নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রপ্রহরী

চন্দ্রপ্রহরী › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বরের মৌমাছিদের বলছি....

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

গণজাগরণের ফসল নিজেদের ঘরে যাবে ভেবে যারা তৃপ্তির ঢেকুর তুলছেন কিংবা যেসব ভূখা মৌমাছি মধূ অণ্বেষণে প্রজন্ম চত্বর ঘিরে ভেঁা ভেঁা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই জাগরণের ফসল খেতে পারেন

কিন্তু হজম করতে পারবেন না। কারণ, এই জাগরণ শুধু রাজাকারের বিরুদ্ধেই নয়, অন্যায়-অবিচার, অপরাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এই জাগরণ। যে প্রজন্মকে 'ফার্মের মুরগী' ভেবে দেশটাকে নোংরা রাজনীতির খেলার মাঠ বানিয়ে ইচ্ছেমতো খেলছেন, সেই প্রজন্ম দেখিয়ে দিয়েছে প্রয়োজনের সময় তারা কী করতে পারে। তাই খেলোয়াড়রা সতর্ক হয়ে যান, অন্ধকারের সমীকরণ মেলানো বাদ দিয়ে প্রজন্মের আলোর দিকে তাকান। তা না হলে আপনারাও রেহাই পাবেন না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

নিষ্‌কর্মা বলেছেন:
এতোদিন গোয়ালে ছিল, হঠাত করে গোয়াল [ সোনাত বাংলা ] বন্ধ হওয়াতে এইখানে আইসা ল্যাদাইতেছে! ভাগ X( X( X(

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

অজানাবন্ধু বলেছেন: এই জাগরণ শুধু রাজাকারের বিরুদ্ধেই নয়, অন্যায়-অবিচার, অপরাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এই জাগরণ।

তাই যেন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.