নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Vocal of ARFIUS (অর্ফিউস)। Alt-Rock & Fusions ভিত্তিক বাংলাদেশী ব্যান্ড অর্ফিউস। ARFIUS দেশ ও জাতির কল্যাণে, বাংলার চিরায়ত প্রেম, মা, মাটি ও মানুষের সুর পৌছে দিতে চায় বৈশ্বিক পরিমন্ডলে।

রাজু চাকলাদার

মেট্রোফোক মিউজিশিয়ান

রাজু চাকলাদার › বিস্তারিত পোস্টঃ

ARFIUS (অর্ফিউস)

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

ARFIUS হল Alternative Rock & Fusions ভিত্তিক বাংলাদেশী ব্যান্ড। ব্যান্ডটির নামের মাঝেই কাজের নিগুঢ়তার আপেক্ষিক ছোঁয়া পাওয়া যায়। গ্রীক মিথোলজির সংগীত স্রষ্ঠা অর্ফিউস সূর্যদেবতার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিল স্বর্গীয় বীণা। আর সেই বীণার ঝংকার ও সুরের ঐন্দ্রজালিক মায়ায় আচ্ছন্ন হয়ে যায় স্বর্গ ও মর্ত্যের সকল অধিবাসী। বাংলাদেশী ব্যান্ড ARFIUS সুরের সাধনায় সদা ব্রত থেকে দেশ ও জাতির কল্যাণে, বাংলার চিরায়ত প্রেম, মা, মাটি ও মানুষের সুর পৌছে দিতে চায় বৈশ্বিক পরিমন্ডলে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

কালীদাস বলেছেন: ফিউশনটা কোন কোন জনারের ভেতর? অল্টারনেটিভ রক টার্মটা নিজেই অনেক ওয়াইড, এর সাথে আবার ফিউশন কি কারণে? ইনস্ট্রুমেন্ট কি কি ইউজ করেন ব্যান্ডে?

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

রাজু চাকলাদার বলেছেন: অল্টারনেটিভ রক এর সাথে আবার ফিউশন কেন সেটা আশাকরি সময় মত জানতে পারবেন। কালীদাস, আপনার আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ। অর্ফিউস আপনাদের ভালবাসা প্রত্যাশা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.