![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত দিন গড়াচ্ছে শাহবাগ আন্দোলনের গতিপথ আমাদেরকে ভাবিয়ে তুলছে। কাদের মোল্লার বিচারের রায় নিয়ে যে আন্দোলন যাত্রা শুরু করেছিল সে আন্দোলন ক্রমশ ঢাল-পালা গজাতে গজাতে শেকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।যার ফলে আন্দোলনের ফোকাসটা অন্যদিকে চলে গেছে।আর এই সুযোগে শত্রুপক্ষ অন্য বিতর্ক ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।যে তেজস্বী মনোভাব নিয়ে আন্দোলন শুরু হয়েছে দিনে দিনে তা ম্রিয়মান হচ্ছে।কোনো দাবী আদায়ে আজ পর্যন্ত কঠোর কোনো আল্টিমেটাম দেয়া হয়নি। যে সমস্ত কর্মসূচি দেয়া হচ্ছে সেগুলো কেবল দীর্ঘসূত্রিতা আর নমনীয়তা ছাড়া কিছু বোঝাতে সক্ষম হয়নি।দিনের পর দিন বক্তৃতা আর স্লোগান দেয়া হচ্ছে কিন্তু এর ফলাফল নিয়ে সরকারের প্রতি কোনো জিজ্ঞাসা নেই।রাজীব হত্যাকারীদের শনাক্ত করা, সাঈদীর রায় না দেয়া, মাহমুদুর রহমানকে গ্রেফতার না করা- এসব বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য নাই। আন্দোলনের নেতারা ব্যস্ত টিভি টক শো আর গোপন মিটিং নিয়ে।এভাবে চলতে থাকলে কোনো সুফল তো আসেবেইনা বরং এর জন্য একদিন চরম মূল্য দিতে হবে।মনে রাখতে হবে এ আন্দোলনের সাথে মুক্তির চেতনাদীপ্ত তারুণ্যের আবেগ-ভালোবাসা জড়িত।এটাকে হেলায় নষ্ট করার চেষ্টা ভালো পরিণতি বয়ে আনবে না।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
বোকামন বলেছেন: সবার সচেতনতা কাম্য...
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
নন্দনপুরী বলেছেন: রাজাকারের ফাঁসি হবেই হবে......ইনসাআল্লাহ
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
অপর্না হালদার বলেছেন: যতই পড়িবে ততই ভুলিবে
যতই ভুলিবে ততই শিখিবে ।
ধন্যবাদ ।