নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীতে নৌকায় ভ্রমন ও মাছ ধরা

আমি একজন কৃষক, নিজের জমি নাই অন্যের জমি চাষ করি

চ্যাংড়া

আমি একজন কৃষক, নিজের জমি নাই অন্যের জমি চাষ করি

চ্যাংড়া › বিস্তারিত পোস্টঃ

স্বামীর সন্তানেরা কি তাঁদের সৎ মা এর রেখে যাওয়া সম্পত্তির অংশ পাবেন? মুসলিম উত্তরাধিকার আইনে কি বলে?

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৪





আমার পরিচিত এক নারী যিনি নিঃসন্তান। তাঁর স্বামীর পূর্ববর্তী বিবাহের এক ছেলে ও এক মেয়ে বর্তমান আছেন। সন্তানদের নিজস্ব মাতা গত হয়েছেন অনেক আগে। পিতাও কয়েক বছর আগে গত হয়েছেন। শুধু বর্তমান আছেন তাঁদের পিতার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ সৎ মা। যারা একত্রে বসবাস করেন সৎমা এর নিজস্ব বসতবাটিতে। সৎমা এর এক ভ্রাতা ও এক ভগ্নি জিবীত আছেন। যারা অন্যত্র তাঁদের পরিবারের সাথে থাকেন।



আমার প্রশ্ন হচ্ছে সৎ মা মারা গেলে তাঁর মৃত স্বামীর দুই সন্তান কি সৎ মা এর স্থাবর ও অস্থাবর সম্পতি কোন অংশ পাবেন? পেলে কত টুকু অংশ পাবেন?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৯

রিফাত হোসেন বলেছেন: আমি কোন আইনজীবি না ।

তবে সাধারন মস্তিষ্ক যা বলেন সত মা হোক আপনা মা হোক , মা তো মা ই ।

সুতরাং মা মারা গেলে তার সম্পত্তি তার ছেলে মেয়েরা পাবে বা পাবার কথা ।

এখন যদি সত মা নিজের ছেলৈমেয়েদের /( নিজের জন্ম না দিলেও) বঞ্চিত করতে চায় তাহলে তা ঠিক হবে না ।

আর এখানে সত মার ভাই ও ভাগ্নীর প্রশ্ন কেন আসছে ??? তার সম্পত্তির দাবীদার অবশ্যই নয় ।



২| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৪

শামীম আরা সনি বলেছেন: Post er chobi kothakar? Anyway,amar baba lawyer,amr janamote amr babar kase akta case cilo jekhane ak baktir 2nd wife k 1st wifer chelera property theke boncito korecilo.kintu uni mamla kore property pan. Akhetre uttaradhikari wife cilo ,wifer ager pokker sntanera na. Amr mne hoi,sot maer property pawa jabena.erporo apnar khub dorkar thakle amr father er kase jene nie janati pari

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩০

চ্যাংড়া বলেছেন: ছবিটা কোন হিল্লা বিবাহ সংক্রান্ত নাটকের হবে। এমনিতেই দিলাম।
যাইহোক।

আপনার পিতাকে জিজ্ঞেস করে জানাবেন। ধন্যবাদ!

৩| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩১

েসাফী বলেছেন: আমি একজন আইনজীবি হিসাবে বলতে পারি:
সত মা মারা গেলে তার সন্তানরা, বৈমাত্রিয় সন্তান (সত সন্তান) হলেও সম্পত্তি পাবে।
এখন প্রশ্ন হচ্ছে সন্তানরা ছেলে-মেয়ে কয়জন। তাহেল বলতে পারতাম, কে কত অংশ পাবে।

৪| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৪

মশিউর মামা ১ বলেছেন: ছুপা নাস্তিক এলার্ট |

ছুপা নাস্তিক এলার্ট |

ছুপা নাস্তিক এলার্ট |

ছুপা নাস্তিক এলার্ট |

ছুপা নাস্তিক এলার্ট |

৫| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১০

শামীম আরা সনি বলেছেন: Ji sunlam. Sot baba/maer property pabena. Vodromohilar jehetu kno sontan nei tai unar ma,baba beche thakle ma pabe1/3, baba 1/3, abaro baki j 1/3 ta jabe babar kase. R baba na thakle ta chole jabe vodromohilar vai,bon,vaier chele othoba chacha othoba dada othoba chachato vai abong ader e bongsodhor der kase.

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৮

চ্যাংড়া বলেছেন: ধন্যবাদ। আপনাকে ও আপনার বাবাকে।

৬| ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২০

সবুজ সাথী বলেছেন:
মশিউর মামা ১ বলেছেন: ছুপা নাস্তিক এলার্ট | ছুপা নাস্তিক এলার্ট | ছুপা নাস্তিক এলার্ট | ছুপা নাস্তিক এলার্ট | ছুপা নাস্তিক এলার্ট | =p~ =p~ =p~ =p~

৭| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১১

অ্যাড.এরশাদুল বারী বলেছেন:
মুসলিম উত্তরাধিকার আইনে মা বলতে গর্ভস্থ সন্তানকেই বোঝায় অন্যদেরকে না। সেক্ষেত্রে ভদ্র মহিলার মৃত্যুতে তাঁর স্বামীর রেখে যাওয়া সন্তানেরা কোন সম্পত্তির উত্তরাধিকারী হবে না।

আর মহিলার ভগ্নী-ভ্রাতা সম্পত্তির ১/৩ অংশ সমানভাবে পাবেন, বাকীটা, বাবা/দাদা, চাচা বা তাদের অনুপস্থিতিতে দূরবর্তী (মহিলার বাবার পক্ষীয়দের কাছে)। অংশীদারদের কাছে যাবে।

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১:২৯

চ্যাংড়া বলেছেন: ধন্যবাদ।

৮| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৮

রফিক মাহমুদ বলেছেন:
মহিলার ভাই ২/৩ অংশ এবং বোন ১/৩ অংশ পাবেন, যদি তাঁর বাবা-মা জীবিত না থাকেন।

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১:৩১

চ্যাংড়া বলেছেন: ধন্যবাদ।

৯| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৮

শামীম আরা সনি বলেছেন: @adv.Ershadul bari & Rafiq Mahmud/Exactly

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.