নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের খুশির বন্যা বয়
আমার উঠান জুড়ে,
খুকুমনি নেচে উঠে
নতুন জামা পড়ে।
খুকুমনি খুকুমনি
আনন্দে থাক তুমি,
ঈদের খুশি বিলিয়ে দাও
মা বাবার ভূমি।
২| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৫
মাকার মাহিতা বলেছেন: আমার এই ছোট্ট প্রয়াশ আপনার ভাল লেগেছে জেনে আমি খুবই আনন্দিত,বিমহিত,এবং রোমাঞ্চিত! আপনাম মত একজন ভাল লেখিকা আমার ব্লগে এসেছেন বলে আমার আনন্দের সীমা নাই! সামহয়্যারইন ব্লগে মাকার মাহিতা যতদিন থাকবে ততদিন আপনার পাশে থাকবে বলে কথা দিচ্ছে। কারন আমি ব্যক্তিগত ভাবে আপনার কবিতা গুলো পড়েছি, আপনার ছড়া কবিতা গুলোয় যে ছন্দ খেলা করে তাতে আমি ভীষন মজা পাই।
কাজী ফাতেমা তার কবিতায় বেচেঁ থাকুক আজীবন,
তার কবিতা আরও সুন্দর হোক
তার লেখনী আরও মিষ্টময় হোক
ধন্যবাদ কাজী ফাতেমা
ভাল থাকুন,সুস্থ থাকুন!!!
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর