নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশটা যেন এক সবুজ ঘাসের চাদর
লাখো লাখো বাঙ্গালী পায়, বাংলা মায়ের আদর
আমার সোনার দেশে এত সবুজ এর সমারোহ
কত শত মানুষ আছে,নিয়ে যত মোহ!
আমার দেশের মত এমন রুপ যে কোথাও নাই
সোনার বাংলাদেশ যে তাই খুব অপরুপ ভাই,
এই দেশেতে জন্ম আমার এই দেশেতে বাস
সবুজ শ্যামল দেশ টি আমার শেষ সুখ নিবাস।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ কবি। আমি মনে করি আমার কবিতায় কোথায় জানি একটা বিশাল গ্যাপ রয়েছে। আপনার কি মনে হয়...?
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪
ভ্রমরের ডানা বলেছেন: দেশকে নিয়ে সুনির্মল কবিতা! আরো লিখুন!