর্তি আপনার কথা মত ২/৩ লাখ সৎ মানুষ আছে/

এদের থেকে শেখ হাসিনা একজন মানুষ খুজে বের করতে পারেন না এবং তারে নিজের উপদেস্টা বানাতে পারেন না- এটা আপনি বিলিভ করেন এটা ভাবতেই আমার অবাক লাগছে।

উনি খুব ভাল করেই জানেন- কারা সৎ, উনি খুব ভাল করেই জানেন- উনার আসে পাশে যারা আছে তারা কি রকম।

আমিও আপনার মত শেখ হাসিনারে বেনিফিট অফ ডাউট দিতাম। ২০১৩ এর পর থেকে আর দেই না। কারন- এরপর উনি আর আমাদের সেই শেখ হাসিনা নেই যার জন্য জান প্রাণ বাজি রাখা যেত। উনি একজন ডীক্টেটর হয়ে গেছেন এর পর থেকে।

০২ রা আগস্ট, ২০২১ সকাল ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



ইলেকশানে উনি ভুল মানুষদেরজয়ী করায়ে পার্লামেন্টে আনছেন; দলের লোকদের চেয়ে উনি প্রশাসনের সাপোর্ট বেশী নিচ্ছেন।

১৭| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ৭:৪৯

সাসুম বলেছেন: লেখক বলেছেন:

ইলেকশানে উনি ভুল মানুষদেরজয়ী করায়ে পার্লামেন্টে আনছেন; দলের লোকদের চেয়ে উনি প্রশাসনের সাপোর্ট বেশী নিচ্ছেন।


ঘুরে ফিরে সেইম কথাই- উনি ই আনছেন তাদের কে তুলে। উনার ইশারা ছাড়া গাছের পাতা নড়ার ও ক্ষমতা নাই।

০২ রা আগস্ট, ২০২১ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



উনার লিষ্টে না থাকলে, বাংলাদেশে কোন ফেরেশতাও ভোটে জয়ী হতে পারবে না; কিন্তু এটা দেশকে ১০০ ভাগ এনার্খীর মাঝে টেনে নিচ্ছে।

১৮| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ৭:৫৯

সাসুম বলেছেন: লেখক বলেছেনঃ

উনার লিষ্টে না থাকলে, বাংলাদেশে কোন ফেরেশতাও ভোটে জয়ী হতে পারবে না; কিন্তু এটা দেশকে ১০০ ভাগ এনার্খীর মাঝে টেনে নিচ্ছে।


গাজী সাব- আপনি তাইলে জানেন এবং মানেন উনি সব ঠিক করেন, এবং কে জিতবে এবং কে ইনার পাশে থাকবেন।

তাইলে, উনি সঠিক ডিসিশান পান না বা সঠিক জিনিষ সত্য জানেন না বা জানিতে পারেন না এটার জন্য উনাকে দোষারোপ না করে উনার আশে পাশে থাকা মানুষ জঙ্কে কেন দোষারোপ করছেন?

০২ রা আগস্ট, ২০২১ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:


উনি নিজে যাযা বুঝেন না, সেগুলোর জন্য উনাকে ব্যুরোক্রেটদের উপর নির্ভের করতে হয়; ব্যুরোক্রেটরা উনাকে মিথ্যা তথ্য ও ফিডব্যাক দিয়ে, নিজেদের এজেন্ডা পুরণ করছে।

১৯| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা হয়তো মনে মনে চাচ্ছেন ভালোয় ভালোয় যেকটা দিন বাঁচি ক্ষমতা আকড়ে ধরে মরতে পারলেই বাঁচি।
হাতে ক্ষমতা না থাকলে উনি এক মুহুর্তও বাচবেন না। দম বন্ধ হয়েই মারা যাবেন। এজন্য উনি জাসড় ক্ষমতায় থেকে যেতে চাচ্ছেন। দেশ রসাতলে যাক।

০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনার দরকার ছিলো আওয়ামী লীগটাকে আবার রাজনৈতিক দলে পরিণত করা।

২০| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৮

গেঁয়ো ভূত বলেছেন: আপনি একশ সৎ লোকের একটা লিস্ট দিন।
খেয়াল রাইখেন, যে লংকায় যায় সেই যেন রাবন না হয়।

০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমি ব্লগ থেকেই ১০০ সৎ লোকের নাম দিতে পারবো; উহাতে আপনার নাম যোগ করা যাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.