নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রপ্রহরী

চন্দ্রপ্রহরী › বিস্তারিত পোস্টঃ

গণ জাগরণের নেতাদের টক শো প্রসঙ্গ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

গণজাগরণ মঞ্চের প্রতিনিধি হিসেবে টিভি টক শো- তে যারা যাচ্ছেন তাদের কেউ কেউ কান্ডজ্ঞানহীনের মতো কথা বলে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছেন। কাল রাতে একটি টক শো- তে একজন বললেন, গত নির্বাচনে যারা আওয়ামীলীগকে ভোট দিয়েছেন তারাই নাকি প্রজন্ম চত্বরের আন্দোলনে যোগ দিয়েছেন।অর্থাৎ শাহবাগের আন্দোলন আওয়ামীলীগারদের আন্দোলন।এছাড়া আচার-আচরণ এবং কথা বলার ধরণে কিছুটা ভারসাম্যহীন মনে হয়েছে তাকে। আন্দোলনের কারণে প্রতিদিন টিভিতে ডাক পাচ্ছেন বলে কী তথাকথিত সেলিব্রেটিদের মতো খেই হারিয়ে ফেলেছেন তিনি?নাকি নিজেকে বঙ্গবন্ধু পর্যায়ে ভাবতে শুরু করেছেন!এ ধরণের প্রতিনিধিত্ব আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে, আন্দোলনকারীদের মানহানি করে।তাই এ জাতীয় নেতাদের টক শো-তে যাওয়া থেকে বিরত থাকা উচিত।মনে রাখতে হবে, এ আন্দোলন কোনো দলীয় লেজুড়বৃত্তির জন্য নয়। এ আন্দোলন গণ মানুষের আন্দোলন।আপনার ব্যক্তিগত দল বা মতাদর্শ থাকতে পারে, কিন্তু সেটাকে সবার আদর্শ বলে গণ আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার অধিকার নেই আপনার।

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

নুসরাতসুলতানা বলেছেন: পোষ্টে ++++

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

েজরী মামুন বলেছেন: ১০০% সত্য শাহবাগের আন্দোলন আওয়ামীলীগারদের আন্দোলন। সত্য কখনও চাপা থাকে না। আওয়ামীলীগ সাধারন মানুষের সেন্টিমেন্ট নিয়ে সুকৌশলে খেলছে আর রাজনৈতিক ফায়দা নিচ্ছে নিজেদের ব্যার্থতা আর ছাত্রলীগের অপকর্ম ঢাকার জন্যই। সাধারন আবেগপ্রবন নতুন প্রজন্ম এখন খেলার পুতুল।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

বাংলার হাসান বলেছেন: ফেব্রুয়ারী ১৭ , জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইন মন্ত্রী ব্যা: শফিক আহমেদ তার ভাষণে বলেন '' দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং পার্টি সদস্যদের যুদ্ধ অপরাধী চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা হয়েছিল!!''
তাহলে এখন জামাত ,ছাত্র সংঘ (যা ইসলামি ছাত্র শিবিরে রুপান্তরিত) , মুসলিম লীগ , পি পি পি (অবলুপ্ত), নেজামে ইসলাম কে নিষিদ্ধ করার জন্য জাতীয় ঐক্যমতের ধুয়া তোলা হচ্ছে কেন ? কেন বলা হচ্ছে হাইকোর্টে রিট পিটিশন শুনানির জন্য মুলতবি আছে ? সময় ক্ষেপন করার কারন কি ? জার্মানির নাৎসি পার্টির মত নিষিদ্ধ করতে অসুবিধা কোথায় ? কেন বিষয়কে আইনী জটিল প্রক্রিয়ায় ঠেলা দেয়া হচ্ছে ? আমাদের অভিজ্ঞতা বলে , হিজবুত তাহরির নিষিদ্ধ করার আগে তো জাতীয় ঐক্যমতের প্রয়োজন হয় নাই , এখন চিহ্নিত যুদ্ধাপরাধীদের নিষদ্ধ করতে ঐক্যমতের প্রয়োজন হচ্ছে কেন ?

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

বিভ্রান্ত _পথিক বলেছেন: উনি বিখ্যাত ব্লগার অমি রহমান পিয়াল।তিনি এভাবেই কথা বলেন।এ বিষয়ে আমার একটি পোস্ট আছে সবাইকে দেখার অনুরোধ রইল।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
১০০% সত্য শাহবাগের আন্দোলন আওয়ামীলীগকে ভোট দিয়েছিল সুধু একটি ইসু বাস্তবায়ন করার জন্য, সেটা হল যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি।

আপনি কিভাবে আশা করেন নতুন প্রজন্ম ফ্যাসিস্ট বিম্পি-জামাতকে ভোট দিবে?

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

বস শাকিল বলেছেন: আঃলীগ রে দুই চোক্ষে দেখতে পারি না, কিন্তু বাধ্য হয়ে গতবারের মতো এই বারো ভোট টা দিতে হবে :( । নিজেকে অসহায় মনে হয় :|| :||

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

চন্দ্রপ্রহরী বলেছেন: @হাসান..আওয়ামীলীগকে ভোট দেয়া অপরাধ সেটা তো বলছিনা, প্রশ্ন হচ্ছে এ আন্দোলন কী আওয়ামীলীগের?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.