![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ARFIUS হল Alternative Rock & Fusions ভিত্তিক বাংলাদেশী ব্যান্ড। ব্যান্ডটির নামের মাঝেই কাজের নিগুঢ়তার আপেক্ষিক ছোঁয়া পাওয়া যায়। গ্রীক মিথোলজির সংগীত স্রষ্ঠা অর্ফিউস সূর্যদেবতার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিল স্বর্গীয় বীণা। আর সেই বীণার ঝংকার ও সুরের ঐন্দ্রজালিক মায়ায় আচ্ছন্ন হয়ে যায় স্বর্গ ও মর্ত্যের সকল অধিবাসী। বাংলাদেশী ব্যান্ড ARFIUS সুরের সাধনায় সদা ব্রত থেকে দেশ ও জাতির কল্যাণে, বাংলার চিরায়ত প্রেম, মা, মাটি ও মানুষের সুর পৌছে দিতে চায় বৈশ্বিক পরিমন্ডলে ।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
রাজু চাকলাদার বলেছেন: অল্টারনেটিভ রক এর সাথে আবার ফিউশন কেন সেটা আশাকরি সময় মত জানতে পারবেন। কালীদাস, আপনার আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ। অর্ফিউস আপনাদের ভালবাসা প্রত্যাশা করে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
কালীদাস বলেছেন: ফিউশনটা কোন কোন জনারের ভেতর? অল্টারনেটিভ রক টার্মটা নিজেই অনেক ওয়াইড, এর সাথে আবার ফিউশন কি কারণে? ইনস্ট্রুমেন্ট কি কি ইউজ করেন ব্যান্ডে?