নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শরৎ-এ বাংলার সকল নদীর চরে সাদা শুভ্র কাশফুলের মেলা
নীল আকাশে তুলোর মতো সাদা মেঘগুলো ভেসে বেড়ায়
নদীর চরে এক ঝাক সাদা বক পাখনা মেলে উড়ে যায়
এসময় নদীগুলো যেন পুরো যৌবন পায়
চরের সবুজ ঘাস গুলো গবাদীপশু কে আকর্ষণ করে
রাখাল বালক রা ছুটে যায় নদীর চরে
নিয়ে যায় গুরু,মহিষ,ছাগল,ভেড়া
এক ঝাক গবাদী পশুর দল।
শরৎ মাস নাকি কবি মনে খুব নাড়া দেয়
কবি রা ঘরে বসে থাকতে পারে না
থাকতে চায় ও না
তাদের মন ঘরে বসে না
ছুটে যায় নদীর পাড়ে,
নদীর জলে গা ভাষায়
মিশে যায় নদীর জলে, কাশফুলের বাগানে
এক পুলকিত অনুভূতি পায়
কবি রোমাঞ্চিত,বিমোহিত,অনন্দিত!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
মাকার মাহিতা বলেছেন: পোষ্টে মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। @ ভ্রমরের ডানা আপী।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
ভ্রমরের ডানা বলেছেন: লেখুন মন খোলে!