নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেটে খাওয়া মানুষ

চাষী

চাষী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম স্বৈরাচার কে ?

২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৪

তথাকথিত ৭২ সংবিধান এ ফিরে যাবার নাটকে বারবার আওয়ামীলীগ ও তার চাকর বাকর রা বলে আসছে, জিয়া সামরিক স্বৈরাচারী শাসক। কিন্তু আসলে কি তাই ?



বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরাচার কায়েম মরে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে। ৭৫ সালে বাকশাল কায়েম করে বাংলাদেশের সব দলকে নিষিদ্ধ ঘোষনা করা হয়। ৪ টি পত্রিকা বাদে আর সব পত্রিকা নিষিদ্ধ ঘোষনা করা হয়। গনতন্ত্র ও বাক স্বাধিনতা হরন করা হয়।



আর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক জিয়া দেশে গনতন্ত্রকে ফিরিয়ে আনেন। এমন কি আওয়ামীলীগের ও পুনর্জম্মদাতা জিয়া।

মন্তব্য ১৮ টি রেটিং +৩৩/-১০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৯

সাচার বলেছেন: স্বৈচারীর রেজাল্টও তিনি পেয়েছেন। বর্তমানে যারাই স্বৈচারী আচরণ করবে তারাও তাদের রেজাল্ট পাবার জন্য প্রস্তুত থাকতে হবে।

২| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৪

কাঙ্গাল মুরশিদ বলেছেন: শুধু কি তাই? ১৯৭২ সালে তিনি কিসের ভিত্তিতে প্রধানমন্ত্রি হয়েছিলেন? ৭০ এর নির্বাচনতো হয়েছিল পাকিস্তানের সংবিধান রচনার জন্য। স্বাধীন বাংলাদেশে কোন নির্বাচন ছাড়া তিনি যে প্রধান মন্ত্রী হয়েছিলেন সেটা কি স্বৈরাচারী আচরণ ছিল না??

৩| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৭

চক্কর বলেছেন: মা কালি দুর্গা......দুর্গ......... =p~ =p~ =p~ =p~

৪| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৮

পাখা বলেছেন: কঠিন প্রশ্নো :বাংলাদেশের প্রথম স্বৈরাচার কে ?

উনি কি তিনি যিনি বলেছিলেন
লাল ঘোড়া দাবড়াই দিব...
কৈ আজ সিরাজ সিকদ্দার...

৫| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৯

বিজ্ঞান বলেছেন: হক কথা

৬| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪২

ওয়ান ম্যান বলেছেন: রিয়েলি য়্যু আর পিস ওয়ান। এন্টারটেইনমেন্ট আনলিমিটেড!!

৭| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৭

প্যাঁচনাই বলেছেন: ওয়ান ম্যান বলেছেন: রিয়েলি য়্যু আর পিস ওয়ান। এন্টারটেইনমেন্ট আনলিমিটেড!!

৮| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৮

বাশিওয়ালা বলেছেন: আজ পল্টনে দেখলাম বাকশালের কেন্দ্রিয় কার্যালয়ের সাইনবোর্ড। ১০০ বার মনে মনে বললাম বাকশাল নিপাত গেছে নতুন ডিজিটাল বাকশালও নিপাত যাক...

৯| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫১

আহমেদ ফারুক বলেছেন: gooddu

১০| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫৬

ঈদ এর চাঁদ বলেছেন: বাকশাল নিপাত যাক জাতিয়তাবাদ মুক্তি পাক

১১| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ২:০২

কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন: মুজিবের বাকশাল দেখিনাই কিন্তু হাসিনার বাকশাল দেখতাছি :(

১২| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ২:১০

দিদিমা বলেছেন: মুজিবের বাকশাল দেখিনাই কিন্তু হাসিনার বাকশাল দেখতাছি

১৩| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ২:১৯

পরবাসীর দেশপ্রেম বলেছেন: জিয়ার অপরাধ হচ্ছে জিয়া সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।এটাই জিয়ার অপরাধ। বর্তমান সরকার এগুলো কেড়ে নিতে চায়।

১৪| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ২:২১

িময়াজী বলেছেন: রক্ষিবাহিনীর মাধ্যমে যিনি ৫৫,০০০ মুক্তিযোদ্ধা হত্যা করেছিলেন।

১৫| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ২:২৩

ডিস্কো ঘোড়া বলেছেন: হ মামা, আম্বালীগ পঁচা, কুব খ্রাপ, তয় পরেডি এই ধারা বদলায়নাই ক্যান?

১৬| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩৫

আবু বুশরা বলেছেন: শেখ মুজিব ৭০এর নির্বাচনে ভোট নিয়েছেন গণতন্ত্রের কথা বলে, অথচ ক্ষমতায় এসে বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতিকে নিষিদ্ধ করেছেন। কায়েম করেছেন একদলীয় বাকশালী শাসন। বাকস্বাধীনতার কথা বলেছেন,কিন্তু সকল বিরোধী পত্র-পত্রিকাকে নিষিদ্ধ করেছেন। শেখ মুজিব আইনের শাসনের কথা বলেছেন অথচ বিনাবিচারে বামপন্থি নেতা সিরাজ সিকদারকে রক্ষিবাহিনী দিয়ে হত্যা করিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, “কোথায় আজ সিরাজ সিকদার?” বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বৈরাচার বঙ্গদুশমন খোদ শেখ মুজিব।

১৭| ২৫ শে জুলাই, ২০১০ রাত ৯:১০

রাকা ও আমি বলেছেন: সহমত।

বাকসাল কি স্বৈর শ্বাসন না???

১৮| ২৫ শে জুলাই, ২০১০ রাত ৯:১৪

গ্রাউন্ড ফ্লোর বলেছেন: আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.