নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাখাল বালক বলল ঢেকে
কোথায় যাও তুমি
সবুজ শ্যামল মাঠ যে এখন
ধু ধু মরুভূমি।
আমার প্রিয় গবাদী পশু
পায় না খেতে ঘাস
নদীর মাঝে পানিও নাই
নাই বার মাস।
ভারত দিছে বন্ধ করে
অনেক নদীর মুখ
জেলে রাখাল কারও মনে
নাই যে কোন সুখ।
২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০২
মাকার মাহিতা বলেছেন: প্রথমেই আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই!
এই ক্ষুদ্র কবি অথবা অকবি কে আপনার হৃদয়ে স্থান দিয়েছেন,দিয়েছেন ভালবাস,দিয়েছেন কবিতার সীকৃতি!
আশা করব,এই ক্ষুদ্র কবি মাকার মাহিতার পাশে আপনার পদচারনা থাকবে অনন্তকাল,সারাজীবন।
এই মাকার মাহিতাও আপনার কবিতাকে পাড়বে,ভালবাসবে,ভাল লাগাবে,আপনার কবিতা কে আপন করে নেবে।
সবশেষে আপনাকে আবারও আমার অন্তারের ভেতর থেকে শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি!!!
ভাল থাকবেন সবসময়। আজীবন। অনন্তকাল।
ধন্যবাদ কাজী ফাতেমা
ধন্যবাদ সামু কর্তৃপক্ষকে! এমন একটা প্লাটফরম রাখার জন্য।
২| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৬
মাকার মাহিতা বলেছেন: *** ঢেকে হবে না...বানান ভুল হয়েছে...
*** ডেকে হবে...
ভূল বানানের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত...!!!
৩| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ সাথেই আছি । ভাল থাকুন সর্বদা
২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১২
মাকার মাহিতা বলেছেন: আপনার প্রতি শুভকামনা রইল...!!!
৪| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সিগনেচার নসিব বলেছেন: বেশ লাগল কবিতা
২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৮
মাকার মাহিতা বলেছেন: সিগনেচার নসিব, আপনি আমার নরম উঠানে আপনার গুণী পা রাখলেন, এতে আমি যারপরনাই খুশি এবং আনন্দবিহ্বল হয়েছি, আশা করব আপনি আমার এই ক্ষুদ্র আঙ্গিনায় আপনার পদযুগল এর পদাচারনা দীর্ঘায়িত করবেন এবং এই নরম মাটিতে আপনার হালকা একটি সিগনেচার দিয়ে যাবেন।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে।